ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমাকে অভিভূত করেছেন । আপনি আমার ইতিহাস, সংস্কৃতি , আমার মূল এর সঙ্গে সংযোগ করে দিয়েছেন … এ যেন এক নতুন আত্ম আবিষ্কার, নতুন জীবন । বিশ্বাস করি পুরান, রামায়ণ মহাভারত ইতিহাস । 🙏🏻🙏🏻🙏🏻 আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই ।
হিন্দু শব্দটির প্রাচীনতা যে নেই এটা একটু পড়াশোনা করলেই জানা যায়। তাই হিন্দু ধর্ম বলে যাকে আমরা অভিহিত করি, সেটা সনাতন ধর্ম পরম্পরাই আলাদা কিছু না। তাই হিন্দু=সনাতন এটা বলাও যায় আবার অস্বীকার ও করা যায়। আমার কনসার্ন টা অন্য জায়গায়। নৃসিংহবাবু সংস্কৃতের হারিয়ে যাওয়া নিয়ে অনেককিছু বললেন, বাম আমলের লড়াইয়ের কথা বললেন, অথচ এতদিন তৃণমূল ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও সংস্কৃতের স্কুলে প্রত্যাবর্তনের জন্য কী চেষ্টা করেছেন, সেটা উহ্য রাখলেন। উনি বলছেন, আমি এন ই পি'র কমিটিতে ছিলাম। কিন্তু ওখানে শিক্ষার আমেরিকিকরণ হয়েছে, নাথিং এলস্। এখন প্রশ্নটা হল তাহলে কমিটিতে উনি কি করছিলেন, কি ভুমিকা ছিলো? গতবছর, এবিপি আনন্দ 'জ্ঞান মনস্তং ব্রহ্ম' টাইপ একটা উপনিষদ্ বাক্যের বিকৃতি দিয়ে দীর্ঘদিন, প্রায় ৬ মাস তাদের বিজ্ঞাপন চালালো (তারপর মিনিস্ট্রি তে আমার করা অভিযোগের পরে ওটা বন্ধ হয়, এবিপি ক্ষমা চায়) তখন নৃসিংহবাবু কেন আওয়াজ তুললেন না এই ব্লান্ডারের বিরুদ্ধে? আমরা তো ওনাদের মুখ চেয়ে বসে থাকি। স্ব কর্তব্য বোধ তো সংস্কৃতের জন্য আগে নিজের থাকতে হবে, নাহলে সব প্রবচন ই বৃথা।
বৃথা আশা, বিশেষ করে কোন রাজনৈতিক দলের কাছে বিকিয়ে যাওয়া কোন বুদ্ধিজীবীর কাছ থেকে। হিন্দু ধর্ম সনাতন ধর্ম বৈদিক ধর্ম যাই বলুন না কেন সেই ধর্ম সর্বদা পাণ্ডিত্যের চেয়ে বিবেক-বুদ্ধিকে অধিক মূল্যবান মনে করে, যে জিনিসটা শাসক দলের মোসাহেবি করা এই ধরনের বুদ্ধিজীবিদের কাছ থেকে আশা করা দুরাশা। এবিপি আনন্দের ওই সংস্কৃত বিকৃতির বিষয়টা জানতাম না। আপনার উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।🙏
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
আগেৱ দুটো ভিডিওতেই আপনাৱ সমালোচনা কৱেছি। আজ আপনাৱ কথা এতো ভালো লাগলো যে সমাৱশলোচনাৱ কোনো জায়গাই না পেয়ে আৱো ভালো লাগলো। বুদ্ধদেব বাবু পুৱোহিতেৱ ভাষা বলেছন জেনে অত্যন্ত অবাক হোলাম । আপনি আৱো ভিডিও কৱুন । জীবনেৱ সব জ্ঞানকেই এইডভাবে সাধাৱন মানুষেৱ জন্য ৱেখে জান । দানেৱ মধ্যে জ্ঞানদান শ্রেষ্ঠ দান । ধন্যবাদ।
দারুন বিশ্লেষণ। আমি উনার বইয়ের পাঠক। আমি উনাকে শ্রদ্ধা করি। আমার ব্যক্তিগত মত যে, আমরা যারা নিজেদের সনাতন ধর্মাবলম্বী বলি তারা খুব একটা ভুল বলি না। সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বিভিন্ন যুগে অল্প বিস্তর পরিবর্তিত হয়েছে। যেমন উনি মহাভারতের যুগে যে পরিবর্তন হয়েছিল তা বললেন। তবে মূল ব্যাপারটা একই ছিল। পরিবর্তনটা ছিল যুগানুপাতিক। আজকের সনাতন ধর্ম হল প্রাচীন বৈদিক ধর্মের আধুনিক রূপ। সুতরাং আমরা সনাতন ধর্মাবলম্বী এটা নিশ্চিত। হিন্দুধর্ম বলতে ভারতভূমির অমুসলিমদের বোঝানো হতো। তাই হিন্দু বলতে সনাতনী, বৌদ্ধ, জৈন এদেরকেও বোঝায়।
@@udasmonofficial এখানে চরিৎ বাবুকে ধন্যবাদ জানিয়ে সুন্দর ভাবে উঃ দিলেন, এটা আপনার পরিচয়। প্রকৃত অর্থে জ্ঞানী বিনয়ী হয়, সবজান্তা বা আমার টাই ঠিক, এই অহং বোধ থাকে না।
Hindu sabda parshi, hindu j dharma , tahtakathita hindu dharma ghrantha jamon ved , sruti, puran, ramayan, mahabharat , e tar kono ducomantary proman nei , tahole kara hindu sabder sange dharma katha jukta kore hindu dharmer prachalan kore ? Uttar holo eurasian bhrambhan ra , karon political power er jonno , jar falafal bharat e 3% bideshi bhrambhan er kabja samashya bhabashtai oder kabja , r hindu sabdha jakhon contradictory hoe jachhe takhan sanatan sabdha k bhrambhan ra market e nie aseche ,.hindu sabdhane jamon parshi , taimoni sanatan buddha er sanatan ekti pali sabdha , tahole dharma ta ki ??? Dharma ta hochhe bhrambhan dharma , viyadik dharma, arya dharma.
এটা আসলে হিন্দির প্রভাব l হিন্দির অন্ধ অনুকরণ করতে গিয়ে আজ এই অবস্থা l এত বড়ো পণ্ডিত মানুষের কাছ থেকেও এই ধরণের শব্দের প্রয়োগ শুনতে হলো l তাই আমাদের উচিত নিজেদের ভাষার চর্চা আরো বাড়ানো l
"কেনকি" শব্দ টার উৎপত্তি টা কি ? এটা কে কোন ধরনের শব্দ বলা উচিৎ? আর স্বতঃস্ফুর্ত ভাবে যে শব্দচয়ন হবে, সে টা কে ভুল বলা টা কি উচিৎ?? এটা কি "বিদেশি" শব্দ?
@@KallolSahoo-ji6jd তা বাংলা ভাষাতে কি এই টাই একমাত্র শব্দ যা হিন্দী থেকে এসেছে?? আমার তো মনে হয় অনেক বিদেশী শব্দ বাংলা ভাষা কে সমৃদ্ধ করেছে, "কেনো কি" বলা হলে ক্ষতি টা ঠিক কোথায়?? যেমন ধরুন, "সাবান" শব্দ টি আমরা ব্যবহার করি, সেটা কি বলা যাবে পর্তুগীজ ভাষার অন্ধ আনুগত্য?? "বস্তা","মরীচ","আলু","আফসোস"..... এরকম আর ও কতশত শব্দ আমরা নিত্য ব্যবহার করি যেগুলো উৎপত্তিগত ভাবে "ফারসি"। তা হঠাৎ করে "কেনো কি" শব্দ টা নিয়ে এত্ত গা জ্বালা কেনো?? চান্দ্রীল এর কু-তর্কের প্রভাব না কি??
স্যার প্রণাম নেবেন। আপনি একদম সত্যি কথা বলেছেন। সংস্কৃত তুলে দিয়ে শুধু সংস্কৃত এর ক্ষতি করেনি। বাংলা ভাষার ও প্রভূত ক্ষতি করেছে। আমি মনে করি সংস্কৃত না জানলে বাংলা ভাষা ও ভালো জানা যায় না।
আমি নিজে ক্লাস 7 ও 8 এ সংস্কৃত পড়ে সেইভাবে কিছু শিখিনি। কিন্তু অনার্স নিয়ে 3 টে বছরে যা শিখেছি , তার অধিকাংশই অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সংস্পর্শে এসে। তারা যথেষ্ট ধৈর্য্য আর উৎসাহ নিয়েই আমাদের পড়িয়েছেন ও পড়াবেন এটা দৃঢ় বিশ্বাস, তাই এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যাতে আগামীতে যারা সংস্কৃত ভাষা নিয়ে পড়বে ভাবছে, তাদের ইচ্ছেটুকু শেষ হয়ে যায়। তাই এমন কিছু বলুন যাতে ছাত্র-ছাত্রীরা উৎসাহ পায়। ভালো শিক্ষক-শিক্ষিকা আজও আছে আগামীতেও থাকবে, শুধু ভাষা আরো এগিয়ে যাক, এরকম শুভাকাঙ্ক্ষী মানুষের দরকার।🙏🙏
জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন ।🙂 এখনো এরম ৭ টি গ্রাম আছে, যেখানে সংস্কৃত ভাষায় কথা বলা হয়। আর যেই শাস্ত্রে গণিত, বিজ্ঞান, চিকিৎসা, গান, নাচ, চিত্রাঙ্কন সকল বিষয়ের জ্ঞান আমরা পেতে পারি, সেই শাস্ত্র পড়ে কি লাভ? এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, তবে আপনার মতো নিতান্ত মূর্খের সাথে তর্কে আমি যাবো না। পড়াশোনা করে আসুন , তা না হলে আপনার ফাঁকা কলশি থেকে আওয়াজ বেরোতেই থাকবে।
প্রথম দিকে এনার কথাগুলো শুনতে বেশ ভালই লাগছিল। কারণ সংস্কৃতের সম্প্রতি বাস্তবিক দিকগুলো তুলে ধরেছিলেন। কিন্তু সমস্যাটা শুরু হলো 10 মিনিটের পর থেকে। উনি বলছেন "বর্তমানে নাকি সংস্কৃতের কোনো বিদ্বান ব্যক্তি নেই...সংস্কৃত ভাষাটা জানলেও সংস্কৃত বিষয় সম্পর্কে জ্ঞানী গুণী ব্যক্তি বর্তমানে একেবারেই নেই।" কিন্তু আমার তো এখন ওনাকে নিয়েই সন্দেহ হচ্ছে।। ওনার পুরো বক্তব্যটা শোনার পর ওনার অনেক জায়গাতে আমি ভুল ত্রুটি লক্ষ্য করেছি। আর TV 9 বাংলার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা একবার রামকৃষ্ণ মিশন বেলুড় তথা সারদা বিদ্যাপীঠ-এ পরখ করুন। সেখানে ওনার চাইতে অনেক বেশি সংস্কৃতের বিনয়ী তথা বিদ্বান ব্যক্তির দর্শন পাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও খোঁজ করলে এখনো সংস্কৃত বিভাগে বিরাজমান ওনার থেকে অনেক গুণে কিছু পন্ডিত অধ্যাপক/অধ্যাপিকার নিদর্শন পেয়ে যাবেন। কাউরো ইউটিউব চ্যানেল আছে বলেই সে প্রখ্যাত ব্যক্তি,সংস্কৃতে সবজান্তা--- ওটা দেখে ইন্টারভিউ নেবেন না। এতে আমাদের সংস্কৃতের মান মর্যাদা ক্ষুন্ন হয়। আর আরেকটা কথা উনি বলছেন 'হিন্দু' শব্দটি নাকি রামায়ণ-মহাভারত-পুরাণ কোথাও প্রাপ্ত হয় না!! হিন্দু নাকি এই সেইদিনের...!! তো আসুন আপনাকে প্রমাণ দিচ্ছি--The Bhaviṣya-Purāṇa speaks of हप्तहिन्दु. Here are a few references in a few Kośas and the Purāṇas: (१) The Kālikā-Purāṇa says, "कलिना बलिना नूनमधर्माकलिते कलौ । यवनैर्घोरमाक्रान्ता हिन्दवो विन्ध्यमाविशन् ॥ " এরকম সবজান্তা মূর্খ লোকেদের নিয়ে ইন্টারভিউ করার চাইতে না করা অনেক ভালো।
ভবিষ্য পুরান কবে লেখা হয়েছে সেটা একবার ভাবা উচিত। ভবিষ্য পুরান অতীত কালে লেখা এবং কিছু ইংরেজী শব্দ ঢুকে গেছে তাতে যারা বোঝার তারা বুঝেই নিয়েছে আসলে কোন সময় লেখা। তাই ভবিষ্য পুরান এর হিন্দু থাকলেও সেটা উনি ধরেননি।
@@সত্যরঅনুসন্ধানী vobisshya purane jisshu krister kotha mohimannwito kora hoyeche. Ar Muslim der pishach bola hoyeche. Tar mane bola jay je Kristan missionary rai Vavishya puran toiri koreche
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
আপনার কথার মাধ্যমে এটাই ফুটে উঠলো আপনি কেবল আঙ্গুল তুলতেই বেশি আগ্রহী।আমি আপনার নখের ও যোগ্য না কিন্তু আপনি নিজেকে বড়ো করে অন্যকে ছোটো করতে কখনোই পাড়েননা। সংস্কৃত বিষয়কে ভালোবাসতে শিখিয়েছেন যিনি / যে সমস্ত অভিঞ্জ শিক্ষক/শিক্ষিকারা (আপনার কথার মাধ্যমে) ওনারা ও কিছু জানেন না ,এটা আপনি নিজে শিক্ষক হয়ে কি করে বলতে পারেন। আর বিশেষ ভাবে আমি এমন একজন শিক্ষিকাকে জানি যিনি ছাত্রছাত্রীদের শেখানোর জন্য কি না করে থাকেন.. এমনকি এই কঠিন মহামারির মধ্যেও। সংস্কৃত শেখার আগ্রহটা ওখান থেকেই জন্মেছে।তাই আপনিও আপনার চোখে দেখা ১/২ জনের জন্য প্রত্যেক এভাবে অপমান করবেন না🙏 তাতে কোথাও গিয়ে আপনি নিজেই ছোটো হবেন..কারণ কথায় আছে ** লোকে যারে ভালো বলে ভালো সে হয়,নিজে যারে ভালো বলে ভালো .....** আমি কতটুকু শিখেছি জানি না তবে এমন অনেক অধ্যাপিক/ অধ্যাপিকা আছেন যারা কোনো না কোনো বিষয়ে আপনার থেকে অনেক এগিয়ে কারণ সবাই সবকিছু জানেন না 🙂🙏
