গোল্ডেন রেকর্ডের বিষয়টা মাথা নষ্ট করার মতো। মানুষ কতইনা বুদ্ধিমান ভেবেই অবাক হই! খুবই আশ্চর্য হলাম সাথে কিছুটা ভয় কাজ করছিল! এতো বিশাল বিশাল কাজ মানুষ কতো সহযেই করে ফেলে কিন্তু পৃথিবীতে সবাই সুন্দর ভাবে বসবাস করতে পারিনা 😟
প্রথম যেদিন বিজ্ঞানের কিছু তথ্য এই চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। তখন থেকে মনে হয়েছিল এই চ্যানেলটি একদিন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। যেভাবে জুম্মান ভাই বিজ্ঞান এবং মহাকাশের খুঁটিনাটি তার চ্যানেলের মাধ্যমে সবার মাঝে সহজ ভাবে ফুটিয়ে তুলতেছে। ইনশাআল্লাহ একদিন বিশ্বের কাছে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিত লাভ করবে। এই ভিডিওটি সত্যিই অসাধারণ ছিল।
Animated সহ এই চ্যানেল থেকে বিজ্ঞান সম্পর্কে যতটুকু জেনেছি বা বুঝেছি বই পড়ে এর অর্ধেক ও বুঝিনি, ধন্যবাদ জুম্মন ভাই বিজ্ঞান কে এত সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤
Boi ta holo voygar e thaka oii golden record er moto jeta bujhte matha khatiye decode korte hoi & jumman seta korei etoh sundor video bana66e tai boi er thekeo sohoj e j keo onek besi bujhte parbe...
@@israfil..hossain🤣🤣🤣 গায়ে লাগছে এবার🤣।সালাম দিয়ে আরবি উর্দুতে রেকর্ড করা হয়েছে।কারণ সালাম আরবি শব্দ।বাংলায় অভিন্দন হিসেবে নমস্কার ব্যবহার করা হয় এজন্য বাংলা ভাষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে।
লিংক ডেসক্রিপশন বক্সে। যখন ভয়েজার মিশন লাইভ দেখি। তখন একটু চিন্তা করলে আমার হুশ জ্ঞান কিচ্ছু থাকেনা। আসলে এটা কত বড় একটা মিশন। যা এই পৃথিবীতে কখন হবে নাকি তার কোনো নিশ্চিত নেই। আলহামদুলিল্লাহ
অসাধারণ উপস্থাপন। মনেই হচ্ছেনা বাংলাদেশে কেউ এতো সুন্দর করে উপস্থাপন করছে। শুধু একটি জায়গায় বোঝা যায় তা হলো বাংলা ভাষাটা শুনে। অথচো ভিডিওটা হুট করে আসলো চোখের সামনে
আমার দেখা যতগুলো বাংলা চ্যানেলে ভয়েজার নিয়ে ভিডিও বানানো হয়েছে তার মধ্যে এই ভিডিও টি সবচেয়ে , সাবলীল উপস্থাপনা ও সবচেয়ে তথ্যবহুল ও সবচেয়ে সহজ, সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আশা করি ভয়েজার নিয়ে নিকট ভবিষ্যতে আরো ভিডিও পাবো।
@@Nayem4060😂😂😂 না যেনে আন্দাজে বলেন কেন? ১৯৭৭ সালে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার পরিচিতি বেশি ছিলো তাছাড়া ইন্ডিয়ার মাধ্যমে একসাথে হিন্দি বাংলা উর্দু সব ভাষাতেই ডাবিং করা যায় ,এখনো অনেক চেনেলের বাংলা ডাবিং ইন্ডিয়াতেই হয় এই কারনেই
আপনার গ্রাভিটি দিয়ে স্পিড বাড়ানোটা intersteller movie তে দেখানো হইসিলো তখন বুঝি নাই কিভাবে gargantua gravity use করে orbit থেকে বের হওয়া সম্ভব. এখন ভাই বুঝলাম আপনার expalanation থেকে۔ ধন্যবাদ এরকম ভিডিও আরো বেশি করে বানাবেন۔
3:29 মজার ব্যাপার, ভয়েজার-২ কে ভয়েজার-১ এর পূর্বে লঞ্চ করা হয়েছিলো! কিন্তু আবার ভয়েজার-১ এর গতি বেশি হওয়ার কারণে সেটি ভয়েজার-২ কে পিছনে ফেলে দিয়েছে। দারুণ!!!
