আমার দৃঢ় বিশ্বাস এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে নিশ্চয়ই প্রানের অস্তিত্ব আছে। বিজ্ঞান অনেক এগিয়ে গেলেও এখনো অনেক পথ বাকি আছে। নিশ্চয়ই এক দিন বাকি পথ অতিক্রম করবে।সেটা একশ বছর বা হাজার বছর লাগতে পারে। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ,( ভারত)থেকে।
এই ভিডিও টা কম করে হলেও আমি ১০০ বার দেখেছি। ধারা বর্ণনায় আপনার বলার ধরন আর বিষয় বস্তর পর্যায়ক্রমিকতায় আপনি অসাধারণ। ভালবাসা রইলো আদ্যোপান্ত, র জন্য। আর মহাবিশ্ব সম্পর্কিত আরো তথ্যবহুল ভিডিও আশা করছি।
আলহামদুলিল্লাহ্ যিনি বিশ্বজগতের সৃষ্টি করতা।তার শক্তির সঠিক ধারণা আমাদের মত এত ছটো মানুষের দারা করা সমভব না।তিনি পবিত্র। আমাদের সবার মালিক। যদি ও কাফের রা অশিকার করে
@@zihadonline7783 কিভাবে? কোরান থেকে একটা জিনিস আবিষ্কার করে দেখান না কেন? ২০০ কোটি মুসলিম মিলে কোরান গবেষণা করে একটা টেলিস্কোপ আবিষ্কার করেন না কেন যেটা বিজ্ঞানের আবিস্কার করা জেমস ওয়েব টেলিস্কোপ থেকে ভালো হবে? তোমাদের দৌড় তর্কেই সীমিত।
@@lovehumanityplease1758 আরে ভাই কুরআন বলবে , আর সেটা আবিষ্কার করবে বিজ্ঞান তাই সে যা হোক না কেন, কুরআন বলছে পৃথিবী ছাড়া পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্য আছে , পারলে বিজ্ঞান সেটা দেখবে গবেষণা করে, উপরে ভাই কমেন্ট করে ছে সেটা ঠিক বলেছেন যে আল্লাহ যত টুকু জ্ঞান দিয়েছে সেটাই বিজ্ঞান এর পক্ষে আবিষ্কার করা সম্ভব।
ভাই আপনার ও আপনাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাই।।। একটা অনুরোধ ছিলো ভাইয়ের কাছে..... পৃথিবীর সকল ভাষার কিছু মৌলিক ও প্রাচীন তথ্য নিয়ে একটা ভিডিও চাই ।। আর পৃথিবীর সবচেয়ে পুরোনো ভাষা সম্পর্কে...... ধন্যবাদ... আদ্যোপান্ত চ্যানেল ও এর পরিবারকে....।।।।।
ভাই,আপনার কন্ঠ সম্পূর্ণ আলাদা👌(মাসাআল্লাহ) আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং নিরাপদ রাখুন। আমি আশা করি আপনি আপনার ভবিষ্যৎ সফল করবেন কারণ আপনি সম্পূর্ণ দুর্দান্ত,বুদ্ধিমান এবং মন ফুঁকানোর মানুষ...... যখন আমি আপনার ভয়েস শুনেছি,সে সময় আমি আমার কল্পনার মসৃণ যাত্রায় চলে গেছি💕
আদ্যোপান্ত পৃথিবীর প্রাগ ঐতিহাসিক স্থান ছেড়ে মহাকাশ গবেষণা নিয়ে পুরো একটা ২১.৪৩ মিনিট ডকুমেন্টারি ভিডিও দিলো ❤️❤️💜💜 ভিডিওটি যতো বড় হোক না কেন, তথ্য মূলক আলোচনা হবে আশা করি ও অনেক নতুন কিছু জানতে পারব ও শিখতে পারব এই আশা করি 😅😅
বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ বলে, ‘আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব?’ সূরা মারইয়াম আয়াত 66 মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? সূরা মারইয়াম আয়াত 67 সংক্ষিপ্ত তাফসীর :আল্লাহ তাআলা উত্তরে বলেন, যখন আমি মানুষকে প্রথমবার বিনা কোন নমুনা ছাড়া সৃষ্টি করেছি, তখন দ্বিতীয়বার সৃষ্টি করা কেমন করে কঠিন হতে পারে? প্রথমবার সৃষ্টি করা কঠিন, না দ্বিতীয়বার? মানুষ কতই না বোকা ও আত্মভোলা! আর আত্মবিস্মৃতিই মানুষকে আল্লাহ বিমুখ বানিয়েছে।
মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে অনেক অনেক সুন্দর ভিডিও উপহার দিতে পারছি এবং আপনাদের ভালো বাসায় 100 সদস্য এর পরিবার হতে পারছি আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ❤️❤️❤️😊
আল্লাহ্ই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, উহাদের মধ্যে নামিয়া আসে তাঁহার নির্দেশ ; যাহাতে তোমরা বুঝিতে পার যে, আল্লাহ্ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন। সূরাঃ আত্ব-ত্বালাক্ব আয়াতঃ ১২
ড. এলিস সিলভা নামে একজন বিজ্ঞানি এই থিওরি দিয়েছেন যে মানুষ আসলে নিজেই এলিয়েন৷ মানুষ এই গ্রহের ই প্রাণী না। তার বই ম্যান ইজ নট ফ্রম আর্থ এ এগুলো আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করবেন আশা করি
ভাইয়া আপনার ভয়েস টা দারুন ❤ মহাকাশ নিয়ে আপনার ভিডিওগুলো আমি বারবার দেখি 😊 আপনার কাছে আমার অনুরোধ আপনি মহাকাশ নিয়ে আরো ভিডিও বানান আমরা আপনার মহাকাশ নিয়ে ভিডিওগুলো দেখি❤❤❤❤
একদিন মহাবিশ্বে প্রাণীর অস্তিত্ব মিলবে হয়তোবা। তখন মানুষ থাকবে না কিন্তু ওরা থাকবে। একদিন এলিয়েন নামক প্রাণী দেখা পাব। তবে এই মহাবিশ্ব হয়তবা তাদের কাছেও আমরা এলিয়েন বা আমাদের কাছে তারা এলিয়েন
এই সৌরজগতের যেমন একটি গ্রহে যেমন প্রাণীর অস্তিত্ব আছে তেমনি অন্য কোন নক্ষত্র মন্ডলে কোন গ্রহে প্রাণের রচিত থাকা অসম্ভব কিছু না থাকতে পারে হান্ডেট পার্সেন্ট শুধু এটাই বলতে চাই সৌরজগতে আমরা একা না অন্য কোন গ্যালাক্সিতে বা নক্ষত্র মন্ডলে বা সৌরজগতে প্রাণের অস্তিত্ব কোন আছে কোন গ্রহে তারা আমাদের থেকে অনুন্নত হতে পারে এবং আমাদের থেকে অনেক উন্নত হতে পারে😊
মানুষের মৃত্যু নিয়ে বিজ্ঞান কি বলে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমি অনুরোধ করছি।😊 তবে আপনার কথা শুনে আমার খুব ভাল লাগল যে মহাবিশ্ব তো দূরের কথা এক গ্লাস পানি নিয়ে গবেষণা করবো এই গান ও আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই।
وَ مِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَثَّ فِیۡہِمَا مِنۡ دَآبَّۃٍ ؕ وَ ہُوَ عَلٰی جَمۡعِہِمۡ اِذَا یَشَآءُ قَدِیۡرٌ ﴿٪۲۹﴾ ওয়া মিন আ-য়া-তিহী খালকুছ ছামা-ওয়া-তি ওয়ালআরদিওয়ামা-বাছছা ফীহিমা-মিন দাব্বাতিওঁ ওয়া হুওয়া ‘আলা-জাম‘ইহিম ইযা-ইয়াশাউ কাদীর। তাঁর অন্যতম নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি। তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম। And among His Ayat (proofs, evidences, lessons, signs, etc.) is the creation of the heavens and the earth, and whatever moving (living) creatures He has dispersed in them both. And He is All-Potent over their assembling (i.e. resurrecting them on the Day of Resurrection after their death, and dispersion of their bodies) whenever He will. Ash- Shura, ayat 29
গোটা সৃষ্টি কূলের মালিক (আল্লাহ্) তাতে কোনো সন্দেহ নেই। তাই সকল প্রশংসা মহান( আল্লাহুর)
আমার দৃঢ় বিশ্বাস এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে নিশ্চয়ই প্রানের অস্তিত্ব আছে। বিজ্ঞান অনেক এগিয়ে গেলেও এখনো অনেক পথ বাকি আছে। নিশ্চয়ই এক দিন বাকি পথ অতিক্রম করবে।সেটা একশ বছর বা হাজার বছর লাগতে পারে।
ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ,( ভারত)থেকে।
اِقْرَأْ بِا سْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ
"পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,"
(QS. Al-'Alaq 96: Verse 1)
এই ভিডিও টা কম করে হলেও আমি ১০০ বার দেখেছি।
ধারা বর্ণনায় আপনার বলার ধরন আর বিষয় বস্তর পর্যায়ক্রমিকতায় আপনি অসাধারণ।
ভালবাসা রইলো আদ্যোপান্ত, র জন্য।
আর মহাবিশ্ব সম্পর্কিত আরো তথ্যবহুল ভিডিও আশা করছি।
❤❤
আমি প্রতিরাত্রে এটা প্লে করেই ঘুমাই।
(সুবাহানাল্লাহ) আল্লাহর সৃষ্টির ধারণা কারো পক্ষে করা সম্ভব নয় তিনি সৃষ্টিকর্তা একমাত্র তিনিই জানেন কোথায় কি আছে
Flat earth 😂😂😂
আলহামদুলিল্লাহ্ যিনি বিশ্বজগতের সৃষ্টি করতা।তার শক্তির সঠিক ধারণা আমাদের মত এত ছটো মানুষের দারা করা সমভব না।তিনি পবিত্র। আমাদের সবার মালিক। যদি ও কাফের রা অশিকার করে
😊
Flat earth 😂😂😂
@@amitrana4423 in
@@specialone9005 মূর্খ কোথায় বলা আছে কুরআনের? পৃথিবী সমতল? আরবি দিয়ে কুরআন পড়েন বাংলা দিয়ে নয় প্রয়োজনে সৌদি আরবে যান গিয়ে আরবি ব্যয়াকরণ শিখে আসেন💀
@@specialone9005কোরআনে পৃথিবীকে ড়িম আকৃতির বলা হয়েছে। সমান নয় না জেনে কথা বলবেন না। সত্য কে জানার শেষ্টা করুন
যত গবেষণা হোক না কেন,,,
আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাহিরে কেউ যেতে পারবেনা,,,
সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ,,, মাশাআল্লাহ
বিজ্ঞানের কাছে ধর্ম এলো কেন?
@@hafizurrahaman7891 ভাই ধর্ম ছাড়া বিজ্ঞান ই হবেনা,,
@@zihadonline7783 কিভাবে? কোরান থেকে একটা জিনিস আবিষ্কার করে দেখান না কেন? ২০০ কোটি মুসলিম মিলে কোরান গবেষণা করে একটা টেলিস্কোপ আবিষ্কার করেন না কেন যেটা বিজ্ঞানের আবিস্কার করা জেমস ওয়েব টেলিস্কোপ থেকে ভালো হবে? তোমাদের দৌড় তর্কেই সীমিত।
@@lovehumanityplease1758 আপনার কথা প্রমান দিল আপনার জ্ঞান কতটা 😏
@@lovehumanityplease1758 আরে ভাই কুরআন বলবে , আর সেটা আবিষ্কার করবে বিজ্ঞান তাই সে যা হোক না কেন, কুরআন বলছে পৃথিবী ছাড়া পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্য আছে , পারলে বিজ্ঞান সেটা দেখবে গবেষণা করে, উপরে ভাই কমেন্ট করে ছে সেটা ঠিক বলেছেন যে আল্লাহ যত টুকু জ্ঞান দিয়েছে সেটাই বিজ্ঞান এর পক্ষে আবিষ্কার করা সম্ভব।
মহাবিশ্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারাটা আমাকে খুব রোমাঞ্চিত করে তোলে।
আমার অন্যতম প্রিয় চ্যানেল হলো আদ্যোপান্ত
আদ্যোপান্ত অনেকানেক অজানা বিষয় জানার উৎস যা সহজেই আমাদের জানতে সাহায্য করে।
Tgt
আমারও
@@umesmajumder9717! Ewryqw
আমার ও
আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীকে!
এতো সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আদ্যোপান্ত চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।❤️💖🥰
ভাই আপনার ও আপনাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাই।।।
একটা অনুরোধ ছিলো ভাইয়ের কাছে.....