আমিও সংস্কৃতের একটি লেকচার শুনেছিলাম, হতবাক হয়ে শুনেছিলাম, যে এতো কিছু এই ভাষায়? উদাহরণ, ছবি সহকারে, কোথায় কবে লেখা, কিভাবে সংগ্ৰহ করেন উনি, কোথায় পেয়েছেন। এতো বিস্তারিত জানিয়েছিলেন যে ভাষাটির উপর বেশি করে আকর্ষণ অনুভব করেছি। শ্রীচৈতন্য ও সংস্কৃত টোল এর পণ্ডিত ছিলেন। ওনার আগে আরো অনেক সংস্কৃত পণ্ডিত ছিলেন। আমি যে মানুষটি র লেকচার শুনেছিলাম উনি স্কুল শিক্ষক। নাম ভুলে গেছি, মারাঠি উনি। সম্ভবতঃ retired করে গেছেন স্কুল থেকে
এটা ভাষাগত পরিবর্তন, হিন্দু ধর্ম যেটা আজকে বলা হচ্ছে সেটা এসেছে সনাতন ধর্ম থেকেই, তো সেটা আপনি হিন্দু বলুন বা সনাতন বলুন বা বৈদিক ধর্ম বলুন ব্যাপারটা একই গোত্রের।
তাই বুঝি হিন্দু কথাটা প্রাচীন কোন গ্রন্থে লেখা ছিল বলতে পারবেন। বেদ,উপনিষদ,রামায়ণ,মহাভারত কোথায় জানাবেন। আর যদি কোথাও লেখা থাকে সেখানে হিন্দু শব্দের অর্থ কী লেখা আছে জানাবেন।
ভিডিওটা বেশ কয়েকবার শুনলাম, আপনার শব্দগুলোর ঊর্দ্ধ্বে আপনার ভাবনা হয়তো অন্য এটা ভেবে। প্রতিবারই আপনাকে শিক্ষক কম রাজনীতিবিদ্ বেশী মনে হল। ক্লাস সেভেনে যখন প্রথম সংস্কৃত পড়ি তখন একটা শ্লোক পড়েছিলাম “বিদ্যা দদাতি বিনযম্...”। আমাদের স্যার ম্যামরাও সবসময় আমাদের বলেন সংস্কৃত আমাদের মধ্যে সংস্কার আনে। কিন্তু ভীষণ হতাশা হচ্ছে আপনার মতো (তথাকথিত) সংস্কৃতজ্ঞ ব্যক্তির বাক্যে চিন্তনে সেই বিনয় বা সেই সংস্কারের লেশমাত্র পাওয়া যাচ্ছে না এটা ভেবে। বছর দুয়েক আগে সন্দীপ মাহেশ্বরী যখন সংস্কৃত বিষয়ে উদ্ভট মন্তব্য করেছিলেন তখন আমার ব্যক্তিগতভাবে সেরকম খারাপ লাগেনি কারণ উনি সংস্কৃত ভাষা বা সংস্কৃত জগতের সাথে কোনোভাবেই সম্পর্কিত নন, তাই ওনার মন্তব্য খানিকটা বালখিল্য। কিন্তু আপনার এই মন্তব্যকে ঠিক কি বলা যায় সেই ভাষা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। আপনার মন্তব্যের উত্তরে অনেক কিছুই বলা যায়, অনেকে বলেওছেন। তবে আমি আপনার কথাকে সত্য ধরে আপনাকে একটাই প্রশ্ন করতে চাই। আপনার কথা অনুযায়ী বিগত কুড়ি বছর যাঁরা অধ্যাপনার সাথে জড়িত তাঁরা কিচ্ছু সংস্কৃত জানেন না। যাঁরা বিগত কুড়ি বছর ধরে সংস্কৃত পড়াচ্ছেন তাঁরা সকলেই প্রত্যক্ষে বা পরোক্ষে আপনার ছাত্র এবং ছাত্রতুল্য। আর তাঁদের কোনো একজনকেও আপনি ভাষাটাই শেখাতে পারেন নি (বিষয় শেখানো তো বিলাসিতা)। সারা জীবন শিক্ষকতা করে সমাজকে একটাও শিক্ষিত শিক্ষক দিয়ে যেতে পারলেন না। ভবিষ্যত্ প্রজন্মের জন্য কিচ্ছু করতে পারলেন না।একজন শিক্ষক হিসেবে এই ব্যর্থতায় আপনার বিবেক দগ্ধ হয় না? আপনার অজ্ঞাতেই আপনার এই মন্তব্য আপনার গোটা জীবনটাকেই মিথ্যে করে দিয়েছে। আপনার এহেন বক্তব্য শুনে ছাত্রছাত্রীরা তো শিক্ষক শিক্ষিকাদের উপর বিশ্বাস রাখতেই ভয় পাবে। আপনার এই মন্তব্যের nagative vibration কতশত ছাত্রছাত্রীদের সংস্কৃত বিষয়ে জানা বা শেখার ইচ্ছেকে শেষ করে দিল একবার ভেবে দেখবেন।
#Das Sagnik এমন অনেকে আছেন যাঁরা পাঠ্যক্রমের গণ্ডির বাইরে গিয়েও সংস্কৃত সাধনা করে চলেছেন এবং সেই জ্ঞান বিতরণের চেষ্টাও করে চলেছেন। ওনার ‘বিগত কুড়ি বছর যাঁরা সংস্কৃত পড়াচ্ছেন তাঁরা কেউ কিচ্ছু জানেন না’ এরূপ বাক্য তাঁদের জন্য অপমান। এই অপমানটা তাঁরা deserve করেন না। বেশিরভাগ, সিংহভাগ, অধিকাংশ ইত্যাদি শব্দ ছিল প্রয়োগ করার মতো। উনি বলে দিলেন কেউ কিচ্ছু জানেন না। এই কথায় ওনার ঔদ্ধত্য আর অহমিকা ছাড়া কিছুই প্রকাশিত হয়নি।
বিশ্ব ধর্ম সম্মেলনে যুগনায়ক স্বামী বিবেকানন্দ সকল ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে " হিন্দুধর্ম সকল ধর্মের মা * এই বক্তব্যর উপর কিন্ত তখন উপস্থিত সকল ধর্মের প্রতিনিধিরা কোনও রকম আপত্তি করেন নি , বলে রাখা ভালো যে স্বামী বিবেকানন্দ সকল ধর্ম কে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন *
Raja rammohan কে পড়ুন কারণ তিনিই হলেন আধুনিক ভারতের প্রথম প্রথিককৃত। Swami Vivekanand এটা সঠিক ভাবে বুঝতে পারেননি সনাতন এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কী, কোনো মন্তব্য করার আগে বিচার করে দেখবেন।
I am a Christian. I used read him 30- 35 years back and I still find him extremely interesting and knowledgeable. Sad people seek less and consider themselves wise!! Thanks for sharing.
@@djboss9732 পশ্চিম বঙ্গের খৃষ্টানরা বাঙালি নাম রাখে। পশ্চিমবঙ্গের ক্রিশ্চিয়ানরা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। শরৎ চন্দ্র তার "বর্তমান হিন্দু মুসলিম সমস্যা " গ্রন্থে একথা বলেছেন।
অসাধারন বলেছেন। এরকম ভাবে তথ্য দিয়ে বলার লোক আর কোথায় কে আছেন। সার, আপনাকে শত সহস্র প্রনাম। আজ মহাষ্টমীর দিনে মহামায়ার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার ইউটিউব চ্যানেল টি আপনি চালিয়ে যান এবং আমাদের মতো জিজ্ঞাসু দের আরও বেশি করে ঋদ্ধ করুন। শারদীয়া শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।
আমার 🙏নেবেন স্যার। আমি সংস্কৃতের ছাত্র হিসেবে বলছি আপনার কথাগুলো সত্যিই প্রাসঙ্গিক সংস্কৃত মানে ধর্ম কিন্তু বিজ্ঞান আইনের মতো অনেক বিষয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে
বক্তা শ্রীরামকৃষ্ণকে মানেন বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন: "হিন্দুধর্মই সনাতন ধর্ম"। তাঁর বক্তব্য মান্য না শ্রীরামকৃষ্ণের? তবে বাকি সমস্ত কথা অনেকাংশেই সমর্থনযোগ্য। কেবল এই কথাটি ঠিক নয় যে ইংরেজির গুরুত্ব আমরা তৈরি করেছি। এটি হয়েছে বিশ্বায়নের অনিবার্য কারণে।
ভোদাই , বই তো লেখাই আছে । পড় না । শুনলি না লোকে এখন বই পড়তে চায় না বলেই তো মিডিয়া চ্যানেলে উনি কথা বলছেন । ওনার বহু লেখা আছে । পড়লেই হলো । চ্যানেল নয় জানতে হলে পড় । ফাঁকি দিয়ে মহৎ কার্য্য হয় না । পড় ও অন্যকে পড়তে শেখাও ।
I am a communist and i also agree with his words whatever I heard till now including from some videos of his channel. I would go and learn from him more and more if it was possible... I hope he gets a healthy and long life so he can make a generation and give them all of his knowledge. For me there is no political or religious aspect . This is indian / ভারতীয় culture and history . People should know their history and legacy
আসলে আমরা ধর্ম বলতে রিলিজিয়ন বলি বা বুঝি । রিলিজিয়ন ভারতে কোন দিন ছিল না ।রিলিজিয়ন আব্রাহামিক ধারনা । র্গৌতম বুদ্ধ বা তার সমসাময়িক কেউ কোথাও বলেছেন তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছেন । আসলে ভারতে ধর্ম বলতে যেটা বোঝানো হতো সেটা একটা পরিভাষা দিয়ে বোঝানো মুস্কিল । ধর্ম শব্দটি ধারণ থেকে উদ্ভূত হয়েছে; ধর্ম সমাজকে টিকিয়ে রাখে। যা কিছুকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে সেটাই প্রকৃতপক্ষে ধর্ম। (মহাভারত কর্ণ পর্ব 69:58 ) হে অজাতশত্রু! সনাতন ধর্ম চারটি নৈতিক গুণ নিয়ে গঠিত; কোন সংবেদনশীল সত্ত্বাকে আঘাত না করা, সত্য, ক্রোধের অনুপস্থিতি এবং উদারতা - এইগুলি আপনার অনুশীলন করা উচিত। সমস্ত প্রাণীর প্রতি চিরন্তন কর্তব্য (সনাতন ধর্ম) হল চিন্তা, কাজ বা কথায় তাদের প্রতি অসহিষ্ণুতার অনুপস্থিতি এবং তাদের প্রতি সহানুভূতি ও উদারতা অনুশীলন করা। (মহাভারত বন পর্ব 297; 35) ধর্ম হল এমন কর্তব্য এবং দায়িত্ব যা একজনকে জীবনের চলাকালীন বিভিন্ন ভূমিকার যে কোনো একটিতে আলোচনা করতে হয় এবং এটি সর্বোচ্চ মঙ্গলের জন্য উপযোগী।
আসলে আমরা ধর্ম বলতে রিলিজিয়ন বলি বা বুঝি । রিলিজিয়ন ভারতে কোন দিন ছিল না ।রিলিজিয়ন আব্রাহামিক ধারনা । র্গৌতম বুদ্ধ বা তার সমসাময়িক কেউ কোথাও বলেছেন তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছেন । আসলে ভারতে ধর্ম বলতে যেটা বোঝানো হতো সেটা একটা পরিভাষা দিয়ে বোঝানো মুস্কিল । ধর্ম শব্দটি ধারণ থেকে উদ্ভূত হয়েছে; ধর্ম সমাজকে টিকিয়ে রাখে। যা কিছুকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে সেটাই প্রকৃতপক্ষে ধর্ম। (মহাভারত কর্ণ পর্ব 69:58 ) হে অজাতশত্রু! সনাতন ধর্ম চারটি নৈতিক গুণ নিয়ে গঠিত; কোন সংবেদনশীল সত্ত্বাকে আঘাত না করা, সত্য, ক্রোধের অনুপস্থিতি এবং উদারতা - এইগুলি আপনার অনুশীলন করা উচিত। সমস্ত প্রাণীর প্রতি চিরন্তন কর্তব্য (সনাতন ধর্ম) হল চিন্তা, কাজ বা কথায় তাদের প্রতি অসহিষ্ণুতার অনুপস্থিতি এবং তাদের প্রতি সহানুভূতি ও উদারতা অনুশীলন করা। (মহাভারত বন পর্ব 297; 35) ধর্ম হল এমন কর্তব্য এবং দায়িত্ব যা একজনকে জীবনের চলাকালীন বিভিন্ন ভূমিকার যে কোনো একটিতে আলোচনা করতে হয় এবং এটি সর্বোচ্চ মঙ্গলের জন্য উপযোগী।
১৪ বছর বনবাস সেরে, রাবণ বধ করে শ্রীরামচন্দ্র মা সীতা দেবী কে নিয়ে লঙ্কা থেকে যে দিন অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করেছিলেন সেদিনটাই দীপাবলি বা দিওয়ালি। বাঙালি রামচন্দ্রের করা অকালবোধন করে, প্রদীপের আলো জ্বেলে দীপাবলিও করে। অজ্ঞাতসারেই রামায়ণ কে অনুসরণ করেই তার জীবন অতিবাহিত করে। সেকুলারিজমের ঠেলায় চর্চার অভাবে এই সমস্ত কাহিনী ভুলে গেছিল বা ভুলিয়ে দেওয়া হয়েছিল।
আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই একটা কথা বলি-- আপনি সম্ভবত বর্তমানে সিলেবাস কমিটিতে রয়েছেন। বামেদের দোষারোপ না করে আবার চেষ্টা করুন না ষষ্ঠশ্রেণি থেকে সংস্কৃত চালু করার । আপনার কথা আমাদের 'গর্মেন্ট'-এর 'সন্মানিয়া' নিশ্চিতভাবে শুনবেন আশা করি।
Ami Hindu hoyei bolchi chereden ..ekhon hoche ego r khela ... Plus politics toh achei . Jara jara jei shob political ideology follow kore tara tar moton korei bolbe.
