আমার মনে হয় ফিল্টারে প্রথমে বা সর্বনিম্নে কয়লার স্তর,এরপর মোটাবালু- নুড়ি পাথর বা ইটের কণার ছোট দানার উপরে বড় দানার স্তর দিতে হবে। কোন অবস্থায় ফোম বা স্পঞ্জ পানীয়জলের বেলায় ব্যবহার করা উচিৎ হবেনা। যেহেতু পানিতে ফোম সহজে পঁচে পানিতে ক্যামিকাল ছড়িয়ে বিষাক্ত করতে পারে।
@@KrishiNiketon আমার পরিবারের জন্য আমি সিলেটের সিমেন্টের ফিল্টারের পানি ঐ পদ্ধতিতে পূনরায় ফিল্টার করে পান করি। আরিচা- মানিকগঞ্জের টিউবয়েলের পানিতে প্রচুর আায়রন থাকায়। সরাসরি টিউবওয়েল পানি আধুনিক উন্নত ফিল্টার অল্প দিনে কার্যক্ষমতা হারায়। তাই এখানকার অনেকে দেশীয় বিভিন্ন পদ্ধতিতে পানির ফিল্টার করে বা দ্বিতীয় ধাপে আধুনিক ফিল্টারে পূনঃ ফিল্টিং করে ব্যবহার করেন। তবে কয়লার ব্যবহার আবশ্যিক ইহা অন্য জীবাণু নাশকের পাশাপাশি আর্সেনিক মূক্ত করতে সহায়ক।
@@ashrafislam7356 টিউবল আরও গভীরে দিন । আমারও আগে টিউবলের পানিতে আয়র ছিল আমি এখন গভীরে টিউবল দিয়েছি আল হামদুলিল্লাহ এখন মিনারেল পানির মত পরিস্কার পানি পেয়েছি ।
Home service এ বাড়ীতে বড় পানির টেংকে ফিল্টার বানিয়ে কাজ করলে কত গুলো টেংক লাগবে। ভিভিন্ন সাইজের টেংকে র হিসেবে কি কি পদ্ধতি ও কত পরিমান আইটৈম গুলো লাগবে এ রকম একটি ভিডিও দিন। একটি টেবিল একে সেখানে বিভিন্ন পরিমান আইটেম ( নাম সহ ) ও টেংকের বিভিন্ন স্তরে আইটেম এর হাতে আকা ছবি। পাইপের কানেকশন ও আনুসংগিক সেনিটারি আইটেম কিভাবে লাগানো হলো সেটার হাতে আকা ছবি ও বিভিন্ন টেংক কিভাবে কোন সিরিয়ালে রাখতে হবে এ তত্থ সহ একটি ভিডিও দিন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ভাইজান আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। আমি একটা সমস্যায় আছি। আমার বাড়ির কলে পানি আয়রন। আয়রন মুক্ত মটার কল দিতে চাচ্ছি। কিভাবে দিব কত টাকা খরচা হবে। কোন মেস্তরি লাগবে। অথবা আপনি ব্যবস্থা করে দিতেন যদি তাহলে আমি অনেক উপকৃত হইতাম। দয়া করে এই উপকারটুকু করেন ভাই আমাকে। আমি আয়রন পানি নিয়ে অনেক সমস্যায় অনেক বছর ধরে ভুগতেছি ভাইজান। যদি এই উপকার করতে পারেন আমি খুবই উপকৃত হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
টিউবওয়েলের আয়রন দূর কিভাবে করা যায়? আমি বলতে চাইছি যে পানির ট্যাঁপ এর মুখে যেভাবে ফিল্টার লাগিয়ে ইনস্ট্যান্ট ফিল্টারিং হয় ঠিক সেভাবে কিছু টিউবওয়েলের জন্য আছে?
