খুব ছোটবেলায় আনন্দ বাজার পত্রিকাতে এই নাটকটির advertisement দেখতাম।আর তখন থেকেই এই নাটকটি দেখার প্রবল ইচ্ছে ছিলো। আজ দুধের স্বাদ ঘোলে মিটলো। দুর্ভাগ্য যখন বড় হলাম তখন আর নাটকটি কোথাও মঞ্চস্থ হলো না। অডিওটি শুনে ভীষণ ভালো লাগলো।
খুব অল্প বয়েসে সামনাসামনি... দেখা আজও জ্বল জ্বল করছে সেই অপূর্ব স্মৃতি ... আজ বহুদিন পরে শুনে আবার সেই দৃশ্যকল্প চোখে ভেসে উঠলো ... শিল্পী চিরঅমর হয়ে থাকবেন তাঁর সৃষ্টিতে ...
The disrobing of Draupadi at the court in Hastinapur is arguably the most complex and important scene in all of Mahabharata. The idea of dharma is looked at from multiple angles here. The courage that Panchali displays when she says, "Who was won first -- Yudhisthira, or me?" is almost aweinspiring in the face of her humiliating misery. Fate itself gives in to her courage and karma when her single robe gets transformed into an infinite cloth when faced against Dushashan and the others' lust. The sheer gravitas and ethical complexity of the entire scene is extremely well expressed and realised best in Shaoli Mitra's presentation here. A very interesting dramatic narration, to say the least.
অপূর্ব অনবদ্য অবর্ণনীয় অসাধারণ পরিবেশনা এ কণ্ঠস্বরের তুলনা চলে না ধন্য ধন্য এই অভিনেত্রী শাঁওলী মিত্র অমর হয়ে থাকবেন আমাদের সবার হৃদয়ে আমরা এই সব শিল্পীদের হারিয়ে ফেলেছি ঈশ্বররের কাছে প্রার্থনা করি যেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন। হরি, 🕉️ হরি 🙏🙏♥️❤️🙏🙏♥️♥️🙏🙏♥️♥️🙏🙏
অসাধারণ অভিনয় সমৃদ্ধ উপস্থাপনা।1987 88 সালে মঞ্চে দেখেছিলাম, এখন শুনতে শুনতে যেন আবার প্রত্যক্ষ করলাম। একে সুরস্রোত ছাড়া আর কিই বা বলা যায়। অনন্য, আপনাকে প্রণাম।🙏🙏
শাওলী মিত্র র একক অভিনয় আমি দেখেছিলাম, তখন থেকেই মনে দাগ কেটে আছে। ভি ভি ও থাকলে খুব ভালো হত, সম্ভবত নেই। আমি ইউ টিউব এ সার্চ করছিলাম। যাক শুনে ও খুব ভালো লাগলো। ধন্যবাদ।
অসাধারণ.. তাঁর বলিষ্ঠ অভিনয়..তাঁর কথা রয়ে গেল.. তিনি চির অমর হয়ে রইলেন.. তাঁর ভাবনা গুলো সঞ্চারিত হবে প্রাণে প্রাণে.. এইতো শিল্পের আসল লক্ষ্য.. সমাজ কে একটি মেসেজ দিয়ে গেলেন.. আনাচে কানাচে কেউ কেউ শুনতে পাবে.. সমাজ বদলের সে এক ধ্রুব সত্য ইঙ্গিত.. সূক্ষ্ম শৈল্পিক কারু কথায়.. কারু ভাষে.. অমর হয়েই থাকবেন.. নাটক টি রবীন্দ্র সদনে দেখার সৌভাগ্য হয়েছিল অল্প বয়সে.. কিন্তু মনের ভেতর গভীর দাগ কেটেছিল.. আর তাঁর মঞ্চ জুড়ে সাবলীল সে অকুণ্ঠ বিচরণ আর কথকতা সে ভাষায় প্রকাশের নয়.. প্রিয় শিল্পী কে প্রণাম জানাই 🙏🙏🙏💞🌷🌷🍀🍀🌹🌹
অসাধারণ অনন্য সাধারণ অপূর্ব অভাবনীয় কি ভাষায় প্রকাশ করব বুঝতে পারছি না, দুঃখ এটাই এগুলো ভিডিও রেকর্ডিং নেই,যেমন রাজা অয়াদিপাউস,কিঙ লীয়ার,সত্য ই আমাদের দুর্ভাগ্য এই অসাধারণ উপস্থাপনা গুলো আমরা চাক্ষুষ করতে পারছি না
খবরের কাগজে রোজ এ্যাড দেখে খুব ইচ্ছে হতো দেখতে, কিন্তু থাকি যে কলকাতা থেকে অনেক দূরে। আজ মোবাইল এর দৌলতে শাঁওলী মিত্রের মৃত্যুর পর শোনা হলো। শম্ভু মিত্রের সাক্ষাৎকার দেখেও খুব ভালো লেগেছিলো ওনাকে। বৃক্ষ ভালো হলে যেমন ফল ভালো হয় এ যেন তাই। অনেক ধন্যবাদ ।🙏
অসাধারণ বাচিক প্রতিভা। পিতা মাতার সান্নিধ্যে চির শান্তি তে থাকবেন।
ছাত্রজীবনের শেষ পর্যায়ে মহাজাতি সদনে এক সন্ধ্যায় দেখা। জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি। দিদিমণি আপনি আমাদের স্মৃতিতে থাকবেন।
এই অসাধারণ উপস্থাপনা টি পরবর্তী যুগের কাছে অদৃশ্য থেকে গেল ... এ আক্ষেপ অশেষ ..
