পিয়ালী তোমার কন্ঠে সুরের জাদু আছে । অন্তর দিয়ে গান গাও । খুব সুন্দর। বলার ভাষা নেই। তোমার স্টুডিওতে যেন রেকর্ড হচ্ছে। তোমার কন্ঠের গান আমার ভাল লাগে ।
মা সরস্বতীর কন্যা তুমি।গানে গানে প্রাণে প্রাণে পবিত্র তরঙ্গে জাগাও যাদের মনন তাঁরা ভুলবেনা গো মা তোমায় । রামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের পছন্দের একটি গান গাও মা ।❤❤❤❤❤❤❤
দিদি তোমার গানের গলা, তোমার কণ্ঠস্বর সৃষ্টিকর্তায় অনেক যত্ন করে বানিয়েছে। তোমার গান যতই শুনি ততই মুগ্ধ হই। আমি নজরুল গীতি খুবই পছন্দ করি। তোমার কন্ঠে নজরুলগীতি অসাধারণ হবে।
আমি দীর্ঘকাল ধরে তোমার গান শুনি। আমার মন ভরে যায়। ইদানিং তোমার শরীর নিয়ে উদ্বেগের কথা বলছ। এটা আমার মত বৃদ্ধ মানুষ কে বেশ চিন্তিত করেছে।কি অসুবিধা জানার ইচ্ছা হয়। ভগবানের অসীম করুনায় তোমার কণ্ঠ সবসময় ভালো থাকুক। শরীর ও ভালো থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
৬৫ বছর আগের সিনেমা " হারানো সুর " এ হেমন্ত মুখার্জি এই অবিস্মরণীয় কালজয়ী হৃদয়স্পর্শী বিচ্ছেদ বেদনার করুণ গানটি গেয়েছিলেন। এ গানের আববেন আজ ও এক ই রকম বেদনাদায়ক। মহিলা কণ্ঠে এই গান প্রথম শুনলাম। বেদনামিশ্রিত আবেগ দিয়ে গানটা তুমি যথেষ্ট ভাল গেয়েছো। হৃদয়ে বিচ্ছেদ বেদনার ব্যথা অনুভূত হোলো এবং চোখে জল চলে এলো।
সেই কতকাল আগের গান। এইসব গান আর হেমন্ত মুখোপাধ্যায় এর নাম সমার্থক হয়েছিল সেই কালে। আজ তোমার কণ্ঠে এ গান শুনে মনে হল স্বর্গ থেকে তিনি তোমাকে অকুণ্ঠ আশীর্বাদ করেছেন। তুমি প্রমাণ করেছ এখান যতটা তাঁর প্রায় ততটাই তোমার মতো একজন গুণী শিল্পী র ও, অবশ্য ই পূর্ব সূত্র আশীর্বাদে। কারণ মূল শিল্পী নিশ্চয়ই চান গুণী উত্তর সূত্র মধ্যে দিয়ে তাঁদের গান বে৺চে থাকুক আর আমরা সেসব মণিমুক্তা পেতে থাকি। প্রাণভরে তোমাকে আশীর্বাদ করছি, তুমি বাঙলা গানের বিপুল ভাণ্ডার থেকে এইসব মণিমুক্তা আহরণ করে তোমার অমৃত কণ্ঠে পরিবেশন করে আমাদের ঋদ্ধ কর। ভালো থেকো মা।
ছোট বেলা থেকেই হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তমকুমার অন্ধ ভক্ত ছিলাম,আছি ,থাকবও, আর তাদের জুটির গান, সিনেমায় অবশ্য নেপথ্যে, তুমি এতই অপূর্ব সুন্দর গেয়েছো, আবারও সেই মধুর জুটির আবেগ অনুভব করলাম
শুধু হারমোনিয়াম নিয়েই যে গান কে হৃদয় দিয়ে গাওয়া যায়, তা শ্রোতাদের হৃদয়ে নিয়ে যাওয়া যায়, এই যন্ত্রের যুগে!...........শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস শারীরিক ভাবে থাকলে কি বলতেন জানতে ইচ্ছে করে ।....শুধুই মুগ্ধতা ।সুপ্রভাত ।🙏🙏🙏
আমার প্রিয় নায়ক নায়িকার,এক অতি প্রিয় ছবি।যে ছবিটা আমি অসংখ্য বার দেখেছি।আর ঐ দৃশ্য টা সুপার রোমান্টিক।আর সেই মূহূর্তে র এইখান অসম। আপনার কণ্ঠে নতুন করে শুনে খুব ই তৃপ্ত হলাম। প্রিয় শিল্পীর কণ্ঠে শুনে খুব ই ভালো লাগলো। ধন্যবাদ।
শুধু হারমোনিয়ামে খুব দরদ দিয়ে গান করেছো,যাকে ভালো ছাড়া অন্য কিছু বলার দরকার নেই। সুর,তাল,সরক্ষেপণে এবং সেন্টিমেন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। Superb.
