অনেক দিন ধরে মনের ভিতর জমে থাকা প্রশ্ন পুঞ্জের উত্তরপত্র হচ্ছ 'তুমি'।কী যে ভালো লাগছে ভাষায় বলতে পারবো ! প্রাক্তন শিক্ষক মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যা মন্দির। কোচবিহার,শুভম্ অস্তু !
তোমার কথাগুলো দারুণ দাদা।।আর আমি একজন বিরাট মৎস প্রেমী।।।😀মাছ খাবার বিরুদ্ধে কেউ বললেই রে রে করে উঠি। তোমার উপস্থাপনায় বাঙালীয়ানা ভরপুর। যার দ্বারা আমি ভীষণভাবে অভিভূত ।🙏
খুবই মনোগ্রাহী মৎস্য সংবাদ। কিন্তু ঠিক বলেছেন। মনে হয় আগামী দিনে অধুনা বাংলাদেশে মাছের কদর থাকবে। পশ্চিমবঙ্গ থেকে মাছের সম্মান বিলুপ্ত হতে চলেছে। এটা খুবই দুঃখের কিন্তু উদাসীন বাঙালি আর কী করতে পারে তার পুরনো ঐতিয্য ধরে রাখার? সেই জন্য আপনার ভিডিওগুলো স্বাক্ষর থাকবে বাঙালির মৎস্যপ্রেমের ইতিহাস। ভালো থাকবেন।
লোক-সংস্কৃতি নিয়ে আপনার এইযে প্রয়াস, তা রীতিমতো মুগ্ধ করে। বাঙালির পরিচয় যে আগে বাঙালি, পরে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ, আপনার প্রতিটি পর্বেই তা উপলব্ধি করা যায়। আপনার প্রচেষ্টার ধারা অব্যাহত থাকুক। ❤
আমাদের পারিবারিক নিয়ম লক্ষ্মী পূজার রাতে সধবা এবং পুরুষদের যেকোনো মাছ খেতে হয়। সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ ঘরে ঢোকাতে হয়, নচেৎ সেই বছর ইলিশ খাওয়া বন্ধ। দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী নবমীর দিন সধবা এবং পুরুষদের যেকোনো মাছ খেতে হয় আর দশমীর দিন পুঁটি মাছ ঘরে ঢোকাতে হয়। আর কালী পুজোর দিন যেকোনো মাছ খেতে হয়। আবার দশমী থেকে সরস্বতী পূজা অব্দি ইলিশ মাছ নৈব নৈব চ।
দাদা খুব ভালো তোমার ভিডিওগুলো,, এখন আর বাঙালির কথা কেউ বলে না! সবাই এখন জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তোমার ভিডিওগুলো এজন্যই দেখি যে তুমি বাঙালির ইতিহাস ঐতিহ্য সব তুলে ধরো,, খুবই গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে। তোমার জন্য শুভকামনা সবসময় 💖
@@Anirban_das প্লিজ দাদা সত্যিই চাই কিন্তু।আমি চাইলে অন্য কোথা থেকেও সংগ্রহ করতে পারতাম কিন্তু আমি আপনার রিসার্চ এ অনেক বিশ্বাস করি কারণ আপনি প্রকৃতপক্ষে তুলনামূলক অন্য দের অনেক বেশি থেকে নিরপেক্ষ এবং মধ্যপন্থী।
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। এখনও বাংলাদেশে যত ধরনের মাছ পাওয়া যায়, তা তোমরা জানোও না। বাংলাদেশে আমন্ত্রণ। যেসব হারিয়ে গেছে বললে, সেগুলো এখনও আমরা মাঝেমধ্যে খাই।
দাদা তুমি এত তথ্য পাও কথা থেকে আমি ও একজন creater কিন্তু তোমার মত এত তথ্য পায়না অনেক বই , social media খুঁজি তোমার তথ্য গুলো এককথায় অসাধারণ কোনোকিছু বাদ যায় না তোমার হাত থেকে
Your support truly means a lot to me. It encourages me to keep creating content that you enjoy. Thank you for being such a wonderful part of our community! 🙏🏻
আমার সব সময় বাঙালির জীবনযাত্রা নিয়ে জানার ইচ্ছা আর সেখানে বারবার একটি প্রশ্নই মনে জেগে ওঠে - মাছ কিভাবে বাঙালির জীবনের একটি অংশ হয়ে উঠল কলেজের আর্টিকেলে এই বিষয়টি নিয়ে লেখার ইচ্ছা হয়েছিল কিন্তু কোন কারণে সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি আশা করি পরবর্তীকালে সঠিক সময় ঠিক সম্পূর্ণ হবে তবে আজ আপনার এই বিষয়টির উপরে ভিডিও দেখে খুব ভালো লেগেছে , আবার সেই আগ্রহ বা কৌতুহলগুলো জেগে উঠল আর আপনার বাচনভঙ্গির প্রশংসা না করে থাকা যায় না আজ যখন সবাই বাংলা ভাষা নিয়ে এত মজা-মশকরা করছে, সেখানে দাঁড়িয়ে আপনার এত সুন্দর স্পষ্ট বাংলা ভাষাবোধ সত্যিই অনবদ্য আমি আগেও আপনার ভিডিও দেখেছি কিন্তু আজকেই প্রথম কমেন্ট করলাম আপনি আরো এগিয়ে যান আর আমাদেরকে এরকম সুন্দর সুন্দর বিষয়ের উপর ভিডিও দিয়ে যান 😊🥰❤
