ভয়েজার এবং এর গোল্ডেন রেকর্ড Voyager 1, 2 and Golden record explained in Bangla Ep 110

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 1 тис.

  • @BigganPiC
    @BigganPiC  Рік тому +324

    ভুল সংশোধনঃ 4:54 মিনিটে 2012 সাল হবে এবং 19:40 মিনিটে "pale blue dot" ছবিটি তুলেছিল Voyager 1

    • @faysalahmmed2997
      @faysalahmmed2997 Рік тому +15

      ভয়েজার কোথায় আছে লাইভ জানবো কিভাবে?

    • @BigganPiC
      @BigganPiC  Рік тому +24

      ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে

    • @faysalahmmed2997
      @faysalahmmed2997 Рік тому +4

      খুঁজে পাচ্ছি না ,,,একটু দিয়ে সাহায্য করেন

    • @hasinurislam6449
      @hasinurislam6449 Рік тому +8

      এটাই তো ভাবছি। ১৯৭৭ সালে লঞ্চ হলে ১৯১২ সাল কেনো হবে।

    • @snrahul8633
      @snrahul8633 Рік тому +4

      পার্কার সোলার নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া?

  • @amanullah6616
    @amanullah6616 Рік тому +10

    গোল্ডেন রেকর্ডের বিষয়টা মাথা নষ্ট করার মতো। মানুষ কতইনা বুদ্ধিমান ভেবেই অবাক হই!
    খুবই আশ্চর্য হলাম সাথে কিছুটা ভয় কাজ করছিল!
    এতো বিশাল বিশাল কাজ মানুষ কতো সহযেই করে ফেলে কিন্তু পৃথিবীতে সবাই সুন্দর ভাবে বসবাস করতে পারিনা 😟

  • @ariful_alam
    @ariful_alam Рік тому +28

    প্রথম যেদিন বিজ্ঞানের কিছু তথ্য এই চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। তখন থেকে মনে হয়েছিল এই চ্যানেলটি একদিন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। যেভাবে জুম্মান ভাই বিজ্ঞান এবং মহাকাশের খুঁটিনাটি তার চ্যানেলের মাধ্যমে সবার মাঝে সহজ ভাবে ফুটিয়ে তুলতেছে। ইনশাআল্লাহ একদিন বিশ্বের কাছে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিত লাভ করবে। এই ভিডিওটি সত্যিই অসাধারণ ছিল।

  • @salmanahmed7210
    @salmanahmed7210 Рік тому +141

    Animated সহ এই চ্যানেল থেকে বিজ্ঞান সম্পর্কে যতটুকু জেনেছি বা বুঝেছি বই পড়ে এর অর্ধেক ও বুঝিনি, ধন্যবাদ জুম্মন ভাই বিজ্ঞান কে এত সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤

    • @BigganPiC
      @BigganPiC  Рік тому +7

      ❤️

    • @souranchakraborty
      @souranchakraborty Рік тому

      Boi ta holo voygar e thaka oii golden record er moto jeta bujhte matha khatiye decode korte hoi & jumman seta korei etoh sundor video bana66e tai boi er thekeo sohoj e j keo onek besi bujhte parbe...

    • @mdrajibkhan2684
      @mdrajibkhan2684 Рік тому +4

      ​@@BigganPiC কোন কোন তারায় বা কোন কোন নক্ষত্রে আলোর গতিতে গেলে সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এই ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও বানান ভাই ।

    • @israfil..hossain
      @israfil..hossain Рік тому +3

      13:55 নমস্কার কেনো বালা হলো?
      বাঙালী মানে আসলে কি?

    • @shrutiroy1415
      @shrutiroy1415 11 місяців тому

      ​@@israfil..hossain🤣🤣🤣 গায়ে লাগছে এবার🤣।সালাম দিয়ে আরবি উর্দুতে রেকর্ড করা হয়েছে।কারণ সালাম আরবি শব্দ।বাংলায় অভিন্দন হিসেবে নমস্কার ব্যবহার করা হয় এজন্য বাংলা ভাষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে।

  • @romanllb434
    @romanllb434 Рік тому +203

    ভিডিওর শেষটাতে খুব ইমোশনাল হয়ে গেলাম😢
    মানুষ কি না পারে!
    তবুও কেন নিজ গ্রহে যুদ্ধ থামাতে পারেনা😭😭😭😭

    • @BigganPiC
      @BigganPiC  Рік тому +11

      ❤️

    • @shisushikkha5955
      @shisushikkha5955 Рік тому +1

      same

    • @kushikur007
      @kushikur007 Рік тому +13

      পারছে না এটা সঠিক না। বলতে পারেন যুদ্ধ থামাতে চাচ্ছে না।

    • @Ultimate_Football_U
      @Ultimate_Football_U Рік тому +9

      ধর্মের দ্রহ এবং ধর্মান্ধতা এর মূল কারণ!

