"স্রোতস্বিনী" গানটাকে ছোট করতে চাইনা, প্রতিটা গান একটি শিল্প, দর্শন, একজনের নির্ঘুম সাধনার ফসল তবে একদিন ট্রেন্ড শেষ হয়ে যাবে... কিন্তু বৃষ্টি + আর্টসেল ছিলো , আছে , থাকবে!! ❤️
তার কাছে প্রথম শুনেছিলাম গানটা,,,সেদিন প্রথম জেনেছিলাম আর্টসেল কে,,,,ও আজ নেই,,,তবে আমাকে শুনতে শিখিয়ে দিয়ে গেছে আর্টসেলের অসম্ভব সুন্দর গান গুলো,,,,,যেখানে থাকো ভালো থাকো তুমি,,,,১৩,১,২০২২
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেনো আলো দেয় না পাখি কেনো গান গায় না তারা কেনো পথ দেখায় না তুমি কেনো কাছে আসো না?(২) সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় পাখি মৃদু কন্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না? ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না আবেশেতে জড়ায়না তুমি কেনো কাছে আসোনা? এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেনো আলো দেয় না পাখি কেনো গান গায় না তারা কেনো পথ দেখায় না তুমি কেনো কাছে আসো না?
দীর্ঘ সময়ের তীব্র দাবদাহের পর এই স্বস্তিময় বৃষ্টির রাতে এই গান শুনতে শুনতে সেইসব দিনগুলোর স্মৃতি রোমন্থন করার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না❤❤ ৩রা মে ২০২৪, রাত ১২ঃ৫০!!
তাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতোনা! প্রিয় স্মৃতি রেখে গেলাম.....যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও আসব প্রিয় গানটা শুনতে😅🥀
তারিখ টা ১৭-০৪-২০২৪ ঝালকাঠির রাজাপুরে খুব করে বৃষ্টি হচ্ছে আজ,আর ফোনটা হাতে নিয়েই সর্বপ্রথম যে গানটার কথা মনে পরলো সেটা হলো এটা। চোখের বৃষ্টি হোক কি'বা প্রকৃতির বৃষ্টি সবসময়ই প্লে লিস্টে এটা থাকে।❤ ধন্যবাদ আর্টসেল ও লিংকন দা এমন একটা আবেগ উপহার দেওয়ার জন্য। 🙏
এই গানটির বিশেসত্ত হচ্ছে, এই গানটা এখনও অফিসিয়ালি রিলিজড হয়নি! কবে হবে কেও জানে না, গত ১ দশকের বেশি সময় ধরে এর রিলিজের আশায় বসে আছি আর আনফিসিয়ালি শুনছি। তবে হলফ করে বলতে পারি, ১০০ বছর পরও বাঙালি এই গানটির রিলিজের আশায় বসে থাকবে ও একই রকম শুনতে থাকবে। এই গান কখনও পুরনো হবে না।
এখন ২০২৩ সাল.. আমি এই গান টা শুনছি..!!আসলেই কি এমন কেউ আছে যে এখন ও এই গান শুনে..,? অন্য রকম সুন্দর একটা গান..গানের সব গুলো লাইন একদম ভিতরে গিয়ে লাগে...!! ❤️
বৃষ্টি ভেজা এই রাতে এই গানটা অন্য রকম অনুভূতিতে নিয়ে গেছে। নাহ কাউকে মনে করে না, মনের মানুষটা ঘরেই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কৈশরের কথা মনে পড়ে যাচ্ছে। আহা কি দিন ছিলো সোনালী দিন।
তোমার কন্ঠে এই গানের রেকর্ডিং টা যে কত বার যে শুনেছি হিসাব নেই। তুমি সেই 3 বছর আগে যেই রেকর্ড টা পাঠিয়েছ এখনো আমার কাছে এখনো আছে। তুমি বদলে গেছ খুব।এখন আমার চাওয়ার কোনো দাম তোমার কাছে নেই।গান শোনাও না আগের মত। কিন্তু তোমার গাওয়া এই গানটা যতবারই শুনি মনে হয় তুমি আছো আমার কাছে সেই আগের তুমি হয়ে❤️