কালজয়ী গান গুলি আপনার কন্ঠে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় ৷ তাইতো না শু নে পারিনা ৷ তাই আমি বর দিনু দেবী তুমি সুখী হবে। ভুলে যাবে সর্ব গ্লানি বিপুল গৌরবে ৷ ''
কণ্ঠশিল্পী পিয়ালী কুন্ডুকে বলবো, আপনার কন্ঠটা অতি চমৎকার। এ গানটা খুব সুন্দর হয়েছে। সঙ্গীত সাধনায় রত থাকুন। আমার বিশ্বাস, আপনি ভবিষ্যতে অতি বড় মাপের সংগীত শিল্পী হয়ে উঠতে পারবেন। আমার আশীর্বাদ সঙ্গে থাকবে।
A very Sorrowful song of Harano Sur sung by you with such Emotional way enshrined with sorrow that it touches my mind and heart . Wonderful performance of you MAA PIYALI .Hope you will achieve Success and God give you strength to go on . ❤️❤️❤️❤️❤️
আমার এ কূল ছাড়ি
তব বিশ্ব রণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি।।
বোন,
কালজয়ী এ গান প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। শুনে শুনে বড় হয়েছি। আপনার গায়কীতেও অনবদ্য নৈপূন্যের স্বাক্ষর রেখেছেন। অসাধারণ। দীর্ঘজীবি হন।
Dhanyobaad
পিয়ালী তোমার কন্ঠে সুরের জাদু আছে । অন্তর দিয়ে গান গাও । খুব সুন্দর। বলার ভাষা নেই। তোমার স্টুডিওতে যেন রেকর্ড হচ্ছে। তোমার কন্ঠের গান আমার ভাল লাগে ।
ধন্যবাদ অনেক 🙏😀
মা সরস্বতীর কন্যা তুমি।গানে গানে প্রাণে প্রাণে পবিত্র তরঙ্গে জাগাও যাদের মনন তাঁরা ভুলবেনা গো মা তোমায় । রামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের পছন্দের একটি গান গাও মা ।❤❤❤❤❤❤❤
এ গান যেন আমার জন্যই লেখা। আর তোমার গলায় শুনে মন আরো ভারাক্রান্ত হয়ে গেল। কী মধু ঝরানো গলা তোমার মা ! ! !
দিদি তোমার গানের গলা, তোমার কণ্ঠস্বর সৃষ্টিকর্তায় অনেক যত্ন করে বানিয়েছে। তোমার গান যতই শুনি ততই মুগ্ধ হই। আমি নজরুল গীতি খুবই পছন্দ করি। তোমার কন্ঠে নজরুলগীতি অসাধারণ হবে।
অনেক ধন্যবাদ 😀🙏
অনবদ্য উপস্থাপন, অপূর্ব সুন্দর গায়কী..
