৩/৪ দিন আগে সাবস্ক্রাইবার দেখেছিলাম 86k। এখন দেখি 96k। মাশাল্লাহ। বাংলায় এমন জীববিজ্ঞান বিষয়ক ভিডিও খুব কম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন ভিডিও বানিয়ে সম্পুর্ন বাঙালি জাতিকে উপকৃত করা। এগিয়ে যান বহু দূরে, দোয়া থাকবে সবসময়। যশোরে ভ্রমণের অনুরোধ রইলো।☺️☺️
ভাই আমাদের দেশে যে পানি পিউরিফাই ফিল্টার এর পানি কতটুকু নিরাপদ একটু জানালে উপকৃত হবো। আল্লাহ এই ভাইয়ের প্রচেষ্টা গুলো সুন্দর ভাবে মানুষের উপকারে আসতে সহায়তা করুন। Allah bless you and your parents and family
আস্সালামু আলাইকুম ভাই ! আপনাকে উত্তম কল্যাণ দান করুন। আপনার ভিডিওগুলো দেখে অনেক কিছু্ জানতে পারি । আরেকটি বিষয় জানা খুবই জরুরী ! “ঘরোর ভাবে কিভাবে স্বাস্থসম্মত বিশুদ্ধ পানি পেতে পারি তার একটি সুন্দর ভিডিও দেওয়ার অনুরোধ রইলো”।
আপনার এই ভিডিও খুবই হেল্পফুল,ধন্যবাদ।।খাবার পানি যাকে বলে তাতো আর আমরা খাচ্ছি না,ফিল্টারের নামে জাইচ্ছে তাই বিক্রি করছে,একগ্লাস পানিতে কি পরিমাণ মিনারেল,iodin,ক্যালসিয়াম,iron,alkaline,ক্লোরিন ,tds থাকা দরকার সেটাই জানেনা।।আমরাও নিরুপায় হয়ে কিনে নিচ্ছি তৃষ্ণা মিটানোর জন্য।আর তার জন্য দিন দিন শরীরের ওভারঅল কন্ডিশন ভালোর জায়গায় খারাপের দিকে যাচ্ছে,এক্ষণ তো এমন অবস্থা হচ্ছে পানি পান করলেই পেটের উপরিভাগ ফুলে যাচ্ছে।আপনার কাছথেকে ধারণা পেলে খুবই উপকৃত হবো,কি ভাবে পানি প্রক্রিয়া করে পান করলে বরাবর উপকার পাবো।অগ্রিম ধন্যবাদ।
সত্যি আপনার প্রতিবেদন গুলো অসাধারন আমাদের সকলের জন্য খুবই উপকারী আপনার কাছ থেকে আমারা অনেক কিছু জানতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহু খাইরান❤❤।
হ্যলো, আমি বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার বাসিন্দা, আমি প্রতি দুই বা তিন বছর পর পর দেশে বেড়াতে যাই, আমি বাইরে রেঁস্তোরায় কিছু খাই, শুধু বাড়ীর রান্না খাবার খাই, ফিল্টার করা পানি পান করি, মিষ্টি জাতীয় কোন খাবার খাইন তবে শীতের সময় বিয়ে বাড়ীর বিরয়ানী খাই কিন্তু সালাদ, পানি, বোরহান কিছুই পান করি না,পুরো বর্ননায় দেওয়ার কারন হচ্ছে, দেশ থেকে ফিরেই পারিবারিক ডাক্তারের কাজে যাই ও রক্ত অন্যন্য পরীক্ষা করি। ফল রির্পোট “ গুঁড়োকৃমি” দেখা গেল। অর্থাৎ বাড়ীর ফিল্টার করা পানিও দূষিত। বর্ষার সময়, সয়েরেজের পানি কলের পানিতে মিশে যাই,ঘৃনা ও দু:খজনক। আপনাকে ধন্যবাদ। জিনাত। ১৫ এপ্রিল ২৩
ভাই, পানি ফোটালে পানির গুণগতমান নষ্ট হবে কিনা? আমাদের শরীরের জন্য পানির কি কি উপাদান প্রয়োজন? এবং মানবদেহের জন্য পানির প্রয়োজনীয় উপাদান বজায় রেখে আমরা কিভাবে পানি ফুুটিয়ে বা বিশুদ্ধ করে পান করতে পারি। দয়াকরে এবিষয়ে একটা ভিডিও দিবেন।
ভাই ইউনিলিভার এর পিল্টর এর পানি কেমন তা যদি একটু পরিক্ষা করে দেখতেন তাহলে আমাদের জন্য ভালো হতো আমরা একটু নিশ্চয়তা পেতাম অথবা আরো যেই সব পানির পিল্টার আছে এগুলার পানি যদি পরিক্ষা করে দেখতেন তাহলে আমাদের জন্য ভালো হতো