আমি এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেখেছি৷ কিন্ত এই ভিডিওটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তা'লা মানুষকে এতটা জ্ঞান দান করেছেন৷ তাহলে তিনি নিজে কতটা জ্ঞানী, তিনি কতটা প্রজ্ঞাবান বা কল্পনাও করতে পারছি না৷ অসংখ্য ধন্যবাদ জুম্মন ভাইকে৷
ঞ্জ্যান ভিত্তিক আলোচনা। শুনে ও দেখে ভালো লাগল। চ্যানেলটিকে ধন্যবাদ জানাই এবং আরো ঞ্জ্যান ভিত্তিক ও তথ্য নির্ভর ভিডিও প্রচার করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করছি।
ভিডিও টা দেখতে দেখতে কখন যে মহাজাগতিক পরিমন্ডলে হারিয়ে গিয়েছিলাম তা বুঝতেই পারিনি। সত্যি, বিজ্ঞান আমাদের জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর সৃষ্টি জগত অসীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমি ভয়েজার সম্পর্কে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু কোন ভিডিওতে এত নিখুত বিষয় এবং ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়নি। আজকে আমার প্রিয় ইউটিউব চ্যানেল BigganPiC থেকে সেটা জানতে পারলাম।
বিজ্ঞানের এরকম চুলচেরা বিশ্লেষণ করার একমাত্র বাংলা ভাষার চ্যানেল মনে হয় এটাই আছে । মানবিকের ছাত্র হয়েও বিজ্ঞান এত ভাল লাগার পিছনে আপনার অবদান সব সবচেয়ে বেশি । ধন্যবাদ ভাই আপনাকে ।
ভয়েজার, চাঁদ সমাচার,জুপিটার এই তিনটি ভিডিও আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমি আপনার এই তিনটি ভিডিও বারবার দেখি খুব ভালো লাগে।এমনকি আপনার প্রতিটা ভিডিও দেখি।আর আশায় থাকি কখন আপনার নতুন ভিডিও আসবে।আরও চাই এইরকম মহাকাশ নিয়ে ভিডিও।
মানুষ সৃষ্টির সেরা জীব তা মানতেই হবে। আমি ভাবছি অন্য জীব কিভাবে ভয়জার এর ভাষা বুজবে নাকি তারা সর্গ থেকে আসা বস্ত মনে করে পুযা করবে 😂 যেটা আদিম মানুষ করতো
Jomman ভাই, আমি পূর্ব বর্ধমান, পশ্চিম বাংলা থেকে বলছি। আমার প্রশ্নের উপর একটি ভিডিও বানাবেন প্লিজ। প্রশ্ন টা হলো এইযে ভইজার ১,২ সহ আরো অনেক কিছু পৃথিবীর কক্ষের বাইরে পাঠাচ্ছে বিজ্ঞানীরা, নানান পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং এর জন্য পৃথিবীর ভরের কোনো পার্থক্য হয় কি না ওই সব ভর যুক্ত অবজেক্ট পৃথিবীর কক্ষের বাইরে যাওয়ার কারণে? এবং পার্থক্য হলে পৃথিবীতে এর প্রতিক্রিয়া কি হবে?
আল্লাহর শুরু আর শেষ নাই , যখন নবমণ্ডলে কিছুই ছিল না তখন শুধু এক আল্লাহ ছিল, আল্লাহ সবকিছু সৃষ্টি করার পর, সময় আর শুরু শেষের সৃষ্টি হয়, আল্লাহ সর্বশক্তিমান ও দয়ালু ☝️
Very good content & n8cely described. যদি "South Atlantic anomaly" বিষয়টি কোন ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার সময় হয় আপনার, তাহলে খুব ভালো লাগবে। Thank you in advance
এটা ভুল যেদিন মানুষ থাকবে না সেই দিন টা হবে কিয়ামত এর দিন। আর কিয়ামত হলে পুরা মহা বিশ্বে মহা শূন্যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না শুধু আল্লাহ ছাড়া সেই দিন আর কোনো কিছু থাকবে না। আর তখন এত সব প্রযুক্তি স্যাটেলাইট ভয়েজার কিছুই থাকবে না।
অনেক কিছুই বুঝিনা।কতোকিছুই কল্পনার বাইরে। কিন্তু বিজ্ঞানের এইসব তত্ত্ব সর্বদাই আগ্রহের চূড়ায়। মহাবিশ্বের সব ক্যালকুলেশনে আমরা বিন্দুর থেকে ক্ষুদ্র। বেস্ট ডকুমেন্টারি /বিজ্ঞান বিশ্লেষক চ্যানেল।❤শুভকামনা।
না, voyeger কে নিয়ন্ত্রণকারী কম্পিউটার সময়ে সময়ে পৃথিবী থেকে upgrade করা হয়েছে। ফলে তারা আরও নিখুঁত, আরও বেশি তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে।আর আমরা এখন যে কম্পিউটার ব্যবহার করি তার তুলনায় 1977 এর কম্পিউটার ছিল প্রয় একটা খেলনা🙂।
ভাই আপনি যে এত সুন্দর করে বলেন। আপনি কিভাবে বোঝেন এত জটিল বিষয়! আমি আপনার ভিডিও দেখি আমি অবাক হয়ে যায় আমার মাথা ঘোরায়। সবকিছু আমার কাছে রহস্য লাগে। ধন্যবাদ ভাই
