আপনাকেও ধন্যবাদ। আমি সরাসরি মটোভ্লগিং এর সাথে যুক্ত নই। উনার এই বিষয়ে কোন বিরুপ মন্তব্যও আমি করিনি। আমি প্রায় আড়াই বছর যাবত অনেক মটোভ্লগারের ইডিটর হিসেবে কাজ করেছি। সেই জ্ঞান টুকু থেকে বললাম এই ভাইয়ের থাম্বনেইল আর ভিডিও এডিটিং এবং ভিডিও স্ট্র্যাটেজি তে কিছু ল্যাকিংস আছে। যেই কারনে উনার প্রকৃত মেসেজটা কেউ পায়না আর যাদের সাথে কাজ করেছি এইটুকু বলতে পারি উনি যেটুকু করেন তারচেয়ে বেশিও অনেকে করে যাচ্ছেন, কেউ Hero, আগে একজন Honda এবং এখন yamaha এর প্রমোশন অনেকেই করছেন
সিনিয়রকে জ্ঞান দেয়ার জন্য ধন্যবাদ।তবে আপনাকে আমি আজ প্রথম চিনলাম।
আপনাকেও ধন্যবাদ। আমি সরাসরি মটোভ্লগিং এর সাথে যুক্ত নই।
উনার এই বিষয়ে কোন বিরুপ মন্তব্যও আমি করিনি। আমি প্রায় আড়াই বছর যাবত অনেক মটোভ্লগারের ইডিটর হিসেবে কাজ করেছি। সেই জ্ঞান টুকু থেকে বললাম এই ভাইয়ের থাম্বনেইল আর ভিডিও এডিটিং এবং ভিডিও স্ট্র্যাটেজি তে কিছু ল্যাকিংস আছে। যেই কারনে উনার প্রকৃত মেসেজটা কেউ পায়না আর যাদের সাথে কাজ করেছি এইটুকু বলতে পারি উনি যেটুকু করেন তারচেয়ে বেশিও অনেকে করে যাচ্ছেন, কেউ Hero, আগে একজন Honda এবং এখন yamaha এর প্রমোশন অনেকেই করছেন