১৯৬৫ সালে আমার জন্ম বুদ্ধি হলে সেখান থেকে শুনছি এখন ও শুনছি কিন্তু গান গুলো পুরানো হলো না আজ১৬/০১/২০২৪ শুনলাম। ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভ কামনা রইল আমি অধম সুনীল কুমার মন্ডল ট্র্যান্ক রোড খুলনা বাংলাদেশ 🙏🏻
কি গান ,কি অনুভুতি,মন ছুঁয়ে যায়, অতীত কে টেনে নিয়ে আসে বর্তমানের দোড়গোড়ায়।এক নস্টালজিক অনুভূতি।স্মরনে বরন করি প্রয়আত সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পী কে।
সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল, কালজয়ী গানের কথা সুর হৃদয়ের অনুভূতি প্রকাশ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। কি ছিলো কথা ও সুরের মাঝে। অসাধারণ, অপূর্ব।
অসাধারণ কন্ঠ, অসাধারণ গান, অসাধারণ জুটি মহানায়ক এবং মহানায়িকা, মনকে নিয়ন্ত্রণ করা যায় না, কোথায় হারিয়ে যায়, এইসব গান শুনতে শুনতে, তারপরে আবার background এ মহানায়ক মহানায়িকার অনবদ্য জুটি ❤❤❤, অনেক অনেক ধন্যবাদ শোনানোর জন্য এবং অসাধারণ জুটিদের দেখানোর জন্য
26 বছরের জীবনে প্রেম কি জিনিস জানিনা। স্মার্ট যুগের ছেলে হয়েও এখনো আমি একা। এতটা দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পরেও বিরহ-বিচ্ছেদ কোনটাই ঘটেনি। কি কারণে জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। নোটিফিকেশন পেয়ে আবারো সেই গানটি শুনতে আসব। তখন মনে মনে সেই পুরনো স্মৃতিগুলো বিচরন করবো। হয়তো তখন কাঁদবো না হয় হাসব।
সময় বড়ই অসময় ! ঝরা সময়ে এ গান শুনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই ! সেই ট্রানজিস্টর রেডিওতে শোনা এই গান, ভাল্বের সেই সাদা কলো টিভিতে সম্পৃক্ত ছিlলেন সুচিত্রা সেন, উত্তমকুমার, হেমন্ত বাবু, শ্যামল বাবু !আমরা একদিক দিয়ে ভাগ্যবান বা ভাগ্যবতী যে সেই সোনালি মুহূর্তে জন্মেছিলাম !
শুধু আমরাই সেই সময়ে জন্মাতে পারলাম না , তাই এত কিছু থেকে বঞ্চিত হলাম ,এই রঙিন দুনিয়া টায় শুধু কিছু ধান্দাবাজ মানুষের দ্বারা এ পৃথিবী আরও ধূসর হয়ে উঠেছে । তাইতো জীবনানন্দ দাশের কবিতার লাইন টা এখনকার সময়ে আরো বেশি করে মনে পড়ে ----- "নিতান্ত নিজের সুরে তবুও তো উপরে জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদী রমণী; পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান-- আর কাকে সোনা ,তেল,কাগজের খনি"।
আমার বয়স ৭২। সেই দিনেরপ্রেম কি ভুলতে পারি? তিনি আজ পরলোকগত। ওহ্ কি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের। এখন সেই ভালোবাসা আর কোথায়? অবশ্য আছে। তবে মনের প্রেম নয়। প্রণাম জানাই উত্তম কুমার ও হেমন্তমুখোপাধ্যায়কে। 🙏🙏
কতদিন পর আমার প্রিয় আমার রুমে আসলো খোঁজ নিতে । অন্য একটা প্রয়োজন দেখালেও আমি তো জানি,, আসল কারনটা কি । আমি বরাবরই মনের আবেগ প্রকাশ করে দিই । কিন্তু ও বুঝতে দেয় না । ভীষন ভালোবাসি ওকে । অদ্ভুত এক মায়ায় পড়ে গেছি,, না দেখলে ভালো লাগে না । ❤ ও চলে যাওয়ার পর এই গানটি সার্চ করে শুনলাম । ৩রা মে ২০২৪ ।
আমি 1972 থেকে সুনছি যদি ভুল না হয়ে থাকে। আজ 62 বছরে এসেও সেই গান সুনে আনন্দ পাই। তবে বুরো হয়ে গছি। কিন্তু ভাল বাসা ভালো লাগা শেষ হয় নি।❤❤❤ ❤❤ ❤❤ ❤❤
One of the best song of Hemonto Mukherjee, it touches the heart of all bangali, who witnessed the creation of this immortal song.reaches v v internal core of our heart.unprecedented!
