ইসরায়েল কিভাবে এত ধনী হলো | আদ্যোপান্ত | How Did Israel Become So Rich
Вставка
- Опубліковано 10 лют 2025
- বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল কিভাবে এত ধনী হলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
ইসরায়েলকে নির্দ্বিধায় বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। দেশটির প্রসঙ্গ উঠলেই যুদ্ধ-বিগ্রহ, ধর্মীয় কিংবা রাজনৈতিক সংঘাতের কথা অবধারিতভাবেই ভেসে ওঠে মানসপটে। আপত্তি-বিরোধিতা-সংঘাত-গোলযোগের মধ্য দিয়ে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা পায় ইসরায়েল নামক রাষ্ট্রটি।
ইহুদিদের জন্য প্রতিষ্ঠিত এই রাষ্ট্রটি আঞ্চলিক দন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরাবস্থাসহ অসংখ্য চ্যালেঞ্জের মুখে পড়েও আজ অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। পরিণত হয়েছে সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতার পাওয়ার হাউসে। এ প্রসঙ্গে ব্রিটিশ টেলিকমের প্রাক্তন এক ভাইস প্রেসিডেন্ট গ্যারি শেইনবার্গ ২০০৮ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, উদ্ভাবনী ক্ষমতা যেন ইহুদিদের ডিএনএ-তেই রয়েছে। ১৮ বছর বয়স হতে না হতেই ইসরায়েলি তরুণরা সেনাবাহিনীতে যোগ দেয়। যারা সেনাদলে যোগ দেয় না তারা ভর্তি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে। ২০ বছর বয়সেই এসব তরুণরা স্নাতক ডিগ্রি অর্জন করে ফেলে। এদের অধিকাংশেরই ততদিনে বিয়ে হয়ে যায়। ফলস্বরুপ ইসরায়েলিরা তরুণ বয়সেই অনেক জীবনমুখী অভিজ্ঞতা অর্জন করে এবং মানসিকভাবে অধিকতর পরিপক্ক হয়ে ওঠে বলে উল্লেখ করেছেন শেইনবার্গ।
ইসরায়েলিরা তাদের উদ্ভাবনী ক্ষমতার পুরোটাই নিত্যনতুন আইডিয়া খুঁজতে কাজে লাগায়। দেশটির রাজনৈতিক সংস্কৃতি ও অর্থনৈতিক নানা বিষয়ের সংমিশ্রণ সেখানে নানামুখী উদ্ভাবনের একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করেছে। এর ফলে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশ্বের অন্যান্য দেশ থেকে বিষ্ময়করভাবে এগিয়ে গেছে। উদ্ভাবনী ক্ষমতা, প্রযুক্তির উন্নয়ন, সমৃদ্ধ শিল্প-বাণিজ্য আর আধুনিক গবেষণার মাধ্যমে স্বল্প সময়েই বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি। যেভাবে দেশটি এগিয়েছে তা বিষ্ময়করই বটে।
কিন্তু কিভাবে ইসরায়েল আজকের অবস্থায় এসে পৌছালো। দেশটি এত ধনী হওয়ার পেছনের কারণই বা কি??
▶ Follow Me on Facebook:
/ damahbub
▶ Follow Me on Instagram:
/ da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমার মনে হয় কয়েকটা বিষয় পরিস্কার করা প্রয়োজন। এই ভিডিওতে অসংখ্য কমেন্ট এসেছে এবং সবগুলোই আমি মনযোগ সহকারে পড়েছি। প্রথমেই বলছি এই ভিডিওটি ইসরায়েল এর পক্ষে দালালি বা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। মোটা দাগে ভিডিওর মূল কথা হচ্ছে দেশটির অর্থনৈতিক উত্থানের পেছনের কিছু কারণ ব্যাখ্যা করা। অনেকেই বলছেন ইসরায়েল অবৈধ রাষ্ট্র। কিন্তু একটু ঘাঁটাঘাটি করলেই জানতে পারবেন বিশ্বের অধিকাংশ দেশই ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই আমি আপনি মেনে নিতে না চাইলেও আসলে কিছু যায় আসে না। আরেকটা বিষয়, আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। দুঃখজনক হলেও বর্তমানে এটি ইসরায়েল অধিকৃত এলাকায় রয়েছে। আসলে যে কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা তা হচ্ছে, বর্তমান সময়ে এসে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা একটি দেশকে যে একেবারে শূণ্য থেকে শিখরে পৌঁছে দিতে পারে, ইসরায়েল তার একটা বড় উদাহরণ। তারা ইহুদি না কোন ধর্মের এটা বড় কথা নয়, মোদ্দা কথা হচ্ছে তাদের দেখে শিক্ষা নেয়ার, অনুপ্রাণিত হওয়ার অনেক কিছুই আছে। ভিডিওতে কোনো ভুল থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
সবাই ভালো থাকুন। সবাইকে অগ্রীম ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
সত্যি বলতে আজ বুঝতে পারলাম আপনি ও আপনার team কতোটা দায়বদ্ধতা পালন করছেন মানবজাতির কল্যাণে হতে পারেন u tuber আর পাঁচটা যেমন হয় কিন্তু বলিষ্ঠ মতবাদ পড়ে মুগ্ধ হলাম ।ধন্যবাদ ও নববর্ষ এর শুভকামনা রইলো।
🙏💯
একটা কথা আছে না! চোরে চোরে মাসতুতো ভাই!!!
আপনি যেসকল দেশের স্বীকৃতির কথা বলছেন,তারাও ইজরায়েলের মতো মানবতা বিরধী!!! আপনি বিশ্বাস করুন বা নাই করুন এটাই বাস্তবতা। আজ ফিলিস্তিনে দিনে রাতে মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, কৈ সে ব্যাপারে তো কোনো কথা বললেন না।
আশা করি ইজরায়েল রাষ্ট্রের সঠিক ইতিহাস পড়বেন।
সিক্রেট অফ জায়নিষ্ট বইটি একবার হলেও পড়ে দেখবেন। বইটি আমেরিকান ফোর্ড গাড়ি কোম্পানীর মালিকের লেখা।
মানে বুঝতে পারছেন তো মুসলমানদের কমনসেন্সের অবস্থা, এরা কোরান ও ঠিকঠাক পড়ে না অন্য বইতো দুরের কথা।
দুংখের বিষয় হল,ইহুদি ধর্মে অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ,না হলে তুই আগে ইহুদি হতিস। ইসরাইলের সব পিছনে আছে বৃট্রুিশ,মার্কিনিদের ছল চাতুরির অবদান
যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।❤
আসল কথাই বাদ পড়ছে।
বর্তমান যে শিক্ষা প্রচলিত।এটা পুরোটাই স্যেকুলারিজম শিক্ষা।এই উচ্চ শিক্ষা মানুষকে পশ্চিমাদের দাস তৈরী করে।পৃথিবীর সকল মেধাবী তরুন/তরুণীরা টাকার মাধ্যমে তাদের পরিশ্রমের জ্ঞান তাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেয়।যেন এটা পাবলিশের অধিকার কেবল তাদের কাছে থাকে।ধরুন আপনি একজন প্রচুর মেধাবী উদ্যোক্তা।আপনার জ্ঞানের মূল্য তারা কোটি কোটি টাকা দিবে।শর্ত একটাই আপনি আপনার সকল জ্ঞান গবেষণা তাদের স্বার্থে ব্যবহার করবেন। পৃথিবীতে Money Flow নামে একটা শব্দ আছে।টাকাই টাকা আনে।ইহুদিদের মূল আয়ের উৎস হচ্ছে ব্যাংক।যখন থেকে পৃথিবীতে কাগজের মুদ্রা প্রচলন হয়েছে তখন থেকে ইহুদিদের উন্নত জীবনযাত্রা শুরু।ব্যাংক পরিচালনা করে ইহুদীরা। যার ফলে তারা যখন ইচ্ছে করে তখনই যে কোন দেশের অর্থনীতিকে লাভবান অথবা ক্ষতিগ্রস্ত করতে পারে।পৃথিবীতে তারা কাগজের মুদ্রা বিস্তার করে পৃথিবীর সকল জ্ঞান, প্রযুক্তি এবং সম্পদ (স্বর্ণ,গ্যাস,কয়লা ইত্যাদি) নিজেদের কাছে মজুদ করছে।তারা কাগজের মুদ্রাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সকল জ্ঞানী ব্যক্তি বর্গগণ তাদের অর্জিত জ্ঞান & সম্পদ তাদের কাছে বিক্রি করতে বাধ্য।
দেশের সকল মানুষ যদি লুটে খাওয়া বাদ দিয়ে উন্নতির চিন্তা করতো তাহলে দেশ আরো ১০০ গুন এগিয়ে যেত।
100%right
ইসলাম এত ভালো শিক্ষা দেয়, তবে উন্নতি নাই কেন!
