পবিত্র মোহন রায়কে কেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ' - এর সঙ্গে যোগাযোগ রাখতে বলেছিলেন গুমনামী বাবা?

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2023
  • Interview link : • নেতাজির INA-তে গুপ্তচর...
    My other social media platforms:
    Journey with Bose: youtube.com/@kunalbose?si=vR3...
    Voice of Kunal:
    youtube.com/@VoiceofKunal?si=...
    Facebook Page:
    KunalBoseVlo...
    Instagram account:
    iam_kunalbo...
    #netaji #kunalbose #iambose #podcast #gumnamibaba #gumnami #iambose #sambahadur #sammanekshaw #pabitramohanroy #ranendramohanroy

КОМЕНТАРІ • 286

  • @pinakichatterjee1851
    @pinakichatterjee1851 7 місяців тому +128

    অসাধারণ একটি পর্ব👌👌🙏🙏।কুনাল আপনাকে অনুরোধ দয়া করে ভগবানজী সম্বোধন না করে সরাসরি নেতাজী বলুন।আর প্রমান করার কিছু বাকি নেই। সবটাই দিনের আলোর মতো স্পষ্ট।

    • @thesmile9187
      @thesmile9187 7 місяців тому +11

      আমি ও ১০০% সহমত

    • @apuchowdhury580
      @apuchowdhury580 7 місяців тому +2

      Very true indeed - agree whole-heartedly

    • @dipanwitasarkar6344
      @dipanwitasarkar6344 7 місяців тому +3

      একমত। আমাদের সকলেরই এটা করা উচিত। সরকার একসময় বাধ্য হবে মান্যতা দিতে।

    • @Ens_cc12
      @Ens_cc12 7 місяців тому +3

      সত্যিই তাই। শুরুতে একবার ভগবানজী বলুন। কিন্তু তারপর শুধু ঐ magical নামটাই শুনতে চাই, নেতাজি 🙏🙏

    • @gopalbardhan899
      @gopalbardhan899 6 місяців тому +3

      Thanks tò kunal

  • @kri972
    @kri972 7 місяців тому +20

    কুনালদার উপস্থাপনা এবং পবিত্র মহন রয়ের সুপুত্র আজকের যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষন শুনালেন মুগ্ধ হলাম,ধন্য আমি ধন্যবাদ আপনাকে, জয় গুরুদেব নামপ্রভুকা নেতাজী সুভাষচন্দ্র জিন্দাবাদ জয় হিন্দ ❤❤❤❤

  • @sumantaselim5661
    @sumantaselim5661 7 місяців тому +26

    কুণালের এই সমস্ত কাজ যে ইতিহাসের কত গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে চলেছে তা সম্ভবতঃ আমরা এখনও পুরোপুরি হৃদয়ঙ্গম করে উঠতে পারছি না...।
    কুণাল তোমায় কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই...

  • @sanjaydey6170
    @sanjaydey6170 7 місяців тому +53

    সুভাষ বাবুর কথা যতোই শুনি ততই মনে হয় যেন কম হয়ে যাচ্ছে , সারা দিন যদি শুনতে পারতাম খুব খুব ভালো হতো

  • @debdatta9968
    @debdatta9968 4 місяці тому +2

    অবশ্যই মা এবার জেগেছে সামনে কালের পরিবর্তন ........
    যে কথা শোনান হল এটা বোসের কথা ।

  • @chhabidutta-di7oo
    @chhabidutta-di7oo 7 місяців тому +12

    ধর্মান্ধতা বা ধর্মীয় গোড়ামি ত্যাগ করে সর্বধর্মসমন্বয়ের মহান বার্তা নেতাজি দিয়েছেন, তাঁর বার্তা অনুসরণ করাই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি ।প্রণাম নেতাজি ।

  • @SanchitaMunmun
    @SanchitaMunmun 7 місяців тому +23

    Khub ভালো লাগলো নেতাজি র বাণী শুনে 🙏🏽🙏🏽 শোনো কালের নিয়ম ই হচ্ছে যার উত্থান আছে তার পতন ও আছে।। তবে যারা ধীর পায়ে এগিয়ে যায় অসীম ধৌর্য এর সাথে জয় তাঁদের হয় আর তারাই টিকে থাকে 🙏🏽🙏🏽