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় পাখি মৃদু কন্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না
২০১৭ সালে সম্ভবত গানটা প্রথম শুনি।তখন ২-৩ মাসে একবার নেট কিনতাম আর পছন্দের গান ডাউনলোড করে রাখতাম। গানটা প্রতিদিনের সঙ্গী ছিলো। সত্যি বলতে New edition থেকে আমার old টাই বেশি ভালো লাগে আর বেশি নস্টালজিক লাগে। এটা শুনলে মনে হয় গানের প্রতিটা ইন্সট্রুমেন্ট, কথা, সুর আমার জন্যই... গানটা খুব নিজের লাগে❤️
সালটা ২০১৯ তাকে নিয়ে স্কুলে প্রথম শুনেছিলাম এই গান, আজ সে বিবাহিত। সে নেই, আছে তার সেই স্মৃতি যুক্ত এই গান। দোয়া করি যেখানে যে অবস্থাতেই থাকুক ভালো থাকুক☺️
যেই মানুষ গুলোকে ভুলে গেছি, যাদের অস্তিত্ব অনুভব করিনা এই গানটা শুনলে তাদের কে খুব কাছের কেউ মনে হয়, একটা অদ্ভুত শুন্যতা তৈরি হয়,, ফিরে পেতে ইচ্ছে করে ২০-২২ বছর বয়সের বর্ণিল দিনগুলিকে,, রিদয়ের যত অনুভূতি আছে তারা তোমাকে চাই,,,
যাকে ভালোবাসি তাকে কখনো বলতেই পারলাম না যে তাকে কতটা ভালোবাসি।দেখতে দেখতেই ৫টি বছর চলে গেলো। তার সাথে বন্ধুত্বের অনেক স্মৃতি জড়িয়ে আছে।আর কোনদিন হয়তো বলাও হবে না তাকে কতটা ভালোবাসি কারণ সে এখন হাটছে একাদিক পথে আর আমি? আমি তো আমিই তাকে ভেবে ভেবেই সকালের অপেক্ষায় থাকি,,,! ভালো থাকুক ভালোবাসা!
ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না... 💜💜
প্রায় ৩ বছর হয়ে গেল, তাকে যেন আজ বেশি মনে পড়ছে , একসময় ছিলো যখন গানটি সারাদিনে অনেকবার শুনতাম (তাকে মনে আগলে রেখে), এখনো শুনি তাকে না পেয়ে উদাস মনে......তার কথা মনে হলে, পুরো টাইমলাইন জুড়ে স্মৃতি আছে,গানটিও আছে ....... শুধু নেই তুমি 😢
Date:05/05/2024 আজ আমার ম্যারেজ এনেভারসারি ছিলো।। আজ এক বৃষ্টি মুখর রাতে একা একা বারান্দায় বসে এই গানটি শুনছি।। আজ আর সে নেই।। কি আজব ২ বছরের বিয়ে।।গত ম্যারেজ এনিভারসিরিতেও এমন এক বৃষ্টি মুখর রাতে সে পাশে ছিলো।।😢😢😢😢
চমৎকার একটা গান এয়ারটেল এর অসাধারণ লাগে সত্যি কথা ও সুর গুলো খুব সুন্দর৷ গান টা গতকাল আমার গ্রাজুয়েশন শেষ এর দিন বন্ধুদের কন্ঠে শুনেছি এখন আমার ও শুনতে ভীষণ ভালো লাগছে ২০২৪ সালের ১ লা জুলাই গান টা শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
এই গানটা প্রথম শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান এ,আমাদের বন্ধু তারেক এর কন্ঠে। তাই এই গানটা সবসময় সেইসব সোনালী দিনের নস্টালজিয়া মনে করিয়ে দেয়। অনেকের আবেগের জায়গা জুড়ে আছে গানটা টিএসসির সেই স্টেজ আর ফার্স্ট ইয়ারের অদ্ভুত সুন্দর দিনগুলোর জন্য!
I am a Pakistani and here in Canada I heard a Bangladeshi boy singing this song. I just loved it first time I heard it. I don't understand a single word but this music, and composition is so soothing. Love for it !
