উৎপলা গোস্বামীর গান
উৎপলা গোস্বামীর গান
  • 35
  • 5 561
কিছু সত্যিকারের আলো নিতে আমি তোমার কাছে আসি। নিবেদিতা মিত্র
কিছু সত্যিকারের আলো নিতে
আমি তোমার কাছে আসি।
ঝাড়বাতিটা নিভিয়ে দিলে অনেক খুশি হব।
আমি প্রদীপ ভালোবাসি।
ছোট ছোট স্বপ্নগুলো সত্যি করে নিতে,
জীবন-খাতার পাতায় পাতায়
রঙের বাহার দিতে,
তোমার মনের কাছে আসি।
ঝাড়বাতিটা নিভিয়ে দিলে অনেক খুশি হব
আমি প্রদীপ ভালোবাসি।
বে-ঠিকানার দিলরুবা আজ
প্রশ্ন রেখে যায় ,
তোমায় আমায় কোন রাগিণী,
পৌঁছে দিতে পারবে ওগো সঠিক ঠিকানায়?
শরম- রাঙা আলোর লগন,
মরম ছোঁয়া হাসি,
জীবনের এই বাসর ঘরে
নাইবা হল পাওয়া---
শুধু থাকবো পাশাপাশি।
ঝাড়বাতিটা নিভিয়ে দিলে অনেক খুশি হব,
আমি প্রদীপ ভালোবাসি।
Переглядів: 60

Відео

ওই আকাশ আমায় বলল। শ্যামলী ভট্টাচার্য। তবলায় অশোক ভট্টাচার্য
Переглядів 7614 годин тому
ওই আকাশ আমায় বলল, মনটাকে তুমি আকাশ করো না । তোমার আপনকে তুমি খোঁজো, তাই তো মনের আয়নার ছবি ধরেছি। বল , খুব কি ভুল করেছি? বাঁধভাঙ্গা নদী আমায় ডেকে বলল, ' হৃদয়- দুয়ার খোলো। নিষেধের জালে বেঁধে আপনাকে, বৃথা কেন তুমি জ্বলো?' তাই বন্যা হয়ে তোমার হৃদয় ভাসিয়ে দিয়েছি। বলো,কতটুকু ভুল করেছি? আজ পদ্মকলিকে দুহাতে জড়িয়ে,বিস্ময়ে আঁখি মেলেছ। বল,আগে কি কখনো পদ্ম- কলিকে এতটুকু ভালোবেসেছো? হৃদয়ের সাথে...
তুমি পারো কি আমায় নিয়ে যেতে। শর্মিষ্ঠা বিশ্বাস
Переглядів 19414 днів тому
তুমি পারো কি আমায় নিয়ে যেতে, অন্য কোথাও, অন্য কোনোখানে? আমার মনের মত গান, আমি গাইতে পারি যেখানে। পারো কি অন্য কোন সূর্যের আলোতে আমার জীবনটাকে পৌঁছে দিতে? তুমি পারবে কি বুঝে নিতে, যে কথা বলেছি আমি গানে গানে। হৃদয়-সীমানায় সাগর স্বপন, নীলাভায় শিহরণ যখন তখন, তোমায় আমায় কোথা নেয় যে কখন। বলোনা পারবে কি না ওই দূর আকাশে, আমার মত আঁখি মেলে দিতে? তুমি পারবে কি জীবনের তরী ভাসাতে, এক নতুন জীবন সন্ধ...