ট্যাংকে পানি উটানোর সময় ফিল্টার করতে অনেক খরছ হবে । ব্যবহারের পানি ফিল্টার নিজে এইভাবে করুন । অথবা তিন ইঞ্চি টিউবলে নিচে যে জালি পাইপ দেওয়াহয় সেইটিতে সুতি কাপড় পেচিয়ে ট্যাংকের ভিতরে লাগান ফিল্টার হয়ে আসবে তবে কয়দিন পর পর ফিল্টার টি পরিস্কার করে দিতে হবে ।
ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখলাম
বিষয়টা খুবই উপকারী। অসংখ্য ধন্যবাদ।
মাশা আল্লাহ্। যাজাকাল্লাহু খাইরান ফিদ্দারাইন।
আমিও চেষ্টা করবো, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
খুব ভালো একটা ভিডিও ভালো কিছু সিখলাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
খুব উপকারী তথ্য ও লাগসই সহজ পদ্ধতি। ধন্যবাদ। ভিডিওটি আরও অনেক ছোট হলে আরও উপভোগ্য হতো। শুকরিয়া।।
ধন্যবাদ ভাই ।
দারুন একটা Iron Filter তৈরি করে দেখালেন আমাদের।
আপনার এই ভিডিও দেখে আমিও একটা Filter বানাবো চিন্তা করছি।
ধন্যবাদ।
আমার মনে হয় ফিল্টারে প্রথমে বা সর্বনিম্নে কয়লার স্তর,এরপর মোটাবালু- নুড়ি পাথর বা ইটের কণার ছোট দানার উপরে বড় দানার স্তর দিতে হবে। কোন অবস্থায় ফোম বা স্পঞ্জ পানীয়জলের বেলায় ব্যবহার করা উচিৎ হবেনা। যেহেতু পানিতে ফোম সহজে পঁচে পানিতে ক্যামিকাল ছড়িয়ে বিষাক্ত করতে পারে।
ধন্যবাদ ভাই
@@KrishiNiketon আমার পরিবারের জন্য আমি সিলেটের সিমেন্টের ফিল্টারের পানি ঐ পদ্ধতিতে পূনরায় ফিল্টার করে পান করি। আরিচা- মানিকগঞ্জের টিউবয়েলের পানিতে প্রচুর আায়রন থাকায়। সরাসরি টিউবওয়েল পানি আধুনিক উন্নত ফিল্টার অল্প দিনে কার্যক্ষমতা হারায়। তাই এখানকার অনেকে দেশীয় বিভিন্ন পদ্ধতিতে পানির ফিল্টার করে বা দ্বিতীয় ধাপে আধুনিক ফিল্টারে পূনঃ ফিল্টিং করে ব্যবহার করেন।
তবে কয়লার ব্যবহার আবশ্যিক ইহা অন্য জীবাণু নাশকের পাশাপাশি আর্সেনিক মূক্ত করতে সহায়ক।
@@ashrafislam7356 টিউবল আরও গভীরে দিন । আমারও আগে টিউবলের পানিতে আয়র ছিল আমি এখন গভীরে টিউবল দিয়েছি আল হামদুলিল্লাহ এখন মিনারেল পানির মত পরিস্কার পানি পেয়েছি ।
@@KrishiNiketon '
@@KrishiNiketon 🎉ফোম ব্যবহার করা উচিৎ হয়নি, এতে পানি বিষাক্ত হবে ফলে সেটা খেলে ম্রত্যু পর্যন্ত হতে পারে।
আরো বুঝ নিয়ে বক্তব্য দেয়া উচিৎ।
Khub adim poddotir ekti filter ..bhalo laglo dhonnobad
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর বিষয় তুলে ধরার জন্য।আচ্ছা ভাইয়া আয়রন যুক্ত পানিতে ফিটকিরি ব্যবহার করলে পানিতে কোন প্রকার গন্ধ হয়?