সত্যি দাদা এই ultramordern যুগে বাঙালির সমস্ত ইতিহাসই ধামা চাপা পড়ে গেছে এইগুলো একটু মানুষের সামনে তুলে আনার দরকার, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আজকাল western culture বা western food culture সারা বিশ্বে দাপিয়ে বেড়ালেও আমরা বাঙালিরাও কিছু কম যাইনা, carry on দাদা, take respect and love👍
আমাদের মুসলিম বাঙালি পরিবারে গোমাংস বা মুরগির মাংস চাহিদা এখন বেড়েছে ঠিকই কিন্তু ছোটবেলা একটা জিনিষ খেয়াল করতাম বাড়িতে যখন খাল বিল পুকুর থেকে বিভিন্ন মাছ ধরে নিয়ে আসা হতো তখন বাড়ির দাদি নানি দের এই মাছ রান্নার উৎসাহ উন্মাদনা মধ্যে একটা প্রাচীন সাংস্কৃতিক ছোঁয়া পেতাম। আর নানির হাতের মাছ রান্নার স্বাদ তো মাশাআল্লাহ এখন ও অনুভব করি❤
Thank you. Very well presented. Could you do a presentation why Bengali widows were completely prohibited from fish? Widowhood was bad luck, fish was / is good luck. So was the philosophy “ good” versus evil? How do Bengalis reconcile with their cultural iconic food and an absolute consumption prohibition on fish. Than you.
Tomar video er apekhay thaki ami khub valo laglo.....Ami chaii tomar eii video ei etihas choriye poruk taii sobsamay e share kore deii status ba story te🥰
Bangali r machh er songe onno rakom bhalobasa. Amra bhaat er songe kata sudhhu mach mukhe bhore di ebong khaoa ses hole bhaat ar machh pete jaye ar kata ta mukhey pore thake. Erokom bhabe machh bodhoy kono jati khete pare na. Eta holo Bangali r matso prem.
একজন প্রকাশক হিসেবে এইসব তথ্য নিয়ে বই করার ইচ্ছে হচ্ছে। খুবই সুন্দর তথ্য আপনি তুলে ধরছেন, এইসব তথ্য লিখিত আকারে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে রইলো প্রকাশক হিসেবে, আর আপনার সাথে আলাপ করার ইচ্ছে রইলো।
একই মাছের নাম অনেকক্ষেত্রে পশ্চিম ও পূর্ববঙ্গে আলাদা আলাদা হয়ে গেছে। বাংলাদেশে বাইলা, টাকি, মলা এ'গুলো শুধু পাওয়াই যায়না, বিদেশেও রপ্তানি হয়। বিদেশে মাছের নাম দেখে চিনতে না পেরে খুঁজে খুঁজে আবিষ্কার করলাম এই মাছের নামের পার্থক্যটা। নদী বা মিঠা জলের মাছ বাংলাদেশ থেকেই সারা পৃথিবীতে রপ্তানি হয়, আর তা দুইবাংলার বাঙালিরাই মূলত কিনে থাকে। বাইলা আসলে বেলে মাছ, মলা হল মৌরলা। এ'রকম অনেক অনেক উদাহরণ আছে, একটা মজার উদাহরণ যেমন নলা - যা কিনা আদপে চারাপোনা। তাই সব মাছ হয়তো হারিয়ে যায়নি, স্থানভেদে নামের পার্থক্যের কারণে অচেনা হয়ে গেছে। আবার অনেক মাছ সত্যিই আজ অবলুপ্ত।
মৎস্যময় ভিডিও টি অসাধারণ হয়েছে। তবে এখন একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করব আপনাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঝুলন' কবিতাটি কবিতার কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? উত্তরের আশায় রইলাম।
আমি একজন ইতিহাস প্রেমি, বাঙালির এসব ইতিহাসতো সহজে জানাই যায়না। তুমি এই ইতিহাসগুলো তুলে এনে খুব ভালো কাজ করছো দরকার ছিলো এটার । চালিয়ে যাও । 👍❤
ধন্যবাদ ❤️
@@Anirban_das আমি শিলিগুড়ির বাসিন্দা। উত্তরবঙ্গের কিছু ইতিহাসের উপর আলোকপাত করলে ভালোহয় ।
@@shuvabrotamandal2016cheka pelkar ki gondho 😖😖
দাদা তুমি এত তথ্য কোথায় পাও।
একটু বলব?
