অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না হলে ও এটাই সত্যি সকল ছাদ বাগানির কাজে লাগবে/Green Friends/

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2022
  • #rooftop_farming #rooftop_garden_overview
    অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না হলে ও এটাই সত্যি সকল ছাদ বাগানের কাজে লাগবে এই ছোট্ট ভিডিওটি,
    ছটি টব রাখার জায়গা তে 36 টা টব রাখা যাবে। এমন অভিনব পদ্ধতি আমাদের দেখিয়ে দিলো বারাসাত এলাকায় সংলগ্ন শ্যামলদা থাকেন তিনি এও বলে দিয়েছেন কেউ যদি এই পদ্ধতি করতে চান তিনি তার বাড়িতে গিয়ে তৈরি করে দেবেন ছাদে বাগান করা দিনে দিনে আমরা অনেক নতুন নতুন ভাবনা জানতে পারছি।
    ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষকে ছাদে বাগান করতেই হবে এবং তাদের নিজেদের মতন করে চেষ্টা কোন রকম ভাবে ছারলে হবে না অনেকের ছোট্ট জায়গা ছাদে বাগান করার তেমন কোনো সুযোগ নেই কিন্তু আমরা তাকে খুব সুন্দর ভাবে গাইডলাইন করে সুযোগ তৈরি করে দেবো ছাদে বাগান করার জন্য আজ যে ভিডিওটি নিয়ে এসছি সত্যি তাই যাদের ছোট্ট জায়গা বা আমার মতন ছোট্ট ছাদ বাগান তাদের খুব কাজে লাগবে এই সুন্দর একটি ছোট্ট ভিডিও এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ছাদে বাগান করার জন্য।
    খুব সুন্দর করে বোঝানো হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আপনারা ভিডিও ছেড়ে কেউ চলে যাবেন না সুন্দরভাবে দেখে এই একটি ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন কোন অসুবিধা হবেনা বাগান করার জন্য প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থাকবেন এই আশা রাখি।
    এই পদ্ধতিতে বাগান করলে আপনি শীতের সমস্ত ধরনের শীতের গাছ করতে পারবেন যেকোনো ধরনের সবজি বাসাক জাতীয় সবজি আপনারা করতে পারবেন।
    এছাড়া সারা বছর যে সবজি গুলি আমরা বসায় টবের মধ্যে সেই সমস্ত কিছু করতে পারবেন এই সুন্দর পদ্ধতি অবলম্বন করে সুতরাং আপনারা চেষ্টা করলে একটা দুটো এই ধরনের টাওয়ার বানাতে পারেন কোন অসুবিধা হবে না বানাতে গিয়ে কারণ ভিডিওতে খুব সুন্দর ক্লিয়ার করে বোঝানো হয়েছে যাতে আপনারা সকলে নিজেদের মতন করে তৈরি করতে পারেন এই চ্যানেল আপনাদের তাই যত সহজ করে বোঝানো যায় তত সহজ করে বোঝানো হয়েছে সম্পূর্ণ ভিডিওতে।
    তবে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নরমাল মাটি ব্যবহার করতে পারেন বা হালকা মাটি যেগুলো আমরা বলি সেগুলো ব্যবহার করতে পারবেন আর গাছ আপনার পছন্দ অনুযায়ী বসাতে পারবেন সেটা তে কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই খাবার জল কিভাবে দিয়েছেন কিভাবে দেন মোটামুটি সব কিছু কিন্তু বলা হয়েছে এই ছোট্ট কুড়ি মিনিটের একটি ভিডিওতে তাই ভিডিও ছেড়ে না বেরিয়ে সুন্দরভাবে পদ্ধতিটা জেনে নিন আর সেই পদ্ধতি অবলম্বন করুন আপনার কাজ গুলি কে।
    আমরা সকলে ছাদ বাগান করি কিন্তু আমরা আমাদের নিজেদের জ্ঞানের কথা না বলে আমাদের চারিপাশে যে সমস্ত মানুষ ছাদে বাগান করছে তাদেরকে যদি তুলে ধরা হয় তাহলে বাগান করার চেয়ে আলাদা একটি ভালোবাসা আছে বা তাদের যে গানগুলি আছে আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আগামী দিন পৃথিবী সবুজ হবেই হবে চলুন আমরা সমস্ত খালি ছাত্রলীগে ফল ফল সবজিতে ভরিয়ে তোলে নিজেদের মতন করে আজ এতোটুকু দিলাম এর পরে আবার নতুন নতুন ছাদ বাগান গুলি আসছে শুধুমাত্র আপনাদের জন্য।
    শুধুমাত্র এই চ্যানেলে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনা ও পশ্চিমবঙ্গের কিছু কিছু পাশের রাজ্যগুলিতে বা জেলাগুলিতেও আমরা ভিডিও করে থাকি চ্যানেল ফলো করুন ও চ্যানেলের সঙ্গে সর্বদা থাকুন ছাদে বাগান বা ছাদে সবজি বাগান যাই আমরা করি না কেন আমাদের চেষ্টা সর্বদা থাকবে অন্যরকম সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর রোজ দুপুর একটায় নতুন যে ভিডিও ছাড়ি আপনাদের জন্য সেগুলি যারা বাগান করে না তাদেরকে একটু একটু করে শেয়ার করুন কারণ ভালো থাকতে গেলে অবশ্যই ছাদে বাগান করতে হবে আর বাগানের থেকে বড় নেশার জিনিস আর আমাদের অন্য কিছু হতেই পারে না তাই বাগান সর্বদা আপনাদের সঙ্গে নিয়ে চলতে হবে।

