বর্ষা আসে বর্ষা যায় / সঞ্চারিণী মিত্র

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • বর্ষা আসে বর্ষা যায়
    একবার মন যদি হারায়
    তাকে ফিরে পাওয়া কি আর যায়?
    সোনা- ঝরা জীবনের দিন
    তোমাকে তো দিয়েছিনু ঋণ।
    আছে কি লেখা বাকির খাতায়?
    ভালোবেসেছি আমি তোমায়।
    কত দেশ ঘুরে এই সেই আমি,
    নিজ বৃত্তেই আছি থামি ।
    যেমন সূর্যকে ঘুরে ঘুরে পৃথিবী ,
    নিজ বৃত্তেরই হয় অনুগামী।
    ঝিরঝির ঝির ঝিরঝির বৃষ্টির এ দিন ,
    মন যে আর হয়না রঙিন।
    কোথা পাবো যাকে হিয়া চায়?
    ভালবাসবে যে শুধু আমায়।

КОМЕНТАРІ •