ঠিক বলেছেন ।। আমিও অবাক হয়ে যাই ।।
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার অসম্প্রদায়িক আলোচনা আমার অনেক ভালো লাগে।বাংলার প্রাচীন জনপদ নিয়ে একটা ভিডিও চাই।
হবে। শেয়ার করবেন 🙏🏻
মোগো বাড়ি বরিশাল।সকাল সকাল ইলিশ মাছ দিয়ে খেতে খেতে ভিডিও টি দেখলাম😊খুব ভাল লাগলো❤
আসছি তবে 😁
@@Anirban_das chole asun
অনেক দিন ধরে মনের ভিতর জমে থাকা প্রশ্ন পুঞ্জের উত্তরপত্র হচ্ছ 'তুমি'।কী যে ভালো লাগছে ভাষায় বলতে পারবো ! প্রাক্তন শিক্ষক মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যা মন্দির। কোচবিহার,শুভম্ অস্তু !
তোমার কথাগুলো দারুণ দাদা।।আর আমি একজন বিরাট মৎস প্রেমী।।।😀মাছ খাবার বিরুদ্ধে কেউ বললেই রে রে করে উঠি। তোমার উপস্থাপনায় বাঙালীয়ানা ভরপুর। যার দ্বারা আমি ভীষণভাবে অভিভূত ।🙏
সঙ্গে থেকো ❤️
আমি বাঙালি,, বাংলার বর্তমান রাজনৈতিক চিত্র ব্যতীত বাকি সব আমায় মুগ্ধ করে।। আহা বাঙ্গালী,, আমার বাংলা ভাষা ❤❤
যা বলেছেন
আমার মনের মন্তব্য ❤
খুবই মনোগ্রাহী মৎস্য সংবাদ। কিন্তু ঠিক বলেছেন। মনে হয় আগামী দিনে অধুনা বাংলাদেশে মাছের কদর থাকবে। পশ্চিমবঙ্গ থেকে মাছের সম্মান বিলুপ্ত হতে চলেছে। এটা খুবই দুঃখের কিন্তু উদাসীন বাঙালি আর কী করতে পারে তার পুরনো ঐতিয্য ধরে রাখার? সেই জন্য আপনার ভিডিওগুলো স্বাক্ষর থাকবে বাঙালির মৎস্যপ্রেমের ইতিহাস। ভালো থাকবেন।
দুর্নাম বা সুনামে বাঙালিদের কিছু যায় আসে না,❤ওটা আমাদের সংস্কৃতি, আমরা ছাড়বো না।❤❤
😊
আপনার উপস্থাপনা খুব সুন্দর 😊
মাশাআল্লাহ।
এগিয়ে যান অনেক অনেক দুর সেই প্রার্থনাই করি 🤲
লোক-সংস্কৃতি নিয়ে আপনার এইযে প্রয়াস, তা রীতিমতো মুগ্ধ করে। বাঙালির পরিচয় যে আগে বাঙালি, পরে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ, আপনার প্রতিটি পর্বেই তা উপলব্ধি করা যায়। আপনার প্রচেষ্টার ধারা অব্যাহত থাকুক। ❤
আপনারা সঙ্গে থাকবেন ❤️
মাছের সাথে বাঙালিদের মনের প্রানের সম্পর্ক😊💗
❤️
আপনার জন্য নিজের ভাষা, নিজের সংস্কৃতি নিয়ে কত কি জানতে পারছি। খুব ভালো লাগে। আরো আসতে থাকুক এমন মন ভালো করা, শিক্ষণীয় এপিসোড। ❤
সঙ্গে থাকবেন 🙏🏻
আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় মাছ দেয়া হয় মা কে। সেই নিয়ে চোখ টাটানি চলে। তাতে বয়ে গেল। ❤
একদম❤
আমাদের পারিবারিক নিয়ম লক্ষ্মী পূজার রাতে সধবা এবং পুরুষদের যেকোনো মাছ খেতে হয়। সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ ঘরে ঢোকাতে হয়, নচেৎ সেই বছর ইলিশ খাওয়া বন্ধ। দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী নবমীর দিন সধবা এবং পুরুষদের যেকোনো মাছ খেতে হয় আর দশমীর দিন পুঁটি মাছ ঘরে ঢোকাতে হয়। আর কালী পুজোর দিন যেকোনো মাছ খেতে হয়।
আবার দশমী থেকে সরস্বতী পূজা অব্দি ইলিশ মাছ নৈব নৈব চ।
@@call2dipankar aha 😋
Lokhi thakur ke mach dei ? Ke mach? Bhog e ?
