ভাই আমি আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই?সেটি হলো, আমরা রাতের আকাশে অনেক তারা দেখি,কিন্ত আমি পার্সোনালি অনেক তারা দেখেছি, যারা কিনা নিজ থেকে অটোমেটিক তাদের স্থান থেকে অন্যত্র চলে যেতে,অর্থায় এক জায়গা থেকে অন্য জায়গার স্থানান্তর হতে,এবং সেটিও আবার নিজের চোখের সামনে ঘঠতে দেখেছি, সেক্ষেত্রে এ তারা গুলো আসলে কি?এবং এরাকি আদোও তারা নাকি অন্য কিছু,আর যদি সেগুলো তারাই হয়,তাহলে সেগুলো কিভাবে নিজে নিজে স্থানান্তর হয়,তাও আবার নিজের চোখের সামনে,সে বিষয়ে,আপনার একটি সূক্ষ মতামত জানতে চাচ্ছি!!!!
বাংলাদেশের বেস্ট সায়েন্স বেসড চ্যানেল আমার কাছে। সেদিনই ইউটিউবে স্ক্রল করতে করতে বিজ্ঞান পাইসির একটা ভিডিও পেয়েছিলাম। সত্যিই এই চ্যানেলের দ্বিতীয়টি বাংলাদেশে নেই। সহজ সাবলীল ভাষায় বিজ্ঞানের এসব অজানা অনেক বিষয় ফুটিয়ে তুলা হয়েছে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান।
সারাজীবন বিজ্ঞান সম্পর্কে যা শিখছি তা আপনার একেকটা ভিডিওর কাছে ০০ 😥😥 আমি আপনার মতো বিজ্ঞান বুঝানো মানুষের সন্ধান বাংলার জমিনে পাই নি। 🥰🥰 দোয়া রইলো আপনার জন্য।
বাংলাদেশে বিজ্ঞান শুধু পরীক্ষায় পাশের জন্য পড়ানো হয়। আমার স্কুল লাইফে তো স্যাররা রিডিং পড়িয়ে শুনাতো তবে তখন সেটাকেই স্বাভাবিক ভাবতাম। কিন্তু বর্তমানে ইউনিভার্সিটি জীবনে এসেও নতুন কিছুই পাইনি। বরং করুণ অবস্থা আরো। স্যাররা ক্লাসে এসে কয়েক বছরের পুরনো শিট কিংবা পাওয়ার পয়েন্টে কয়েকটা স্লাইড দেখিয়ে অফিসে যেয়ে চা-সিঙ্গারা খান। আপনার মত শিক্ষক যদি দেশের প্রতিটি স্কুলে থাকতো তবে বাংলাদেশ আজকে চিন, জাপানের মতই উন্নত রাষ্ট্রে পরিনত হত। ধন্যবাদ আপনাকে। খুব শীঘ্রই আপনার ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। সেই দিনের অপেক্ষায় রইলাম।
সময়ও যেহেতু মহান আল্লাহর তৈরী,আমাদের ১০০ বছর হয়তো উনার ১ সেকেন্ডেরও কম।তাই তো মহান আল্লাহ আমাদের অতীত ভবিষ্যৎ জানেন,আসলে তো উনি বলেছেন যে উনার কাছে আসলে অতীত ভবিষ্যত বলে কিছুই নেই,সময়ের একটা ইলিউশন মাত্র। তাছাড়া ঠিক সূর্য ডুবার আর উঠার সময় নামাজ পড়া নিষেধ কেন - সেটাও মনে হয় বুঝতে পারছি। কারণ সূর্য তখন একটা ইলিউশন দেয়,শয়তান ভুল সূর্যের দ্বারে দাড়িয়ে এই সিজদা নেয়। জাঝাকল্লাহ। সুবহানআল্লাহ।
@@DJAriyanOfficial098 আপনি একটু ভদ্র আচরণ শিখেন। জ্ঞান মানুষকে নম্র বানায়। উদ্ধত আপনার মত লোকদের লুমাজাহ বলে। প্রমাণ - এক. সূর্যোদয়ের সময়, অতএব সূর্য পুরোপুরি উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। (বুখারি, হাদিস : ১৫২৩) দুই. সূর্য মধ্যাকাশে অবস্থানের সময়। সূর্য ঢলে পড়লে- পুনরায় নামাজ পড়ার বৈধ সময় শুরু হয়। (মুসলিম, হাদিস : ১৩৭৩) তিন. সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে কারও যদি আসর নামাজ পড়তে দেরি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আদায় করতে পারবে। (বুখারি, হাদিস : ৫৪৫) ১০৪৮-[১০] ’আবদুল্লাহ আস্ সুনাবিহী (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন সূর্য উঠে তখন এর সঙ্গে শায়ত্বনের (শয়তানের) শিং থাকে। তারপর সূর্য উপরে উঠে গেলে শায়ত্বনের (শয়তানের) শিং তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন দুপুর হয়, শায়ত্বন (শয়তান) সূর্যের নিকট আসে। আবার সূর্য ঢলে গেলে শায়ত্বন (শয়তান) এর থেকে পৃথক হয়ে যায়। আবার সূর্য ডুবার মুহূর্তে শায়ত্বন (শয়তান) তার নিকট আসে। সূর্য ডুবে গেলে শায়ত্বন (শয়তান) তার হতে পৃথক হয়ে যায়। এসব সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে নিষেধ করেছেন। (মালিক, আহমাদ, নাসায়ী)[1]