আপনাকে ধন্যবাদ এ চ্যানেলের গানের সাথে যুক্ত হওয়ার জন্য। এগুলো আমারও অনেক প্রিয় গান। ছোটোবেলা থেকেই শুনে আসছি, আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। এগুলো অমর, অজর, চিরসবুজ গান, আমাদের মনকে রাখে সজীব, সতেজ। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
সত্যিই, আপনার photomix এক কথায় অনবদ্য l গানের সঙ্গে অত্যন্ত মানানসই l এরকম আরো চাই l Saregama Bengagli তে upload করা গানগুলি ভালো, কিন্তু ছবিগুলো বেমানান l সেই দুঃখটা আপনি দূর করে দিলেন l অসংখ্য ধন্যবাদ আপনাকে l
These songs of Hemant Kumar are evergreen, eternal and unique creation for lifetime and will inspire present and future generations to come, there is no doubt about it
আমার প্রিয় নায়ক নায়িকা। কত বার শুনেছি বলতে পারবো না।কতশত বার গান গুলো লোড করেছি সেটাও ভূলে গেছি। ভূলবো না কখনও মহানায়ক আর মহা নায়িকাকে। আমার মৃত্যুর সময় যেন আমার বাবা মার পরে তাদের ছবি ভেসে উঠুক আমার চোখের সামনে। এ-ই কামনা করি। প্রণাম -হাজার কোটি প্রণাম রইল উনাদের পদপাদ্যে।
Heart touching song... How to describe their deeply love each other!! Thw more I hear the sweeter it gets... People are lost, this song will never be lost.
Eto sundor gan mon je chue galo ashadharon sundor gan my favourite song i love this song. Ki kore bojhabo shordheo silpi ke amar soto soto pronam janai .
That was maybe 1986 got down from bus and spotted him on the opposite foot near Rabindra Sarovar putting his shawl on the back after getting down from his car..face was familiar somebody said " that's Hemanta"...that was the only time I saw the legend
না বলতে পারার ভিড়ে, হাজারো কথা আজীবন মনের অন্তরালে থেকে যায়। প্রিয় মানুষটার,, শুনতে চাওয়ার অভাবে আর কখনো বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। তবুও কোথাও যেন থেকে যায় এক দীর্ঘ অপেক্ষা.... Firoz Sarkar (Rupa❤)
1973 সালে কলেজে পড়ার সময় এই গানটি শুনতে পেতাম, আজ জীবনের শেষ প্রান্তে এই গানটি শুনে মনটা ভারাক্রান্ত হয়ে যায়।
Education is the only way to avoid the untouchability & respect the LOVE 🎉
রাধে রাধে 🙏
Respect for you Sir❤️❤️
❤
Satti bolechhen,, amaar o ei awastha
আজ আমি ৬১। কত কথা মনে পড়ে।কত স্মৃতি মনে ভেসে যায়।কত তাড়াতাড়ি সময় নদীর শ্রোতের মত চলে যায়।
আসলে এগুলো তো গান নয়, আমাদের মনের কোণে লুকানো অপূর্ণ ইচ্ছা ,কিংবা অতীতের ফেলে আসা , হারিয়ে যাওয়া দিনগুলি।
একদম
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
একদমই তাই
স্বর্গীয় কণ্ঠস্বর। পৃথিবীর সাধারণের কণ্ঠে এতো মিষ্টতা থাকতে পারেনা। স্বর্গে সুখে থাকুক আমার প্রাণের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
কি অসাধারণ গানের কথা, তাল ,লয় সুর। প্রয়াত হেমন্ত দার ভরাট কন্ঠে এই গানটি অত্যন্ত সুন্দরভাবে গেয়েছেন। গানটি এখনো শুনলে কেন জানি আবেগ আপ্লুত হয়ে যাই। আল্লাহ উনাকে পরকালে শান্তিতে রাখুন।
আজ ৭০ বছর বয়সে নিভৃতে এ গান শুনে মনেহল ১৯৭০ সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার শেষদিনে সহপাঠীনির সঙ্গে চোখাচোখির এক বিরল মুহুর্ত ।
নস্টালজিক করে দিলেন আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
একদম ঠিক। এই গান গুলো শুনলে মনটা কেমন যেন 40/45 বছর আগের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। অসাধারণ লাগল।
ধন্যবাদ জানাই,আমার বয়স 50।মনে পড়ে অনেক কিছু!