@@indranilmondal1270 নারায়ণ এর জন্যে নিরামিষ, মা এর জন্যে মাছ। এক এক ঘরানার এক এক নিয়ম আর কি।
সত্যি বলছি ভাই, সবে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে উঠলাম; কিন্তু এই মাছের গল্পে আবার ক্ষিদে পেয়ে যাচ্ছে!!!👌
ইউটিউবে মাছের রেশিপির ছড়াছড়ি। সেগুলো দেখতে খারাপ লাগেনা।কিন্তু তোমার থেকে মাছের এমন ইতিহাস জেনে ভীষণ ভালো লাগলো।
সঙ্গে থাকবেন ❤️🙏🏻
Khub valo laglo .hariye jayoa machh gulo onekanse lupto hoyeche fosoler khhete keetnashok deyar fole .r bakita amader oghontaye.thank u for ur expensive nd mesmerising vidio ❤❤❤
😊 সঙ্গে থাকবেন
আহা! কি সুন্দর লেখা👌
ইতিহাস বলা হচ্ছে আধুনিকতার মোড়কে😊
আর বাচনভঙ্গি, সে তো অসাধারণ❤
সঙ্গে থাকবেন, শেয়ার করবে ❤️
Dada tmr vedio onk vlo lge..Information provide kre..❤❤❤Lots of lv from Bangladesh
❤️😊
দাদা খুব ভালো তোমার ভিডিওগুলো,, এখন আর বাঙালির কথা কেউ বলে না!
সবাই এখন জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তোমার ভিডিওগুলো এজন্যই দেখি যে তুমি বাঙালির ইতিহাস ঐতিহ্য সব তুলে ধরো,, খুবই গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে।
তোমার জন্য শুভকামনা সবসময় 💖
দাদা বাঙালীর আলপনার ইতিহাস নিয়ে একটা পর্ব দেখতে চাই।
❤️
@@Anirban_das ❤️
পাল আমলে বাংলার সংস্কৃতি কেমন ছিল?তা নিয়ে বিস্তারিত অনেক গুলো ভিডিও চাই প্লিজ।
❤️
@@Anirban_das প্লিজ দাদা সত্যিই চাই কিন্তু।আমি চাইলে অন্য কোথা থেকেও সংগ্রহ করতে পারতাম কিন্তু আমি আপনার রিসার্চ এ অনেক বিশ্বাস করি কারণ আপনি প্রকৃতপক্ষে তুলনামূলক অন্য দের অনেক বেশি থেকে নিরপেক্ষ এবং মধ্যপন্থী।
@@seyammolla5290 চেষ্টা করবো
কোচবিহারের অনেক জায়গায় এখনো বান মাছকে কুচিয়া মাছ বলা হয়। আমিও ছোটবেলা থেকে এই নাম শুনেই বড়ো হয়েছি। খুব ভালো লাগলো আপনার এই ভিডিও টা। ❤
সঙ্গে থাকবেন
@@Anirban_das Ekdom 🩵
আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ মাছ আনার নিয়ম আছে, নিয়ম টা সত্যিই বেশ interesting 😊
❤️
Same but choto belai dekhtam ekhon r hoina ekhon sudhu pujatai kono moto hoi. 😭
বাংলার ইতিহাস আমার সবচেয়ে ভালো লাগার জায়গাগুলোর মধ্যে একটি।
এজন্য আমি আপনার ভিডিওর একজন অন্যরকম দর্শক।
শেয়ার করবে কিন্তু!