  • @subhasisroy2068
    @subhasisroy2068 6 місяців тому +5

    কুনাল বাবু আপনি সঠিক তথ্য তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুভাষ বাবুর পরিবারের কিছু সদস্য কংগ্রেসের কেনা গোলাম হয়ে গেছিল।

  • @anitachatterjee2731
    @anitachatterjee2731 7 місяців тому +18

    অসাধারণ, অপূর্ব আলোচনা, maramia spiritual society তেও ওনার আলোচনা শুনেছি, এতো তথ্য পূর্ণ আলোচনা,জয়তু নেতাজী, ভারত মাতার জয় 🙏🙏🙏

  • @debajyotibandyopadhyay1414
    @debajyotibandyopadhyay1414 7 місяців тому +13

    অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল! I am Bose কে ধন্যবাদ। এখন আর কিছু গোপন নেই, যে কোনও study করা মানুষ জানেন, Faizabad এর Bhagwanji ই ছিলেন স্বয়ং নেতাজী! Anuj Dhar & Chandrachur Ghosh এর লেখা Conundrum বই, I am Bose channel... Konnagarer Sayak Sen এর করা RTI এর জবাব, Justice Monoj Mukherjee মহাশয় এর Interview..... সর্বোপরি Faizabad /Ajodhya এর বেশ কিছু মানুষের সাক্ষাৎকার এ সত্য সামনে এনে দিয়েছে। জয় হিন্দ্..... জয় নেতাজী... প্রণাম তাঁর চরণে।

  • @sanchariroy3032
    @sanchariroy3032 7 місяців тому +11

    অসাধারণ একটি পর্ব।শুনতে শুনতে এক অন্য জগতে চলে গেলাম। অনেক ধন্যবাদ এমন একটি সাক্ষাৎকার এর জন্য।🙏🙏

  • @basumitramitra1624
    @basumitramitra1624 6 місяців тому +5

    কুনাল,
    তুমি যা করছ, তার কোন তুলনা নেই । শুধু ভবিষ্যৎ কেন, প্রজন্মের পর প্রজন্ম তোমাকে মনে রাখবে, প্রণাম জানাবে । তুমি শুধু এগিয়ে চল ।
    জয় হোক তোমার কাজের । চরৈবেতি চরৈবেতি ।

  • @sankarghosh230
    @sankarghosh230 3 місяці тому +1

    VERY VERY IMP. DOCUMENT OF OUR HERO NETAJI SUBHAS BOSE.SALUTE TO NETAJI. THANKS TO NAREN BABU ALSO KUNAL BABU. JOY HIND.

  • @dulalchandranandy-tc9nn
    @dulalchandranandy-tc9nn 6 місяців тому +5

    মি কুনাল, আমি বাংলাদেশ থেকে। ভগবান জি যে নেতাজি সুভাস বোস এতে কোন সন্দেহ নাই।

  • @dolanduttaghosh718
    @dolanduttaghosh718 7 місяців тому +20

    আশা করবো একদিন সরকারি ভাবে সত্য স্বীকৃত হবে।

  • @KumarAshisRoy-xt6zl
    @KumarAshisRoy-xt6zl 6 місяців тому +1

    অতুলনীয় কুনালবাবু। নেতাজী বাল্যকাল থেকেই যে আধ্যাত্মিকতা ও সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন, তাঁর প্রতিটা কর্মে ও আজাদ হিন্দবাহিনীর নিয়মাবলিতেই প্রকাশ পায়। তাঁর democratic religion এর কনসেপ্ট‌ই একমাত্র আজকের সারা বিশ্বে প্রাসঙ্গিক, শুধু ভারতেই নয়। অনেক ধন্যবাদ আপনাকে। এমনি ভাবেই চালিয়ে যান।

  • @sudeshnabhattacharya1285
    @sudeshnabhattacharya1285 5 місяців тому +1

    অসাধারণ একটি আলোচনা এক মহাপুরুষকে নিয়ে । বহুদিন ধরে "2 step forward 1 step backward" করে ভিডিওটি দেখতে দেখতে শেষ করলাম। এখনও অনেক কিছু বোঝা বাকি । মনে হচ্ছে এক মহাসমুদ্রের থেকে বহু কষ্টে একটি বিন্দু তুলতে পেরেছি । রণেনবাবু অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই🙏🏻🙏🏻 কুণালকে অনুরোধ যদি রণেনবাবুর সাথে আরো কিছু এইরকম পর্ব করা যায় তো খুব উপকৃত হব 🙏🏻🙏🏻