@@Sonabeej ঢ
মঢঢডঠপনধ জ
তখনু প্রেম ছিলো,এখনু প্রেম টি আছে দাদা,কিন্তু প্রেমে বিরল মুহূর্ত আসার সেই পটভুমি গুলো নেই,কেননা প্রেমের গভীরতা এখন টাকা দিয়ে হয়,যার টাকার বালিশ যতোমোটা,তার প্রেম তত গভীরে যায়,এখানে বিরল মুহূর্ত আসার ক্ষীণ আশাও অবশিষ্ট থাকে না,
আপনি আরো বহুকাল বেঁচে থাকুন সেই কামনায় করি।
রেকর্ডটি বার হওয়ার সময় থেকে এখনও শুনছি। এই স্বর্ণ কন্ঠের মানুষটিকে হে ঈশ্বর আবার পৃথিবীতে পাঠাও এটাই প্রার্থনা।
মনে হচ্ছে এই তো সেদিন হেমন্ত গাইলেন, প্রান জুড়ানো গান, প্রিয়তমার সান্নিধ্য পাবার প্রত্যাশার ছায়া যেম কায়া ঢেকে দিল 🌷🌷💓💓💓
আপনাকে অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর এ কমেন্টটির জন্য। শুভেচ্ছা রইল।
আমার প্রিয় গান ও প্রিয় শিল্পীর গান।
সম্ভবত সেই ১৯৭৪ সাল থেকে এই গানটি শুনে আসছি। আজও নতুন মনে হয় এবং শুনতে শুনতে হারিয়ে যাওয়া অতীতের জন্য মন কেমন করে ওঠে।
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
Awesome, অপূর্ব I
@@amreza7936
...
...hj
Same feeling in my heart.Had we have those days back!
I love India
এ গান চিরস্মরনীয় ।যেমন কথা তেমনি সুর তারপর হেমন্তবাবুর কণ্ঠস্বর।
হাজার হাজার বার শুনেও যা পুরাতন হয় না, এই গান সেইরকম একটি কালজয়ী গান।❤
১৯৬৫ সালে আমার জন্ম বুদ্ধি হলে সেখান থেকে শুনছি এখন ও শুনছি কিন্তু গান গুলো পুরানো হলো না আজ১৬/০১/২০২৪ শুনলাম। ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভ কামনা রইল আমি অধম সুনীল কুমার মন্ডল ট্র্যান্ক রোড খুলনা বাংলাদেশ 🙏🏻
সত্যি অসাধারণ একটি গান। যার প্রতিটি শব্দ মনে আনন্দ জোগায়।
কি গান ,কি অনুভুতি,মন ছুঁয়ে যায়, অতীত কে টেনে নিয়ে আসে বর্তমানের দোড়গোড়ায়।এক নস্টালজিক অনুভূতি।স্মরনে বরন করি প্রয়আত সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পী কে।
সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল, কালজয়ী গানের কথা সুর হৃদয়ের অনুভূতি প্রকাশ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। কি ছিলো কথা ও সুরের মাঝে। অসাধারণ, অপূর্ব।
অসাধারণ কন্ঠ, অসাধারণ গান, অসাধারণ জুটি মহানায়ক এবং মহানায়িকা, মনকে নিয়ন্ত্রণ করা যায় না, কোথায় হারিয়ে যায়, এইসব গান শুনতে শুনতে, তারপরে আবার background এ মহানায়ক মহানায়িকার অনবদ্য জুটি ❤❤❤, অনেক অনেক ধন্যবাদ শোনানোর জন্য এবং অসাধারণ জুটিদের দেখানোর জন্য
