আমি দুঃখ পেলে তুমি খুশি থাকো। নিবেদিতা মিত্র

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • আমি দুঃখ পেলে তুমি
    খুশি থাকো।
    আমি চাইলে দু'চোখ,
    চোখ বন্ধ রাখো।
    আমি কইলে কথা,
    তুমি নীরব থাকো ।
    আমি স্তব্ধ হলে ,
    কথা কইতে থাকো।
    বিনিময় নিতে মন কভু
    নয়তো রাজি।
    জানি বন্ধু, তুমি
    তাই বৈরী আজি।
    প্রয়োজন হল শেষ,
    তাই সরে থাকো।
    এ যে ভাগ্য আমার
    তুমি সুখে থাকো।

КОМЕНТАРІ •