হুম 🥰
আপনি খুবই জ্ঞানী মানুষ,তার পাশাপাশি সাহসী ও বটে,মাছের ইতিহাস ঐতিহ্য এর সঙ্গে মিষ্টি প্রতিবাদের রেসিপি টা দারুন ,,,অনেক ভালোবাসা ❤
সঙ্গে থাকবেন ❤️
আজ আপনি মৎস্য প্রেমের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সমগ্র বাঙালি মৎস্যপ্রেমীকে উদ্বুদ্ধ করেছেন। আমি একজন মৎস্যপ্রেমী হয়ে খুবই অভিভূত হয়েছি।
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। এখনও বাংলাদেশে যত ধরনের মাছ পাওয়া যায়, তা তোমরা জানোও না। বাংলাদেশে আমন্ত্রণ। যেসব হারিয়ে গেছে বললে, সেগুলো এখনও আমরা মাঝেমধ্যে খাই।
বাংলাদেশে একটু শেয়ার করে দেবেন 🙏🏻
বাংলাদেশের মৎস্য অধিদপ্তর অনেক রকম বিলুপ্রায় দিশি মাছ নিয়ে কাজ করে সফলতা পেয়েছে। আশা করছি শিঘ্রই এইসব মাছে ভরে উঠবে জলাশয়গুলো।
দাদা তুমি এত তথ্য পাও কথা থেকে আমি ও একজন creater কিন্তু তোমার মত এত তথ্য পায়না অনেক বই , social media খুঁজি
তোমার তথ্য গুলো এককথায় অসাধারণ কোনোকিছু বাদ যায় না তোমার হাত থেকে
কী খুঁজতে চাইছো সেটা জানা জরুরি। এই জার্নিটা আজকের নয়, ছোটোবেলার। আজ ইউটিউবে বলছি
বাংলাদেশ থেকে দেখছি, আপনার মাধ্যমে নতুন কিছু জানতে পারতেছি, এগিয়ে যান।
এটাতে আমার একটা কথা সবথেকে ভালো লাগলো 'ভালোবাসলে একটু যত্ন করতে হয়'❤❤
ওটা তো sunlight এর বিজ্ঞাপনের 😁
আবারও সেই মুগ্ধতা,, খুব ভালো লাগে।।এত গুরুত্বপূর্ণ কথা জানালেন সত্যি অনেক অনেক ধন্যবাদ।।। ❤❤❤মাছ প্রিয় হলেও অনেক কিছু অজানা ছিল।। শুভ নববর্ষ 💙💝
😊 শুভ নববর্ষ
Thanks!
Your support truly means a lot to me. It encourages me to keep creating content that you enjoy. Thank you for being such a wonderful part of our community! 🙏🏻
সেই ময়নামতি আমাদের কুমিল্লায় অবস্থিত😊💝। অতুলনীয় উপস্থাপনা💝
শেয়ার করার অনুরোধ রইল
এখানে তো রেসিপির ছড়াছড়ি!! 😅
দারুণ লাগলো ভিডিও টা। মাছ প্রিয় বাঙালীর ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ 💚🙏
সঙ্গে থাকবেন ❤️
সবসময় সঙ্গে আছি ❤
Thumbnail ta ja ta chilo bhai😂😂😂❤❤
আপনার প্রতিটি ভিডিও দেখি। খুব ভালো লাগে, অনেক কিছু জানা যায় ।এই ভাবে তথ্য গুলো আমাদের জানাতে থাকবেন। থ্যাংক ইউ। ❤❤
সঙ্গে থাকবেন ❤️
আপনার প্রতিটি পর্ব এত তথ্য-উপাত্ত আর বিশ্লেষণ ভিত্তিক হয় যে, সুনিপুণ উপস্থাপনায় হয়ে ওঠে অসাধারণ। আমি কোনো পর্ব সহজে মিস করিনা ❤
সঙ্গে থাকবেন, ভুলক্রুটি নজরে পড়লে নিঃসংকোচে বলবেন
দারুন লাগলো আমি ত্রিপুরা থেকে দেখছি দাদা ❤
আপনার এই নানান না জানা বিষয়ে video আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন
❤️ সঙ্গে থাকবেন
Request korbo Ulu dhwani niye jodi ekta video banan
আমি মাংসের থেকেও মাছ খেতে বেশি ভালোবাসি। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, কত কিছু জানতে পারি।
😊❤️
আমার তোমার মুখে বাঙালী ইতিহাস শুনতে খুব ভালো লাগে। আরো শুনতে জানতে ইচ্ছা করে❤❤❤❤