26 বছরের জীবনে প্রেম কি জিনিস জানিনা। স্মার্ট যুগের ছেলে হয়েও এখনো আমি একা। এতটা দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পরেও বিরহ-বিচ্ছেদ কোনটাই ঘটেনি। কি কারণে জানিনা ছোটবেলা থেকেই এই গানগুলোর প্রতি একটা মোহ কাজ করে। হয়তো পারিবারিক না হয় সামাজিক যে কোন একটা কারণ তো রয়েছেই বলতে গেলে প্রকৃতিগত ভাবেই এটা আমার পাওয়া। ফলাফল স্বরূপ বলা যায় এই দিকটায় আমি অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণই আলাদা। স্মৃতি রেখে গেলাম। যতদিন এই গানটি রবে ততদিন আমার এই ছোট চিরকুটটিও থাকবে। এই গানের প্রেমিকরা গান শুনতে এসে আমার কমেন্ট টিও আর তাতে দুই একটা লাইক ও করবে। নোটিফিকেশন পেয়ে আবারো সেই গানটি শুনতে আসব। তখন মনে মনে সেই পুরনো স্মৃতিগুলো বিচরন করবো। হয়তো তখন কাঁদবো না হয় হাসব।
Jeeboon k valoobashe Benche thaka tai precious.
Nijeke valoobashatai sreoo.
Love your beautiful Life
Love nature.
❤❤❤ekta Somoy saradin shudo tari kotha vabtam
stay blessed ♥♥
অপূর্ব অনুভূতি,যেটা আমি পেয়েছি আমার সময়ে।
২৬/১১/২০২৪......🤝
সময় বড়ই অসময় ! ঝরা সময়ে এ গান শুনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই ! সেই ট্রানজিস্টর রেডিওতে শোনা এই গান, ভাল্বের সেই সাদা কলো টিভিতে সম্পৃক্ত ছিlলেন সুচিত্রা সেন, উত্তমকুমার, হেমন্ত বাবু, শ্যামল বাবু !আমরা একদিক দিয়ে ভাগ্যবান বা ভাগ্যবতী যে সেই সোনালি মুহূর্তে জন্মেছিলাম !
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
শুধু আমরাই সেই সময়ে জন্মাতে পারলাম না , তাই এত কিছু থেকে বঞ্চিত হলাম ,এই রঙিন দুনিয়া টায় শুধু কিছু ধান্দাবাজ মানুষের দ্বারা এ পৃথিবী আরও ধূসর হয়ে উঠেছে । তাইতো জীবনানন্দ দাশের কবিতার লাইন টা এখনকার সময়ে আরো বেশি করে মনে পড়ে ----- "নিতান্ত নিজের সুরে তবুও তো উপরে জানালার থেকে
গান গায় আধো জেগে ইহুদী রমণী;
পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান--
আর কাকে সোনা ,তেল,কাগজের খনি"।
আমি একজন বাংলাদেশি মাত্র ৪২বছর।তারপর ও মনে হয় আমার জন্ম ৭০বছর আগে হয়েছে আমি ফিরে যাই সেই দিনে। কি কন্ঠ।
অসাধারণ..অতুলনীয়...অসম্ভব রকমের হৃদয় ছোঁয়া গান...