Excellent analytical and informative video vaia...After destruction of voyager...is it a media to search alien outside the earth..???Your analysis and explanation is unique and magnificent...Thanks a trillions for your useful, informative and interesting video Vaia.....❤😊
আমরা এলিয়েনরা প্রক্সিমা সেন্টরি ইউ নক্ষত্রের গ্রহে বসবাস করি ৷যেটা সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র ৷এখানে আসতেই নাকি ভয়েজার ওয়ান এর 80-90 হাজার বছর সময় লাগবে ৷সত্যি দাদা আমাদের এলিয়েনদের তুলনায় আপনাদের ভয়েজার-ওয়ান প্রযুক্তি একেবারেই গরুর গাড়ি😀😀😀
খুবই সাবলিল ভাষায় প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ। যদিও অনেক বছর আগেই ইংরেজি ডকুমেন্ট্যরি থেকে এসব দেখা, কিন্ত আপনার উপস্থাপনাও খুবই মানসম্পন্ন।
আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, ভয়েজার থেকে আলোর গতিতে সিগন্যাল আসতেও 21 ঘন্টা সময় লাগে। সত্যিই কি এটা বাস্তব??? মানুষের তৈরি কোন যান কি সত্যিই এত দূর থেকেও সিগন্যাল পাঠাতে পারে🤔🤔🤔🤔। নাকি সবই নাসা নামক প্রতিষ্ঠানের চালাকি।
সিগনাল যেহেতু আলোর বেগে যেত সেহেতু এই নরমাল সূত্র ব্যাবহার করে ভয়েজারের সঠিক বেগ বের করা সম্ভব নাহ। এখানে টাইম ড্যালিয়েশনের একটা বিষয় চলে আসবে।আশা করি এই বিষয়টা নিয়ে আপনার মতামত দিবেন।
আপনার ভিডিয়োগুলো খেতে বসে দেখলেও খাওয়া থামিয়ে দেখতে হয়! অসাধারণ উপস্থাপনা আর বৈজ্ঞানিক বিশ্লেষণ। ❤️❤️ আমি মনে করি, বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেল এটি। দোয়া ও শুভ কামনা জুম্মান ভাই।❤️
অসাধারণ একটা ভিডিও দেখলাম, কমেন্ট না করে থাকতে পারলাম না, you টিউব এর মাধ্যমে আমার দেখা অন্যতম সেরা video. আপনাকে আমার অসীম শ্রদ্ধা. এগিয়ে চলুন, জয় হোক বিজ্ঞানের.
ভুল সংশোধনঃ 4:54 মিনিটে 2012 সাল হবে এবং 19:40 মিনিটে "pale blue dot" ছবিটি তুলেছিল Voyager 1
ভয়েজার কোথায় আছে লাইভ জানবো কিভাবে?
ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে
খুঁজে পাচ্ছি না ,,,একটু দিয়ে সাহায্য করেন
এটাই তো ভাবছি। ১৯৭৭ সালে লঞ্চ হলে ১৯১২ সাল কেনো হবে।
পার্কার সোলার নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া?
গোল্ডেন রেকর্ডের বিষয়টা মাথা নষ্ট করার মতো। মানুষ কতইনা বুদ্ধিমান ভেবেই অবাক হই!
খুবই আশ্চর্য হলাম সাথে কিছুটা ভয় কাজ করছিল!
এতো বিশাল বিশাল কাজ মানুষ কতো সহযেই করে ফেলে কিন্তু পৃথিবীতে সবাই সুন্দর ভাবে বসবাস করতে পারিনা 😟
apnar sathe ek mot
প্রথম যেদিন বিজ্ঞানের কিছু তথ্য এই চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। তখন থেকে মনে হয়েছিল এই চ্যানেলটি একদিন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। যেভাবে জুম্মান ভাই বিজ্ঞান এবং মহাকাশের খুঁটিনাটি তার চ্যানেলের মাধ্যমে সবার মাঝে সহজ ভাবে ফুটিয়ে তুলতেছে। ইনশাআল্লাহ একদিন বিশ্বের কাছে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিত লাভ করবে। এই ভিডিওটি সত্যিই অসাধারণ ছিল।
যে জ্ঞান দ্বারা পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করা হলো, এটা ভেবে আমি বিস্মিত। এ জ্ঞান অর্জন করা তো সহজ ব্যপার নয়। বাবু, তোমাকে অসংখ্য ভালবাসা এবং অভিনন্দন।
Animated সহ এই চ্যানেল থেকে বিজ্ঞান সম্পর্কে যতটুকু জেনেছি বা বুঝেছি বই পড়ে এর অর্ধেক ও বুঝিনি, ধন্যবাদ জুম্মন ভাই বিজ্ঞান কে এত সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤
❤️
Boi ta holo voygar e thaka oii golden record er moto jeta bujhte matha khatiye decode korte hoi & jumman seta korei etoh sundor video bana66e tai boi er thekeo sohoj e j keo onek besi bujhte parbe...
@@BigganPiC কোন কোন তারায় বা কোন কোন নক্ষত্রে আলোর গতিতে গেলে সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এই ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও বানান ভাই ।
13:55 নমস্কার কেনো বালা হলো?
বাঙালী মানে আসলে কি?
