ভাইয়ার মতো এতো অমায়িক মানুষ আর দ্বিতীয় কাউকে দেখি নাই।উনার ডেডিকেশন লেভেল,স্টুডেন্টদের প্রতি ভালোবাসা অনন্য।কিভাবে কী করলে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে সেটাই উনার সবচেয়ে বড় প্রায়োরিটি।উনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো
I faced too many problems in hsc for physics. I spent a lot of money for learning physics. But the teachers did not teach me anything. When I found Apar vaia's class ,I felt so happy and started learning physics. May Allah bless Apar vaia.
অপার ভাইয়া ফিজিক্সের বেস্ট টিচার এসব বিতর্কে যাচ্ছি না কিন্তু উনি অনলাইন এডুকেশনে যে একটা রেভুলেশান নিয়ে আসছে দ্যাটস ফর শিউর❤️। এন্ড আমার যতদুর মনে আছে স্লাইডের মাধ্যমে পড়াশুনা উনার ক্লাসগুলোতেই প্রথম করেছি। বিঃদ্রঃ Hulkenstein এর আনাস ভাইয়া কে দেখতে চাই✊
"Amader School" এর প্রতিষ্ঠাতা প্রিয় স্যার "ফাহাদ স্যার" কে দেখতে চাই কিবরিয়া স্যার। মিলিয়ন স্টুডেন্টের প্রিয় ব্যক্তিত্বকে এই প্রোগ্রামে না আনলে হয়তো অপূর্ণতা থেকে যাবে। অপেক্ষায় রইলাম ❤️
So much respect for this man♡ I still remember struggling with Physics when in the lockdown one of my friends suggested me to visit his playlist. And I'm glad that I did. Since then whenever I have a hard time understanding a topic,I know where to go.♡ We need more teachers like Apar bhaiya and Chinmoy da.
Without আপার ভাইয়া, 10 Minute school is nothing,আপার ভাইয়া না আসলে এতো ভালো শিক্ষকরা জীবনে পাইতাম না। এই ভাইয়া আসার পরেই 10MS এর Profit হুর হুর করে বেড়ে যায়।
এটা ভুল কথা, টেন মিনিট স্কুল শুধু অপার ভাইয়ের উপর দাঁড়ায় নাই। ওদের একাডেমিক ছাড়াও অনেক অনেক স্কিল ডেভেলাপমেন্ট সেকশন ছিল। তবে অপার আর চিনমোয় দাদা ইন্টারমেডিয়েট সেকশনে ফিজিক্সের ক্ষেত্রে ভালো অবদান রাখসে।
@@minhajulabedin8138 মেইন প্রোফিট ছাত্র থেকে আসে,এবং দেশ সেরা শিক্ষক এখন 10 Minute এ আসার পিছনে তার অবদান। তবে ভাইয়া পর্দার আড়ালে থাকায় কেউ খুব একটা credit ভাইয়াকে দেয় না। রাতারাতি 10 minute এর পড়ালেখার quality ভাইয়ার কারনে বেড়েছে।
@@fixedheart3972 আপনি সম্ভবত, টেন মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলা করেন নাই। তাই হয়ত এটা বলছেন, ডিস্ক্রেডিট দিচ্ছিনা অপার ভাই কে। তবে অপার ভাই ছাড়াও এখানে আশিক ভাই সহ আরো অনেকে আছেন যারা খুবি আন্ডাররেটেড।
@@NowshinMim-vq4yd মনে হতে পারে আপনার কাছে,দোষের কিছু দেখছি না। কিন্তু আমার জীবনে ওনার ইম্প্যাক্ট অনেক বেশি তাই যদি কথার মাঝে আবেগের বাড়বাড়ন্ত-ও থাকে তাতেও আমার কাছে আমি ঠিক আছি,দোষের কিছু দেখছি না।ধন্যবাদ,নওশীন মিম।
@@NowshinMim-vq4ydআপনার কাছে এরকম মনে হতে-ই পারে,দোষের কিছু দেখছি না। তবে আমার জীবনে ওনার প্রভাব অকল্পনীয়, তাই যদি আমার অনুভূতি প্রকাশে আবেগের আতিশয্য থাকে-ও,আমি আমার কাছে ঠিক আছি,খারাপ কিছু দেখছি না।তাছাড়া আপনি হয়তো একটু খুবই চলমান কোনো ব্যাচের ছাত্রী,সেক্ষেত্রে একটু দ্বিমত করতেই পারেন বলে মনে হয়।যাইহোক, ধন্যবাদ,নওশীন মিম।
আমার খারাপ সময়ের সঙ্গী এই স্যার এর বিডিওগুলি.....আগে কোনোদিন চেহারা দেখি নাই.... স্যার এর খালি নাম জানতাম....আজকে দেখেছি...গলা শুনেই ছিনে ফেলেছি..নদী নৌকার কনসেপ্ট, জড়তার ভ্রামক এরকম আরো কত কঠিন কঠিন টপিক যে ক্লিয়ার হয়েছে....and আলহামদুলিল্লাহ আমি জাহাঙ্গীর নগরে এইবার A unit এ ৫৬৫ হয়েছি.....লাভ ইউ স্যার..... ❤❤❤❤
অপার ভাইয়ের ক্লাস করে আমি প্রথম বুঝতে পারছি যে অনলাইনেও চাইলে ভালো পড়ানো সম্ভব।ইন্টারের এতো জটিল বিষয়গুলা উনি এতো সহজে বুঝাইতে পারেন,সত্যি অসাধারণ(মাশাল্লাহ) ।আমার অপার ভাইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো,উনি সবসময় সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেন।এরকম টিচার বলতে গেলে নাই-ই বাংলাদেশে।অপার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমীন।
I am really grateful to apar vaiya His videos helped me in my HSC exam to clear my basic in physics I had frincial problem I couldn’t study in private tuition Vaiya’s video made me fell in love with physics May Allah bless you vaiya
best physics teacher in my life❤️ huge respect for this human. ফিজিক্স যে এতো মজার একটা সাব্জেট সেটা অপার,চিন্ময় ভাইয়া না থাকলে কখনো বুঝতাম নাহ। take love brother❤️
I'll say this again and again....Apar bhai is the most innovative and student friendly teacher in Bangladeshi Ed tech Industry and The best physics teacher in Bangladesh (online)