সাগর তুমি কথা বলো। সেবন্তি গোস্বামী। তবলায় অশোক ভট্টাচার্য। হারমোনিয়াম নিবেদিতা মিত্র
Переглядів 11521 день тому
সাগর তুমি কথা বলো, আমার কথা শেষ হলেও। সাগর তুমি বয়ে চলো, আমার গতি থেমে গেলেও। সবুজ নীলে মাখামাখি, সাগর তব দুটি আঁখি। পাইনা যে তার একটু রং তোমার মাঝে ডুব দিলেও। বালুকাবেলায় চরণ রাখি, অবাক চোখে চেয়ে থাকি। ভাবি, অনাদিকালের উৎস থেকে, ছিল না তো কোন ঢাকাঢাকি। চাঁদ সুরজের ভালোবাসা বহতা পৃথিবী দেখে গেলেও, সূর্য প্রতিবাদ করে না কখনো, চাঁদকে সাগর বুকে নিলেও।
মা গো বাঁশি নিয়ে এসে। নিবেদিতা মিত্র শ্যামলী ভট্টাচার্য শর্মিষ্ঠা বিশ্বাস।তবলায় অশোক ভট্টাচার্য
Переглядів 11528 днів тому
মাগো বাঁশি নিয়ে এসে, দাঁড়াও মোহন বেশে। নয়ন ভরে দেখি তোমায় বরণ করি হেসে। রক্ত-ঝরা এই পৃথিবী ভালো লাগে না , সৃষ্টিসুখের আন্দোলনে হৃদয় ভাসে না । তোমার ছেলে মেয়েরা আজ হাসতে পারে না । মিনতি আজ দাঁড়াও মাগো চন্দ্রাননী বেশে। আমরা কজন মিলেছি এই শ্যামা পূজার রাতে । এই তিথিটি থাকবে না আর আগামীকাল প্রাতে । ছদ্মবেশী তস্করেরা ঘোরে, রংবাহারি সাজে। অপহৃতা মা-লক্ষ্মী লাগছে বাজে কাজে। শাক্ত পদে বশ মানে না...
আমার স্বপ্নে দেখা চন্দ্রকলার রাত। সঞ্চারিণী মিত্র
Переглядів 50Місяць тому
আমার স্বপ্নে দেখা চন্দ্রকলার রাত, আমার হৃদয় জুড়ে ভালোবাসার সাধ, তুমি অবুঝ হয়ে ফিরিয়ে দিও না। আমার এই আসমানী-রং মন, বাউরি হয়ে ওঠে গো যখন, তোমার ঐ শ্রবণে সে তোলে অভিমানী সুরের গুঞ্জরণ। তুমি যেন ভুল বুঝো না। জীবনে অনেক বসন্ত অকারণে হলো মরুময়। তৃষ্ণা জীবনেরই নাম। সে যে বৃথা হারাবার নয়। মেঘ-ভাঙা চাঁদের আমন্ত্রণ, রূপোলী রাতের স্বপন, আমার এই আঁখির কিছু ভাষা যদি তোমায় করে উন্মনা না, না, তুমি লজ...
সুবাসের খোঁজে এসো না আমার কাছে। নিবেদিতা মিত্র
Переглядів 71Місяць тому
সুবাসের খোঁজে এসো না আমার কাছে। আমি এক নিহত গোলাপ, কিছু পাপড়ি পড়ে আছে। কবে কোন বসন্ত- সন্ধ্যায়; ভ্রমর সহসা ছুঁয়েছিল। ক্ষণিকের মোহ শুধু ব্যথা দিল আজ তার স্মৃতি পড়ে আছে। খসে পড়া পাপড়ি দেখেও, সুবাস যে নেই তা জেনেও, তোমার লেখনী সুষমা কেন মুছে দিতে চায় ম্লানিমা? কাব্যের আঙিনায় ঘুরে জীবনের দাবি মেটে না। পৃথিবীর অংকটা মেলাতে, জেনো, যেতে হবে আর কারো কাছে।
আজ সবার সাথে মৈত্রী বন্ধন হবে। নিবেদিতা মিত্র শর্মিষ্ঠা বিশ্বাস শ্যামলী ভট্টাচার্য।
Переглядів 91Місяць тому
আজ সবার সাথে মৈত্রী বন্ধন হবে । এই শারদীয়া উৎসবে, কিছু দেবে , কিছু নেবে, এভাবেই আমাদের মহামিলন জেনো হবে । ঘরে ঘরে আজ শপথ নেবার, এসেছে এই শুভ লগ্ন। মোরা ঐক্যের মন্ত্রে যে মগ্ন। জাত ও ধর্মের বিভেদ ভুলতে হবে হবে। ধনধান্যে ভরা ভারত ভূমি, শুভ শরতের শোভা আকাশ চুমি। এসো তুমি এসো এসো রাম ও রহিম। মোরা একসাথে নমি ভারত ভূমি । বিজয়া সম্মিলনী আসে বারবার। শুধু আনন্দ পদাবলী গাওয়া নয়। হাতে হাত মিলিয়ে, দেশ...