    • @mdabdulnaeem5317
      @mdabdulnaeem5317 Рік тому

      ​@@Ultimate_Football_U right yo

  • @mohammadsabujmiah1028
    @mohammadsabujmiah1028 Рік тому +78

    গুল্ডেন রেকর্ডারের বিস্তারিত তথ্য ও বাইনারি ভাষা দেখে অভাক হলাম।!🙂
    মানুষের মাথা সত্যিই খুব কমপ্লেক্স।😮

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому +1

      নাসার বিজ্ঞানীরা মনে হয় ব্রেইনের ক্যাপাসিটির ৫০-৬০% ই ব্যবহার করে চিন্তা করার সময়। এরা নিজেই একেকটা কম্পিউটার।

    • @israfil..hossain
      @israfil..hossain Рік тому +1

      13:55 নমস্কার কেনো বালা হলো?
      বাঙালী মানে আসলে কি?

    • @juyelbiswas3912
      @juyelbiswas3912 Рік тому

      ​@@israfil..hossaintora hala murkho abal

    • @naimislam4609
      @naimislam4609 Рік тому +1

      ​@@israfil..hossain আসলে বিদেশীরা বাংলা ভাষা বলতে ইন্ডিয়ান বাংলা ভাষাকে বুঝে থাকে। তার জন্যই এখানে নমস্কার বলা হয়েছে।

    • @ZLAN9
      @ZLAN9 5 місяців тому

      @@naimislam4609😂😂😂
      না যেনে আন্দাজে বলেন কেন?
      ১৯৭৭ সালে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার পরিচিতি বেশি ছিলো তাছাড়া ইন্ডিয়ার মাধ্যমে একসাথে হিন্দি বাংলা উর্দু সব ভাষাতেই ডাবিং করা যায় ,এখনো অনেক চেনেলের বাংলা ডাবিং ইন্ডিয়াতেই হয় এই কারনেই

  • @MdShahin-gh5mg
    @MdShahin-gh5mg Рік тому +57

    ভাষায় কিছু বলার নেই ।শুধু একটা কথা বলার আছে ।সেটা হলো ,আমার দেখা সেরা বিজ্ঞান চ্যানেল হল এটি ।চালিয়ে যাও জুম্মন ভাই।🥰🥰😍

  • @md.abduljabbarkhan548
    @md.abduljabbarkhan548 11 місяців тому +7

    যে জ্ঞান দ্বারা পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করা হলো, এটা ভেবে আমি বিস্মিত। এ জ্ঞান অর্জন করা তো সহজ ব্যপার নয়। বাবু, তোমাকে অসংখ্য ভালবাসা এবং অভিনন্দন।

  • @SougataKundu
    @SougataKundu Рік тому +41

    প্রথম দর্শক হিসেবে খুবই আনন্দ পেলাম। আপনার এই চ্যানেলটি আমার অত্যন্ত প্রিয়।জুম্মান আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

  • @subratasir
    @subratasir Рік тому +19

    আমরা কতই না ক্ষুদ্র কিন্তু অসীমকে জয় করার কি তীব্র ইচ্ছা মানব সভ্যতার। অসাধারণ! এত সুন্দরভাবে সবকিছু ভেঙে ভেঙে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ

  • @fazlerabbi9200
    @fazlerabbi9200 Рік тому +24

    3:29 মজার ব্যাপার, ভয়েজার-২ কে ভয়েজার-১ এর পূর্বে লঞ্চ করা হয়েছিলো!
    কিন্তু আবার ভয়েজার-১ এর গতি বেশি হওয়ার কারণে সেটি ভয়েজার-২ কে পিছনে ফেলে দিয়েছে। দারুণ!!!

    • @israfil..hossain
      @israfil..hossain Рік тому +1

      13:55 নমস্কার কেনো বালা হলো?
      বাঙালী মানে আসলে কি?

    • @mitaliparvin308
      @mitaliparvin308 5 місяців тому

      ​@@israfil..hossainতৎকালীন কলকাতাভিত্তিক হিন্দুদের রিপ্রেজেন্ট করছে 😅

    • @PhoenixGamerBD
      @PhoenixGamerBD 5 місяців тому

      ​@@israfil..hossainতখন Bangladesh মাত্র স্বাধীন হয়েছে।

  • @nazmulhbijoy1528
    @nazmulhbijoy1528 Рік тому +39

    ভয়েজার নিয়ে কৌতুহলের শেষ নেই।

  • @pobithrodas2435
    @pobithrodas2435 11 місяців тому +6

    বাকরুদ্ধ হয়েছি এবং অবাক হয়ে আপনার থিওরিটিক্যাল ভিডিওটি মনভরে উপভোগ করেছি স্যার। ❤