পৃথিবীর সকল ভাষার কিছু মৌলিক ও প্রাচীন তথ্য নিয়ে একটা ভিডিও চাই ।। আর পৃথিবীর সবচেয়ে পুরোনো ভাষা সম্পর্কে......
ধন্যবাদ... আদ্যোপান্ত চ্যানেল ও এর পরিবারকে....।।।।।
yah
আল্লাহ মহান তিনি সব যান্তা। আলহামদুলিল্লাহ।
Flat earth 😂😂😂
কোরআন বলে পৃথিবীর বাইরে প্রাণ আছে,,,আমি এটা ১০০ % বিশ্বাস করি,, insha'Allah একদিন প্রমাণ হবে,,অপেক্ষায় রইলাম
কুরআনে কোথায় আছে??
মজা না আমি সত্যি জানতে চাই।
@@faijasompaআছে আছে।
আয়াত টা বললেই হয় আছে আছে না করে😑@@muftial-amin
@@shohan69539 ৬৫:১২
@@faijasompaসূরা তালাকের শেষের দিকে। ইবনে আব্বাস থেকে হাদিসও আছে।
আল্লাহ মানু্ষ কে সৃষ্টি সেরা জীব হিসাবে পাঠিয়েছে!
বিজ্ঞান তো খুজে দেখছে, মানুষের চেয়ে বুদ্ধিমান কিছু খুজে পাচ্চে না!
ভাই,আপনার কন্ঠ সম্পূর্ণ আলাদা👌(মাসাআল্লাহ)
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং নিরাপদ রাখুন।
আমি আশা করি আপনি আপনার ভবিষ্যৎ সফল করবেন কারণ আপনি সম্পূর্ণ দুর্দান্ত,বুদ্ধিমান এবং মন ফুঁকানোর মানুষ......
যখন আমি আপনার ভয়েস শুনেছি,সে সময় আমি আমার কল্পনার মসৃণ যাত্রায় চলে গেছি💕
আদ্যোপান্ত পৃথিবীর প্রাগ ঐতিহাসিক স্থান
ছেড়ে মহাকাশ গবেষণা নিয়ে পুরো একটা
২১.৪৩ মিনিট ডকুমেন্টারি ভিডিও দিলো ❤️❤️💜💜
ভিডিওটি যতো বড় হোক না কেন, তথ্য মূলক আলোচনা হবে আশা করি ও অনেক নতুন কিছু জানতে পারব ও শিখতে পারব এই আশা করি 😅😅
এক কথায় অনবদ্য উপস্থাপন, অশেষ ধন্যবাদ।
আমি মুসলিম হিসাবে গর্বিত।কারণ এ বিষয়ে প্রায় ১৪০০ বছর আগে কুরআন বলা আছে,সূরা শূরা আয়াত ২৯।
😂😂
বিসমিল্লাহির রহমানির রহিম
মানুষ বলে, ‘আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব?’
সূরা মারইয়াম আয়াত 66
মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না?
সূরা মারইয়াম আয়াত 67
সংক্ষিপ্ত তাফসীর :আল্লাহ তাআলা উত্তরে বলেন, যখন আমি মানুষকে প্রথমবার বিনা কোন নমুনা ছাড়া সৃষ্টি করেছি, তখন দ্বিতীয়বার সৃষ্টি করা কেমন করে কঠিন হতে পারে? প্রথমবার সৃষ্টি করা কঠিন, না দ্বিতীয়বার? মানুষ কতই না বোকা ও আত্মভোলা! আর আত্মবিস্মৃতিই মানুষকে আল্লাহ বিমুখ বানিয়েছে।
0:45 মহাবিশ্বে যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যে নিজেদের অক্ষের চারপাশে ঘোড়ে এ এই ধারনা ১৪০০ বছর আগে কুরআনে আল্লাহ বলেছিলেন।
আমার তো স্লিপিং পিল হয়ে গেছে এখন আদ্যোপান্ত।
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার শুনতে হবেই হবে🙂
Same bro ❤
ভিডিওটা অনেক সুন্দর ছিল। মহাবিশ্ব আর জ্যোতির্বিজ্ঞান নিয়ে আরো ভিডিও চাই।🥰
মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে অনেক অনেক সুন্দর ভিডিও উপহার দিতে পারছি এবং আপনাদের ভালো বাসায় 100 সদস্য এর পরিবার হতে পারছি
আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ❤️❤️❤️😊
Ai channel ar subscribers 10 millions houya ucit...🤲
এত সুন্দর একটি ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 😊😊😊
মনের মত টপিক। ভিডিও এইরকম বড় হোক অথবা এর থেকেও বেশি এই প্রত্যাশা ❤️
Apnar voice sudhu শুনতেই mon chay love you from 🇮🇳 bhaiya অনেক ভালোবাসা নিবেন