অনলাইনে পড়ালেখা শুরু করার আগে আমি আগে মানুষ থেকে শুনে ভাবতাম অনলাইন আসলে অনেকটা খারাপ একটা প্লাটফর্ম কিন্তু কিন্তু অপার ভাইয়াদের মতো শিক্ষক পাওয়ার পর থেকেই বুঝতে পারতাছি কতটা হেল্প ফুল🥰❣️ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি 🙏❣️
অপার ভাই আমার জীবনে দেখা সেরা মানুষগুলোর মধ্যে একজন। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব ভাইয়ার কাছে এবং অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমন একটা অসামান্য অবদান রাখার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।💖💖💖
আমাদের গর্ব, আমাদের আইডল অপার ভাই।। সত্যি বলতে অনলাইন এডুকেশন টাকে অন্য লেভেল এ নিয়ে গিয়েছেন এই মানুষটি। ওনার ডেডিকেশন লেভেল অন্য উচ্চতায়।। সত্যি বলতে ওনার কাছে পড়তে পেরে গর্ববোধ করছি।। ভালো থাকবেন ভাই,, আর কিবরিয়া ভাইকে ও অনেক ধন্যবাদ ওনাদের মতো মানুষ দেরকে নিয়ে ভিডিও করার জন্য
লাইফের একজন সেরা টিচার, আমার স্যারের কাছে কোন টপিক না বুঝলে অপার ভাইয়ার ক্লাস দেখতাম। ফিজিক্স বস, ভাইয়া।‼️ আর ডেডিকেশন লেভেলের কোন তুলনা নেই। আমাদের এই ২১ ব্যাচের এর এইচএসসি এর আগে আগে শর্ট সিলেবাসের কোর্সটায় ভাইয়া একটানা ৮+ ঘন্টা ক্লাস নিছিলেন। আমার মতো হাজারটা স্টুডেন্টের অনুপ্রেরণা আপনি ভাইয়া। দোয়া করি অনেক অনেক এগিয়ে যান ভাইয়া🤍🤍🤍
Without any private tutor,I have completed my hsc physics with a high number because of Apar vaia. He is not only a physics teacher, he is just an awesome person. May Almighty bless you,vaia.
@@touhidur-h9s ami youtube e Apar vai er class gula korechilam. HSC er physics er ei vaia er class gula khub e valo💯 "Apar's Classroom " diye search korlei peye jaben apni.
@@touhidur-h9sgoogle e apars class room search Dile apar vaiar sokol course dekhte paben r apar vaiar ekhon r ten min scl er sathe nei uni and chinmoy dada mile notun platform khulse
অসাধারণ।।।। ভিডিওটা দেখা শুরু করতে চাইনি এতো বেশি সময় দেখে।আম্মুর জোর করায় দেখলাম, আম্মু আগেই শুনেছে। কিভাবে সময় শেষ হলো,বুঝতেই পারলাম না।খুব ভালো লাগলো।।।।। ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ আমি একটা মেয়ে হয়ে 14 বছর বয়সেই বাস্তবটা বুঝেছি এবং 15 বছর বয়স থেকেই এখন 18 বছর পযর্ন্ত নিজের খরচ নিজেই করছি এবং আলহামদুলিল্লাহ লেখাপড়া ও করছি এখন আমি HSC24 science সবাই দোয়া করবেন ভালো কিছু করি💝 আর ইনশাআল্লাহ পারবো বুয়েট
আমার মনে আছে ভাইয়ার প্রথম স্টুডেন্ট আমরা ছিলাম।আমাদের সাথে তখন অনেক কথা হতো ভাইয়ার।ভাইয়ার যে অনেক স্বপ্ন ছিলো তা ভাইয়ার সাথে কথা বলেই বুঝতাম।ভাইয়ার সব স্বপ্ন পূরন হোক দোয়া রইল। এই সময়টা ছিলো ২০১৬ সালের কথা। সেদিনের কথা ভাই। আল্লাহ ভালো রাখুক আপনাকে ভাই।
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও টা দেখলাম!😊 ভিডিও থেকে একটা জিনিস শিখতে পারলাম জীবনে অনেক বাঁধা আসবে! অনেক কিছু আসবে সেই বাঁধা কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে!তার জন্য প্রয়োজন মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং ধর্য্য😇 আরেকটা জিনিস হলো জীবনে কিছু করতে হলে সব সময় ছোট কিছু দিয়ে শুরু করতে হবে 😊প্রথমেই বড় কিছু আশা করা যাবে না। জীবনে উদ্যাক্তা হতে হলে, ১/ প্রথমে মানুষের সাথে commission করতে হবে! ২/ মানুষ কি চাচ্ছে তার উপর ভিত্তি করে নতুন কিছু আবিস্কার করতে হবে! ৩/ এইগুলা থেকে কি উপকার হচ্ছে! এবং এইগুলা থেকে আসলেই কেমন উপকার পাচ্ছে মানুষ এটার দিকে খেয়াল রাখতে হবে! ৪/ সর্বোশেষ নিজের উপর বিশ্বাস রাখতে হবে!💖 (যদিও ভাইয়া আপনার মতো ছোট থেকে straggle করি নাই কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি ! যে লাইফে struggle করলে অনেক কিছু শিখা যায়🙂 ) Straggle-hard work-success! ভালোবাসা অভিরাম Numeri Sattar Apar ভাইয়া!🥰💖
আপনার সফলতার কথা শুনে খুব ভালো লাগলো। সময় এবং মেধাকে সঠিক ভাবে কাজে লাগালে সবাই সফল হতে পারে। আজকাল যারা নেটের পিছনে অযথা অনেক সময় নষ্ট করে আর পরে বলে চাকরি নাই তাদের জন্য এখান থেকে অনেক কিছু শিখার আছে।
মামা প্রাপ্তি এবং প্রত্তাশা জখন মিলেই যায় এর মতো সুখ আর কিছু থাকতে পারে না। তবে এই ভাগ্য সবার হয় না।দোয়া করবেন সবাই সবার জন্য যে ন একটু ভালো থাকতে পারি। আল্লাহ হু আকবর
কি যে বলবো! ভাষা খুঁজে পাচ্ছি না। এই মানুষটার জন্য শ্রদ্ধা পোষণ করতে পারি শুধু। আমার Physics এর BOSS। অপার ভাইয়ার playlist এর সব class করেছি। বাইরে কোথাও পড়িনি। এতো helpful.. Basic এ কোনো ঘাটতিই থাকে না। স্বপ্ন দেখি, বুয়েটের। পারবো কিনা জানি নাহ্! পারতে হবে। হাল ছাড়বো না। HSC 23