সভ্য মানুষ বেদের ধর্ম দিয়ে ভারতে প্রথম ধর্ম পালন শুরু হয়েছিল প্রথম যুগ সত্য যুগে। তার পর দ্বাপর যুগ পর্যন্ত অনেক হাজার বছরে আরও অনেক ভিন্ন ভিন্ন দৈবিক তত্ত্ব জ্ঞান উন্মোচিত হয়ে ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে । বর্তমান কলি যুগে বিদেশীদের ভারত দখলের পর অনেক শতাব্দী শাসনের সময়ে অনেক পরিবর্তন হয়েছিল, ধর্মান্তরিত হয়েছিল, তখন হিন্দু নাম সর্ব ক্ষেত্রেই প্রযোজ্য, পরিচিতি লাভ করেছিলে। সনাতন শব্দ মহাভারতে, গীতায়, রামায়ণে রয়েছে চিরন্তন অর্থে। সত্য যুগ বা বৈদিক যুগ থেকে এখনও এ ধর্ম আছে, ভবিষ্যতেও থাকবে। সে হিসাবে সনাতন শব্দ ব্যবহার করা ঠিক আছে । এখন পুরোপুরি বেদের ধর্ম পালন করা হয় না, তবে বেদের অনেক মন্ত্র প্রার্থনা, পূজাতে ব্যবহার হয়। সে হিসাবে বৈদিক ধর্ম বলা যায়। ধন্যবাদ ।
মহাশয়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করলাম।অসংখ্য ধন্যবাদ টিভি নাইন বাংলাকে।স্বয়ং মা সরস্বতী উনার জিহ্বায় অবস্থান করেছেন।ইনি হলেন বর্তমান দিনের পথ প্রদর্শক।জীব জন্মের সময় যে গুণ নিয়ে জন্মায় সেটাই তার ধর্ম,যেমন লঙ্কা ঝাল।এই ধর্ম ছাড়া যা কিছু সমাজে আমরা ধর্ম হিসাবে মেনে চলি তা হল মত।রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ।স্যারের কথা যদি আমরা মন দিয়ে শুনি তবে সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও হবে না।স্যার আমার ও আমার মতো অসংখ্য অসংখ্য মানুষের কাছে শ্রদ্ধেয় এবং সাম্প্রদায়িক মতাদর্শের পথ পদর্শক।অসংখ্য ধন্যবাদ টিভি নাইন বাংলাকে।
"নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান.."-- রবিঠাকুরের এই কথাটি এখানে বলা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছি। কেননা কোনো বিদগ্ধ ব্যক্তি নিজেকে গৌরব দান করতে গিয়ে বা নিজে কতটা জ্ঞানবান্ তা প্রকাশ করতে গিয়ে কখনোই অপর বিদগ্ধ ব্যক্তিবর্গকে অপমান করবেন বলে আমার মনে হয়না। কিন্তু উনি এখানে যে বক্তব্য রেখেছেন তাতে বর্তমান সংস্কৃত জগতের সঙ্গে সম্পর্কিত বিবিধ শ্রদ্ধাবান, বিদগ্ধ ব্যক্তিবর্গকে অপমান করছেন। যদি Sir William Jones- এর মতোন বিদেশী ব্যক্তি ২ থেকে ৩ বছর সংস্কৃত অধ্যায়ণ করে "অভিজ্ঞানশকুন্তলম্" এর মতোন নাটককে বিদেশী ভাষাতে অনুবাদ করে দিতে পারেন, সেখানে College বা University এর অধ্যাপক অধ্যাপিকারা এতকাল যাবৎ সংস্কৃত অধ্যায়ণ করেও, সংস্কৃতের কিছু জানে না এমন বক্তব্য পুরোপুরি ভ্রান্ত বলে মনে করছি। "विद्या ददाति विनयम्..."-- বিদ্যা বিনয় দান করে। কিন্তু এখানে মাহাশয়ের বক্তব্যে অপর বিদ্বান্ ব্যক্তিদের প্রতি কোনো রূপ বিনয় খুঁজে পেলাম না। তাই পরিশেষে এই টুকুই বলার সংস্কৃত প্রেমী ব্যক্তিবর্গ-দের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ না করে, সংস্কৃত ভাষা প্রসারের দিকে মনোনিবেশ করুন। 🙏🙏"जयतु संस्कृतम्"🙏🙏
শাশ্বত বা সনাতন ধর্মই অখন্ড ভারতবর্ষের ভূখন্ডে যুগ যুগ ধরে বর্তমান। সিন্ধু প্রদেশের ধর্ম তাই কালক্রমে নাম হল হিন্দু ধর্ম। প্রথমে কেবল নিরাকার পরমাত্মার উপাসনা করা হতো। তখন কেবল অনার্যরাই এই দেশে বাস করতো। পরবর্তী কালে আর্য ও তারপরে দ্রাবীড় দের সংস্কৃতি মিলে মিশে গিয়ে বর্তমান হিন্দু ধর্মের রূপ নিয়েছে। পরবর্তীতে স্থান কাল ভেদে বিভিন্ন লৌকিক দেবদেবীর আগমন হয়েছে যেগুলি কিনা হয়তো বেদে লেখা নেই কিন্তু সেই দেবদেবীকে হয়তো ওই এলাকার আদিবাসিরাও পূজা করে। আসলে নৃসিংহ বাবু ভাবে যে বেদ পুরান ধর্ম এইগুলি আমার থেকে বেশি কেউ জানেনা তাই আমার যা খুসি বলার অধিকার আছে।
ধর্মীয় ব্যাখা করতে হলে আগে নিজের জীবনে প্রয়োগ করতে হয়। ধর্মের বাণী জানতে হলে একমাত্র রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, প্রনবানন্দ, পরমানন্দ, বাবা লোকনাথ, প্রভুপাদ,শংকরাচার্যের , মত মহান ব্যাক্তিদের বই পড়ুন।
যদি ঋষি দয়ানন্দ এর সতার্থ প্রকাশ এবং ঋষি বঙ্কিম চন্দ্র এর কৃষ্ণচরিত পড়া যায় তাহলে ধর্ম সম্পর্কে জ্ঞান বাড়বে এবং কোনটা অধর্ম সেটি অতি সহজেই পরিষ্কার হয়ে যাবে।।।।
আপনি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের বই গুলো ভালো করে পড়ুন। বিবেকানন্দের বাণী ও রচনা পড়ুন আশা করি ওগুলো পড়লে অনেক জানতে পারবেন তারপর সর্তার্থ প্রকাশ পড়ুন।।। ওই দুই মহাপুরুষ এর লেখা গুলো পড়ুন আর সত্যের সাথে মিলিয়ে নিন।।।
@@সত্যরঅনুসন্ধানী পড়ি, পড়েছি। কিন্তু কখন ই বলতে পারবনা তে সব কিছু পড়া হয়ে গেছে। সব জেনে গেছি। বিবেকানন্দ কে প্রশ্ন করা হয়েছিল হিন্দু ধর্ম নিয়ে। এটা ইংরেজি তে এসেছিল লেখাটি হোয়াটসঅ্যাপ এ। পড়েছি সেটি। তাতে বিবেকানন্দ বলেছিলেন এটি প্রবাহমান, একদম নির্দিষ্ট ভাবে বলা যাবেনা কে প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে গঙ্গা প্রবাহিত হয়, নানা ধারা এসে মেশে, সেরকম ।শুধু বিবেকানন্দ রামকৃষ্ণ নয়, আরো মানুষদের লেখাও পড়ি, জানতে পড়তে ভালোবাসি। মনে সব থাকে না। তাও পড়ি। আরেকটি কালাম মহাশয় কলেজের ছাত্র, এক মানুষকে (উনি কলেজের প্রতিষ্ঠাতা, সেটা কালাম মহাশয় জানতেন না) সমুদ্রের ধারে ঐ প্রতিষ্ঠাতা ও কালাম মহাশয়ের একটি অসামান্য লেখা হোয়াটসঅ্যাপ এ এসেছিল। সেটিও পড়েছি, ঐ প্রতিষ্ঠাতার হাতে ছিল গীতা, উঃ দিয়েছিলেন কালাম মহাশয় কে। তখন উনি আবাক হয়েছিলেন। আমার ঠাকুরদা সংস্কৃতে মেঘদূত পড়েছেন। পুরোহিত মহাশয় ভুল মন্ত্র বলেছিলেন সেটি সংশোধন করে দিয়েছিলেন ঠাকুরদা। ইতিহাস ইং থেকে বাংলা সংস্কৃতে ছিল অবাধ বিচরণ ঠাকুরদার। তালপাতার পাত-তাড়িতে লিখেছেন ছোটবেলায়। ঠাকুদার বাবা ভুসোকালি দিয়ে মাটির দোয়াতে কালি তৈরি করে দিতেন। এগুলো শুনেছি। আর রামকৃষ্ণ মিশনের সন্যাসীরা সংস্কৃত চর্চা, বেদ উপনিষদ জপতপ এসবের মধ্যে দিয়েই তাদের সন্যাস ধর্মে দীক্ষিত হোওয়া। ওনারাও জানেন অনেক কিছু। ওনাদের জানাও তো কম নয়। আমাদের জানা যখন থেমে যায়, কমে যায় তখন ওনাদের কথাই মনে আসে।
স্যার আমরা যখন স্কুলে পড়ি, তখন সেভেন, এইট, নাইন এবং টেনে কম্পালসারি ১০০ নম্বরের সংস্কৃত ছিল। তারপর নাইন এবং টেনে বন্ধ হয়ে গেল। আমরা সেভেন এবং এইটে সংস্কৃত পড়েছি। আমার বাবা খুবই ভালো সংস্কৃত জানতেন এবং আমাদের পড়াতেন।🙏🙏🙏
কথিত আছে,"নিজে যারে ভালো বলে ভালো সে নয়।তবে,লোকে যারে ভালো বলে সে কী ভাল হয়?নিজে নিজের প্রশংসা করছেন এবং তার সাথে সাথে বর্তমান অধ্যাপনায় যুক্ত শিক্ষক শিক্ষার্থীদের অপমান করছেন।এটা নিশ্চয় ভালো মানুষের পরিচয় নয়।মুখে যা এলাম বলে দিলাম , আপনি মনে করেন আমি যেটা বলি সেটাই সত্য ,আর বাকি সব মিথ্যা।যা দেখা যাচ্ছে গাছের উপর টা খাবেন, আবার মূল টাকে ও খাবেন।একটি মিডিয়া মারফতে এই ভাষন দিয়েছেন।সরাসরি স্টেজে হলে ডিল পড়ত।এটা ওঁনার যত না বদনাম।তার থেকে বেশি মিডিয়ার। তাই ওঁনি যাতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
এখন নিজের প্রচার নিজে না করলে অন্যেরা অপপ্রচার করে আপনাকে বদনাম করবে আর মিথ্যা narrative সমাজে ছড়িয়ে দিবে। যুগ পাল্টে গেছে তাই নিজের ঢাক নিজে পিটান সন্মান পাবেন 😄
Bortoman central govt. Jokhon tin charte class sanaskrit mandetory korte chaichen tokhon t.m.c soho ano onek birodhi dol birodhita kano korchen aei bapare kichu bolun vaduri babu . Ar siksha te gairiki karn ba bamikaran jemon bipodjanak thik . Siksha te trinomulikaran hole apni khub anandito hoben mone hocche .Ar bamera saskrit tule dilo tmc governoment ase ta chalu korlo na kano seta bolun . Bartoman sarkar bangla honurs ba ma te tagore er gitanjoli kabo grantha tule diechen ta nie kichu bolun ..
একদিকে পলিটিক্যাল বিতর্ক থেকে দূরে সরে থাকার কথা বলছেন, অথচ , ওনার কথা কিন্তু পলিটিক্যাল হয়ে যাচ্ছে। সব সময়ই একটা ভয় কাজ করছে। কোনো ভাবেই যাতে ওনার কথাবার্তা 'বিজেপি -- বিজেপি ' না হয়ে যায় !! বারবার বিজেপি থেকে দূরে রয়েছেন বলে জোড় দিয়ে বলতে হচ্ছে। .... কেউ জেনো ওনাকে বিজেপি র সাথে এক শারীতে না রাখে , সেকথা উনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। প্রকারান্তরে এটাই বোঝাতে চাইছেন যে 'পদ্ম নয় ঘাসফুল' । এর ভিতরেও অজ্ঞাতসারে একটা ভয় ভাব কাজ করে থাকতে পারে।
যারা ওনার বিরোধিতা করছেন তারা দয়া করে যুক্তি দিয়ে বিরোধিতা করুন। শুধু বিরোধিতা করতে হয় বলে বা আপনার বিশ্বাস এর সঙ্গে মিলছে না বলেই যা ইচ্ছে তা বলা নিশ্চয়ই সঠিক নয়
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
সুধাংশু ? অনর্গল মিথ্যা কথা বলার জন্য বি(কু)খ্যাত সেই পরশ্রী কাতর সুধাংশু!!!! "I don't know" বাক্যের অর্থ জিজ্ঞেস করে নিজেকে জয়ী প্রমাণ করা পন্ডিত এই সুধাংশু।
Vivekananda said that in order to know India and Her history and culture , sanskrit should be learnt by every students in order to make ones education successful
II am an academic myself. I agree completely NEP just imposed US system on India 18:16 and US system is not so good. Too much importance on universities publication specific journals not on true innovative constructive work on teaching on scholarship.
Ekdom thik kotha. I am lucky je ami 6 theke Sanskrit porechi ebong 8-12 amar second language chilo Sanskrit. Tarpor ami nije bohu bochor Sanskrit tuition poriechi. ❤
Khub valo laglo apnar pandita Vora Sakkatkar . Agulo apni media ta bolachen bolai janta parlam. Ajker dina apner moto pandit monus der agia asa prokito Sattya o Tattya Tula dharar khub e projaon hoy poracha. Amra Shikkhito, kintu beshi vag manus e agulo jani na. Thanks you Utube for the Interview. Kolkata, Newtown, Chiner Park.