It is the same in our country India. We fight against Muslims and others but we can't do anything against corruption....basically both of us are the passengers on a drowning boat.
আর যাই বলুন ভারত বাংলাদেশ পাকিস্তান লুটে খাওয়া আর দুর্নীতিতে নবেল পেয়ে যাবে তার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এক নম্বরে।
কাজ না করে ধরমো বেচা আর নিতার চাম চামি কোরলে তাদের ওভাব জাবে না কোন দিন
পড়াশোনার বিকল্প কিছুই নাই ❤
কেন ভাই পড়া লেখা না করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর গায়েবী সাহায্যের আশায় বসে থাকা টা কি ভাল না!?
@@kpnone94 আল্লাহর উপর ভরসা রাখবেন সেটা ১০০% ঠিক। কিন্ত পরিশ্রম করুন। সকল নবিরাও কাজ করেছেন। ইসলাম গড়ে বসে থাকতে বলেনি ভাইয়া। ইসলাম বলেছে নামাজের সময় নামাজ কাজের সময় কাজ। তাই আল্লাহর উপর ভরসা রেখে কঠুর পরিশ্রমী হোন ভাইয়া। আসসালামু আলাইকুম।
এরা লেখাপড়া করে হয় বিজ্ঞানী আমাদের হয় চোর
হ্যাঁ
সেই পড়ালেখা অবশ্যই মাদ্রাসায় হতে হবে।
এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে❤, প্রত্যেকটি কমেন্ট আমি দেখেছি ও পড়েছি❤। যারা শিক্ষিত তারা এখানে যথেষ্টই ভালো এবং সঠিক কথাটা লিখেছেন❤। আর মূর্খেরা কি লিখতে পারে সেটা সবারই জানা❤?
মনের কথাটাই আপনি প্রকাশ করলেন❤
একটা দেশে সকল মানুষের ঐক্য আর আন্তরিক ইচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
আপনার গবেষণা এবং উচ্চারণ খুব উচ্চ মানসম্পন্ন।
আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যাবস্থাই এক মাত্র একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
Are Quran viktik sikha bebostha korlei desh eghiye jabe,
মনে রাখবেন কোরানের বানী কিছু করতে করেনা। ভন্ডামির কোরান, হাদিস, ইসলামী গোঁড়ামি ত্যাগ করতে হবে। আলেম উলামারা ওয়াজ নমাজ ত্যাগ করে বিঞ্জান অনুসারী হতে হবে।
১০০% রাইট
১৪৫০ বছর আগের কুরআন ভিত্তিক শিক্ষা ব্যাবস্থাই এক মাত্র সমগ্র জাতিকে দুনিয়া ও আখিরাতে সফল করতে পারে।
কে আপনি শুধু কোরান পড়েন কোরানে সব আছে
রাজনীতির কারণে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও উন্নতির আজ এমন করুণ দশা 😢
ঠিক বলেছেন ভাই। এই রাজনৈতিক লোকদের আগা টু পাছা পর্যন্ত খালি মাইরের দরকার
ছাত্রজীবনে থাকতে নেতার পিছনে পিছনে ঘুরে তারপর বিদেশ গিয়ে বিদেশিদের গোলামী করে
আর আমরা নিয়ে আছি ধর্মান্ধতা আর ভন্ডামি, কিভাবে কার ক্ষতি করবো, হিংসা এসব নিয়ে।
রাইট
@@ovi-u3findiar hindu ra muslim der choto korte r science er jug gomutro k magical kichu dekhanor jonne..
শিক্ষাই একমাত্র পথ যেটা ইসরায়েল কে এত এগিয়ে নিয়ে যাচ্ছে
Amra to madrasa te parbo
মধ্য যুগে গেলে সব আবিষ্কার হয়ে যাবে।। যত শিরাক ততো আবিষ্কার
বেশি বেশি মাদ্রাসাই পড়লেই ইসরায়েল ও ইহুদীদের কে টপকাতে পারব
@@ripan1990তোদের তো আবার গোবর খাইতে বলে 😂
@@ripan1990 মাদ্রাসা আপনার কি দোষ করলো?
এতদিন শুধু ইসরাইলের নেতিবাচক ও ঘৃনাসুচক খবরই শুনেছি। আপনার তথ্যবহুল প্রতিবেদন থেকে ইসরাইল সম্পর্কে অনেক কিছু অবগত হলাম।
durjon biddan holeo poritejjo.......westerners helping them in every aspects from behind..
@@shakilahmed6915 : Mostly world-class scientists, engineers, entrepreneurs and bankers are Jewish origin who've been living in the west that's why we help them.
@@MichiHofer that's the fact....capturing the palestainian land and making an illegal state is all about western politics..
@@shakilahmed6915 : it's called geopolitics or might is right.Make your country stronger like Japan or Germany.
@@shakilahmed6915 There are only 14 million Jews in the world; seven million in the Americas, five million in Asia, two million in Europe and 100,000 in Africa. For every single Jew in the world there are 100 Muslims. Yet, Jews are more than a hundred times more powerful than all the Muslims put together. Ever wondered why?