আমার জীবনের প্রথম অনলাইন কোর্স ১০ মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স HSC-21,, এই কোর্স না নামালে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না আলহামদুলিল্লাহ HSC তেও GPA-5 এবং অপার ভাইয়ের এডমিশন কোর্স এও আছি। অফলাইনে কোথাও পড়ছি না কারণ অনলাইন এ অনেক ভালো সার্ভিস পাচ্ছি এবং আশা করি এডমিশন এও ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এডমিশন টা হয়ে গেলে তখন সবাই বুঝবে যে অপার ভাই কি করেছে সবার জন্য, পড়াশোনা কে কতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য আশা রাখি অপার ভাইয়ের ব্যাচ থেকে এডমিশন এ অনেক বেশি সাফল্য আসবে ইনশাআল্লাহ সেইদিনের অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা ভাইয়ের জন্য❤️
আমি ভাইয়াকে ফলো করি একদম শুরুর দিক থেকেই ইভেন উনি যখন টেন মিনিটস স্কুলে আসেও নাই তখন এবং পুরো যার্নি টা আমি ফিল করতে পারি। উনি একজন Revolutionist. উনি পুরা শিক্ষা ক্ষেত্রে অনেক বড়ো একটা চেঞ্জ আনছে। আমার ভাইয়াকে বেশী ভালো লাগতো শুধু মাত্র একটা কারনেই, উনি সবচেয়ে বেশী এমফাসাইস দেহ ছাত্রদের পড়ায় কোথায় অসুবিধা হচ্ছে, ছাত্র রা কোম প্রশ্ন গুলো করতে চায় কোন প্রশ্ন গুলো করতে পারে নাহ উনি সেই সব টপিক নিয়ে অনেক বিস্তর আলোচনা করে পুরা কনফিউশান ক্লিয়ার করে দেহ।
অপার ভাইয়া ..................😍 খুব ভালো লাগতেছে ভাইয়াকে এই অনুষ্ঠানে দেখে 🥰 আশা করি , অপার ভাইয়া একদিন কিংবদন্তী শিক্ষকে পরিণত হবে । অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ভাইয়া । ❤️
We proud of you apar bhaiya Amra apnar moto akta multi telented manus paisi & apna k deke Bangladesher onk students inspired hoi. Apnar hat dore lako student er dream fulfil hosse god bless you
আরও ডিটেইলসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গুলো জানার ইচ্ছা ছিল! সেগুলো জানা গেল না!!💔 অনেক অপেক্ষায় ছিলাম ভিডিওটার জন্য। আপনার জন্য শুভকামনা ❤️ ১০ মিনিটস স্কুল আপনার কারণে অনেক এগিয়ে গিয়েছে!!
অপার ভাইয়ার সবার কাছে জনপ্রিয় হওয়ার একটা বিশেষত্ব আছে,, সেটা হচ্ছে যে ভাইয়া বেসিক থেকে শুরু করে হাই লেভেলের ক্লাস নিয়ে থাকেন।। সুতরাং দুর্বল এবং ভালো সব ধরনের স্টুডেন্ট ক্লাসগুলো বুঝতে পারেন। ভাইয়া পরানের মাঝে মাঝে অনেক অনুপ্রেরণা জুগিয়ে থাকেন স্টুডেন্টদের, এটাও একটা কারণ তার জনপ্রিয় হওয়ার জন্য।। একইসাথে ভাইয়া সব সময় হাসিমুখে কথা বলেন এবং অনেক সুন্দর মনের মানুষ।।। আর আমি যেহেতু 2021 ব্যাচ সেহেতু তাদের সাথে এখনো এডমিশন(কোর্স) পর্যন্ত যুক্ত আছি ইনশাল্লাহ।।।।। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯
অপার ভাইয়ার ক্লাস করতে বসলে মন চাইই না উঠি/ ক্লাস টা শেষ হোক🍁 ফিজিক্স এত কঠিন লাগে / লাগতো তবুও অপার ভাইয়ার ক্লাস করতে গিয়ে কখনো কঠিন লাগে নি, ভাইয়ার কথা শুনলে ভেতরের থেকে ভেঙে যাওয়া মানুষ টাও সোজা হয়ে দাড়িয়ে যুদ্ধ করবে🧡 অপার ভাইয়া,চিন্ময় দাদা,শুভ্র ভাইয়া,সাদাব ভাইয়া,সাকিব ভাইয়া,কনক শ্রাবণ ভাইয়া, মাহির আসিফ ভাইয়া, আফসানা আপু,ফাহাদ স্যার এরা সবাই একেক জন বর্তমান বাংলাদেশের গর্ব মাশা-আল্লাহ।
Amader School" এর প্রতিষ্ঠাতা প্রিয় স্যার "ফাহাদ স্যার" কে দেখতে চাই কিবরিয়া স্যার। মিলিয়ন স্টুডেন্টের প্রিয় ব্যক্তিত্বকে এই প্রোগ্রামে না আনলে হয়তো অপূর্ণতা থেকে যাবে। অপেক্ষায় রইলাম ❤
Ami apar vaiyar crash course theke suru kore versity & medi Biology group e achi... Khub valo lage tader class gula..🥰🥰 Amake jodi jigges kora hoy online vs offline kun ta besi benefit students der jonno?? Hajar bar bolbo online❤️❤️
Now Acs is bigger than 10 minutes school 🙂🙂
Amio eitai bhabteclam..😂😂
All online platform teke bigger 💀
@@MKK-up4cc 10 minutes school best Always
@@jamilalam02 bolod nki
@@jamilalam02 😂
Battles Of Biology এর সাদাব ভাইয়াকে দেখতে চাই!সাদাব ভাইয়াও অসাধারন একজন ব্যক্তিত্ব 🥰
@Rj Kibria
ঠিক বলছেন ভাই
Asholei...sadab vai er interview newa dorkar
Thik
সে একজন স্পষ্টভাষী মানুষ ❤️
ভাইয়ার মতো এতো অমায়িক মানুষ আর দ্বিতীয় কাউকে দেখি নাই।উনার ডেডিকেশন লেভেল,স্টুডেন্টদের প্রতি ভালোবাসা অনন্য।কিভাবে কী করলে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে সেটাই উনার সবচেয়ে বড় প্রায়োরিটি।উনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো
অপার ভাইয়াকে আবারও নতুন করে জানলাম! ❤️😍
us Bhaiya❤️
ভাইয়া আপনি🙆♂️
অপার ভাইয়া
প্রিয় ব্যক্তিত্ব!