I read sanskrit from 2 to 10. I am from Sanskrit collegiate school. Sanskrit is in my blood. My fore father's were Smriti tirtha, kanya tirtha etc. I started reading Upanishad & veda from class 12. I am Dr in engineering so don't think we don't know it. U r not unique. Chanakya said Yasya nasti swayam pragyan shastram tasya karati Kim Lochanavyam bihinasya darpana Kim karishyati. Er mane jar nija budhi nei tar boi pore lav nei temni andher aynar darkar nei. I don't want to write all but don't humiliate others. You know good but don't under estimate others. Tale Jerusalem, Macca egulo niye bolun shudhu Ram janmma bhumi shudhu kano. Eta political views athacha bolchhen ami apolitical person!!!!!! Apni chati burir chamcha. BJP founder brain wise apnar theke anek gun bhalo. Shyama Prasad Mukherjee the great son of Bengal. Ekhon Bratya, Kaushik era achhe bole Yasmin deshe briksha nasti erandavi drumayate. Je deshe gachh nei sekhane begun gachh holo brikhsha
দারুণ দারুণ। একদম গুণমুগ্ধ হলাম আপনার লেখা পড়ে। এখানে আপনার লেখাটি খুব গুরুত্বপূর্ণ। আমি না জানতে পারি, কিন্তু আর কেউ সংস্কৃত পড়েনি বা জানেনা এটা ভাবা ভুল। আমার ঠাকুরদা ডাঃ ছিলেন। সংস্কৃত নিয়ে ওনাকে অনেক কিছু বলতে শুনতাম। সংস্কৃত ভাষায় কালিদাসের মেঘদূত পড়েছেন। এমনকি পুরোহিত পুজোয় ভুল মন্ত্র বলায়, সেটি শুনে সংশোধন করে দিয়ে বললেন, একি এটা কি বলছেন পুরোহিত মশাই। এমন ই ছিল সংস্কৃত জ্ঞান। সাধারণ মানুষ শুনে ঠিক ভুল বোঝা সম্ভব নয়, যারা অভিজ্ঞ তারা ঠিক টা জানেন। শুনেছি ছোটবেলায় ঠাকুরদা তালপাতার পাত-তাড়িতে লিখতেন। ঠাকুরদার বাবা ভুসো কালি দিয়ে লেখার জন্য কালি বানিয়ে দিতেন, মাটির দোয়াতে ভরা হোতো কালি
ঠিক বলেছেন, আমাদের দেশের নাম ভারতবর্ষ আমরা সেটা ভুলতে বসেছি। সিন্ধু নদকে ঘিরে যে বসতি বা সভ্যতা ছিল বহিরাগত দের উচ্চারণে বদল ঘটে সে বসতি বা সভ্যতার নাম হিন্দু শব্দে এসে পৌছায় । ইংরেজিতে সেই Indus vallu civilisation শব্দ টিকে ভিত্তি করে নাম হয় India. আমরা আমাদের দেশি নামটা বাদ দিয়ে ওদের দেয়া India শব্দটি গ্রহন করেছি।
@@gautamdas2353 Respected Sir, that happened due to auto correction, no need to be ashamed Sir, you know the correct definition of our mother land's name and from that point of view I can guess that you're enough educated person. Best regards, Happy Durga Puja 🙏🙏
এখন প্রশ্ন ওঠে আমরা যে রামায়ণ ও মহাভারত অনুসরণ করি । আমি মানলাম যে হিন্দু বলে কিছু ছিল না বা নেই । আর সনাতন ধর্ম মানে প্রচীন বৈদিক ধর্ম অর্থাৎ বেদ বা পূরাণ পাঠ করেন তারা । তাহলে রামায়ণ বা মহাভারত কি সনাতনী গ্ৰন্থ নয়?? আমরা যেটা অনুসরণ করছি সেটা সনাতন নয় ? তাহলে আমরা যেটা অনুসরণ করছি সেটা সনাতনের অনুসরণ মাএ কি ??(আপনার মতে এটা সনাতনী সার অর্থাৎ সনাতন ধর্মের গ্ৰন্থ পাঠ না করে সনাতন ধর্মের দেবদেবীকে সার মানে এই সিদ্ধান্তে বিশ্বাসী ) । যার অস্তিত্ব আছে কিন্তু নাম নেই আপনার মতে এর যার নাম সিন্ধু যা গ্ৰিক ভাষায় হিন্দু । বিচার করুন সার একই । আমার মতে কোথাও একটা শাসক বিরোধী দলের বিরুদ্ধে মিস্টি কথায় ভুলিয়ে দিয়ে থিতিয়ে দেওয়া র চেষ্টা । যা শাসক বিরোধী দল এই ধর্মের একটু পক্ষে তাই আমাদের ধর্ম নিশ্চিহ্ন করে রাজনৈতিক বিরোধী ভাব প্রর্দশন করছে শাসক বিরোধী দলের বিরুদ্ধে নয় কি ?? । নৃসিংহ বাবু আপনার কাছে আমাদের প্রশ্ন। আমাদের ধর্মের নাম কি? আপনার মতে যদি আমাদের ধর্ম সনাতন ও না আবার হিন্দু ও না তাহলে কি আমাদের ধর্মের নাম সিন্ধু ধর্ম নাকি ভারত ধর্ম ?????======== এটি একটি ভাষাগত ত্রূটি তা আপনি সিন্ধু বা হিন্দু বা সনাতন বা বৈদিক ধর্ম এর মধ্যে যেটা বলবেন তাই ঠিক । আর শিক্ষকদের বিরুদ্ধে এটি বলে সংস্কৃতিচর্চার ধ্বস নামিয়েছেন । আমি আপনার বর এক ভক্ত কিন্তু এটা মানতে পারলাম না।
হিন্দু ধর্ম সনাতনী আদর্শের অনুসারী ধর্ম। ভাদুড়ী বাবুর সাধে আমি এক মত নই, ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইলো, উনি ভুল কথা বলছেন। হিন্দু শব্দের উৎপত্তি সনাতনী আদর্শের অনুসারী হতে।
@@newindiaambition9415 ভাই আপনি গুগল ভয়েস টাইপিং সফটওয়্যার ব্যবহার করেন না কেন? ইংলিশ ফনটে বাংলা পড়তে খুব অসুবিধা হয়. হয় আপনি বাংলা ফন্টে বাংলা লিখুন আর নয় ইংলিশ ফন্টে ইংলিশ লিখুন
আমরাও। আসলে সংস্কৃত এর চর্চা হয় না কারণ ভারতে যে গুরুকুল গুলো ছিল সেগুলো লর্ড মেকলে বন্ধ করে দিয়ে ইংরেজি শিক্ষার দিকে নিয়ে গেছেন।ইংরেজি ছাড়া কি দেশ উন্নত হতে পারেনা একটা সময় বিদেশ থেকে ছাত্র ভারতে শিক্ষা নিতে আসতো এখন উলটো ভারত থেকে বিদেশে শিক্ষা নিতে যায় সেই সময় কিন্তু ইংরেজি ভারতে ছিলনা তবু ভারত বিশ্বে নাম করা দেশ ছিল।।।
@@সত্যরঅনুসন্ধানী নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা ছিল। সে সময়ে ভারতের বাইরের দেশগুলোতে শিক্ষার আলোই প্রবেশ করে নি যখন আমাদের পূর্ব পুরুষেরা বেদ উপনিষদের শিক্ষা দিয়েছেন ।
@@ranjanachatterjee6521 ঠিক।কিন্তু আমাদের বেদ যে ধর্ম গ্রন্থ সেটাকে ঢেকে গীতাকে প্রচার করা হয় আসলে বেদ এর মধ্যে কি নেই জন্ম থেকে মৃত্যু সংস্কার বিজ্ঞান রয়েছে। বিদেশে বেদ কে প্রচার না করে গীতাকে প্রচার করা হচ্ছে যা বিদেশীরা অনেকটা সঠিক সনাতন সম্পর্কে জানতে পারছে না।।।
আমার মনে হয় মহান স্রষ্টার এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে মানসী লিখেছেন কারণ এই ধর্মের মধ্যে দিয়ে সব মানুষই বলে আমার ধর্ম বড় যত ধর্মগ্রন্থ আছে সম্পূর্ণ মানুষই লিখেছে স্রষ্টার নাম বলে আর এই ধর্মগুলো মানুষ মানুষকে দূরত্ব করেছে, স্রষ্টা আমাদের জ্ঞান বিবেক এই জ্ঞান বেগ বিবেক দিয়ে আমি ভালো করতে পারি খারাপও করতে পারি, কোন বইয়ের মাধ্যমে স্রষ্টার পরিচয়, আমার ক্ষুদা লাগলে আমি অনুভব করি আমি অসুস্থ হলে আমি অনুভব করি আর স্রষ্টাকে অনুভব করতে গেলে কোন বই দিয়ে পরিচয়, এই ধর্মীয় গ্রন্থ গুলো ধর্মীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়া যেন আমরা মানুষরা ধর্মের ফেরিওয়ালা এই ধর্ম ধর্মীয় গ্রন্থ ধর্মীয় নেতা এরা সব ধান্দাবাজ, আমি ভালো কর্ম করব আমি শান্তিতে থাকবো, এটাই সকল মানুষের জন্য শান্তি,
আপনি কোন গোত্রের? বুদ্ধিজীবী কি?তাহলে পশ্চিম-বাংলাদেশের কি ? কবির সুমন বাবু-সাহেবের সাথে অনেকটা মিল আপনার জাগতিক সম্পর্কে কিছু হয় কি ? আপনি জানতে জানতে যা হওয়ার হয়ে গেছেন আর কি । ধন্যবাদ ।
আজকের দিনে কেউ খুব একটা বই পড়ার ইচ্ছা প্রকাশ করে না, তাই আমরা মহাশয়ের মহামূল্যবান কথা শুনে অনেকেই যারপরনাই উপকৃত হবেন।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমাকে অভিভূত করেছেন । আপনি আমার ইতিহাস, সংস্কৃতি , আমার মূল এর সঙ্গে সংযোগ করে দিয়েছেন … এ যেন এক নতুন আত্ম আবিষ্কার, নতুন জীবন । বিশ্বাস করি পুরান, রামায়ণ মহাভারত ইতিহাস ।
🙏🏻🙏🏻🙏🏻 আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই ।
এখন ও অনেক ই আছে যারা knowledge আর profession এর পার্থক্য বোঝে। আপনার বক্তব্য আমার কাছে একদম ই পরিষ্কার।
হিন্দু শব্দটির প্রাচীনতা যে নেই এটা একটু পড়াশোনা করলেই জানা যায়।
তাই হিন্দু ধর্ম বলে যাকে আমরা অভিহিত করি, সেটা সনাতন ধর্ম পরম্পরাই আলাদা কিছু না।
তাই হিন্দু=সনাতন এটা বলাও যায় আবার অস্বীকার ও করা যায়।
আমার কনসার্ন টা অন্য জায়গায়।
নৃসিংহবাবু সংস্কৃতের হারিয়ে যাওয়া নিয়ে অনেককিছু বললেন,
বাম আমলের লড়াইয়ের কথা বললেন, অথচ এতদিন তৃণমূল ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও সংস্কৃতের স্কুলে প্রত্যাবর্তনের জন্য কী চেষ্টা করেছেন, সেটা উহ্য রাখলেন।
উনি বলছেন, আমি এন ই পি'র কমিটিতে ছিলাম। কিন্তু ওখানে শিক্ষার আমেরিকিকরণ হয়েছে, নাথিং এলস্। এখন প্রশ্নটা হল তাহলে কমিটিতে উনি কি করছিলেন, কি ভুমিকা ছিলো?
গতবছর, এবিপি আনন্দ 'জ্ঞান মনস্তং ব্রহ্ম' টাইপ একটা উপনিষদ্ বাক্যের বিকৃতি দিয়ে দীর্ঘদিন, প্রায় ৬ মাস তাদের বিজ্ঞাপন চালালো (তারপর মিনিস্ট্রি তে আমার করা অভিযোগের পরে ওটা বন্ধ হয়, এবিপি ক্ষমা চায়) তখন নৃসিংহবাবু কেন আওয়াজ তুললেন না এই ব্লান্ডারের বিরুদ্ধে?
আমরা তো ওনাদের মুখ চেয়ে বসে থাকি।
স্ব কর্তব্য বোধ তো সংস্কৃতের জন্য আগে নিজের থাকতে হবে, নাহলে সব প্রবচন ই বৃথা।
বৃথা আশা, বিশেষ করে কোন রাজনৈতিক দলের কাছে বিকিয়ে যাওয়া কোন বুদ্ধিজীবীর কাছ থেকে।
হিন্দু ধর্ম সনাতন ধর্ম বৈদিক ধর্ম যাই বলুন না কেন সেই ধর্ম সর্বদা পাণ্ডিত্যের চেয়ে বিবেক-বুদ্ধিকে অধিক মূল্যবান মনে করে, যে জিনিসটা শাসক দলের মোসাহেবি করা এই ধরনের বুদ্ধিজীবিদের কাছ থেকে আশা করা দুরাশা।
এবিপি আনন্দের ওই সংস্কৃত বিকৃতির বিষয়টা জানতাম না। আপনার উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।🙏
bhalo bolechen.
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
*1000% Right..*
Se sone oh mane je sotto jante chai oh mante chai
আগেৱ দুটো ভিডিওতেই আপনাৱ সমালোচনা কৱেছি। আজ আপনাৱ কথা এতো ভালো লাগলো যে সমাৱশলোচনাৱ কোনো জায়গাই না পেয়ে আৱো ভালো লাগলো। বুদ্ধদেব বাবু পুৱোহিতেৱ ভাষা বলেছন জেনে অত্যন্ত অবাক হোলাম । আপনি আৱো ভিডিও কৱুন । জীবনেৱ সব জ্ঞানকেই এইডভাবে সাধাৱন মানুষেৱ জন্য ৱেখে জান । দানেৱ মধ্যে জ্ঞানদান শ্রেষ্ঠ দান । ধন্যবাদ।
অত্যন্ত নির্ভরশীল আলোচনা। সকলের জানা ও শোনা দরকার।
দারুন বিশ্লেষণ। আমি উনার বইয়ের পাঠক। আমি উনাকে শ্রদ্ধা করি। আমার ব্যক্তিগত মত যে, আমরা যারা নিজেদের সনাতন ধর্মাবলম্বী বলি তারা খুব একটা ভুল বলি না। সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বিভিন্ন যুগে অল্প বিস্তর পরিবর্তিত হয়েছে। যেমন উনি মহাভারতের যুগে যে পরিবর্তন হয়েছিল তা বললেন। তবে মূল ব্যাপারটা একই ছিল। পরিবর্তনটা ছিল যুগানুপাতিক। আজকের সনাতন ধর্ম হল প্রাচীন বৈদিক ধর্মের আধুনিক রূপ। সুতরাং আমরা সনাতন ধর্মাবলম্বী এটা নিশ্চিত। হিন্দুধর্ম বলতে ভারতভূমির অমুসলিমদের বোঝানো হতো। তাই হিন্দু বলতে সনাতনী, বৌদ্ধ, জৈন এদেরকেও বোঝায়।
Rig vedo hindu sobder uddhriti ache.dekhun ektu
@@St4321d thank you. Amar jana chhilo na. Dekhbo.
@@udasmonofficial এখানে চরিৎ বাবুকে ধন্যবাদ জানিয়ে সুন্দর ভাবে উঃ দিলেন, এটা আপনার পরিচয়। প্রকৃত অর্থে জ্ঞানী বিনয়ী হয়, সবজান্তা বা আমার টাই ঠিক, এই অহং বোধ থাকে না।
Hindu sabda parshi, hindu j dharma , tahtakathita hindu dharma ghrantha jamon ved , sruti, puran, ramayan, mahabharat , e tar kono ducomantary proman nei , tahole kara hindu sabder sange dharma katha jukta kore hindu dharmer prachalan kore ? Uttar holo eurasian bhrambhan ra , karon political power er jonno , jar falafal bharat e 3% bideshi bhrambhan er kabja samashya bhabashtai oder kabja , r hindu sabdha jakhon contradictory hoe jachhe takhan sanatan sabdha k bhrambhan ra market e nie aseche ,.hindu sabdhane jamon parshi , taimoni sanatan buddha er sanatan ekti pali sabdha , tahole dharma ta ki ??? Dharma ta hochhe bhrambhan dharma , viyadik dharma, arya dharma.
@@St4321dআপনি পড়েছেন না শোনা কথা? শ্লোকটি বলবেন? আমি সত্যিই জানতে আগ্রহী, ব্যাঙ্গ করছি না।
আপনিও “কারণ” না বলে “কেনকি” বললেন। এত সুন্দর বক্তব্য কিন্তু তবুও মনটা খারাপ হয়ে গেল।
এটা আসলে হিন্দির প্রভাব l হিন্দির অন্ধ অনুকরণ করতে গিয়ে আজ এই অবস্থা l এত বড়ো পণ্ডিত মানুষের কাছ থেকেও এই ধরণের শব্দের প্রয়োগ শুনতে হলো l তাই আমাদের উচিত নিজেদের ভাষার চর্চা আরো বাড়ানো l
"কেনকি" শব্দ টার উৎপত্তি টা কি ? এটা কে কোন ধরনের শব্দ বলা উচিৎ? আর স্বতঃস্ফুর্ত ভাবে যে শব্দচয়ন হবে, সে টা কে ভুল বলা টা কি উচিৎ?? এটা কি "বিদেশি" শব্দ?
@@tamoghnabhaduri530 "কেনকি" শব্দটির উৎপত্তি হিন্দির "কিউকি" থেকে l
@@KallolSahoo-ji6jd তা বাংলা ভাষাতে কি এই টাই একমাত্র শব্দ যা হিন্দী থেকে এসেছে?? আমার তো মনে হয় অনেক বিদেশী শব্দ বাংলা ভাষা কে সমৃদ্ধ করেছে, "কেনো কি" বলা হলে ক্ষতি টা ঠিক কোথায়?? যেমন ধরুন, "সাবান" শব্দ টি আমরা ব্যবহার করি, সেটা কি বলা যাবে পর্তুগীজ ভাষার অন্ধ আনুগত্য?? "বস্তা","মরীচ","আলু","আফসোস"..... এরকম আর ও কতশত শব্দ আমরা নিত্য ব্যবহার করি যেগুলো উৎপত্তিগত ভাবে "ফারসি"। তা হঠাৎ করে "কেনো কি" শব্দ টা নিয়ে এত্ত গা জ্বালা কেনো?? চান্দ্রীল এর কু-তর্কের প্রভাব না কি??
Je Shabdo Gulo Already Ese Gachhe Seta R Jonyo Appnar Jukti Ta Thik., Kintu Ekta Shabdo Thakkteo Notun Kono Shabdo Aamdaani Korte Chaaichhen Kano Bujhlaam Na (Jodio Ei Kenoki Shabdo Kothaao Dekhte Pawa Jaay Na)) ,, Aar E Chhara Kenoki Katha Antoto Kono Shikhhito Maanish K Bolte Shunini, Uni Bhool Kore Bole Phelechhen Seta Aapni Nijeo Jaanen Kanona Aapni Nijeo Aashakori Kenoki Shabdo Ta Balen Na,,
Aar Aapnar Jukti Jodi Maantei Hay Taahole Bangladeshi Der Moto Kaal Theke "Jal" (Water) K "Paani" Bolte Shuru Kore Din Aar Ki..