  • @GTA-rw1zt
    @GTA-rw1zt Рік тому +6

    ওনেক এর ভিডিও দেখছি কিন্তু আপনার মতো এতো সুন্দর ও অ্যকুরেটলি কেউ উপস্থাপন করতে পারেনি❣️

  • @universalbd714
    @universalbd714 Рік тому +7

    ভাই আপনি এত তথ্য কোথায় পান? আপনার ভিডিও যত দেখি ততই অবাক হই। বিজ্ঞানকে এত সুন্দর ও স্পষ্টভাবে বুঝানোর মতো মানুষের বড়ই অভাব।

    • @OwaisAlQarni99
      @OwaisAlQarni99 Рік тому

      ওনি ফিজিক্সের ওপর অনার্স, মাস্টার্স করেছেন। ফিজিক্সে শিক্ষকতাও করেন মেবি। তো এইটাই তো ওনার বিষয়!

  • @romanha9071
    @romanha9071 Рік тому +19

    পছন্দের বিষয়ে আলোচনা ❤ এক নিমিষেই বুঝে নিলাম। ধন্যবাদ স্যার, ভালো থাকুন 👍👍

  • @sayedrahman8514
    @sayedrahman8514 Рік тому +30

    এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগন্য। আল্লাহর সৃষ্টি কত বিশাল। খুবই আগ্রহ নিয়ে দেখলাম ভিডিওটি ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর করে উউপস্থাপন করার জন্য

    • @israfil..hossain
      @israfil..hossain Рік тому

      13:55 নমস্কার কেনো বালা হলো?
      বাঙালী মানে আসলে কি?

    • @jahirrayhan6998
      @jahirrayhan6998 10 місяців тому

      এ মহাবিশ্ব সৃষ্টি করেছে বুঙ্গাভুঙ্গা কোন আল্লাহ নয়😂😂😂😁😁

  • @shahriarxavi
    @shahriarxavi Рік тому +27

    Voyager নামটা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে , যে দিন মানুষ থাকবে না সেদিনও এই voyager দুটি মানুষের অস্তিত্বের সাক্ষী হয়ে থাকবে ।

    • @fahimTahsin5721
      @fahimTahsin5721 Рік тому

      এটা ভুল যেদিন মানুষ থাকবে না সেই দিন টা হবে কিয়ামত এর দিন। আর কিয়ামত হলে পুরা মহা বিশ্বে মহা শূন্যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না শুধু আল্লাহ ছাড়া সেই দিন আর কোনো কিছু থাকবে না। আর তখন এত সব প্রযুক্তি স্যাটেলাইট ভয়েজার কিছুই থাকবে না।

    • @labibachem1147
      @labibachem1147 Рік тому

      ভাই যেদিন মানুষ থাকবে না সে দিন দুনিয়া ও থাকবে না । সবকিছুই একদিন ধংস হবে আল্লাহর হুকুমে।

    • @shamimaakter90
      @shamimaakter90 Рік тому +2

      কিভাবে? এটি যদি অন্য গ্রহ বা কোন কিছুর সাথে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়, তখন তো আমরা জানতে ও পারবনা যে এটি আছে নাকি ধ্বংস হয়ে গেছে।

    • @shamimaakter90
      @shamimaakter90 Рік тому

      আশা করি উত্তর দিবেন।

    • @AminulIslam-yi9tg
      @AminulIslam-yi9tg 10 місяців тому

      Same bro Amaro 😢❤

  • @mdabdurrahmanbijoy548
    @mdabdurrahmanbijoy548 Рік тому +14

    জুম্মান ভাই, আপনি নাসাতে চাকরি পাওয়ার যোগ্য 🧡

  • @kabanurrasel9083
    @kabanurrasel9083 11 місяців тому +4

    অসাধারণ উপস্থাপনা। বাংলা ভাষাভাষীর জন্য বর্তমানে এরকম একটা চ্যনেল খুবি জরুরী ছিলো। কৃতজ্ঞতা ও ভালোবাসা জুম্মান ভাইয়ের প্রতি। 💚

  • @mdrofikulislam236
    @mdrofikulislam236 Рік тому +14

    ভাই আপনার মত টিচার পেলে জিবনে কোন দিন গণিতে ফেল করতাম না

  • @shahinafridi22
    @shahinafridi22 Рік тому +11

    ভিডিও টা দেখতে দেখতে কখন যে মহাজাগতিক পরিমন্ডলে হারিয়ে গিয়েছিলাম তা বুঝতেই পারিনি। সত্যি, বিজ্ঞান আমাদের জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর সৃষ্টি জগত অসীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

    • @israfil..hossain
      @israfil..hossain Рік тому

      13:55 নমস্কার কেনো বালা হলো?
      বাঙালী মানে আসলে কি?