চমৎকার ভিডিও। অনেক তথ্যবহুল। উন্নত জাতি হতে হলে সৎ হতে হয়।
বাংলাদেশের আমরা তো সবাই চুরির ধান্দায় থাকি।
আমরা মুসলিমরা খালি খাওয়া, ঘুম আর ঝগড়াঝাটি। লেখাপড়ার বালাই কম
চিৎকার চেচামেচি হিংসা আর ঝামেলা সৃষ্টি করতেও এগিয়ে আছি আমরা,
Thik kotha bolcen
বলেন ব্যাঙ্গালিরা
লেখাপড়্ তো নেই।
যা আছে ভোগাস।
প্রোডাক্টিব লেখাপড়া নাই।
টাকা হলে বিয়ে বেশি করে শরীয়া মোতাবে
ইসরাইলের এত অগ্রগতি এবং উন্নয়নের অন্যতম প্রধান কারণ ধর্মকে উপজীব্য না করে বা ধর্মের দোহায় না দিয়ে বরং বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন,শিক্ষা, প্রতিরক্ষা, সৃজনশীল চিন্তাধারার দিকে বেশি নজর দেওয়া। এরকম অন্যান্য উন্নত দেশগলোই আমাদের কাছে প্রত্যক্ষ উদাহরণ।
100% right
Absolutely right. At first should be high educated and then we can develop our country and lifestyle
সবজায়গায় পণ্ডিতি চলে না। তাদের রাষ্ট্রটা প্রতিষ্ঠিতই ধর্মকে কেন্দ্র করে। ধর্মকে গুরুত্ব দিয়েছে বলেই তারা আজ একটি রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছে এবং একত্রিত হতে পেরেছে। এরই ধারাবাহিকতায় সকল ক্ষেত্রেই তারা সফলতা অর্জন করে চলছে। আর তোমার মত নামে মুসলিম কামে মোনাফেকিদের কারণে মুসলিমরা আজ নানান দলে বিভক্ত। আর তাই মুসলিমদের আজ এমন করুণ অবস্থা।
বাঙালিরা মনে করে তারা সব কুরান থেকে নিসে। অথচ বাংলাদেশে মোড়ে মোড়ে মাদ্রাসায় হাজার ছাত্র সারাদিন শতবার কুরান পড়ছে জীবনভর। অথচ তারা এই ১০০ বছরেও একটা গার্মেন্টস এর বোতামও আবিষ্কার করতে পারলো না।
agreed with you
মুসা নবীর ইতিহাসের কাহিনী সাড়ে তিন হাজার বছর আগের ঘটনা❤! এরপর হাজার হাজার নবী ইজরায়েল বংশে এসেছেন❤! দাউদ রাজা হচ্ছে তার মধ্যে অন্যতম ❤! তিনি 40 বছর ইজরাইল দেশে রাজত্ব করেন❤।
😂😂😂
Bani israil mane ei israel na
আমি মনে করি ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি দুর্নীতি বন্ধ করতো আর মন মানুসিকতা বদলাতো তাহলে এদের মত উন্নত দেশ কমই হতো
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। এককথায় অসাধারণ। ইসরায়েলীরা খুবই বুদ্ধিমান। তাদের পুরো সিস্টেম ও ইনফরমেশন নিয়ে এনালাইসিস ও ডিজাইন করা উচিত।
ইসরায়েলের সরকার তার জনগনের মেধাকে মুল্যয়ন করে, আর আমার দেশের সরকার মেধাবী দের জামাত শিবির বলে ধরে গুম করে খুন করে, দেশ ছেড়ে পালাতে বাধ্য করে, নাহয় মেধাবী সন্তান আল্লাহ পাক প্রত্যক জাতিকে দিছে।ইসরায়েল কে এত ফোকাস করার দরকার দেখিনা।
ইসরাইলিরা খুবই ভীতু😂
ধোঁকাবাজি করার কারণে আজ নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পেয়েছে তারা🤧
কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই,, হামাসের মত ছোট দল ইসরাইলের বুদ্ধির খবর নিচ্ছে ,, তালেবান শাসন ব্যবস্থা ও ইনশাআল্লাহ দেখাবে মার্কিন নিষেধাজ্ঞায় থেকেও উন্নতি কিভাবে করতে হয়🙃
তারা গোপনে কুরআন পড়ে এইসব কিছু আবিষ্কার করছে।😅
আপনি যেসব কথা বলছেন তা ফিলিস্তিনের মানুষের আরও বেশি আছে। ইসরায়েলের গুণ না গেয়ে একটু করআন নিয়ে রিসার্চ করুন।
জাতি হিসেবে ফিলিস্তিন, সিরিয়ার মতো শ্রেষ্ঠ জাতি আর নেই। সুরা বাকারাহ'তে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন, তাদেরকে ধন-সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে; কিন্তু তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আবার সেই কাজের দরুণ তাদেরকে ধ্বংস করা হবে। কিন্তু পুণরায় তারা প্রতিশ্রুতি দিবে যে, পাপ করবেনা। ফলস্রোতিতে তারা আবার ধনী হবে এবং ভয়ংকরভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ।
প্রথমবার ইহুদিরা হিটলারের মাধ্যমে পৃথিবীতে অপদস্ত হয়েছে। কিন্তু তারা সেখান থেকে শিক্ষা লাভ করতে পারেনি। পুণরায় আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদায় স্থান দিয়ে পরীক্ষা করছেন, কিন্তু তারা পুণরায় ব্যর্থ।
আশা করি, বুঝতে পেরেছেন। ইহুদির গান না গেয়ে সমালোচনা করুন। ওদের চেয়েও বিদ্ধান ব্যক্তি আরবে ছিলো। তাছাড়া ওদের বংশ পরিচয় নেই, যাযাবর জাতি। ওদের এভাবে ওভাররেটেড করা জ্ঞানের স্বল্পতা ব্যতীত কিছু না।
বিশ্বজুড়ে প্রযুক্তিতে এগিয়ে আছে ইজরাইল
ই*জ্রাইল এগিয়ে না,বলে ই*-হুদিরা এগিয়ে।তার ফলস্রুতিতে সারা বিশ্বের হুদিদের সাহায্যে দেশটি এগিয়ে।বিশেষ করে আমেরিকার ইইহুদিদের সাহায্যে
Palastin jomin dokhol kore doni hoise..Allahr ovisop...sorbo prokar nalot nopat .jak...jalim israil ...Amin Amin
@@MdShahalam-ir4ex
এ মূ র্খ, আগে কথা সাজিয়ে গুছিয়ে লেখা শেখ, তারপর আ বলামি করতে আসিস।
Tai tai...Allah pakar gojob a...O....Agiye sche israil...BISSO hoite nidon biday a..Agiye ache israil abog...dogsoy agiye ache israil...donia hoite khotom a..Agiye Asche israil...abog...gash pala etth kona pakhor..pahar lotay doriye dabe adik diye Agiye roye ache israil..sorbo prokare ginno jati ehodi istail...asob dik diye sobar age noroke gabe israil..chirontto..Tor.. jahannami israil k dongso koro nipat kore day amin amin..asob diķ diye O...sgiye israil...