একদম ঠিক কথা
Naa, amar 21 bochor boyesh. Ami mayer mukhe khub sunechi tai khujte giye peye gelam. Video ta pelam na bole dukkho hocche.
মঞ্চে দেখার সৌভাগ্য হয়েছিল, সেদিনের ভালোলাগা য় আরো একবার সিক্ত হলাম!
প্রণাম
মনের কান্না হাহাকার করে উঠল...লেখার ভাষা হারিয়ে ফেললাম💐💐🙏🏼🙏🏼
আবারও ইন্দ্র পতন হল। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন 🙏🙏🙏
আন্তর্জাতিক মানের অভিনেত্রী । 💖💖💖💖👏👏👏👏👏👏💖💖💖💖💖👏😍
খুব ছোটবেলায় আনন্দ বাজার পত্রিকাতে এই নাটকটির advertisement দেখতাম।আর তখন থেকেই এই নাটকটি দেখার প্রবল ইচ্ছে ছিলো। আজ দুধের স্বাদ ঘোলে মিটলো। দুর্ভাগ্য যখন বড় হলাম তখন আর নাটকটি কোথাও মঞ্চস্থ হলো না। অডিওটি শুনে ভীষণ ভালো লাগলো।
খুব অল্প বয়েসে সামনাসামনি... দেখা আজও জ্বল জ্বল করছে সেই অপূর্ব স্মৃতি ... আজ বহুদিন পরে শুনে আবার সেই দৃশ্যকল্প চোখে ভেসে উঠলো ...
শিল্পী চিরঅমর হয়ে থাকবেন তাঁর সৃষ্টিতে ...
Ami dekhechhilam.. 1986 e... Rabindra Sadan e..
The disrobing of Draupadi at the court in Hastinapur is arguably the most complex and important scene in all of Mahabharata. The idea of dharma is looked at from multiple angles here. The courage that Panchali displays when she says, "Who was won first -- Yudhisthira, or me?" is almost aweinspiring in the face of her humiliating misery. Fate itself gives in to her courage and karma when her single robe gets transformed into an infinite cloth when faced against Dushashan and the others' lust. The sheer gravitas and ethical complexity of the entire scene is extremely well expressed and realised best in Shaoli Mitra's presentation here. A very interesting dramatic narration, to say the least.
অদ্ভুত শৈলী বচনের, যেটাকে সুধাস্রোত বলা যায়। অসাধারণ। বার বার শুনতে ইচ্ছে করে।
আহা হা.. কর্ণকুহরে যেন মধু বর্ষিত হোলো। সশ্রদ্ধ প্রণাম জানাই এই কন্ঠে র যাদুকরী প্রবাদপ্রতিম শিল্পী কে🙏🙏🙏🥀🥀🥀
অনেক শ্রদ্ধা। আপনি আপনার কাজের মাধ্যমে আমাদের স্মৃতিতে থাকবেন।
অপূর্ব অনবদ্য অবর্ণনীয় অসাধারণ পরিবেশনা এ কণ্ঠস্বরের তুলনা চলে না ধন্য ধন্য এই অভিনেত্রী শাঁওলী মিত্র অমর হয়ে থাকবেন আমাদের সবার হৃদয়ে আমরা এই সব শিল্পীদের হারিয়ে ফেলেছি ঈশ্বররের কাছে প্রার্থনা করি যেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন। হরি, 🕉️ হরি 🙏🙏♥️❤️🙏🙏♥️♥️🙏🙏♥️♥️🙏🙏
অনেক দিন আগে একাডেমী তার নাটক দেখেছিলাম, আজও ভুলতে পারি নি।
নাট্য জগতের অপুরণীয় ক্ষতি। আভূমি প্রনাম জানাই মহান শিল্পী কে
অসাধারণ উপস্থাপনা ❤️বার বার শুনেলেও তৃষা মেটে না 💗
অল্প বয়সে দেখেছিলাম মনে দাগ কেটেছিল সে অভিনয় শৈলী।অডিও খুব ভালো লাগলো।ওনার অভিনয় আবার ভিডিও তে দেখার সুযোগ করে দিলে খুব আনন্দ পাব।জানিনা সম্ভব কি না।
অসাধারন! যতোবার শুনি বাক্যহারা হয়ে যাই। এতোকিছু শুনেও কি এই সমাজ কোনো শিক্ষা নেয়? তাইতো আজও আমাদের সমাজে মহাভারতের পুনরাবৃত্তি হয়ে চলেছে!!!!