@@israfil..hossain🤣🤣🤣 গায়ে লাগছে এবার🤣।সালাম দিয়ে আরবি উর্দুতে রেকর্ড করা হয়েছে।কারণ সালাম আরবি শব্দ।বাংলায় অভিন্দন হিসেবে নমস্কার ব্যবহার করা হয় এজন্য বাংলা ভাষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে।
ভাষায় কিছু বলার নেই ।শুধু একটা কথা বলার আছে ।সেটা হলো ,আমার দেখা সেরা বিজ্ঞান চ্যানেল হল এটি ।চালিয়ে যাও জুম্মন ভাই।🥰🥰😍
❤️
❤
লিংক ডেসক্রিপশন বক্সে। যখন ভয়েজার মিশন লাইভ দেখি। তখন একটু চিন্তা করলে আমার হুশ জ্ঞান কিচ্ছু থাকেনা। আসলে এটা কত বড় একটা মিশন। যা এই পৃথিবীতে কখন হবে নাকি তার কোনো নিশ্চিত নেই। আলহামদুলিল্লাহ
অসাধারণ উপস্থাপন। মনেই হচ্ছেনা বাংলাদেশে কেউ এতো সুন্দর করে উপস্থাপন করছে। শুধু একটি জায়গায় বোঝা যায় তা হলো বাংলা ভাষাটা শুনে। অথচো ভিডিওটা হুট করে আসলো চোখের সামনে
প্রথম দর্শক হিসেবে খুবই আনন্দ পেলাম। আপনার এই চ্যানেলটি আমার অত্যন্ত প্রিয়।জুম্মান আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
❤️
অসাধারণ উপস্থাপনা। বাংলা ভাষাভাষীর জন্য বর্তমানে এরকম একটা চ্যনেল খুবি জরুরী ছিলো। কৃতজ্ঞতা ও ভালোবাসা জুম্মান ভাইয়ের প্রতি। 💚
বাকরুদ্ধ হয়েছি এবং অবাক হয়ে আপনার থিওরিটিক্যাল ভিডিওটি মনভরে উপভোগ করেছি স্যার। ❤
ওনেক এর ভিডিও দেখছি কিন্তু আপনার মতো এতো সুন্দর ও অ্যকুরেটলি কেউ উপস্থাপন করতে পারেনি❣️
❤️
biggan pic channel এর সাথে পরিচিত হয়ে সৌভাগ্যবান মনে করছি!
আমার দেখা যতগুলো বাংলা চ্যানেলে ভয়েজার নিয়ে ভিডিও বানানো হয়েছে তার মধ্যে এই ভিডিও টি সবচেয়ে , সাবলীল উপস্থাপনা ও সবচেয়ে তথ্যবহুল ও সবচেয়ে সহজ, সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আশা করি ভয়েজার নিয়ে নিকট ভবিষ্যতে আরো ভিডিও পাবো।
ভাই আপনি এত তথ্য কোথায় পান? আপনার ভিডিও যত দেখি ততই অবাক হই। বিজ্ঞানকে এত সুন্দর ও স্পষ্টভাবে বুঝানোর মতো মানুষের বড়ই অভাব।
ওনি ফিজিক্সের ওপর অনার্স, মাস্টার্স করেছেন। ফিজিক্সে শিক্ষকতাও করেন মেবি। তো এইটাই তো ওনার বিষয়!
@@OwaisAlQarni99ভাই এত্ত এত্ত ইনফরমেশন আর কেউ ই বাংলায় ভালো দিতে পারে না । তাই সবার ভালো লাগার চ্যানেল এটা...
চেষ্টা করেন আপনি ও পারবেন।Wikipedia,UA-cam,nasa web site ইত্যাদি ইত্যাদি।
তবে ভাই যে ইনফরমেশন গুলো দেন তা ১০০% সত্য আমি অনেক কিছু মিলিয়ে দেখেছি।
@@OwaisAlQarni99রাইট ভাই ফিজিক্স এর ছাত্র।
পছন্দের বিষয়ে আলোচনা ❤ এক নিমিষেই বুঝে নিলাম। ধন্যবাদ স্যার, ভালো থাকুন 👍👍
❤️
গুল্ডেন রেকর্ডারের বিস্তারিত তথ্য ও বাইনারি ভাষা দেখে অভাক হলাম।!🙂
মানুষের মাথা সত্যিই খুব কমপ্লেক্স।😮
নাসার বিজ্ঞানীরা মনে হয় ব্রেইনের ক্যাপাসিটির ৫০-৬০% ই ব্যবহার করে চিন্তা করার সময়। এরা নিজেই একেকটা কম্পিউটার।
13:55 নমস্কার কেনো বালা হলো?
বাঙালী মানে আসলে কি?
@@israfil..hossaintora hala murkho abal
@@israfil..hossain আসলে বিদেশীরা বাংলা ভাষা বলতে ইন্ডিয়ান বাংলা ভাষাকে বুঝে থাকে। তার জন্যই এখানে নমস্কার বলা হয়েছে।
@@Nayem4060😂😂😂
না যেনে আন্দাজে বলেন কেন?
১৯৭৭ সালে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার পরিচিতি বেশি ছিলো তাছাড়া ইন্ডিয়ার মাধ্যমে একসাথে হিন্দি বাংলা উর্দু সব ভাষাতেই ডাবিং করা যায় ,এখনো অনেক চেনেলের বাংলা ডাবিং ইন্ডিয়াতেই হয় এই কারনেই
আমরা কতই না ক্ষুদ্র কিন্তু অসীমকে জয় করার কি তীব্র ইচ্ছা মানব সভ্যতার। অসাধারণ! এত সুন্দরভাবে সবকিছু ভেঙে ভেঙে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার গ্রাভিটি দিয়ে স্পিড বাড়ানোটা intersteller movie তে দেখানো হইসিলো তখন বুঝি নাই কিভাবে gargantua gravity use করে orbit থেকে বের হওয়া সম্ভব. এখন ভাই বুঝলাম আপনার expalanation থেকে۔ ধন্যবাদ এরকম ভিডিও আরো বেশি করে বানাবেন۔
3:29 মজার ব্যাপার, ভয়েজার-২ কে ভয়েজার-১ এর পূর্বে লঞ্চ করা হয়েছিলো!
