মাটি ছাড়া সম্পূর্ণ জৈবভাবে কম পয়সা খরচ করে কিভাবে বাগান করবেন, খাতায় লিখে রাখুন।

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 266

  • @Mogahiuhehem
    @Mogahiuhehem 2 роки тому +1

    Khub sundor porishkar porichhonno bagan

  • @tapasimohinta1488
    @tapasimohinta1488 2 роки тому +5

    ভীষন ভাল লাগল ভিডিও টা 🙏
    আমি ও একা এরকম জৈবভাবে নিখরচায় গাছের সেবা করি ও শান্তি পাই । আপনাদের সকলের কথা শুনে শিখি ও এপ্লাই করি ।

  • @sumantamondal3452
    @sumantamondal3452 2 роки тому +22

    বেগুন গাছের কচি ডাল কেটে সব পাতা ছেটে নিয়ে 1 ইঞ্চি এলোভেরা র জেলি যে 10 মিনিট কাটা জায়গায় লাগিয়ে রাখতে হবে ।তার পর কাঠি দিয়ে ভিজে মাটি তে গর্ত করে ডালটি বসিয়ে ,প্লাস্টিক বোতল কেটে সেটা ঢাকা দিয়ে রাখতে হবে ।1মাস এ succesful হয়ে যাবে।এটি আমি 4 বছর আগে করে সফল হয়েছি।

  • @subratakumardey2707
    @subratakumardey2707 2 роки тому +1

    Asadharan bagan Asoke babur,aar Samardakeo dhanyabad Ami anekbar dekhechi ar darun vabe inspired hoyechi,khub bhalo laglo

  • @asifibrahim2806
    @asifibrahim2806 2 роки тому +1

    Khub sundor video dechalen, thankyou
    Somuch dada.

  • @Anrita..d
    @Anrita..d 2 роки тому +2

    খুব খুব সুন্দর বাগান দাদা ও দিদি র

  • @namitasarkar4250
    @namitasarkar4250 2 роки тому +1

    Asadharon. Onk kichu shekhar. Valo laglo

  • @manoshigodwillmakeawayaame2525
    @manoshigodwillmakeawayaame2525 2 роки тому +2

    অনেক ধন্যবাদ এত সুন্দর ছাদ বাগান দেখানোর জন্য

  • @sweetymukhivl-shraddha-4872
    @sweetymukhivl-shraddha-4872 2 роки тому +1

    Khub sundor bagan khub valo laglo

  • @palyscreativeactivity7196
    @palyscreativeactivity7196 Рік тому +3

    কি দারুণ করছেন ওনারা। আমিও সবজি করতে ভীষণ ভালোবাসি।

  • @gayetribiswas3182
    @gayetribiswas3182 2 роки тому +1

    Darun laglo... video ta r o kichu khon hole valo hoto.....

  • @isratjahan2999
    @isratjahan2999 2 роки тому +1

    Ami Bangladesh theke dkhi..somor dadar ei video gulor jnno bagan er onk kichu sikhi..khub valo lage..

  • @garden5728
    @garden5728 2 роки тому +1

    Onader dekhe amio kather guro die gach basaano suru korechi. Jal kam lage . Onader sahoj sarol kathaa khub valo lage

  • @sanjibkumarmondal1437
    @sanjibkumarmondal1437 2 роки тому +7

    খুব সুন্দর এক ছাদবাগান, শুধু বাগান নয় শেখার ও জানার বাগান। আরও সুন্দর হোক ধন্যবাদ দাদা,দিদি ও সবাই কে।

  • @mahuyasil9944
    @mahuyasil9944 2 роки тому +3

    অসাধারণ লাগলো খুব সুন্দর হয়েছে দাদার ও দিদির বাগান একদম মন ভরে গেল। অসংখ্য ধন্যবাদ সমরদা ভালো থাকবেন।

  • @annikajain162
    @annikajain162 2 роки тому +1

    Khub khub sundar dada didir bagan,khub bhalo thakben apnara r amar pronam neben

  • @suparnamondal2607
    @suparnamondal2607 2 роки тому +2

    এক কথায় অসাধারণ বাগান

  • @shilpighoshofficial564
    @shilpighoshofficial564 2 роки тому +1

    Ageo dekhechilam apnader bagan khub valo legechilo, ajkeo khub valo laglo..