    • @juyelbiswas3912
      @juyelbiswas3912 Рік тому

      ​@@israfil..hossainkhanki Sele tora Muslim ra to bohiragoto

  • @Circle-ds3jf
    @Circle-ds3jf Рік тому +4

    আমার দেখা যতগুলো বাংলা চ্যানেলে ভয়েজার নিয়ে ভিডিও বানানো হয়েছে তার মধ্যে এই ভিডিও টি সবচেয়ে , সাবলীল উপস্থাপনা ও সবচেয়ে তথ্যবহুল ও সবচেয়ে সহজ, সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আশা করি ভয়েজার নিয়ে নিকট ভবিষ্যতে আরো ভিডিও পাবো।

  • @pulok5958
    @pulok5958 Рік тому +6

    আপনার গ্রাভিটি দিয়ে স্পিড বাড়ানোটা intersteller movie তে দেখানো হইসিলো তখন বুঝি নাই কিভাবে gargantua gravity use করে orbit থেকে বের হওয়া সম্ভব. এখন ভাই বুঝলাম আপনার expalanation থেকে۔ ধন্যবাদ এরকম ভিডিও আরো বেশি করে বানাবেন۔

  • @MasudMollaYT
    @MasudMollaYT Рік тому +19

    4:53 এটা 2012 সাল হওয়ার কথা, বোধহয় slip of tongue হয়ে গেছে।

    • @BigganPiC
      @BigganPiC  Рік тому +12

      জি ঠিক বলেছেন, 2012 হবে

    • @MasudMollaYT
      @MasudMollaYT Рік тому +4

      @@BigganPiC . 🤗
      ❤️ from Diamond Harbour, West Bengal

  • @alemran4730
    @alemran4730 Рік тому +3

    অসাধারণ উপস্থাপন। মনেই হচ্ছেনা বাংলাদেশে কেউ এতো সুন্দর করে উপস্থাপন করছে। শুধু একটি জায়গায় বোঝা যায় তা হলো বাংলা ভাষাটা শুনে। অথচো ভিডিওটা হুট করে আসলো চোখের সামনে

  • @ibrahimkhalil2961
    @ibrahimkhalil2961 10 місяців тому +3

    biggan pic channel এর সাথে পরিচিত হয়ে সৌভাগ্যবান মনে করছি!

  • @shishirsaidy183
    @shishirsaidy183 Рік тому +6

    অনেক সুন্দর করে কঠিন একটি বিষয় সহজ করে বোঝানোর ক্ষমতা আপনার আছে। শুভ কামনা রইলো। ❤

  • @ahs0123
    @ahs0123 Рік тому +8

    ভাই আপনি সব কিছু খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। অনেক কিছু জানতে পারি আপনার ভিডিও দেখে। ধন্যবাদ ভাই আপনাকে।❤❤❤❤❤

  • @alamin-lw4lo
    @alamin-lw4lo Рік тому +35

    মাশাল্লাহ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ❤
    সৃষ্টিকর্তা এই অতি ক্ষুদ্র মানুষের ভিতরে কত জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ভাবতেই অবাক লাগে❤

    • @inertia-w3g
      @inertia-w3g Рік тому +2

      tar poreu Manus God er chinta kore time waste korche 😢

    • @tahsinnaeem1610
      @tahsinnaeem1610 10 місяців тому

      ​​@@inertia-w3gনা হইতে পারলি ধার্মিক, না পারলি বিজ্ঞানী হইতে। পারবি শুধু ছেড়া বিছানায় বইসা বালছাল কমেন্ট করতে! থু খা অধম!

    • @PhoenixGamerBD
      @PhoenixGamerBD 5 місяців тому

      মানুষ সৃষ্টির সেরা জীব
      তা মানতেই হবে।
      আমি ভাবছি অন্য জীব কিভাবে ভয়জার এর ভাষা বুজবে নাকি তারা সর্গ থেকে আসা বস্ত মনে করে পুযা করবে 😂 যেটা আদিম মানুষ করতো

  • @n.msarker626
    @n.msarker626 Рік тому +2

    এত ভালো মানের বাংলাদেশী ইউটিউবার দেখে খুবি ভালো লাগলো

  • @mahbubalom6467
    @mahbubalom6467 4 місяці тому +2

    ঞ্জ্যান ভিত্তিক আলোচনা। শুনে ও দেখে ভালো লাগল। চ্যানেলটিকে ধন্যবাদ জানাই এবং আরো ঞ্জ্যান ভিত্তিক ও তথ্য নির্ভর ভিডিও প্রচার করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করছি।

  • @sk.chuton7880
    @sk.chuton7880 Рік тому +2

    ভয়েজার নিয়ে এর আগে অনেক ভিডিও দেখছি এবং বই পড়েছি তার মধ্যে আজকের আপনার টা বেস্ট অব দ্যা বেস্ট। 🤎

  • @alorvubon6369
    @alorvubon6369 Рік тому +7

    এটা শুধুমাত্র একটি ভিডিও নয় ইমোশন❤❤❤

  • @user-om5zd3bg5m
    @user-om5zd3bg5m 11 місяців тому +2

    প্রিয় জুম্মন ভাই মহান সৃষ্টিকর্তার মহা জাগতিক সৃষ্টির সমন্ধে এতো সুন্দর করে উপস্থপনের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @Nazrul-health
    @Nazrul-health Рік тому +3

    গোল্ডেন রেকর্ড বাজানোর পদ্ধতি উদ্ধারের যে পদ্ধতির বর্ণনা দিলেন, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না কেউ সেটা বাজাতে পারবে!!