RO- Reverse Osmosis: এটা আগে পানিতে থাকা সকল প্রয়জনীয় অপ্রয়োজনীয় সকল পদার্থ সরিয়ে/আলাদা করে। তারপর TDS Modulator/test enhancer দিয়ে কৃত্রিম বা কেমিক্যাল পধার্থ যুক্ত করে দেয়। এর মানে হলোঃ purifier machines দিয়ে আপনি পানিতে প্রাকৃতিক উপকরন পাচ্ছেন না। পাচ্ছেন ক্যামিক্যল উপাদান। এইসব কোম্পানি গুলো পানিতে থাকা ক্যামিকাল দূর করে বিশুদ্ধ পানি দেয়ার কথা বলে ক্যামিক্যাল খাওয়াচ্ছে। পিওরইটের SWA দের জিজ্ঞেস করলে ওরা নিজেরাই বলবে ৬-৭টি ধাপের কথা যার মধ্যে ৪-৬ নাম্বার ধাপেই আমি যে দুইটা টেকনোলজির কথা বললাম তা উল্লেখ করবে। দূঃখের বিষয় ওরা নিজেরাও এটা উপলব্ধি করতে পারেনি। উল্লেখ্যঃ আজি নিজেও একসময় water purifier company তে চাকুরী করতাম। বিষয় গুলো বুঝার পর চাকুরী ছেড়ে দিয়েছিলাম।
@@sabbirahmedewuki আমি বাসায় ইউনিলিভার কোম্পানির _"পিওর ইট"_ ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার / ফিল্টার দিয়ে পানি ফিল্টার করে খাই। আমার খুবই আগ্রহ এটা আসলে কতটুকু কার্যকরী জানার!!!
@@sabbirahmedewuki ভাই বাসায় যে নরমাল ফিল্টারগুলো থাকে আমাদের যেমন JCl, miyako বা walton এর ফিল্টারগুলো তো এখন সবার ঘরে ঘরে। এই পানি কতটুকু সাস্থ্যসম্মত জানাবেন
ধন্যবাদ সাব্বির ভাই। আপনার কনটেন্ট গুলো খুবই শিক্ষনীয়। তবে আপনি maximum বলেন একটি গবেষণায় দেখা যায়।এটা না বলে রেফারেন্স সহ কথা বলা উচিত। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আপনি ট্রপিক্স নিয়ে কথা বলেন রেফারেন্স সহ বললে উপকার হবে।
Vaiya.. amra bangladeshe pure it er filter er paani khai... onek din dhorei khacchi... kono problm hoy na.. but ektu confused thaki.. jodi ektu help korten... just want to be 100% sure about ( pure it) filter
আমি যে বাসায় থাকি ঐ বাসার খাবার পানিতে অনেক ময়লা গাদ জমা ঐ পানি খেয়াল না করে অনেক দিন খেয়েছিও পানি ট্যাংকি পরিস্কার করতে বলা হয়েছে কিন্তু করেনা এখন এই পানি ঘরোয়া ভাবে কিভাবে বিশুদ্ধ করে খেতে পারবো এই সম্পর্কে যদি একটু বলতেন দয়া করে।
vai amr basai filter acey . ami pani futiay filter korey pan kori , Kuntu gosol er panir jonno ki besbosta kortey pari ?? plz keu help korben plz . basar pani te ono moila and airon amr location dhaka bangladesh
বাংলাদেশে বিশেষ করে ঢাকায়, ইউনিলিভার কোম্পানির পিউরইট ক্লাসিক ফিল্টার টি এখন সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে। আপনি পিউরিট RO ফিল্টার এর পানি রিভিও দিলে দয়া করে এই বহুল ব্যবহৃত পিউরিট ক্লাসিক এর পানি টা একটু চেক করে দেখিয়েন। আপনার কোম্পানির নাম বা প্রোডাক্টের নাম রিভিল করতে সমস্যা হলে আপনি "বহুল প্রচলিত ক্লাসিক ফিল্টার" নাম দিয়ে ও রিভিও করতে পারেন। ধন্যবাদ
বাংলাদেশের কোন কোন Brand পানি খাবার উপযোগী, সেগুলোর একটি তালিকা প্রকাশ করবেন। আশা করি অনেককেই এ থেকে উপকৃত হবে। বিশুদ্ধ পানির নাম জীবন। দুষিত পানির নাম মরণ । আমরা সবাই সুস্থ জীবন কামনা করি।
আসসালামুআলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। দয়াকরে ইলেকট্রিক ফিল্টার এর ব্যাপারে বিস্তারিত বলবেন (ফিল্ট্রেশন টেকনিক, কি টাইপের water এর জন্য কোন ফিল্টার উপযোগী, বাংলাদেশের মার্কেট এ কোন ব্র্যান্ড আর মডেল preferable etc)। বিশেষ করে আমার বাসাতে কিডনি ট্রানসপ্লান্ট পেশেন্ট আছেন, এজন্য আমি এই ব্যাপারে ক্লিয়ারলি বুঝতে চাচ্চিলাম।
কোন পানি নিরাপদ মানে কিভাবে ফিল্টারিং করলে পানি বেশি নিরাপদ সেটা নিয়ে একটা ভিডিও দিবেন খুব শীগ্রই আশা করি।
ইউনিলিভারের ফিল্টারের পানি সহ যেগুলো বাজারে বিক্রিত ফিল্টার, সেগুলোর পরীক্ষা করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।
৩/৪ দিন আগে সাবস্ক্রাইবার দেখেছিলাম 86k। এখন দেখি 96k। মাশাল্লাহ। বাংলায় এমন জীববিজ্ঞান বিষয়ক ভিডিও খুব কম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন ভিডিও বানিয়ে সম্পুর্ন বাঙালি জাতিকে উপকৃত করা। এগিয়ে যান বহু দূরে, দোয়া থাকবে সবসময়। যশোরে ভ্রমণের অনুরোধ রইলো।☺️☺️
148k ekhon
@@mdsabbira বিজ্ঞ মানুষজন খুব দ্রুতই এগিয়ে যায়। যশোর থেকে অফুরন্ত ভালোবাসা সাব্বির ভাইয়াকে।
আর আমি এখন দেখছি ২৮৫কে
374k
Ami dektaci 479k
ভাই আমাদের দেশে যে পানি পিউরিফাই ফিল্টার এর পানি কতটুকু নিরাপদ একটু জানালে উপকৃত হবো। আল্লাহ এই ভাইয়ের প্রচেষ্টা গুলো সুন্দর ভাবে মানুষের উপকারে আসতে সহায়তা করুন। Allah bless you and your parents and family
ধন্যবাদ ভাইয়া
আমরা যারা আপনার ভিডিও দেখি অনেক উপকৃত হই। ভিউ কম হলে ভিডিও দেওয়া বন্ধ কইরেন না ভাই। নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিবে দয়া করে।
আস্সালামু আলাইকুম ভাই ! আপনাকে উত্তম কল্যাণ দান করুন। আপনার ভিডিওগুলো দেখে অনেক কিছু্ জানতে পারি । আরেকটি বিষয় জানা খুবই জরুরী ! “ঘরোর ভাবে কিভাবে স্বাস্থসম্মত বিশুদ্ধ পানি পেতে পারি তার একটি সুন্দর ভিডিও দেওয়ার অনুরোধ রইলো”।
যেদেশে নিরাপদ পানির ব্যবস্থা নেই, সেই দেশ কিভাবে স্মার্ট আর ডিজিটাল হয় 😂😂 ধন্যবাদ আপনাকে নতুন নতুন সত্য উপস্থাপনের জন্য ।
আপনার এই ভিডিও খুবই হেল্পফুল,ধন্যবাদ।।খাবার পানি যাকে বলে তাতো আর আমরা খাচ্ছি না,ফিল্টারের নামে জাইচ্ছে তাই বিক্রি করছে,একগ্লাস পানিতে কি পরিমাণ মিনারেল,iodin,ক্যালসিয়াম,iron,alkaline,ক্লোরিন ,tds থাকা দরকার সেটাই জানেনা।।আমরাও নিরুপায় হয়ে কিনে নিচ্ছি তৃষ্ণা মিটানোর জন্য।আর তার জন্য দিন দিন শরীরের ওভারঅল কন্ডিশন ভালোর জায়গায় খারাপের দিকে যাচ্ছে,এক্ষণ তো এমন অবস্থা হচ্ছে পানি পান করলেই পেটের উপরিভাগ ফুলে যাচ্ছে।আপনার কাছথেকে ধারণা পেলে খুবই উপকৃত হবো,কি ভাবে পানি প্রক্রিয়া করে পান করলে বরাবর উপকার পাবো।অগ্রিম ধন্যবাদ।
বাংলাদেশের সকল সাবান নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরধ রইলো।
ফেসবুকে পোস্ট দেখে ইউটিউবে চলে আসলাম
ভালো বলছেন আমিও তাই 😁
Unilever Pureit আর বিভিন্ন ব্র্যান্ডের RO ফিল্টার এর পানি পরীক্ষা করার আন্তরিক অনুরোধ রইল।
কোন ফিল্টারের পানি ভালো বা কিভাবে বিশুদ্ধ পানি পেতে পারি,প্লিজ এই বিষয়ে একটা ভিডিও বানান!