আমি Biology এর টিচার। Physics আমার ভালো লাগতো না। অনেক কঠিন মনে করতাম। কিন্তু আপনার ভিডিও দেখার পর যেন সবকিছুই পাল্টে গেলো। Physics এ মজা খুঁজে পেলাম। এখন আমি physics এর উপর আগ্রহী হয়েছি। এই সব শুধু আপনার জন্য। আপনার কাছে শুধু রিকোয়েস্ট আপনি রসায়ন নিয়েও ভিডিও তৈরি করেন। কেননা বিজ্ঞান = Biology +chemistry+ physics
আমি আগে থেকেই Physics পছন্দ করি কিন্তু এই ভাইয়ার ভিডিও দেখার পর physics ও এই ভাইয়ার প্রতি ভালোবাসা বেড়ে গেছে।।।। ভালোবাসা অবিরাম এত সুন্দরভাবে বুঝানোর জন্য💚💔💛💚💚💔💔💚💚💙💙😭💔💚💔💔💛💛💛
আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। [সুরা রিয়া’ত ৫১:৫৬]" "তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [সুরা মু’মিনুন ২৩:১১৫]" "আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। [সুরা আম্বিয়া ২১:১৬]"
I have the best science based channel in Bangladesh. That day while scrolling through UA-cam, I came across a video of science fiction. Really there is no second of this channel in Bangladesh. Many unknown things of science have been explained in simple language. Thank you very much brother. ahead go to
আপনার ভিডিও গুলো দেখে মনে হয় এরকম করে যদি আমাদের পাঠ্যসূচী হতো তাহলে হয়তো আমাদের পড়ার প্রতি আগ্রহ জন্মাত। এখন তো শুধু পরিক্ষায় পাশ করার জন্য বিজ্ঞান পড়ি তখন হয়তো জানার জন্য বিজ্ঞান পড়তাম
অতীত বিষয়গুলো বিজ্ঞানের এবং মহাকাশ সিস্টেমকে বিজ্ঞানের ভাষায় অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বিজ্ঞানের এসব বিষয়গুলো আগে মাথায় আসতো না এখন অনেকটা আসতেছে আপনার ভিডিও দেখে
ভাই জুম্মান আপনি তো পুরা মাথাই খারাপ করে দিচ্ছেন, please keep going. I became a big fan of your. আপনাকে প্রশ্ন করার কোন ব্যবস্থা থাকলে জানাবেন, মনে অনেক প্রশ্ন😢
What a presentation!!! Just amazing..sathe tule dhora content ta tw osadharon chilo.. Jumman vaiya apnar vdo gula onek informative.. Ebong janar jonno aro onuprerona jagay..
ভাই আপনার ভিডিও টি দেখছি আর পড়তেছি সুবহানাল্লাহ। আসলে মহাবিশ্ব সম্পর্কে যত জানি তত মনে হয় আমার আল্লাহ কত বড় কত মহান আল্লাহু আকবর। ভাই ভিডিও টি সুন্দর হয়েছে। এরকম ভিডিও আরও চাই।
I was not a student of Science.... But this channel has made the subject Science interesting to me. Thank you. (From India) Want more & more videos on cosmology & others....
There could be particle which has more speed than light. Like tachyon.(theoretical though) Maybe we can't see it, we can't feel it. But there could be a thing which can bring the light from stars in pikoseconds. It will be past forever though. But tachyon might decrease the time. Maybe we are not seeing ghost. It's all an illusion. There will be always an uncertainty in exploring universe. Astonishing! Isn't it?
Thanks a lot brother. Onk dorer star ba galaxy ar amra ashole past ta dekhi, ata jokhon ami 1st time jante pari tokhon theke e ai bishoy ta nia amar onk curiosity chilo. Tai ai video tay onk opokrito holam. Asha kori ai dhoroner video roj roj upload korte thakben.
This is the best video I have ever seen. Thanks a lot for such an informative video.I learned a lot from this video.Which may have been beyond imagination.