ধন্যবাদ 😀🙏
খুব সুন্দর গলায় কাজ।অসাধারণ গাইলে।
ধন্যবাদ
এত স্পষ্ট এত হৃদয় স্পর্শ করা কণ্ঠ। মুগ্ধ হয়ে অনেকটা গান ই শুনে গেলাম, আর ও শুনব। হঠাৎ করে পেলাম এমন অমূল্য রতন।
অনেক অনেক ধন্যবাদ 😀🙏
হৃদয় স্পর্শ করার মত গান।অনেক ভিউ হয়েছে দেখলাম। আসলে এসব গান শোনার জন্য এখনও অনেক মানুষ অপেক্ষা করে থাকে।খুব সুন্দর গেয়েছিস। সকলে ভাল থাকিস।
আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেকে,অসাধারণ কথা মালা, গানটি তে যেন এক যাদু লুকিয়ে আছে,ভাল থাকবেন শুভেচ্ছা নিরন্তর
অশেষ ধন্যবাদ
আমি দীর্ঘকাল ধরে তোমার গান শুনি। আমার মন ভরে যায়। ইদানিং তোমার শরীর নিয়ে উদ্বেগের কথা বলছ। এটা আমার মত বৃদ্ধ মানুষ কে বেশ চিন্তিত করেছে।কি অসুবিধা জানার ইচ্ছা হয়। ভগবানের অসীম করুনায় তোমার কণ্ঠ সবসময় ভালো থাকুক। শরীর ও ভালো থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
পিয়ালী মনটা ভরে গেলো হেমন্ত মুখোপাধ্যায় গান গুলো আজও মনে
দাগ কাটে তোমার কন্ঠে অনেক ভালো লেগেছে শুভেচ্ছা রইল
Dhanyobad
৬৫ বছর আগের সিনেমা " হারানো সুর " এ হেমন্ত মুখার্জি এই অবিস্মরণীয় কালজয়ী হৃদয়স্পর্শী বিচ্ছেদ বেদনার করুণ গানটি গেয়েছিলেন। এ গানের আববেন আজ ও এক ই রকম বেদনাদায়ক। মহিলা কণ্ঠে এই গান প্রথম শুনলাম। বেদনামিশ্রিত আবেগ দিয়ে গানটা তুমি যথেষ্ট ভাল গেয়েছো। হৃদয়ে বিচ্ছেদ বেদনার ব্যথা অনুভূত হোলো এবং চোখে জল চলে এলো।
অনেক ধন্যবাদ 😀🙏
Islamic agrasone soboi kaler gorve bilin hoye jabe!
Oshadharon , tomar gaoa sob gan amar valo Lage
তোমার এ গান যেন বিস্মরনের অতল তল থেকে স্মরণের বালুকা বেলায় নিয়ে এসে বলে গেলো, আমি ছিলাম, আছি, থাকব অনন্তকাল..
সেই কতকাল আগের গান। এইসব গান আর হেমন্ত মুখোপাধ্যায় এর নাম সমার্থক হয়েছিল সেই কালে। আজ তোমার কণ্ঠে এ গান শুনে মনে হল স্বর্গ থেকে তিনি তোমাকে অকুণ্ঠ আশীর্বাদ করেছেন। তুমি প্রমাণ করেছ এখান যতটা তাঁর প্রায় ততটাই তোমার মতো একজন গুণী শিল্পী র ও, অবশ্য ই পূর্ব সূত্র আশীর্বাদে। কারণ মূল শিল্পী নিশ্চয়ই চান গুণী উত্তর সূত্র মধ্যে দিয়ে তাঁদের গান বে৺চে থাকুক আর আমরা সেসব মণিমুক্তা পেতে থাকি।
প্রাণভরে তোমাকে আশীর্বাদ করছি, তুমি বাঙলা গানের বিপুল ভাণ্ডার থেকে এইসব মণিমুক্তা আহরণ করে তোমার অমৃত কণ্ঠে পরিবেশন করে আমাদের ঋদ্ধ কর। ভালো থেকো মা।
ধন্যবাদ
দরদী কন্ঠে অসাধারণ পরিবেশনে হৃদয় ছুঁয়ে গেলো দিদি।
খুব চমৎকার লাগলো শুনতে।
হারানো সুরের এই গানটি চলচিত্র জগতের শ্রেষ্ঠ দৃশ্যায়ন।এর উপরে কিছু নেই।
Excellent 🎉🎉😢🎉🎉 khub sundor laglo thanks
😭khub e sad song.outstanding perfermence Piyali.❤👌
শ্রোদধেয়ো হেমন্ত মুখোপাধ্যায়ের গান টি অনুকরণে সুর আরোপিত গান টি শুনে আমি মুগ্ধ হয়েছি। প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
এতো 😊মধুম।খা😊 কন্ঠ 😊 শুভেচ্ছা রইল 😊 শুভকামনা রইল 😊i😊am
ছোট বেলা থেকেই হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তমকুমার অন্ধ ভক্ত ছিলাম,আছি ,থাকবও, আর তাদের জুটির গান, সিনেমায় অবশ্য নেপথ্যে, তুমি এতই অপূর্ব সুন্দর গেয়েছো, আবারও সেই মধুর জুটির আবেগ অনুভব করলাম
Thank you
কি অপূর্ব সুন্দর একটা গান শুনলাম দারুন ভাল গেয়েছেন, অনেক ধন্যবাদ।
অনেক অনেক অভিনন্দন.......