КОМЕНТАРІ • 289

  • @shyamalkrishnasarkar1677
    @shyamalkrishnasarkar1677 2 роки тому +19

    এই ভিডিও দেখে একজনও যদি উপকৃত হন আমার ভালো লাগবে, বারাসাতে কাছাকাছি যারা থাকেন তারা সরাসরি আমার বাড়ী এসে আরো এই বিষয়ে জানতে পারেন, আমি সত্য ভারতী বাণীনিকেতন স্কুল রোডে থাকি,
    আশাকরি আমার ছাদ বাগান সবার ভালো লেগেছে।
    যারা কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ,
    গ্রুপ মিটে দেখা হবে বারাসাত বাদু তে,

    • @greenfriends8901
      @greenfriends8901  2 роки тому

      Thank you ☺️

    • @debjanichakraborty6633
      @debjanichakraborty6633 2 роки тому

      Ami barasat e thaki dada...Noapara te, near barasat rly station...apnar thikana ta jodi bolen

    • @banasridsa5199
      @banasridsa5199 2 роки тому

      Apurbo !!!

    • @ujjalchatterjee8260
      @ujjalchatterjee8260 2 роки тому

      নমস্কার শ্যমল দা আমি ujjal chatterjee Barasat Hridaypur more বাসি একদিন আপ নার বারি জেতে চাই Teliphone করে সমোয় নিয়ে নিবো।

    • @anapurnapaul8983
      @anapurnapaul8983 2 роки тому

      Onek valo laglo dafa apnar kotha sune.binaparissromike eto ta helf korbe. Sune dada.

  • @namitaroy6477
    @namitaroy6477 2 роки тому +2

    সত্যি দারুন এবং অভিনব

  • @tohidulislam723
    @tohidulislam723 2 роки тому +1

    ছয় তলার মল পুরো টাই সবজি চমৎকার আইডিয়া

  • @sneha13
    @sneha13 2 роки тому

    খুব খুব খুবই সুন্দর আইডিয়া সমরদা দারুন ভালো লাগলো, খুবই উপকৃত হলাম

  • @keyamitra4420
    @keyamitra4420 2 роки тому +2

    সত্যিই অভিনব পরিকল্পনা। অনেক শুভেচ্ছা শ্যামল বাবু কে। কত সুন্দর সুন্দর জিনিস জানতে পারছি green friends এর জন্য। আর সমর ভাই ঠিক খুঁজে খুঁজে বের করে আমাদের জন্য।😊 অনেক ধন্যবাদ ভাই তোমাকে। আর দাদা যেভাবে সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার তুলনা নেই। অনেক 🙏🙏 দাদা কে।

