আর আমারে জালাসনা তুই শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলা পুরী

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 4 дні тому +1

    পোস্ট তাং ১১/০১/২০২৫ ইং
    গান নং ৯৭৯৯
    হৃদয়বিদারক কষ্টের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
    আমার মনে কি যে কষ্ট, কেউ বুঝে-না সংসারে।।
    মনের ব্যথা মনে লইয়া, কখন যেনো যাই মরে।।
    ধুঁকে ধুঁকে মরছি আমি, হইয়া একটা জিন্দা লাশ।
    না বলা যন্ত্রণা লইয়া, ফেলছি শুধু দীর্ঘশ্বাস।।
    আমার প্রেম ভক্তি বিশ্বাস।। দাম পাইলোনা সংসারে।
    কি যে করি ভেবে মরি, আমি পাইনা ভেবে কুল।
    যাদের আমি আপন ভাবি, তারাই আমায় বুঝে ভুল।।
    হইছি সবার চক্ষেরও শূল।। উচিৎ কথা বলে ওরে।
    মাতা পিতা ভগ্নি ভ্রাতা, আমার আত্মীয় স্বজন যতো।
    প্রতিক্ষণে প্রতি মূহুর্তে, করছে যে আমায় আহত।।
    করছে আমায় ক্ষতবিক্ষত।। কটু কথার বিষ তীরে।
    কারে বলি দুঃখের কথা, শোনার মতো মানুষ নাই।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, জ্বালা পুইড়া হচ্ছি ছাই।।
    কখন যেনো যাই মরে যাই।। যাই আমি জগত ছেড়ে।
    পোস্ট তাং ১২/০১/২০২৫ ইং
    গান নং ৯৭৯০
    প্রেম পিরিতের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
    বন্ধু মনটা নিয়াছে, পিরিতি শিখাইছে, ভালবাইসাছে,,,,।
    সুখে দুঃখে বন্ধু আমার, থাকবেরে পাশে।।
    বন্ধু রসিক ও সুজন, বন্ধুর অনেক সুন্দর মন।।
    বন্ধু যে আমার, চির আপন হইয়াছে।
    বন্ধুর মুখে সুন্দর হাসি, আমি দেখে হই উদাসী।।
    বন্ধু আমার পাশে আসি, বুকে জড়াইছে।
    বন্ধু বইসা হিজল ছায়, বন্ধু পিরিতের গান গায়।।
    চান্দের ও জোছনায়, অবগাহন কইরাছে।
    স্বপন শাহ্ শ্যামলাপুরী কয়, বন্ধু বড়ই প্রেমময়।।
    জয় জয় প্রেমের জয়, মনে ফুর্তি লাগছে।
    পোস্ট তাং ১৬/০১/২০২৫ ইং
    গান নং ৯৮০৩
    প্রেমময় প্রেম তত্ত্ব গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে,, প্রেম হয়রে পঞ্চ প্রকার, প্রেম পঞ্চ রসে ভরা।।
    কার সাথে কোন প্রেম করবা রে মন,,,
    জাইনা নেও আগে তোমরা।।
    সখ্য দাস্য শান্ত বাৎসল্য, প্রেম যে মধুর হয়।
    এই প্রেমের সাথেই সম্পর্কের ভাব, আদান প্রদান হয়।।
    কেউ আবার সুক্ষ্ম প্রেমিক হয়।। রয় পঞ্চ প্রেমে ভরা।
    জীবের সাথে পরমের প্রেম, পরমের সাথে জীবের।
    গুরুর সাথে শিষ্যেরও প্রেম, মুরিদের সাথে পীরের।।
    সন্তানের সাথে বাবা মায়ের।। জনম জনম ভরা।
    জাইনা বুইঝা করোরে প্রেম, প্রেম হয় যে চিরন্তন।
    প্রেমের টানে মৃত্যুও পায়, দেখো নতুন জীবন।।
    আবার প্রেমের তরে হয় যে মরণ।। এই তো প্রেমের ধারা।
    প্রেমের তরে সাঁই নিরাঞ্জন, গড়েছেন এই বিশ্ব ভুবন।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেমেই স্রস্টা রয় গোপন।।
    প্রেমময় এই বিশ্ব ভুবন।। প্রেমেই হয় বাঁচা মরা।