প্রিয় শিক্ষক!
আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক৷
ইন্টারের লাইফের কথা চিন্তা করলেই অপার ভাইয়ার কথাই মনে পড়ে। ইন্টারের ফিজিক্স সিলেবাস শেষই করেছিলাম অপার ভাইয়ার ক্লাস দিয়ে। আল্লাহ উনাকে অনেক বড় করুক।
asholeyyy
I faced too many problems in hsc for physics. I spent a lot of money for learning physics. But the teachers did not teach me anything. When I found Apar vaia's class ,I felt so happy and started learning physics. May Allah bless Apar vaia.
অপার ভাইয়া ফিজিক্সের বেস্ট টিচার এসব বিতর্কে যাচ্ছি না কিন্তু উনি অনলাইন এডুকেশনে যে একটা রেভুলেশান নিয়ে আসছে দ্যাটস ফর শিউর❤️। এন্ড আমার যতদুর মনে আছে স্লাইডের মাধ্যমে পড়াশুনা উনার ক্লাসগুলোতেই প্রথম করেছি।
বিঃদ্রঃ Hulkenstein এর আনাস ভাইয়া কে দেখতে চাই✊
Hulkenstein💩💩💩
Right
Yes ana's vaya 🎉🎉🎉🎉
যুদ্ধ হোক বা জীবন হোক...
সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে...
যেমন কর্ম,ধৈর্য এবং সাহস...!!
স্যারের জন্য ভালোবাসা অবিরাম।💗💗💗
আমি অপার ভাইয়ার স্টুডেন্ট। ভাইয়ার পেইড কোর্সে পড়ি নি। তবে উনার ফ্রি ক্লাসগুলা করে অনেক উপকৃত হয়েছি। 🌸🌸।
"Amader School" এর প্রতিষ্ঠাতা প্রিয় স্যার "ফাহাদ স্যার" কে দেখতে চাই কিবরিয়া স্যার।
মিলিয়ন স্টুডেন্টের প্রিয় ব্যক্তিত্বকে এই প্রোগ্রামে না আনলে হয়তো অপূর্ণতা থেকে যাবে। অপেক্ষায় রইলাম ❤️
Hum vaiya
Right
100% right
@Moni's Vlog হুম 🙂
Ji via please!
পদার্থের বস,,,,,,অপার ভাইয়া😇
So much respect for this man♡ I still remember struggling with Physics when in the lockdown one of my friends suggested me to visit his playlist. And I'm glad that I did. Since then whenever I have a hard time understanding a topic,I know where to go.♡ We need more teachers like Apar bhaiya and Chinmoy da.
@Jahidul Hasan Orpy ke thik chinlam na
@@afiatasnim1452 tmi cls 10na?
@@shara9562 No
yeah best dedicated personality.
Juthi? Kemon asos?
২০১৮ সালে মতিঝিল এ উদ্ভাস এর অপার ভাই এর ক্লাস এখন শুধুই স্মৃতি ❤️❤️
Without আপার ভাইয়া, 10 Minute school is nothing,আপার ভাইয়া না আসলে এতো ভালো শিক্ষকরা জীবনে পাইতাম না। এই ভাইয়া আসার পরেই 10MS এর Profit হুর হুর করে বেড়ে যায়।
1000%
Hum🖤
এটা ভুল কথা, টেন মিনিট স্কুল শুধু অপার ভাইয়ের উপর দাঁড়ায় নাই। ওদের একাডেমিক ছাড়াও অনেক অনেক স্কিল ডেভেলাপমেন্ট সেকশন ছিল। তবে অপার আর চিনমোয় দাদা ইন্টারমেডিয়েট সেকশনে ফিজিক্সের ক্ষেত্রে ভালো অবদান রাখসে।
@@minhajulabedin8138 মেইন প্রোফিট ছাত্র থেকে আসে,এবং দেশ সেরা শিক্ষক এখন 10 Minute এ আসার পিছনে তার অবদান। তবে ভাইয়া পর্দার আড়ালে থাকায় কেউ খুব একটা credit ভাইয়াকে দেয় না। রাতারাতি 10 minute এর পড়ালেখার quality ভাইয়ার কারনে বেড়েছে।
@@fixedheart3972 আপনি সম্ভবত, টেন মিনিট স্কুলের অন্যান্য কোর্স গুলা করেন নাই। তাই হয়ত এটা বলছেন, ডিস্ক্রেডিট দিচ্ছিনা অপার ভাই কে। তবে অপার ভাই ছাড়াও এখানে আশিক ভাই সহ আরো অনেকে আছেন যারা খুবি আন্ডাররেটেড।
৪৫ মিনিট খুব কম হয়ে গেলো!
৪৫ঘন্টা হলেও একই মুগ্ধতা নিয়ে শুনতাম আর অপার হয়ে চেয়ে চেয়ে দেখতাম অপার ভাইয়ার এই শো!❤️❤️❤️
😂😂😂😂
right.
