পোস্ট তাং ১০/১২/২০২৪ ইং গান নং ৯৭৪২ """" কাম তত্ত্ব নিগুঢ় সত্য গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। কাম দরিয়া অথৈ জলে, খেলছো রে মন ডুব সাঁতার।। পাইছোনি পাইছোনি রে মন, পাইছোনি খুঁজে কুল কিনার।। তিন ধরিয়ার মিলন মোহনা, বারমুডা ট্রায়াংগেল রয়। ট্রায়াংগেলের ঘূর্ণিপাকে পড়লে, অস্তিত্ব যে বেহাল হয়।। দেহ পুরের যা মালামাল রয়। হইয়া যায় যে সব অসার। কতো বীর বাহাদুর মুণি ঋষি, আরো কতো সাধু মহৎ।। কাম দড়িয়ার ট্রায়াংগেলে, হারাইয়াছে যে সবাই পথ। তারা হারাইয়াছে জীবনের সব।। পায় নাই খুঁজে তাহা আর। কাম দরিয়ার মালিক যিনি, কাম কামিনী মন মোহিনী। হাঙ্গর কুমির ঝাঁকে ঝাঁকে, আছে তার সাথী সঙ্গিনী।। হরে নেয় তারা রতি মণি।। থাকলে ওরে কাম বিকার। ওরে শুল্ক পক্ষ কৃষ্ণ পক্ষ, যারাই বুঝতে পেরেছে।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তারাই কুল কিনারা পেয়েছে।। বাকিরা সব ডুবে মরেছে।। তবুও চেতন হয় না আমার। পোস্ট তাং ০৯/১২/২০২৪ ইং গান নং ৯৭৪১ """" বিষাদময় বিচ্ছেদ যন্ত্রণার গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। বেসে ভালা বাড়লো জ্বালা, অঙ্গার হইলো মন।। কখন যেনো জ্বালায় জ্বালায়, হয় আমার মরণ গো,,, হয় আমার মরণ।। শুনি স্বর্গ থেকে আসে গো প্রেম, প্রেম হয় পবিত্র। এই কথা বিশ্বাস করিয়া, হইলাম প্রেমের ভৃত্য,,,গো,,, হইলাম প্রেমের ভৃত্য।। কথা মিথ্যা নয়রে সত্য।। বিফল যায় জনম গো,, বিফল যায় জনম। স্বর্গের প্রেমে নরক যন্ত্রণা, পেলাম গো আজ আমি।। সব হারাইয়া নিঃস্ব হইয়া, কান্দি দিন-রজনী গো,, কান্দি দিন-রজনী। ঝরে আমার চোখের পানি,,, বিষাদময় এই ভুবন গো, লাগে বিষাদময় এই ভুবন। জাত ও গেলো কুল ও গেলো, আমি হইলাম কলঙ্কিনী।। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে লোকে, কয় যে কুলনাশিনী গো,,, কয় যে কুলনাশিনী। প্রেম করিয়া লাগলো শনি,,, পর হইলো সব আপন গো,,, পর হইলো সব আপন। পোস্ট তাং ০৮/১২/২০২৪ ইং গান নং ৯৭৪০ """" এতীমের আর্তনাদমাখা গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। আমার মা ও নাই বাবা ও নাই, নাই বড় বোন ভাই।। আমি এক এতীম অসহায়, আমার দরদী কেউ নাই।। কেউ করেনা আদর সোহাগ, কেউ নেয় না খোঁজ খবর।। এই জগতে সবাই দেখি, ওরে বড়ই স্বার্থপর।। ব্যথায় ভরা আমার অন্তর।। কাহারে যে বুঝাই। আমার মাথায় হাত রেখে, কেউ করেনা আর্শীবাদ।। দুঃখ কষ্টে জীবনটা আমার, হচ্ছে যে বরবাদ।। কেউ ধরেনা এই অভাগার হাত।। কোনো বন্ধু ভাই। আত্মীয় স্বজন প্রিয়জন যারা, তারা করে অবজ্ঞা অবহেলা।। কেউ বুঝেনা এতীমের দুঃখ, মনে কি যে জ্বালা।। কেউ আমায় বাসেনা ভালা।। আমার টাকা সম্পদ নাই। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবাই দেয় কতো উপদেশ।। সেই সাথে দেয় যে আবার, কতো আদেশ ও নির্দেশ।। মনুষ্যত্ব মানবতার নাই কোনো লেশ।। আবার দেয় ধর্মের দোহাই।