২০১৮ সালের কোন এক বর্ষার রাতের কথা, তখন পরিবার থেকে অনেক অনেক লুকিয়ে সিগারেট খেতাম। কিন্তু হটাৎ কেনো যেনো সেদিন রাতে বাড়িতে সিগারেট খাওয়ার ইচ্ছা জাগলো। যেই চিন্তা সেই কাজ, সিগারেট নিয়ে আসলাম, বাইরে প্রচুর বৃষ্টি রুমের জানালা টা খুলে দিয়ে সিগারেট ধরালাম আর কানে হেডফোন সেদিন এই গান টা প্রথম শুনছিলাম। আর এখন ২০২৪সাল আমি কতবড় হয়েগেছি, কিন্তু গান বড় হয়নি। এখনো বৃষ্টি আসলে মুখে সিগারেট কানে হেডফোন আর এই গান। বাইরে এখনো প্রচুর বৃষ্টি।
২০১৮ সালের দিকে গানটা এমনেই শুনা হতো। ভালো লাগতো। আজ ৫ বছর পর হঠাৎ গানটা সাজেশনে আসলো, কখনো ভাবি নাই এই গানটা শুনে আমার এতো কষ্ট হবে। ভাবতেই অবাক লাগে যে সে আর আমার নাই। নিয়তি অনেক খারাপ জিনিস। বাইরে ঠান্ডা বাতাস, মৃদু বৃষ্টিপাত হচ্ছে, আমি জানালার ধারে শুয়ে আকাশের দিকে তাকায়ে আসি। খুব কষ্ট হচ্ছে। হয়তো আরও কয়েক বছর পর এসে এই কমেন্টটা দেখবো আর হাসবো। সুদিন আসবেই ~ ২৩ জুন, ২০২৩
যদি সত্যিই সেটা বৃষ্টি ভেজা রাত হয়, আর সে নেই,সে অন্যকারোর হয়ে গেছে তখন এই গানটার ফিল আরো বেড়ে যায়, আর আমি এই বৃষ্টি ভেজা পথে হাটছি, একা,সাথে ভেজা দুটি চোখ,আর Artcell এর এই মেডিসিন❤️
Ai gan ta sudhu bises kisu manuser ktha mone koria dei kisu bises somoi ar ktha mone kori dei...🙂 Ar seta je keo hoite pare jmn family ar keo ba friend ba ma baba je keo 🖤🖤
আমার বড় ভাইয়ের ফোনে প্রথম শুনছিলাম গান টা, সম্ভবত ২০০৯/২০১০ এর দিকে। সেই যে শুরু তারপর কতবার শুনছি বলতে পারব না। বৃষ্টির দিনের সঙ্গী লিংকন ভাইয়ের এই অনবদ্য সৃষ্টি।
সেই ক্লাস ৫ থেকে শুনে আসছি। এখন.. এখনও ভার্সিটির নির্ঘুম রাতের সঙ্গী এই গান।হয়তো আজ থেকে ১০ বছর পরও এরকমই কোনো রাতের সঙ্গী হবে,আবারো।হয়তো এখনের মতো পুরনো স্মৃতি মন্থন করবো,আবারো।
তুমি কেন কাছে আসো না...😢😢😢
এক লাইনই যথেষ্ট হৃদয়ের রক্তক্ষরণ বোঝাতে..
কস্টের সময় কখনো অার্টসেলের গান শুনা উচিত না.৷ হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়...
ভালবাসি অার্টসেল 😍
tahole warfaze er rupkotha choluk...
Zibon.....vai kotha ta joss laglo........Lol👍👍✌✌
mh sourov absolutely
iuc
G g g
"স্রোতস্বিনী" গানটাকে ছোট করতে চাইনা, প্রতিটা গান একটি শিল্প, দর্শন, একজনের নির্ঘুম সাধনার ফসল তবে একদিন ট্রেন্ড শেষ হয়ে যাবে... কিন্তু বৃষ্টি + আর্টসেল ছিলো , আছে , থাকবে!! ❤️
একদম💚
@@luckysgarden3406 y
It’s an masterpiece bro❤
Epitaph-aurthohin>>>>
তার কাছে প্রথম শুনেছিলাম গানটা,,,সেদিন প্রথম জেনেছিলাম আর্টসেল কে,,,,ও আজ নেই,,,তবে আমাকে শুনতে শিখিয়ে দিয়ে গেছে আর্টসেলের অসম্ভব সুন্দর গান গুলো,,,,,যেখানে থাকো ভালো থাকো তুমি,,,,১৩,১,২০২২
Same 😢
বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরে আমি + হেডফোন + গানটা 😍
আহ্ জোস একটা ফিলিংস ❤️
Same still bristy❤️
Sathe weed nile aro valo lagto....
Hoytoo..❤️
হাতে একটা সিগারেট।
😂😂😂@@zaynreza9991
@@shakilahmed-iv1jj😂😂😂
thats fucked up 😂😂😂
এই গানগুলো এক ধরনের বিশেষ মানুষরা যুগের পর যুগ শুনে যাবে🖤🖤🖤
সবাই তো আর সব গান বুঝে না🥰🥰
যেমন আমি মন খারাপ থাকলেই শুনি🥰🥰
Exactly brother.. thank you for feel our pain.😪😪😪😪
May be I am that kind of one.
Hae..APNI thik bolechen
এটা কোন গান নয়,এটা আস্ত একটা অনুভূতি, সেই ১০ বছর আগে শুনছি এখনও শুনছি আহা! সেই আগের স্বাদ।
❤
(
😐😐
Song release hyse 3yr age😐😐😐
3 age UA-cam e release hoyeche! gaan onk ager
ulibaba
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
khandoker rony nise
khandoker rony thanks
👌👌
khandoker rony nice
AmR prio
২০২৪ সালে এসেও কে কে এই গান শুনছো ❤
এখনো আছি ভায়া
✌️
❤❤
দীর্ঘ সময়ের তীব্র দাবদাহের পর এই স্বস্তিময় বৃষ্টির রাতে এই গান শুনতে শুনতে সেইসব দিনগুলোর স্মৃতি রোমন্থন করার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না❤❤
৩রা মে ২০২৪, রাত ১২ঃ৫০!!