বাংলাদেশ এ নতুন যে ফিল্টার গুলো আসছে RO টেকনোলজি বলে যে। ওই ফিল্টার এর পানি পরীক্ষার অনুরোধ রইলো। ❤️
আচ্ছা চেষ্টা করব
Agree
Agree with you.
Agreed.
ভাইয়া আমিও চাই RO টেকনোলজি কি অবস্থা
আমি এখন ঝ ফুটানোর উপর ই আস্থা রেখে বেঁচে আছি, ধন্যবাদ আপনাকে ❤❤
সত্যি আপনার প্রতিবেদন গুলো অসাধারন আমাদের সকলের জন্য খুবই উপকারী আপনার কাছ থেকে আমারা অনেক কিছু জানতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহু খাইরান❤❤।
কোন পাত্রে পানি সংরক্ষণ করা এবং পানি পান করা বেশি স্বাস্থ্যকর এই বিষয়ের উপরে একটি গবেষণা করার অনুরোধ রইলো।
হ্যলো, আমি বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার বাসিন্দা, আমি প্রতি দুই বা তিন বছর পর পর দেশে বেড়াতে যাই, আমি বাইরে রেঁস্তোরায় কিছু খাই, শুধু বাড়ীর রান্না খাবার খাই, ফিল্টার করা পানি পান করি, মিষ্টি জাতীয় কোন খাবার খাইন তবে শীতের সময় বিয়ে বাড়ীর বিরয়ানী খাই কিন্তু সালাদ, পানি, বোরহান কিছুই পান করি না,পুরো বর্ননায় দেওয়ার কারন হচ্ছে, দেশ থেকে ফিরেই পারিবারিক ডাক্তারের কাজে যাই ও রক্ত অন্যন্য পরীক্ষা করি। ফল রির্পোট “ গুঁড়োকৃমি” দেখা গেল। অর্থাৎ বাড়ীর ফিল্টার করা পানিও দূষিত। বর্ষার সময়, সয়েরেজের পানি কলের পানিতে মিশে যাই,ঘৃনা ও দু:খজনক। আপনাকে ধন্যবাদ। জিনাত। ১৫ এপ্রিল ২৩
Pureit Classic কি আসলেই নিরাপদ? এই নিয়ে একটি ভিডিও করলে অনেকেই উপকৃত হতো।
পুরোপুরি আয়রন ছাঁকতে পারেনা। বাসার পানিতে আয়রন থাকলে কয়েক মাস পর ফিল্টার এর ভিতরে লালচে হয়ে যায়।
কোন ব্র্যান্ডের পাননি জীবনও পাননি দয়া করে জানাবেন
পিউর ইট(pure it) পানি নিয়ে একটা ভিডিও দিয়েন প্লিজ৷
আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু জানলাম এসব তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার ।🐜🐜পিঁপড়া আমাদের খাবারের মধ্যে চলাচল করতে দেখা যায়, এই সব খাবার খাওয়া ফলে কি সমস্যা হতে পারে? একটা ভিডিও তৈরি করবেন।
পানিতে ফিটকিরি এর ব্যবহারের ভালো ও খারাপ দিকগুলি আলোচনা করার অনুরোধ থাকলো।
আপনার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে
ভাইয়া কোন পানিটা তাহলে শরীরের জন্য ভালো হবে সেটা একটু বললে ভালো হয়।ধন্যবাদ এরকম হেল্পফুল ভিডিও এর জন্য ❤️❤️
পিওর ইট এর পানির উপরে গবেষণার অনুরোধ রইল।
বাংলাদেশে প্রচলিত RO, UV, UF এর মতো আধুনিক ফিল্টার, সাধারণ ঢেলে খাওয়া ফিল্টার ও ফুটানো পানি টেস্ট করার অনুরোধ রইলো
Ro te kono Mineral nai..bacteria, virus o thake na..uv stage thakle 100% clean..kintu benefit nai ei pani te..