অসাধারন
উনি নিজেও নেন নি । সব কিছুই মনে আছে
আজ এই মহাশিল্পীর মহাপ্রস্থানের পর তাঁর পুণ্যাত্মার উদ্দেশে সশ্রদ্ধ প্রণাম জানাই. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
বার বার শুনলেও তৃষ্ণা মেটে না। অসাধারণ উপস্থাপনা।
ashadhoron mon bhare galo . Dharmer kono dharmo nei , shudhu manuske apaoman kore juge juge . Panchali ekhono apomanito hochhey protidin dharmo aar tar ajuhat diye. bahubar dekhlum ei natok aar protibar e mone hochhey nutun kichhu janlum
Hats off . Kono din apnake bhulte parbona
অপূর্ব। মন ভারাক্রান্ত হয়ে গেল 👌🙏
Oneeeek din age stage show ta dekhechilam sob bhule giyechilam khub bhalo laglo 👍
কোনো এক সন্ধ্যায় গিরিশ মঞ্চে আপ্লুত হয়েছিলাম অসাধারণ
Apurbo ki sundor songlap. Khub bhalo laglo, sombhu mitro er sujoggyo konnya. Tomer mrityu nei.
অতুলনীয় , একে মূল্যায়ন করতে সত্যি অপারগ।
অসাধারণ অভিনয় সমৃদ্ধ উপস্থাপনা।1987 88 সালে মঞ্চে দেখেছিলাম, এখন শুনতে শুনতে যেন আবার প্রত্যক্ষ করলাম। একে সুরস্রোত ছাড়া আর কিই বা বলা যায়। অনন্য, আপনাকে প্রণাম।🙏🙏
এই নাটক টা লাইভ দেখেছিলাম তখন বেশ ছোটো তবু মনে দাগ কেটে গেছিলো আজ আবার শুনে অভিভূত হলাম। রুদ্ধশ্বাস এ শুনলাম এক অসাধারণ একক অভিনয়।
মনটা ভরে গেলো
শাওলী মিত্র র একক অভিনয় আমি দেখেছিলাম, তখন থেকেই মনে দাগ কেটে আছে। ভি ভি ও থাকলে খুব ভালো হত, সম্ভবত নেই। আমি ইউ টিউব এ সার্চ করছিলাম। যাক শুনে ও খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আমিও দেখেছি। যদি ভিডিও থাকতো বর্তমান প্রজন্মকে দেখানো যেত। অমূল্য সম্পদ।
অসাধারণ.. তাঁর বলিষ্ঠ অভিনয়..তাঁর কথা রয়ে গেল.. তিনি চির অমর হয়ে রইলেন.. তাঁর ভাবনা গুলো সঞ্চারিত হবে প্রাণে প্রাণে.. এইতো শিল্পের আসল লক্ষ্য.. সমাজ কে একটি মেসেজ দিয়ে গেলেন.. আনাচে কানাচে কেউ কেউ শুনতে পাবে.. সমাজ বদলের সে এক ধ্রুব সত্য ইঙ্গিত.. সূক্ষ্ম শৈল্পিক কারু কথায়.. কারু ভাষে.. অমর হয়েই থাকবেন.. নাটক টি রবীন্দ্র সদনে দেখার সৌভাগ্য হয়েছিল অল্প বয়সে.. কিন্তু মনের ভেতর গভীর দাগ কেটেছিল.. আর তাঁর মঞ্চ জুড়ে সাবলীল সে অকুণ্ঠ বিচরণ আর কথকতা সে ভাষায় প্রকাশের নয়.. প্রিয় শিল্পী কে প্রণাম জানাই 🙏🙏🙏💞🌷🌷🍀🍀🌹🌹
বার বার শুনলেও তৃষ্ণা মেটে না .... তাঁর পুণ্যাত্মার উদ্দেশে সশ্রদ্ধ প্রণাম জানাই ... 🙏
অসাধারণ প্ পরিবেশনা এমন সৃষ্টি আর হবেনা শাঁওলি মিত্র কে আন্তরিক শ্রদ্ধা জানালাম তাঁর আত্মার শান্তি কামনা করি
1990- 93 সালে গিরিশ মঞ্চে দেখেছিলাম. একাঙ্ক নাটক. মনে স্থায়ী ভাবে গেঁথে ছিল আছে এবং থাকবে...