Agiye thakte pare but ora jotodin pritibite thakbe onner opor depend howei thakbe.oder allah obisap diyece to joto rich hok na kno
Whatever Golam golam e Thakbe
R ora sobar dikkhar grina e pabe nikristo jati hisebe always
প্রতিবেদনটি এককথায় অসাধারণ হয়েছে❤
সঠিক কথা বলেছেন
আলহামদুলিল্লাহ, দুনিয়ার সকল জ্ঞান- বুদ্ধি, উন্নতি আল্লাপাক ইহুদিদের দিয়ে রেখেছেন। আর মুসলমানদের দিয়েছেন অজ্ঞানতা, অশান্তি যুদ্ধ আর দুর্ভিক্ষ। যাতে আমরা আরও বেশি ধর্মপাগোল হইতে পারি।
ভাইরে একটা বিষয় কিন্তু এগিয়ে সেটা হলো পরের বাড়ি খাওয়া আর ভিক্ষা করায়
Voda
Goa
👍👍
নেতা, মন্ত্রী, দাড়ি ওলারা চায় দেশের মানুষ যত গরিব, অশিক্ষিত থাকে তত তারা রাজত্ব করতে পারবে।
😂😂😂
ধর্ম থাকবে মনে কর্ম থাকবে জ্ঞানের। এটাই একজন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য
আধুনিক ইসরাইল প্রমান করেছে জনসংখ্যা নই গবেষণা একটা জাতি ও ধর্ম কে এগিয়ে নিয়ে যেতে পারে
বাহ্ সুন্দর মন্তব্য ধন্যবাদ
American support na pele r Middle East er muslim ra ek holei Israel ses hoye jabe
India er population dek
@@anonymous-lu2km ইন্ডিয়া কি আধুনিক নাকি? 😂😂
@@mdrafiulislamrafi9164 Rasta ghate toilet kora, gurur prosrav paan kora adhunikotar moddey pore! 😂
বাংলাদেশ আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে ১০০ বছর পিছিয়ে আছে । এদেশের শিক্ষা ব্যবস্থা এখন ও মান্ধাতার আমলের। উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে 102 তম কারণ আমরা চেতনায় বিশ্বাসী জয় বাংলা
জি আপনি সঠিক ও যথার্থই বলেছেন। সোনার ছেলেরা চেতনার ঠিকাদারি করে।
পিছিয়ে থাকবে না তারা কি লেখাপড়া করতে জায় তারা তোজায় রাজনৈতিক করতে
৫০০ বছরও কম হবে 🙄
সবতো কোরানে থাকে। আর কি পড়বে😊
@@regalfurniture5354 জানিনা আপনি কুরান কখনো পড়েছেন কিনা? কুরানের মত সুন্দর গ্রন্থ পৃথিবীতে নেই। আপনি যে কোন বিষয়ে কুরানের উদাহরণ পাবেন। জ্ঞান, বিজ্ঞান। সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সব বিষয়ের গুরুত্বপূর্ণ উদাহরণ কুরানে আছে। একটুও বাড়িয়ে বলছিনা।
ধন্যবাদ এমন তথ্যবহুল ভিডিওর জন্য।এজন্যই ইসলামের প্রথম কথা পড়।উন্নতির প্রথম ধাপ হচ্ছে জ্ঞান অর্জন।
পড় মনে শুধূ পুরুষ রা পড়।মেয়েরা নই।তারই উদাহরণ আফগানিস্থান।
মাদ্রাসার জ্ঞান 😂😂😂
@@polash974তাচ্ছিল্য করলেন?কেন ভাই মাদ্রাসায় কি খারাপ জ্ঞান অর্জন করে কেউ?
@@shahinurnayan5231 আপনি বলছেন ইসলামে উন্নতির প্রথম ধাপ হচ্ছে জ্ঞান...!! বাট
মাদ্রাসায় কিসের জ্ঞান শেখানো হয় সেটা সবাই জানে...!! ধর্মান্ধ বানানোর কারখানা....
@@polash974 আপনি বুঝি মাদ্রাসায় পড়েছেন?জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে।এখন যে যেভাবে নেয়। একটা দুইটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দিয়ে তো আর সব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বিচার করা উচিত নয়।সাধারন স্কুল কলেজের সবগুলোর শিক্ষা ব্যবস্থা যেমন ভাল না মাদ্রাসাও তাই।আর ধর্মান্ধতার কথা বললেন না অন্য ধর্মাবলম্বীরা আরো বেশী ধর্মান্ধ সেখানে কেউ দোষের দেখে না ইসলাম ধর্ম নিয়ে এত জ্বলে কেন?
আমরা আছি চার বিবি নিয়ে।
কাজী নজরুল ইসলাম আরো একশ বছর আগে এসব বলে গেছেন। এখনো একই অবস্থা।
চার বিবি is a brilliant idea. We love it.
😂@@garygeorge-wi7co
@@garygeorge-wi7co😂😂😂
@@afrozairin8438 This concept of চার বিবি should be a mandate of UN and must be included in all countries' constitution of the world.
শিক্ষা এ একমাত্র জিনিস যা আজকে ইজরায়েল এত উপরে উঠিয়েছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
💩
Pagol sagol
কুকুর ডেকে গেলো
এদের দেখে আমাদেরও উদ্দোক্তা হওয়া খুবই প্রয়োজন আমাদের অলসতাই আমাদের বড় অসুবিধার কারণ!
সময় হয়েছে নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করে যাওয়ার।
এটার পেছনে ইসলামের অবদানই বেশি। নবীজি এবং আল্লাহ গরীবদের বেশি ভালবাসেন, তাদের জান্নাতে যাবার সম্ভাবনা বড়লোকের চেয়ে বেশি। আরেকটা ব্যাপার হলো দুনিয়া মুমিনের জন্য নয়, তারা এখানে পরীক্ষা দিতে এসেছে, এসব আবিষ্কার করে বিলাসী জীবন যাপনের জন্য নয়। প্রকৃত মুমিন ইবাদতের দিকেই সবচেয়ে বেশি মনোযোগি হবে, এসব উদ্ভাবন এবং গবেষনায় না। যারা এসবের সাথে যুক্ত, এরা সারাজীবন এটাকেই ইবাদত হিসেবে নিয়ে নেয়, দিনে রাতে এই নিয়েই চিন্তা ভাবনা করে। তাই এটা মুসলিমদের জন্য ঝামেলার। আরো অনেক আছে, বলে শেষ করা যাবে না।
আমরা পরিশ্রম করবো আর রাজনৈতিক নেতারা তা লুটকরে নিয়ে যাবে।
এটাই সোনার বাংলাদেশ
ইসরাইলকে অভিনন্দন সাধুবাদ জানাই এই দেশটিকে আমি এতকিছু পড়ো টিকে আছে ধন্যবাদ ইসরাইল ❤❤❤❤
অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ। ❤️🇧🇩
মাত্র ৯০ লাখের দেশ ১৫০ কোটি মুসলিমদেরসহ মুসলিমদেশগুলারে পায়ের তলায় রেখে চরকার মতো নাচায়। একেই বলে ক্ষমতা, শক্তি
Juge juge bohu nishthur nirdoy lok khomotay odhishthito hoyeche.. abar tar poton o hoyeche.. r jar shoktir kotha boltesen tar nijossho kono shokti ase kina ta dekhte chaile america r western country gula delete kore ektu vaben .. dekhen to ebar ei shoktidhor public gulare r khuje pan kina????
Simply because most of the Muslim nations in the region are American bootlickers.