Assalamu alaikum...loboner ayodiner
Akti video banana sabbia Ahmed bhai❤❤❤
তা হলে কি পানি খাব?? আর একটা বিষয় হলো মারছেবেল দিয়ে পানি উঠানো হয় এতে আয়রন থাকে এর পর কি এর পানি পান করা যাবে
।
ভাইয়া বাংলাদেশের Drink it, Pureit এগুলোর টেস্ট করবেন প্লিজ।
ভাই, পানি ফোটালে পানির গুণগতমান নষ্ট হবে কিনা? আমাদের শরীরের জন্য পানির কি কি উপাদান প্রয়োজন? এবং মানবদেহের জন্য পানির প্রয়োজনীয় উপাদান বজায় রেখে আমরা কিভাবে পানি ফুুটিয়ে বা বিশুদ্ধ করে পান করতে পারি। দয়াকরে এবিষয়ে একটা ভিডিও দিবেন।
ইউনিলিভার কোম্পানির পিওর-ইট বা এই জাতীয় ফিল্টারে পানি কতটুকু বিশুদ্ধ হয়, পরীক্ষা করে দেখাবেন প্লিজ।
Salute to you bro... From India 💕
Pureit এর পানি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়।
এটা মানবদেহের জন্য কতটা নিরাপদ একটু দেখাবেন & জানাবেন please,
ভাই বাংলাদেশে যে পিওর ফিল্টার গুলো আছে না, যেগুলোর ভিতরে পাথর থাকে পানি ওয়াশ করার জন্য, ওই ফিল্টারের পানি পরীক্ষা করার অনুরোধ রইল
ভাই ইউনিলিভার এর পিল্টর এর পানি কেমন তা যদি একটু পরিক্ষা করে দেখতেন তাহলে আমাদের জন্য ভালো হতো আমরা একটু নিশ্চয়তা পেতাম
অথবা আরো যেই সব পানির পিল্টার আছে এগুলার পানি যদি পরিক্ষা করে দেখতেন তাহলে আমাদের জন্য ভালো হতো
ধন্যবাদ। ভাই, সুযোগ থাকলে এই দেশের পিউর ইট সহ অন্যান্য ব্রান্ডের ফিল্টার পানি নিয়ে একটু গবেষণা করবেন।
আচ্ছা চেষ্টা করব, ধন্যবাদ।
RO- Reverse Osmosis: এটা আগে পানিতে থাকা সকল প্রয়জনীয় অপ্রয়োজনীয় সকল পদার্থ সরিয়ে/আলাদা করে। তারপর TDS Modulator/test enhancer দিয়ে কৃত্রিম বা কেমিক্যাল পধার্থ যুক্ত করে দেয়।
এর মানে হলোঃ purifier machines দিয়ে আপনি পানিতে প্রাকৃতিক উপকরন পাচ্ছেন না। পাচ্ছেন ক্যামিক্যল উপাদান।
এইসব কোম্পানি গুলো পানিতে থাকা ক্যামিকাল দূর করে বিশুদ্ধ পানি দেয়ার কথা বলে ক্যামিক্যাল খাওয়াচ্ছে।
পিওরইটের SWA দের জিজ্ঞেস করলে ওরা নিজেরাই বলবে ৬-৭টি ধাপের কথা যার মধ্যে ৪-৬ নাম্বার ধাপেই আমি যে দুইটা টেকনোলজির কথা বললাম তা উল্লেখ করবে। দূঃখের বিষয় ওরা নিজেরাও এটা উপলব্ধি করতে পারেনি।
উল্লেখ্যঃ আজি নিজেও একসময় water purifier company তে চাকুরী করতাম।
বিষয় গুলো বুঝার পর চাকুরী ছেড়ে দিয়েছিলাম।
@@sabbirahmedewuki আমি বাসায় ইউনিলিভার কোম্পানির _"পিওর ইট"_ ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার / ফিল্টার দিয়ে পানি ফিল্টার করে খাই। আমার খুবই আগ্রহ এটা আসলে কতটুকু কার্যকরী জানার!!!