  • @sudeshnamukherjee2628
    @sudeshnamukherjee2628 2 роки тому

    খুব ভালো একটা ভিডিও দেখলাম আর বাগান টাও খুব সুন্দর।

  • @purabidey3106
    @purabidey3106 2 роки тому +1

    খুব ভালো লাগলো। অভিনব পদ্ধতি।আমার ছাদ ও খুব ছোট।আমি অবশ্যই চেষ্টা করবো।

  • @ramkrishnachakraborty9804
    @ramkrishnachakraborty9804 2 роки тому +1

    নতুন নতুন জিনিস জানতে এবং শিখতে পড়ছি ।ধন্যবাদ ।

  • @cookwithjemi
    @cookwithjemi 2 роки тому +1

    Khub sundor,olpo jaigai evabe bagan toiri dekhe valo laglo amr

  • @deepsaha1758
    @deepsaha1758 2 роки тому +1

    সত্যি অসাধারণ, এতো সুন্দর একটা আইডিয়া ভাবা যায় না ভীষন সুন্দর লাগলো

  • @debasishInda
    @debasishInda 2 роки тому +1

    খুব সুন্দর একটি পদ্ধতি। অল্প জায়গায় বাগান সবাই করতে পারে। অসংখ্য ধন্যবাদ সমরদা এই রকম ভিডিওর জন্য।🙏🙏🙏🙏

  • @surajitnath6329
    @surajitnath6329 2 роки тому +1

    Darun darun laglo video ta dake ato sundor tower gulo je uni baneyeche sotty asadaran laglo video ta dake. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @hirusenapati5578
    @hirusenapati5578 2 роки тому +1

    অসাধারণ সুন্দর হয়েছে

  • @keyadas8134
    @keyadas8134 2 роки тому +1

    Darun khub valo idea kaje lagbe

  • @bitheekahowlader9902
    @bitheekahowlader9902 2 роки тому +1

    সত্যি দারুন আইডিয়া। সময় করে আসবো। সাহায্যে র আশা রাখছি। ধন্যবাদ শ্যামল দাদা ও সমর সাদা।

  • @suklanag4001
    @suklanag4001 2 роки тому

    খুব সুন্দর বাগান , অসাধারণ বুদ্ধি । আমিও ছাদ বাগান করি খুব ভালো লাগে বাগান করতে

  • @shilpighoshofficial564
    @shilpighoshofficial564 2 роки тому +1

    অভিনব পদ্ধতি দেখে শিখলাম, ঝুব ভালো লাগল।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 роки тому

    এতো সুন্দর অনবদ্য একটি বাগান করার প্রদ্দ্বতি জানতে পারলাম ভালো লাগলো খুব সুন্দর হয়েছে 👌🙏

  • @kabitaghosh2972
    @kabitaghosh2972 2 роки тому

    দারুন আবিষ্কার। অনেকের কাজে লাগবে। শুভেচ্ছা রইল শ্যামল বাবুর জন্য। আর সমরবাবুর জন্য রইলো অনেক ধন্যবাদ🙏💕।