আপনাকে অনেক ধন্যবাদ বাংলার মানুষের প্রাচীন থেকে আধুনিক কাল পর্যন্ত জীবনযাত্রা মাছের ভুমিকা সম্পর্কে জানানোর জন্য
সঙ্গে থাকবেন ❤️
Asadharon dada❤❤❤
❤️🙏🏻
আমার সব সময় বাঙালির জীবনযাত্রা নিয়ে জানার ইচ্ছা আর সেখানে বারবার একটি প্রশ্নই মনে জেগে ওঠে - মাছ কিভাবে বাঙালির জীবনের একটি অংশ হয়ে উঠল
কলেজের আর্টিকেলে এই বিষয়টি নিয়ে লেখার ইচ্ছা হয়েছিল কিন্তু কোন কারণে সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি
আশা করি পরবর্তীকালে সঠিক সময় ঠিক সম্পূর্ণ হবে
তবে আজ আপনার এই বিষয়টির উপরে ভিডিও দেখে খুব ভালো লেগেছে , আবার সেই আগ্রহ বা কৌতুহলগুলো জেগে উঠল
আর আপনার বাচনভঙ্গির প্রশংসা না করে থাকা যায় না
আজ যখন সবাই বাংলা ভাষা নিয়ে এত মজা-মশকরা করছে, সেখানে দাঁড়িয়ে আপনার এত সুন্দর স্পষ্ট বাংলা ভাষাবোধ সত্যিই অনবদ্য
আমি আগেও আপনার ভিডিও দেখেছি কিন্তু আজকেই প্রথম কমেন্ট করলাম
আপনি আরো এগিয়ে যান আর আমাদেরকে এরকম সুন্দর সুন্দর বিষয়ের উপর ভিডিও দিয়ে যান
😊🥰❤
😊 সঙ্গে থেকো, কমেন্টও কোরো
খুব ভালো লাগলো মাছ নিয়ে আপনার এই তথ্য জেনে।
❤️
Osadharon....... Khub valo laglo Sir ❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ ❤️
বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য তোমাকে এবং তোমার চ্যানেল কে অনেক ধন্যবাদ ও ভালবাসা রইল দাদা।🙏❤
সঙ্গে থেকো
@@Anirban_das অবশ্যই।
দাদা আপনি খুব সুন্দর করে কথা বলেন
আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে 😊😊 ........
সত্যি দাদা এই ultramordern যুগে বাঙালির সমস্ত ইতিহাসই ধামা চাপা পড়ে গেছে এইগুলো একটু মানুষের সামনে তুলে আনার দরকার, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আজকাল western culture বা western food culture সারা বিশ্বে দাপিয়ে বেড়ালেও আমরা বাঙালিরাও কিছু কম যাইনা, carry on দাদা, take respect and love👍
সঙ্গে থাকতে হবে ❤️
@@Anirban_das নিশ্চই 🙂
আমাদের মুসলিম বাঙালি পরিবারে গোমাংস বা মুরগির মাংস চাহিদা এখন বেড়েছে ঠিকই কিন্তু ছোটবেলা একটা জিনিষ খেয়াল করতাম বাড়িতে যখন খাল বিল পুকুর থেকে বিভিন্ন মাছ ধরে নিয়ে আসা হতো তখন বাড়ির দাদি নানি দের এই মাছ রান্নার উৎসাহ উন্মাদনা মধ্যে একটা প্রাচীন সাংস্কৃতিক ছোঁয়া পেতাম। আর নানির হাতের মাছ রান্নার স্বাদ তো মাশাআল্লাহ এখন ও অনুভব করি❤
❤️
Mangsho bangalider khadder modhye age chilona.
আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ সবদিন থেকে যাবে নতুনের মতো ❤❤নতুন তথ্য সবসময় জানতে পারি।
😁
@@Anirban_das আপনার বাড়ি কোথায় স্যার?
Khub vlo laglo tmr vdo..banglar erokom aro ajana itihas jante chai
সঙ্গে থাকবেন
খুব সুন্দর দাদা❤️❤️বাঙালির আবেগ মাছ❤️,,,তার ইতিহাস তথ্য তুমি খুব সুন্দর ভাবে বর্ণনা করলে🤗,,,এভাবেই আরো ভিডিওর অপেক্ষায় থাকবো,,তোমার❤️
দারুণ রিয়াকশন দ্বারা পরিচালিত হয়েছে অবিরাম অন্তহীন ভালো বাসা থেকে ❤❤❤❤❤❤❤❤❤💜💜❤️💕💓❤️💖💓💜💕💜💕💜💞💜💞❤️💕❤️💖💗💗💗💞💙💙💙💜💖💓💜💓💜💜
এটা কি ট্রান্সলেসন?