  • @sagormahmud1635
    @sagormahmud1635 Рік тому +2

    বিজ্ঞানের এরকম চুলচেরা বিশ্লেষণ করার একমাত্র বাংলা ভাষার চ্যানেল মনে হয় এটাই আছে । মানবিকের ছাত্র হয়েও বিজ্ঞান এত ভাল লাগার পিছনে আপনার অবদান সব সবচেয়ে বেশি । ধন্যবাদ ভাই আপনাকে ।

    • @sotterbani194
      @sotterbani194 Рік тому +1

      বিএসসি এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী কিভাবে মানবিক হয়

  • @batistaroyal6334
    @batistaroyal6334 Рік тому +156

    আল্লাহর শুরু আর শেষ নাই , যখন নবমণ্ডলে কিছুই ছিল না তখন শুধু এক আল্লাহ ছিল, আল্লাহ সবকিছু সৃষ্টি করার পর, সময় আর শুরু শেষের সৃষ্টি হয়, আল্লাহ সর্বশক্তিমান ও দয়ালু ☝️

    • @inertia-w3g
      @inertia-w3g Рік тому +20

      kothar theke porasona korechen ? madrasa 😅

    • @NOOR14052
      @NOOR14052 Рік тому +13

      বিজ্ঞানে কি হাদীস মানে 😂

    • @inertia-w3g
      @inertia-w3g Рік тому +8

      @@NOOR14052 absolutely fu*king not

    • @mdasrafull4828
      @mdasrafull4828 9 місяців тому +1

      Yes

    • @mdasrafull4828
      @mdasrafull4828 9 місяців тому +3

      Na manleo. Jane

  • @sumanadhikari3560
    @sumanadhikari3560 10 місяців тому +2

    এই ভিডিও টা আমি 5 বার দেখলাম, জানিনা আর কতবার দেখবো, best wishes from India !!

  • @sifatahmed7775
    @sifatahmed7775 Рік тому +3

    শেষের দিকে ইমোশনাল হয়ে গিয়েছিলাম।
    টেইক লাভ জুম্মন ভাই👑

  • @etc8180
    @etc8180 Рік тому +6

    ধন্যবাদ জুম্মন ভাই বিজ্ঞান কে এত সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ❤

  • @arkapravapaul9128
    @arkapravapaul9128 Рік тому +8

    Lost my words....
    It's priceless video.... Love from India❤

  • @mdakbabu-cr4rl
    @mdakbabu-cr4rl 9 місяців тому +2

    ভয়েজার বিষয়ে অনেক কিছু জানতাম,তবে আপনি অনেক কিছু জানালেন।ধন্যবাদ।।

  • @farhannasib369
    @farhannasib369 Рік тому +2

    আমি ভয়েজার সম্পর্কে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু কোন ভিডিওতে এত নিখুত বিষয় এবং ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়নি। আজকে আমার প্রিয় ইউটিউব চ্যানেল BigganPiC থেকে সেটা জানতে পারলাম।

  • @emonebu5121
    @emonebu5121 11 місяців тому +6

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন জ্ঞানী শিক্ষার্থী ❤ আপনি ভাই

  • @aminavirex
    @aminavirex Рік тому +3

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ। অনেক নতুন কিছু শিখতে পারলাম।

  • @tarekmia3253
    @tarekmia3253 Рік тому +1

    আমি এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেখেছি৷ কিন্ত এই ভিডিওটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তা'লা মানুষকে এতটা জ্ঞান দান করেছেন৷ তাহলে তিনি নিজে কতটা জ্ঞানী, তিনি কতটা প্রজ্ঞাবান বা কল্পনাও করতে পারছি না৷
    অসংখ্য ধন্যবাদ জুম্মন ভাইকে৷

  • @arsmedia747
    @arsmedia747 Рік тому +2

    আর কোন ভিডিও দেখে এতোটা বিস্তারিত জানতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে।

  • @samirsk8289
    @samirsk8289 Рік тому +8

    Jomman ভাই, আমি পূর্ব বর্ধমান, পশ্চিম বাংলা থেকে বলছি। আমার প্রশ্নের উপর একটি ভিডিও বানাবেন প্লিজ। প্রশ্ন টা হলো এইযে ভইজার ১,২ সহ আরো অনেক কিছু পৃথিবীর কক্ষের বাইরে পাঠাচ্ছে বিজ্ঞানীরা, নানান পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং এর জন্য পৃথিবীর ভরের কোনো পার্থক্য হয় কি না ওই সব ভর যুক্ত অবজেক্ট পৃথিবীর কক্ষের বাইরে যাওয়ার কারণে? এবং পার্থক্য হলে পৃথিবীতে এর প্রতিক্রিয়া কি হবে?