স্যার, আপনার এই কথাটি ভীষণ সত্য আপনি ইউ টিউবে আসার জন্য অনেক বিষয়ে জানতে পারছি।
স্যার প্রণাম নেবেন। আপনি একদম সত্যি কথা বলেছেন। সংস্কৃত তুলে দিয়ে শুধু সংস্কৃত এর ক্ষতি করেনি। বাংলা ভাষার ও প্রভূত ক্ষতি করেছে। আমি মনে করি সংস্কৃত না জানলে বাংলা ভাষা ও ভালো জানা যায় না।
রাজনীতির ঘেরাটোপ থেকে মুক্ত হওয়া ভীষণ কষ্টকর।
আমি নিজে ক্লাস 7 ও 8 এ সংস্কৃত পড়ে সেইভাবে কিছু শিখিনি। কিন্তু অনার্স নিয়ে 3 টে বছরে যা শিখেছি , তার অধিকাংশই অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সংস্পর্শে এসে। তারা যথেষ্ট ধৈর্য্য আর উৎসাহ নিয়েই আমাদের পড়িয়েছেন ও পড়াবেন এটা দৃঢ় বিশ্বাস, তাই এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যাতে আগামীতে যারা সংস্কৃত ভাষা নিয়ে পড়বে ভাবছে, তাদের ইচ্ছেটুকু শেষ হয়ে যায়। তাই এমন কিছু বলুন যাতে ছাত্র-ছাত্রীরা উৎসাহ পায়। ভালো শিক্ষক-শিক্ষিকা আজও আছে আগামীতেও থাকবে, শুধু ভাষা আরো এগিয়ে যাক, এরকম শুভাকাঙ্ক্ষী মানুষের দরকার।🙏🙏
তাই বলে সত্যি কে সত্যি বলা যাবে না????
উনি উৎসাহ কি দেবেন উনি তো সরাসরি অপমান করলেন। ঠিক সততা খালা যেমন সবাইকে অপমান করেন। বর্তমানে উনি চটিজীবি
Sanskrit is not used as a spoken language at present. So what is the use of learning .
জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন ।🙂 এখনো এরম ৭ টি গ্রাম আছে, যেখানে সংস্কৃত ভাষায় কথা বলা হয়। আর যেই শাস্ত্রে গণিত, বিজ্ঞান, চিকিৎসা, গান, নাচ, চিত্রাঙ্কন সকল বিষয়ের জ্ঞান আমরা পেতে পারি, সেই শাস্ত্র পড়ে কি লাভ? এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, তবে আপনার মতো নিতান্ত মূর্খের সাথে তর্কে আমি যাবো না। পড়াশোনা করে আসুন , তা না হলে আপনার ফাঁকা কলশি থেকে আওয়াজ বেরোতেই থাকবে।
ইনি জ্ঞানী র ভান করে ন
*সংস্কৃত ভাষাটি দশম শ্রেণী পর্যন্ত কম্পলসারি করা উচিত*
প্রথম দিকে এনার কথাগুলো শুনতে বেশ ভালই লাগছিল। কারণ সংস্কৃতের সম্প্রতি বাস্তবিক দিকগুলো তুলে ধরেছিলেন। কিন্তু সমস্যাটা শুরু হলো 10 মিনিটের পর থেকে। উনি বলছেন "বর্তমানে নাকি সংস্কৃতের কোনো বিদ্বান ব্যক্তি নেই...সংস্কৃত ভাষাটা জানলেও সংস্কৃত বিষয় সম্পর্কে জ্ঞানী গুণী ব্যক্তি বর্তমানে একেবারেই নেই।" কিন্তু আমার তো এখন ওনাকে নিয়েই সন্দেহ হচ্ছে।। ওনার পুরো বক্তব্যটা শোনার পর ওনার অনেক জায়গাতে আমি ভুল ত্রুটি লক্ষ্য করেছি। আর TV 9 বাংলার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা একবার রামকৃষ্ণ মিশন বেলুড় তথা সারদা বিদ্যাপীঠ-এ পরখ করুন। সেখানে ওনার চাইতে অনেক বেশি সংস্কৃতের বিনয়ী তথা বিদ্বান ব্যক্তির দর্শন পাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও খোঁজ করলে এখনো সংস্কৃত বিভাগে বিরাজমান ওনার থেকে অনেক গুণে কিছু পন্ডিত অধ্যাপক/অধ্যাপিকার নিদর্শন পেয়ে যাবেন। কাউরো ইউটিউব চ্যানেল আছে বলেই সে প্রখ্যাত ব্যক্তি,সংস্কৃতে সবজান্তা--- ওটা দেখে ইন্টারভিউ নেবেন না। এতে আমাদের সংস্কৃতের মান মর্যাদা ক্ষুন্ন হয়।
আর আরেকটা কথা উনি বলছেন 'হিন্দু' শব্দটি নাকি রামায়ণ-মহাভারত-পুরাণ কোথাও প্রাপ্ত হয় না!! হিন্দু নাকি এই সেইদিনের...!! তো আসুন আপনাকে প্রমাণ দিচ্ছি--The Bhaviṣya-Purāṇa speaks of हप्तहिन्दु. Here are a few references in a few Kośas and the Purāṇas: (१) The Kālikā-Purāṇa says, "कलिना बलिना नूनमधर्माकलिते कलौ । यवनैर्घोरमाक्रान्ता हिन्दवो विन्ध्यमाविशन् ॥ "
এরকম সবজান্তা মূর্খ লোকেদের নিয়ে ইন্টারভিউ করার চাইতে না করা অনেক ভালো।
Bhavisya Puran was written in 18-19 century . By imagining advancely nobody can write accurately .
@@souravdas3995 ঠিক।
ভবিষ্য পুরান কবে লেখা হয়েছে সেটা একবার ভাবা উচিত। ভবিষ্য পুরান অতীত কালে লেখা এবং কিছু ইংরেজী শব্দ ঢুকে গেছে তাতে যারা বোঝার তারা বুঝেই নিয়েছে আসলে কোন সময় লেখা। তাই ভবিষ্য পুরান এর হিন্দু থাকলেও সেটা উনি ধরেননি।
@@সত্যরঅনুসন্ধানী vobisshya purane jisshu krister kotha mohimannwito kora hoyeche.
Ar Muslim der pishach bola hoyeche. Tar mane bola jay je Kristan missionary rai Vavishya puran toiri koreche
Anupam da apnr kathai dam a6e
এই সমস্ত মনোভাবাপন্ন মানুষের জন্যই ভারতের আজ এই দুর্দশা। বন্দে মাতরম।।
Ole babale...raag hoyeche
@@SurajitSahaphysik bangla gile pore thako.
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
Dharmo bojhar moto buddhi sabar hoyna. Sara din Ram nam korlei je Ram paao jaay tahole take ektu dharmo parar darkar
Illiterate one!!!!
আপনার channel এর মধ্যে ভিডিও গুলোর আপনার অপার জ্ঞান আহরণ করে প্রভূত ভাবে সমৃদ্ধ হচ্ছি। আপনি বাংলার তথা সমস্ত ভারতের একজন asset.। নমস্কার।
আপনার বিশ্লেষণ অসাধারণ স্যার, যতশুনি তত জ্ঞানে সমৃদ্ধ হই, ধন্যবাদ আপনাকে।।।
শ্রী মদ ভগবদগীতা পাঠ করার জন্য অনুরোধ করছি।
আপনার কথার মাধ্যমে এটাই ফুটে উঠলো আপনি কেবল আঙ্গুল তুলতেই বেশি আগ্রহী।আমি আপনার নখের ও যোগ্য না কিন্তু আপনি নিজেকে বড়ো করে অন্যকে ছোটো করতে কখনোই পাড়েননা। সংস্কৃত বিষয়কে ভালোবাসতে শিখিয়েছেন যিনি / যে সমস্ত অভিঞ্জ শিক্ষক/শিক্ষিকারা (আপনার কথার মাধ্যমে) ওনারা ও কিছু জানেন না ,এটা আপনি নিজে শিক্ষক হয়ে কি করে বলতে পারেন। আর বিশেষ ভাবে আমি এমন একজন শিক্ষিকাকে জানি যিনি ছাত্রছাত্রীদের শেখানোর জন্য কি না করে থাকেন.. এমনকি এই কঠিন মহামারির মধ্যেও। সংস্কৃত শেখার আগ্রহটা ওখান থেকেই জন্মেছে।তাই আপনিও আপনার চোখে দেখা ১/২ জনের জন্য প্রত্যেক এভাবে অপমান করবেন না🙏 তাতে কোথাও গিয়ে আপনি নিজেই ছোটো হবেন..কারণ কথায় আছে ** লোকে যারে ভালো বলে ভালো সে হয়,নিজে যারে ভালো বলে ভালো .....** আমি কতটুকু শিখেছি জানি না তবে এমন অনেক অধ্যাপিক/ অধ্যাপিকা আছেন যারা কোনো না কোনো বিষয়ে আপনার থেকে অনেক এগিয়ে কারণ সবাই সবকিছু জানেন না 🙂🙏
আমিও সংস্কৃতের একটি লেকচার শুনেছিলাম, হতবাক হয়ে শুনেছিলাম, যে এতো কিছু এই ভাষায়? উদাহরণ, ছবি সহকারে, কোথায় কবে লেখা, কিভাবে সংগ্ৰহ করেন উনি, কোথায় পেয়েছেন। এতো বিস্তারিত জানিয়েছিলেন যে ভাষাটির উপর বেশি করে আকর্ষণ অনুভব করেছি। শ্রীচৈতন্য ও সংস্কৃত টোল এর পণ্ডিত ছিলেন। ওনার আগে আরো অনেক সংস্কৃত পণ্ডিত ছিলেন। আমি যে মানুষটি র লেকচার শুনেছিলাম উনি স্কুল শিক্ষক। নাম ভুলে গেছি, মারাঠি উনি। সম্ভবতঃ retired করে গেছেন স্কুল থেকে
Eni anekta swa-ghoshito morol typer... ha ha...
এতদিন বাদে একজন মহান ব্যাক্তি কে পেলাম, যিনি সনাতন ধর্মের পুরো ব্যাখ্যা ভালো করে বোঝাতে পারলেন 🙏
Dinokrishna ke follow korun aro jante parben
@@jazzkix1188Baler gyani Dino, o simple Sanskrit reading porte pare na. Bole maa Saraswati naki kono devi noi 😂😂😂
এটা ভাষাগত পরিবর্তন, হিন্দু ধর্ম যেটা আজকে বলা হচ্ছে সেটা এসেছে সনাতন ধর্ম থেকেই, তো সেটা আপনি হিন্দু বলুন বা সনাতন বলুন বা বৈদিক ধর্ম বলুন ব্যাপারটা একই গোত্রের।
Uni CHOTI CHATA LOK# ETAI OR IDENTITY # PORASONA ONEK DIN KOREN NA. ONAR CHINTA, BHAVNA DOWNWARDS POTON HOYECHE. KA KA CHI CHI ..TAI PARENI
@@newindiaambition9415 হিন্দু ধর্মের ইতিহাস কি পরিবর্তনশীল ? আপনি দুকথা শোনান তাহলে ?
@@bishalroy4101 HISTORY? TAMPERED HISTORY? CONGRESS AND BRITISH WRITTEN AND CONTROLLED ITIHAS?
তাই বুঝি হিন্দু কথাটা প্রাচীন কোন গ্রন্থে লেখা ছিল বলতে পারবেন। বেদ,উপনিষদ,রামায়ণ,মহাভারত কোথায় জানাবেন। আর যদি কোথাও লেখা থাকে সেখানে হিন্দু শব্দের অর্থ কী লেখা আছে জানাবেন।
hindu tai to bidesider deoa nam
ভিডিওটা বেশ কয়েকবার শুনলাম, আপনার শব্দগুলোর ঊর্দ্ধ্বে আপনার ভাবনা হয়তো অন্য এটা ভেবে। প্রতিবারই আপনাকে শিক্ষক কম রাজনীতিবিদ্ বেশী মনে হল। ক্লাস সেভেনে যখন প্রথম সংস্কৃত পড়ি তখন একটা শ্লোক পড়েছিলাম “বিদ্যা দদাতি বিনযম্...”। আমাদের স্যার ম্যামরাও সবসময় আমাদের বলেন সংস্কৃত আমাদের মধ্যে সংস্কার আনে। কিন্তু ভীষণ হতাশা হচ্ছে আপনার মতো (তথাকথিত) সংস্কৃতজ্ঞ ব্যক্তির বাক্যে চিন্তনে সেই বিনয় বা সেই সংস্কারের লেশমাত্র পাওয়া যাচ্ছে না এটা ভেবে।
বছর দুয়েক আগে সন্দীপ মাহেশ্বরী যখন সংস্কৃত বিষয়ে উদ্ভট মন্তব্য করেছিলেন তখন আমার ব্যক্তিগতভাবে সেরকম খারাপ লাগেনি কারণ উনি সংস্কৃত ভাষা বা সংস্কৃত জগতের সাথে কোনোভাবেই সম্পর্কিত নন, তাই ওনার মন্তব্য খানিকটা বালখিল্য। কিন্তু আপনার এই মন্তব্যকে ঠিক কি বলা যায় সেই ভাষা আমি অন্তত খুঁজে পাচ্ছি না।
আপনার মন্তব্যের উত্তরে অনেক কিছুই বলা যায়, অনেকে বলেওছেন। তবে আমি আপনার কথাকে সত্য ধরে আপনাকে একটাই প্রশ্ন করতে চাই। আপনার কথা অনুযায়ী বিগত কুড়ি বছর যাঁরা অধ্যাপনার সাথে জড়িত তাঁরা কিচ্ছু সংস্কৃত জানেন না। যাঁরা বিগত কুড়ি বছর ধরে সংস্কৃত পড়াচ্ছেন তাঁরা সকলেই প্রত্যক্ষে বা পরোক্ষে আপনার ছাত্র এবং ছাত্রতুল্য। আর তাঁদের কোনো একজনকেও আপনি ভাষাটাই শেখাতে পারেন নি (বিষয় শেখানো তো বিলাসিতা)। সারা জীবন শিক্ষকতা করে সমাজকে একটাও শিক্ষিত শিক্ষক দিয়ে যেতে পারলেন না। ভবিষ্যত্ প্রজন্মের জন্য কিচ্ছু করতে পারলেন না।একজন শিক্ষক হিসেবে এই ব্যর্থতায় আপনার বিবেক দগ্ধ হয় না?
আপনার অজ্ঞাতেই আপনার এই মন্তব্য আপনার গোটা জীবনটাকেই মিথ্যে করে দিয়েছে।
আপনার এহেন বক্তব্য শুনে ছাত্রছাত্রীরা তো শিক্ষক শিক্ষিকাদের উপর বিশ্বাস রাখতেই ভয় পাবে।
আপনার এই মন্তব্যের nagative vibration কতশত ছাত্রছাত্রীদের সংস্কৃত বিষয়ে জানা বা শেখার ইচ্ছেকে শেষ করে দিল একবার ভেবে দেখবেন।
সবটাই রাজনৈতিক ভাবনাই বলেন ।
তার জন্য উনি দায়ী না পাঠ্যক্রম?