Tnx Vai,apnar video inshallah Amar upokare ashbe,
এই পাথরগুলো কতদিন পানিকে আয়রন মুক্ত করতে পারবে আপনার কাজের জন্য আপনাকে ধন্যবাদ জানাই
ধন্যবাদ ভাই ,আমি ও চেষ্টা করবো একটা বানাতে আপনার জন্য শুভকামনা রইলো 🥰
আপনাকেও ধন্যবাদ
Video ta onek balo laglo
Kintu baiya fom na dily balo karon fom dily balur karony pani ta namty osubida korby
এই প্রসেস যে পানির ফিল্টার কয় মাস পর পর পরিষ্কার করা দরকার
Home service এ বাড়ীতে বড় পানির টেংকে ফিল্টার বানিয়ে কাজ করলে কত গুলো টেংক লাগবে। ভিভিন্ন সাইজের টেংকে র হিসেবে কি কি পদ্ধতি ও কত পরিমান আইটৈম গুলো লাগবে এ রকম একটি ভিডিও দিন।
একটি টেবিল একে সেখানে বিভিন্ন পরিমান আইটেম ( নাম সহ ) ও টেংকের বিভিন্ন স্তরে আইটেম এর হাতে আকা ছবি।
পাইপের কানেকশন ও আনুসংগিক সেনিটারি আইটেম কিভাবে লাগানো হলো সেটার হাতে আকা ছবি ও বিভিন্ন টেংক কিভাবে কোন সিরিয়ালে রাখতে হবে এ তত্থ সহ একটি ভিডিও দিন।
Thanx for innovative idea of testing iron content in water using guava leaves.👍🏻
ধন্যবাদ ভাই
কতদিন পরপর নুরি পাথর, ফম ও কয়লা, ইটের টুকরা পরিবর্তন করতে হবে?
ভাই এভাবে পানি পরিশোধিত করে সরাসরি পান করা যায় নাকি ফুটিয়ে খেতে হবে?
জল iron মুক্ত করার প্রক্রিয়া ভালো। প্রাচীন ভারতে এই ভাবেই মানুষ জলকে শুদ্ধ করতো।🙏👍
ছাদের পানির ট্যাংকি তে কিভাবে ফিল্টারিং করবো, ভিডিও দিলে উপকৃত হব
ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন করে ভাল ভাবে দেখানোর জন্য।
জি ভাই আপনাকেও ধন্যবাদ
ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
Very very nice and thank you
কিভাবে প্লাস্টিকের তেল ফিলটার করতে হয় এমন একটা ভিডিও বানান
আল্লাহ আপনার মঙ্গল করুন
ধন্যবাদ। উতসাহ পাই।
দয়া করে উত্তর টা দিবেন আপনার অপেক্ষায় আছি??
ভাই অসাধারণ একটা ভিডিও দেখালেন ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে
আপনাকেও ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ভাইজান আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। আমি একটা সমস্যায় আছি। আমার বাড়ির কলে পানি আয়রন। আয়রন মুক্ত মটার কল দিতে চাচ্ছি। কিভাবে দিব কত টাকা খরচা হবে। কোন মেস্তরি লাগবে। অথবা আপনি ব্যবস্থা করে দিতেন যদি তাহলে আমি অনেক উপকৃত হইতাম। দয়া করে এই উপকারটুকু করেন ভাই আমাকে। আমি আয়রন পানি নিয়ে অনেক সমস্যায় অনেক বছর ধরে ভুগতেছি ভাইজান। যদি এই উপকার করতে পারেন আমি খুবই উপকৃত হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফোম ব্যবহার অস্বাস্থ্যকর
আল্লাহ আপনাকে জাযা দান করুক
আমিন, ভাই আপনাকে ধন্যবাদ ।
অসাধারণ টেকনিক ভাই
ধন্যবাদ
Gosol oju karar jonno prottek din 50L pani lage kivabe ki korte habe pls🙏 bolben
টিউবওয়েলের আয়রন দূর কিভাবে করা যায়? আমি বলতে চাইছি যে পানির ট্যাঁপ এর মুখে যেভাবে ফিল্টার লাগিয়ে ইনস্ট্যান্ট ফিল্টারিং হয় ঠিক সেভাবে কিছু টিউবওয়েলের জন্য আছে?
অসাধারণ
খুবই ভালো লাগলো
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
আল্লাহ তায়ালা সহায় হোন আপনার
আপনাকে অনেক ধন্যবাদ।
sada kapor na diye onno color patla kapor deya jabe??
হ্যা যাবে
Thank you for sharing this valuable vedio
Thanks for your appreciation. Stay Tuned.
Is it pure drinking water in Bangladesh?