😮
পায়ের তলায় কে কাকে রাখে এবার দেখবে চাদু।
তোমাদের পতন অবশ্যম্ভাবী। মুসলিমরা দেখিয়ে দেবে তাদের ক্ষমতা। আর সেই ক্ষমতা আসবে সরাসরি আল্লাহর থেকে।
বিশ্বের কোনো চাঁদুী আর থেক পাবে না।
Quran e tadr Srestotter kotha ache.
Ora ajk unnoto na.Hazar bochor dhore tadr obodan ache.
Jdio tara Srosta k ohonkar boshoto oshikar kore.
আমরা মুসলিমরা মাদ্রাসা আর কোরআন রিচার্জ নিয়েই ব্যস্ত আছি
Muslim ra khali kursi niya besto
ধর্মকে ভোলা যাবে না। কোরআন রিচার্জ করলে অনেক নতুন কিছু উদ্ভাবন করা যায়।কিন্তু আমরা হচ্ছি অলস জাতি এটাই মূল সমস্যা।
😂😂😂😂😂@@RammiTabassum
@@RammiTabassumpagol naki
😂😂😂😂😂@@RammiTabassum
৭০ লাখ ইহুদিদের থেকে ১৪০ কোটি হিন্দুদের শিক্ষ নেওয়া উচিত।।
চাইলেও সম্ভব নয় ইহুদিদের যে পরিমান সহযোগিতা করে পশ্চিমা বিশ্বরা, গবেষণা বলেন আর্থিক বলেন পড়ালেখা সব জায়গায় তাদেরকে সাপোর্ট দেয়া হয়
যা তাদেরকে পরিবার বা নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হয় না।
আর
আপনাকে আমাকে প্রতি সেকেন্ড এ চিন্তা করতে হয়
@@solution435Ora nijerai nijeder sahajjo kore...amra ek opr k lang mere niche namai...amrao jdi sonkolpo ni eke opor k sahajjo korbo thle amrao agiye jete pari....jemon ta Matoyari, Gujarati community er modhey dekha jay
Thek bolcen India r 100 kote Hindu mod gaja r casino nea busy r bow k marte pare nejer dhormo kore na ...Oder theke sekha nete parto ....
@@subhamdas5726 Hindu te hinghsa
😂😂😂
ইজরায়েল কৃষি, শিক্ষা,প্রযুক্তি, সামর শিল্পে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অয'ন করেছে।
অনেক অনেক সেলোট জানাই ইজরায়েল কে
সুন্দর, নিরপেক্ষ একটি ভিডিও।
Thanks and regards 🙏
ইসরাইলের কাজ থেকে সারা বিশ্বের অনেক কিছু শেখার আছে।
A country of nine million people, Israel produces more scientific articles in a month than what India produces in a year
আমাদের দেশের মাদ্রাসার সংখ্যা আরো বাড়ানো হোক আমরা ইসরাইলের থেকেও এগিয়ে যাবো
Iran op
আমরা কেবল ইসরাইল এর সমালোচনা করি । তাদের দেখে আমাদের অনেক কিছু শিখলাম আছে।
সব চেয়ে বুদ্ধিমান জাতি ্।
তাদের সমৃদ্ধি তো হবেই।
নাস্তিক তো আরো বেশি বুদ্ধিমান like China , Japan , Korea
বাংলার মানুষেরা ও বুদ্ধিমান। শুধু কাজে লাগায় না।
@@YeasinArafat-zz4ib সব চেয়ে বুদ্ধিমান জাতী বাঙালী জাতী , বিশ্বের পঞ্চম প্রাচীন জাতী ও বাঙালী , পঞ্চম প্রাচীন ভাষা ও বাংলা , পঞ্চম সবচেয়ে বেশি ব্যবহার ক্রীত ভাষা ও বাংলা , শিক্ষা ব্যবস্থা তৈরি ও করছে বাঙালী: যেমন প্রাথমিক , উচ্চমাধ্যমিকে , কলেজ ও ইত্যাদি। তবে আরকি জাতীগত ভাবে অসভ্য🤓 এবং আধামরা🤤
Nomoder thekeo ? 🤣
@@fancy_bear2763 বেজম্মদের থেকে তো বটে!
বুঝলি না তোদের কি ভাবে নাকে দড়ি দিয়ে ঘোল খাওয়াচ্ছে
দূরনীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেক জতির জন্য সৌভাগ্য
আল্লাহ হেফাজত করুন প্রকৃত মুসলমানদের (আমীন)
Allah sobai ke hefajot korbe . Parthoko manush e kore . Allah er katche sobai soman , allah sobai ke bhalobase.
@@souvikvatt2461 আল্লাহ আরবি শব্দ যার বাংলা অর্থ হল সৃষ্টিকর্তা ইশ্বর ভগবান সাংস্কৃতিক শব্দ যার বাংলা অর্থ হল সৃষ্টিকর্তা ইশ্বর অতএব যারা সত্যিকারভাবে সকল কুফরি এবং শিরিক মূর্তি পূজা ত্যাগ করে সৃষ্টিকর্তা ইশ্বরের ইবাদাত করে এবং মানবতার কল্যানের জন্য কাজ করে তারাই প্রকৃত মানুষ আর বাকি সকল জন্তু জানোয়ার।
@@souvikvatt2461 তবে ইজরায়লদের বেশি ভালবাসেন। তাদের জন্যই একমাত্র খাবার পাঠিয়েছেন।
@@souvikvatt2461 100% everyone Allahs creators,
P
আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে কারন রাজনীতি সব জায়গায় তাই আমরা আগাতে পারছিনা।
Thik. Bolechen
বা আপনাদের প্রতিবেদন গুলো খুব ভালো।
এই একটি দেশের ৫৩জন nobel laureate
👍👍👍👍
ঈশ্বরের মনোনীত জাতি হলো ইসরাইল জাতি ❤❤❤❤
আপনার বাড়ি কোন দেশে
গোবর খাওয়া জাতি ইহুদি হলো নাকি
@@md.billalhossain5755kanore kanglooooo😅😅😅😅😅😅😅😅😅😅😅, aj khaite pasni naki kaaakaaa
Lillahi-Takbir
Thik bolechen.
Quran e tadr srestotter kotha Allah(swt) boleche.
আমাদের দেশের হুজুররা জান্নাতে হুর পাওয়ার স্বপ্ন দেখায়।।
😂
জুম্মায় জুম্মায় মাত্র ১০০ বছর।
তার আগের ইতিহাস একটু জানবেন
আমাদের দেশের হুজুররা যেগুলোর স্বপ্ন দেখায় বা যে পথের স্বপ্ন দেখায় ওই পথে চললে তোমরাও ওমর রাদিয়াল্লাহু আনহুর মত অর্ধ দুনিয়া শাসন করতে। তোমরা তো কে কি আবিষ্কার করল এগুলা ভাবতে ভাবতেই শেষ। TikTok করতে করতেই তোমাদের সময় চলে যায়. দুর্নীতি সহ অন্য সকল কিছুর কথা তো বাদই দিলাম।
হুজুররা তোমার দেশ চালায় না আম্মাযান দেশ চালায় হুযুরের দোষ কি
😂😅😅😅
ইসরায়েল দেশ সম্পর্কে খুব আগ্রহ। একবার যেতে পারলে খুব ভালো হতো।
বাংলাদেশের ই-পাসপোর্ট দিয়ে ইসরাইলের ভিসা হয় এবং যাওয়া যায়
Have you seen fairly recent demonstations in Isreal by Jews comlaining that they cannot afford to buy food because of the high cost of living on television ? I suggest you buy a good television to keep abreast of the world. There is a big sale going on in Walmart.