খুব সুন্দর
পোস্ট তাং ১০/১২/২০২৪ ইং
গান নং ৯৭৪২
"""" কাম তত্ত্ব নিগুঢ় সত্য গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
কাম দরিয়া অথৈ জলে, খেলছো রে মন ডুব সাঁতার।।
পাইছোনি পাইছোনি রে মন, পাইছোনি খুঁজে কুল কিনার।।
তিন ধরিয়ার মিলন মোহনা, বারমুডা ট্রায়াংগেল রয়।
ট্রায়াংগেলের ঘূর্ণিপাকে পড়লে, অস্তিত্ব যে বেহাল হয়।।
দেহ পুরের যা মালামাল রয়। হইয়া যায় যে সব অসার।
কতো বীর বাহাদুর মুণি ঋষি, আরো কতো সাধু মহৎ।।
কাম দড়িয়ার ট্রায়াংগেলে, হারাইয়াছে যে সবাই পথ।
তারা হারাইয়াছে জীবনের সব।। পায় নাই খুঁজে তাহা আর।
কাম দরিয়ার মালিক যিনি, কাম কামিনী মন মোহিনী।
হাঙ্গর কুমির ঝাঁকে ঝাঁকে, আছে তার সাথী সঙ্গিনী।।
হরে নেয় তারা রতি মণি।। থাকলে ওরে কাম বিকার।
ওরে শুল্ক পক্ষ কৃষ্ণ পক্ষ, যারাই বুঝতে পেরেছে।।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, তারাই কুল কিনারা পেয়েছে।।
বাকিরা সব ডুবে মরেছে।। তবুও চেতন হয় না আমার।
পোস্ট তাং ০৯/১২/২০২৪ ইং
গান নং ৯৭৪১
"""" বিষাদময় বিচ্ছেদ যন্ত্রণার গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
বেসে ভালা বাড়লো জ্বালা, অঙ্গার হইলো মন।।
কখন যেনো জ্বালায় জ্বালায়, হয় আমার মরণ গো,,,
হয় আমার মরণ।।
শুনি স্বর্গ থেকে আসে গো প্রেম, প্রেম হয় পবিত্র।
এই কথা বিশ্বাস করিয়া, হইলাম প্রেমের ভৃত্য,,,গো,,,
হইলাম প্রেমের ভৃত্য।। কথা মিথ্যা নয়রে সত্য।।
বিফল যায় জনম গো,, বিফল যায় জনম।
স্বর্গের প্রেমে নরক যন্ত্রণা, পেলাম গো আজ আমি।।
সব হারাইয়া নিঃস্ব হইয়া, কান্দি দিন-রজনী গো,,
কান্দি দিন-রজনী। ঝরে আমার চোখের পানি,,,
বিষাদময় এই ভুবন গো, লাগে বিষাদময় এই ভুবন।
জাত ও গেলো কুল ও গেলো, আমি হইলাম কলঙ্কিনী।।
স্বপন শাহ্ শ্যামলাপুরীরে লোকে, কয় যে কুলনাশিনী গো,,,
কয় যে কুলনাশিনী। প্রেম করিয়া লাগলো শনি,,,
পর হইলো সব আপন গো,,, পর হইলো সব আপন।
পোস্ট তাং ০৮/১২/২০২৪ ইং
গান নং ৯৭৪০
"""" এতীমের আর্তনাদমাখা গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
আমার মা ও নাই বাবা ও নাই, নাই বড় বোন ভাই।।
আমি এক এতীম অসহায়, আমার দরদী কেউ নাই।।
কেউ করেনা আদর সোহাগ, কেউ নেয় না খোঁজ খবর।।
এই জগতে সবাই দেখি, ওরে বড়ই স্বার্থপর।।
ব্যথায় ভরা আমার অন্তর।। কাহারে যে বুঝাই।
আমার মাথায় হাত রেখে, কেউ করেনা আর্শীবাদ।।
দুঃখ কষ্টে জীবনটা আমার, হচ্ছে যে বরবাদ।।
কেউ ধরেনা এই অভাগার হাত।। কোনো বন্ধু ভাই।
আত্মীয় স্বজন প্রিয়জন যারা, তারা করে অবজ্ঞা অবহেলা।।
কেউ বুঝেনা এতীমের দুঃখ, মনে কি যে জ্বালা।।
কেউ আমায় বাসেনা ভালা।। আমার টাকা সম্পদ নাই।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, সবাই দেয় কতো উপদেশ।।
সেই সাথে দেয় যে আবার, কতো আদেশ ও নির্দেশ।।
মনুষ্যত্ব মানবতার নাই কোনো লেশ।। আবার দেয় ধর্মের দোহাই।