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. 7 місяців тому +4

    আসাধারণ এপিসোড দেখলাম...❤❤❤...পবিত্র মোহন রায় এর পুত্র রমেন্দ্র মোহন রায় আবারও আসাধারণ সাক্ষাৎকার দিলেন I am Bose কে...এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার...🙏🙏🙏...।।
    আজকের এই আলোচনা অনেক অনেক গভীরে হয়েছে...।।...এত এত গভীরে গিয়ে আলোচনা ও কথাবার্তা বহু মানুষই ই বুঝবেন না না...বারবার শুনে ও দেখে অনেকেই ই বুঝবেন...।।...আজকের এই বিষয় Spirichuyality বা ধর্ম নিয়ে...যে কথা গুলি বললেন...প্রত্যেক পয়েন্টে পয়েন্টে প্রতিটি প্রতিটি কথাই ই আলাদা আলাদা করে বোঝবার বা বোঝার ব্যাপার আছে ছে...!!!...খুবই কঠিন আলোচনা...।।...নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশ কে নিয়ে তখনকার রাজনীতি বা পলিটিক্সস ছাড়াও ভবিষ্যতে ভারত ও অন্যআন্য দেশ গুলিতে কী কী হবে বে...তাও নেতাজি সুভাষ চন্দ্র বসু বলে গেছেন ন...!!!...কতদূর র ভবিষ্যতবাণী উনি রচনা করে রে গেছেন ন...।।...নেতাজি সুভাষ চন্দ্র বসু নিজেই ই নিজের কথা তখনই বুঝতে পেরে বলেছেন...যারা দুটোকে একসাথে গুলিয়ে ফেলে তাদের প্রতি "করুণা" হয়...!!...নেতাজি সুভাষ চন্দ্র বসু সমস্ত ধর্মের মানুষদের কে সমান চোখে দেখার কথা বলেছেন...।।...মুসলিম ধর্মের মানুষেরা খুবই খারাপ...!!...তাদের সাথে অন্যান্য ধর্মের রীতিনীতি সাথে কোথাও কোনো কিছুই ই মেলে না না...!!...হিন্দু ধর্মের সাথে একদমই ই মেলে না না...হিন্দুদের, বুদ্ধিস্টদের গেরুয়া রং সন্ন্যাস বা সর্বত্যেগী এর প্রতীক আর মুসলিম ধর্মের র গেরুয়া রং অশুভ বা খারাপ...হিন্দুদের মধ্যে কালো রং অশুভ বা খারাপ কিন্তু মুসলিমদের মধ্যে কালো রং শুভ বা ভালো...!!...মুসলিমদের সাথে অন্যান্য জাতির পার্থক্য...!!
    " আজকের এই বিষয়বস্তু খুবই খুবই প্রাসঙ্গিক ক..."!!
    কালকে ২২ মিনিটস পরে দেখেছি...৬৪ নম্বরে লাইক 👍 করেছি...কিন্তু সম্পূর্ণটা দেখতে পারিনি...আজকে প্রথম থেকে সম্পূর্ণটা দেখলাম...তারও অনেক পরে কমেন্টস করলাম...।।

  • @KajalDas-tz1my
    @KajalDas-tz1my 6 місяців тому +3

    খাতার প্রতিটি পাতার বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সংরক্ষণ করা হোক। এছাড়াও সম্পূর্ণ লেখ/তথ্যাদি ফটোকপি সহ ডিজিটাইজ করা হোক।

  • @ujjalsaha7769
    @ujjalsaha7769 7 місяців тому +2

    আমাদের প্রিয় নেতা উত্তর প্রদেশে যে দীর্ঘদিন ছিলেন সেটা আমরা নিশ্চিত হয়েছি, কিন্তূ তার এই ভবিষ্যতবাণীগুলো আজ জানতে পারলাম, আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রণাম জানাই HORIZON কে যার কাজ শুরু হয়েছে কিন্তূ এখনও শেষ হয়নি। আরও জানার অপেক্ষায় রইলাম। জয় হিন্দ।🙏