বিনম্র শ্রদ্ধা
প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়কে
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।
আসলে গান গুলি শুনলে মন টা আনন্দঘন বনের রাজ্যে চলে যেতে ইচ্ছে করে। মনে বড় ব্যথা কিছুই ভাল লাগেনা। অসাধারন গানের কন্ঠ তেমনি সুরকার।
এই গান শুনলে সত্যিই হারিয়ে যেতে হয়।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
৩য় বর্ষের পরীক্ষা পরশু, পড়ছি আর গান শুনছি। কেন যেন সেই আগের দিনের গান গুলোর মায়ায় পড়ে গেলাম। ❤❤❤
এইসব গান শুনলে মনটা যে কোথায় হারিয়ে যায়- তা আর বলার নয়,কি অপূর্ব গান ।
হেমন্ত বাবুর কণ্ঠে অপূর্ণ ইচ্ছার আত্মপ্রকাশ মাত্র... ফেলে আসা অতীত কে একটু ফিরে দেখা।😢😢😢❤❤❤
আমি ভাগ্যবান- এটা আমার ভাষা। যে ভাষায় এত সুন্দর করে মনের কথা প্রকাশ করা যায়। মন ছুয়ে যাওয়া কথা গুলি অতি আদরের শৈশবে ফিরিয়ে নিয়ে গেল।
প্রতি দিন অন্তত তিনবার শুনি এই গানটি।।
জীবনের অনেক অব্যাক্ত কথা সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়।।
জীবন এমনই....
আধুনিক গায়ক গায়িকা একটা গান গানতো হেমন্তের মতো!
চিরন্তন সুর-স্বরের গান।শিল্পীকে প্রণাম!!
মফমিয়া।🙏🙏🙏💖💖
আমার বাঙলা গান
আজ ও সুন্দর চির সুন্দর এগান কালও সুন্দরই থাকবে এবং পরশু ও।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
খুব ভালো প্রয়াস। অভিনন্দন জানাই। ৭৮ বছর বয়সে এই গান শুনলে মন তো কেমন করবেই!
আরো সেসব দিনের গান শুনতে পেলে কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
বর্তমানে রঙ্গিন ছবির যুগেও এই গান গুলির মর্যাদা অনেক বেশি।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
আমি হেমন্ত বাবু র পরম ভক্ত । আমি যতই ওনার গান গুলো শুনি ততই নতুন মনে হয়
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
আমার প্রিয় একটা গান❤️
যখনি গানগুলো শুনি আবেগে আপ্লুত হয়ে পড়ি,চোখদুটো জলে ভিজে যায় অজান্তে🇧🇩🇧🇩
Ulouu
আমি নতুন প্রজন্মের হয়েও এ গান শুনে আসছি অনেকদিন ধরে,, যতো শুনি ভালো লাগে ❤❤❤❤
আমার বয়স ২০ বছর। এতো এতো আধুনিকতার ভীরে কেনো জানি আমার মোন টানে পুরনো দিনের দিকে। এক অজানা টান তারা করে, তাই ত এই গান গুলো সঙ্গী হয়ে আছে।
ভালোলাগা ❤
আহা!!!!!কি মধুর।।।সে না চলেগেলে হয়তো এই গানগুলো কখনও চেনা হতোনা।।।যাই হোক,,,সবমিলিয়ে আলহামদুলিল্লাহ
ধন্যবাদ গানটি শোনার জন্য।
ছোট বেলার থেকে শুনে আসছি ,আজ ও তেমনই ভালো লাগে ,💓♥️❤️👌
কতো সুন্দর গান গুলি,,,,,,শুনে খুব মেটেনা,,,,,,,,,যত শুনি ততই শোনার ইচ্ছা জাগে,,,,,,,,,,!!!!!!!
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য এবং গানটি শোনার জন্য।
আহা ! কি স্বর্গীয় অনুভুতি সুরে গানে, সেই ছোটো বেলা থেকেই কতবার শুনেছি তবুও বার বার শুনতে ইচ্ছে হয়।অসাধারণ....👍👌💐💐💐💐💐💐💐💐💐💐💐
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
আমার জন্মো ১৯৯৯সালে,এখন বয়স ২৩ই, তখনকার দিনে এই গানগুলো মানুষের মনোমুগ্ধ করেছে আর আগামী শতওবছর করবে।❤ 4:18 4:18 4:18 ❤❤
B&W pics of this pair made in heaven, with soft-flowing music and tranquil voice of Hemanta da.... What an awesome combo to calm one's nerves ❤
অসাধারণ সৃষ্টি সোনাবীজের। গানটা শুনতে শুনতে পুরোনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে। 🥰🥰
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
গান মোন ভোরে যায় মনের শান্তি দেয় অতিত মনে পড়ে
This song touches the heart evergreen respected singer pranam bhalo thakun
আজ চল্লিশ বৎসর ধরে শুনতেছী। এখনো নিশি রাত্রে একা শুনি।
আহা ! মন কেঁদে ওঠে সুরে সুরে !