#Das Sagnik এমন অনেকে আছেন যাঁরা পাঠ্যক্রমের গণ্ডির বাইরে গিয়েও সংস্কৃত সাধনা করে চলেছেন এবং সেই জ্ঞান বিতরণের চেষ্টাও করে চলেছেন। ওনার ‘বিগত কুড়ি বছর যাঁরা সংস্কৃত পড়াচ্ছেন তাঁরা কেউ কিচ্ছু জানেন না’ এরূপ বাক্য তাঁদের জন্য অপমান। এই অপমানটা তাঁরা deserve করেন না। বেশিরভাগ, সিংহভাগ, অধিকাংশ ইত্যাদি শব্দ ছিল প্রয়োগ করার মতো। উনি বলে দিলেন কেউ কিচ্ছু জানেন না। এই কথায় ওনার ঔদ্ধত্য আর অহমিকা ছাড়া কিছুই প্রকাশিত হয়নি।
কমিউনিস্ট বামপন্থীরা হারামি বদমাশ
খুব ভালো বলেছেন
বিশ্ব ধর্ম সম্মেলনে যুগনায়ক স্বামী বিবেকানন্দ সকল ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে " হিন্দুধর্ম সকল ধর্মের মা *
এই বক্তব্যর উপর কিন্ত তখন উপস্থিত সকল ধর্মের প্রতিনিধিরা কোনও রকম আপত্তি করেন নি , বলে রাখা ভালো যে স্বামী বিবেকানন্দ সকল ধর্ম কে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন *
Raja rammohan কে পড়ুন কারণ তিনিই হলেন আধুনিক ভারতের প্রথম প্রথিককৃত। Swami Vivekanand এটা সঠিক ভাবে বুঝতে পারেননি সনাতন এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কী, কোনো মন্তব্য করার আগে বিচার করে দেখবেন।
I am a Christian. I used read him 30- 35 years back and I still find him extremely interesting and knowledgeable. Sad people seek less and consider themselves wise!! Thanks for sharing.
how can sarkar became a christian?
@@djboss9732 পশ্চিম বঙ্গের খৃষ্টানরা বাঙালি নাম রাখে। পশ্চিমবঙ্গের ক্রিশ্চিয়ানরা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। শরৎ চন্দ্র তার "বর্তমান হিন্দু মুসলিম সমস্যা " গ্রন্থে একথা বলেছেন।
টাকা পয়সার লোভে অনেকে নিজ ধর্ম ত্যাগ করেছেন। আমি আমার জন্ম সূত্রে পাওয়া হিন্দু কৃষ্টিকে নিয়ে গর্ব করি।
@@satyajit567amio ekdm amar title sarkar jonmogoto bongshogoto hindu, pran nile niye nik, dharma charbo na
না টাকা পয়সার জন্য লোকে ধর্ম ত্যাগ করেন এটা ঠিক নয় । অজস্র কারণ থাকতে পারে । তবে প্রানের ভয়ে ধর্মত্যাগ করেছে এই সংখ্যা মুসলিমদের মধ্য বেশি ।
কত অমূল্য জিনিস আমরা হারিয়ে ফেলেছি,, মূল্যবোধ গুলো জেগে উঠুক 👏
Ha hindi borjon korun r sanskrito shikhun o onnokeo shekhan
Sotto mante ki apnar ichhe ache
@@chiranjibshaikhreadqurande691 sotto ei j amra hindi urdu shamrajjobad er shikar .
অসাধারন বলেছেন। এরকম ভাবে তথ্য দিয়ে বলার লোক আর কোথায় কে আছেন।
সার, আপনাকে শত সহস্র প্রনাম।
আজ মহাষ্টমীর দিনে মহামায়ার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি।
আপনার ইউটিউব চ্যানেল টি আপনি চালিয়ে যান এবং আমাদের মতো জিজ্ঞাসু দের আরও বেশি করে ঋদ্ধ করুন।
শারদীয়া শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ।
I agree with Prof. Bhaduri .Sanskrit must be revived .
আপনার কথাগুলো সনাতনীদের বা হিন্দুদের ধর্মীয় বিশ্বাস এলো মেলো করার একটা প্রচেষ্টা বলে প্রতিয়োমান।
আপনার মতের সাথে মিলেনি বলেই কি আপনার এত রাগ?
আমার 🙏নেবেন স্যার।
আমি সংস্কৃতের ছাত্র হিসেবে বলছি আপনার কথাগুলো সত্যিই প্রাসঙ্গিক সংস্কৃত মানে ধর্ম কিন্তু বিজ্ঞান আইনের মতো অনেক বিষয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে
আপনার কথা যত শুনি ততই জ্ঞান ভান্ডার বাড়তে থাকে! ❤❤
বক্তা শ্রীরামকৃষ্ণকে মানেন বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন: "হিন্দুধর্মই সনাতন ধর্ম"। তাঁর বক্তব্য মান্য না শ্রীরামকৃষ্ণের? তবে বাকি সমস্ত কথা অনেকাংশেই সমর্থনযোগ্য। কেবল এই কথাটি ঠিক নয় যে ইংরেজির গুরুত্ব আমরা তৈরি করেছি। এটি হয়েছে বিশ্বায়নের অনিবার্য কারণে।
আপনার আলোচনা থেকে সমৃদ্ধ হলাম।
পুরো ভিডিও না দেখে ,শুনে ,বুঝে যারা ভাদুড়ি মহাশয় কে আক্রমণ করছেন তাদের প্রতি অনেক করুণা।
স্যার, সংস্কৃত আপনার কাছ থেকে শেখার খুব ইচ্ছে হয়🙏
কেউ জানে না , এতবড় কথাটা নৃসিংহ বাবু কি করে বললেন । আমি এক জনের সান্নিধ্য পেয়েছি যিনি দাঁতন কলেজে অধ্যাপক ছিলেন ,বর্তমানে বেলুড় মঠে আছেন ।
সংস্কৃত পড়ানো ফেরানো উচিত বলে মর্মে মর্মে অনুভব করি।
সংস্কৃত থেকেই সংস্কৃতি এর থেকেই সংস্কর 🚩🙏এটা না থাকলে ভারত বর্ষ সভ্যতা না একটা মৃত ভূমি খন্ড হয়ে যাবে।
আপনার বক্তব্য গুলি কী অপূর্ব এবং bolisht।আমার খুব ভালো লাগলো। আপনাকে আমার প্রণাম
সংস্কৃত সন্মন্ধে আপনার বক্তব্যগুলো একটি বই আকারে লিপিবদ্ধ করলে জানতে ও বুঝতে শিক্ষার্থিদের সহজ হত। কারন: যা বলছেন তা- যেন ধোয়াশা লাগছে।
ভোদাই , বই তো লেখাই আছে । পড় না । শুনলি না লোকে এখন বই পড়তে চায় না বলেই তো মিডিয়া চ্যানেলে উনি কথা বলছেন । ওনার বহু লেখা আছে । পড়লেই হলো । চ্যানেল নয় জানতে হলে পড় । ফাঁকি দিয়ে মহৎ কার্য্য হয় না । পড় ও অন্যকে পড়তে শেখাও ।
খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।♥️♥️♥️♥️♥️
I am a communist and i also agree with his words whatever I heard till now including from some videos of his channel.
I would go and learn from him more and more if it was possible... I hope he gets a healthy and long life so he can make a generation and give them all of his knowledge.
For me there is no political or religious aspect . This is indian / ভারতীয় culture and history . People should know their history and legacy
য়
য়
আসলে আমরা ধর্ম বলতে রিলিজিয়ন বলি বা বুঝি । রিলিজিয়ন ভারতে কোন দিন ছিল না ।রিলিজিয়ন আব্রাহামিক ধারনা । র্গৌতম বুদ্ধ বা তার সমসাময়িক কেউ কোথাও বলেছেন তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছেন ।
আসলে ভারতে ধর্ম বলতে যেটা বোঝানো হতো সেটা একটা পরিভাষা দিয়ে বোঝানো মুস্কিল ।
ধর্ম শব্দটি ধারণ থেকে উদ্ভূত হয়েছে; ধর্ম সমাজকে টিকিয়ে রাখে। যা কিছুকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে সেটাই প্রকৃতপক্ষে ধর্ম। (মহাভারত কর্ণ পর্ব 69:58 )
হে অজাতশত্রু! সনাতন ধর্ম চারটি নৈতিক গুণ নিয়ে গঠিত; কোন সংবেদনশীল সত্ত্বাকে আঘাত না করা, সত্য, ক্রোধের অনুপস্থিতি এবং উদারতা - এইগুলি আপনার অনুশীলন করা উচিত।
সমস্ত প্রাণীর প্রতি চিরন্তন কর্তব্য (সনাতন ধর্ম) হল চিন্তা, কাজ বা কথায় তাদের প্রতি অসহিষ্ণুতার অনুপস্থিতি এবং তাদের প্রতি সহানুভূতি ও উদারতা অনুশীলন করা। (মহাভারত বন পর্ব 297; 35)
ধর্ম হল এমন কর্তব্য এবং দায়িত্ব যা একজনকে জীবনের চলাকালীন বিভিন্ন ভূমিকার যে কোনো একটিতে আলোচনা করতে হয় এবং এটি সর্বোচ্চ মঙ্গলের জন্য উপযোগী।
আসলে আমরা ধর্ম বলতে রিলিজিয়ন বলি বা বুঝি । রিলিজিয়ন ভারতে কোন দিন ছিল না ।রিলিজিয়ন আব্রাহামিক ধারনা । র্গৌতম বুদ্ধ বা তার সমসাময়িক কেউ কোথাও বলেছেন তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছেন ।
আসলে ভারতে ধর্ম বলতে যেটা বোঝানো হতো সেটা একটা পরিভাষা দিয়ে বোঝানো মুস্কিল ।
ধর্ম শব্দটি ধারণ থেকে উদ্ভূত হয়েছে; ধর্ম সমাজকে টিকিয়ে রাখে। যা কিছুকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখে সেটাই প্রকৃতপক্ষে ধর্ম। (মহাভারত কর্ণ পর্ব 69:58 )
হে অজাতশত্রু! সনাতন ধর্ম চারটি নৈতিক গুণ নিয়ে গঠিত; কোন সংবেদনশীল সত্ত্বাকে আঘাত না করা, সত্য, ক্রোধের অনুপস্থিতি এবং উদারতা - এইগুলি আপনার অনুশীলন করা উচিত।
সমস্ত প্রাণীর প্রতি চিরন্তন কর্তব্য (সনাতন ধর্ম) হল চিন্তা, কাজ বা কথায় তাদের প্রতি অসহিষ্ণুতার অনুপস্থিতি এবং তাদের প্রতি সহানুভূতি ও উদারতা অনুশীলন করা। (মহাভারত বন পর্ব 297; 35)
ধর্ম হল এমন কর্তব্য এবং দায়িত্ব যা একজনকে জীবনের চলাকালীন বিভিন্ন ভূমিকার যে কোনো একটিতে আলোচনা করতে হয় এবং এটি সর্বোচ্চ মঙ্গলের জন্য উপযোগী।
১৪ বছর বনবাস সেরে, রাবণ বধ করে শ্রীরামচন্দ্র মা সীতা দেবী কে নিয়ে লঙ্কা থেকে যে দিন অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করেছিলেন সেদিনটাই দীপাবলি বা দিওয়ালি। বাঙালি রামচন্দ্রের করা অকালবোধন করে, প্রদীপের আলো জ্বেলে দীপাবলিও করে। অজ্ঞাতসারেই রামায়ণ কে অনুসরণ করেই তার জীবন অতিবাহিত করে। সেকুলারিজমের ঠেলায় চর্চার অভাবে এই সমস্ত কাহিনী ভুলে গেছিল বা ভুলিয়ে দেওয়া হয়েছিল।
আরে ইনি তো চটিচাটা বুদ্ধিজীবি । ধুররর...
Thik
RIGHT.
Ekdm
আপনার তো এনার চটি চাটার ও যোগ্যতা নেই।😂
আপনি ওনার জুতো পালিশ করারও যোগ্যতা নেই।
আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই একটা কথা বলি-- আপনি সম্ভবত বর্তমানে সিলেবাস কমিটিতে রয়েছেন। বামেদের দোষারোপ না করে আবার চেষ্টা করুন না ষষ্ঠশ্রেণি থেকে সংস্কৃত চালু করার । আপনার কথা আমাদের 'গর্মেন্ট'-এর 'সন্মানিয়া' নিশ্চিতভাবে শুনবেন আশা করি।
ধর্মবর্ণ নির্বিশেষে ভারতীয়দের গালি দেওয়ার জন্যই বিদেশিরা হিন্দু শব্দ ব্যবহার করতো, তাই বৈদিক "ধর্ম বলাটাই যুক্তিযুক্ত ও বেশ সম্মানজনক
Ami Hindu hoyei bolchi chereden ..ekhon hoche ego r khela ... Plus politics toh achei . Jara jara jei shob political ideology follow kore tara tar moton korei bolbe.