Apnar content gulo internationnaly represent korer jonno alada akta channle dorker jeta ak e kotha english a bola hobe.Kothar kono change thakbe na .Taile onek valo hobe vaiya.
এত দিন চ্যানাল এইটা পাইলাম না কেন!! সত্যি ভাই আপনার ভিডিও গুলো অনেক ইনপরমেটিভ।বাংলা অনেক চ্যানালই পাইছি,হুদাই একটা এট্রাকটিভ একটা ক্যাপশান দিয়ে এনে বাইক্কা বক বক করে সময় খায়।
এই ভিডিও আসার আগেও এটা নিয়ে আমি অনেক কল্পনা করেছি।।অনেক কিছু জানা ছিল না ।কিন্তু আজ অনেক কিছুর উত্তর পেলাম।।।ধন্যবাদ ছারা আর কিছু দেওয়ার নেই।।। ধন্যবাদ!
Obishsassho.........apanar post kora vedio gulor moddhe aj porjonto eita best.......are 2nd best holo anti matter ❤️❤️❤️❤️❤️❤️ ami apnar choto...and apnar vedio gula khub valo lage.inshallah apni apnar akankhito sthane pouchaben....amader shobar valobasha roilo.❤️❤️💖💗💝
Hmmm..... Ami mukhosto bidda kotota ghrina kori tar jolonto proman ami nijei. Amar mul kotha,'' Ami mora manusher nam mukhosto korte posondo kori na.''
fish part light takes time to touch the place though its too small but as long as it is we see that much of past moments so touching the area of the fish takes time so we see that much past ami right
ভুল সংশোধন:
7:19 মিনিটে অবতল লেন্স বলেছি কিন্তু বিষয়টি হবে উত্তল লেন্স।
Respect you brother...
বলে লাভ নেই। আমিও উত্তল আর অবতল এ গুলাইয়া ফালাই🤣✌️
নেপচুনের আলো আসতে চার ঘন্টা লাগে,কিন্তু নেপচুন তো ৪ আলোকবর্ষ দূরে
@@kmtechbd apni jodi golok er vitore thaken taile obotol ar baure thakle uttol simple hisab
ভাই আমি আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই?সেটি হলো, আমরা রাতের আকাশে অনেক তারা দেখি,কিন্ত আমি পার্সোনালি অনেক তারা দেখেছি, যারা কিনা নিজ থেকে অটোমেটিক তাদের স্থান থেকে অন্যত্র চলে যেতে,অর্থায় এক জায়গা থেকে অন্য জায়গার স্থানান্তর হতে,এবং সেটিও আবার নিজের চোখের সামনে ঘঠতে দেখেছি, সেক্ষেত্রে এ তারা গুলো আসলে কি?এবং এরাকি আদোও তারা নাকি অন্য কিছু,আর যদি সেগুলো তারাই হয়,তাহলে সেগুলো কিভাবে নিজে নিজে স্থানান্তর হয়,তাও আবার নিজের চোখের সামনে,সে বিষয়ে,আপনার একটি সূক্ষ মতামত জানতে চাচ্ছি!!!!
বাংলাদেশের বেস্ট সায়েন্স বেসড চ্যানেল আমার কাছে। সেদিনই ইউটিউবে স্ক্রল করতে করতে বিজ্ঞান পাইসির একটা ভিডিও পেয়েছিলাম। সত্যিই এই চ্যানেলের দ্বিতীয়টি বাংলাদেশে নেই। সহজ সাবলীল ভাষায় বিজ্ঞানের এসব অজানা অনেক বিষয় ফুটিয়ে তুলা হয়েছে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান।
Eta to absolutely shotto.
অনেক অনেক ধন্যবাদ 🥰❤️
অবশ্যই
True
Bhul kotha eta... Ekdm bhul kotha...
Sudhu Bangladesh e na.. bangla bhashateo sera science channel eta. :)
ভেবে অবাক লাগে যে, মহান আল্লাহ এসব আমাদেরকে কেন্দ্র করেই ঘটান।
সারাজীবন বিজ্ঞান সম্পর্কে যা শিখছি তা আপনার একেকটা ভিডিওর কাছে ০০ 😥😥 আমি আপনার মতো বিজ্ঞান বুঝানো মানুষের সন্ধান বাংলার জমিনে পাই নি। 🥰🥰 দোয়া রইলো আপনার জন্য।
বাংলাদেশে বিজ্ঞান শুধু পরীক্ষায় পাশের জন্য পড়ানো হয়। আমার স্কুল লাইফে তো স্যাররা রিডিং পড়িয়ে শুনাতো তবে তখন সেটাকেই স্বাভাবিক ভাবতাম। কিন্তু বর্তমানে ইউনিভার্সিটি জীবনে এসেও নতুন কিছুই পাইনি। বরং করুণ অবস্থা আরো। স্যাররা ক্লাসে এসে কয়েক বছরের পুরনো শিট কিংবা পাওয়ার পয়েন্টে কয়েকটা স্লাইড দেখিয়ে অফিসে যেয়ে চা-সিঙ্গারা খান।
আপনার মত শিক্ষক যদি দেশের প্রতিটি স্কুলে থাকতো তবে বাংলাদেশ আজকে চিন, জাপানের মতই উন্নত রাষ্ট্রে পরিনত হত। ধন্যবাদ আপনাকে।
খুব শীঘ্রই আপনার ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। সেই দিনের অপেক্ষায় রইলাম।
100✅
Right 👍
Amader bigganer niti nirdharok kara ta dekhun . Tara ki korar chilo r ki korce
Quran ke Biggan book , prochar korar protibad hoy na BanglaDesh a .