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
কৈশরে প্রথম যেদিন এ গান শুনি তখন যেমন রোমাঞ্চিত হয়েছিলাম আজো তেমনিই হই।
এ গান যেন কখনোই পুরনো হবার নয়! 4:18
হেমন্ত আমার মনের কথাগুলো কিভাবে জেনে এই মিষ্টি সুর ঢেলে দিলেন 💞💞💞💞
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
Happy New Year-2023🌷💖
জানিনা আর কতবার শুনলে এই গানের তৃষ্ণা মিটবে...!
অপূর্ব . যতবার শুনি তত বার ভালো লাগে. 👌
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
আমার বয়স ৭২। সেই দিনেরপ্রেম কি ভুলতে পারি? তিনি আজ পরলোকগত। ওহ্ কি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের। এখন সেই ভালোবাসা আর কোথায়? অবশ্য আছে। তবে মনের প্রেম নয়। প্রণাম জানাই উত্তম কুমার ও হেমন্তমুখোপাধ্যায়কে। 🙏🙏
গানটি শোনার জন্য ও চমৎকার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা।
Vlo thakben...dua roilo
শেষ হওয়ার পর রেশ কাটতে অনেক সময় লেগেছে। অসাধারণ ফটোমিক্সিং।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।
গানগুলো যতই শুনিনা কেনো কোনোদিন পুরোনো হয়না প্রতিবারই যেনো নতুন লাগে।
কতদিন পর আমার প্রিয় আমার রুমে আসলো খোঁজ নিতে । অন্য একটা প্রয়োজন দেখালেও আমি তো জানি,, আসল কারনটা কি । আমি বরাবরই মনের আবেগ প্রকাশ করে দিই । কিন্তু ও বুঝতে দেয় না । ভীষন ভালোবাসি ওকে । অদ্ভুত এক মায়ায় পড়ে গেছি,, না দেখলে ভালো লাগে না । ❤
ও চলে যাওয়ার পর এই গানটি সার্চ করে শুনলাম । ৩রা মে ২০২৪ ।
আজ ২৪ এ ভরা যৌবনে শুনছি, ৪০ বছর পর বার্ধক্যেও শুনবো আর এদিনটাকে স্মরন করবো।
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
এই গানটার সাথে আমার জীবনের একটা ঘটনা আছে । যখনই এই গান শুনি তখনই মনে পড়ে ।১৯৮৫ সালের ঘঠনা ।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
Ki gotona?
এই গানগুলি যুগ যুগ ধরে বেঁচে থাকবে হৃদয়ে ❤️
গোটা সিনেমা যগৎ অমুল্য সম্পদ হারিয়েছে এমন সম্পদ আর কোন দিন মিলবেনা অমর শিল্পী উত্তম কুমার সুচিত্রা সেন
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
এটা কোন ছবির গান বলবেন প্লীজ
আহা হা ❤ কি মেদুরতা 🌹 মধুতে মধুতে মাখামাখি 🌿🌹🌿💜🌿💚🌿💚🌿💓🌿💐💐💐
Darun darun sundor 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
আমি 1972 থেকে সুনছি যদি ভুল না হয়ে থাকে। আজ 62 বছরে এসেও সেই গান সুনে আনন্দ পাই। তবে বুরো হয়ে গছি। কিন্তু ভাল বাসা ভালো লাগা শেষ হয় নি।❤❤❤ ❤❤ ❤❤ ❤❤
One of the best song of Hemonto Mukherjee, it touches the heart of all bangali, who witnessed the creation of this immortal song.reaches v v internal core of our heart.unprecedented!