এ গানটা হারিয়ে গেলে আরো একটা গান লিখে নেব। নিবেদিতা মিত্র সঞ্চারিনী মিত্র
Переглядів 159Місяць тому
এ গানটা হারিয়ে গেলে , আরো একটা গান লিখে নেব। জ্ঞানের কাছে হাত বাড়িয়ে, ধ্যানে সে গান সেধে নেব। শ্রুতি স্বরের মূর্ছনাতে, নতুন সে গান সাজিয়ে নিয়ে, কল্পলোকের রংবাহারি সুরে সে গান ভরিয়ে নেব। কথামালার প্রথম কথা মনের মাঝে বাঁধে বাসা। বাকি কথা আপনি আসে, আপনি আসে ভালোবাসা। যে সুর প্রাণে বাজায় বাঁশি কথা যে তার পাশাপাশি । কথা সুরের ঝর্ণাধারায়, আবার সে গান বেঁধে নেব।
কারো মন কখনো বাঁধা যায় না। শ্যামলী ভট্টাচার্য
Переглядів 1892 місяці тому
কারো মন কখনো বাঁধা যায় না। যদি সে নিজে না ধরা দেয়, তাকে আপন করাও তো যায় না । ভালোবাসা পাওয়ার আশা থাকলে, কোনো মনকে মনের কাছে ডাকলে, যদি সেই মনে বসন্ত না আসে, তবে ভালোবাসাও পাওয়া যায় না। চলার পথে তাই মনে হয়, এ জীবন জীবন তো নয়। অংকের ভুলে আমি ব্যর্থ কিছুই হলো না সঞ্চয়। জীবনের বালুকা-বেলায়, ঝিনুক কুড়োতে গেল বেলা। বোঝা আজ হয়েছে ভারি, তাই মুক্তো খুঁজতে মন চায় না।
তোমায় কবে যে প্রথম দেখেছি। শর্মিষ্ঠা বিশ্বাস
Переглядів 1652 місяці тому
তোমায় কবে যে প্রথম দেখেছি মনে নেই। সুরের আসরে দেখেছি, মনে আছে শুধু এই । দেখেছি তোমায় সুরের ধ্যানে মগ্ন হতে, রাগ রাগিণী আর ছন্দ লয়ের লীলা খেলাতে। মনে আছে শুধু এই। কী যেন বলেছিলে নীরব ভাষায় , আরো কিছু লেখা ছিল চোখের তারায় , অনুভব ডুব দিল কোন গভীরে, এ হৃদয় কোথায় হারায়? রিনরিন রিনরিন সুরের মায়া, আলো-ছায়া মায়ালোকে ফিরে ফিরে যাওয়া। ভুলে যাওয়া শুধু এই । মনে থাকে শুধু এই।
এই যে সাগর ওই যে পাহাড়। সেবন্তী গোস্বামী
Переглядів 3042 місяці тому
এই যে সাগর ওই যে পাহাড়। সেবন্তী গোস্বামী
ভরা ভাদরের শেষ রাগিণী। শর্মিষ্ঠা বিশ্বাস। শ্যামলী ভট্টাচার্য
Переглядів 2082 місяці тому
ভরা ভাদরের শেষ রাগিণী, দিয়ে গেল শারদীয়া সুর। আমি যে নিয়েছি তারই সরগম, ভরে দিতে তব মনপুর। নীল নীল ঐ আকাশ পরে শরৎ শশীর চন্দ্রিমা, মুছে দেয় যত ম্লানিমা, মনোমন্দিরে বাজে গো নুপুর। চির- বিরহী আমার এ মন, খুঁজে ফেরে কোন অরূপ রতন। সবার ভালোয় আমার ভালো, সেই তো আমার অন্বেষণ। শারদোৎসব উদযাপনে, আমিও আছি গো তোমাদেরই সনে। তোমাদেরই সাথে কন্ঠ মেলাবো, থাকি আমি যেথা যতদূর।
কেন যে তোমার মনের মত কিছুতেই হতে পারিনা। সঞ্চারিনী মিত্র
Переглядів 603 місяці тому
কেন যে তোমার মনের মত, কিছুতেই হতে পারি না। কেন জীর্ণ খাতা সরিয়ে রেখে নতুন খাতায় ছবি আঁকি না? সোনালী দিনের কথা ভেবে, বল সান্ত্বনা কত দেবে? অনুভব সবই হারিয়ে যায়, জাগাতে তাকে পারি না। খুব কি বেশি চেয়েছি? রামধনু -রাঙা জীবনের বিনিময়ে, বলো না কী বা পেয়েছি? গোলাপি মনের আভা ছড়িয়ে, দুখের কাঁটায় গেছি জড়িয়ে। সোনার হরিণ সু যে আলেয়া, (তাই) সুখের খোঁজে যাই না।