  • @pampadas3381
    @pampadas3381 2 роки тому +1

    Apnara puroshkar poar joggo lok. Thank you samarda

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 роки тому +6

    সত্যিই খুব সুন্দর দাদা দিদির বাগান অনেক কিছু শিখতে পারলাম ভালো থাকবেন সব সময় 👌❤🙏

  • @subratapal6047
    @subratapal6047 2 роки тому +1

    দারুন দারুন সুন্দর,,সত্যিই খুব ভালো লাগলো।

  • @samarpitabhattacharjee9161
    @samarpitabhattacharjee9161 2 роки тому +1

    Khub sundor bagan upnader.....eta k sundor bhabe maintain o korchen....r sotti upnader puroskar dewa uchit.....

  • @gayatriadhikarygain2127
    @gayatriadhikarygain2127 2 роки тому

    Khub sundar video, natun jinish shiklam,Kath guro dam kmn bolle valo hoi

  • @kkhatun1
    @kkhatun1 2 роки тому +1

    Apnadar garden ta khubi sundor 👍

  • @hobbyofsulekha5525
    @hobbyofsulekha5525 2 роки тому +1

    Dada,khub valo laglo. One kichui shikhlam thanks.

  • @keyamitra4420
    @keyamitra4420 2 роки тому +2

    সত্যিই অসাধারণ এই মহেশতলার দাদা দিদি র বাগান। দিদির প্রথম কাঠের গুঁড়ো তে অসাধারণ জবা দেখিয়ে ছিলে সমর ভাই, এই নিয়ে বোধহয় তিনটে ভিডিও দেখলাম। এবার দেখলাম, উঠোনের বাগান। অসাধারণ সবজি সাথে সুন্দর পদ্ধতি। সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্য এই দাদা ও দিদি। অনেক শুভেচ্ছা দাদা ও দিদি কে। দিদির শরীর একটু খারাপ হয়ে গেছে মনে হোল। সুস্থ থাকুন দিদি। নাতনি ও অনেক বড় হয়ে গেছে।💖💖💖 আমরা অনেক শিখলাম আপনাদের কাছে।🙏🙏🙏

  • @anupagon8427
    @anupagon8427 2 роки тому +1

    Khuuuub Sundar khub bhalo laglo

  • @monoarakhatun8355
    @monoarakhatun8355 2 роки тому +4

    আপনাদের অনেক ধন্যবাদ,আপনারা খুব ভালো মানুষ,বাগান খুব সুন্দর আমিও অনেকদিন আগে থেকেই কাঠের গুঁড়ো দিয়ে গাছ লাগাই
    তবে আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে

    • @susmitadey2610
      @susmitadey2610 2 роки тому

      কাঠের গুড়ো সরাসরি না পচিয়ে ব্যবহার করতে হবে?

  • @sanjibkumarmazumder1015
    @sanjibkumarmazumder1015 2 роки тому +1

    অসাধারণ। আর সমরদার সব কছু বেশ বুঝিয়ে বলে দিচ্ছেন । আমাদের খুবই সুবিধা হচ্ছে। খুব ভালো।

  • @bhanupriyamistri4959
    @bhanupriyamistri4959 2 роки тому +2

    খুব সুন্দর বাগান। কোন তুলনা হয়না

  • @pritikanasardar3385
    @pritikanasardar3385 2 роки тому +1

    অসাধারণ বাগান আপনাদের । অনেক কিছু শিখলাম । ভালো থাকবেন ।

  • @krishnabasuroychaudhuri8904
    @krishnabasuroychaudhuri8904 2 роки тому +2

    অসংখ্য ধন্যবাদ সমর তোমাকে, এত সুন্দর একটা বাগান দ্যাখানোর জন্য।কি সুন্দর বাগান।উঠোন টা কেও কি সুন্দর সাজিয়ে গাছ লাগিয়েছেন ওনারা।মন ভরে যাওয়া ভিডিও।

