5 lesson I wish I knew when I was 18 | ১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের জন্য ৫টি উপদেশ | Muntasir Moon

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ১৮ বছর বয়স। বয়ঃসন্ধি পেরিয়ে নিজেকে যুবক বা যুবতি আইডেন্টিটিতে উপস্থাপন করার সময়। এই ২২ বছর বয়সে এসে আমি যা বুঝি সেটা হচ্ছে , ১৮ বছর বয়সে আমাদের হরমোনাল চেইঞ্জেস অথবা ধরা বাধা চিন্তা ধারার বাহিরে পৃথিবীকে এক্সপ্লোর করতে গিয়ে বেশ কিছু মিস্টেক বা ভুল চিন্তাধারা পোষণ করে থাকি। তাছাড়া অনেক ছোটো বিষয় কে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি এবং আমদের মেইন জীবনে যে লক্ষ থাকা দরকার সেটা থেকেই দূরে সরে যাই। আজকে আমি আপনি করে না বলে তুমি করে বলবো কারণ এই ভিডিওটা আমার ছোট ভাই বোনদের জন্য যারা আমাকে ফলো করো । দেখো কথা গুলো একটু হারস মনে হতে পারে কিন্তু আমি তোমাদের কিছু রিয়েলিটি বলবো এবং কিছু এডভাইস দিবো যা তোমাকে আশেপাশের মানুষ বা আব্বু আম্মু বলবে না। তাই চলো শুরু করি।
    ১। তোমার জীবনের রেস্পোন্সিব্লিটি একান্তই তোমার নিজের। আজকে সকালে উঠে পারি নি। কেন? কারণ এলারম শুনি নাই। দোষ কার ? তোমার। দুপুরে খাই নাই । কেন ? আম্মু রান্না করে নাই। দোষ কার? আম্মুর ? না তোমার। কাল সে নাও থাকতে পারে। না খেয়ে থাকবা? সব সময় আম্মু কেই কেন করতে হবে ? নিজের টা নিজে করো। বাড়ির কাজ করে আসি নাই । কেন ? সময় পাই নাই । এখানেও দোষ টা তোমারই । নিজের কর্মকান্ডের জন্য কখনও অন্য কে ব্লেইম করবা না । কখনও না । অন্যায় মেনে নিও না কিন্তু নিজের দোষ হলে মেনে নিতে শিখো এবং সেটাকে ঠিক করো । ট্রাস্ট মি নিজের দোষ শিকার করা ও সেটাকে ঠিক করে নেওয়া অনেক বড় গুন।
    ২। পড়া শুনার পাশাপাশি নিজের প্যাশন খুঁজা শুরু করে দেও । নিজেকে নিয়ে ভাবো। তোমার যেকোনো কিছু ভাল লাগতে পারে । যেমন, আমার ফ্যাশন নিয়ে কাজ করতে ভালো লাগতো। ভালো লাগার বিষয় কে একটা কাজের মধ্যমে রিপ্রেজেন্ট করো । প্লান তৈরি করতে পারো এবং একজিকিউট করার ট্রাই করো। বসে থেকো না। এখনই সময় কোন কিছু করে দেখানোর । আর ১৮ বছর বয়সে আমাদের মধ্যে জীবনে কিছু করার একটা আগুন থাকে। সেটাকে নিভতে দিও না।
    ৩। দেখো, আমাদের জীবনে প্রিয় মানুষ আসতে পারে এটা যেমন সত্য। তেমনি তারা চলে যেতেও পারে এটাও সত্য। আবেগ সরিয়ে লজিক্যাল ওয়ে তে চিন্তা করো। আর যদি স্টাটিস্টীক্স দেখো তাহলে ০.৯% হাইস্কুলের রিলেশন টিকে। আমি বলবো না, যে তুমি রিলেশন এ যাইয়ো না বা সিরিয়াস হইয় না। তুমি সিরিয়াসলি রিলেশনে যাইতেই পারো অনেক কিছু শিখবা। কিন্তু এটাও মাথায় রাখবা তারা তোমাকে ছেড়ে চলে যেতেই পারে। যেহেতু বিয়ে না এবং ফ্যামিলি ইনভোল্ভ নাই , তাই তাদের উপর কোনো ধরা বাধা নিয়মও নাই এবং তাদের তুমি কোনো প্রশ্নও করতে পারবা না তারা ছেড়ে গেলে। তাই তুমি তোমার ১০০% দিও, কিন্তু ডোন্ট টেক ইট ফর গ্রেন্টেড। চলে গেলে ইটস ওকে । আবেগে পরে উল্টা পাল্টা কিছু করতে হবে না । বেটার পারসন তোমার জন্য ওয়েট করতেসে।
    ৪। সঙ্গ দোষে লোহা ভাসে । নিজের সার্কেলে এমন কোনো মানুষ রাইখো না যার কাজ অন্যরে নিয়ে বিচিং করা । নিজের জীবনের তো কোনো খোজ নাই অন্যরা কি করতেসে এইটার পিছে লেগে থাকে । এমন পাবলীক তোমার বন্ধু হলে হাই চান্স থাকে তুমি তাদের মতো হয়ে যাবা আর অইটামে তুমি স্রোতের বিপরীতে হাঁটলে তোমার সামনে সেই বন্ধুই বাধা হয়ে দাঁড়াবে। তাই লো কোয়ালিটি মানুষ দের সাথে চলা ফেরা কইরো না ।
    ৫। কোনো কাজ প্রথম এটেম্পট করে যদি ফেইল করো তাহলে মন খারাপ করে নিজের জীবন নষ্ট কইরো না । এক্সাম খারাপ কিছু হইসে ? ইটস ওকে যেগুলো ভুল হইসে সেগুলো পড় নেক্সট এ সেইম মিস্টেক যেন না হয়। নিজের প্যাশন এ টাকা ইনভেস্ট করে কিছু টাকা লস খাইসো ? ইটস ওকে । নেক্সট এ যেন না হয় ।
    আফটার অল বয়স মাত্র ১৮ । এখন ভুল করে শিক্ষা না নিলে কখন?
    ➤ Other Videos you Must Watch:
    ম্যাচিউরিটি বাড়ানোর ৮টি উপায় : • How to look more matur...
    নিজেকে পরিবর্তন করার ১৩টি উপায় : • নিজেকে পরিবর্তন করার ১...
    ছেলেদের প্র‍য়োজনীয় ৫টি এক্সেসারিজ: • 5 Essential Accessorie...
    I Maintain 5 Small Habits To Be A High Quality Men : • I Maintain 5 Small Hab...
    How To Overcome laziness : • How I Stay Productive ...
    ➡️ Hello guys this is Muntasir Moon. Welcome to our official UA-cam channel Muntasir style. Here I gives you fashion, grooming, skin care, lifestyle related video. I hope you guys are enjoying that. if you enjoyed my videos then, please keep supporting me and subscribe our channel.🌎
    ➡️For business Enquiries : muntasirstyle@gmail.com
    So stay tuned with us and if you like this video hit the Subscribe button. Thanks💕❤