  • @banasreechakrabarty1120
    @banasreechakrabarty1120 2 роки тому +1

    Khub sundor shikkshamulok vidio

  • @18sohamghosh7c6
    @18sohamghosh7c6 2 роки тому +2

    সত্যিই অসাধারণ I একদম নুতন আবিষ্কার I ধন্যবাদ দাদা নতুন কিছু দেখানোর জন্য I

  • @anuradhamondal3
    @anuradhamondal3 2 роки тому +1

    অসাধারণ ভাবনার প্রকাশ

  • @sknasir9481
    @sknasir9481 10 місяців тому +1

    Ek kothai darun darun osome

  • @tarunlaha4718
    @tarunlaha4718 2 роки тому

    Asambhav sundor ekta notun gardening idea pelam Samar Da many-many thanks 🙏🙏🙏🙏🙏

  • @amitavadas9873
    @amitavadas9873 2 роки тому +1

    অভিনব অভিঞ্জতা পাওয়া গেলো ।

  • @malachakraborty1472
    @malachakraborty1472 2 роки тому

    খুবই ভালো আইডিয়া 👍👍

  • @pratimasarkar808
    @pratimasarkar808 2 роки тому +2

    Khoob khoob bhalo laglo 👍👍🙏

  • @sampabhaduri6899
    @sampabhaduri6899 2 роки тому

    খুব ভালো লাগলো। একদম নতুন ধরনের বাগান।

  • @bhaskarchakraborty2385
    @bhaskarchakraborty2385 2 роки тому +1

    সমরদা, আমি আপনার চ্যানেল এর সাথে দু বছরের বেশি সময় ধরে জুড়ে আছি, নিয়মিত আপনার ভিডিও দেখি, কিন্তু আজকের এই ভিডিওটি বিশেষ করে শ্যামল বাবুর এই উদ্ভাবন নজির বিহীন।
    দারুন কাজ করেছেন। আমার মতো প্রায় বিনা খরচে ছোট্টো ছাদে যাঁরা বাগান করেন তাঁদের কাছে এই উদ্ভাবন অনেক কাজে লাগবে।
    আর সমরদা ডেসক্রিপশন এ আজ বাংলা টাইপিং এ অনেক গন্ডগোল হয়েছে যেমন 'ছাত্র লীগ ' ইত্যাদি , মনেহয় টাইপিং এর পর এডিটিং এর সময় পান নি। ভালো থাকবেন,
    ভাস্কর চক্রবর্তী সোদপুর উত্তর 24 পরগনা।

  • @susmitamandal5496
    @susmitamandal5496 2 роки тому +1

    Khub sundor idea valo laglo 🙏

  • @sampabanik6905
    @sampabanik6905 2 роки тому

    Bah!! idea ta durdanto.👌👌👌👌Eisab vedio amra Green Friends er doulote nuton nuton vedio dekhte pachchi ,diner din nuton kichu shikhchi, ki asomvob 👌👌❤️sab idea . Thanks 👍👍👍👍

  • @user-yf2jp5jn2v
    @user-yf2jp5jn2v Рік тому

    ছাদের উপড়ে সব্জি বাগান সত্যিই অসাধারণ । বুদ্ধির তারিফ করতে হবেই ।ধন্যবাদ সমরভাই সুন্দর ভিডিও টা দেবার জন্য ❤❤

  • @sougata1231
    @sougata1231 2 роки тому +1

    Khub valo idea... thanks dada share korar jonno

  • @prithwishnaskar7239
    @prithwishnaskar7239 2 роки тому +1

    Darun baper...khub valo laglo dadar ai podhotti...r ato sundor sundor sob Chad bagan dakhanor jonno thanks Samar Da ke r Shamol da kao...valo o sustho thakben ❤💚❤

  • @somasingharoy1487
    @somasingharoy1487 2 роки тому

    শ্যামল বাবু আপনার বাগানের নতুনত্বের ছোঁয়া আছে দেখতে অসাধার লাগছে আপনাকে দেখে ভাবছিলাম বোধহয় নেপালের কোনো ভিডিও দেখছি তারপর শুনলাম বারাসাতে ।

  • @kindergarden2191
    @kindergarden2191 2 роки тому

    এই ভিডিওটি দারুন একটা জিনিস শিখিয়ে ছেন আমার খুব ভালো লেগেছে 👌👌👌🙏🙏🙏

  • @kashinathdas2582
    @kashinathdas2582 2 роки тому +1

    অসাধারণ আইডিয়া

  • @sunitadas23
    @sunitadas23 2 роки тому

    সত্যিই অভিনব পদ্ধতি ,দারুন লাগল

  • @Uma_Podder
    @Uma_Podder 2 роки тому

    ভালো আইডিয়া অল্প যায়গায় সব রকম সব্জি বা ফুল করতে পারবেন অনেক গাছ আছে তবে সব্জি টাই খুব ভালো লাগলো অনেক শুভেচ্ছা দাদা কে এবং সমর কে অনেক ধন্যবাদ

  • @sumitneogi1702
    @sumitneogi1702 Рік тому +1

    Khoob khoob bhalo laglo .