  • @indranathsinha9758
    @indranathsinha9758 2 роки тому +2

    সমর বাবু ,, আপনি কথা রেখেছেন
    এরজন্য আপনাকে অনেক ধন্যবাদ।। আজকের দিনে কতো কিছুই সম্ভব ,, আপনার গাছ সংক্রান্ত ভিডিওগুলি দেখলে সেটা বোঝা যায়।। সোজা কথায় কোলকাতার মানুষরা শুধু কংক্রিটের মধ্যেই সীমাবদ্ধ ,,
    তাদের সচেতনতা বৃদ্ধি পাবে আপনার ভিডিও দেখলে ।।
    নমস্কার ,

  • @sujaynayak6352
    @sujaynayak6352 2 роки тому +1

    অসাধারণ সাথে কাকুরঅসাধারণ দাড়ি

  • @tapasimukherjee8825
    @tapasimukherjee8825 2 роки тому +1

    দারুণ দারুণ দারুণ ।আজ সব কিছু পরিষ্কার করে বুঝলাম। এই মিডিয়া তে করলে ছাদে চাপ কম পড়বে।

  • @p.garden494
    @p.garden494 2 роки тому +4

    এই দাদা ও দিদি কিভাবে কাঠগুড়ি দিয়ে বাগান করছে।দেখার মতো । একেবারে বিপ্লব এনে দিয়েছে। ধন্যবাদ 👍👍👍👍

  • @AMARCHOTTOCHADBAGAN
    @AMARCHOTTOCHADBAGAN 2 роки тому +1

    আজকের ভিডিও অসাধারন একটি ভিডিও অনেক কিছু শেখার আছে

  • @mousumichatterjee4605
    @mousumichatterjee4605 2 роки тому +3

    দাদা আর দিদির ভিডিও আবার দেখতে পাবো ভাবিনি
    খুব ভালো মানুষ 🙏🙏
    দুজন কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏
    ওনাদের আগের ভিডিও দেখে
    দুই দিনের মধ্যেই কাঠের গুঁড়ো জোগাড় করেছি
    তার এক সপ্তাহ পর গাছ বসিয়েছি খুব ভালো রেজাল্ট
    আমাদের গ্রীন ফ্রেন্ডস্ সমরদার জন্য ই সম্ভব 💚💚💚💚
    ভালো থাকবেন সুস্থ থাকবেন
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ 🙏🙏

  • @nijamgardening
    @nijamgardening 2 роки тому +1

    খুব ভাল বাগান দাদা

  • @biswanathmondal7721
    @biswanathmondal7721 2 роки тому +1

    খুব ভালো লাগলো আপনারা এই ভাবে চালিয়ে যান।

  • @umadebbarma916
    @umadebbarma916 2 роки тому +3

    দাদা দিদির আইডিয়া দুর্দান্ত জলের ঘর থেকে শুরু করে বাগান করে পরামর্শ সবটাই দারুন ভার্মি আর কোকোপিট দিয়ে গাছ লাগানোর আইডিয়া আছে কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে গাছ দাদা দিদির কাছ থেকেই শিখলাম আগের ভিডিও অনেক বার দেখেছি এইটাও দেখলাম অসাধারণ লাগলো আমিও চেষ্টা করছি দাদা দিদিকে অসংখ্য ধন্যবাদ আর গ্রিন ফ্রেন্ডস আছে বলেই আমরাও বেঁচে আছি বাগান করে তাই সমরকেও ধন্যবাদ ভাই।

  • @pankajchakravarty8155
    @pankajchakravarty8155 2 роки тому +4

    কথাটা একদম সত্যি, দিদির হাতে গাছ হয়, সবার হাতে কিন্তু গাছ হয়না,ভালো থাকবেন অশোক দা ও সাগরিকা দিদি