  • @subirroy9778
    @subirroy9778 7 місяців тому +26

    শোনার সময় গায়ে কাঁটা দিয়ে উঠছিল 🙏🙏🙏

  • @madhabdas4133
    @madhabdas4133 7 місяців тому +7

    🇮🇳🙏🙏 জয় হিন্দ। অপূর্ব, অসাধারণ সুন্দর, নেতাজী সুভাষ চন্দ্র বোস অত্যন্ত বিচক্ষণ, তাঁর world politics- এর অভিজ্ঞতা এবং তাঁর ভবিষ্যত বাণী-- বর্তমানে পৃথিবীর চারিদিকে ঘটে চলেছে। ওনার কোনদিকটা আমরা শুনবো। তাঁকে জানতে গেলে আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে।
    ' আপনাদের কি ভাবে যে ধন্যবাদ জানাবো তার জন্য আমার কোন ভাষা জানা নেই।'আপনাদের নমস্কার জানিয়ে শ্রীভগবানের কাছে পার্থনা করি নেতাজীকে নিয়ে আরো অনেক কাজ করে যান, ইতিহাস আপনাদের মনে রাখবে।'

  • @tapanmajumdar6488
    @tapanmajumdar6488 6 місяців тому +2

    জীবনের সায়াননে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাস্তবতা সম্পর্কে জানতে পেরে আমি খুবই অভিভূত।

  • @ratanroy8676
    @ratanroy8676 6 місяців тому +2

    কুনালবাবু আমি একজন ex svc man আর আমার বয়স 70 বৎসর। আপনার এই এপিসোড হতে এমন কিছু জানতে পারলাম যাহা আমার জীবনের বড় পাওয়া।

  • @dinashchandrasarkar1972
    @dinashchandrasarkar1972 7 місяців тому +3

    প্রনমি তব চরণে হে নেতাজী। তুমি মহান, তুমি অক্ষয়, তুমি অব্যয়।

  • @santanubiswas1721
    @santanubiswas1721 7 місяців тому +11

    He is the One of the Great Patriot of India. Respect for him, Jai Hind. ❤🇮🇳🙏🙏

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 6 місяців тому +4

    কুণালবাবু নেতাজি সুভাষচন্দ্র বসুর (ভগবানজী) তথ্য সমৃদ্ধ প্রতিবেদনটি খুবই ভালো লাগলো।

  • @arupsen5441
    @arupsen5441 7 місяців тому +6

    Many thanks, Ronenda and Kunalda, for giving us so much details of the talks between dear Netaji and Dr Roy. We loved every little part of these talks and respect for our Netaji so much, we want to hear more and more ! Thanks again.

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 7 місяців тому +6

    কত কিছুই যে অজানা আছে এখনও আমাদের ।ধন্যবাদ আপনাকে কুণাল।

  • @subratamukherjee5048
    @subratamukherjee5048 7 місяців тому +5

    Asadharan, kunal babu amar anek suvechha o bhalobasa. ❤❤

  • @SanchitaMunmun
    @SanchitaMunmun 7 місяців тому +13

    শাম মানেকশাহ এর সাথে নেতাজির যোগাযোগ ছিল আমার যত টুকু মনে হয় 🙏🏽🙏🏽

  • @jaydeepnandan7036
    @jaydeepnandan7036 6 місяців тому +2

    অসাধারণ সুন্দর একটা উপস্থাপনা, শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠছে।

  • @sayaksc3590
    @sayaksc3590 7 місяців тому +4

    Baah Besh bhalo laglo 👌❤️ Osaadharon episode 🔥 Durdahto kathoppkathan..Gaaye kata diye uthlo..Joyotu Netaji 🙏 Joy Hind 🇮🇳🇮🇳🇮🇳 ❤️❤️💕💖

  • @shiulidas9731
    @shiulidas9731 3 місяці тому

    Ki osadharon Kunal
    .my tears rolling down ...
    .emon ekta diamond k amra chinte parlam na are incognito thakte holo ...isssdd
    ..kichu are bolar nei ..Netaji in our heart and soul .
    Netaji kokhno moree na ...Jai hind
    Kunal special thanks to you for your wonderful job ..go ahead and make us complete with our soul NETAJI ..AMADER GOD