Agree 💯
এর মানে, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির পূর্বেই আমরা কি করবো না করবো সব কিছু লিখেছেন।ফলে যা ঘটে সব অতীত। 🥰
যে কোন বিষয়ে আল্লাহ কে টানবেন না ২ টা লাইক পাওয়ার জন্য ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করে দেন 😡😡
সময়ও যেহেতু মহান আল্লাহর তৈরী,আমাদের ১০০ বছর হয়তো উনার ১ সেকেন্ডেরও কম।তাই তো মহান আল্লাহ আমাদের অতীত ভবিষ্যৎ জানেন,আসলে তো উনি বলেছেন যে উনার কাছে আসলে অতীত ভবিষ্যত বলে কিছুই নেই,সময়ের একটা ইলিউশন মাত্র। তাছাড়া ঠিক সূর্য ডুবার আর উঠার সময় নামাজ পড়া নিষেধ কেন - সেটাও মনে হয় বুঝতে পারছি। কারণ সূর্য তখন একটা ইলিউশন দেয়,শয়তান ভুল সূর্যের দ্বারে দাড়িয়ে এই সিজদা নেয়।
জাঝাকল্লাহ। সুবহানআল্লাহ।
@@juborazmahi3777 কোন হাদিসে আছে শয়তান সিজদা নেই আমাকে দেখান। আমিও মুসলিম। তার মানে এটা না যে মানুষ কে ভুল ভাল বেক্ষা দিবেন।
@@DJAriyanOfficial098
আপনি একটু ভদ্র আচরণ শিখেন। জ্ঞান মানুষকে নম্র বানায়। উদ্ধত আপনার মত লোকদের লুমাজাহ বলে।
প্রমাণ -
এক. সূর্যোদয়ের সময়, অতএব সূর্য পুরোপুরি উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। (বুখারি, হাদিস : ১৫২৩)
দুই. সূর্য মধ্যাকাশে অবস্থানের সময়। সূর্য ঢলে পড়লে- পুনরায় নামাজ পড়ার বৈধ সময় শুরু হয়। (মুসলিম, হাদিস : ১৩৭৩)
তিন. সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে কারও যদি আসর নামাজ পড়তে দেরি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আদায় করতে পারবে। (বুখারি, হাদিস : ৫৪৫)
১০৪৮-[১০] ’আবদুল্লাহ আস্ সুনাবিহী (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন সূর্য উঠে তখন এর সঙ্গে শায়ত্বনের (শয়তানের) শিং থাকে। তারপর সূর্য উপরে উঠে গেলে শায়ত্বনের (শয়তানের) শিং তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন দুপুর হয়, শায়ত্বন (শয়তান) সূর্যের নিকট আসে। আবার সূর্য ঢলে গেলে শায়ত্বন (শয়তান) এর থেকে পৃথক হয়ে যায়। আবার সূর্য ডুবার মুহূর্তে শায়ত্বন (শয়তান) তার নিকট আসে। সূর্য ডুবে গেলে শায়ত্বন (শয়তান) তার হতে পৃথক হয়ে যায়। এসব সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে নিষেধ করেছেন। (মালিক, আহমাদ, নাসায়ী)[1]
@@DJAriyanOfficial098 ভাই ওরা সব জায়গায় ধর্মের ব্যাখ্যা দিতে চায়।বিজ্ঞান কে অবহেলা করে
আপনার ভিডিও গুলো দেখে পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। ভাই, সকল পর্যবেক্ষকের কাছেই আলোর বেগ যে ধ্রুব এটা নিয়ে সামনে ভিডিও চাই।
বিজ্ঞান আমার একটি favoutite subject তাই এ বিষয়ে যেকোন যৌতিক আলোচনা বেশ ভালো লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নতুন ভিডিওর অপেক্ষায় আছি।
কত সুন্দর ভাবে আপনি বিঞ্জান এর জটিল কঠিন বিষয় গুলো সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগে, ধন্যবাদ , এগিয়ে যান । অভিনন্দন রৈল।
মাথা নষ্ট করার মত অদ্ভুত সব কথা বলে গেলেন।প্রকৃতি সত্যি এত বৈচিত্র্যময়!!!