বাংলার উপহার বিষয়ে ভিডিও চাই। ইতিহাস তুলে আনার এই চেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।
Apnie to upohar ai banglar jonno
❤️
বেলে, টাকি, মলা - খুলনার বাজারে অহরহ পাওয়া যায়। টাকি মাছ ভর্তা খুলনার মানুষের অত্যন্ত প্রিয় খাবার
এপারে অমিল
@@Anirban_das 🥲🥲🥲
Uttarbange dedar pawa jay mola bele taki kuche gota kholse puti...sab...
Amar apnar bolar bhongima tio amr valo laglo apnar research er moton.
সঙ্গে থাকবেন 🙏🏻
Thank you. Very well presented. Could you do a presentation why Bengali widows were completely prohibited from fish? Widowhood was bad luck, fish was / is good luck. So was the philosophy “ good” versus evil? How do Bengalis reconcile with their cultural iconic food and an absolute consumption prohibition on fish. Than you.
❤️
বিদেশে বসে বাংলার এই ইতিহাস জেনে খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে 😊
Valo laglo bhai, khub valo laglo
সঙ্গে থাকবেন 🙏🏻
তোমার পর্ব গুলো দেখে অনেক কিছু জানা যায়....
❤️
আমাদের বাড়িতে লক্ষীপূজাতে মাছ ভোগ হিসাবে দিতে হয়।
Ami prochondo rokom bhabe motsopremi bangali....khub bhalo laglo apnar ei video dekhe ❤️❤️
সঙ্গে থাকবেন, প্রেম দীর্ঘজীবী হোক ❤️
Khub bhalo, tomar protyecta kotha bhison sotye.
❤️❤️
বাংলার অজানা ইতিহাস নিয়ে এরকম আরো এপিসোড চাই ❤
❤️❤️
Tomar video er apekhay thaki ami khub valo laglo.....Ami chaii tomar eii video ei etihas choriye poruk taii sobsamay e share kore deii status ba story te🥰
আপনিও ছড়িয়ে দিতে একটু সাহায্য করবেন
Bangali r machh er songe onno rakom bhalobasa.
Amra bhaat er songe kata sudhhu mach mukhe bhore di ebong khaoa ses hole bhaat ar machh pete jaye ar kata ta mukhey pore thake.
Erokom bhabe machh bodhoy kono jati khete pare na. Eta holo Bangali r matso prem.
❤️❤️
😊 এই ভাবে আমরা মুখে কাঁটা বেছে নিয়ে খাই তাতে আমেরিকান রা খুব অবাক হয়ে যায়। তারা ভাবে আমরা wild 😂
একজন প্রকাশক হিসেবে এইসব তথ্য নিয়ে বই করার ইচ্ছে হচ্ছে। খুবই সুন্দর তথ্য আপনি তুলে ধরছেন, এইসব তথ্য লিখিত আকারে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে রইলো প্রকাশক হিসেবে, আর আপনার সাথে আলাপ করার ইচ্ছে রইলো।
Tmi kub vabe bangla ke explore korcho kub valo laglo tmr ei kaje
সঙ্গে থাকবেন 🙏🏻😊
দাদা তোমার কথা মুগ্ধ হয়ে শুনি❤❤
ধন্যবাদ 🙏🏻
দারুণ উপস্থাপন শৈলী।
যদিও আমি মাছ খেতে ভালবাসি না।তবে আপনার উপস্থাপনা কিন্তু খুব সুন্দর
ধন্যবাদ 😊
Khub Valo laglo bro. Macher bapare tomar theke janlam. Sathe achi. Amio mach khete Khub valobasi je kono mach.
Maa Saradao bolechhen machh khele matha thanda thake,buvinno bisisto utube chanel theke janchhi,jeno Bangalir ichhe te ekta sheel mohor porlo,r machh amader shuvottwer sange joriye achhe,nadi matrik deshe ,sahaje praprya protien jatiyo khadya,amra chharbo,keno,machhe vaate Bangali,darun episode, dhanyabad ❤❤
সঙ্গে থাকবেন ❤️
❤Amar khub Priyo khabar MacherJhol Bhat❤Thanks🌹 DaDa Macher Bisoye vedio debar jonno
❤️❤️
দারুন লাগলো।ঈশ্বরচন্দ্র গুপ্তের বই টির নাম কি?fb তে এগুলো শেয়ার করবো কিভাবে?