🤣
ইসরায়ল সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা ❤❤
মাশা-আল্লাহ তোমার আয়োজন দেখি
সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো
ফিলিস্তিন 💔🇵🇸😓
Sotti bolte Palestine 🇵🇸 er west Bank Israel er songe santi chai. Tara santi te batch te chai , unnoti korte chai . Sommosa ta Gaza strip ar hamad er songe hoy .
Google map a search dia dekben Palestine bole kicui nei
@@souvikvatt2461 সত্যি বলতে, ইসরায়েল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই, যার আয়তন হবে বর্তমানের ২৮ গুন।
এজন্য তারা যুদ্ধ করে ভূমি দখল করবে, আর ২৮ গুন করে , মোটামুটি ইহুদিদের নিরাপদ রাখবে।
২৮ গুন করতে চাইলে অন্যদেশ কি জায়গা ছেড়ে দিবে নাকি, এজন্য যুদ্ধ হয়।
আর সবচেয়ে বড়ো বেপার ধর্মীয় কারণ আছে, এগুলো হিন্দুরা বুজবে না।
ফিলিস্তিন ত একটা জাতির নাম যারা গ্রীস থেকে সমুদ্র পেরিয়ে মিসরীয় দের sathe যুদ্ধ করতে গিয়েছিল। আর এখন প্যালেস্টাইন বলে যে জায়গা আছে সেখানে তো কেবল আরব মুসলমান রা থাকে, তাদের সাথে প্রাচীন ফিলিস্তিনি দের কোনো সম্পর্ক নেই।
@@helsinki125 sohomot
পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান জাতি ইহুদিরা এটা আমাদের মানতেই হবে
না মানার কি আছে,হাদিসেই তো আছে তারা অনেক সম্পদশালী হবে
এত বুদ্ধিমান! বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তারা কেন দুই দিনে হামাসকে হারাতে পারছে না।
@@sabbir5571😂😂😂
No
@হামাস তো শেষ😅 জামাসের অবস্থা তো কেরোসিন তেল Shaikh-Razee
ভাইয়া আমেরিকান নিষেধাজ্ঞা কি?এটার এত শক্তি কেন,?কেনো এটা প্রয়োগ করলে একটি দেশের অর্থনীতি প্রায় ভঙ্গুর হয়ে যায়,এই নিয়ে জানতে চাই,একটি ভিডিও চাই ভালোভাবে বুঝার জন্য,আশাকরি রিকোয়েস্ট টা রাখবেন❤🎉
সহমত👍
সংক্ষেপে বলতে গেলে, আমেরিকান ডলার এর জন্য দ্বয়ী। যেহেতু আমেরিকান ডলার পৃথিবীর অর্থনীতির প্রধান মাধ্যম বা চালিকাশক্তি, তাই আমেরিকা তার ডলারকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। ইউরোপীয়ান জোট এই ক্ষেত্রে মিত্র আমেরিকাকে সহযোগিতা ও সমর্থন দিয়ে থাকে। তাই আমেরিকার অর্থনৈতিক অবরোধ এতটা শক্তিশালী। ধন্যবাদ,,,
আমেরিকার নিষেধাজ্ঞা মানে হচ্ছে তথা কিত যে দেশকে আমেরিকা নিষেধাজ্ঞা দেবে সেই দেশের সকল ডলার অচল ঘোষনা করা হয়।আর ডলার হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা, আপনি ডলার ছারা বাহিরের দেশ গুলো থেকে কিছু কিনতেউ পারবেন না আর বিক্রিও করতে পারবেন না তা হলে আপনি চলবেন কিবাবে!!!এর জন্যই আমেরিকার নিষেধাজ্ঞার শক্তি এত।
Khali akta shobdo ডলার
সহমত
লেখা পড়া, শিক্ষা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। মানুষের সুখ সমৃদ্ধি বাড়ে। ধর্মীয় শিক্ষা নিয়ে পড়ে থাকলে কোনো ভাবেই এগিয়ে যাওয়া যায় না।
বোকার মতো কথা বললেন,
সবাই যদি ধর্মীয় শিক্ষা নিয়ে থাকতো তাহলে স্কুল কেলেজ ইউনিভার্সিটি থাকতো নাহ। সব ধর্মেই একটা জাতী কেউ ধর্মীয় শিক্ষায় নিয়জিত থাকে আবার কেউ ধর্মীয় শিক্ষিত লোকদের কাছ থেকে তার ধর্মীয় জ্ঞান লাভ করে বাস্তব জীবনের তথা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং দেশের জাতিকে উচ্চ স্তরে নিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে দেখেন, এরা সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। ছাত্রদের জ্ঞান ভান্ডার সব চান্দে পাঠায় দিয়েছে। এই রাজনীতির জাতিরা বলতে থাকে ছাত্ররা রাজনীতি করছে বলেই, বাংলা ভাষা ও দেশ স্বাধীনের মর্যাদা অনেকাংশে লাভ করতে পেরেছি এই পোপাগান্ডা ছড়াচ্ছে এই আধুনিক যুগে এসেও। দেশ ও জাতীর জন্য সময় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যেই কলেজ ভার্সিটি থেকে বিজ্ঞানি বের হওয়ার কথা সেই কলেজ ভার্সিটি থেকে বের হচ্ছে, মহান ছাত্রনেতা্ কুখ্যাত সন্ত্রাশি ছাত্রনেতা, রাজ পথের সন্ত্রাশি ছাত্রনেতা। আরো অনেক উপাধি আছে ভাই। আর আমরা সেই কুখ্যাত জাতি লেখাপড়া করে অনেকদূর যাবো কখনোই নাহ অসম্ভব।
এটাই সত্য!
মনে রাখবেন,মানুষের ধর্মীয় শিক্ষার অভাব থাকলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং জানোয়ারেও পরিণত হয়। এইজন্য মানুষের মতো মানুষ হতে হলে, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক।
আর আল্লাহ বলেনঃ তোমরা আল্লাহর উপর ভরসা করে যে কোন কাজ কর্ম চেষ্টা কর, নিশ্চয়ই সাফল্য দেয়ার মালিক আমি আল্লাহ। আর বিশ্বাসীদের হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন ।
বিশ্বে যতগুলো উন্নত দেশ উন্নত জাতী রয়েছে সবাই নিজেদের নিজস্ব ধর্মের উপর আস্থা ও ভরসা রেখেই সকল কিছু করছে কিন্তু আমরা ভাবছি কি ধর্ম আসলে জ্ঞানী দের চিন্তায় থাকে না উন্নত জাতীর মধ্যে থাকে না আর এই সকল চিন্তার কারনেই আমরা আজকে পিছিয়ে অথচ পুরো বিশ্বে সকল দেশের মানুষ ধর্মের প্রতি অটল বিশ্বাস রেখে নিজদের মান উন্নত করছে আর ধর্ম শিক্ষা দিয়ে হয় না এই সেই নাস্তিকতা আরও কতো কি এসব নিয়েই আমাদের দিন যাচ্ছে।
ধর্মীয় শিক্ষাই অটোমান সাম্রাজ্যকে ৬০০ বছর রাজত্ব করিয়েছে
যখন থেকে ধর্ম ছেরে জার্মানি্র হিটলারের হাত ধরেছে প্রথম বিশ্ব যোদ্ধে । তখনই রাজত্ব শেষ🙂, ভূল ত্রুটি ক্ষমা সুন্ধর ভাবে দেখবেন🤗
আর আমাদের বাংলাদেশ আছে পাতি নেতা আর নেতা!😂
Kotha ekdom sotto😂😂
@@princeomar9150🤣
Aapni ek jon sresta nirapekho bakta. I salute you Sir.