এই সিস্টেমে বড় করে আয়রন ফিল্ডার করে শিং মাছের বিডিং করা যাবে কি যদি করা যায় তাহলে জানাবেন উপকৃত হব
ভাইয়া.....বড় ধরনের আয়রন ফিল্টার বা টাঙ্কি বানানোর ভিডিও দিন
পাবেন ইনশাআল্লাহ
ভিডিও টি দেখে খুব ভালো লাগল ।
এখন প্রশ্ন হল--- বোতল টি এভাবে সাজানোর পর খুব বেশি হলেও কত লিটার পানি শুদ্ধ করা যাবে ?
উত্তর এর অপেক্ষায় রইলাম ।
2 লিটার
@@KrishiNiketon শুধুমাত্র ২ লিটার পানি শুদ্ধ করার জন্য এত কষ্ট করতে হবে?
@@KrishiNiketon আমি চাচ্ছিলাম ভাইয়া নলের সাথে যুক্ত করে প্রতিদিন খাওয়ার পানি সংগ্রহ করতে। এমতাবস্থায় আমার কি করা প্রয়োজন
২ লিটার করার পরে কি আবার নতুন করে কয়লা, বালু ও পাথর দিতে হবে?@@KrishiNiketon
ফ্লিটার পর সরাসরি পান করা যাবে.?
ভাই কামাররা যে কয়লা পোড়ানো কাজে ব্যবহার করে সেটা দিয়ে হবে কি? উত্তর দিলে খুশি হব
ধন্যবাদ ভাই, হ্যা কাঠ পুড়ানো কয়লা হলে হবে ।
ভাইয়া আমাদের কলের পানি অনেক লবন ও আইরন! এখন আপনার এই প্রসেসে লবনমুক্ত হবে কি? একটু রিপ্লেতে জানাবেন দয়া করে.?
এইভাবে আইরন যাবে তবে লবনাক্ততা তেমন একটা কাটবে না
Thank you Bhaijaan
আয়রন জমলে কি প্রতিদিন পরিষ্কার করতে হবে
অনেক ধন্যবাদ ভাই...।।
আপনাকেও ধন্যবাদ ভাই
Filter koila gonddho ase ki korbo? Janaben
can i use construction building making sand...??
Thank you 😊
আসসালামু আলাইকুম ভাই
আশাকরি ভালো আছেন
আপনার বাড়ি কোন জেলায়
আশাকরি জানাবেন
ময়মনসিংহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এতে ব্লিচিং আর ক্লোরিন ও দূর হবে?
Like na diye answer din
ভাই আমি আপনার যোগাযোগ করতে চাই এই রকম আরো বড় একটা ফিলটার করে দিতে পারবেন য়ত টাকা লাগবে আমি দিব করে দিতে পারবেন জানাবেন প্লিজ
খুবই সুন্দর
বালু্, পাথরের খুয়া ও ইটের খুয়া দিছি একটু ও আয়রন কমে নাই। কিভাবে বানালে আয়রন থাকবেনা প্লিজ তারাতাড়ি জানাবেন?
Vai iron mukto hoy bali diye.. Boro boro filter a bali dewa thake
বালুর স্থরবেশি রাখেন ।
কোথায় পাওয়া যাবে এবং দাম কিরকম
কতদিন পর পরিস্কার করতে হয় এবং কিভাবে সেটা বলা ভাল ছিল না তাতে মানুষ দুয়া করত
গুরুত্বপূর্ণ পোস্ট ভাই
ধন্যবাদ ভাই।
thank,s vai
এগিয়ে যান, শুভকামনা রইল
ধন্যবাদ
মাশাআল্লাহ
খুব ভালো
ভাই, ফোম আর কাপড় না দিলে কি হবে।
ফোম না দিলেও হবে তবে কাপরটা দিলে ভাল হয়
Excellent vaia.