আমার fb page আছে। কাল ফেসবুকে আপলোড হবে ১০.৩০ নাগাদ। facebook.com/TheBengalExplorer?mibextid=LQQJ4d
khub valo laglo dada,
aro egiye cholo
♥♥
তোমরাও সঙ্গে থাকো ❤️
@@Anirban_das obossoy dada
This channel do have a refreshingly unique identity among the crowd. . Best wishes
Stay tuned sir 🙏🏻
সত্যি দাদা আপনার এই আয়োজন অসাধারণ ছিলো❤️🥰
ভালো থাকবেন।🙏
দক্ষিণ কোরিয়া থেকে দেখছি
সঙ্গে থাকবেন। খুব ভালোলাগলো
আমাদের বাড়িতে দশমীতে যাত্রা পূজা তে আশ যুক্ত মাছ ব্যবহার করা হয়।
দাদা তোমার প্রীতি টা কনটেন্ট এ আমরা অনেক সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ দাদা।❤❤
শেয়ার কোরো 😊
Vison informative... Darun episode.... Kintu Padabi er continuation ta holo na... Byathito holam
স্বামী বিবেকানন্দ নিজে একজন মৎস্যপ্রেমী ছিলেন।।
❤️
Apnader moto baktir jonnoi bangla r bangalir itihas ajo gourab moi ❤ dhyonyobad evabe bangla r bangalije jibito rakhar jonno
❤️
একরাশ মুগ্ধতা
ধন্যবাদ ❤️
মুরগির মাংস বাঙালির পাতে কিভাবে এলো। একটা এপিসোড করবেন।
😁
ছি ছি মুরগি খাউ?? বুড়া বুড়ি রা ত ঘেন্না করে এটা। 😂😂
love from assam karimganj sir❤
😊❤️
Dada alpona ar bear Kolka nea video chi
❤️
একই মাছের নাম অনেকক্ষেত্রে পশ্চিম ও পূর্ববঙ্গে আলাদা আলাদা হয়ে গেছে। বাংলাদেশে বাইলা, টাকি, মলা এ'গুলো শুধু পাওয়াই যায়না, বিদেশেও রপ্তানি হয়। বিদেশে মাছের নাম দেখে চিনতে না পেরে খুঁজে খুঁজে আবিষ্কার করলাম এই মাছের নামের পার্থক্যটা। নদী বা মিঠা জলের মাছ বাংলাদেশ থেকেই সারা পৃথিবীতে রপ্তানি হয়, আর তা দুইবাংলার বাঙালিরাই মূলত কিনে থাকে। বাইলা আসলে বেলে মাছ, মলা হল মৌরলা। এ'রকম অনেক অনেক উদাহরণ আছে, একটা মজার উদাহরণ যেমন নলা - যা কিনা আদপে চারাপোনা। তাই সব মাছ হয়তো হারিয়ে যায়নি, স্থানভেদে নামের পার্থক্যের কারণে অচেনা হয়ে গেছে। আবার অনেক মাছ সত্যিই আজ অবলুপ্ত।
অসাধারন এক ইতিহাস জানলাম আজ । ধন্যবাদ জানাই আপনাকে 🙏
❤️
অসাধারণ লাগলো ❤❤
😊🙏🏻
বাঙ্গালী হিসেবে নিজেকে গর্বিত মনে করি, বাঙ্গালার ইতিহাস টো জানতে ইচ্ছে করবে!!❤
দাদা ওই পদবীর দ্বিতীয় পার্ট কবে আসছে?
সামনের মাসে
Tora arbi bangli no
Tora arbi bangli no
মাছে ভাতে বাঙালি আমরা!
উত্তর ভারতীয়রা যেতই মাছলিখোর, ভেতো বাঙালী বলে ক্ষেপাক, আমরা এতে গর্ববোধ করি।
❤️❤️
অসাধারণ উপস্থাপনা। ❤
ধন্যবাদ 🙏🏻
আপনি খুব সুন্দর বলেন 😊
ধন্যবাদ ❤️
দাদা তোমার বাংলা বাচন ভঙ্গিটা খুব সুন্দর 😊
সঙ্গে থাকবেন 😊❤️
খুব ভালো আলোচনা ❤❤
❤️
মৎস্যময় ভিডিও টি অসাধারণ হয়েছে। তবে এখন একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করব আপনাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঝুলন' কবিতাটি কবিতার কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? উত্তরের আশায় রইলাম।
Amader bari Kojagori Lokkhi pujo te machh bhog dewa hoy Maa ke. Eyo stree machh khabe na, taa ki hoy?
❤️
happy poila baisakh to you and your team and others.
🙏🏻❤️