  • @goutamchatterjee4738
    @goutamchatterjee4738 7 місяців тому +9

    আপনার কাজ গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

  • @santanumanna6621
    @santanumanna6621 2 місяці тому +1

    Netaji Subhash Chandra Bose jindabad. Jai Hind. Bharat Mata ki jai 🇮🇳🇮🇳🇮🇳

  • @vloggerrimi9390
    @vloggerrimi9390 7 місяців тому +2

    Plz Kunal Da Ekta Request tomake... Ranedra Babur kachey Ja ja documents ache.. segulo jodi ekta books a prokash kora jay .. plz ektu dekho kunal da... VAGBAN JIR concept eivabe only Ranendro Babur kachei achey... We don't want to Miss it any more

  • @abhinabamukhopadhyay3465
    @abhinabamukhopadhyay3465 7 місяців тому +6

    খুব ভালো লাগলো। আপনার কাছ থেকে আরও অনেক কিছু আশা করে থাকবো। আপনি কাজ করে যান। অনেক শুভেচ্ছা রইলো।

  • @ajitkar5394
    @ajitkar5394 7 місяців тому +3

    Mr Konale Bose, your untiring efforts for research on 'I am Bose' is incredible. I am one of the regular viewers of your show. We have got to know the untold story about our greatest patriot of Natajee Subash Chandra Bose through your Videos with full of documentary evidence. I congratulate you for your excellent work on Natajee.

  • @pujadey3574
    @pujadey3574 2 місяці тому

    সর্বধর্ম সমন্বয়...❤, Unconditional love, Acceptance for the democratic religious..🙏🙏🕉️...onak message amio pelam thank you Netaji.. thank you universe 🙏😌🕉️☯️.

  • @sumitabhattacharyya815
    @sumitabhattacharyya815 7 місяців тому +3

    Asadharan, anobodyo. Kunal notun bhabe Ronendro Mohon babu r, tar baba r lekha ke sobar samne tule dhorar jonno antorik kritogyo o dhanyavaad. 🙏🙏🤗

  • @anweshaadhikri3821
    @anweshaadhikri3821 7 місяців тому +7

    আসাধারন লাগল। আপনার জন্যে এত কিছু জানতে পারছি।

  • @preetambarua
    @preetambarua 7 місяців тому +7

    Netaji's analysis was superb! Uncannily accurate!

  • @suvrakantamukhopadhyay2274
    @suvrakantamukhopadhyay2274 7 місяців тому +4

    Ranen babu you are correct. Russia - Ukraine war due to religious conflict, Russian Orthodox Church vs Ukrain Orthodox Church, Palestine Israel war also religious conflict.

  • @ashisrooj8832
    @ashisrooj8832 7 місяців тому +2

    নেতাজিকে নিয়ে আমাদের এক আশ্চর্য অনুভূতি চিরকালই প্রবহমান।ওঁনার মাঞ্চুরিয়া থেকে রাশিয়া এবং এই মধ্যবর্তী সময়ের কিছু প্রতিবেদন যদি কুণালবাবু জানাতেন তাহলে খুব ভালো লাগতো। 🙏🙏

  • @saikatsengupta1849
    @saikatsengupta1849 7 місяців тому +10

    এই চিন্তার ধারে কাছে কোনো নেতা নেই এখন , আমাদের প্রতিক্ষা তবে করতে হবে।

  • @urmighosh6363
    @urmighosh6363 7 місяців тому +6

    He is none other than the greatest hero of India OUR NETAJI . Enough is enough. Time has come to recognise Netaji. There is no ambiguity. Jay hind.

  • @mikgsal1384
    @mikgsal1384 7 місяців тому +10

    Thank you Kunal Babu please continue your valuable talks. "MCC" is active even today. These forces are still trying to destabilise India.

  • @Indranil0099
    @Indranil0099 7 місяців тому +3

    Ektai sarmormo
    Aj theke ami bose holam
    Uni sirf shyambazar r ghorar pithe sawar ekjon murti non amar kache
    Uni amar modhe birajman
    Do the good work, flow in the current, one day our netaji will be come to protect the world. He is immortal. Respect Netaji

  • @aparnaroychowdhury4193
    @aparnaroychowdhury4193 6 місяців тому

    I respect the greatewarrior of world Netaji
    Netaji Subhas Chandra Bose was the greatest warrior of world.Being an Indian and Bengali I respect Him whole heartedly.