কিন্তু আবার ভয়েজার-১ এর গতি বেশি হওয়ার কারণে সেটি ভয়েজার-২ কে পিছনে ফেলে দিয়েছে। দারুণ!!!
13:55 নমস্কার কেনো বালা হলো?
বাঙালী মানে আসলে কি?
@@israfil..hossainতৎকালীন কলকাতাভিত্তিক হিন্দুদের রিপ্রেজেন্ট করছে 😅
@@israfil..hossainতখন Bangladesh মাত্র স্বাধীন হয়েছে।
আমি এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেখেছি৷ কিন্ত এই ভিডিওটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তা'লা মানুষকে এতটা জ্ঞান দান করেছেন৷ তাহলে তিনি নিজে কতটা জ্ঞানী, তিনি কতটা প্রজ্ঞাবান বা কল্পনাও করতে পারছি না৷
অসংখ্য ধন্যবাদ জুম্মন ভাইকে৷
অনেক সুন্দর করে কঠিন একটি বিষয় সহজ করে বোঝানোর ক্ষমতা আপনার আছে। শুভ কামনা রইলো। ❤
ভয়েজার নিয়ে এর আগে অনেক ভিডিও দেখছি এবং বই পড়েছি তার মধ্যে আজকের আপনার টা বেস্ট অব দ্যা বেস্ট। 🤎
ভিডিওর শেষটাতে খুব ইমোশনাল হয়ে গেলাম😢
মানুষ কি না পারে!
তবুও কেন নিজ গ্রহে যুদ্ধ থামাতে পারেনা😭😭😭😭
❤️
same
পারছে না এটা সঠিক না। বলতে পারেন যুদ্ধ থামাতে চাচ্ছে না।
ধর্মের দ্রহ এবং ধর্মান্ধতা এর মূল কারণ!
@@Ultimate_Football_U right yo
ঞ্জ্যান ভিত্তিক আলোচনা। শুনে ও দেখে ভালো লাগল। চ্যানেলটিকে ধন্যবাদ জানাই এবং আরো ঞ্জ্যান ভিত্তিক ও তথ্য নির্ভর ভিডিও প্রচার করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করছি।
এটা শুধুমাত্র একটি ভিডিও নয় ইমোশন❤❤❤
❤️
ভাই আপনার মত টিচার পেলে জিবনে কোন দিন গণিতে ফেল করতাম না
😂আবাল নাকি তুমি?
ভিডিও টা দেখতে দেখতে কখন যে মহাজাগতিক পরিমন্ডলে হারিয়ে গিয়েছিলাম তা বুঝতেই পারিনি। সত্যি, বিজ্ঞান আমাদের জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর সৃষ্টি জগত অসীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
13:55 নমস্কার কেনো বালা হলো?
বাঙালী মানে আসলে কি?
@@israfil..hossainkhanki Sele tora Muslim ra to bohiragoto
এই ভিডিও টা আমি 5 বার দেখলাম, জানিনা আর কতবার দেখবো, best wishes from India !!
শেষের দিকে ইমোশনাল হয়ে গিয়েছিলাম।
টেইক লাভ জুম্মন ভাই👑
ভয়েজার বিষয়ে অনেক কিছু জানতাম,তবে আপনি অনেক কিছু জানালেন।ধন্যবাদ।।
প্রিয় জুম্মন ভাই মহান সৃষ্টিকর্তার মহা জাগতিক সৃষ্টির সমন্ধে এতো সুন্দর করে উপস্থপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি ভয়েজার সম্পর্কে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু কোন ভিডিওতে এত নিখুত বিষয় এবং ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়নি। আজকে আমার প্রিয় ইউটিউব চ্যানেল BigganPiC থেকে সেটা জানতে পারলাম।
এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগন্য। আল্লাহর সৃষ্টি কত বিশাল। খুবই আগ্রহ নিয়ে দেখলাম ভিডিওটি ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর করে উউপস্থাপন করার জন্য
13:55 নমস্কার কেনো বালা হলো?
বাঙালী মানে আসলে কি?
এ মহাবিশ্ব সৃষ্টি করেছে বুঙ্গাভুঙ্গা কোন আল্লাহ নয়😂😂😂😁😁
আর কোন ভিডিও দেখে এতোটা বিস্তারিত জানতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে।
ভাই আপনি সব কিছু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। অনেক কিছু জানতে পারি আপনার ভিডিও দেখে। ধন্যবাদ ভাই আপনাকে।❤❤❤❤❤
❤️
খুবই অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ স্যার ❤
মানুষ কতটা জ্ঞানী তা এই ভিডিও দেখে উপলব্ধি করতে পারলাম।না জানি আমার আল্লাহ কত জ্ঞানী যিনি এই সমস্ত বিশ্ব পরিচালনা করেন।
really, director of the universe? 😹
হ্যাঁ ভাই এগুলো সব সৌদির বিজ্ঞানী😂
আপনার কনটেন্ট এতোই ভালো লাগে যে শেষ থেকে শুধু সব কনটেন্টই দেখা শেষ এখন শুধু নতুন কনটেন্টের অপেক্ষায় থাকি। নোটিফিকেশন আসলে আনন্দ লাগে।
ভয়েজার নিয়ে কৌতুহলের শেষ নেই।
বিজ্ঞানের এরকম চুলচেরা বিশ্লেষণ করার একমাত্র বাংলা ভাষার চ্যানেল মনে হয় এটাই আছে । মানবিকের ছাত্র হয়েও বিজ্ঞান এত ভাল লাগার পিছনে আপনার অবদান সব সবচেয়ে বেশি । ধন্যবাদ ভাই আপনাকে ।
বিএসসি এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী কিভাবে মানবিক হয়
ভয়েজার নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার এই ভিডিওতে অনেক বিস্তারিত জানলাম। 👌
Lost my words....