খুব ভালো লাগলো মহা বিশ্ব সমন্ধে কিছু জানতে পারলাম, কিন্তু এগুলো চিন্তা করলে তো মানুষ পাগল হয়ে যাবে ।
আল্লাহ্ই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও, উহাদের মধ্যে নামিয়া আসে তাঁহার নির্দেশ ; যাহাতে তোমরা বুঝিতে পার যে, আল্লাহ্ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন। সূরাঃ আত্ব-ত্বালাক্ব আয়াতঃ ১২
বিজ্ঞানের কাছে ধর্মের উদাহরণ বেমানান।
@@hafizurrahaman7891 বিজ্ঞান কি এই গুলি বুঝবে না তারা সব জায়গাই ধর্ম টানে।
মাশাআল্লাহ,বিজ্ঞান পবিত্র কোরআন থেকেই উদ্ভব তাই কুরআন ছাড়া বিজ্ঞান শয়তানি ছাড়া আর কিছুই নয়।
সালা জংগী... ইহুদিদের UA-cam এ এসে ইসলাম প্রচার করে..
QAA
আল্লাহ সর্ব শক্তিমান, মানুষ সৃষ্টির সেরা জীব,আল্লাহ চাইলে ভিন গ্রহের প্রাণীর দেখা করিয়ে দেবেন,তবে আমাদের চেয়ে উন্নত না,কারণ আমরা ই সৃষ্টির সেরা 🤲
আমি আপনার সব ভিডিওর নিয়মিত দর্শক। আমার একটা অনুরোধ রাখুন, আহমাদিয়া মুসলমান নিয়ে একটা কমপ্লিট ভিডিও দেখতে চাই।
কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাই দোয়া রইলো
আমরা, একা নয়. আল্লাহ, সৃষ্টি করে ছেন,ফ্যারিস্তাওজীন, মহাকাশের, বিভিন্ন স্থানে অবস্থান করছে। যা, সাধারনত, মানবচুক্ষুতেদেখা, সম্ভব না।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে
যে বা যারাই থাকুক, মানুষই সেরা। আল্লাহ তায়ালা তার নমুনা দিয়েই দিয়েছে। সৃষ্টির সেরা জীব মানুষ। 💝💝
ড. এলিস সিলভা নামে একজন বিজ্ঞানি এই থিওরি দিয়েছেন যে মানুষ আসলে নিজেই এলিয়েন৷ মানুষ এই গ্রহের ই প্রাণী না। তার বই ম্যান ইজ নট ফ্রম আর্থ এ এগুলো আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করবেন আশা করি
Your are awesome brother right ❤❤❤❤
Finding brother like you
@@farhanaakter8065 thank u
মানুষ তো জান্নাত থেকে এসেছে, এ হিসেবে মানুষকে এলিয়েনই বলা যায়😜
@@mdkamruzzamansarkar7745 yes it's true . So what! If we were the Earth's live , than we didn't get sunburn. 🙁
আমরা সবাই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর আদর্শ মেনে চলব ইনশাআল্লাহ,,
আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন
মোহাম্মদ না রে বোকাচোদা, মুহম্মদ (সা:) হবে।
Flat earth 😂😂😂
হ্যাঁ আর ১১ টা বিয়ে করবো! 🤭
আমার খুব পছন্দের চ্যানেল ধন্যবাদ আপনাকে।
১৪শ বছর আগের বিজ্ঞানিদের তত্যে আর ১৪ শ বছর আগে কুরআনের তথ্য মুল্যয়ান করুন কে সত্যের পথে আছে সকল-ই জেনে যাবেন।
এক কথায় অসাধারণ সুন্দর উপস্থাপন করলেন আপনি বস♥️
আপনার ভয়েস আর ভিডিও গুলো অনেক সুন্দর। আমি সব গুলো দেখি আর আপনার অপেক্ষায় থাকি
ভালোলাগার মতো একটি চ্যানেল।
যেখান থেকে কিছু শেখা যায়।
চমৎকার উপস্থাপন। আপনি ই বেষ্ট ভাই
বড় ভাই ধন্যবাদ দাদা ভিডিও পুরো বুঝনোর জন্য শুভকামনা রইল আপনার চ্যানেলের জন্য
নিসন্দেহে অনেক শিক্ষনিয় ভিডিও। আমরা অতি ক্ষুদ্র। আল্লাহ বিশাল ক্ষমতাধারি তার লিলা খেলা বোঝা যাবেনা কখনোই
মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি,
মহাবিশ্বে আমরা একা নই।
ke ase tahole ??