অসাধারণ ট্যালেন্ট, অবাক হয়ে দেখতে হয়।অনবদ্য সৃষ্টি, সবার অন্তরে থেকে যাবে।যেখানে থাকো শান্তিতে থাকো।
এই কারণে সনাতন ধর্ম মহান।এই ধর্মের মহাপুরুষদের ক্রিটিকস করেও এমন সুন্দর নাটক উপস্থাপন করা যায়।
So nostalgic...Rabindra Dadan... Montromugdho hoyechhi...
কি অসাধারন কন্ঠের জাদু। শিহরিত হয়েছি।
অশ্রুতপূর্ব
Miss u শাঁওলি। rest in peace
জাস্ট অসাধারণ..❤❤
অনন্য কন্ঠস্বরের অধিকারিণী ছিলেন।ছোটবেলায় রেডিও তে নাটক শুনে শুনে ওনার ভক্ত হয়ে গেছিলাম।এতবছরেও আওয়াজের কোনো পরিবর্তন হয়নি।ওনারা আত্মার শান্তি কামনা করি।
মঞ্চে দেখেছিলাম আপনাকে ।অসাধারণ।কোন ভাষা নেই ।🙏🙏
Aapnake dekhar sujog hoyni.
Ami live dekhe chilam.....osadharon!
আপনি ভাগ্যবান
Awesome. Unforgettable.
Er video ta pawa gele khub bhalo hoy
Asadharon Asadharon jibone birat afsosh Nije choke dakhar soubhaggo hoeni baire thaktam
Aj sune adbhut bhabe dube gechilam visualise korchilam attitude pelam mon bhore galo boro ichhe chilo aj sei akankha minibar chesta korlam
anondo pelam* type mistake sorry
Mitabar *
অসম্ভব ভালো লাগলো।আমি নিজে নাটকটা পড়েছিলাম ।তখনই ভালো লেগেছিল ।আর আজ শুনে মুগ্ধ হয়ে গেলাম।video যদি দেখতে পেতাম আর কতই না ভালো লাগতো।😊😊😊😊
Who will bear this great legacy of bengali theatre in ages to come?
কি আর বলি,উপযুক্ত পিতা মাতার উপযুক্ত কন্যা।রেডিও নাটক "জাদুঘর"এ ও অপূর্ব অভিনয়।
অসাধারণ.... 🙏🙏🙏 অনবদ্য.. 🙏🙏🙏
অপূর্ব ভরাট গলায় মধু মাখানো গলা
ছাত্রী জীবনে মা ও মেয়ে কে একসাথে দেখেছিলাম। অপূর্ব অভিনয়। আবারো আপ্লুত হলাম।
এত বড় প্রতিভা চলে গেল নীরবে।এ স্হান পুরন হবে না কোন দিন
Apurbo ! ei natoktar full video dekhte chai
ভীষণ সুন্দর....লেখিকাকে কুর্নিশ।
অদ্ভুত অপূর্ব অতুলনীয়। আমার প্রণাম
অসাধারণ অনন্য সাধারণ অপূর্ব অভাবনীয় কি ভাষায় প্রকাশ করব বুঝতে পারছি না, দুঃখ এটাই এগুলো ভিডিও রেকর্ডিং নেই,যেমন রাজা অয়াদিপাউস,কিঙ লীয়ার,সত্য ই আমাদের দুর্ভাগ্য এই অসাধারণ উপস্থাপনা গুলো আমরা চাক্ষুষ করতে পারছি না
খবরের কাগজে রোজ এ্যাড দেখে খুব ইচ্ছে হতো দেখতে, কিন্তু থাকি যে কলকাতা থেকে অনেক দূরে। আজ মোবাইল এর দৌলতে শাঁওলী মিত্রের মৃত্যুর পর শোনা হলো। শম্ভু মিত্রের সাক্ষাৎকার দেখেও খুব ভালো লেগেছিলো ওনাকে। বৃক্ষ ভালো হলে যেমন ফল ভালো হয় এ যেন তাই।
অনেক ধন্যবাদ ।🙏
দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখা হয়নি আজ শুনলাম ।কি বলব কোনো ভাষা নেই
ভালো থাকবেন শিল্পী, জানাই প্রনাম 🙏😭
Aha ki sunlam ❣️❤️
AKTA JUG SES HOLO
সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ট শ্রুতি নাটক
অসাধারণ বার বার শুনলেও আশ মেটে না
Apurbo❤
Shesh!!!