জানিনা কখন তুমি আমার চোখে
স্বপনের মায়া দিলে পলকে হৃদয় নিলে
আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে.....
শুধু হারমোনিয়াম নিয়েই যে গান কে হৃদয় দিয়ে গাওয়া যায়, তা শ্রোতাদের হৃদয়ে নিয়ে যাওয়া যায়, এই যন্ত্রের যুগে!...........শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস শারীরিক ভাবে থাকলে কি বলতেন জানতে ইচ্ছে করে ।....শুধুই মুগ্ধতা ।সুপ্রভাত ।🙏🙏🙏
ধন্যবাদ অনেক
দিদিভাই, সুমধুর কন্ঠের সাথে দরদের মিলন। অসাধারণ উপস্থাপনা।
Dhanyobaad
আমার প্রিয় নায়ক নায়িকার,এক অতি প্রিয় ছবি।যে ছবিটা আমি অসংখ্য বার দেখেছি।আর ঐ দৃশ্য টা সুপার রোমান্টিক।আর সেই মূহূর্তে র এইখান অসম। আপনার কণ্ঠে নতুন করে শুনে খুব ই তৃপ্ত হলাম। প্রিয় শিল্পীর কণ্ঠে শুনে খুব ই ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
ভালো ব।স। সন্বন্ধে একটা সুন্দর অনুভূতি জেগে ওঠে মনে বেশ ভালো গেয়েছেন সবসময়ভ।লো
মান্নাদের এই গানটি আমার ভিশন পচ্ছেন্দের একটি গান। এবং অনেক কঠিন সুন্দর একটি গান। অনেক সুন্দর গেয়েছেন দিদি। ভালো থাকুন সর্বোচ্চ সর্বদা
এটা মান্না দের গান নয় , এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান,
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান! ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি; ভীষন ভালো লাগলো! মুগ্ধতায় মন ভরে গেলো।❤️🌹🇧🇩🇧🇩🇧🇩
অনেক ধন্যবাদ
Verry good
বাহ কঠিন একটি হৈমন্তী সারের গান চমৎকার গাইলে দিদি। ভালো থাকো সর্বদা
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, নিজের সুরে হেমন্তবাবুর গাওয়া অসাধারণ গানটা কী অনায়াসে শোনালি রে মা! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ র ইল মা তোর জন্য । একদিন সাফল্যের শীর্ষে পৌছে গেছিস দেখবি মা । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।
অনেক ধন্যবাদ
হারানো সুর বইযের . গান গুলি জনপ্রিয তা লাভ করে ছিল ৷ সেই রকম একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আপনি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ৷
এমন সুরে ভরা গানখানি এতদিন দূরে রেখে ভুলই করেছি। আজ ভুল ভাঙলো বলে মন খুলে শুনলাম। তোমার হৃদয় ছোঁয়া আবেদন মন উন্মন করে দেয়।
অনেক অনেক ধন্যবাদ 🙏😀
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল জীবনে অনেক বড় হোন। আশীর্বাদ করি
গানটির কথা সুর খুবই সুন্দর . খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে ''
বড়ো ভালো লাগলো গানটি শুনে আমি মুগ্ধ আপনার কন্ঠে গান শুনতে শুনতে আমি যেন সুরের আকাশে বিচরন করছিলাম।
অপূর্ব.. ভীষণ হৃদয়গ্রাহী উপস্থাপন
😀🙏
অসাধারণ! অপূর্ব! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো মা । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর।
বিখ্যাত সিনেমা হারানো সুরের বিখ্যাত গান মিষ্টি সুরের সম্রাট হেমন্ত বাবু গেয়েছেন। পিয়ালী গানটি বেশ আবেগ দিয়ে মিষ্টি করে গেয়েছ। ভালো লাগলো।
Dhanyobad anek
Fabulous singing this Song by Pialy& nice covering by Pialy of Mannababu.s Song
শ্রুতিমধুর কণ্ঠে গানটি পরিবেশন করায় শুনতে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ
কি অসাধারণ কন্ঠে গানটা গাইলে গো বোন ।খুব ভালো লাগলো ।শুভেচ্ছা রইল ।আলিপুরদুয়ার থেকে শম্ভু কুমার সরকার ।তোমার অচেনা এক দাদা ❤❤❤
শুধু হারমোনিয়ামে খুব দরদ দিয়ে গান করেছো,যাকে ভালো ছাড়া অন্য কিছু বলার দরকার নেই। সুর,তাল,সরক্ষেপণে এবং সেন্টিমেন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। Superb.