Manush 400 - 500 bochor age o bishass korto prithibir chardike surjo gure... Othocho Quran eseche 1400 bochor age... Can anyone explain it?
@@reazhossain6493 qqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqaaqqaqaaqaqaaqqaaaqaqqqqaaaqaqqqqqqqqqqqqqqqqaqaaaqaqaaaaaqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaaqaaaaqqqqqaqqqaqaqaaqaaqqqqqqqqqqqqqqqaaqaaaaaaaqaqqqqqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqaqaaaaaaaaaaqaaaaaqqqqqqqqaaqaaaaaqaa
@@rizvihaider5006 ami achi
মহাবিশ্বে তাহলে আর কোথায় মানুষ আছে বলতে পারেন ?
এই ভাই এর ভিডিও আমি অনেক আগে থেকে দেখি...
উনার কথা বলার ধরণ আমাকে মুগ্ধ করে
অসাধারণ আপনার ভিডিও উপস্থাপন 💗💗। মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখেই যেতে ইচ্ছে করে 🙂✌🏿।
আমি আপনার সকল ভিডিওই দেখি কারণ আপনার ডুকুমেন্টারি সমূহ প্রচুর তথ্য বহুল
This channel is very important for general knowledge
My favourite channel ❤️❤️❤️
অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ।
কথা যৌক্তিক এবং দারুন আরো ভিডিও চাই এরকম
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার 💝💝💝
তথ্য বহুল উপস্থাপন। ধন্যবাদ
Very nice apisode dum dum
আপনি এত কিছু কিভাবে জানেন ভাই সত্যি অবাক হয়ে যাই😊
আরে ভাই এগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্য
Apni jevabe zanlen thik sevabe
Apnar curiosity nei ta bujha e jacchey
ভাই আপনার ভিডিও গুলা অনেক বেসি ভালো লাগে নিরবে একা বসে দেকতে কুব ভালো লাগে ❤️❤️❤️👍
আমার প্রিয় চ্যানেল 💖 খুব সুন্দর উপস্থাপনা ভাই ভালো লাগলো আপনার ভিডিও টি দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 💖
Darun lage jatobar e video ta dekhi r information gulo suni, thanks a lot team আদ্যোপান্ত
ভাইয়া আপনার ভয়েস টা দারুন ❤ মহাকাশ নিয়ে আপনার ভিডিওগুলো আমি বারবার দেখি 😊 আপনার কাছে আমার অনুরোধ আপনি মহাকাশ নিয়ে আরো ভিডিও বানান আমরা আপনার মহাকাশ নিয়ে ভিডিওগুলো দেখি❤❤❤❤
সবসময় আপনার নতুন নতুন ভিডিও এর অপেক্ষায় থাকি। শুভ কামনা চিরন্তন
খুব ভালো ভিডিও,ভালো লাগলো ধন্যবাদ 💙💙💙আরো ভিডিও বানান,,
একদিন মহাবিশ্বে প্রাণীর অস্তিত্ব মিলবে হয়তোবা। তখন মানুষ থাকবে না কিন্তু ওরা থাকবে। একদিন এলিয়েন নামক প্রাণী দেখা পাব। তবে এই মহাবিশ্ব হয়তবা তাদের কাছেও আমরা এলিয়েন বা আমাদের কাছে তারা এলিয়েন
না ভাই
মানুষ সৃষ্টির সেরা জীব, অন্য কোনো গ্রহে জীব থাকলেও হয়তো বুদ্ধিমান না
অসাধারণ একটি তথ্যবহুল ভিডিও। ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
আমার খুব প্রিয় চ্যানেল
আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, এতো সুন্দর ভিডিও বানানোর জন্য। খুব ভালো লাগলো ❤️❤️❤️❤️❤️
আল্লাহুআকবর ইয়স আল্লাহ আপনি মোহান।
ভাইয়া আপনার ভিডিও আমার এত ভালো লাগে আমি আপনার নিয়মিত সব ভিডিও দেখি
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের পৃথিবীর মতো পৃথিবী আছে এবং আমার মতো নবী ও আছেন 😢😢
আমাদের প্রিয় নবী মোহাম্মদ,,