  • @dolibose930
    @dolibose930 2 роки тому +1

    খুব সুন্দর একটা বাগান।

  • @tarunray1955
    @tarunray1955 2 роки тому +1

    খুব ভাল লাগল। দেখতে যাওয়ার ইচ্ছা আছে।

  • @nibeditabhattacharyya2118
    @nibeditabhattacharyya2118 2 роки тому +4

    এঁদের কথা বার্তা এতো অমায়িক,সহবতপূর্ণ খুব ভালো লাগে।মনে হলো ভিডিও টা যেন দুম করে শেষ হয়ে গেলো।গাছ কি করতে পারলাম সেটার থেকেও এই যে এতো 2 ভালো লোকের দেখা পাচ্ছি, তাদের নিষ্ঠা,ভালোবাসা দেখছি গাছের প্রতি,এটাই বিরাট পাওয়া আমার কাছে।আর এইসব কিছুই হচ্ছে সমরের অভিনব গ্রীন ফ্রেন্ডস চ্যানেলের জন্য।সমরের জয় হোক আরো আরো💖💖💖💖💖

  • @bengalivloggerkaberi6644
    @bengalivloggerkaberi6644 2 роки тому +1

    এত সুন্দর বাগান সত্যিই দেখে মন ভালো হয়ে যায় আর ইচ্ছে হয় যে নিজেরা কি করতে পারব আর মাটি সত্যিই আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার ছাদে কিছু গাছ লাগানো জন্য অনেকে মাটির জন্য রিকোয়েস্ট করেছি কিন্তু কেউ মাটি দিচ্ছে না এখন দেখছি যে কাঠের গুঁড়তেও বসানো যায় গাছ এখন কাঠের গুড়োর খোঁজ আমি করতে শুরু করে দেব

  • @harharmahadebmukherjee3447
    @harharmahadebmukherjee3447 2 роки тому +1

    Dhonnyo jibon

  • @tarunlaha4718
    @tarunlaha4718 2 роки тому

    Asadharon sabji bagan dekhlam dada🌳🌳🌳🌳🌳

  • @nabinsarkar3834
    @nabinsarkar3834 2 роки тому +1

    কীটনাশক টা খুব ভালো লাগলো।

  • @beorganic4541
    @beorganic4541 2 роки тому +5

    আমি একটা ক্রেটে তাইওয়ান কুল বসিয়েছি কাঠের গুঁড়ো ও ভারমিকমপোসট দিয়ে ।।খুব ভালো রেজাল্ট। ওনাদের কথা শুনেই করেছি।।।

    • @موسيمحمد-ذ1ظ
      @موسيمحمد-ذ1ظ 11 місяців тому

      কাঠের গুড়ো ও গোবর সার দিয়ে মরিচ গাছ লাগানো যাবে

    • @AshisRoy-cy3xz
      @AshisRoy-cy3xz 8 місяців тому

      গুড়ো এনে পচিয়ে দিয়েছেন নাকি সঙ্গে সঙ্গে ব্যবহার করেছেন?

    • @AJSCONCREATER
      @AJSCONCREATER 2 місяці тому

  • @prasenjitmajumdar4794
    @prasenjitmajumdar4794 2 роки тому

    Khub sundor এগিয়ে যান

  • @archanasom1606
    @archanasom1606 2 роки тому +1

    কী যে আমার লাগলো ভালো।
    মনে জাগলো আশার আলো
    খুব বুড়ো হলেও নেইকো ভয়
    কাঠগুঁড়োতেই হবে জয়।।
    সমর'দা আগেও দেখেছি ওঁদের বাগান,
    আজো দেখলাম, দুটো ভিডিওই সুন্দর‌।
    ভালো থাকুন। নমস্কার।

  • @amalsikder9512
    @amalsikder9512 2 роки тому +3

    শুভ দুপুর
    এই মিডিয়াতে করবো
    সবকিছু জোগাড় করছি।
    নেশা তো ছাড়ছে না। গাছ
    বেড়েই চলছে।
    খুব খুব খুবই সুন্দর।