  • @chidanandabaksi7532
    @chidanandabaksi7532 7 місяців тому +4

    অসাধারন, রোমাঞ্চিত হচ্ছি।

  • @ajitkar5394
    @ajitkar5394 4 місяці тому +1

    Natajee's thoughts were very high his ideologies &philosophy is beyond imagination of common people. On the other hand he was inspired by Swami Vivekananda. I believe he is now living in the other world and may be found in the deep meditation and he is still alive. My best regards and Kuti Kuti Pranam to Natajee Subash Chandra Bose. JAI HIND.

  • @TapasiBhattacharyya
    @TapasiBhattacharyya 2 місяці тому

    Apner video gulo dekte khub valo lage..ame shubshas pramik sob somoy upner video gulo dekhi.

  • @somamukherjee9721
    @somamukherjee9721 7 місяців тому +3

    খুব ভালো লাগল।

  • @ciarahanna2499
    @ciarahanna2499 7 місяців тому +3

    একটা তথ্য জেনে চোখের কোনাটা যেন একটু ভিজে গেলো এবং মনে একটি প্রশ্ন জেগে উঠলো - "১৯৪৩, ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগের দিন অর্থাৎ ১৯৪৩, ২০শে অক্টোবর যে মানুষটি ৫০০ জন ডেলিগেটের সামনে সংবাদ সম্মেলন করে বললেন পরেরদিন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হবে সেই মানুষটি আদতে কে ছিলেন? ক্ষমা করো সুভাষ 🙏🙏

  • @subhaschattopadhyay6430
    @subhaschattopadhyay6430 7 місяців тому +2

    অসংখ্য ধন্যবাদ এমন সত্য উদঘাটনের জন্য।❤

  • @payelbrahma2008
    @payelbrahma2008 7 місяців тому +1

    Kunalda এই প্রতিবেদনের জন্য অসংখ্য ধন্যবাদ .

  • @happeningjayee
    @happeningjayee 6 місяців тому +2

    Sotti ,ashhhhaadharon🙏🙏🙏🙏🙏.

  • @mitadey6727
    @mitadey6727 7 місяців тому +7

    ভাই কুনাল অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকি কবে আবার আমাদের দেশ নায়কের তথ্য তুমি সামনে আনবে। কিন্তু একটা প্রশ্ন মে মে মাতাজী ওনার দেখাশোনা করতেন তার কি কোন তথ্য তোমাদের কাছে নেই

  • @baitunnahar9875
    @baitunnahar9875 7 місяців тому +3

    অসাধারণ লাগলো ভিডিও টা। ধন্যবাদ কুনাল।

  • @nanditabhattacharjee8005
    @nanditabhattacharjee8005 7 місяців тому +3

    Apurba post amra onek kichu janta parlam thanks bhai

  • @saumyasarkar4489
    @saumyasarkar4489 7 місяців тому +4

    আপনার ভিডিও যত শুনছি তত মুগ্ধ হচ্ছি❤❤❤

  • @mafijulislam5697
    @mafijulislam5697 7 місяців тому +2

    Hats off man! Your effort is commendable

  • @user-lh9ic2rn4h
    @user-lh9ic2rn4h 7 місяців тому +2

    Very nice your diplomatic knowledge and I always proud of you.... Matri shakti r jagoran is very important.. Only spiritual knowledge and spirituality is the best assets for every person of the world because a man can change with this help of spirituality... Teacher of the teacher, monk of the monk, soldier of the soldier is our swami vivekananda....

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 6 місяців тому +2

    Osadharon ❤

  • @malayadas8771
    @malayadas8771 7 місяців тому +3

    Respected Ranenbabu,Kunal babu
    You have a great discussion regarding
    Geopolitics, about democracy, relationship between dharma and politics
    But ithink it is fact that Bhagawanji and Great Subash Bose was same person and
    He was not married nor he had an offspring. I request you to highlight these follow up episode
    Mkdas from balasore Orissa

  • @Shreyan-dq3zw
    @Shreyan-dq3zw 7 місяців тому +2

    Airakam ro video Chai rita Banerjee r ro ekta interview chai jai hind 🙏🙏🙏🙏

  • @shubhankar08
    @shubhankar08 6 місяців тому +1

    Ashadharon episode. Thank you Kunal 🙏

  • @MrRamsankar
    @MrRamsankar 7 місяців тому +1

    After this can anybody feel that Netaji & Gumnami Baba are 2 different entities? Thank you for presenting such exceptional stuff ❤

  • @rekhachatterjee3284
    @rekhachatterjee3284 7 місяців тому +2

    Apurbo topic.kunal thank you.