  • @sisirkumarmallick9426
    @sisirkumarmallick9426 2 роки тому +1

    জমির খবর পেয়ে গেলাম। ছাদে এত সুন্দর জায়গা পাওয়া গেছে ধন্যবাদ গ্রীন ফ্রেন্ডকে।

  • @debashisghosh6547
    @debashisghosh6547 2 роки тому +2

    টবগুলো তৈরির পদ্ধতি যদি ভালো করে প্রথম থেকে একটু দেখান তাহলে ভালো হয়।
    খুব সুন্দর পরিকল্পনা।

  • @swapnaacharjee7692
    @swapnaacharjee7692 2 роки тому +2

    দারুন ব্যাপার সত্যিই একটা দারুন জিনিস শিখতে পারলাম সমরদা ও বাগানি দাদা; দুইজনকেই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাদা আর এমন নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন।।

  • @rittikroyvlogs5505
    @rittikroyvlogs5505 2 роки тому +1

    ভিডিওটা খুব ভালো লাগলো আজকের। আবার আজকে একটা নতুন জানতে পারলাম কিছু। থ্যাঙ্ক ইউ সমরদা

  • @ksaren4474
    @ksaren4474 2 роки тому +1

    অদ্ভুত সুন্দর দাদা।

  • @swapanmukherjee2912
    @swapanmukherjee2912 2 роки тому +1

    দারুণ দারুণ দারুণ মুখে ভাষা নেই অসংখ্য ধন্যবাদ 🌹🌹🙏🙏

  • @kakalidey1292
    @kakalidey1292 2 роки тому

    জাস্ট ফাটাফাটি,,👌👌👌,, আমি তো আমার ছাদে করবোই করবো,, যত তাড়াতাড়ি সম্ভব,, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই,,🙏🙏🙏

  • @mohuyaghosh5794
    @mohuyaghosh5794 2 роки тому

    বাহ্ দারুন পদ্ধতি। ছবি টা দেখেই বললাম শুধু। এবার পুরোটা দেখবো👍👍

  • @malabairagi1120
    @malabairagi1120 2 роки тому +1

    অভিনব পদ্ধতি। আমি বারাসাত বাসি হয়ে গর্ব অনুভব করছি আপনার এই পদ্ধতি দেখে। আমিও ছোট খাটো ছাদে বাগান করছি। কিন্তু ছাদ নষ্ট হওয়ার ভয়ে টবের সংখ্যা বাড়াতে পারছিনা। গাছ প্রচণ্ড ভালোবাসি ছোট থেকে।

  • @piusrimani3795
    @piusrimani3795 2 роки тому

    Dada darun laglo video ta dekhe. Khub valo padhoti .Thank you so much dada eto valo valo video amader upohar deoar jonno.

  • @archanasom1606
    @archanasom1606 2 роки тому

    বেশ অভিনব ব্যাপার দেখলাম।ভালো লাগলো। দাদার বাগানপ্রীতিও প্রশংসিত।
    ভালো থাকুন সমর'দা। নমস্কার।

  • @debasmitabaidya9542
    @debasmitabaidya9542 2 роки тому

    Ashadharoooon idea 👏👏👏👏👏

  • @nurunnaharchowdhury8685
    @nurunnaharchowdhury8685 2 роки тому

    অভিনবত্ব আছে, বেশ ভালো লাগলো।

  • @realmec2142
    @realmec2142 Рік тому +1

    আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও আমার অনেক ভাল লাগে।

  • @sandhyaroychoudhuri571
    @sandhyaroychoudhuri571 Рік тому +1

    খুব ভালো লাগলো। আমরা করার খুব ইচ্ছে।

  • @sumanade280
    @sumanade280 2 роки тому +1

    ভীষন উপকারী তথ্য। চেষ্টা করবোই এরকম বানানো র

  • @subrotabiswas62
    @subrotabiswas62 11 місяців тому +1

    Beautiful concept. Tower system of plantation.