  • @runukar8529
    @runukar8529 2 роки тому

    Sotti ei sab bagan 🌲🌲 theke onek kichu tips pai, ashadharan bagan 🌲🌲

  • @alammidday3050
    @alammidday3050 2 роки тому +2

    রাজস্থানের কোটা শহরে থাকি।। এখানে মাটির প্রচুর সমস্যা।। নতুন পদ্ধতি জানলাম।। কাজে লাগবে।। সমর ভাই,, আপনাকে ধন্যবাদ।। ধন্যবাদ দাদাভাই এবং দিদিভাইকে।। ❤️❤️

  • @mousumimanna7863
    @mousumimanna7863 2 роки тому

    অসাধারন সুন্দর বাগান। খুব ভালোলাগলো।

  • @enakshimajumder813
    @enakshimajumder813 2 роки тому +1

    Khub sundor laglo

  • @abhijitnathsarma3001
    @abhijitnathsarma3001 2 роки тому +1

    খুব সুন্দর বাগান। সব্জী বাগান গুলো দেখতে আমার খুব ভালো লাগে। দাদা দিদি কে অনেক ধন্যবাদ। কীটনাশক ও মাটি বানানু শিখলাম। সুস্থ থাকুন বাগান করুন। ধন্যবাদ।

  • @Uma_Podder
    @Uma_Podder 2 роки тому +3

    আগে ও দাদা দিদির বাগান দেখেছি ওনারা করতে পেরেছে কাঠের গুরো ভারমি কম্পোজ দিয়ে গাছ করতে তাই সকল কে বলেছেন কেন মিথ্যা কথা বলবে খুব সুন্দর সব্জি ফুল পদ্ম হয়েছে ভীষণ ভালো লাগলো ওনাদের দেখে আমি ও কাঠের গুরো এবং গোবর সার খোল মিসিয়ে গাছ লাগিয়েছি খুব সুন্দর গাছের চেহারা ফল গাছ সব্জি ফুল সবই হচ্ছে অনেক শুভেচ্ছা দিদি এবং দাদা কে এতো সুন্দর বাগান করার জন্য অনেক ধন্যবাদ সমর কে আমাদের সামনে তুলে ধরার জন্য

    • @susmitadey2610
      @susmitadey2610 2 роки тому

      কাঠের গুড়ো ব্যবহারের আগে পচিয়ে ছিলেন?

    • @Uma_Podder
      @Uma_Podder 2 роки тому

      @@susmitadey2610 না শুকনো কাঠের গুরো রৌদ্রে শুকিয়ে গোবর সার নিম খোল খোল দিয়ে রেখে দিতে হয় কিছু দিন তারপর গাছ বসালে অসুবিধা হয় না

  • @ritupaul7578
    @ritupaul7578 2 роки тому +1

    Samor da asadharon
    Dada begun gacher dal theke chara hoy
    Amr begun gach potithapon korar somoy duto dal venge giechilo ami emni oi vanga dal matite bosie rekhe chilam dekhlam khub sundor gach hoeche sabai abak
    Ekta amr bondhu ke r ekta amr ma ke diechi duto gach e khub valo hoeche

  • @skhasina1124
    @skhasina1124 2 роки тому

    আমি দাদা ও দিদির ভিডিও দেখে কাঠের গুড়ো দিয়ে গাছ বসানোর চেষ্টা করছি।

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 2 роки тому +1

    যত দেখি ততো ভালো লাগে
    আপনাদের দেখে আমরাও কাঠের গুড়ো দিয়ে চেষ্টা করছি গাছ লাগানো

  • @subhasreechattopadhyay3870
    @subhasreechattopadhyay3870 2 роки тому +1

    oppekhai chhilam ei video dekhbo bole

  • @susmitamitra6022
    @susmitamitra6022 2 роки тому +1

    Unbelievable,Samar da ki dekhalen!! Home gardening er jugantokari abishkar.Thank U dada-didi.