It's priceless video.... Love from India❤
❤️
এমন একটা চ্যানেল অথচ এখনো মিলিয়ন ছুতে পারেনি, আফসুস
এরকম একটা ভিডিও চাচ্ছিলাম....ধন্যবাদ স্যার দোয়া আর শুভকামনা রইলো❤
❤️
মাথায় ধরছে না, আল্লাহ মহান।
ধন্যবাদ জুম্মন ভাই বিজ্ঞান কে এত সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤
সত্যিই ভাই অসাধারণ ব্যাখ্যা করেছেন, এর আগে এতো সুন্দর Explanation দেখিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন জ্ঞানী শিক্ষার্থী ❤ আপনি ভাই
ভিডিও টা কয়েকবার দেখেছি। এতো অসাধারণ ভাবে কেউ বোঝাতে পারবে না স্যার। আপনার ভিডিও দেখলে আবার সাইন্স নিয়ে পড়তে ইচ্ছে করে।
অসাধারণ, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক। খুব সুন্দর করে প্রত্যেকটি বিষয় বুঝয়ে বলেন
❤️
খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আপনি ❤️👌👌
গোল্ডেন রেকর্ড বাজানোর পদ্ধতি উদ্ধারের যে পদ্ধতির বর্ণনা দিলেন, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না কেউ সেটা বাজাতে পারবে!!
😢 amr o erkm mne hy
আমাদের পৃথিবীর কেউ যদি এমন একটা সোনার প্লেট পায়।বিশেষকরে বাংলাদেশে,তাহলে সে সেটা ভাংগারির দোকানে বিক্রি করে দিবে
ভয়েজার, চাঁদ সমাচার,জুপিটার এই তিনটি ভিডিও আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমি আপনার এই তিনটি ভিডিও বারবার দেখি খুব ভালো লাগে।এমনকি আপনার প্রতিটা ভিডিও দেখি।আর আশায় থাকি কখন আপনার নতুন ভিডিও আসবে।আরও চাই এইরকম মহাকাশ নিয়ে ভিডিও।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। অনেক নতুন কিছু শিখতে পারলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, যত দেখেছি ততই শুধু অবাক হয়েছি আল্লাহর সৃষ্টির উপর
মাশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ❤
সৃষ্টিকর্তা এই অতি ক্ষুদ্র মানুষের ভিতরে কত জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ভাবতেই অবাক লাগে❤
tar poreu Manus God er chinta kore time waste korche 😢
@@inertia-w3gনা হইতে পারলি ধার্মিক, না পারলি বিজ্ঞানী হইতে। পারবি শুধু ছেড়া বিছানায় বইসা বালছাল কমেন্ট করতে! থু খা অধম!
মানুষ সৃষ্টির সেরা জীব
তা মানতেই হবে।
আমি ভাবছি অন্য জীব কিভাবে ভয়জার এর ভাষা বুজবে নাকি তারা সর্গ থেকে আসা বস্ত মনে করে পুযা করবে 😂 যেটা আদিম মানুষ করতো
অনেক কাঙ্খিত ভিডিও। আমার জন্য এটি অনেক দামী। ❤
❤️
4:53 এটা 2012 সাল হওয়ার কথা, বোধহয় slip of tongue হয়ে গেছে।
জি ঠিক বলেছেন, 2012 হবে
@@BigganPiC . 🤗
❤️ from Diamond Harbour, West Bengal
জুম্মন ভাই, আপনি এক কথায় অসাধারণ... আপনি বিজ্ঞান নিয়ে লেখার কাজটা শুরু করুন। কিছু বই লিখুন। আমাদের দেশে এই মুহূর্তে এটা অসম্ভব প্রয়োজনীয়...
Jomman ভাই, আমি পূর্ব বর্ধমান, পশ্চিম বাংলা থেকে বলছি। আমার প্রশ্নের উপর একটি ভিডিও বানাবেন প্লিজ। প্রশ্ন টা হলো এইযে ভইজার ১,২ সহ আরো অনেক কিছু পৃথিবীর কক্ষের বাইরে পাঠাচ্ছে বিজ্ঞানীরা, নানান পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং এর জন্য পৃথিবীর ভরের কোনো পার্থক্য হয় কি না ওই সব ভর যুক্ত অবজেক্ট পৃথিবীর কক্ষের বাইরে যাওয়ার কারণে? এবং পার্থক্য হলে পৃথিবীতে এর প্রতিক্রিয়া কি হবে?