  • @JALALUDDIN-nh7gd
    @JALALUDDIN-nh7gd 2 роки тому +1

    সৌদি থেকে দেখছি ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগছে।

  • @udayanmaity889
    @udayanmaity889 2 роки тому

    খুব সুন্দর।খরচ কমাতে বাঁশের সাহায্যে করাও যাবে।

  • @moonmoonbasu7775
    @moonmoonbasu7775 2 роки тому

    Bah... Darun idea 👌

  • @runukar8529
    @runukar8529 2 роки тому

    সত্যিই অভিনব , গ্রীন ফ্রেন্ডস দেখে অনেক কিছু শিখতে পারছি, খুব ভালো লাগলো

  • @umadebbarma916
    @umadebbarma916 2 роки тому +1

    অসাধারণ সুন্দর আইডিয়া আমি একটি টাওয়ার বানাবো ভাবছিলাম তারই মধ্যে গ্রিন ফ্রেন্ডসের এই ভিডিও অতি সহজেই আমার সমস্যা সমাধান ধন্যবাদ দাদাকে আর সমরকে কি বলবো গ্রিন ফ্রেন্ডস সব সময়ই মানুষের মুশকিল আসান করে ভালো থেকো ভাই।

  • @chaitalibag2338
    @chaitalibag2338 2 роки тому +1

    দারুন

  • @parbatisannigrahi5084
    @parbatisannigrahi5084 2 роки тому +1

    সত্যিই একদম অভিনব পদ্ধতি। গ্রীন ফ্রেন্ডস এই পারে এইরকম সুন্দর সুন্দর উপহার দিতে আমাদের।thank you সমর দা অসংখ্য ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samarpitabhattacharjee9161
    @samarpitabhattacharjee9161 2 роки тому

    Khub sundo idea ta....sabji tower....eto sundor sundor video jonnyo onek dhonnobad

  • @madhobibanerjee6038
    @madhobibanerjee6038 2 роки тому

    Ki osadharon idea dakhale samor , khabar b khub valo laglo.

  • @greengardeningwithmallika
    @greengardeningwithmallika 2 роки тому

    ভীষণ সুন্দর আইডিয়া খুব ভালো লাগলো দাদা ভাই সমস্যা থাকবে না এবার মন ভরে ফল ফুল সবজি চাষ করা যাবে

  • @debasismondal4873
    @debasismondal4873 2 роки тому

    খুব সুন্দর করে সাজানো হয়েছে টপ গুলো দেখতে পেয়ে খুব ভালো লাগছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন। অনেক কিছু শিখছি রেগুলার নতুন কিছু দেখছি। খুব ভালো লাগছে দাদা। 🙏🌹🙏

  • @annikajain162
    @annikajain162 2 роки тому

    Khub bhalo laglo darun ekta idea pelam

  • @arundhutisingha3789
    @arundhutisingha3789 2 роки тому +1

    Khub i sundor idea.. Thank you so much dui dada kei.. 🙂nimayl er container o khub valo gach hoi..

  • @jayantanaskar44
    @jayantanaskar44 2 роки тому

    খুব সুন্দৱ ভাবনা দাদাৱ।ধন্যবাদ দুই দাদাকেই

  • @sikhasil550
    @sikhasil550 Рік тому +1

    Shyamol da khub sundor bagan korecho.akdin jabo.

  • @barnaliroy8384
    @barnaliroy8384 2 роки тому +1

    ভাই আজকে অসাধারণ সুন্দর একটা ছাদ বাগানের ভিডিও দেখালে, ভিডিও দেখে মন ভরে গেল, অল্প জায়গায় এত সুন্দর একটা ছাদ বাগান করা আজকের এই ভিডিও টা না দেখলে জানতেই পারতাম না। ভাই প্রত্যেক দিন তোমার জন্য সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও দেখি আর নতুন কিছু শিখতে পারি। ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো, সব সময় আমাদের সাথে থেকো 💕💕💕

  • @priyambadachakraborty8838
    @priyambadachakraborty8838 2 роки тому +1

    Darun. Thank you Somor da r koto kichu dekhbo vabchi.

  • @garden5728
    @garden5728 2 роки тому +1

    Darun idea asaadharn .