ektu besiii bollen😅
@@NowshinMim-vq4yd মনে হতে পারে আপনার কাছে,দোষের কিছু দেখছি না।
কিন্তু আমার জীবনে ওনার ইম্প্যাক্ট অনেক বেশি তাই যদি কথার মাঝে আবেগের বাড়বাড়ন্ত-ও থাকে তাতেও আমার কাছে আমি ঠিক আছি,দোষের কিছু দেখছি না।ধন্যবাদ,নওশীন মিম।
@@NowshinMim-vq4ydআপনার কাছে এরকম মনে হতে-ই পারে,দোষের কিছু দেখছি না।
তবে আমার জীবনে ওনার প্রভাব অকল্পনীয়, তাই যদি আমার অনুভূতি প্রকাশে আবেগের আতিশয্য থাকে-ও,আমি আমার কাছে ঠিক আছি,খারাপ কিছু দেখছি না।তাছাড়া আপনি হয়তো একটু খুবই চলমান কোনো ব্যাচের ছাত্রী,সেক্ষেত্রে একটু দ্বিমত করতেই পারেন বলে মনে হয়।যাইহোক, ধন্যবাদ,নওশীন মিম।
আমার খারাপ সময়ের সঙ্গী এই স্যার এর বিডিওগুলি.....আগে কোনোদিন চেহারা দেখি নাই.... স্যার এর খালি নাম জানতাম....আজকে দেখেছি...গলা শুনেই ছিনে ফেলেছি..নদী নৌকার কনসেপ্ট, জড়তার ভ্রামক এরকম আরো কত কঠিন কঠিন টপিক যে ক্লিয়ার হয়েছে....and আলহামদুলিল্লাহ আমি জাহাঙ্গীর নগরে এইবার A unit এ ৫৬৫ হয়েছি.....লাভ ইউ স্যার..... ❤❤❤❤
Vaiya ki ten minute school er free content dekhe JU te chance paicen?
অপার ভাইয়ের ক্লাস করে আমি প্রথম বুঝতে পারছি যে অনলাইনেও চাইলে ভালো পড়ানো সম্ভব।ইন্টারের এতো জটিল বিষয়গুলা উনি এতো সহজে বুঝাইতে পারেন,সত্যি অসাধারণ(মাশাল্লাহ) ।আমার অপার ভাইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো,উনি সবসময় সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেন।এরকম টিচার বলতে গেলে নাই-ই বাংলাদেশে।অপার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমীন।
Vaiya ami 25a hsc dibo ,,,,tai online class korte chacchi but kun teacher er kache porle vlo hobe ektu janaben ,,,
I am really grateful to apar vaiya
His videos helped me in my HSC exam to clear my basic in physics
I had frincial problem I couldn’t study in private tuition Vaiya’s video made me fell in love with physics
May Allah bless you vaiya
best physics teacher in my life❤️ huge respect for this human.
ফিজিক্স যে এতো মজার একটা সাব্জেট সেটা অপার,চিন্ময় ভাইয়া না থাকলে কখনো বুঝতাম নাহ।
take love brother❤️
অপার ভাইয়ার প্রতিটা কথা অনেক বেশি মোটিভেশনাল।
HSC crash course ছিল আমার 1st অনলাইন কোর্স। ঐ কোর্স এর পর থেকে আমি এখনো অনলাইন এ পড়তেছি।
টেনমিনিট স্কুলের কোনো তুলনা হয়না 🤲💘
apni kon course vorti acen vaiya...amio to vorti aci akhon...
@@allinone5787 ami akhon varsity and medi biology course a aci..
@@SharifulIslam-cb9um ami to versity admission course aci....
ami h.s.c crash course e chilam...onek bhalo porai onara
I'll say this again and again....Apar bhai is the most innovative and student friendly teacher in Bangladeshi Ed tech Industry and The best physics teacher in Bangladesh (online)
অপার ভাইয়া ১০ মিনিট স্কুলের ৬০%। তার মতো শিক্ষক হয় না।তার কথাগুলো অস্বাভাবিক সুন্দর। ভালোবাসা ভাই❤
Oni ki class nei 10 minute school e
@@nadimhossain0 ji
@@nadimhossain0 akhon ar 10 minute school a nai🙂
@@technologicaltune7696 koi class ney
@@nadimhossain0 Apar's Students classroom. Fb group. UA-cam ase.
কিছু বলার ভাষা হারায়ে ফেলেছি
স্টুডেন্টদের কাছে তিনি প্রিয় হয়েই থাকবেন,,,we love's Apar vaia🙂🖤🖤
মুখে হাসি লেগেই থাকে।।❣️
অপার ভাইয়ার মুখের হাসি যেন শিক্ষার্থীদের মুখের হাসি💝💝
আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন
অনলাইনে পড়ালেখা শুরু করার আগে আমি আগে মানুষ থেকে শুনে ভাবতাম অনলাইন আসলে অনেকটা খারাপ একটা প্লাটফর্ম কিন্তু কিন্তু অপার ভাইয়াদের মতো শিক্ষক পাওয়ার পর থেকেই বুঝতে পারতাছি কতটা হেল্প ফুল🥰❣️ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি 🙏❣️
অপার ভাই আমার জীবনে দেখা সেরা মানুষগুলোর মধ্যে একজন। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব ভাইয়ার কাছে এবং অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমন একটা অসামান্য অবদান রাখার জন্য।
অনেক অনেক শুভকামনা রইল।💖💖💖
amio unar kache kritoggo thakbo
জীবনের অন্যতম একজন শিক্ষাগুরু,আদর্শ মনে করি আপনাকে। ভালোবাসা অবিরাম....💝💝
টেনমিনিট স্কুলের কোনো তুলনা হয়না 🤲💘
আমাদের গর্ব, আমাদের আইডল অপার ভাই।। সত্যি বলতে অনলাইন এডুকেশন টাকে অন্য লেভেল এ নিয়ে গিয়েছেন এই মানুষটি। ওনার ডেডিকেশন লেভেল অন্য উচ্চতায়।। সত্যি বলতে ওনার কাছে পড়তে পেরে গর্ববোধ করছি।।
ভালো থাকবেন ভাই,, আর কিবরিয়া ভাইকে ও অনেক ধন্যবাদ ওনাদের মতো মানুষ দেরকে নিয়ে ভিডিও করার জন্য
Battles of Biology ar sadab vai onk vlo akta manus student ar jonno onk kiso korsen akhno kortesen.Agamite sadab vai k anle happy hoitm onk
45 min খুব কম হয়ে গেছে 😥 আরো শুনতে ইচ্ছে করছে। অপার ভাইয়া মানেই ভালোবাসা ❤️❤️
Thik...ato kom somoy kno!😓😰
@@roseliar6754 😡🤬
লাইফের একজন সেরা টিচার, আমার স্যারের কাছে কোন টপিক না বুঝলে অপার ভাইয়ার ক্লাস দেখতাম। ফিজিক্স বস, ভাইয়া।‼️
আর ডেডিকেশন লেভেলের কোন তুলনা নেই। আমাদের এই ২১ ব্যাচের এর এইচএসসি এর আগে আগে শর্ট সিলেবাসের কোর্সটায় ভাইয়া একটানা ৮+ ঘন্টা ক্লাস নিছিলেন। আমার মতো হাজারটা স্টুডেন্টের অনুপ্রেরণা আপনি ভাইয়া। দোয়া করি অনেক অনেক এগিয়ে যান ভাইয়া🤍🤍🤍
ভাইর নাম কি?