КОМЕНТАРІ • 9

  • @user-je1uz2tn1p
    @user-je1uz2tn1p 11 місяців тому

    10k এর জন্য অগ্ৰীম শুভেচ্ছা 🎉🎉🎉

  • @joyroy-kh3bs
    @joyroy-kh3bs 10 місяців тому

    Thanks vai❤❤

  • @user-je1uz2tn1p
    @user-je1uz2tn1p 11 місяців тому

    ❤❤❤

  • @rayanahmed687
    @rayanahmed687 11 місяців тому

    ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড টা একটু কমিয়ে দিবেন |
    কারণ আপনার কথার থেকে মিউজিকটা বেশি শোনা যায় এজন্য একটু বিরক্ত লাগে |
    Whatever big fan bro ❤

    • @MuntasirMoon
      @MuntasirMoon  10 місяців тому

      Thank you so much brother for your opinion. আমরা এই বিষয়টি খেয়াল রাখবো।❤️

  • @user-je1uz2tn1p
    @user-je1uz2tn1p 11 місяців тому

    ভাইয়া নতুন ভিডিও আরও চাই

    • @MuntasirMoon
      @MuntasirMoon  11 місяців тому

      আসবে ভাই। একটু বিজি থাকার কারনে ভিডিও দিতে সমস্যা হচ্ছে। আমরা আবার রেগুলারলি আপলোড করবো✨

    • @user-je1uz2tn1p
      @user-je1uz2tn1p 11 місяців тому

      ধন্যবাদ ভাইয়া