সভ্য মানুষ বেদের ধর্ম দিয়ে ভারতে প্রথম ধর্ম পালন শুরু হয়েছিল প্রথম যুগ সত্য যুগে। তার পর দ্বাপর যুগ পর্যন্ত অনেক হাজার বছরে আরও অনেক ভিন্ন ভিন্ন দৈবিক তত্ত্ব জ্ঞান উন্মোচিত হয়ে ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে । বর্তমান কলি যুগে বিদেশীদের ভারত দখলের পর অনেক শতাব্দী শাসনের সময়ে অনেক পরিবর্তন হয়েছিল, ধর্মান্তরিত হয়েছিল, তখন হিন্দু নাম সর্ব ক্ষেত্রেই প্রযোজ্য, পরিচিতি লাভ করেছিলে। সনাতন শব্দ মহাভারতে, গীতায়, রামায়ণে রয়েছে চিরন্তন অর্থে। সত্য যুগ বা বৈদিক যুগ থেকে এখনও এ ধর্ম আছে, ভবিষ্যতেও থাকবে। সে হিসাবে সনাতন শব্দ ব্যবহার করা ঠিক আছে । এখন পুরোপুরি বেদের ধর্ম পালন করা হয় না, তবে বেদের অনেক মন্ত্র প্রার্থনা, পূজাতে ব্যবহার হয়। সে হিসাবে বৈদিক ধর্ম বলা যায়। ধন্যবাদ ।
মহাশয়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করলাম।অসংখ্য ধন্যবাদ টিভি নাইন বাংলাকে।স্বয়ং মা সরস্বতী উনার জিহ্বায় অবস্থান করেছেন।ইনি হলেন বর্তমান দিনের পথ প্রদর্শক।জীব জন্মের সময় যে গুণ নিয়ে জন্মায় সেটাই তার ধর্ম,যেমন লঙ্কা ঝাল।এই ধর্ম ছাড়া যা কিছু সমাজে আমরা ধর্ম হিসাবে মেনে চলি তা হল মত।রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ।স্যারের কথা যদি আমরা মন দিয়ে শুনি তবে সাম্প্রদায়িক দাঙ্গা কোথাও হবে না।স্যার আমার ও আমার মতো অসংখ্য অসংখ্য মানুষের কাছে শ্রদ্ধেয় এবং সাম্প্রদায়িক মতাদর্শের পথ পদর্শক।অসংখ্য ধন্যবাদ টিভি নাইন বাংলাকে।
অসাধারণ আলোচনা। ভীষণ ভাল লাগলো। প্রতি কথাই একেবারে খাঁটি । সশ্রদ্ধ প্রণাম জানাই। 🙏🙏
Khub valo baktobya rekhechhen . Gyanbardhak . Dhonnobad apnake 🙏
"নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান.."-- রবিঠাকুরের এই কথাটি এখানে বলা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছি। কেননা কোনো বিদগ্ধ ব্যক্তি নিজেকে গৌরব দান করতে গিয়ে বা নিজে কতটা জ্ঞানবান্ তা প্রকাশ করতে গিয়ে কখনোই অপর বিদগ্ধ ব্যক্তিবর্গকে অপমান করবেন বলে আমার মনে হয়না। কিন্তু উনি এখানে যে বক্তব্য রেখেছেন তাতে বর্তমান সংস্কৃত জগতের সঙ্গে সম্পর্কিত বিবিধ শ্রদ্ধাবান, বিদগ্ধ ব্যক্তিবর্গকে অপমান করছেন।
যদি Sir William Jones- এর মতোন বিদেশী ব্যক্তি ২ থেকে ৩ বছর সংস্কৃত অধ্যায়ণ করে "অভিজ্ঞানশকুন্তলম্" এর মতোন নাটককে বিদেশী ভাষাতে অনুবাদ করে দিতে পারেন, সেখানে College বা University এর অধ্যাপক অধ্যাপিকারা এতকাল যাবৎ সংস্কৃত অধ্যায়ণ করেও, সংস্কৃতের কিছু জানে না এমন বক্তব্য পুরোপুরি ভ্রান্ত বলে মনে করছি।
"विद्या ददाति विनयम्..."-- বিদ্যা বিনয় দান করে। কিন্তু এখানে মাহাশয়ের বক্তব্যে অপর বিদ্বান্ ব্যক্তিদের প্রতি কোনো রূপ বিনয় খুঁজে পেলাম না।
তাই পরিশেষে এই টুকুই বলার সংস্কৃত প্রেমী ব্যক্তিবর্গ-দের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ না করে, সংস্কৃত ভাষা প্রসারের দিকে মনোনিবেশ করুন।
🙏🙏"जयतु संस्कृतम्"🙏🙏
সংস্কৃত নিয়ে আবার শুরু হয়েছে নতুন করে গবেষণা। হঠাৎ করে কেমন যেন সংস্কৃত কে পাশে সরিয়ে রাখা হয়েছিল। বিদেশে সংস্কৃত ভাষা জানতে উৎসাহিত হচ্ছে
একদম ঠিক। প্রণাম থাকলো।
খুব ভালো লাগলো
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা👍🚩🚩🚩
Khub bhalo.. knowledge is a weapon
শাশ্বত বা সনাতন ধর্মই অখন্ড ভারতবর্ষের ভূখন্ডে যুগ যুগ ধরে বর্তমান। সিন্ধু প্রদেশের ধর্ম তাই কালক্রমে নাম হল হিন্দু ধর্ম। প্রথমে কেবল নিরাকার পরমাত্মার উপাসনা করা হতো। তখন কেবল অনার্যরাই এই দেশে বাস করতো। পরবর্তী কালে আর্য ও তারপরে দ্রাবীড় দের সংস্কৃতি মিলে মিশে গিয়ে বর্তমান হিন্দু ধর্মের রূপ নিয়েছে। পরবর্তীতে স্থান কাল ভেদে বিভিন্ন লৌকিক দেবদেবীর আগমন হয়েছে যেগুলি কিনা হয়তো বেদে লেখা নেই কিন্তু সেই দেবদেবীকে হয়তো ওই এলাকার আদিবাসিরাও পূজা করে।
আসলে নৃসিংহ বাবু ভাবে যে বেদ পুরান ধর্ম এইগুলি আমার থেকে বেশি কেউ জানেনা তাই আমার যা খুসি বলার অধিকার আছে।
ইতিহাস বাচিয়ে রাখবেন যতদিন আপনি থাকবেন ।
কলিযুগে হিন্দু ধর্ম অর্থাৎ সনাতনধর্ম কে বিনাশ করতে বহু ধর্ম হীন জ্ঞানী মানে কলি এমন ভাবে কথা বলবেন মনে হব ইনিই সঠিক কথা-ই বলছেন।
❤️👌👍
Bhakt
Bartaman Hindu religion rules and Vedic religion er moddhe difference achhe . Apni Veda Samagra r banganubad Sealdah theke kine pore dekhte paren .
সহমত,ইনি সঠিক কথা বলেছেন।তবে সনাতন ধর্ম কিন্তু আজকের যে হিন্দু মত বা পথ সেটা সনাতন থেকে অনেক আলাদা।।।।
Khub sundor bolechen 😊😊
🙏,সশ্রদ্ধ প্রণাম, আপনার বর্ণনা এতো যুক্তিপূর্ণ ও এত সাবলীল যে কোনো তুলনা হবে না। আমরা ধ্বংসের শেষ সীমায়।কিছু করার নেই।
ধর্মীয় ব্যাখা করতে হলে আগে নিজের জীবনে প্রয়োগ করতে হয়।
ধর্মের বাণী জানতে হলে একমাত্র রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, প্রনবানন্দ, পরমানন্দ, বাবা লোকনাথ, প্রভুপাদ,শংকরাচার্যের , মত মহান ব্যাক্তিদের বই পড়ুন।
যদি ঋষি দয়ানন্দ এর সতার্থ প্রকাশ এবং ঋষি বঙ্কিম চন্দ্র এর কৃষ্ণচরিত পড়া যায় তাহলে ধর্ম সম্পর্কে জ্ঞান বাড়বে এবং কোনটা অধর্ম সেটি অতি সহজেই পরিষ্কার হয়ে যাবে।।।।
ঠিক
আপনি স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের বই গুলো ভালো করে পড়ুন। বিবেকানন্দের বাণী ও রচনা পড়ুন আশা করি ওগুলো পড়লে অনেক জানতে পারবেন তারপর সর্তার্থ প্রকাশ পড়ুন।।। ওই দুই মহাপুরুষ এর লেখা গুলো পড়ুন আর সত্যের সাথে মিলিয়ে নিন।।।
@@সত্যরঅনুসন্ধানী পড়ি, পড়েছি। কিন্তু কখন ই বলতে পারবনা তে সব কিছু পড়া হয়ে গেছে। সব জেনে গেছি। বিবেকানন্দ কে প্রশ্ন করা হয়েছিল হিন্দু ধর্ম নিয়ে। এটা ইংরেজি তে এসেছিল লেখাটি হোয়াটসঅ্যাপ এ। পড়েছি সেটি। তাতে বিবেকানন্দ বলেছিলেন এটি প্রবাহমান, একদম নির্দিষ্ট ভাবে বলা যাবেনা কে প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে গঙ্গা প্রবাহিত হয়, নানা ধারা এসে মেশে, সেরকম ।শুধু বিবেকানন্দ রামকৃষ্ণ নয়, আরো মানুষদের লেখাও পড়ি, জানতে পড়তে ভালোবাসি। মনে সব থাকে না। তাও পড়ি। আরেকটি কালাম মহাশয় কলেজের ছাত্র, এক মানুষকে (উনি কলেজের প্রতিষ্ঠাতা, সেটা কালাম মহাশয় জানতেন না) সমুদ্রের ধারে ঐ প্রতিষ্ঠাতা ও কালাম মহাশয়ের একটি অসামান্য লেখা হোয়াটসঅ্যাপ এ এসেছিল। সেটিও পড়েছি, ঐ প্রতিষ্ঠাতার হাতে ছিল গীতা, উঃ দিয়েছিলেন কালাম মহাশয় কে। তখন উনি আবাক হয়েছিলেন। আমার ঠাকুরদা সংস্কৃতে মেঘদূত পড়েছেন। পুরোহিত মহাশয় ভুল মন্ত্র বলেছিলেন সেটি সংশোধন করে দিয়েছিলেন ঠাকুরদা। ইতিহাস ইং থেকে বাংলা সংস্কৃতে ছিল অবাধ বিচরণ ঠাকুরদার। তালপাতার পাত-তাড়িতে লিখেছেন ছোটবেলায়। ঠাকুদার বাবা ভুসোকালি দিয়ে মাটির দোয়াতে কালি তৈরি করে দিতেন। এগুলো শুনেছি। আর রামকৃষ্ণ মিশনের সন্যাসীরা সংস্কৃত চর্চা, বেদ উপনিষদ জপতপ এসবের মধ্যে দিয়েই তাদের সন্যাস ধর্মে দীক্ষিত হোওয়া। ওনারাও জানেন অনেক কিছু। ওনাদের জানাও তো কম নয়। আমাদের জানা যখন থেমে যায়, কমে যায় তখন ওনাদের কথাই মনে আসে।
@@Bima-dl6qz জীবনে এক বার হলেও সর্তার্থ প্রকাশ পড়ুন ঋষি দয়ানন্দ এর।
স্যার আমরা যখন স্কুলে পড়ি, তখন সেভেন, এইট, নাইন এবং টেনে কম্পালসারি ১০০ নম্বরের সংস্কৃত ছিল। তারপর নাইন এবং টেনে বন্ধ হয়ে গেল। আমরা সেভেন এবং এইটে সংস্কৃত পড়েছি। আমার বাবা খুবই ভালো সংস্কৃত জানতেন এবং আমাদের পড়াতেন।🙏🙏🙏
Yes
কথিত আছে,"নিজে যারে ভালো বলে ভালো সে নয়।তবে,লোকে যারে ভালো বলে সে কী ভাল হয়?নিজে নিজের প্রশংসা করছেন এবং তার সাথে সাথে বর্তমান অধ্যাপনায় যুক্ত শিক্ষক শিক্ষার্থীদের অপমান করছেন।এটা নিশ্চয় ভালো মানুষের পরিচয় নয়।মুখে যা এলাম বলে দিলাম , আপনি মনে করেন আমি যেটা বলি সেটাই সত্য ,আর বাকি সব মিথ্যা।যা দেখা যাচ্ছে গাছের উপর টা খাবেন, আবার মূল টাকে ও খাবেন।একটি মিডিয়া মারফতে এই ভাষন দিয়েছেন।সরাসরি স্টেজে হলে ডিল পড়ত।এটা ওঁনার যত না বদনাম।তার থেকে বেশি মিডিয়ার। তাই ওঁনি যাতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
এখন নিজের প্রচার নিজে না করলে অন্যেরা অপপ্রচার করে আপনাকে বদনাম করবে আর মিথ্যা narrative সমাজে ছড়িয়ে দিবে। যুগ পাল্টে গেছে তাই নিজের ঢাক নিজে পিটান সন্মান পাবেন 😄
Bortoman central govt. Jokhon tin charte class sanaskrit mandetory korte chaichen tokhon t.m.c soho ano onek birodhi dol birodhita kano korchen aei bapare kichu bolun vaduri babu . Ar siksha te gairiki karn ba bamikaran jemon bipodjanak thik . Siksha te trinomulikaran hole apni khub anandito hoben mone hocche .Ar bamera saskrit tule dilo tmc governoment ase ta chalu korlo na kano seta bolun . Bartoman sarkar bangla honurs ba ma te tagore er gitanjoli kabo grantha tule diechen ta nie kichu bolun ..
আপনিতো কি বলছেন . এর মাথা মুন্ডু নেই .
জয় হোক সনাতন হিন্দু ধর্মের.আমি গর্বিত যে আমি সনাতন হিন্দুধর্মী.জয় শ্রী রাম.
খুবই সুন্দর এবং শিক্ষামূলক।
স্যার,অনেক কিছুই শিখলাম, জানলাম... আপনি আপনার ক্লাস নিতে থাকুন,আর আমরা শিখতে থাকি...
স্যার একেবারে ঠিক কথা বলেছেন।
চমৎকার! আপনাকে নমস্কার।
কলিযুগ❌ কলম যুগ✅
Very good, you are only the genuine student of Mamata. You defeated Anubrata, Partha and some others in oiling Mamata
Right
একদিকে পলিটিক্যাল বিতর্ক থেকে দূরে সরে থাকার কথা বলছেন, অথচ , ওনার কথা কিন্তু পলিটিক্যাল হয়ে যাচ্ছে।
সব সময়ই একটা ভয় কাজ করছে। কোনো ভাবেই যাতে ওনার কথাবার্তা 'বিজেপি -- বিজেপি ' না হয়ে যায় !! বারবার বিজেপি থেকে দূরে রয়েছেন বলে জোড় দিয়ে বলতে হচ্ছে। .... কেউ জেনো ওনাকে বিজেপি র সাথে এক শারীতে না রাখে , সেকথা উনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। প্রকারান্তরে এটাই বোঝাতে চাইছেন যে 'পদ্ম নয় ঘাসফুল' । এর ভিতরেও অজ্ঞাতসারে একটা ভয় ভাব কাজ করে থাকতে পারে।
হিন্দু সনাতন এক ই। আলাদা করার সময় এখন নয়। এক ই ভাবভার সময়। ন ই লে বিরাট ক্ষতি হবে।
ঢ্যামন বামনরা এরকম প্রলাপ বকেন। এইসব বামনদের বেশি পাত্তা দেবেন না। ব্রাহ্মণ জাতটাই চোর। অতএব এই চোরটার ভাষণ শুনে বেপথে চালিত হবেন না 🙏।
🙂
সংস্কৃত আবার স্কুল এর পড়ার মধ্যে ফেরানো দরকার।আপনাদের মতো মানুষরা চেষ্টা করলে সম্ভব হতে পারে।
যারা ওনার বিরোধিতা করছেন তারা দয়া করে যুক্তি দিয়ে বিরোধিতা করুন। শুধু বিরোধিতা করতে হয় বলে বা আপনার বিশ্বাস এর সঙ্গে মিলছে না বলেই যা ইচ্ছে তা বলা নিশ্চয়ই সঠিক নয়
বাম বিরোধী বলেই বর্তমান সরকারের শিক্ষা ধংশ অভিযানে উনি সামিল হতে বাধ্য হচ্ছেন । এতটা অসহায় ওনাকে আমার কোন দিন মনে হয় নি । আসলে আমি ওনার ভক্ত , এটা আমার কাছে মর্মান্তিক ।
আমরা ধন্য, যে ব্যক্তিরা আপনাকে এই you tube এ এনেছেন,তাদের নমস্কার , আপনি বলতে থাকুন ,আমরা শুনতে থাকি আর ধন্য হই।🙏
আমি বাম রাজনীতির সমর্থক হলেও আপনার আলোচনা পছন্দ করি।
আমি অবাম- তৃণমুলেও আছি, বিজেপিতেও আছি..... কমপ্লিট সেটিং এর উদাহরণ
আপনি থামবেন না। আপনার কাছ থেকে শোনাটা ভাগ্যের। শুধু অনুরোধ, মহাকাব্য গুলো যদি সংস্কৃতে পড়তেন, সেটা বিপুল এক প্রপ্তি হোতো।
fantastic discussion that makes wisdom.
ওনাকে একবার সুধাংশু ত্রিবেদী সাথে বসানোর ব্যাবস্থা করুন।দেখুন কি হয়।
রামকৃষ্ণ মিশনের সন্যাসীরা ও আছেন। তাঁদের ও জ্ঞান অনেক। বেদ সংস্কৃত শাস্ত্র অনেককিছুই পাঠ করতে হয়
সুধাংশু ? অনর্গল মিথ্যা কথা বলার জন্য বি(কু)খ্যাত সেই পরশ্রী কাতর সুধাংশু!!!!