How Bro How
এত ডিটেইলসে ক্যামনে বলতে পারেন?
অসাধারণ মানুষ আপনি।
প্রচুর জ্ঞান অর্জন করতে হবে 😊😊❤
❤️🥰
@@BigganPiCপ্রথম মহাবিশ্ব যেখানে গ্যালাক্সি, সূর্য, বিভিন্ন গ্রহ, তারকা, ফাঁকা জায়গা আছে এগুলো প্রথম আকাশের নিচে অবস্থিত। 5:13 । তাই নয় কি?
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
আপনার জ্ঞানে পরিধি সত্যি ই অনেক বেশী ভাইয়া। অনেক দিনের জমে থাকা প্রশ্নের উত্তর গুলো ও এতো সহজে পেয়ে যাবো ভাবিনি😊😊
অসাধারণ ছিলো,, আপনার মাধ্যমে অনেক বিষয় জানতে পারছি,, যেগুলো কোনোদিন কল্পনা করা হয়নি।
এগিয়ে চলুন, সাথে আছি ভাই।
❤️🥰
@@BigganPiC via logo bar bar change korben na 😊😊
Eta diye onek sahitto toiri kora zete pare
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
অসম্ভব সুন্দর একটি প্রতিবেদন এবং উপস্থাপনা❤❤❤
বিজ্ঞানের এত সুন্দর উপস্থাপনা বাংলা ভাষায় আর নেই।।
আমি Biology এর টিচার। Physics আমার ভালো লাগতো না। অনেক কঠিন মনে করতাম। কিন্তু আপনার ভিডিও দেখার পর যেন সবকিছুই পাল্টে গেলো। Physics এ মজা খুঁজে পেলাম। এখন আমি physics এর উপর আগ্রহী হয়েছি। এই সব শুধু আপনার জন্য।
আপনার কাছে শুধু রিকোয়েস্ট আপনি রসায়ন নিয়েও ভিডিও তৈরি করেন। কেননা বিজ্ঞান = Biology +chemistry+ physics
জি চেষ্টা থাকবে স্যার।
@@BigganPiC
Adbhoot!apnar projna prosongsar dabii rakhe.
+Mathematics
Chemistry = Biology?
আমি আগে থেকেই Physics পছন্দ করি কিন্তু এই ভাইয়ার ভিডিও দেখার পর physics ও এই ভাইয়ার প্রতি ভালোবাসা বেড়ে গেছে।।।।
ভালোবাসা অবিরাম এত সুন্দরভাবে বুঝানোর জন্য💚💔💛💚💚💔💔💚💚💙💙😭💔💚💔💔💛💛💛
সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ....
রাইট❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
একদম চিরন্তর সত্য কথা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আর আল্লার সৃষ্টির স্রষ্টা কে??
@Opinion Chakma Tar kono shrosta nai
🙂
আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। [সুরা রিয়া’ত ৫১:৫৬]"
"তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [সুরা মু’মিনুন ২৩:১১৫]"
"আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। [সুরা আম্বিয়া ২১:১৬]"
খুব ভালো লাগলো। ভাই, টেলিপোর্টেশন নিয়ে একটি কন্টেন্ট চাই।🙏🙏🙏
Quantum entanglement
এই ব্যাপার গুলো আগে জানলে কখনো ভূত দেখার মত অদ্ভুতুড়ে চিন্তা মাথায় আসেনি😄😄.............এটা ভালো ছিলো, আপনার পরিশ্রম এবং কাজ মান দুটোই অন্য লেভেলের💖💖
আমি বাস্তবে ভূত দেখেছি। বিজ্ঞানের ব্যর্থতা অনেক রয়েছে। সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে
bhai you are THE GREATEST TEACHER IN BANGLADESH. billions of love good health and healthy family.
The clear description of time travel is explained so thoroughly! Thanks! ❤️
I have the best science based channel in Bangladesh. That day while scrolling through UA-cam, I came across a video of science fiction. Really there is no second of this channel in Bangladesh. Many unknown things of science have been explained in simple language. Thank you very much brother. ahead go to
ভাইয়া, আকাশের দিকে যদি আমি টর্চ লাইট দিয়ে আলো দেই, আর একটু পরে যদি টর্চ অফ করি, তাহলে কি ওই আলো যেতেই থাকবে নাকি শেষ হয়ে যাবে?
Ji jetei thakbe....
Photon never,stop,,,it moves always.
Choltei thakbe.