  • @pritimukherjee6172
    @pritimukherjee6172 2 роки тому +3

    খুব ভালো লাগল দাদা।

  • @mandirasarkar7769
    @mandirasarkar7769 2 роки тому +2

    খুব খুব সুন্দর একটা ভিডিও, তবে এই দিদি যে বললেন হলুদের গুনের কথা, খুব সত্যি, দীর্ঘদিন ধরে আমি নিজে ব্যবহার করি |

  • @chitrachatterjee1601
    @chitrachatterjee1601 2 роки тому

    Sotti osadhar on bagan dadar didir

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee Рік тому +2

    Very very nice

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 роки тому +3

    ওনারা সত্যি পুরষ্কার এর যোগ্য দাদা।

  • @rathinbiswas2041
    @rathinbiswas2041 2 роки тому +2

    সত্যিই অসাধারণ সুন্দর আপনার বাগান। এর আগে আপনার ছাদ বাগানের ভিডিও দেখেছিলাম। আর আপনি পুরষ্কার পাওয়ার জন্য ধন্যবাদ। সমরদা কেও ধন্যবাদ সঠিক নির্বাচনের জন্য।

  • @duttaarya999
    @duttaarya999 2 роки тому +3

    চোখ আর কান জুরিযে গেল দাদা 😊😊😊😊😊😊

  • @utpalshaw566
    @utpalshaw566 2 роки тому +1

    Akta gach laganor system ta kora dakhala valo hoto dada.

  • @umapaul7103
    @umapaul7103 2 роки тому +1

    Dada oSagarika didir khub sundor baghan অসাধারণ valo lagche ami didir tips mathai reke poka taranor jonno হলুদ, dela kopur ek cimte diye এক লিটার jole স্প্রে দুই দিন আগে করেছি। এছাড়া nimpata ফুটিয়ে ঠাণ্ডা করে সে জলে হলুদ, ও kopur দিয়ে করি স্প্রে করা।eta কি kora uchit নিজের idea থেকে বলছি??🙏🙏❤️🌳🪴Samar dada bhai ke নমস্কার dada ke didi ke জানাই 🙏❤️💚❤️🙏🥰

  • @samirghosh-js2rq
    @samirghosh-js2rq Рік тому +1

    খুব সুন্দর

  • @sudeshnamukherjee2628
    @sudeshnamukherjee2628 2 роки тому +1

    অসাধারণ ভিডিও 👌👌👌

  • @prithwishnaskar7239
    @prithwishnaskar7239 2 роки тому +1

    Asadharon sundor dada didir bagan...ar age Chad bagan dakhache r akhon ground ar sobjir bagan daklam darun laglo...thank you Samar Da ke o dada didi ke onek kichu sikhate o jante parlam...sobai valo o sustho thakben ❤💚❤

  • @anandbansfore8718
    @anandbansfore8718 2 роки тому +1

    Kaka ke dekhe ram krishna pramhonse lagchhen,same daari muchh

  • @simadutta3296
    @simadutta3296 2 роки тому +1

    Ki darun

  • @debasmitabaidya9542
    @debasmitabaidya9542 2 роки тому

    Ashadharoooon sb ideas thank u 🙏

  • @aratiaich6291
    @aratiaich6291 2 роки тому +1

    দারুন দারুন দারুন সুন্দর।মিলন উৎসবে দাদা দিদির সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে নেবই

  • @sharmisthakundu9182
    @sharmisthakundu9182 2 роки тому +2

    Darun ❤

  • @skhazrat4198
    @skhazrat4198 2 роки тому

    এয় প্রথম দেখলাম আমরা চ্যানেলটা খুবই ভালো লাগলো। সাবস্ক্রাইবার করলাম

  • @avijitmanna6162
    @avijitmanna6162 2 роки тому +1

    আমি একটা ছোট্ট ছাদ বাগান করেছি ,আমার সবার বাগান দেখতে খুব খুব ভাল লাগে।

  • @jabershoun3225
    @jabershoun3225 2 роки тому +1

    আমি তো আপনাদের বন্ধু হয়ে গেছি। আমি বাংলাদেশ থেকে।

  • @rupaliroy357
    @rupaliroy357 2 роки тому +2

    এই দাদা আর দিদির ভিডিও দেখতে খুব ই ভালো লাগে। খুব অমায়িক। এনাদের ভিডিও দেখে আমি বেগুনের ডাল কেটে বসিয়ে ছিলাম, বেঁচে গেছে