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому

      পৃথিবীর ভরের তুলনায় এটা অতি নগন্য। তেমন প্রভাব পরে না।

    • @Raihan__4535
      @Raihan__4535 Рік тому

      Prithibir hisabe oi sob bostor chor kisui na

  • @mrkushalch
    @mrkushalch Рік тому +6

    Vayager যখন মানবসভ্যতার সাথে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে মহাজাগতিক অন্ধকারে হাঁরিয়ে যাবে আর চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার ৩০ সেকেন্ড আগে তখন সেই মুহূর্ততা আপনার কেমন লাগবে?কারণ ৩০ সেকেন্ড পরই হতে যাচ্ছে চিরদিনের জন্যে বিচ্ছিন্ন, চাইলেও আর যোগাযোগ স্থাপন করতে পারবেনা মানবসভ্যতা। 😥😥😥ভেবেই যেন কেমন লাগছ মনটা এটি খুব আবেগের হবে ভাই।💔😥

  • @mahmudsumon1291
    @mahmudsumon1291 Рік тому +1

    ভয়েজার নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার এই ভিডিওতে অনেক বিস্তারিত জানলাম। 👌

  • @SASahidAhmmed
    @SASahidAhmmed 4 місяці тому +1

    খুবই অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ স্যার ❤

  • @mehedihashan2628
    @mehedihashan2628 Рік тому +3

    এরকম একটা ভিডিও চাচ্ছিলাম....ধন্যবাদ স্যার দোয়া আর শুভকামনা রইলো❤

  • @ItzSwiftyBoy_Gaming
    @ItzSwiftyBoy_Gaming Рік тому +6

    I have learnt many things by watching videos of your channel. Thanks! As a Bangladeshi, we have not got this kind of facilities of learning. 😊😊😊

  • @rahatmultimedia
    @rahatmultimedia Місяць тому

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, যত দেখেছি ততই শুধু অবাক হয়েছি আল্লাহর সৃষ্টির উপর

  • @RabiulIslam-qy1in
    @RabiulIslam-qy1in Рік тому +1

    সত্যিই ভাই অসাধারণ ব্যাখ্যা করেছেন, এর আগে এতো সুন্দর Explanation দেখিনি

  • @Tonima28.2
    @Tonima28.2 Рік тому +5

    ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ❤😊

  • @JahangirAlam-ii1bj
    @JahangirAlam-ii1bj Рік тому +3

    অসাধারণ, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক। খুব সুন্দর করে প্রত্যেকটি বিষয় বুঝয়ে বলেন

  • @akashkumartonmoy2681
    @akashkumartonmoy2681 Рік тому +2

    অসাধারণ! খুব সুন্দর করে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ ❤❤❤ ভালোবাসা অবিরাম, চালিয়ে যান।

  • @ahomedredowan4317
    @ahomedredowan4317 Рік тому +2

    ক্লাস 10 এ থাকতে একটা বই আমার প্রিয় বিজ্ঞান স্যার এনে দিয়েছিলো। 17 দিন পড়ে শেষ করতে হয়েছে সেখানে ভয়েজার এর কিছু অসাধারণ তথ্যও পেয়েছিলাম

  • @taritdas3116
    @taritdas3116 Рік тому +9

    Very good content & n8cely described. যদি "South Atlantic anomaly" বিষয়টি কোন ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার সময় হয় আপনার, তাহলে খুব ভালো লাগবে। Thank you in advance

  • @shuvokhan622
    @shuvokhan622 Рік тому +3

    আমি চিন্তা করছি যে ১৯৭৭ সালের তৈরী স্যাটেলাইট এটা, তাহলে সেই সময়ে পৃথিবী এতটা এগিয়ে ছিল প্রযুক্তিতে!