বায়োলজি টিচার হাসনাত শুভ্র ভাইয়ের ও এমন একটা ইন্টারভিউ চাই🧡
অপার ভাই ❤
যারা এই অনলাইন জগতে পড়াশোনাটাকে সহজ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা।
Without any private tutor,I have completed my hsc physics with a high number because of Apar vaia.
He is not only a physics teacher, he is just an awesome person.
May Almighty bless you,vaia.
Apu apu plz bolen enader class gulo kivabe korbo plz
@@touhidur-h9s ami youtube e Apar vai er class gula korechilam.
HSC er physics er ei vaia er class gula khub e valo💯
"Apar's Classroom " diye search korlei peye jaben apni.
Apu koto peyechilen kindly bola jaabe??
@@tasnovayesmin755 apni akhon Kon university tee poren
@@touhidur-h9sgoogle e apars class room search Dile apar vaiar sokol course dekhte paben r apar vaiar ekhon r ten min scl er sathe nei uni and chinmoy dada mile notun platform khulse
অপার ভাইয়ের ব্যাপারে যত বলবো, মনে হয় ভাইকে ছোট করে ফেলছি । হি ইজ এ সুপারম্যান। অপার ভাই ❤️
অনেক কিছু শিখলাম।
ধন্যবাদ শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া ভাই❤️
অসাধারণ।।।। ভিডিওটা দেখা শুরু করতে চাইনি এতো বেশি সময় দেখে।আম্মুর জোর করায় দেখলাম, আম্মু আগেই শুনেছে। কিভাবে সময় শেষ হলো,বুঝতেই পারলাম না।খুব ভালো লাগলো।।।।। ❤️❤️❤️
Proud to be a part of his student!❤️
Apar vai 🔥
আলহামদুলিল্লাহ আমি একটা মেয়ে হয়ে 14 বছর বয়সেই বাস্তবটা বুঝেছি এবং 15 বছর বয়স থেকেই এখন 18 বছর পযর্ন্ত নিজের খরচ নিজেই করছি
এবং আলহামদুলিল্লাহ লেখাপড়া ও করছি
এখন আমি HSC24 science সবাই দোয়া করবেন ভালো কিছু করি💝
আর ইনশাআল্লাহ পারবো বুয়েট
Ki vabe aktu Bolben apu
chalay jan apu, dowa kori apni apnar shopno puron korben❤
আমার মনে আছে ভাইয়ার প্রথম স্টুডেন্ট আমরা ছিলাম।আমাদের সাথে তখন অনেক কথা হতো ভাইয়ার।ভাইয়ার যে অনেক স্বপ্ন ছিলো তা ভাইয়ার সাথে কথা বলেই বুঝতাম।ভাইয়ার সব স্বপ্ন পূরন হোক দোয়া রইল।
এই সময়টা ছিলো ২০১৬ সালের কথা।
সেদিনের কথা ভাই।
আল্লাহ ভালো রাখুক আপনাকে ভাই।
🤩
অপার ভাইয়ার স্টুডেন্ট✌️
পড়া গুলা অসাধারণ😍
এই রকম স্যার যারা পায়, তাদের লাইফ এমনিতেই চেঞ্জ হয় যায়🤩
বর্তমানে, ভাইয়া ভার্সিটি এডমিশন ব্যাচে এডমিট আছি❤️🧡
Kothay poren ekhon vaia
আমার দেখা সেরা শিক্ষক 😍😍 প্রথমে সবাই বলত ওনার কথা,,কিন্তু পাত্তা দেই নি,, পরে নিজেই একদিন ক্লাস করে ওনার ফ্যান হয়ে গেছি ।।।
Hi
Thanks for your kind information
I am a student of arts. But i have been following this man. He is great. Inspiring. Now i am duian. ❤
Congratulations for getting into Dhaka university...which department apu
whoaaaa Vaiya ISCian!!!
আজকে প্রথম জানলাম! Proud proud proud!!
2010-11-12 তিনটা বছর ভাইয়ার সাথে একই ক্যাম্পাসে পড়েছি ভেবেই goosebumps হচ্ছে
একজন সফল মানুষের ব্রেকগ্রাউন্ড সত্যিই মারাত্মক থাকে😶😶
কিবরিয়া ভাইকে ধন্যবাদ আপার ভাইকে আনার জন্য।ভাইয়ের ফ্রি ক্লাস অনেক উপকারে আসছে পরীক্ষার্থীদের।
Free class koi theke korchen oni ki class nei
@Kaif Zia Chowdhury vaiya free class gula koi pabo
@Kaif Zia Chowdhury mane onar UA-cam channel e
অপূর্ব দা আর অভি দা কে আনা উচিত 😎
মাশাআল্লাহ!
জাযাকাল্লাহ খায়ের!
ভাইয়া ২লাখ ৪৭ হাজার সংখ্যাটা খুব ছোট ,,, অল্প দিনের মধ্যে অর্ধ কোটিতে রুপান্তরিত হবে ইনশাল্লাহ ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ পুরো ভিডিও টা দেখলাম!😊
ভিডিও থেকে একটা জিনিস শিখতে পারলাম জীবনে অনেক বাঁধা আসবে! অনেক কিছু আসবে সেই বাঁধা কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে!তার জন্য প্রয়োজন মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং ধর্য্য😇 আরেকটা জিনিস হলো জীবনে কিছু করতে হলে সব সময় ছোট কিছু দিয়ে শুরু করতে হবে 😊প্রথমেই বড় কিছু আশা করা যাবে না।
জীবনে উদ্যাক্তা হতে হলে,
১/ প্রথমে মানুষের সাথে commission করতে হবে!
২/ মানুষ কি চাচ্ছে তার উপর ভিত্তি করে নতুন কিছু আবিস্কার করতে হবে!
৩/ এইগুলা থেকে কি উপকার হচ্ছে! এবং এইগুলা থেকে আসলেই কেমন উপকার পাচ্ছে মানুষ এটার দিকে খেয়াল রাখতে হবে!