পৃথিবীর ভরের তুলনায় এটা অতি নগন্য। তেমন প্রভাব পরে না।
Prithibir hisabe oi sob bostor chor kisui na
Good question ❓
ভাইয়া আপনার ভিডিও গুলা অন্য সব থেকে আলাদা। এক কথাই অসাধারণ।
❤️
I have learnt many things by watching videos of your channel. Thanks! As a Bangladeshi, we have not got this kind of facilities of learning. 😊😊😊
ক্লাস 10 এ থাকতে একটা বই আমার প্রিয় বিজ্ঞান স্যার এনে দিয়েছিলো। 17 দিন পড়ে শেষ করতে হয়েছে সেখানে ভয়েজার এর কিছু অসাধারণ তথ্যও পেয়েছিলাম
এই ধরনের কন্টেন্ট আমরা সবসময় চাই।❤❤❤❤❤❤❤❤
❤️
সতি বলতে ভয়েজার নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু জুম্মান ভাই এর এই ভিডিওতে নিখুঁতভাবে বুঝাতে পেরেছেন ধন্যবাদ ভাই
আল্লাহর শুরু আর শেষ নাই , যখন নবমণ্ডলে কিছুই ছিল না তখন শুধু এক আল্লাহ ছিল, আল্লাহ সবকিছু সৃষ্টি করার পর, সময় আর শুরু শেষের সৃষ্টি হয়, আল্লাহ সর্বশক্তিমান ও দয়ালু ☝️
kothar theke porasona korechen ? madrasa 😅
বিজ্ঞানে কি হাদীস মানে 😂
@@NOOR14052 absolutely fu*king not
Yes
Na manleo. Jane
আল্লাহু আকবর আল্লাহ মহান সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে কতো বিবেক দিছেন, সুন্দর একটা ভিডিও দিছেন শুভকামনা রইলো
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ❤😊
❤️
বাহ বাহ। আমি চমৎকৃত। আপনি সেরা ইউটিউবার। আর গণিত এত কিছু পারে!!!
I will miss voyagers 🙃
সত্যি ভাই, সব সময় অপেক্ষায় থাকি কখন জুম্মান ভাইয়া আমাদের কৌতুহল ও প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করবেন।
Very good content & n8cely described. যদি "South Atlantic anomaly" বিষয়টি কোন ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার সময় হয় আপনার, তাহলে খুব ভালো লাগবে। Thank you in advance
এতো সুন্দর ভাবে বোঝালেন ভাষা হারিয়ে ফেলেছি। অনেক কিছু জানতে পারলাম না
জুম্মান ভাই, আপনি নাসাতে চাকরি পাওয়ার যোগ্য 🧡
Ho vai amnere koise😂😂😂
😂😂😂
Rights
Awesome
অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ।
অসাধারণ! খুব সুন্দর করে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ ❤❤❤ ভালোবাসা অবিরাম, চালিয়ে যান।
Voyager নামটা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে , যে দিন মানুষ থাকবে না সেদিনও এই voyager দুটি মানুষের অস্তিত্বের সাক্ষী হয়ে থাকবে ।
এটা ভুল যেদিন মানুষ থাকবে না সেই দিন টা হবে কিয়ামত এর দিন। আর কিয়ামত হলে পুরা মহা বিশ্বে মহা শূন্যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না শুধু আল্লাহ ছাড়া সেই দিন আর কোনো কিছু থাকবে না। আর তখন এত সব প্রযুক্তি স্যাটেলাইট ভয়েজার কিছুই থাকবে না।
ভাই যেদিন মানুষ থাকবে না সে দিন দুনিয়া ও থাকবে না । সবকিছুই একদিন ধংস হবে আল্লাহর হুকুমে।
কিভাবে? এটি যদি অন্য গ্রহ বা কোন কিছুর সাথে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়, তখন তো আমরা জানতে ও পারবনা যে এটি আছে নাকি ধ্বংস হয়ে গেছে।
আশা করি উত্তর দিবেন।
Same bro Amaro 😢❤
অনেক কিছুই বুঝিনা।কতোকিছুই কল্পনার বাইরে। কিন্তু বিজ্ঞানের এইসব তত্ত্ব সর্বদাই আগ্রহের চূড়ায়। মহাবিশ্বের সব ক্যালকুলেশনে আমরা বিন্দুর থেকে ক্ষুদ্র। বেস্ট ডকুমেন্টারি /বিজ্ঞান বিশ্লেষক চ্যানেল।❤শুভকামনা।
আমি চিন্তা করছি যে ১৯৭৭ সালের তৈরী স্যাটেলাইট এটা, তাহলে সেই সময়ে পৃথিবী এতটা এগিয়ে ছিল প্রযুক্তিতে!
না, voyeger কে নিয়ন্ত্রণকারী কম্পিউটার সময়ে সময়ে পৃথিবী থেকে upgrade করা হয়েছে। ফলে তারা আরও নিখুঁত, আরও বেশি তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে।আর আমরা এখন যে কম্পিউটার ব্যবহার করি তার তুলনায় 1977 এর কম্পিউটার ছিল প্রয় একটা খেলনা🙂।
যাই হোক বর্তমান প্রজন্ম যেভাবে TikTok, funny video তে আসক্ত তা ভাবতেই অবাক লাগে
ভাই আপনি যে এত সুন্দর করে বলেন।
আপনি কিভাবে বোঝেন এত জটিল বিষয়!