    • @fridaymovies7003
      @fridaymovies7003 Рік тому

      না, voyeger কে নিয়ন্ত্রণকারী কম্পিউটার সময়ে সময়ে পৃথিবী থেকে upgrade করা হয়েছে। ফলে তারা আরও নিখুঁত, আরও বেশি তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে।আর আমরা এখন যে কম্পিউটার ব্যবহার করি তার তুলনায় 1977 এর কম্পিউটার ছিল প্রয় একটা খেলনা🙂।

    • @PhoenixGamerBD
      @PhoenixGamerBD 5 місяців тому

      যাই হোক বর্তমান প্রজন্ম যেভাবে TikTok, funny video তে আসক্ত তা ভাবতেই অবাক লাগে

  • @akshamimahmed8850
    @akshamimahmed8850 11 місяців тому +1

    ভয়েজার, চাঁদ সমাচার,জুপিটার এই তিনটি ভিডিও আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমি আপনার এই তিনটি ভিডিও বারবার দেখি খুব ভালো লাগে।এমনকি আপনার প্রতিটা ভিডিও দেখি।আর আশায় থাকি কখন আপনার নতুন ভিডিও আসবে।আরও চাই এইরকম মহাকাশ নিয়ে ভিডিও।

  • @prodipdas2941
    @prodipdas2941 6 місяців тому +1

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আপনি ❤️👌👌

  • @needff3132
    @needff3132 Рік тому +6

    I will miss voyagers 🙃

  • @imamulhashan410
    @imamulhashan410 Рік тому +3

    এই ধরনের কন্টেন্ট আমরা সবসময় চাই।❤❤❤❤❤❤❤❤

  • @eventhorizon0.458
    @eventhorizon0.458 Рік тому

    Vedio ti Just wow..এবং তথ্যবহুল❤

  • @user-uo1rf3pd6f
    @user-uo1rf3pd6f Рік тому +1

    এমন একটা চ্যানেল অথচ এখনো মিলিয়ন ছুতে পারেনি, আফসুস

  • @jobaermolla911
    @jobaermolla911 Рік тому +3

    বিজ্ঞানীদের কি হিসাব! কি নিখুঁত ছক! কি মহাপরিকল্পনা!

  • @rhroki3881
    @rhroki3881 Рік тому +6

    সিগনাল যেহেতু আলোর বেগে যেত সেহেতু এই নরমাল সূত্র ব্যাবহার করে ভয়েজারের সঠিক বেগ বের করা সম্ভব নাহ। এখানে টাইম ড্যালিয়েশনের একটা বিষয় চলে আসবে।আশা করি এই বিষয়টা নিয়ে আপনার মতামত দিবেন।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому +2

      টাইম ডায়ালেশন বস্তু বাঃ কণার হয়, ওয়েভের না।

  • @alaminsnighdho3818
    @alaminsnighdho3818 Рік тому

    I was waiting for this!!খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন

  • @skmdabuhuraira8534
    @skmdabuhuraira8534 Рік тому +1

    Beautiful, unimaginable, logical explanation. Go on like this for betterment

  • @jihantajrin7306
    @jihantajrin7306 Рік тому +5

    Excellent analytical and informative video vaia...After destruction of voyager...is it a media to search alien outside the earth..???Your analysis and explanation is unique and magnificent...Thanks a trillions for your useful, informative and interesting video Vaia.....❤😊

  • @allien5338
    @allien5338 Рік тому +3

    আমরা এলিয়েনরা প্রক্সিমা সেন্টরি ইউ নক্ষত্রের গ্রহে বসবাস করি ৷যেটা সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র ৷এখানে আসতেই নাকি ভয়েজার ওয়ান এর 80-90 হাজার বছর সময় লাগবে ৷সত্যি দাদা আমাদের এলিয়েনদের তুলনায় আপনাদের ভয়েজার-ওয়ান প্রযুক্তি একেবারেই গরুর গাড়ি😀😀😀

  • @sumanmazumder849
    @sumanmazumder849 Рік тому

    ভিডিওটি অনেক তথ্যবহুল , ধন্যবাদ।

  • @tanjim6720
    @tanjim6720 Рік тому +2

    অনেক কাঙ্খিত ভিডিও। আমার জন্য এটি অনেক দামী। ❤

  • @hafizhussain207
    @hafizhussain207 Рік тому +3

    আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, ভয়েজার থেকে আলোর গতিতে সিগন্যাল আসতেও 21 ঘন্টা সময় লাগে। সত্যিই কি এটা বাস্তব??? মানুষের তৈরি কোন যান কি সত্যিই এত দূর থেকেও সিগন্যাল পাঠাতে পারে🤔🤔🤔🤔। নাকি সবই নাসা নামক প্রতিষ্ঠানের চালাকি।

    • @inertia-w3g
      @inertia-w3g Рік тому

      hmm

    • @ashrafdanish6604
      @ashrafdanish6604 Рік тому

      Eisob prosno na koira apni sob dharoner modern scientific technology use kora bondho koira Jungle e bosobas koren.