Jetei thakbe kintu seta apni onuvob korte parben na karon alo onek druto chole jabe
@@niranhuragaming9255 Yes. Right.
you deserve million million subscribers 🥰
🥰
You are right
@@BigganPiC Big fan jomman vai❤️❤️
yes... he has maked super excellent video...
Hait
Vai puray joss🔥hoise. You're proud of Bangladesh 👍❤️
🥰❤️
আর যদি শক্তিশালী লেজার রশ্মি দেওয়া হয় তখন কি হবে 🙄🙄🙄🙄🙄🧐🧐🧐🧐🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Yeah bro
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
আপনার ভিডিও গুলো দেখে মনে হয় এরকম করে যদি আমাদের পাঠ্যসূচী হতো তাহলে হয়তো আমাদের পড়ার প্রতি আগ্রহ জন্মাত। এখন তো শুধু পরিক্ষায় পাশ করার জন্য বিজ্ঞান পড়ি তখন হয়তো জানার জন্য বিজ্ঞান পড়তাম
Tik
অতীত বিষয়গুলো বিজ্ঞানের এবং মহাকাশ সিস্টেমকে বিজ্ঞানের ভাষায় অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বিজ্ঞানের এসব বিষয়গুলো আগে মাথায় আসতো না এখন অনেকটা আসতেছে আপনার ভিডিও দেখে
Tar mane india thake Bangladesh er durotto 10minute
Karon amar 10 minute laglo 😁😁😁😁😁
By the way
Love your channel bro love from india ❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
আমার জানা মতে এর থেকে ভাল কোন বিজ্ঞানময় ইউটিউব চ্যানেল বাংলাদেশ নাই।ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য🥀🌺🥀🌺🥀🌺
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
সত্যিই ভিডিও শুরু করার যেই ভাষাটা, সেটা অনেক ভালো লেগেছে। আর পুরো ভিডিও তো বিজ্ঞানিক টুইস্ট দিয়ে ভরপুর! দোআ রইল এই চ্যানেলের পরিবার আরো বড় হউক।
মাশা আল্লাহ্, অত্যান্ত সুন্দর ও তথ্যভিত্তিক দারুণ এক ভিডিও। জাঝাকাল্লাহু খইর।
আমি বাস্তবে ভূত দেখেছি। বিজ্ঞানের ব্যর্থতা অনেক রয়েছে। সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বারবার অবাক হই আপনার ভিডিও দেখে
ধন্যবাদ 🥰
কি উঁচু মানের কনটেন্ট দেখলাম বাংলায়। অসাধারণ ❤️
Excellent simple clarification
Thank you
Every science student should watch
Fantastic ,,, পুরো বিজ্ঞান কাপিয়ে বেড়ানো নরসিংদীর বাসিন্দা
U r really great!! 😍 U deserve much more subscriber... Randomly found ur channel but now this is my fav channel ❤
ভাই জুম্মান আপনি তো পুরা মাথাই খারাপ করে দিচ্ছেন, please keep going. I became a big fan of your.
আপনাকে প্রশ্ন করার কোন ব্যবস্থা থাকলে জানাবেন, মনে অনেক প্রশ্ন😢
আজকের পর্ব টা আমাকে অনেকটা ভাবিয়ে তুলেছে... মজার এবং শিক্ষনীয়। ধন্যবাদ
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
সুন্দর একটি পোস্ট অনেক অনেক ভালো লাগলো, আপনার জন্য শুভ কামনা রইল।
What a presentation!!! Just amazing..sathe tule dhora content ta tw osadharon chilo.. Jumman vaiya apnar vdo gula onek informative.. Ebong janar jonno aro onuprerona jagay..
🥰
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
অসাধারণ ভূতের ব্যাখ্যা।
সবাইকে বুঝাতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাই আপনার ভিডিও টি দেখছি আর পড়তেছি সুবহানাল্লাহ। আসলে মহাবিশ্ব সম্পর্কে যত জানি তত মনে হয় আমার আল্লাহ কত বড় কত মহান আল্লাহু আকবর। ভাই ভিডিও টি সুন্দর হয়েছে। এরকম ভিডিও আরও চাই।
মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ যেন আপনার প্রতি সবসময় রহমত দান করেন।আমিন।
সত্যিই অসাধারণ একটি চ্যানেল। অনেককিছু শেখার আছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে এরকম ভিডিও দেওয়ার জন্যে। আশা রাখি প্রতিনিয়তই এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি আমাদেরকে উপহার দেবেন। ☺️☺️
I was not a student of Science.... But this channel has made the subject Science interesting to me.
Thank you. (From India)
Want more & more videos on cosmology & others....