@@sabbirahmedewuki ভাই বাসায় যে নরমাল ফিল্টারগুলো থাকে আমাদের যেমন JCl, miyako বা walton এর ফিল্টারগুলো তো এখন সবার ঘরে ঘরে। এই পানি কতটুকু সাস্থ্যসম্মত জানাবেন
@@sabbirahmedewuki আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া, পিউরিটি ফিল্টার এর পানি পরীক্ষা করার অনুরোধ রইল
ধন্যবাদ সাব্বির ভাই। আপনার কনটেন্ট গুলো খুবই শিক্ষনীয়। তবে আপনি maximum বলেন একটি গবেষণায় দেখা যায়।এটা না বলে রেফারেন্স সহ কথা বলা উচিত। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আপনি ট্রপিক্স নিয়ে কথা বলেন রেফারেন্স সহ বললে উপকার হবে।
exectly
নিরাপদ পদ্ধতিতে পানি বিশুদ্ধকরন নিয়ে একটা ভিডিও চাই! আর ও ফিল্টার কতটুকু নিরাপদ নাকি সনাতন পদ্ধতি তে পানি ফুটিয়ে খাওয়াই সব চেয়ে নিরাপদ?
Vaiya.. amra bangladeshe pure it er filter er paani khai... onek din dhorei khacchi... kono problm hoy na.. but ektu confused thaki.. jodi ektu help korten... just want to be 100% sure about ( pure it) filter
নীলজারের পানি সাধারণত uv বা নরমাল পানি RO পানি না। RO পানির খরচ বেশি পরে। বাঙ্গালী বেশি দাম দিয়া পানি কিনতে চায় না।
Niarpod pani Konta sheti clear kore bolla khub Bhalo hoto. Problem ta bujlam kintu solution dorkar
ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি
আপনার কাছে অনুরোধ রইলো
গ্রাম গঞ্জের টিউ কলের পানি
এবং এবং মাঠের মোটরের পানি নিয়ে একটা ভিডিও বানাতে
স্যার যে কোনো পানিকে আমরা বিসুদ্ধ কি ভাবে করতে পারবো প্লিজ জানাবেন
যেমন আমাদের টিউবওয়েলের পানি।
ভাই মিনারেল ওয়াটারের বোতল থেকে পানি নিয়ে পরিক্ষা করার অনুরোধ রইলো।
ভাই, আমি পানি ফুটিয়ে পান করি, কিন্তু ফুটানোর পূর্বে,১/২গ্রাম ফিটকিরি দিয়ে ব্যবহার করি।
এ পদ্ধতি কি ঠিক আছে?
কিভাবে সহজেই পানি বিশুদ্ধ করে পান করা যায়, এ বিষয়ে ভিডিও দিবেন আশা করি
আসসালামু আলাইকুম , বন্যায় পুকুরগুলো ডুবে গেছে, এখন পুকুরের পানি বিশুদ্ধ করার একটা ভিডিও দিলে ভালো হতো।
RO UF UV Water Purifiers konta used korle valo hobe?
Please aktu bolben
বাসায় যে ফিল্টার ইউজ করি। পিওর ইট বা এজাতীয় যেসব পানির ফিল্টার আছে তাদের নিয়েও একটা গবেষণা ভিডিও চাই।
Pureit safe but normal filter noy. Mane jegulote Khali Pathor thake
আমি যে বাসায় থাকি ঐ বাসার খাবার পানিতে অনেক ময়লা গাদ জমা ঐ পানি খেয়াল না করে অনেক দিন খেয়েছিও পানি ট্যাংকি পরিস্কার করতে বলা হয়েছে কিন্তু করেনা এখন এই পানি ঘরোয়া ভাবে কিভাবে বিশুদ্ধ করে খেতে পারবো এই সম্পর্কে যদি একটু বলতেন দয়া করে।
pureIt niye kichu bolun. etar chemical ki valo?