  • @bidishapaul9275
    @bidishapaul9275 2 роки тому +3

    গাছেদের সাথে উনাদের আত্মার আত্মীয়তা। তাই গাছগুলিও উনাদের ভালোবাসায় সাড়া দেয়।

  • @dulalipaul6775
    @dulalipaul6775 2 роки тому

    Osadaron

  • @antarapaul6150
    @antarapaul6150 2 роки тому +1

    খুব ভালো লাগলো ❤️❤️❤️

  • @monikapal4243
    @monikapal4243 2 роки тому +1

    Bol6i somor da dragon gach ki 6ade rakbo aai borsay.aktu bolben.

  • @purabidey3106
    @purabidey3106 2 роки тому +1

    অসাধারণ একটা বাগান দেখলাম। মিলন উৎসবে দাদা এবং দিদির সাথে দেখা করার অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন 🙏

  • @krishnajana7618
    @krishnajana7618 2 роки тому

    সমর, দাদা -দিদির আগের ভিডিও টা দেখেছি খুব ভালো লেগেছিল । ওটা দেখে আমিও কয়েকটা গাছ ওই ভাবে টবে বসিয়েছি বক্স জানালাতে য়াতে টব ভারী না হয়।
    আজকের ভিডিও টা ও দেখলাম খুব ভালো লাগলো।
    ধন্যবাদ ।

  • @shampabhattacharjee5604
    @shampabhattacharjee5604 2 роки тому +1

    সত্যিই অসাধারণ

  • @surajitnath6329
    @surajitnath6329 2 роки тому

    Apnader eta bagan noi eta hayche sabujer sargo ragoo sotty mon vore gelo dada ei rakam bagan dake. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @pritichatterjee4877
    @pritichatterjee4877 2 роки тому +2

    অসাধারণ লাগলো। ওনাদের আগের একটি ভিডিও তে দেখেছিলাম জবা বাগান। সেখানেও ওনারা কীটনাশক হিসাবে হলুদ, নিম আর কর্পূর ব্যবহার করেন
    আমার জিজ্ঞাস্য যে কুড়ি ঝরে পড়া, পাতা কোচকানো বা পাতা হলুদ হয়ে যাওয়া এগুলোর ক্ষেত্রেও কি ওই একই কীটনাশক এ কাজ হবে? জবা গাছ নিয়ে খুব সমস্যায় আছি

  • @parbatisannigrahi5084
    @parbatisannigrahi5084 2 роки тому +2

    অসাধারণ সুন্দর বাগান। দারুণ ভাবে বোঝালেন। অসংখ্য ধন্যবাদ সমর দা।🙏🙏🙏🙏🙏

  • @dipadebnath8440
    @dipadebnath8440 2 роки тому

    অসাধারন বাগান 👌👌👌

  • @ayandutta2173
    @ayandutta2173 2 роки тому

    Asadharan 😍

  • @diptidutta9842
    @diptidutta9842 2 роки тому

    Apurba.. Prochestar mullyoban fol👌👌👌👌

  • @debasismondal4873
    @debasismondal4873 2 роки тому

    খুব সুন্দর করে বাগান করছেন আপনাদের বাগান দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমি ও এই মিডিয়াতে গাছ করার চেষ্টা করবো। ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏

  • @jhornasfashionablehouseban4207
    @jhornasfashionablehouseban4207 2 роки тому +1

    দাদা ভাই আপনার ভিডিও টা সম্পুর্ন দেখা ছাড়া ভালো লাগে না খুব সুন্দর