আর্টসেল ভক্তদের কমেন্টগুলোও আর্টসেলের মত সাহিত্যে ভরপুর।।। গান ও কমেন্ট দুই মিলে Artecllism....কমেন্টগুলো পড়লে একটা ভ্রাতৃত্ববোধ জন্ম লয়।।।।।।
Artcell effect bro💝
99% Right
98% right
97% right
96% Right 😍🍁
২০০৬ সালে গানটি প্রথম আমার বড় ভাইয়ার কন্ঠে শুনেছিলাম,তখন থেকে এই গানের প্রেমে পরি।লিংকন দাদার একক গানের মধ্যে এইটা শ্রেষ্ঠ💕
❤️
তাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতোনা! প্রিয় স্মৃতি রেখে গেলাম.....যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও আসব প্রিয় গানটা শুনতে😅🥀
তারিখ টা ১৭-০৪-২০২৪ ঝালকাঠির রাজাপুরে খুব করে বৃষ্টি হচ্ছে আজ,আর ফোনটা হাতে নিয়েই সর্বপ্রথম যে গানটার কথা মনে পরলো সেটা হলো এটা। চোখের বৃষ্টি হোক কি'বা প্রকৃতির বৃষ্টি সবসময়ই প্লে লিস্টে এটা থাকে।❤ ধন্যবাদ আর্টসেল ও লিংকন দা এমন একটা আবেগ উপহার দেওয়ার জন্য। 🙏
Shob shriti
কেউ কি 2024 ও গানটা শুনছেন?
Ami ekhono shuntesi bhai 😊💔
Ami 2024
হুম শুনছি 2024
Ami 😌💜
ami
এই গানটির বিশেসত্ত হচ্ছে, এই গানটা এখনও অফিসিয়ালি রিলিজড হয়নি! কবে হবে কেও জানে না, গত ১ দশকের বেশি সময় ধরে এর রিলিজের আশায় বসে আছি আর আনফিসিয়ালি শুনছি। তবে হলফ করে বলতে পারি, ১০০ বছর পরও বাঙালি এই গানটির রিলিজের আশায় বসে থাকবে ও একই রকম শুনতে থাকবে। এই গান কখনও পুরনো হবে না।
আমার সবসময়কার প্রিয় সুর..
ua-cam.com/video/a4zZYrKQPLI/v-deo.html
Eta official released version
এখন ২০২৩ সাল.. আমি এই গান টা শুনছি..!!আসলেই কি এমন কেউ আছে যে এখন ও এই গান শুনে..,?
অন্য রকম সুন্দর একটা গান..গানের সব গুলো লাইন একদম ভিতরে গিয়ে লাগে...!! ❤️
এই গান যুগের পর যুগ চলতে থাকবে তবুও এর শ্রোতা শেষ হবে নাহ ❤
Ami Bhai
আমিও আছি ভাই ।
jader shonar tara thik shunse
আছি ভাই
সত্যিই,এটা কোনো গান নয়🥰
পুরোপুরি আমার অনূভুতি 😍😍
কেটে গেছে বৃষ্টি ভেজা শত শত রাত
লক্ষ তুমির ভীড়ে মিছে আশ্রয় খুঁজে খুঁজে ক্লান্ত
কবে ধরা দিবে একটা শুধু একটা তুমি?
অস্থির উন্মাদ দেহমন করবে প্রশান্ত!
বৃষ্টি ভেজা এই রাতে এই গানটা অন্য রকম অনুভূতিতে নিয়ে গেছে। নাহ কাউকে মনে করে না, মনের মানুষটা ঘরেই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কৈশরের কথা মনে পড়ে যাচ্ছে। আহা কি দিন ছিলো সোনালী দিন।
বছর পঞ্চাশ পর এই সময়টা যারা পার করবে তাদের বলবো এটা আমাদের ও বৃষ্টি দিনের সঙ্গী ছিলো।🖤🖤🖤
তোমার কন্ঠে এই গানের রেকর্ডিং টা যে কত বার যে শুনেছি হিসাব নেই। তুমি সেই 3 বছর আগে যেই রেকর্ড টা পাঠিয়েছ এখনো আমার কাছে এখনো আছে। তুমি বদলে গেছ খুব।এখন আমার চাওয়ার কোনো দাম তোমার কাছে নেই।গান শোনাও না আগের মত। কিন্তু তোমার গাওয়া এই গানটা যতবারই শুনি মনে হয় তুমি আছো আমার কাছে সেই আগের তুমি হয়ে❤️
শাকিব ভাইয়া? নাকি?