দাদা আপনার ফটোমিক্স সত্যিই অপূর্ব। গানের সাথে খুবই প্রাসঙ্গিক। ভাল থাকবেন নমস্কার।
অনেক ধন্যবাদ দাদা। অনুপ্রাণিত হলাম কমেন্টে।
@@Sonabeej ◼️◼️◼️
@@Sonabeej 🇧🇦🇧🇦
@@Sonabeej on a call 😎
Hmm
অনেক পরিশ্রম করেছেন ।ছবির সাথে গানের প্রাসঙ্গিক করতে । ধন্যবাদ । ঢাকা বাংলাদেশ ।
আপনাকে অনেক ধন্যবাদ এ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিরন্তর।
Many thanks
মনে পড়ে যায়, পুরনো দিনের কত কথা ও কত ব্যাথা।
গানটা শুনলেই চোখের সামনে একটা অলীক প্রেমিকার অস্পষ্ট অবয়ব ভেসে ওঠে জীবনের শেষ প্রান্তে এসেও।
যতদিন বাংলা থাকবে, এই অনবদ্য সৃষ্টি গুলা ও বেঁচে থাকবে।
কেন যে চোখের কোণ ভিজে যায় মনের অজান্তেই!
হায় চিল, সোনালী ডানার চিল....
এই গানটি আমার জন্মের অনেক আগের।গানটি কেনো যানি ভালো লাগে। সত্যি অসাধারণ।
Mon bhore galo tomar e gan sune.Tomar selection er tulona nei.Ami jano kothao harie gelam E bhabei jari thakuk tomar gan
আপনাকে ধন্যবাদ এ চ্যানেলের গানের সাথে যুক্ত হওয়ার জন্য। এগুলো আমারও অনেক প্রিয় গান। ছোটোবেলা থেকেই শুনে আসছি, আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। এগুলো অমর, অজর, চিরসবুজ গান, আমাদের মনকে রাখে সজীব, সতেজ।
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
এসব গানের কোন জেনারেশন হয় না।আমার তো মনে হয় পৃথিবীর শেষ দিন অব্দি এই গান মানুষ গুন গুন করবে 🤍🤍
sotti ekdom thk kotha
দারুন বলেছেন।😊😊😊
হুম ঠিক বলছেন
গানটা শুনে সত্যিই চোখের জল ধরে রাখতে পারিনি।
❤
সত্যিই, আপনার photomix এক কথায় অনবদ্য l গানের সঙ্গে অত্যন্ত মানানসই l এরকম আরো চাই l
Saregama Bengagli তে upload করা গানগুলি ভালো, কিন্তু ছবিগুলো বেমানান l
সেই দুঃখটা আপনি দূর করে দিলেন l
অসংখ্য ধন্যবাদ আপনাকে l
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা। সত্যিই অনেক অনুপ্রাণিত ও উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
Apurbo! Khub bhalo laglo 👌 👌
Jemon Sundar gaan, temon Sundar synchronisation. Hemanta Kumar voice Uttam Kumar sathe sabcheye Sundar mele🥰
আমার জন্ম ২০০৩ এ তবুও আমি এই গান এর ভক্ত ❤️
২০২৩ এ ও শুনি 😇
Us❤
Us❤
জন্ম ১৯৯৬ সালে। কি যানি তাও আমার জন্মের আগের গানের উপর এতো আসক্ত কেন যানি না। তবে হ্যা পুরনো গান গুলো সোনার মতো গান। 🥰
মনের মতো কথা বলে মনটা শান্ত করে দিলে তুমি।
ঠিক , ঠিক ! হৃদয়ের অনুভব আর স্মৃতিচারণ-------এটাই খানিক Nostalgic করে তোলে। ❤ নেবেন।
প্রাণবন্ত সঙ্গিত, জীবনের রসদ আর প্রকৃতি প্রেমের ছোঁয়া রয়েছে প্রতিটি শব্দে।
আজ থেকে 30 বছর আগে কলেজ থেকে ফেরার পথে একটা বাড়িতে প্রায় এই গানটা সোনার জন্য দাঁড়িয়ে যেতাম আমার পছন্দের গান।
These songs of Hemant Kumar are evergreen, eternal and unique creation for lifetime and will inspire present and future generations to come, there is no doubt about it
Hundred percent SURE
SIR
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
হারিয়ে য়াওয়া সেই প্রিয় মানুষ টা যদি সত্যি ফিরে আসতো......