ভাইয়া ইউনিলিভার পিওরিট ফিল্টারের পানি কি খাওয়া যাবে।বাসার জন্য কিনবো তাই বললে উপকৃত হব
vai amr basai filter acey .
ami pani futiay filter korey pan kori , Kuntu gosol er panir jonno ki besbosta kortey pari ??
plz keu help korben plz .
basar pani te ono moila and airon
amr location dhaka
bangladesh
আসসালামু আলাইকুম, ভাই আমরা যে পিওরিটের পানিপান করি তা বিলিচিং পাউডার দিয়ে পানি বিশুদ্ধ করা হয়, এটা কতটুকু সত্য, দয়া করে জানালে উপকৃত হবো।
ভাইয়া জমজমের পানি যদি পরীক্ষা করে দেখান
অপেক্ষায় আছি।
সাহস কত আপনার ভাই ?? জমজম পানি পরীক্ষা করতে বললেন ? আপনার কি ধারণা আছে এইটা মহান আল্লাহর অশেষ রহমত যা মুজেজা ।
Boss সমাধান ভিডিও দিলে অনেক ভালো হয়,,কীভাবে পানি খাব,,
ভাই পুরাতন আমাশয় এর জন্য কি করা উচিৎ জানাবেন ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম
ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে
ভাইয়া বিশুদ্ধ খাবার পানির জন্য কোন ব্র্যান্ড এর ফিল্টার ভালো?জানাবেন প্লিজ।
best and favourite youtube channel even seen.
সাশ্রয়ী কোন পদ্ধতিতে পানি পরিশোধন করা যাবে । এবং পানি প্রাকৃতিক গুণাগুণ ঠিক থাকবে ।
ভাই,,প্লিজ পিওর ইট এর পানি নিয়ে একটা ভিডিও দেন।
ভাই পানের সাথে জর্দা কি কি খতি করে সেই বিষয় নিয়ে একটা ভিডিও চাই। প্লিজ
বাংলাদেশে বিশেষ করে ঢাকায়, ইউনিলিভার কোম্পানির পিউরইট ক্লাসিক ফিল্টার টি এখন সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে। আপনি পিউরিট RO ফিল্টার এর পানি রিভিও দিলে দয়া করে এই বহুল ব্যবহৃত পিউরিট ক্লাসিক এর পানি টা একটু চেক করে দেখিয়েন।
আপনার কোম্পানির নাম বা প্রোডাক্টের নাম রিভিল করতে সমস্যা হলে আপনি "বহুল প্রচলিত ক্লাসিক ফিল্টার" নাম দিয়ে ও রিভিও করতে পারেন।
ধন্যবাদ
Clean wat এর কেমিক্যাল দিয়ে পানি পরিষ্কার করার পর এইটা কি খাওয়ার উপযোগি । আর কতটা সাস্থকোর
আসসালামু আলাইকুম ভাই
প্রিয় ভাই আপনার কাছে আমার একটি আকুল আবেদন এই যে বাংলাদেশের ইউনিলিভার ওয়াটার পিউরিফাই এর পানি আপনি পরীক্ষা করে দেখাবেন। ধন্যবাদ
Is RO an healthy option for drinking water?