আহা! একটা গান,আবেগ ধরানো গান; শরীরের পশমে শিহরণ জাগানোর গান।এখানে বৃষ্টি হচ্ছে,প্রচ্চুর বৃষ্টি; চোখ থেকে.:')
Artcell আমার হৃদয়ে বসত করে। #বগুড়া থেকে আর্টসেলের জন্য ভালোবাসা অফুরান ❤️❤️❤️❤️❤️❤️
bristy r সময় এই গানটা আগে একা একা শুনতাম, আলহামদুলিল্লাহ আজ Husband কে নিয়ে শুনছি,আবেগটা আসলেই অন্যরকম। 💜💙
Saka past😂😂
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
২০১৭ সালে সম্ভবত গানটা প্রথম শুনি।তখন ২-৩ মাসে একবার নেট কিনতাম আর পছন্দের গান ডাউনলোড করে রাখতাম। গানটা প্রতিদিনের সঙ্গী ছিলো। সত্যি বলতে New edition থেকে আমার old টাই বেশি ভালো লাগে আর বেশি নস্টালজিক লাগে। এটা শুনলে মনে হয় গানের প্রতিটা ইন্সট্রুমেন্ট, কথা, সুর আমার জন্যই... গানটা খুব নিজের লাগে❤️
বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর রুমে ফুল ভলিউমে দাদা তোমার গানটি বাজছে।
সত্যি সময় টা ভালো কাটছে।♥
কোনো মানে হয় এই গানটা আমি আজকে প্রথম শুনলাম?! সুন্দর সুন্দর গানগুলো কেন জানো এভাবেই অগোচরে থেকে যায়, আর ধরা দেয় বহু পরে🥀
সালটা ২০১৯ তাকে নিয়ে স্কুলে প্রথম শুনেছিলাম এই গান, আজ সে বিবাহিত। সে নেই, আছে তার সেই স্মৃতি যুক্ত এই গান। দোয়া করি যেখানে যে অবস্থাতেই থাকুক ভালো থাকুক☺️
যেই মানুষ গুলোকে ভুলে গেছি, যাদের অস্তিত্ব অনুভব করিনা
এই গানটা শুনলে তাদের কে খুব কাছের কেউ মনে হয়, একটা অদ্ভুত শুন্যতা তৈরি হয়,, ফিরে পেতে ইচ্ছে করে ২০-২২ বছর বয়সের বর্ণিল দিনগুলিকে,, রিদয়ের যত অনুভূতি আছে তারা তোমাকে চাই,,,
Ekdom shotti
অনুভূতিগুলোকে নিয়ে রূপকথার রাজ্য ঘুরে আসার নামই হচ্ছে আর্টসেল এর গান❤️
কখনোই শেষ হবার নয়, এ-ই গানটার প্রতি ভালবাসা.....💛💛💛
Right vai
মনের সাথে যখন গান মিলে যায় তখন তৈরি হয় ইতিহাস!! ব্যাক্তিগত ইতিহাস ❤️❤️
এই গান যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ আমার কাছে❤️
যাকে ভালোবাসি তাকে কখনো বলতেই পারলাম না যে তাকে কতটা ভালোবাসি।দেখতে দেখতেই ৫টি বছর চলে গেলো। তার সাথে বন্ধুত্বের অনেক স্মৃতি জড়িয়ে আছে।আর কোনদিন হয়তো বলাও হবে না তাকে কতটা ভালোবাসি কারণ সে এখন হাটছে একাদিক পথে আর আমি?
আমি তো আমিই তাকে ভেবে ভেবেই সকালের অপেক্ষায় থাকি,,,!
ভালো থাকুক ভালোবাসা!
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না... 💜💜
I love you 💏
Nice
hi
yap.