আমার প্রিয় নায়ক নায়িকা। কত বার শুনেছি বলতে পারবো না।কতশত বার গান গুলো লোড করেছি সেটাও ভূলে গেছি। ভূলবো না কখনও মহানায়ক আর মহা নায়িকাকে। আমার মৃত্যুর সময় যেন আমার বাবা মার পরে তাদের ছবি ভেসে উঠুক আমার চোখের সামনে। এ-ই কামনা করি। প্রণাম -হাজার কোটি প্রণাম রইল উনাদের পদপাদ্যে।
💝👌💝👌💝👌💝👌💝👌
কখনো পুরোনো না হবার গান।
চীর নতুন...
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
Katodin pare ele
3:17
আড়াল - আবডালে বসে ভালোই লাগে এই গান শুনতে স্মৃতিচারণ করে।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
কতদিন পরে শুনে ......
আহ্! কী আবেদন। সারাজীবনের গান।
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ-২০২৩-এর শুভেচ্ছা নিন।
Heart touching song... How to describe their deeply love each other!! Thw more I hear the sweeter it gets... People are lost, this song will never be lost.
কি অসাধারণ গান , শুনতে শুনতে অতীতের দিন গুলোতে হারিয়ে গেলাম ।
এই গানগুলো আমার জীবন খাতার স্বরলিপি, চোখের জলে সব পুরোনো নেগেটিভ গুলো ওয়াশ হয়ে যায়, মনে হয় আজকের রঙীন ছবিদের চেয়ে সাদাকালো ছবিগুলো কত আপন ছিল
2024 a ase oh gan gula khub ei pochonder bises kore amar ma er mayer karonei ai gan gular proti aro besi vlo laga kaj kora ❤️
Eto sundor gan mon je chue galo ashadharon sundor gan my favourite song i love this song. Ki kore bojhabo shordheo silpi ke amar soto soto pronam janai .
মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, আন্তরিক শুভেচ্ছা রইলো!!
আমিও শুনেছি
আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।
অসাধারণ প্রচেষ্টার জন্য রইল নমস্কার। খুব ভাল লাগল।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
ভগবান তুমি আমাকে নিয়ে নাও কিন্তু এই প্রতিভাবান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়-কে আবার আমার মাতৃভূমিতে ফিরিয়ে দাও।🙏🙏
Unforgettable song, long long ei gaan, 1000 bosar pore ei gaan jinonto thakbe,
গান হল মনের খোরাক। আর সেই গানটি। আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে
Balar moto bhasa nei chup chap sunte hoi great
কত দিন পরে এলে,,,,, আহ্ যদি কখনো এভাবে ফিরে আসতে,,, ক্ষণিকের জন্য হলেও!!
বিশেষ করে নির্জনে একাকি রাত ১২ টার পর কত বার যে ছাত্রজীবনে এ গান গুলো শুনেছি তার ইয়ত্তা নেই । আজ সবই স্মৃতি।
That was maybe 1986 got down from bus and spotted him on the opposite foot near Rabindra Sarovar putting his shawl on the back after getting down from his car..face was familiar somebody said " that's Hemanta"...that was the only time I saw the legend
না বলতে পারার ভিড়ে, হাজারো কথা আজীবন মনের অন্তরালে থেকে যায়। প্রিয় মানুষটার,, শুনতে চাওয়ার অভাবে আর কখনো বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। তবুও কোথাও যেন থেকে যায় এক দীর্ঘ অপেক্ষা....
Firoz Sarkar (Rupa❤)
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।
অপূর্ব সুন্দর অমর সিনেমার জুটির অমর গান।
ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
আহা কি অসাধারণ গানের কথা, যতশুনি শুনতেই মনে চায়,,,😢