  • @sainathbanerjee5398
    @sainathbanerjee5398 4 місяці тому

    Excellent information .
    My sincere thanks to Ronenbabu for preserving priceless reflections of a man who had a very high level of geopolitical knowledge, true essence of religion and its application for the bettermnt of human society.
    His observations and predictions are so accurate and relevant still today at both domestic and global levels. Pl. Document whatever avilable.
    Looking for the next video.
    Thank you so much.
    Sainath Banerjee

    • @sainathbanerjee5398
      @sainathbanerjee5398 4 місяці тому

      Apology Kunal .Sorry as I missed to acknowledge your relentless efforts to share untold facts of Netaji.

  • @ilachatterjee7390
    @ilachatterjee7390 6 місяців тому +1

    Asadharan Just. Asadharan 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @surajitghosh4518
    @surajitghosh4518 7 місяців тому +4

    Brahmogyani Mahamanab Aapnake Satokoti Pranam.

  • @saurabpatra3904
    @saurabpatra3904 6 місяців тому +1

    Sam bahadur movie te to manekshaw exact war start date likhe diyechilo,its a pre planned by netaji ❤

  • @sharbaniibhttacharjee6709
    @sharbaniibhttacharjee6709 7 місяців тому +1

    Sottie ekta osadharon porbo , onek kichu jana gelo tar thekeyo beshi ekta clear vision dekhte pelam ba bujhte parlam, thank you bhai Kunal

  • @biplabdatta3745
    @biplabdatta3745 7 місяців тому +1

    কুনাল বাবু আপনাকে অনেক ধন্যবাদ ❤❤🙏🙏

  • @Raktima2024
    @Raktima2024 3 місяці тому +1

    ইতিহাস বইগুলি নতুন করে লেখা হোক ।দেশের বীর সন্তানদের কথা প্রত্যেক মানুষের জানা উচিত

  • @user-sp3pp8qm4x
    @user-sp3pp8qm4x 7 місяців тому +3

    JOY NETAMJI...JOYÒYU NETAJI. THE LIBARETOR....

  • @omarfaruqbhuiyan4179
    @omarfaruqbhuiyan4179 5 місяців тому

    Yes,,,, Modena Shonod , Alhamdulillah.,, Joy hook Shubashar ,,,,,

  • @subhapainting595
    @subhapainting595 7 місяців тому +3

    খুব ভালো লাগলো একদম আমার মনের কথা

  • @tulikabandyopadhyay6129
    @tulikabandyopadhyay6129 7 місяців тому +1

    এই সমস্ত নথিপত্র একটা মিউজিয়ামে রাখা দরকার । যেটা আমাদের মত সাধারণ মানুষ দেখতে পারি ।

  • @santubhattacharya4629
    @santubhattacharya4629 7 місяців тому +1

    Kunal babu dr. Ramesh majumdarer lekha barfani dadaji maharaj boiti te khub poriskar kathobokothon ache. Tarashis Gangopadhyay babur boite aro poriskar kore lekha ache . Sob pore ebong apnar vedio dekhe akdom drirotar songe bolchi uni holen netaji. Ebong uni ajo achen asben o. 2029-2030-2031 ekta samoy hote pare . Khub valo vedio

  • @nazmulislam5846
    @nazmulislam5846 5 місяців тому +1

    বিনম্র শ্রদ্ধা নেতাজী সুভাসচন্দ্র বসুকে !