Thank you
অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা।
Dhanyobaad anek
কানের। ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। গানের ভাষা ও সুর আমার অন্তর ছূয়েগেল।
ধন্যবাদ
Very very beautiful
খুব ভালো লাগলো।
অসাধারণ লাগলো মুগ্ধ হয়ে শুনলাম মন ভরে গেল ❤❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
খুব মনোযোগ দিয়ে গানটি শুনে আবেগে আপল্লুত হলাম।
অনেক ধন্যবাদ 😀
অসাধারণ অসাধারণ অসাধারণ কণ্ঠ। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জীবনে অনেক বড় হও এই আশীর্বাদ করি।
ধন্যবাদ অশেষ
হেমন্ত বাবুর গাওয়া খুব সেনসিটিভ গান। বহুবার শুনেছি , তাই একটু এদিক ওদিক হলে কান লেগে যায়। কিন্তু তুমি ভালো গেয়েছো। আজ ছুটির দিনে তোমার গানগুলো খুঁজে খুঁজে শুনছি।
Anek dhanyobaad
পরিষ্কার ' উচ্চারন সুন্দর কাঠস্বর দুয়ের সমন্বয়ে এমন একটা সুন্দর পরিম ন্ডল গড়ে ওঠে যে নমনমোহিত হয়ে যায় ৷ ঘন্টাব পর ঘন্টা কেবল আপনার গান শুনি।
ধন্যবাদ
গানটি হৃদয় ভরে শুনলাম আর কাদলাম, কেন জানিনা, এত সুন্দর করে মহিমান্বিত করেছেন গানটি আপনার কন্ঠে
সত্যি সত্যি অতুলনীয়, অপূর্ব , অসাধারণ, শুভকামনা রইল।
Dhanyobaad anek
হৃদয় দিয়ে অনুভব করলাম,, গান টি পরিবেশনা মনোমুগ্ধকর,, শুভ কামনা রইলো,,,
অনেক ধন্যবাদ🙏
অসামান্য গায়কীর গুণে মুগ্ধ হলাম! অনবদ্য মনোমুগ্ধকর পরিবেশনা! কুর্ণিশ জানাই তোমাকে!
Anek anek dhanyobaad 😀🙏
কালজয়ী গান গুলি আপনার কন্ঠে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় ৷ তাইতো না শু নে পারিনা ৷ তাই আমি বর দিনু দেবী তুমি সুখী হবে। ভুলে যাবে সর্ব গ্লানি বিপুল গৌরবে ৷ ''
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের " বিদায় অভিশাপ" নাটিকার শেষ লাইনটা " 'কোট করলাম
Asadharon 👍 , fatafati , sottyii modhur , apurbo legeche , valo theko , abar sunbo ,kono gaan , opekshaye thaklam ❤️💖
অসাধারণ,মণ শাণ্ত হল।
যাক আরও একবার লক্ষ ভিউয়ারের লক্ষ্যকে পূর্ণ করলাম ❤❤ অনেক অনেক অভিনন্দন, আর সব্বাই কে ধন্যবাদ.....
Tumi boro hoy.mongal kamona kori.mugic chara sunder gan.khub bhalo laglo.