আমি আপনার ভিডিও দেখি আমি অবাক হয়ে যায় আমার মাথা ঘোরায়।
সবকিছু আমার কাছে রহস্য লাগে।
ধন্যবাদ ভাই
বিজ্ঞানীদের কি হিসাব! কি নিখুঁত ছক! কি মহাপরিকল্পনা!
অসাধারণ অসাধারণ তথ্য দিলেন ভাই,,,,এক অজানা দুনিয়ায় হারিয়ে যাই আপনার ভিডিও দেখে।
এত ভালো মানের বাংলাদেশী ইউটিউবার দেখে খুবি ভালো লাগলো
এই ভিডিও টির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম 🥺🥺🥺🤩🤩🤩🤩😍😍😍😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️
Excellent analytical and informative video vaia...After destruction of voyager...is it a media to search alien outside the earth..???Your analysis and explanation is unique and magnificent...Thanks a trillions for your useful, informative and interesting video Vaia.....❤😊
❤️
❤❤❤
সুবহানআল্লাহ আল্লাহু আকবার। অনেক দামি ভিডিও ভাইয়া অসংখ্য ধন্যবাদ
আমরা এলিয়েনরা প্রক্সিমা সেন্টরি ইউ নক্ষত্রের গ্রহে বসবাস করি ৷যেটা সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র ৷এখানে আসতেই নাকি ভয়েজার ওয়ান এর 80-90 হাজার বছর সময় লাগবে ৷সত্যি দাদা আমাদের এলিয়েনদের তুলনায় আপনাদের ভয়েজার-ওয়ান প্রযুক্তি একেবারেই গরুর গাড়ি😀😀😀
খুবই সাবলিল ভাষায় প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ। যদিও অনেক বছর আগেই ইংরেজি ডকুমেন্ট্যরি থেকে এসব দেখা, কিন্ত আপনার উপস্থাপনাও খুবই মানসম্পন্ন।
আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, ভয়েজার থেকে আলোর গতিতে সিগন্যাল আসতেও 21 ঘন্টা সময় লাগে। সত্যিই কি এটা বাস্তব??? মানুষের তৈরি কোন যান কি সত্যিই এত দূর থেকেও সিগন্যাল পাঠাতে পারে🤔🤔🤔🤔। নাকি সবই নাসা নামক প্রতিষ্ঠানের চালাকি।
hmm
Eisob prosno na koira apni sob dharoner modern scientific technology use kora bondho koira Jungle e bosobas koren.
নাসা প্রমান ছাড়া কোন কিছু প্রকাশ করে না।
অসাধারন প্রাঞ্জল ভাষা যা সবাই সহজে বুঝতে পারে। ধন্যবাদ ভাইয়া।❤❤❤❤
❤️
সিগনাল যেহেতু আলোর বেগে যেত সেহেতু এই নরমাল সূত্র ব্যাবহার করে ভয়েজারের সঠিক বেগ বের করা সম্ভব নাহ। এখানে টাইম ড্যালিয়েশনের একটা বিষয় চলে আসবে।আশা করি এই বিষয়টা নিয়ে আপনার মতামত দিবেন।
টাইম ডায়ালেশন বস্তু বাঃ কণার হয়, ওয়েভের না।
আপনার ভিডিয়োগুলো খেতে বসে দেখলেও খাওয়া থামিয়ে দেখতে হয়!
অসাধারণ উপস্থাপনা আর বৈজ্ঞানিক বিশ্লেষণ। ❤️❤️
আমি মনে করি, বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেল এটি। দোয়া ও শুভ কামনা জুম্মান ভাই।❤️
কি বলবো এক কথায় অসাধরন এমন জ্যান ভিক্তিক ভিডিও এর সাথে আপনার উপস্থাপনা অতান্ত প্রসংশনীয় ধন্যবাদ,
১বার দেখেছি গতকাল রাতে আজ সকালে আবারও দেখলাম, ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুজিয়ে বললেন
অসাধারণ একটা ভিডিও দেখলাম, কমেন্ট না করে থাকতে পারলাম না, you টিউব এর মাধ্যমে আমার দেখা অন্যতম সেরা video. আপনাকে আমার অসীম শ্রদ্ধা. এগিয়ে চলুন, জয় হোক বিজ্ঞানের.
বাংলাভাষাতে এতো সুন্দর চ্যানেল আছে জানা ছিল না লাভ ইউ ভাই
এতদিন দিন ধরে আপনি ভয়জার নিয়ে কবে ভিডিও বানাবেন তার অপেক্ষায় ছিলাম।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিস্তারিত বোঝানোর জন্য।
আপনি কি ভাবে এত সহজে এত কঠিন জিনিস গুছিয়ে বলেন আমি অবাক হয়ে যাই। ধন্যবাদ আপনাকে।
পশ্চিমবঙ্গ থেকে লিখছি।অসাধারণ ভাই। অনেক বিষয় জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনা্য ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি খুব ভালো লাগে❤😊😊 অন্য কারোর ভিডিও এত ভালো লাগে না 😊😊
❤️