আমি দুঃখ পেলে তুমি খুশি থাকো। নিবেদিতা মিত্র
Переглядів 303 місяці тому
আমি দুঃ পেলে তুমি খুশি থাকো। আমি চাইলে দু'চোখ, চো বন্ধ রাখো। আমি কইলে কথা, তুমি নীরব থাকো । আমি স্তব্ধ হলে , কথা কইতে থাকো। বিনিময় নিতে মন কভু নয়তো রাজি। জানি বন্ধু, তুমি তাই বৈরী আজি। প্রয়োজন হল শেষ, তাই সরে থাকো। এ যে ভাগ্য আমার তুমি সুখে থাকো।
স্বপ্নের সীমানা আমার অজানা।
Переглядів 4443 місяці тому
স্বপ্নের সীমানা আমার অজানা।
আহা, মেঘলা আকাশ বৃষ্টি আবার এলো। শ্যামলী ভট্টাচার্য
Переглядів 1873 місяці тому
আহা, মেঘলা আকাশ বৃষ্টি আবার এলো। শ্যামলী ভট্টাচার্য
আবার বরষা এলো রে এলো রে। শর্মিষ্ঠা বিশ্বাস
Переглядів 1643 місяці тому
আবার বরষা এলো রে এলো রে। শর্মিষ্ঠা বিশ্বাস
ঝরোঝরো বাদল রাতে। সেবন্তি গোস্বামী
Переглядів 3394 місяці тому
ঝরোঝরো বাদল রাতে। সেবন্তি গোস্বামী
বর্ষা আসে বর্ষা যায় / সঞ্চারিণী মিত্র
Переглядів 1464 місяці тому
বর্ষা আসে বর্ষা যায় / সঞ্চারিণী মিত্র
শ্রাবণ আমায় কি গান শোনায়। নিবেদিতা মিত্র
Переглядів 604 місяці тому
শ্রাবণ আমায় কি গান শোনায়। নিবেদিতা মিত্র
কতদিন দেখিনি তোমায় প্রিয় এসো একবার। শ্যামলী ভট্টাচার্য
Переглядів 1724 місяці тому
কতদিন দেখিনি তোমায় প্রিয় এসো একবার। শ্যামলী ভট্টাচার্য
মনের গায়ে জড়িয়ে নিয়েছি গেরুয়া রঙের ওড়না। শর্মিষ্ঠা বিশ্বাস
Переглядів 1445 місяців тому
মনের গায়ে জড়িয়ে নিয়েছি গেরুয়া রঙের ওড়না। শর্মিষ্ঠা বিশ্বাস
সে কেমন ভালবাসা কে জানে। সেবন্তী গোস্বামী
Переглядів 1825 місяців тому
সে কেমন ভালবাসা কে জানে। সেবন্তী গোস্বামী
থাকো তুমি বহুদূরে। সঞ্চারিনি মিত্র
Переглядів 1425 місяців тому
থাকো তুমি বহুদূরে। সঞ্চারিনি মিত্র
নিরুদ্দেশের পথে হারিয়ে যাবো। নিবেদিতা মিত্র।
Переглядів 1105 місяців тому
নিরুদ্দেশের পথে হারিয়ে যাবো। নিবেদিতা মিত্র।
বরুণা সেনগুপ্ত / যেওনা যেওনা শ্যাম এখনি
Переглядів 1005 місяців тому
বরুণা সেনগুপ্ত / যেওনা যেওনা শ্যাম এখনি
কতদিন জোৎস্না দেখিনি। শ্যামলী ভট্টাচার্য।
Переглядів 1646 місяців тому
কতদিন জোৎস্না দেখিনি। শ্যামলী ভট্টাচার্য।
স্বপ্ন কখনও কখনও সত্যি হয়।শর্মিষ্ঠা বিশ্বাস।তবলায় অশোক ভট্টাচার্য
Переглядів 1306 місяців тому
স্বপ্ন কখনও কখনও সত্যি হয়।শর্মিষ্ঠা বিশ্বাস।তবলায় অশোক ভট্টাচার্য
একাদশীর চাঁদ উঠেছে। সেবন্তি গোস্বামী। তবলায় অশোক ভট্টাচার্য
Переглядів 1856 місяців тому
একাদশীর চাঁদ উঠেছে। সেবন্তি গোস্বামী। তবলায় অশোক ভট্টাচার্য