🥰🥰
আপন
খ
@@BigganPiC love from India
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
well done bhaiya Onek sundor hoyche🥰🥰
Kotha onek bisshas joggo... Promanito 110%
🥰
The Brilliant ❤️ from India
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
সুবহানআল্লাহ। এতেই প্রমাণ করে যে আল্লাহ মহান, তিনি সকলের স্রষ্টা, তিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন। এবং তার নিয়ন্ত্রণেই সবকিছু।
অসাধারণ সব থিওরি ভাই, আসলে এসব সম্পর্কে জানা খুবই জরুরী । অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এতো ভালো ভালো ভিডিও উপহার দেয়ার জন্য 👍 ।
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
এতো চমৎকার করে কিভাবে বুঝিয়ে বলতে পারেন। সত্যি আপনি অনেক গুণী মেধাবী একজন মানুষ।
🥰
বেশ ভালো ছিলো,,,,এরপরে simulation theory নিয়ে ভিডিও বানানোর অনুরোধ জানাচ্ছি
প্রকৃতির বাস্তবতা বড়ই অদ্ভুত!
🥰
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
First comment from india🇮🇳🙃🙂🙂
🥰
MAGNIFICENT!
UNBELIEVABLE!
WONDERFUL!
So much thanks for giving us the information which we couldn't even think.
thank you 🥰🥰
@@BigganPiC
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
Very very impressive 😮, notun kichu jante parlm...ektu gyan orjon holo... dhonnobad vhaia...
There could be particle which has more speed than light. Like tachyon.(theoretical though) Maybe we can't see it, we can't feel it. But there could be a thing which can bring the light from stars in pikoseconds. It will be past forever though. But tachyon might decrease the time. Maybe we are not seeing ghost. It's all an illusion. There will be always an uncertainty in exploring universe. Astonishing! Isn't it?
This channel deserves millions of subscribers.. 🔆
🥰
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
What a gem I have found in UA-cam. দাদা তোমার জন্য অনেক শুভকামনা ❤️
ভাইয়া পদার্থ বিজ্ঞানের এসব বিষয় গুলো এভাবেই সুন্দর সচ্ছ ভিডিও চাই 😊😊
🥰
😁
Thanks a lot brother. Onk dorer star ba galaxy ar amra ashole past ta dekhi, ata jokhon ami 1st time jante pari tokhon theke e ai bishoy ta nia amar onk curiosity chilo. Tai ai video tay onk opokrito holam. Asha kori ai dhoroner video roj roj upload korte thakben.
🥰
সুবহানাল্লাহ। প্রকৃতির কতই না মহান।
ভাই আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনার ভিডিওগুলো
পৃথিবী থেকে লেজারের মাধ্যমে যদি আলো ফেলি আকাশের দিকে, তবে কি সেটা চলতেই থাকবে?? please reply!!
😳😳
Nice question
Hmm
Ha .... ata Newtown er 1st law onujai
@@sayantanghosh9983 uhmmm... Alor to vor nai. Vorbeg ase. Tahole newton er shutro khatbe ki kore?
সেরা ছিল .... অনেক দিন ধরেই এই ধারণা টা মাথায় ঘুরপাক খাচ্ছিল । আজ পরিষ্কার হয়ে গেলো😇 ধন্যবাদ আপনাকে
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
You can make a video about ' how to capture or draw the picture of Observable universe'.
Thanks in advance.
This is the best video I have ever seen. Thanks a lot for such an informative video.I learned a lot from this video.Which may have been beyond imagination.
I am business studies student.I thought that science is tough subject.But after seeing your videos It easier than my group.Thnks bro
🥰❤️
সেরা একটা ইউটিউব চ্যানেল😌🔥💯
Way to build a time machine (just to watch)
🥰
😆😆😆😆😆😆😆😆😆😆😆
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
ব্যাপারটা, আমি কিছুটা জানতাম তবে আপনার কথা অন্যরকম অনুভূতির জন্ম দেয়।
❤️❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
Very informative 👍
🥰
ধন্যবাদ বিষয়টিকে এত সহজ এবং সাবলীল ভাবে ব্যাখ্যা করার জন্য।
🥰
Apnar content gulo internationnaly represent korer jonno alada akta channle dorker jeta ak e kotha english a bola hobe.Kothar kono change thakbe na .Taile onek valo hobe vaiya.