সল্লল লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো,আর,
কোন নবী, নেই, সুবহান আল্লাহ,,
My Favourite Channel
এই সৌরজগতের যেমন একটি গ্রহে যেমন প্রাণীর অস্তিত্ব আছে তেমনি অন্য কোন নক্ষত্র মন্ডলে কোন গ্রহে প্রাণের রচিত থাকা অসম্ভব কিছু না থাকতে পারে হান্ডেট পার্সেন্ট শুধু এটাই বলতে চাই সৌরজগতে আমরা একা না অন্য কোন গ্যালাক্সিতে বা নক্ষত্র মন্ডলে বা সৌরজগতে প্রাণের অস্তিত্ব কোন আছে কোন গ্রহে তারা আমাদের থেকে অনুন্নত হতে পারে এবং আমাদের থেকে অনেক উন্নত হতে পারে😊
আমিতো ভিডিও দেখার আগেই লাইক করেদিই 👍👍
মানুষের মৃত্যু নিয়ে বিজ্ঞান কি বলে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমি অনুরোধ করছি।😊 তবে আপনার কথা শুনে আমার খুব ভাল লাগল যে মহাবিশ্ব তো দূরের কথা এক গ্লাস পানি নিয়ে গবেষণা করবো এই গান ও আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই।
🎉যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই।❤
Mohakash niye aro vedio chai
আমার প্রিয় চ্যানেল
আমার খুবই প্রিয় একটি চেনেল
আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময়!
সুবহানাল্লাহ
Alhamdulillah ,korantol majider ,shuratul fatifa ,1, 2,nong ayete poraner Attiyo ase bola ase kono ek din biggan khoje pabe inshallah❤
অসাধারণ মানুষের চেষ্টা
আরেকটা কথা হলো আমরা ১ আলোকবর্ষ দূরের যে গ্রহ দেখতে পায় সেটা কয়েক আলোকবর্ষ আগের অবস্থা দেখতে পায়।
১৫ হাজার সৌরজগত মহাবিশ্বের মধ্যে অণুর চেয়ে ছোট, অতএব আল্লাহু আকবার
وَ مِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَثَّ فِیۡہِمَا مِنۡ دَآبَّۃٍ ؕ وَ ہُوَ عَلٰی جَمۡعِہِمۡ اِذَا یَشَآءُ قَدِیۡرٌ ﴿٪۲۹﴾
ওয়া মিন আ-য়া-তিহী খালকুছ ছামা-ওয়া-তি ওয়ালআরদিওয়ামা-বাছছা ফীহিমা-মিন দাব্বাতিওঁ ওয়া হুওয়া ‘আলা-জাম‘ইহিম ইযা-ইয়াশাউ কাদীর।
তাঁর অন্যতম নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি। তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম।
And among His Ayat (proofs, evidences, lessons, signs, etc.) is the creation of the heavens and the earth, and whatever moving (living) creatures He has dispersed in them both. And He is All-Potent over their assembling (i.e. resurrecting them on the Day of Resurrection after their death, and dispersion of their bodies) whenever He will.
Ash- Shura, ayat 29
অসাধারণ ভিডিও। ধন্যবাদ।
I'm satisfied with your topic.
Apnar voice ta onek sundor vaiya
বাহ্ বেশ দারুণ লাগলো অনক কিছু জানলাম,, ধন্যবাদ৷,,, ❤🎉😢
ধন্যবাদ আদ্যোপান্ত
ভাই আপনার উপস্থাপন আসলেই অনেক সুন্দর
"Space" সম্পর্কিত আরো ভিডিও চাই
Onek informative....valo laglo❤❤❤❤
অসাধারণ কন্ঠ ও পরিবেশনা
আমি কিছু বুঝতে না পারলেও।। শুনতে আর দেখতে ভালো লাগছে।। 🤭 আর কেউ আছেন জানাবেন
Thank you bro. One of my favourite channel on UA-cam
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আফসোস লাগে আপনার মত কন্ঠ যদি আমার হতো আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারি শিখতে পারি আপনার কাছ থেকে
Best voice.from in India.