আমার বিপর্যস্ত হৃদয়কে আরো ক্ষত বিক্ষত করে দেয় এই আর্টসেল!🙂❤️
😑
❤
It's raining outside.... Listening one of my favorite track by Artcell at 2021🎧
প্রায় ৩ বছর হয়ে গেল, তাকে যেন আজ বেশি মনে পড়ছে , একসময় ছিলো যখন গানটি সারাদিনে অনেকবার শুনতাম (তাকে মনে আগলে রেখে), এখনো শুনি তাকে না পেয়ে উদাস মনে......তার কথা মনে হলে, পুরো টাইমলাইন জুড়ে স্মৃতি আছে,গানটিও আছে ....... শুধু নেই তুমি 😢
Date:05/05/2024
আজ আমার ম্যারেজ এনেভারসারি ছিলো।।
আজ এক বৃষ্টি মুখর রাতে একা একা বারান্দায় বসে এই গানটি শুনছি।।
আজ আর সে নেই।।
কি আজব ২ বছরের বিয়ে।।গত ম্যারেজ এনিভারসিরিতেও এমন এক বৃষ্টি মুখর রাতে সে পাশে ছিলো।।😢😢😢😢
26/08/21
বাহিরে বৃষ্টি, ফোনে আর্টসেল, হাতে চা
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
❤❤❤
চমৎকার একটা গান এয়ারটেল এর অসাধারণ লাগে সত্যি কথা ও সুর গুলো খুব সুন্দর৷ গান টা গতকাল আমার গ্রাজুয়েশন শেষ এর দিন বন্ধুদের কন্ঠে শুনেছি এখন আমার ও শুনতে ভীষণ ভালো লাগছে ২০২৪ সালের ১ লা জুলাই গান টা শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
এই গানটা প্রথম শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান এ,আমাদের বন্ধু তারেক এর কন্ঠে।
তাই এই গানটা সবসময় সেইসব সোনালী দিনের নস্টালজিয়া মনে করিয়ে দেয়। অনেকের আবেগের জায়গা জুড়ে আছে গানটা টিএসসির সেই স্টেজ আর ফার্স্ট ইয়ারের অদ্ভুত সুন্দর দিনগুলোর জন্য!
কিছু গান আছে সারাজীবন শুনলেও একই ভাবে ভালো লাগবে, তার মধ্যে একটি এই গান। ভালোবাসি ARTCELL❤️🔥🙂
I am a Pakistani and here in Canada I heard a Bangladeshi boy singing this song. I just loved it first time I heard it.
I don't understand a single word but this music, and composition is so soothing.
Love for it !
Bro. Use English subtitle 🙂
ham apko samaj teh masslah bhot bhot nice song bro
২০১৮ সালের কোন এক বর্ষার রাতের কথা, তখন পরিবার থেকে অনেক অনেক লুকিয়ে সিগারেট খেতাম। কিন্তু হটাৎ কেনো যেনো সেদিন রাতে বাড়িতে সিগারেট খাওয়ার ইচ্ছা জাগলো। যেই চিন্তা সেই কাজ, সিগারেট নিয়ে আসলাম, বাইরে প্রচুর বৃষ্টি রুমের জানালা টা খুলে দিয়ে সিগারেট ধরালাম আর কানে হেডফোন সেদিন এই গান টা প্রথম শুনছিলাম।
আর এখন ২০২৪সাল আমি কতবড় হয়েগেছি, কিন্তু গান বড় হয়নি।
এখনো বৃষ্টি আসলে মুখে সিগারেট কানে হেডফোন আর এই গান।
বাইরে এখনো প্রচুর বৃষ্টি।
বাইরে বৃষ্টি হচ্ছে হাতে সিগারেট কানে ইয়ারফোন সাথে এই গান আহা কি ফিলিংস 🌧️🌧️❤
আমার দেখা আর্টসেল এর সেরা গান এটা। দুঃখজনক একটা ব্যাপার কনসার্ট এই গানটি গেয়ে থাকেন না সে কিন্তু কেন গানটাই খুব আবেগ জড়িয়ে আছে সবার ❤❤❤❤
সব প্রজন্মের কাছে গানটি ❤
ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভূতি আছে তারা তোমাকে চায়
মন ছুয়ে গেল গানটা
আর প্রিয় লিস্টে থাকে সবসময় গানটা
কিছু গান আছে যেগুলো সারাজীবন শুনলেও মন ভরবে না তার মধ্যে আমার প্রিয় এইটা একটা 🙂
২০১৮ সালের দিকে গানটা এমনেই শুনা হতো। ভালো লাগতো। আজ ৫ বছর পর হঠাৎ গানটা সাজেশনে আসলো, কখনো ভাবি নাই এই গানটা শুনে আমার এতো কষ্ট হবে। ভাবতেই অবাক লাগে যে সে আর আমার নাই। নিয়তি অনেক খারাপ জিনিস। বাইরে ঠান্ডা বাতাস, মৃদু বৃষ্টিপাত হচ্ছে, আমি জানালার ধারে শুয়ে আকাশের দিকে তাকায়ে আসি। খুব কষ্ট হচ্ছে। হয়তো আরও কয়েক বছর পর এসে এই কমেন্টটা দেখবো আর হাসবো। সুদিন আসবেই
~ ২৩ জুন, ২০২৩