Thanks
এই পানি কি খেতে পারব।না শুধু অন্যান্য কাজে ব্যবহার করা যাবে।
Thik bolechhen 👍.. because in micro level so many other matal elements , harmful to our body may exist 🙏
কতো মিনিট পিয়ারার পাতা পানিতে ভিজিয়ে রাখতে হবে
কযলা গুলি পুনরায় ব্যবহার করতে পারবো।
হ্যা পারবেন
ওকে ভাই ❤
ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ
মাশা-আল্লাহ
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ফিল্টার রেডি করা অবস্থায় পাওয়া যাবে
ভাই আপনাকে অসংখ্য ধন্যাবদ, না ভাই এই পদ্ধতিতে খুব সহজেই তৈরী করে নিতে পারবেন
Vai excellent
ধন্যবাদ ভাই আপনাকে
আরচিনিক মুক্তি হবেতো ভাই
এ পদ্ধতিতে আর্সেনিক মুক্ত হবেনা, আয়রন মুক্ত হবে
আমার বাসার পানিতে আয়রণ কিন্তু রাখার পর দৃষ্টিগোচর হয়।আর মাথার চুল আঠালো হয়ে চুল পরে যাচ্ছে।
এ ক্ষেত্রে কি করতে পারি??
ফিল্টারিং করে ব্যবহার করতে পারেন, নয়তোবা পানির লেয়ার পরিবর্ত করে নতুন করে বরিং করতে পারেন
আপনি গোসলের জন্য ব্যবহার করতে চাইলে পানির ট্যাংক লাগাতে হবে এরপর নিজে ফিল্টার বানিয়ে লাগাতে পারেন অথবা বাজারে কিনতে ফিল্টার পাওয়া যায় ।
ভাই আপনার বাড়ি কোথায়
১ম জিনিস টা কী?
অসাধারণ
ধন্যবাদ ভাই আপনাকে ।
কয়লা ছাড়া কি বানানো যাবে??
ধন্যবাদ আপু , করা যাবে তবে কয়লা দেয়াটা উত্তম ।
ভাই রুই মাছের রেনু
কেজি কত করে
আপনি কি হোম ডেলিভারি দেন
আশাকরি জানাবেন
না ভাই আমার কাছে মনোসেক্স তেলাপিয়ার পোনা আছে, এই গুলো পরিমান 50 হাজার বা তার উর্দে হলে হোম ডেলিবারি দিয়ে থাকি
আগুলা কি সিলেকশন বালি কেও বলতে পারবেন
Kath koylata dilenato dada
ধন্যবাদ
Thanks
পাতরের নাম কি
মাশাল্লাহ
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Baia fitkiri dea pani ki sorasori khaoa jabe
ধন্যবাদ ভাই, ফিটকারী হচ্ছে ক্যামিক্যাল সেটা না খাওয়াই ভাল নয় কি
Authentic
nicely prevented
ধন্যবাদ। আশা করি পাশেই থাকবেন।
ভাইজান আমার ১০০০ লিটার টাংকির পানি ওঠার সময় ফিলটার করার কোনো সিস্টেম আপনার জানা আছে? যদি বলতেন ভাইয়া প্লিজ
ট্যাংকে পানি উটানোর সময় ফিল্টার করতে অনেক খরছ হবে । ব্যবহারের পানি ফিল্টার নিজে এইভাবে করুন । অথবা তিন ইঞ্চি টিউবলে নিচে যে জালি পাইপ দেওয়াহয় সেইটিতে সুতি কাপড় পেচিয়ে ট্যাংকের ভিতরে লাগান ফিল্টার হয়ে আসবে তবে কয়দিন পর পর ফিল্টার টি পরিস্কার করে দিতে হবে ।
এই পানি কি খাওয়া যাবে
হ্যা যাবে
ভাইয়া নরী পাথর সারা ফিল্টার বানাইছি আয়রন তো কমেনা
ধন্যবাদ আপু , পাথর দিতে হবে
ভাইয়া আপনার নাম্বার টা দিয়া যাবো
আপনি এতো চালাক কেনো সব করতে পারলেন আর পাঁচ দশ কেজি নুড়ি পাথর দিতে পারলেন না
Masa Allah
এটা কি খাওয়া যায়?
হ্যা ভাই খাওয়া যাবে
আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে
প্রথম কয়েকবার ভাল কাজ করে পরে আর পরিষ্কার হয়না
মাঝে মাঝে কাপড় আর স্পঞ্জ টি পাল্টাতে হবে
Very nice
ধন্যবাদ দাদা
ফোম, ত্যানা পচেঁ গুয়ের গন্ধ কি হবে? জানাবেন
ধন্যবাদ ভাই ,না কোন গন্ধ হবে না তবে মাঝে মাঝে ফিল্টার পরিস্কার করে নিতে পারেন