Thanks for making such informative episode. Photography, editing , presentation.... really appreciable. Keep such UNBIASED & FACTUAL presentation up. Love & best wishes....
Excellent. Have many things to learn. Thank you.
যে জাতি জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-দীক্ষার সর্বোচ্চ চর্চা না করবে-সে জাতি কৃতদাসে পরিণত হবে। সেটা আজ আগামী ভবিষ্যতে যেটাই বলেন।।। সর্বকালেই যারা জ্ঞান-বিজ্ঞান চর্চা করবে তারাই হবে বিশ্বের মোড়ল এটা আজীবন চির সত্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Awesome performance in creating the video.Please keep it up. Thank you so much.
Yes mam❤❤
আমরা মুসলিমরা নিজেরা নিজেদের বাস দেওয়ার কাজ করে । এক হওয়ার চেষ্টা করিনা কখনো।😢😢😢😢😢
কে বলেছে আপনারা এক হননা ভারতের টুকরো করবার সময়ে সবাই একসাথে জেহাদ করেননি?
@@prasantasen8660 সার্থ রক্ষ করার জন্য এক হয়েছে নাইতো ভারতের বেশি সমস্য হত। সকলইে সার্থের পিছনে ছুটে বেরাই, নাইতো আজ ফিলিস্তান এর মানুষ মার খাচ্ছে কেনো বলতে পারবেন।
@@prasantasen8660 Bangladesh er main problem holo politics,India te o same obostha,Jara khomotay ache Tara ajibon khomotay thakar jonnei Hindu Muslim issue create kore alwz, Bangladesh er obostha khubi suchonio,
Bina karone Bangladesher Hindu der Nirjaton korar time e to ek thakis.
God Job
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও।
Apnake onek onek dhonnobad ai chobiti dakhanor jonno
যে দেশে দুর্নীতি নেই এবং সঠিক চিনতা ভাবনা নিয়ে কাজ করেন সে দেশের উন্নতি অনিবার্য ।।
এ ছাড়াও ইউরোপের সাদা চামড়ার ইহুদিরা প্রাচীনকাল থেকেই অর্থনৈতিক ভাবে শক্তিশালী,,তাই লেখাপড়াও এগিয়ে।তারা কূটনৈতিক ক্ষেত্রে প্রসিদ্ধ।
Durniti ache sob deshe kom beshi.
🤣@@MESSI-pl8fq
🤣@@MESSI-pl8fq
ঈশ্বরের আশীর্বাদ মনোনীত দেশ ইসরাইল ❤❤❤
হুম
ইহুদি ধর্মে মূর্তিপূজা নিষিদ্ধ।যারা মূর্তিপূজা করে তাদের শয়তানের পূজারি হিসেবে ধরা হয়।
দখলদার রাষ্ট্র
😂😂😂😂😂
😂😂😂😂😂
বিশ্ব শান্তি কিভাবে আসবে সেটাই এখন বিজ্ঞানী দের গবেষণার বিষয় করা উচিৎ।
খুব ভাল লাগল । ওদের থেকে আমাদের অনেক শেখার আছে।
অসাধারন ❤
সহদূল
❤ 4:23
ওরা ভাবনা ভেবেই শেষ করেনি!
যথা সময়ে কাজেও লাগিয়েছে
Learned a lot about Israel. Really their overall progress is terrific!!
ইসয়ালের খুব বুদ্ধি আর পরিশ্রম করে পড়াশোনা করে শক্তিশালী মানুষ
যে যত বেশি উপরে উঠে সে তত জোরে পড়ে। আর আমরা মুসলিম রা কি করি আমাদের নবী র সুন্নত গুলো বেশি তারা ফলো করে। আর মুসলিম বিশ্ব আরাম করতে ব্যস্ত।
সমগ্ৰ বিশ্বে মাএ দূই কোটি ইহুদি।
কেবলমাত্র ইজরায়েলে দুই শতাধিক নোবেলজয়ী। ❤
আদ্যোপান্তকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর অজানা সব তথ্য তুলে ধরার জন্য,,,
ভয়ানক আমাজন নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য অনুরোধ রইলো ,,, ❤
অথচ হুজুরদের সবচেয়ে বড় বিজ্ঞানী হওয়া উচিৎ ছিল!
তারা নিজেদের আসলে বিজ্ঞানীই ভাবে। কথা বার্তার স্টাইল দেইখেন।
😂😂😂
😂😂
😂😂😂
😂😂😂😂😂
Honestly is the main cause for their prosperity.
আমরা মুসলিমরা সবসময় বোরকা, হিজাব, দাড়ি, টাখনুর নিচে প্যান্ট, এইগুলা নিয়ে তো ফতোয়াবাজি করার সময় পাইনা 😂😂😂আবার অন্য কিছু করব কখন 😅
Ours is a hidebound, traditionalist society mired not so much in physical backwardness as in mental backwardness. Only a sick society living in the past would indulge in the kind of extended Sharia debates which seem to be one of our regular pastimes. Ayaz Amir
আর মালুসোদারা? হনুমান ভীম কেষ্ণ রাম এগুলা নিয়া আছে😂😅
thik❤
তো, হালাল হারাম না মেনে ধনী হয়ে কোন লাভ আছে?
আমরা আসছিই মুলত পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য। এটা ভুলে গেলে চলবে না।
@@tamim_rafi_79 হালাল হারাম না মেনে ধনী হয়ে কোন লাভ আছে? Our backwardness being the backwardness of the mind, our mental spaces stacked with the lumber of useless and archaic ideas. Ayaz Amir
আমরা আসছিই মুলত পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য There is no such thing as পরকাল It is an illusion created by man.
Thanks for representing videos
Thanks apnar video er jonno
এই উন্নত প্রযুক্তির দেশটি যদি বাঁচতে চাই তবে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলিকে বয়কট করা প্রয়োজন
এই অবৈধ দেশের প্রতি এত দরদ থাকলে ভারতে তাদের কিছু জমি দিয়ে দিন...ফিলিস্তিনের জমি নিয়ে এত টানাটানি কেন???আমেরিকা ইউরোপে বহু জমি ফাঁকা পড়ে আছে...তবুও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য ফিলিস্তিনই লাগবে তাদের!!!