৪/ সর্বোশেষ নিজের উপর বিশ্বাস রাখতে হবে!💖
(যদিও ভাইয়া আপনার মতো ছোট থেকে straggle করি নাই কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি ! যে লাইফে struggle করলে অনেক কিছু শিখা যায়🙂 )
Straggle-hard work-success!
ভালোবাসা অভিরাম Numeri Sattar Apar ভাইয়া!🥰💖
আমি মন থেকে ভাইয়ার জন্য দোয়া করি,ভাইয়া আমাদের জন্য যা করতেছে, সেটা সত্যি অসাধারণ। মহান আল্লাহ ভাইয়ার ভালো করুক❤️❤️
আরে আমাদের অপার ভাইয়া!!😍❤️💕💞
আপনার সফলতার কথা শুনে খুব ভালো লাগলো। সময় এবং মেধাকে সঠিক ভাবে কাজে লাগালে সবাই সফল হতে পারে। আজকাল যারা নেটের পিছনে অযথা অনেক সময় নষ্ট করে আর পরে বলে চাকরি নাই তাদের জন্য এখান থেকে অনেক কিছু শিখার আছে।
This video just made my day!😃 So much motivated & learning experience..... Jajakallah apar bhai
@@ahasanulhaquehashib5640 same
He's so many students inspiration,idol, motivation ❤️
কিবরিয়া ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখি অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা আরো বেশ ভালো লেগেছে এবং নিজেকে গড়ার আগ্রহটা বেড়ে গেছে।
মামা প্রাপ্তি এবং প্রত্তাশা জখন মিলেই যায় এর মতো সুখ আর কিছু থাকতে পারে না। তবে এই ভাগ্য সবার হয় না।দোয়া করবেন সবাই সবার জন্য যে ন একটু ভালো থাকতে পারি। আল্লাহ হু আকবর
He is a successful engineer because he brought the revolution in teaching system of Bangladesh through his engineering sense.
কি যে বলবো! ভাষা খুঁজে পাচ্ছি না। এই মানুষটার জন্য শ্রদ্ধা পোষণ করতে পারি শুধু। আমার Physics এর BOSS। অপার ভাইয়ার playlist এর সব class করেছি। বাইরে কোথাও পড়িনি। এতো helpful.. Basic এ কোনো ঘাটতিই থাকে না। স্বপ্ন দেখি, বুয়েটের। পারবো কিনা জানি নাহ্! পারতে হবে। হাল ছাড়বো না। HSC 23
@@mamonidhar7654 এখন কয় পড়েন?
Love apar vaiya......I would listen him talking for 5 hours or more..... He is an amazing teacher....
সত্যি, অপার ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আল্লাহ ভাইয়াকে নেক হায়াত দান করুক। 🥰🥰
আমিন
প্রিয় অপার ভাই🥰
ভাইয়া সিনিয়রদের সাথে বড় হওয়ার কারণেই ভাইয়ার এত ইউনিক চিন্তভাবনা। কত সুন্দর সুন্দর চিন্তাভাবনা আসে ভাইয়ার মাথায়।
স্যালুট ভাইয়া🌺
কিভাবে যে ৪৫ মিনিট চলে গেলো বুঝতেই পারলাম না🙂
অনেক অনেক দোয়া ভাইয়া আপনার জন্য❤
Apar bhai is best❤️ bhaiyar kotha gulo shunteo onk valo lage😊
আমার জীবনের প্রথম অনলাইন কোর্স ১০ মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স HSC-21,,
এই কোর্স না নামালে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না আলহামদুলিল্লাহ HSC তেও GPA-5 এবং অপার ভাইয়ের এডমিশন কোর্স এও আছি। অফলাইনে কোথাও পড়ছি না কারণ অনলাইন এ অনেক ভালো সার্ভিস পাচ্ছি এবং আশা করি এডমিশন এও ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এডমিশন টা হয়ে গেলে তখন সবাই বুঝবে যে অপার ভাই কি করেছে সবার জন্য, পড়াশোনা কে কতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য আশা রাখি অপার ভাইয়ের ব্যাচ থেকে এডমিশন এ অনেক বেশি সাফল্য আসবে ইনশাআল্লাহ সেইদিনের অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ভালোবাসা ভাইয়ের জন্য❤️
🤍🤍
Battles of Biology ar sadab vaiya k dekhte chai....uni akjon osadharon manus...amar role model
Battles of Biology এর সাদাব ভাইয়াকে দেখতে চাই,,,,, অসাধারণ একজন মানুষ উনি,,,,
Apar sir's smile is very beautiful and I noticed that sir is keeping his smile during conversation. He is also very shy person
আমি ভাইয়াকে ফলো করি একদম শুরুর দিক থেকেই ইভেন উনি যখন টেন মিনিটস স্কুলে আসেও নাই তখন এবং পুরো যার্নি টা আমি ফিল করতে পারি। উনি একজন Revolutionist. উনি পুরা শিক্ষা ক্ষেত্রে অনেক বড়ো একটা চেঞ্জ আনছে। আমার ভাইয়াকে বেশী ভালো লাগতো শুধু মাত্র একটা কারনেই, উনি সবচেয়ে বেশী এমফাসাইস দেহ ছাত্রদের পড়ায় কোথায় অসুবিধা হচ্ছে, ছাত্র রা কোম প্রশ্ন গুলো করতে চায় কোন প্রশ্ন গুলো করতে পারে নাহ উনি সেই সব টপিক নিয়ে অনেক বিস্তর আলোচনা করে পুরা কনফিউশান ক্লিয়ার করে দেহ।
Vaiya is so honest and fun loving person. His heart is so pure no doubt. MashaAllah💜💜💜
মনের ভিতর থেকে দোয়া অপার ভাইয়ার জন্য।
কঠিন সময়ে সবচেয়ে ইন্টেরেস্টিং ওয়ে তে এত্ত সুন্দর ফিজিক্স পড়ানোর জন্য।
অপার ভাইয়া সত্যিই একজন মেধাবী এবং অমায়িক একজন মানুষ💗💙
Apar vaiya k dekhle shotti mon ta vlo hoye jai ekta manus eto ta shundor kore kmne kotha bole 😍😍😍😍
আমার জীবনে দেখা সেরা মানুষ গুলোর মধ্যে অন্যতম,,প্রিয় শিক্ষক❤️❤️
অনেক কিছু জানতে পারলাম , ধন্যবাদ❤❤❤
অপার ভাইয়া ..................😍
খুব ভালো লাগতেছে ভাইয়াকে এই অনুষ্ঠানে দেখে 🥰
আশা করি , অপার ভাইয়া একদিন কিংবদন্তী শিক্ষকে পরিণত হবে ।
অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ভাইয়া । ❤️
Awwh👉👈 Apar bhai😭❤
অপার ভাইয়া আমার লাইফের সেরা একজন টিচার, সেরা একজন মানুষ। love you Apar vaiya ❤️❤️❤️
We proud of you apar bhaiya
Amra apnar moto akta multi telented manus paisi & apna k deke Bangladesher onk students inspired hoi. Apnar hat dore lako student er dream fulfil hosse god bless you
লাখো শিক্ষার্থীর অনুপ্রারণা অপার ভাই ও চিন্ময় সাহা দাদা
আরও ডিটেইলসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গুলো জানার ইচ্ছা ছিল! সেগুলো জানা গেল না!!💔
অনেক অপেক্ষায় ছিলাম ভিডিওটার জন্য। আপনার জন্য শুভকামনা ❤️
১০ মিনিটস স্কুল আপনার কারণে অনেক এগিয়ে গিয়েছে!!