ইতিহাসের পাতায় আমিও ছিলাম। সাক্ষী রেখে দিলাম🥀লিংকন ভাইর কন্ঠে অসম্ভব সুন্দর একটা বাস্তব গান❤️ভালোবাসা অবিরাম 🥀
যতো শুনি ততোই ভালবাসা বেড়ে যায় আর্টসেলের এই অপ্রকাশিত "বৃষ্টি ভেজা রাত এর প্রতি" 🥺💝
গানটা যেনো কেমন !! বারবার শুনার পরেও একটুও না শোনার ইচ্ছা তৈরি হয়না!! খালি শুনতেই ইচ্ছা করে।।।
এই গানটা এতই বেশি শুনি যে সবসময় গুন গুন করে গেতেই থাকি।আর আমার প্রিয় মানুষটিকে অনুভব করতে পারি🥰
গানটা সত্যি হৃদয় স্পর্শ করে,প্রতিটা লাইন যেন আমার আকুতির বহিঃপ্রকাশ, কমেন্ট রেখে গেলাম
যদি সত্যিই সেটা বৃষ্টি ভেজা রাত হয়,
আর সে নেই,সে অন্যকারোর হয়ে গেছে তখন এই গানটার ফিল আরো বেড়ে যায়,
আর আমি এই বৃষ্টি ভেজা পথে হাটছি,
একা,সাথে ভেজা দুটি চোখ,আর Artcell এর এই মেডিসিন❤️
গানটা ১৭সালে শুনেছিলাম,এখনো শুনছি💟🌹
২০৩০ সালের জন্য একটা কমেন্ট রেখে গেলাম ২০৩০ সালে ও এই গান এইরকম এই থাকবে ভালো লাগার একটা গান❤️❤️❤️
কষ্ট এতো মধুর হয় এই গান না শুনলে বুঝতে পারতাম না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় (2009-2012).
Ai gan ta sudhu bises kisu manuser ktha mone koria dei kisu bises somoi ar ktha mone kori dei...🙂
Ar seta je keo hoite pare jmn family ar keo ba friend ba ma baba je keo 🖤🖤
আমার বড় ভাইয়ের ফোনে প্রথম শুনছিলাম গান টা, সম্ভবত ২০০৯/২০১০ এর দিকে। সেই যে শুরু তারপর কতবার শুনছি বলতে পারব না। বৃষ্টির দিনের সঙ্গী লিংকন ভাইয়ের এই অনবদ্য সৃষ্টি।
টিনের চালে ☔বৃষ্টি, একাকিত্ব, ইয়ার ফোন , আর এই 🎶গান 🥰 । অনুভূতি টাই প্রকাশ করার মতো না 🤗
কিভাবে এতো এতো ভালোবাসা দিয়ে মানুষ গুলো স্বার্থপর হয়ে চলে যায়।।।
যত শুনি ততই নতুন লাগে❤️
গানটির অফিশিয়ালির রিলিজ এর আশায় গত কয়েক বছর ধরে বসে আছি❤️
সেই ক্লাস ৫ থেকে শুনে আসছি। এখন.. এখনও ভার্সিটির নির্ঘুম রাতের সঙ্গী এই গান।হয়তো আজ থেকে ১০ বছর পরও এরকমই কোনো রাতের সঙ্গী হবে,আবারো।হয়তো এখনের মতো পুরনো স্মৃতি মন্থন করবো,আবারো।
খুব বৃষ্টি হচ্ছে, প্রিয় মানুষটি প্রায় 70 কিমি দূরে তাই গানটির কথা মনে পড়ে গেল
রুপা!
হাতে সিগারেট, মনে তুমি, কানে তোমার প্রিয় গান।
ভালোবাসি তোমাকে রুপা🖤
Artcell is such a band that we can be proud of..
যাকে ভালোবাসি, সে আমার সাথেই আছে। তারপরও হারানোর ভয় হয়।
আর ভয়টা কষ্টে পরিণত হয় যখন গানটা শুনি।
আর তখন চোখটাও ভিজে যায় কোন এক অজানা আশংকায়।
ভালোবাসার জয় হোক💕
True love 😍
Tore k valobase dhamra patha 10 takar কাউয়া biriyani khas abar prem koros khadas er pola
what tne fuck @@grandmaonweed7867
জীবন্ত লাশের তদন্ত হয়না
তদন্ত হলে প্রিয় মানুষটির ফাঁসি অবধারিত😂💔
প্রথম প্রেম ছিলে তুমি।প্রথমটা সবসময় প্রথমই হয়।অনবদ্য,অনিন্দ্য🌸
যতবার বৃষ্টি ততবারই তুমি
ততবারই এই গান টা
ততবারই হৃদয়ে রক্তক্ষরণ
ততবারই মরতে মরতে বেঁচে ফেরা💔
যেখানেই থাকো প্রিয়তা
আল্লাহ তোমাকে ভালো রাখুক 🖤
তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই
শুধু ভালোবাসা আছে🖤
কত শত বার যে শুনেছি, আজও শুনলে চির নতুনের স্বাদ পাই 😍
Sm to you
মনের ভূলেও নেক্সট টাইম এইসব গান শোনা যাবেনা 🥺❤😭
মুগ্ধতা জড়াবো সৃষ্টিতে,ভালোবাসা থাকলো সৃষ্টির স্রষ্টাকে ঘিরে........ভালোবাসি আর্টসেল
১৭ বছর পরেও গানের অর্থটা বুকে লাগে।
ঝরে যাওয়া সব অশ্রু বলে, তারা তোমাকে চায়।
হৃদয়ে যত অনুভূতি আছে, তারা তোমাকে চায়।
Right Information
২০০৮ সাল থেকে শুনেই যাচ্ছি, একই রকম ভাল লাগে, অনুভূতিও সেই রকম
যাকে মন ভরে ভালোবাসবেন,সে আপনাকে কষ্ট দিবে...