ইউরোপের ইহুদিরা প্রাচীনকাল থেকেই অর্থনৈতিকভাবে শক্তিশালী তাই শিক্ষায়ও এগিয়ে...তাই শান্তি চাইলে দুই দেশ নীতি মেনে নিতে হবে,,ফিলিস্তিনকে সেনাবাহিনী গঠন করতে দিতে হবে।
At first we should boycott idol worshippers like india
ইরানকে কি করবেন, আপনার মতামতের জন্য অপেক্ষায়
@@উপলব্ধি১১৪আমেরিকা দেখে নেবে
😡😡
মূল কথা দূর্নীতি নাই এ জন্য সব সম্ভব,,,,
তারা বাঙালিদের মতো বিদেশে অর্থ পাচার করে না,,আরবদের মতো বিলাসিতা করে না।
নরওয়ের🇧🇻🇧🇻 গ্লোবাল সীড বীজ ভল্ট নিয়ে একটা ভিডিও চাই
Thank you for your information 👍
ওরাই সত্যিকারের ইসলাম পালন করে, আমরা পরকাল নিয়ে ব্যস্ত
অনেকদিন পরে আপনার ভিডিও পেলাম
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের ❤
""ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট জাতি '" বাঈবেলে দেখেছিলাম।
কুরআনে বলা হয়েছে অভিশপ্ত জাতি।
@@robinpothik4843ejonnoii apnader i unnoti hoy na 😂😂
আমরা মুসলিম যুব সমাজ মাদক নেশায় আসক্ত ও পরকিয়ার আসক্ত হয়ে গেছে। আল্লাহর ডাক মনে হয় তারা শুনতে পায়না।
সবই আল্লাহর ইচ্ছা
Bright education and infornation
আশাকরি জ্ঞানী মুসলিমরা আপনার লক্ষ্য ও নীতি বুঝতে পারবে
আবেগ উচ্ছ্বাস প্রয়োজন কর্মপ্রেরণার জন্যেই, তা আস্ফালনের ও কৃতার্থমন্যতার অবলম্বন হলে সর্বনাশের আকর হয়ে দাঁড়ায়। নির্জিত মানুষ পরশক্তিনির্ভর ও পরকৃতিজীবী--তার হয়ে কেউ কিছু করে দিক এই তার সর্বক্ষণের কামনা। তার শাস্ত্রে, সমাজে ও সাহিত্যে তার এ চরিত্রই প্রতিফলিত। ডক্টর আহমেদ শরীফ
মুসলমানদের উচিত প্রযুক্তির খাতে এগিয়ে যাওয়া
@Arkaprabha Chakraborty Islam kobul kore nen. Morar pore arekbar duniya te ashte parben na. Vul dhormo maina shob kisu dhongsho koiren na.
তাহলে তো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে
বেশি বেশি কোড়ান পরো ছুরা পরে ফু দিলেই যুদ্বো করা যাবে
মুসলমানরা গুরু আর পেঁয়াজ এ মেতে আছে
@@ddddd3593🤣
বাংলাদেশে দুটি বিষয় যদি ঠিক হয়ে যেতো, তাহলে বাংলাদেশ আজ উন্নত রাস্ট্র হিসেবে পরিচয় লাভ করতো। ১, দুর্নীতি ও লুটপাট ২, কাগজে কলমে যে আইন, তা বাস্তবে পরিণত করতে পারলে।
১০০% ঠিক কথা
কোন দিনই সম্ভব না ,আর দিন দিন যে ভাবে ধর্মীয় কুসংস্কারে ডুবে যাচ্ছে ।
শিক্ষার কারনে আজ ইজরায়েল জয় জয়কার।
Thank you. Very good representation.
এসব দেখলে আমাদের দেশের জন্য আফসোস হয়, এখন ও লেখাপড়ার সিস্টেমটি চেঞ্জ হলো না,আর দুর্নীতিতে সেরা আমাদের দেশের,,,,,🤫
মালাউনের অভিশাপ।
পৃথিবীর সবচেয়ে উন্নতি জাত বাংলাদেশের মুসলিমরা শিক্ষা বিজ্ঞানের ইসরাইলের থেকে এগিয়ে।
বলাৎকার এ
পায়ু পথে পায়ু সেনায়
🤣🤣🤣🤣
দেশটাকে আর ধ্বংস কইরেন না ভাই। কেউ এখন আর এই দেশে থাকতে চায় না।
😂😂😂😂😂
প্রযুক্তি, বিজ্ঞান -- ইসলাম মৌলবী কোরান বিরুদ্ধ কাজ।
😂😂😂😂😂
Ei pagol gula koi hte ashe?
May be Pasher desh e open hagar jaiga hte??
Projukti & science r biruddhe Quran geche aj porjonto kew proman korte pare ni.
Ami neutral e Quran porchi & Just obak hoichi.Embryology, Astronomy, Geopolitics etc 💞
Jara na pore e murkher moto lafai tadr ki ar bolbo?Jara nijedr dhormo gronther 2 ta word blte pare na😄
@@Tusarbalatb77🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
আর আমরা পড়ে আছি নৌকা, ধানের শীষ নিয়ে।হতভাগা জাতি আমরা
সত্যি অসাধারণ,,,,
ধর্মীয় গোঁড়ামি আর জেহাদ নিয়ে ব্রেন ওয়াশ হয় না ওখানে। তাই গবেষণাতেই মগজ ব্যবহার করে।
মেয়েদের এখন সম্পত্তির অধিকার ও বিবাহ বিচ্চেদের অধিকার দেছ না আর আমাদের এদে বলছচ ধর্মীয় গুড়ামি করি। জানছ ইহুদিরাও মূর্তি পূজারীদের পুটকি মারে।
ঐখানে গোমূত্র ও পান করা হয় না। চিন্তা চেতনা উন্নত করো মিয়া।
অন্য ধর্ম নিয়ে কথা বলতে হয় না এই সামান্য সেন্স ই তো নাই তোমার।
Right
তোমরা কী করেছ হে।।তোমাদের তো একটি স্বাধীন রাষ্ট্রও নেই।
গো মুত্র খাওয়া হয় নিশ্চয়😂
ঈমান না থাকলে শিক্ষা করেও লাভ হবে না
পবিত্র বাইবেলে উল্লিখিত, ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশীর্বাদিত জাতি। ❤
Shalom ❤
সালাম।💖
Ar pobitro Qurane Likha ache Allahor lanot. Allah Ferauner hat theke taderke bachiyeche, tarpor tara abar oshikar korlo, Allah tader ke maap kore Asman theke, Manna and salwa khabar pathiyechilo, tara khelo, kintu tara Abar Allahor upor bhorosa na kore, se khabar proborti diner jonno sonchoy korlo, tara ei bhablo Allah jodi asman Theke khabar pathano stop kore dey? Allah tader abar punishment dilen. Tara kokhonei Allahor upor bhorosa rakheni, ei jonno kyamat porjjonto Allahor lanot tader porti.
আর কুরআনে বর্ণিত আছে ইহুদি জাতি একটি অভিশাপ প্রাপ্ত জাতি তাদের জন্য একটি নির্দিষ্ট জাহান্নাম তৈরি করা আছে যা সেখানে ইহুদীরা প্রবেশ করবে
Quran e o tadr Sreshtotter kotha blechen Allah(swt).