বাংলাদেশের কোন কোন Brand পানি খাবার উপযোগী, সেগুলোর একটি তালিকা প্রকাশ করবেন। আশা করি অনেককেই এ থেকে উপকৃত হবে। বিশুদ্ধ পানির নাম জীবন। দুষিত পানির নাম মরণ । আমরা সবাই সুস্থ জীবন কামনা করি।
আপনাকে অসংখ্য মুবারকবাদ
আপনার ভিডিওতে সাউন্ড অনেক কম থাকে।
আসসালামুআলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। দয়াকরে ইলেকট্রিক ফিল্টার এর ব্যাপারে বিস্তারিত বলবেন (ফিল্ট্রেশন টেকনিক, কি টাইপের water এর জন্য কোন ফিল্টার উপযোগী, বাংলাদেশের মার্কেট এ কোন ব্র্যান্ড আর মডেল preferable etc)। বিশেষ করে আমার বাসাতে কিডনি ট্রানসপ্লান্ট পেশেন্ট আছেন, এজন্য আমি এই ব্যাপারে ক্লিয়ারলি বুঝতে চাচ্চিলাম।
ভাই ঘুমএর টেবলেট রেগুলার খেলে কী হয় এবং ছারার উপায় কী।এনিয়ে একটা বিডিও দেন। তানাহলে আপনার সাথে যোগাযোগ করার উপায় বলেদিন।।please. Please...? ভাই।।।।
ভাইয়া গরম পানি আর ইলেক্ট্রিক ফিল্টার এর পানি সেইম হবে? সেইম না হলে কত টুকু নিরাপদ ইলেক্ট্রিক ফিল্টার এর পানি।
পিউরিট ক্লাসিক থেকে ফিল্টার করা পানি বতোলে ভারে রাখলে কত দিন পর্যন্ত ভালো থাকবে
ei nill jar er purification process ta dekhale valo hoto . clorin / blising ki dise
কিভাবে পানি আর্সেনিক মুক্ত করা যায় এ বিষয়ে কিছু বলেন।
Is Alkaline water good for our health?please if possible then let us know @sabbir
ভাই, Pureit ফিল্টারের জার্ম কিল কিট সম্পর্কে একটা ভিডিও দিবেন।
আসসালামু আলাইকুম, ভাই আমরা যে পিওরিটের পানিপান করি তা কতটুকু ব্যাকটেরিয়া মুক্ত তা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
বৃষ্টির পানি আর নদীর পানি / পরীক্ষা করার ভিডিও চাই
তাহলে আমরা কোন পানি খাবো?
দয়া করে বলে দিন
আমরা দোকান থেকে ফ্রেশ বা অন্য কোম্পানির যে পানি গুলো খায় সেইখানে কোন ক্ষতিকর কিছু আছে কিনা জানালে ভালো হয়
এগুলোর সাথে ফুটানো পানির পার্থক্য দেখিয়ে দেয়ার অনুরোধ রইল।
You are a proud of BD.
Submersible water, r kacha Pani na boil Kore direct filter korar por ki condition thake ta Jodi test Korten .
ইন্না-লিল্লাহ এতটুকু পানিতেই এত্ত বেকটেরিয়া 🫢🙄😳
টিউবওয়েল এর পানি খাওয়া কি নিরাপদ ? (যদি আর্সেনিক না থাকে )
Pure it এ পানি কি বিশুদ্ধ হয় জানতে চাই?
Bhaiya apnar video ar jonno opekkha kori😊
ধন্যবাদ ভাই
ভাইয়া আপনার ভিডিওর সাউন্ড টা একটু বাড়িয়ে দিবেন প্লিজ
আমি গ্রামে থাকি।
বাড়ির নলকূপের পানিতে আর্সেনিক আছে সেটা জানা যাবে?
অসংখ্য ধন্যবাদ
assalamualaikum vai.. Dhaka . washar supply water jodi boiling kora hoi ( futano hoi ) tahole ki eisob bacteria more jabe......
bhaia apnar audio sound beshirvag khetrei khub kom hoy.bishoytar dike onugroho kore nojor den.
বৃষ্টির পানি খাওয়া যায় কি না, উপকার অপকারীতা সম্পর্কে জানালে খুশি হবো। আমি বৃষ্টির পানি অনেক পছন্দ করি, দেশে গেলে বৃষ্টির পানি সংরক্ষণ করে রেগুলার খাই
ফিটকেলি দিয়ে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া!
কতটুকু পানি বিশুদ্ধ হয়, তা দেখাবেন!
ঘরে কেমন ফিল্টার ইউজ করা উচিত প্লিজ এর ওপরে একটা ভিডিও বানাবেন
সাব্বির ভাই টেপের সরাসরি টেপের পানি খেলে কেমন খতি হতে পারে এ বিষয়ে জানতে চাই আপনার কাছে,, please বলবেন।
ভাইয়া,,, লবণ তরকারির সাথে রান্না করা হলে কি এর খতিকর প্রভাব কেটে যায়??দয়া করে এটা নিয়ে একটি গবেষণা করবেন,,,,
ভাই UV light ব্যবহার করে পানি খাওয়া যাবে?
ভাইয়া, কোন ফিল্টারের পানি গুলো নিরাপদ,,, যদি সে বিষয়ে একটু ক্লিয়ার করতেন,,,, সবাই উপকৃত হতে পারতো😒😒