অনেক ধন্যবাদ
সত্যি আজ দূজনার দুটি পথ দুদিকে গেছে বেকে,,আজ আর কাছে যাওয়া যায়না,চোখে চোখ রাখা যায়না,হাতে হাত রাখা যায়না, এখন দুর থেকেই দেখতে হয়,,কারন তুমি অন্য কারো
আজ ছুটি। তোমার গান শুনছি। না শুনে পারি না। তুমি যে সুরের জাদু ছড়িয়ে দিলে সবখানে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।
অনেক ধন্যবাদ
Amar thakurdar kotha mone pore galo... Nostalgic hoye porlam😢❤
🙏🙏🙏
কণ্ঠশিল্পী পিয়ালী কুন্ডুকে বলবো, আপনার কন্ঠটা অতি চমৎকার। এ গানটা খুব সুন্দর হয়েছে। সঙ্গীত সাধনায় রত থাকুন। আমার বিশ্বাস, আপনি ভবিষ্যতে অতি বড় মাপের সংগীত শিল্পী হয়ে উঠতে পারবেন। আমার আশীর্বাদ সঙ্গে থাকবে।
ধন্যবাদ অনেক
সুরে ভরা 'হারানো সুর'-এর মূর্ছনায় আরও একবার মুগ্ধ হলাম।
Dhanyobaad
আপনারা কি বলুনতো ? আর মাত্র 13 টা লোক এত সুন্দর গানটা শুনতে পারছেন না ? তাহলেই শুভ দিনের একটা শুভ খবর হত ❤
Unbelievable voice....u have lots of romantic arts....favourite so much 💞💞💞💞💞♥️
মন ছুয়ে গেল। শিল্পী হৃদয় দিয়ে গান করেন। শুভেচ্ছা ঢাকা থেকে।।
অনেক ধন্যবাদ 🙏😀
A very Sorrowful song of Harano Sur sung by you with such Emotional way enshrined with sorrow that it touches my mind and heart . Wonderful performance of you MAA PIYALI .Hope you will achieve Success and God give you strength to go on . ❤️❤️❤️❤️❤️
Thank you very much
এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় নাহি চাই তবুও মরন কেন এখান থেকে নিয়ে যেতে চায় কে জানে কোথায় এই গানটি আপনার কন্ঠে শুনতেচাই।
বাহ!! দারুণ!!অপুর্ব গায়কী,এক কথায় অসাধারণ,এত ভাল গান করেন শুনার সময় না থাকলেও শুনি আপনার প্রত্যেকটি গান আপনি অনেক দূর যাবেন,শুভকামনা নিরন্তর।👌👌❤️❤️🙏🙏
Anek anek dhanyobaad
Khub sundor laglo gan khani thanks for uploading
Thank you
Didi Bhai, Khub Bhalo Gan Sunlam👍👍👍👍👍
Dhanyobad anek
আমার এ কুল ছাড়ি, তব বিস্মরনের খেয়া ভরা পালে অকুলে দিয়ছি পারি....এ গান অবিস্মরনিয় হয়ে রবে...ওগো যা পেয়েছি সেই টুকুতেই খুশি আমার মন...
Very nice god bless you
Highly nostalgic. 60হলেও 16এসে দরজায় কড়া নাড়ছে।শুনলেই নেশা।❤
🙏
খুব খুব খুব ভালো গেয়েছো, হারানো সুরে.. হারানো দিনে পৌঁছে দিয়েছো....
Dhanyobaad..
অপূর্ব গেয়েছেন,ভালো লাগলো!
ধন্যবাদ অনেক
চমৎকার উপস্থাপন.. খুব ভালো গেয়েছেন
Dhanyobad
Very good voice thank you very much for your wishes
Ki apurbo Gayle go mon ta vore gelo ❤️
Dhanyobaad
Wonderful presentation
মন ভরে গেল।
Khub, Khub, Khub, sundor Hoyeche Thankyou mam
Thank u
অপূর্ব
ধন্যবাদ
Jotober suni pranvora jay.sister chalia jan.
Thank you
Wonderful 👌
CONGRATULATIONS
Thank you 🙏
পিয়ালি তুমি মন প্রাণ দিয়ে গান গেয়ে যাও। খুব ভালো লাগল ।
Anek dhanyobaad
তোমার গান শুনে পুরনো দিনগুলো মনে পড়ে যায়।
ধন্যবাদ 🙏
খুব সুন্দর। অভিনন্দন।
বাহ্, খুব সুন্দর।
Beautiful presentation dear.piali
Ki BHALO Gayile,,,,, very good,,,Piyali
Thanks a lot
Osadharon geyechen. khoob valo laglo🎶🎵
Dhanyobaad anek
Beautiful song godbless.you
Tomar ganer Ami bisal bhakto. Ki Sundar gola tar sathe abeg❤aaha
অনেক অনেক ধন্যবাদ
Maa saraswati. Oti sundar.
Thanks
💝👌💝👌💝👌💝👌
👉এই পথের শেষ নেই,
যতই শুনি তত বারই মন উদাস করে...