  • @jayasreebhattacharyya2283
    @jayasreebhattacharyya2283 2 роки тому

    Ki sundor ekdom prothom dekhlam khub khub valolaglo . Thank you beta valo thakis........mashima

  • @kajalsarkar1754
    @kajalsarkar1754 2 роки тому +1

    বাঃ খুব সুন্দর ব্যাবস্থা ------ খুব ভালো লাগলো। একদম নতুন ব্যাবস্থা।🙏

  • @kamalabhattacharya5347
    @kamalabhattacharya5347 2 роки тому

    ভাই খুব ভালো লাগছে ভিডিও দেখে ❤❤❤

  • @debashisghosh6547
    @debashisghosh6547 2 роки тому +1

    সমর দা তোমাকে অসংখ্য ধন্যবাদ।

  • @dilipsharma4515
    @dilipsharma4515 Рік тому +1

    Samar da darun vedio roj roj Kichu Na kichu natun

  • @shashankanath2156
    @shashankanath2156 2 роки тому

    অসাধারণ, খুব ভালো হয়েছে

  • @mallikabiswas1624
    @mallikabiswas1624 2 роки тому +1

    দাদা আপনার আইডিয়া টা খুব সুন্দর।

  • @rakhidhara5496
    @rakhidhara5496 2 роки тому

    Durdanto baypar, excellent idea 💡 👏 👌, thanks

  • @anupagon8427
    @anupagon8427 2 роки тому +1

    Khub bhalo laglo

  • @chamelirakshit9317
    @chamelirakshit9317 2 роки тому

    আমি ও বাগানি কিন্তু নতুন , বারাসত কাছারি ময়দানের পুলিশ আবাসনে ,সমরের লেকচারে অনুপ্রাণিত হোয়ে শুরু করেছিলাম, কিন্তু সবার মত হোছে না ,, দারুন একটা ঘটনা দেখলাম ,আসুন দাদা ,কাছেই আছি ,,R ব্লক,

  • @mahuyasil9944
    @mahuyasil9944 2 роки тому

    খুব সুন্দর আইডিয়া। বাগান দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সমরদা ও দাদাকে ভালো থাকবেন।

  • @arpitadasgupta7076
    @arpitadasgupta7076 2 роки тому +1

    দারুণ প্রচেষ্টা

  • @beautisarkar6663
    @beautisarkar6663 2 роки тому

    New usefull idea,very thanks

  • @sumanabanerjee3714
    @sumanabanerjee3714 2 роки тому

    খুব সুন্দর আইডিয়া 🌹

  • @sipraskitchen9736
    @sipraskitchen9736 2 роки тому +1

    Asadharan

  • @rabindranathtarafdar8310
    @rabindranathtarafdar8310 2 роки тому +1

    Videota khub sundar laglo. Amio barasate thaki. Ashwinipallyte. Amar proshno, apnar bagane rog pokar upodrob acchekina.

  • @chamelisaha3704
    @chamelisaha3704 5 місяців тому +1

    খুব সুন্দর

  • @bandanachakraborty5086
    @bandanachakraborty5086 11 місяців тому +1

    আমার একদমই ছোটো ছাদ াএই ভাবে টব করার চেষ্টা করবো ❤

  • @pallabray7678
    @pallabray7678 2 роки тому

    ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ।

  • @simadutta3296
    @simadutta3296 2 роки тому

    Darun idea. Sundar sundar vedio deber jannaye dhanyawad

  • @bijoyhandique578
    @bijoyhandique578 2 роки тому +1

    An Ideal Gardener with his own INNOVATIVE & CREATIVE IDEA!!!

  • @suprasanta
    @suprasanta 2 роки тому

    দারুণ। দারুন খুশী হলাম। ধন্যবাদ।

  • @diptadas2234
    @diptadas2234 Рік тому +1

    Khub sundor 👌

  • @simasaha6833
    @simasaha6833 2 роки тому +1

    অসাধারণ সুন্দর হয়েছে সব টাওয়ার গুলো দাদা।ভাই প্রত্যেক দিন ভিডিও গুলো তে কতো কিছু শিখতে পারি গো ।খুব ভালো লাগল বাগান দাদা। আমি ও নবপল্লি তে ই থাকি।অসংখ্য ধন্যবাদ দাদা ও ভাই কে।ভাল থাকুন দাদা আর ভাই।

    • @shyamalkrishnasarkar1677
      @shyamalkrishnasarkar1677 2 роки тому

      আমি শিশুতীর্থের কাছে থাকি, বাণীনিকেতন স্কুল রোড

  • @kanikatudusaren6966
    @kanikatudusaren6966 Рік тому +1

    বাঃ, দারুণ