  • @বাঙালিচন্দন
    @বাঙালিচন্দন 7 місяців тому +2

    জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসু ✊🏽🇮🇳✊🏽🙏🏼 1:19

  • @ersoumyajitpan7205
    @ersoumyajitpan7205 7 місяців тому +4

    What if Sam Maniksaw joined Netaji's INA !!?? 🇮🇳

  • @sanjitmistry4195
    @sanjitmistry4195 11 днів тому

    নেতাজির বক্তব্যের কপি চিঠি গুলি শুনতে শুনতে আমি নিজে বেশ অবাক হচ্ছিলাম যে নেতাজির মাধ্যমে ঈশ্বর কত সুন্দর ভাবে আসল দর্শন টি বলিয়ে নিয়েছিলেন।
    খেয়াল করলেই পাওয়া যাবে যে যাঁকে নেতাজি " মা " উল্লেখ করেছেন তিনিই আসল ঈশ্বর। তিনি কত দুরে! অন্তরের মাঝে।
    এখানে আমি তন্ময় হচ্ছিলাম বেশ কিছু ভবিষ্যত দর্শন নিয়ে সে রাজনীতি বা ধর্ম নীতি যাইহোক। কমিউনিস্ট দর্শন এর উত্থান‌ও যে ঈশ্বরের ইচ্ছায়, এবং তার পরিনতিও যে ওনার ইচ্ছায় রচিত।
    এই সকল বক্তব্য গুলো আমার চর্চায় রয়েছে, ঈশ্বরের প্রত্যক্ষ মদতে, কিনতু, সে সব গুলো নেতাজির এই চিঠি র থেকে ভালো ভাবে অনুধাবন করলাম।
    কুনাল বাবু একটা বিষয় ব্যক্ত করেছেন -- রাজনীতি আবার ধর্ম নীতি দুটো একসাথে --- ।মনে হল উনি নেতাজি র সবটা নিয়ে কিছু টা ভাবিত। আমার মনে হল কুনাল বাবু সবটা বিচার করতে অপারগ।

  • @thebest0070
    @thebest0070 6 місяців тому +1

    Dada aapnake asankya dhanyabaad

  • @arupkumarseal9157
    @arupkumarseal9157 6 місяців тому +2

    Excellent

  • @kakalimitra5414
    @kakalimitra5414 7 місяців тому +3

    Ajj Ker Dine Ei Alapcharita Bhishan Prasangik 👍❤️

  • @kabitadutta6160
    @kabitadutta6160 6 місяців тому

    Beautiful presentation😊 🌹🌹❤. Very nice vlog .

  • @bkashim
    @bkashim 7 місяців тому +1

    A true karmyogi. He did not emerge to take honours for which he sacrificed his life, his army, and his family. But his analysis for 1971 genocide is awaited. The time cycle cannot end without suffering of the criminals with the time delays exponentially raised.

  • @dhimankantichowdhury
    @dhimankantichowdhury 7 місяців тому +2

    নেতাজির অর্শ্বপৃষ্ট চিত্রের সাথে গুমনামি বাবা র স্বাশত প্রতি মূর্তি দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হোক ❤।

    • @ersoumyajitpan7205
      @ersoumyajitpan7205 7 місяців тому +3

      Takar note e netajir photo deoa hok

    • @dhimankantichowdhury
      @dhimankantichowdhury 7 місяців тому

      @@ersoumyajitpan7205 শুধুমাত্র টাকার ছাপে যথেষ্ট নয় , বিশ্বের সর্বত্র নেতাজির অন্তিম জীবনের ঈচ্ছার প্রতিফলন স্থাপন করা হোক।

    • @user-gh4hq9zt5i
      @user-gh4hq9zt5i 5 місяців тому

      ​@@ersoumyajitpan7205 না না, এটা ঠিক গ্রহণযোগ্য নয়

  • @SOUPARNOTARAFDER-fq4dc
    @SOUPARNOTARAFDER-fq4dc 6 місяців тому +2

    Awesome

  • @janmejoydeblaskar8511
    @janmejoydeblaskar8511 6 місяців тому +1

    ThnkU❤🙏osadharon🎉

  • @subho95
    @subho95 7 місяців тому +3

    This point first mentioned in Anuj Dhar and Chandrachur Ghose's book "Conundrum".... Based on Netaji's Gumnami Baba theory with thousands of evidence.....

  • @kalyanghosh7119
    @kalyanghosh7119 7 місяців тому +1

    Asadharan ❤

  • @ashishdeysarkar5856
    @ashishdeysarkar5856 6 місяців тому +1

    Gradually Netaji Conspiracy must be disclosed before the People through this kind of Valuable episodes of Kunal Bose & few Other Netaji Researchers!

  • @user-kn4wt7hq8x
    @user-kn4wt7hq8x 6 місяців тому +1

    Beautiful post ❤🙏

  • @gopalroy7690
    @gopalroy7690 5 місяців тому

    Bose, your knowledge is vast.

  • @apuchowdhury580
    @apuchowdhury580 7 місяців тому +2

    The idea has surely dawned upon me that, Netaji would never ever be placed rightfully in the pages of history - too many political heads would roll & twist. The dirty secrets would never see the light of the day - courtesy the Government of India. Jai Hind - Netaji amar rahe.