Video থাকলে please upload করুন!!
এটার ভিডিও নেই?
Ashadharon.ashadharon.
অসাধারণ কথকতা , ওনার তুলনা উনি নিজেই
Oshadharon bola tao kom hobe.Onek ichcha chilo ae natok ti dekhar ,kintu hoy ni.Jodi vedio dekha jai tahole bhalo lagebe.🙏🏻❤.
Khub sundar
প্রণাম ।শতকোটি প্রণাম ।
নাথবতী অনথবৎ - নাটকটি দেখার সৌভাগ্য হয়েছিল। 🙏
অসাধারণ অসাধারণ
অনন্যসাধারণ, অলৌকিক অভিজ্ঞতা। অবিস্মরণীয় অনুভূতি, হলো শুনে।
অসাধারণ 👌👌👌👌🙏
অসাধারণ অভিজ্ঞতা!
Asansal a ek ti show hoyechilo.dekhechi tokhon.
Khub chhoto chhilam tokhon etar hindi version ta Doordarshan e telecast hoto.......raat jege gograashe giltam mone ache.........apurbo bochon bhongi
দারুণ!!
কিছু বলার নেই আপনি আসাধারণ
Video ta karor kachhe nei??😭
Ki Sundor voice... Antarjatik maner Avinetri....🙏🙏
Thik...
Amar. Chhotobelate. Sanwoli. Didi. Amar. Radior. Heroin. Chhilen. Ajo. Achensasraddhavalobasao. Pranam. Janai. Puro. Pariberke.. Onerma. O. Amar. Priya. Shilpi...
Achha , Paran Bandhapadhya er Shanibar Sakal er Tubri Natak gulu kothay pabo bolun, ektu UA-cam link ta din Na plzzz ..
আমি এটা যতদুর মনে পড়ে আশির দশকে রবীন্দ্র সদনে দেখেছিলাম...একক অভিনয় কাকে বলে সেটা দেখলাম আর অভিভূত হয়ে গিয়েছিলাম।
Amar onek diner asha aj purno holo
Apurba apurba apurba
Daruuun asadharan
ওনার অভিনয় আমি দেখেছি এই নাটকের। যদি সেই অভিনয় দেখা যেতো খুবভালো লাগতো।
Apurbo
প্রনাম কোটি কোটি।
দারুন
Mugdha,esob r paoa jabe na, asadharan uchharan, hridoy k naria daiy.
অপূর্ব
Odbhut,chomotkar,baksakti rohit.
Cu, তে যখন MA, পড়ি তখন শাঁওলী মিত্রের নাথ বতী অনাথবৎ দেখি এতো অসাধারণ অভিনয় জীবনে ভোলার নয় আজও মনে পড়ে, শিল্পী দেশ কালের অতীত বেঁচে থাকুন আমাদের মনে l
This is incomplete. Where is the rest😢?
নাট্যমন্ঞ্চে দেখার সৌভাগ্য আমার হয়েছে ১৯৮৮তে, তবে আবার দেখার ইচ্ছা তাই videoর খোঁজ করছি, কোন উপায় কেউ জানালে কৃতার্থ হব
ঠিক বলেছেন, শ্রুতির থেকেও মনে হয় মন্চে অভিনয় বেশী আকর্ষণীয়--অন্তত এই নাটকের ক্ষেত্রে।
আগে দেখা হয়ে ওঠে নি।
@@বারবারমমতাকেচাই babamameye. Kake. Besi. Samman. Debo. Sabaito. Barenya.
Purush. Loversymbol. Nari. Voger..prakritio. Kam. Nay. Setonaki. Ma. Tabe. Chheler. Ma. O. Meyer. Ma. Akhi. Ma. Alada. Murty. Kikore. Dekhaye..kato. Dekhlam. Atonich. System. Sudhu. Aeiupamahadeshei. Achhe.. saolidike. Pranam...Nikhut. Er. Satya.
Jaggnath bosu sauli mitro old betar natok sunte chi please
🙏 নমস্কার ধন্যবাদ