তবুও ভালোবাসি...😍😍😍
thik 🥺
এই গানটির সাথে জীবনের খুব সুন্দর একটি স্মৃতি জড়িয়ে আছে! 🖤
কিন্তু সেই মানুষটাই আমার আর নেই।
প্রথম তার কাছেই এই গান শুনেছি, গানটা অনেক ভালো লাগে,২০১৮ সালের দিনগুলোর কথা মনে করিয়ে দিল❤️
এই গানটার প্রতিটা লাইন অন্তরকে ছিড়ে ফেলে, ক্ষত-বিক্ষত করে ফেলে।( আর্টসেল মানেই ভালবাসার এক অনন্য অনুভূতি) অনেক ভালবাসি নিলীমা আপনাকে❤️❤️
অহ নো এই পর্যন্ত ১০ বার শুনছি সেই গাইছেন ব্রো 😍😍
2024 এ কে কে আছে?
Hmm🙂💔
Ami achi,, 😐💔
শুধু ২৪ এ না ভাই😅 বৃষ্টি পড়লেই গান টা শুনি, যেমন এখনো শুনিতেছি 😊❤️🩹
Ami
ami ache 2025
The first album i gifted my gf!now wife!so much emotion!
সত্যি বলতে এই গানটার মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে আবার প্রেমের কষ্টের কথা বর্ণনা করা হয়েছে
আজ ডিসেম্বর ৬ ঘূর্ণিঝড় জাওয়াদের চলছে,সাথে বৃষ্টি আর ভালো লাগার তুমি,
ধন্যবাদ আর্টসেল💜💜
এখন শুনতেছি
রাত ১:৪৭, বাহিরে ঝড়বৃষ্টি,
তুমি নেই পাশে, তাই সময় কাটে না...
ভার্সিটি, ট্রেন,কাশফুল,আর্টসেল মিলে মিশে একাকার ছিলো। হায় সি ইউ,মিস ইউ।
r you cu student?
@@jesminfarzanaR. হ্যা ছিলাম। ২০০৮-২০১৩ স্বপ্নীল এক সময়।
ঝড়ে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়!!!
আহ! আবার সেই বৃষ্টি,
অন্ধকার রাত আর প্রিয় গানের সুরে তোমার স্মৃতিগুলো রোমন্থন করা...❤
একজন বিশেষ মানুষের মুখে আমাকে উৎসর্গ করে গাওয়া এইগান টা মুহুর্তেই মনে গেথে যায়। স্মৃতিদের সাথে গান টাও আমার সাথি হয়েই রয়ে গেছে😌💘
এই গানটা ধরে জীবনে অনেক সময় পাড়ি দিয়েছি। Missing borno vai...
অসম্ভব সুন্দর একটি গান ।খুব প্রিয় ।
Any one 2019?? 🙂🙂❤️
🖐
Me
me now
Meh
@@sumaiyatisha1014 how old u r inbox a asbe
আবারও শুনতে চাই। এই গান টা। ❤️
আসলেই বোঝানোর মতো না অনুভুতি গুলো 💔 দিন শেষে হাজারো কমেন্ট জমা হয় এই আভিযোগের বক্সেরের ভিতরে।
লিংকন দার কণ্ঠে কি এক অদ্ভুত বিষণ্ণতা আছে।শুনলে মনে হয় কেবল এই গান সত্যি,বাকি সব মিথ্যে।
২০২০
বেচে থাকলে পরের বছর আর ১টি কমেন্ট করবো।
inshalla...
ভাইকি বেচে আছেন নাকি নাই?
@@hayatmahmud9994 এক বছর এখনও হয়নি..৷ কমেন্ট করেছে ৮ মাস মাত্র...
Porer bocor bolse☹️
Vai apne vaica asan