Right
এত দিন চ্যানাল এইটা পাইলাম না কেন!! সত্যি ভাই আপনার ভিডিও গুলো অনেক ইনপরমেটিভ।বাংলা অনেক চ্যানালই পাইছি,হুদাই একটা এট্রাকটিভ একটা ক্যাপশান দিয়ে এনে বাইক্কা বক বক করে সময় খায়।
আল্লাহ যে কতো মহান সিষ্টি জগৎ তার প্রমাণ ❤️
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এগিয়ে যান অনেক অনেক দুর
আমি এই প্রথম এতো সুন্দর ভাবে বুজলাম
Your explanation is just amazing and very easy to understand. ❤️
Thank you so much 🥰❤️
এই ভিডিও আসার আগেও এটা নিয়ে আমি অনেক কল্পনা করেছি।।অনেক কিছু জানা ছিল না ।কিন্তু আজ অনেক কিছুর উত্তর পেলাম।।।ধন্যবাদ ছারা আর কিছু দেওয়ার নেই।।। ধন্যবাদ!
🥰❤️
@@BigganPiC apni akdom amar moner kothar opor video baniyechen
I remembered hawking said that black hole's event horizon can emit light, but not too much... You can explain the Hawking Radiation.
অনেক কিছুই শেখার আছে। যা এই সব সুন্দর ভিডিওগুলো সহজ করে দিয়েছে
Yes, we are living in past
And thanks for the concept of light bending..... I was hoping for that...
🥰
Obishsassho.........apanar post kora vedio gulor moddhe aj porjonto eita best.......are 2nd best holo anti matter ❤️❤️❤️❤️❤️❤️ ami apnar choto...and apnar vedio gula khub valo lage.inshallah apni apnar akankhito sthane pouchaben....amader shobar valobasha roilo.❤️❤️💖💗💝
🥰❤️
ভাই, যে কোন পড়া কি মুখস্থ করা জরুরি নাকি বুঝে পড়া। মুখস্থ পড়ার কি ক্ষতি? কি লাভ? এ সম্পকে একটি ভিডিও বানালে ভালো হতো। সবার জন্য।
মুখস্থকরণ এর ক্ষতি নিজের কমেন্টেই প্রমাণ। ভালো করে দেখুন।
Hmmm..... Ami mukhosto bidda kotota ghrina kori tar jolonto proman ami nijei. Amar mul kotha,'' Ami mora manusher nam mukhosto korte posondo kori na.''
আমার চিন্তার বিকাশ আপনার ভিডিও তে,,,,দারুণ,,,,,
ভাই light years এ travel করলে কি time travel করা সম্ভব?
Asia ar 1no science channel
Love from India❤❤❤
অ্যামাজনের মতো বড় কোম্পানি0 নিজেদের লোগোর খুব একটা পরিবর্তন করে না কারণ এতে জনপ্রিয়তা কমে যেতে পারে , তাই আশা করি আগের লোগোটি . আবার ব্যবহার করবেন.
বাংলা ভাষায় বুঝানোর জন্য অশেষ ধন্যবাদ আপনি দারুণ বুদ্ধিমান
এই ভাবে কি মহাবিস্ফোরণের চিত্র ও দেখা যাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের সাহায্যে?
বস আপনার ভিডিও দেখে মাথাটা জাষ্ট ঘুরে যায়।। প্রত্যেকটা দিন নতুন কিছু চিন্তা করার উৎসাহ খুঁজে পাই। অসাধারণ ❤️❤️❤️
ভুত এবার বলবে, ধুর আমার গুরুত্ব একেবারে কমিয়ে দিলো এই ভাই😂
😂😂🙄👻
Ha ha ha ha. Great comment. Wow!
😜😜
😁
এটা/ভিডিওর বক্তব্য সত্য বলা যায়,আলোর গতির তুল্যে।তবে,আলোর গতির চেয়ে দ্রুততর কোন মাধ্যমে,ব্যখ্যাটা বদলে যাওয়া সম্ভব!(চমৎকার)
fish part
light takes time to touch the place though its too small but as long as it is we see that much of past moments so touching the area of the fish takes time so we see that much past
ami right
wrong!
light bend in water because of refractive index (less dense to more dense medium)
Kaku, ei knowledge ta ami jantam 😘😋😋😋
New theory basic video banan 🙏❤️
মহাবিশ্ব মানেই বিস্ময়কর অনুভূতি। ❤❤❤
অসাধারণ 😍
ব্লাকবডি রেডিয়েশন নিয়ে ভিডিও চাই।
আমি যখন এই কথা আমার কলেজে inter এ থাকতে বলেছিলাম, তখন বেশিরভাগই আমাকে পাগল বলেছিলো (তাচ্ছিল্যতার জন্য).🤣
বাংলাদেশে এটাই সমস্যা। ভাইয়া:(
Congratulations For 500k Subscribers ❤❤❤
সব কিছুর নিয়ন্ত্রন মহান আল্লাহরই হাতে। We are extremely weak, but still some of us becomes arrogant.
ভুল। সব কিছু সর্বশক্তিমান ঈশ্বরের হাতে।
খুব ভালো লাগলো ভাইয়া।অন্যতম সেরা সাইন্স বিষয়ক চ্যানেল এটা।
🥰❤️