বাদল সরকার | Badal Sarkar | থার্ড থিয়েটার | Third Theatre | Batighar Theatre | থিয়েটার বাতিঘর |

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • নাটক বিনোদনের মাধ্যম হলেও তা কখনো কখনো হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। এই কাজটাই করেছিলেন সুধীন্দ্র নাথ সরকার। যিনি থিয়েটার জগতে বাদল সরকার নামে পরিচিত। খানিকটা শখের থিয়েটার থেকে যাত্রা শুরু হলেও পরে তাঁর হাত ধরে জন্ম নেয় এক নাট্য দর্শনের।
    ষাটের দশকে শহরাঞ্চলে, মফস্বলে প্রসেনিয়াম থিয়েটারের চর্চা চলছিল। যা এখনও চলে। নাটকের মাধ্যমে যে বক্তব্য রাখা হচ্ছিল তা শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছিল। গ্রামাঞ্চলে বা সাধারণ মানুষের মধ্যে সেভাবে পৌঁচ্ছচ্ছিল না। ফলে থিয়েটারে সাধারণ মানুষের উপস্থিতি ঘটছিল না বা বলা যায় সাধারণ মানুষের সঙ্গে একটা দূরত্বের সম্পর্ক থেকে যাচ্ছিল। এই বিষয়টি তাঁকে গভীরভাবে নাড়া দেয়।
    সেই সময় বাদল সরকার খুঁজতে থাকেন নতুন পথের আর সেখান থেকে জন্ম নিল নতুন ধারার থিয়েটারের। বাদল সরকার নাম দিলেন "থার্ড থিয়েটার"। তৈরি হল "মিছিল", " ত্রিংশ শতাব্দী", "বোমা", "পিকাদান"। দলের নাম দিলেন " শতাব্দী"। তাঁর "শতাব্দী" ঘুরতে থাকল গ্রাম থেকে মফসসলে। দর্শকের সঙ্গে তৈরি হল নিকট সম্পর্ক। "শতাব্দী" দোসর হিসেবে পেল কাঁচরাপাড়ার " পথসেনা" এবং বেহালার " আয়না"কে।
    এই আলোর পথযাত্রী, নতুন ধারার থিয়েটারের জনক বাদল সরকারকে "থিয়েটার বাতিঘর" এর পক্ষ থেকে জানাই গভীর শ্রন্ধাঞ্জলী...
    গ্রন্থনা ও কন্ঠ : মুক্তনীল (Muktonil)
    প্রযোজনা : বাতিঘর।
    WARNING ANTI PIRACY :-
    This content is original and copyright to Batighor. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright.
    Facebook page : / batighor.com. .
    ©Batighor Production . All Rights Reserved By Batoghor Production.

КОМЕНТАРІ • 18