Amar fav teacher.. Onk respect kori vaia k...role Model 🙌
Yeah!!!😍amader Apar vaiya 🙂....great teacher....❤️onk kicu sikhte parci vaiyar kac theke..
ভাইয়ার জন্য প্রায় ১ মাস ধরে অপেক্ষা করছিলাম....ভাইয়ার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো!একজন অসাধারণ মানুষ!🥰
টেনমিনিট স্কুলের কোনো তুলনা হয়না 🤲💘
@@narjumannatulafrin3189 আমি আপনার সাথে একমত আফরিন!❤️
অপার ভাইয়ার সবার কাছে জনপ্রিয় হওয়ার একটা বিশেষত্ব আছে,, সেটা হচ্ছে যে ভাইয়া বেসিক থেকে শুরু করে হাই লেভেলের ক্লাস নিয়ে থাকেন।। সুতরাং দুর্বল এবং ভালো সব ধরনের স্টুডেন্ট ক্লাসগুলো বুঝতে পারেন। ভাইয়া পরানের মাঝে মাঝে অনেক অনুপ্রেরণা জুগিয়ে থাকেন স্টুডেন্টদের, এটাও একটা কারণ তার জনপ্রিয় হওয়ার জন্য।। একইসাথে ভাইয়া সব সময় হাসিমুখে কথা বলেন এবং অনেক সুন্দর মনের মানুষ।।। আর আমি যেহেতু 2021 ব্যাচ সেহেতু তাদের সাথে এখনো এডমিশন(কোর্স) পর্যন্ত যুক্ত আছি ইনশাল্লাহ।।।।। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯
Apni vaiyar kon course e achen???
ASG group ta ki Apar vaiyar??
@@md.ashrafulislam4948 হ্যা
@@md.ashrafulislam4948 versity admission
কোন ভার্সিটিতে আছেন
physics boss - Numeri Sattar Apar 🤍
bhaiya love you
happy to be your student & bhaiya 🖤
অপার ভাইয়ার ক্লাস করতে বসলে মন চাইই না উঠি/ ক্লাস টা শেষ হোক🍁
ফিজিক্স এত কঠিন লাগে / লাগতো তবুও অপার ভাইয়ার ক্লাস করতে গিয়ে কখনো কঠিন লাগে নি, ভাইয়ার কথা শুনলে ভেতরের থেকে ভেঙে যাওয়া মানুষ টাও সোজা হয়ে দাড়িয়ে যুদ্ধ করবে🧡
অপার ভাইয়া,চিন্ময় দাদা,শুভ্র ভাইয়া,সাদাব ভাইয়া,সাকিব ভাইয়া,কনক শ্রাবণ ভাইয়া, মাহির আসিফ ভাইয়া, আফসানা আপু,ফাহাদ স্যার এরা সবাই একেক জন বর্তমান বাংলাদেশের গর্ব মাশা-আল্লাহ।
আলহামদুলিল্লাহ।।।। আমি ভাইয়ার স্টুডেন্ট,,,,💓💓💓💓💓এত ভালো করে পড়াই বলার মতো না
আলহামদুলিল্লাহ"
দারুণ এক ব্যক্তিত্য।
আমার ব্যাচমেট।বন্ধুদের এগিয়ে যাওয়া দেখলে আনন্দ লাগে❤️❤️❤️
অনেক অনেক ভালো লাগলো,আমিও ইনশাআল্লাহ বুয়েটে চান্স পেলে ভাইয়াকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখবো।ধন্যবাদ ❤️
ব্রান্ডিং বাংলাদেশ মানেই নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন নতুন অনুপ্রেরণা ❤️❤️
Apar vaiya is my idol❤️🔥really he has a great personality🌸
Onek vlo laglo.💝.love u appar vai.💝
অপার ভাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। অপার ভাইয়ের কাছে শিক্ষা লাভ করি ২০১৮ সাল থেকে। তিনি আমার জীবনে অনেক সফলতা এনে দিয়েছে।
কতটা মোটিভেশন পাই ভাইয়ার প্রত্যেকটা কথায় বলে বুঝা সম্ভব না।😍
সব সময়ের সেরা একজন মানুষ❤❤❤
love you a lot vaiya❤😍
Amader School" এর প্রতিষ্ঠাতা প্রিয় স্যার "ফাহাদ স্যার" কে দেখতে চাই কিবরিয়া স্যার।
মিলিয়ন স্টুডেন্টের প্রিয় ব্যক্তিত্বকে এই প্রোগ্রামে না আনলে হয়তো অপূর্ণতা থেকে যাবে। অপেক্ষায় রইলাম ❤
onek inspired holam... 💗💗💗
Ami apar vaiyar crash course theke suru kore versity & medi Biology group e achi...
Khub valo lage tader class gula..🥰🥰
Amake jodi jigges kora hoy online vs offline kun ta besi benefit students der jonno??
Hajar bar bolbo online❤️❤️