"I don't know" বাক্যের অর্থ জিজ্ঞেস করে নিজেকে জয়ী প্রমাণ করা পন্ডিত এই সুধাংশু।
Onar ki kono boi lekha ache..bjp neta bole social media r news ee asen...2 tor modhe difference ache
সত্যি টা সবার সামনে আসা দরকার
Vivekananda said that in order to know India and Her history and culture , sanskrit should be learnt by every students in order to make ones education successful
Yes we should boycott hindi and accept sanskrit
We should boycott Bengali also & accept Sanskrit
@@iarikm একদম মোক্ষম জবাব দিয়েছেন
II am an academic myself. I agree completely NEP just imposed US system on India 18:16 and US system is not so good. Too much importance on universities publication specific journals not on true innovative constructive work on teaching on scholarship.
Ekdom thik kotha. I am lucky je ami 6 theke Sanskrit porechi ebong 8-12 amar second language chilo Sanskrit.
Tarpor ami nije bohu bochor Sanskrit tuition poriechi.
❤
Emon guni manusher samondhe kotha bolar age onar moto shikshagato yogyota ta arjan kore aasun, tarpor onar somalochona korben. 🙏
এনি প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন। উদ্ভট লোক। সাংবাদিকরাও পারে।এই সব লোকেদের কেন যে সাখখাত কার নেয়। অন্য ধর্মের সমন্ধে তো বলার খমতা নেই।
আপনি নির্ভীক।শ্রদ্ধা অনেক বেড়ে গেলো স্যার।
ধর্ম নিয়ে বিতর্ক ছিল আছে থাকবে।আপনি একজন বুদ্ধিজীবী হিসেবে পার্থ বাবু ও অনুব্রত মণ্ডলের লাগামহীন দুর্নীতির নিয়ে প্রতিবাদ করলেন না কেন।
আপনি দেশের নাগরিক হিসেবে কোনো প্রতিবাদ করেন নি কেন ? আর কেউ প্রতিবাদ করবে কি করবে না সেটা তার ব্যাপার।
প্রণাম গুরু জী
কত টাকা নিয়েছো ।এই ফালতু কথা বলার জন্য।
যারা মুসলিম ভাইয়েরা এই টেলি কমেন্ট করছ বা সনাতন ধর্ম নিয়ে কমেন্ট করছ এটা কিন্তু ঠিক করছো না
আপনি এইরকম টাকা নিয়ে ফালতু বকেন নাকি??
Khub valo laglo apnar pandita Vora Sakkatkar . Agulo apni media ta bolachen bolai janta parlam. Ajker dina apner moto pandit monus der agia asa prokito Sattya o Tattya Tula dharar khub e projaon hoy poracha. Amra Shikkhito, kintu beshi vag manus e agulo jani na. Thanks you Utube for the Interview. Kolkata, Newtown, Chiner Park.
I read sanskrit from 2 to 10. I am from Sanskrit collegiate school. Sanskrit is in my blood. My fore father's were Smriti tirtha, kanya tirtha etc. I started reading Upanishad & veda from class 12. I am Dr in engineering so don't think we don't know it. U r not unique.
Chanakya said
Yasya nasti swayam pragyan shastram tasya karati Kim
Lochanavyam bihinasya darpana Kim karishyati. Er mane jar nija budhi nei tar boi pore lav nei temni andher aynar darkar nei.
I don't want to write all but don't humiliate others. You know good but don't under estimate others. Tale Jerusalem, Macca egulo niye bolun shudhu Ram janmma bhumi shudhu kano. Eta political views athacha bolchhen ami apolitical person!!!!!!
Apni chati burir chamcha. BJP founder brain wise apnar theke anek gun bhalo.
Shyama Prasad Mukherjee the great son of Bengal. Ekhon Bratya, Kaushik era achhe bole Yasmin deshe briksha nasti erandavi drumayate. Je deshe gachh nei sekhane begun gachh holo brikhsha
🙏🙏🙏🙏
দারুণ দারুণ। একদম গুণমুগ্ধ হলাম আপনার লেখা পড়ে। এখানে আপনার লেখাটি খুব গুরুত্বপূর্ণ। আমি না জানতে পারি, কিন্তু আর কেউ সংস্কৃত পড়েনি বা জানেনা এটা ভাবা ভুল। আমার ঠাকুরদা ডাঃ ছিলেন। সংস্কৃত নিয়ে ওনাকে অনেক কিছু বলতে শুনতাম। সংস্কৃত ভাষায় কালিদাসের মেঘদূত পড়েছেন। এমনকি পুরোহিত পুজোয় ভুল মন্ত্র বলায়, সেটি শুনে সংশোধন করে দিয়ে বললেন, একি এটা কি বলছেন পুরোহিত মশাই। এমন ই ছিল সংস্কৃত জ্ঞান। সাধারণ মানুষ শুনে ঠিক ভুল বোঝা সম্ভব নয়, যারা অভিজ্ঞ তারা ঠিক টা জানেন। শুনেছি ছোটবেলায় ঠাকুরদা তালপাতার পাত-তাড়িতে লিখতেন। ঠাকুরদার বাবা ভুসো কালি দিয়ে লেখার জন্য কালি বানিয়ে দিতেন, মাটির দোয়াতে ভরা হোতো কালি
Good thing ,Sir
You are educating people, I'm loving it , carry on until you think you are satisfied...
ভাদুড়ী মহাশয় তার মত প্রকাশ করেছেন সবাই এক মত হবে না। গবেষণায় তাই আলদা আলাদা মত।
ঠিক বলেছেন, আমাদের দেশের নাম ভারতবর্ষ আমরা সেটা ভুলতে বসেছি। সিন্ধু নদকে ঘিরে যে বসতি বা সভ্যতা ছিল বহিরাগত দের উচ্চারণে বদল ঘটে সে বসতি বা সভ্যতার নাম হিন্দু শব্দে এসে পৌছায় । ইংরেজিতে সেই Indus vallu civilisation শব্দ টিকে ভিত্তি করে নাম হয় India. আমরা আমাদের দেশি নামটা বাদ দিয়ে ওদের দেয়া India শব্দটি গ্রহন করেছি।
Sudhu ekta spelling thik korun _"Valley"_ , apnar lekha ta ekdom thik achhe. 👍
I N D I A. Anekay. Jane. NA
INDIA. PURO. KHATA
I. -----Independent
N -----Nation
D. ----Declared
I -----. In
A-----August
লজ্জা স্বীকার করছি। ওটা চোখ এড়িয়ে গেছে।
সুভাষ বাবু, জোড়াতালি দিয়ে অনেক যুক্তি তৈরি করা যায়। নিজের মা বা বাবার নাম কেউ যদি বদলে দেয় ও অন্য নাম প্রতিষ্ঠা করে কেমন হয় ভেবে দেখবেন।
@@gautamdas2353 Respected Sir, that happened due to auto correction, no need to be ashamed Sir, you know the correct definition of our mother land's name and from that point of view I can guess that you're enough educated person. Best regards, Happy Durga Puja 🙏🙏
এখন প্রশ্ন ওঠে আমরা যে রামায়ণ ও মহাভারত অনুসরণ করি । আমি মানলাম যে হিন্দু বলে কিছু ছিল না বা নেই । আর সনাতন ধর্ম মানে প্রচীন বৈদিক ধর্ম অর্থাৎ বেদ বা পূরাণ পাঠ করেন তারা । তাহলে রামায়ণ বা মহাভারত কি সনাতনী গ্ৰন্থ নয়?? আমরা যেটা অনুসরণ করছি সেটা সনাতন নয় ? তাহলে আমরা যেটা অনুসরণ করছি সেটা সনাতনের অনুসরণ মাএ কি ??(আপনার মতে এটা সনাতনী সার অর্থাৎ সনাতন ধর্মের গ্ৰন্থ পাঠ না করে সনাতন ধর্মের দেবদেবীকে সার মানে এই সিদ্ধান্তে বিশ্বাসী ) । যার অস্তিত্ব আছে কিন্তু নাম নেই আপনার মতে এর যার নাম সিন্ধু যা গ্ৰিক ভাষায় হিন্দু । বিচার করুন সার একই । আমার মতে কোথাও একটা শাসক বিরোধী দলের বিরুদ্ধে মিস্টি কথায় ভুলিয়ে দিয়ে থিতিয়ে দেওয়া র চেষ্টা । যা শাসক বিরোধী দল এই ধর্মের একটু পক্ষে তাই আমাদের ধর্ম নিশ্চিহ্ন করে রাজনৈতিক বিরোধী ভাব প্রর্দশন করছে শাসক বিরোধী দলের বিরুদ্ধে নয় কি ?? । নৃসিংহ বাবু আপনার কাছে আমাদের প্রশ্ন। আমাদের ধর্মের নাম কি? আপনার মতে যদি আমাদের ধর্ম সনাতন ও না আবার হিন্দু ও না তাহলে কি আমাদের ধর্মের নাম সিন্ধু ধর্ম নাকি ভারত ধর্ম ?????======== এটি একটি ভাষাগত ত্রূটি তা আপনি সিন্ধু বা হিন্দু বা সনাতন বা বৈদিক ধর্ম এর মধ্যে যেটা বলবেন তাই ঠিক । আর শিক্ষকদের বিরুদ্ধে এটি বলে সংস্কৃতিচর্চার ধ্বস নামিয়েছেন । আমি আপনার বর এক ভক্ত কিন্তু এটা মানতে পারলাম না।
You can read differences between Vedic religion and present Hindu religion rules by reading Chaturved and Present Hindu Religion rulebook .
Excellent!Sir👏
হিন্দু ধর্ম সনাতনী আদর্শের অনুসারী ধর্ম।
ভাদুড়ী বাবুর সাধে আমি এক মত নই, ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইলো, উনি ভুল কথা বলছেন। হিন্দু শব্দের উৎপত্তি সনাতনী আদর্শের অনুসারী হতে।
প্রণাম 🙏🙏
শিক্ষিত মনষ্ক মানুষটিকে আমার সশ্রদ্ধ প্রণাম
Uni CHOTI CHATA LOK# ETAI OR IDENTITY # PORASONA ONEK DIN KOREN NA. ONAR CHINTA, BHAVNA DOWNWARDS POTON HOYECHE. KA KA CHI CHI ..TAI PARENI
😝😝😝😝😝😝😝😝😝😝
ধান্দাবাজ
@@newindiaambition9415 ভাই আপনি গুগল ভয়েস টাইপিং সফটওয়্যার ব্যবহার করেন না কেন? ইংলিশ ফনটে বাংলা পড়তে খুব অসুবিধা হয়. হয় আপনি বাংলা ফন্টে বাংলা লিখুন আর নয় ইংলিশ ফন্টে ইংলিশ লিখুন
চৈতন্য জন্ম স্থান সিলেট। তারপর তাঁর পিতা তাঁকে নিয়ে সপরিবার চলে আসেন নদিয়ায়।
ঠিক তাই আমরা class six থেকেই সংস্কৃত পড়েছি । মাধ্যমিক পরীক্ষায় 100 নম্বর ছিল সংস্কৃত তে।
আমরাও। আসলে সংস্কৃত এর চর্চা হয় না কারণ ভারতে যে গুরুকুল গুলো ছিল সেগুলো লর্ড মেকলে বন্ধ করে দিয়ে ইংরেজি শিক্ষার দিকে নিয়ে গেছেন।ইংরেজি ছাড়া কি দেশ উন্নত হতে পারেনা একটা সময় বিদেশ থেকে ছাত্র ভারতে শিক্ষা নিতে আসতো এখন উলটো ভারত থেকে বিদেশে শিক্ষা নিতে যায় সেই সময় কিন্তু ইংরেজি ভারতে ছিলনা তবু ভারত বিশ্বে নাম করা দেশ ছিল।।।
@@সত্যরঅনুসন্ধানী নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা ছিল। সে সময়ে ভারতের বাইরের দেশগুলোতে শিক্ষার আলোই প্রবেশ করে নি যখন আমাদের পূর্ব পুরুষেরা বেদ উপনিষদের শিক্ষা দিয়েছেন ।
@@ranjanachatterjee6521 ঠিক।কিন্তু আমাদের বেদ যে ধর্ম গ্রন্থ সেটাকে ঢেকে গীতাকে প্রচার করা হয় আসলে বেদ এর মধ্যে কি নেই জন্ম থেকে মৃত্যু সংস্কার বিজ্ঞান রয়েছে। বিদেশে বেদ কে প্রচার না করে গীতাকে প্রচার করা হচ্ছে যা বিদেশীরা অনেকটা সঠিক সনাতন সম্পর্কে জানতে পারছে না।।।
@@সত্যরঅনুসন্ধানী sei somay Britain er ato protipotti chilo na, ar sobaike chakri nie bhabte hoto na
@@সত্যরঅনুসন্ধানী আমরা আজকে এতটাই কমজোর যে ইংরেজি ছাড়া আমাদের আর কোন গতি নেই
I am very glad for your boldly discation.
আপনার এই চ্যালেঞ্জের আগে আপনি উত্তর দিন, সনাতন মানে কি ??????? তারপর ভাষণ দেবেন।
পণ্ডিত সমুণ্য
Sanatan maney ja ageo chilo, ekhon o ache r future e o thakbe.
😂😂😂😂
Oni dolil diye kotha bolcen
দাবি টা নিভুল।
আমার মনে হয় মহান স্রষ্টার এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে মানসী লিখেছেন কারণ এই ধর্মের মধ্যে দিয়ে সব মানুষই বলে আমার ধর্ম বড় যত ধর্মগ্রন্থ আছে সম্পূর্ণ মানুষই লিখেছে স্রষ্টার নাম বলে আর এই ধর্মগুলো মানুষ মানুষকে দূরত্ব করেছে, স্রষ্টা আমাদের জ্ঞান বিবেক এই জ্ঞান বেগ বিবেক দিয়ে আমি ভালো করতে পারি খারাপও করতে পারি, কোন বইয়ের মাধ্যমে স্রষ্টার পরিচয়, আমার ক্ষুদা লাগলে আমি অনুভব করি আমি অসুস্থ হলে আমি অনুভব করি আর স্রষ্টাকে অনুভব করতে গেলে কোন বই দিয়ে পরিচয়, এই ধর্মীয় গ্রন্থ গুলো ধর্মীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়া যেন আমরা মানুষরা ধর্মের ফেরিওয়ালা এই ধর্ম ধর্মীয় গ্রন্থ ধর্মীয় নেতা এরা সব ধান্দাবাজ, আমি ভালো কর্ম করব আমি শান্তিতে থাকবো, এটাই সকল মানুষের জন্য শান্তি,
“কেন কী” কথাটা উনিও ব্যবহার করলেন!!
কলকাতার মেড়োদের মার খাওয়া বাঙালি বলে কথা।😂
আমার বাবার বাড়ি হুগলী জেলার বাঁশবাড়িয়ায়। ছোট বেলায় দেখেছি সংস্কৃত টোল ছিল এবং রীতিমতো সেখানে সংস্কৃত চর্চা হতো।🙏🙏🙏
আপনাকে জানাই আমার প্রনাম এবং আলোচনাটি ভীষণ ভালো লাগলো।
সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। প্রণাম এরকম নমস্য ব্যক্তিকে।
আপনি কোন গোত্রের? বুদ্ধিজীবী কি?তাহলে পশ্চিম-বাংলাদেশের কি ? কবির সুমন বাবু-সাহেবের সাথে অনেকটা মিল আপনার জাগতিক সম্পর্কে কিছু হয় কি ? আপনি জানতে জানতে যা হওয়ার হয়ে গেছেন আর কি । ধন্যবাদ ।
No .