    • @apunath95
      @apunath95 22 дні тому

      নাসা প্রমান ছাড়া কোন কিছু প্রকাশ করে না।

  • @MdimranHossain-vy7sy
    @MdimranHossain-vy7sy Рік тому

    খুবই চমৎকার,সাইন্টিফিকেল ও ম্যাথমেটিক্যাল উপস্থাপন।

  • @nazmulhuda2527
    @nazmulhuda2527 Рік тому +1

    আপনার ভিডিও যখন দেখি তখন চিন্তার জগত ৩৬০ ডিগ্রি ঘুরে যায়।কি করছি আমরা কত জটিল সৃষ্টি মানুষ। মানুষের কল্পনাও যে এত জটিল হতে পারে অবাক লাগে

  • @nazrulislam8339
    @nazrulislam8339 Рік тому

    অনেক নতুন সব তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া এরকম ভিডিও আরও চাই 🥰🥰🥰

  • @badshaalom6701
    @badshaalom6701 11 місяців тому

    অসাধারণ অসাধারণ তথ্য দিলেন ভাই,,,,এক অজানা দুনিয়ায় হারিয়ে যাই আপনার ভিডিও দেখে।

  • @mdnahidhasan8532
    @mdnahidhasan8532 Рік тому

    আপনার কনটেন্ট এতোই ভালো লাগে যে শেষ থেকে শুধু সব কনটেন্টই দেখা শেষ এখন শুধু নতুন কনটেন্টের অপেক্ষায় থাকি। নোটিফিকেশন আসলে আনন্দ লাগে।

  • @sktsaikath2226
    @sktsaikath2226 Рік тому

    খুবই সাবলিল ভাষায় প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ। যদিও অনেক বছর আগেই ইংরেজি ডকুমেন্ট্যরি থেকে এসব দেখা, কিন্ত আপনার উপস্থাপনাও খুবই মানসম্পন্ন।

  • @musicexpress8992
    @musicexpress8992 3 місяці тому

    খুব সুন্দর একটা ভিডিও, খুব ভালো লাগলো।

  • @mdjasimuddin8337
    @mdjasimuddin8337 Рік тому

    সুন্দর সহজ সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম

  • @rehanrahman9362
    @rehanrahman9362 Рік тому

    Onk kicu jana holo video ta theke
    thank you BigganPiC

  • @shakilahmed-qe5iw
    @shakilahmed-qe5iw 11 місяців тому

    খুব সুন্দর ও সহজলভ্য উপস্থাপনা।

  • @hafizalfahad3693
    @hafizalfahad3693 Рік тому

    Osadharon video, Thanks a lot🥰

  • @abir.Mahmud22
    @abir.Mahmud22 Рік тому

    ১বার দেখেছি গতকাল রাতে আজ সকালে আবারও দেখলাম, ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুজিয়ে বললেন

  • @prosenzit1
    @prosenzit1 Рік тому

    জুম্মন ভাই, আপনি এক কথায় অসাধারণ... আপনি বিজ্ঞান নিয়ে লেখার কাজটা শুরু করুন। কিছু বই লিখুন। আমাদের দেশে এই মুহূর্তে এটা অসম্ভব প্রয়োজনীয়...

  • @MizanurRahman-bj1qe
    @MizanurRahman-bj1qe Рік тому +1

    Good wishes for BigganPic.❤
    Go ahead...

  • @arafathrahel19
    @arafathrahel19 Рік тому

    আল্লাহু আকবার, আমার আল্লাহর মহত্ত্ব এতো আধুনিক ছিলো তা এই ভিডিও দেখে সামান্য অনুভব করা যায়।
    এই আধুনিকতার স্পর্শ সামান্য, আরো কতো কিছু রয়েছে যা আমাদের জানা নেই।
    ধন্যবাদ এই ভিডিও যে তৈরি করেছেন

  • @shakhaowathossain6482
    @shakhaowathossain6482 Рік тому

    ধন্যবাদ অনেক তথ্য বহুল আলোচনা করার জন্য

  • @tariqhossain2113
    @tariqhossain2113 Рік тому

    Valobasa roilo jummman vai.
    Biggan k eto sohoj vabe apni uposthapon korte paren💕

  • @hafizurrahman886
    @hafizurrahman886 Рік тому

    অশেষ ধন্যবাদ। অনেক দিনের কৌতুহল পূরন হলো। শুভ কামনা।

  • @lamiahassan7935
    @lamiahassan7935 Рік тому

    vai apnake salam janai ato sundor vedio jonno. Apni onek boro kichu korte parben vobisote.

  • @manikdas3809
    @manikdas3809 10 місяців тому

    সত্যি অসাধারণ , অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @kolkataaRiders
    @kolkataaRiders Рік тому

    Darun.... complete video....khub valo laglo.... subscribe korlam

  • @mdkawsar9486
    @mdkawsar9486 Рік тому +1

    অনেক দিন ধরে ভয়েজার সম্পর্কে জানার কৌতুহল ছিল কিন্তু আজ ক্লিয়ার ভাবে জানতে পারলাম আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাই ভাই❤

  • @AshikDas-mr2hp
    @AshikDas-mr2hp Рік тому +2

    সত্যি ভাই, সব সময় অপেক্ষায় থাকি কখন জুম্মান ভাইয়া আমাদের কৌতুহল ও প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করবেন।