বাঃ! খুব ভালো লাগলো। ঠিক কথা.. গন্তব্যের মতো গন্তব্যে পৌঁছানোর পথটা আর তার সাথে মিশে থাকা ছোটো ছোটো অনুসঙ্গগুলো যাদের প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করে ও পরম প্রাপ্তির মতো এক তৃপ্তি দেয় তারাই প্রকৃত ভ্রমণ পিপাসু।💛❤️
এককথায় অসাধারণ ভিডিও দেখলাম। দারুন ঘুরে বেড়ালাম আপনাদের সঙ্গে। শিবাজী ভাই, আপনি ৫০ , আমি ৫৬। কলকাতার বেহালা র সরসুনা থেকে। আপনার মত আমার ও ভীষণ এনার্জি। আমি ও বেড়াতে গেলে এখনও সেই পরিবেশের রূপ রস বর্ণ গন্ধ সব চেটেপুটে উপভোগ করি। ভাই শিবাজী এভাবে আমাদের সঙ্গে নিয়ে দীর্ঘ দিন আপনাকে বেড়াতে হবে। থামলে একদম চলবে না বলে দিলাম। পৃথবীজিৎ আর অনিকেত ভাই য়ের গলায় গান আরও জমিয়ে দিল। গান গাওয়া মানুষ তো, গান ছাড়া ভাবতে পারি না। সববাই ভাল থাকবেন।
অসাধারণ লাগলো ব্রজমোহনপুর ও চারপাশের মানুষের গ্ৰাম্যময়তা ও তাদের আতিথেয়তা ভোলার নয়। আর আপনার উপস্থাপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই ভাবে এগিয়ে চলুন শিবাজী দা আমরা আপনার সাথে আছি 💐💐💐💐💐💐
'আজকেই আসা হল নাকি ' কথাগুলো খুব চেনা । ভাববাচ্যে বলা এই শব্দবন্ধ যে কতবার শুনেছি অনেক দিন পর গ্রামের বাড়ি গেলে । সাদামাটা অথচ আন্তরিক মানুষ গুলোকে খুব ভালো লাগল। আর পৃথ্বীজিতবাবুকে অনেক দিন পর দেখে ভাল লাগল।
দারুন লাগল। গ্রাম আমার সব সময় প্রিয়। আমি যার জন্য মাঝে মধ্যে আমার গ্রামের বাড়ি যাই। শহরের এই ব্যাস্ত জীবন ছেড়ে কয়েক দিন একটু অবসর সময় কাটানো। তার পর পৃথ্যিজীৎ বাবুর অসম্ভব সুন্দর গাড়ীতে গান। Is iceing on the cake. খুব সুন্দর একটা outing. খুব খুব ভাল লাগল।,👍
পৃথ্বীজিৎ বাবুকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো,এক কলি রাগপ্রধান গানে কুয়াশা মাখা শীতের সকাল পুরো জমে গেল। গ্রাম্ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আমাদের মত শহুরে মানুষদের কাছে এই রকম গ্রাম্য পরিবেশ চিরকালই খুব আকর্ষণীয়। আজ ও আপনার ব্লগে নতুনত্বের ছোঁয়া পেলাম।
সাত সকালে শ্রদ্ধেয় Prithi দার শুধু গলায় শাস্ত্রীয় সঙ্গীত হৃদয়ে গেঁথে থাকবে !!....Prithi da & Aniket দার ভালোবাসা মাখা কথার খুনঁসুটি very entertaining!!....Shibaji da পঞ্চাশ বছর বয়সে গাছে উঠে ছেলে বেলায় হারিয়ে গেল !!.....পাঁঠার মাংস ও নদীর মাছে জিভে জল!! ......background এ একতারা অনবদ্য!!....শেষে নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে পড়ে গেল আজ বাংলার অন্যতম সেরা কবি জীবনানন্দ দাশের জন্মদিন!!🌹❤🙏🏻 তাই বলতে ইচ্ছে করছে ......"আবার আসিব ফিরে .....ধানঁসিড়িটির তীরে , এই বাংলায়".....অসংখ্য ধন্যবাদ Shibaji da!!🙏🏻❤🌹💐🌼🏵👍❤🙏🏻
শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু শান্ত পরিবেশ এ সময় কাটানো এবং fresh oxygen নেওয়া খুব দরকার। এই blog টা সেইরকম , ধন্যবাদ Explorer Shibaji দা কে এরকম একটা blog share করার জন্য।
darun 👍👌 gram banglar sotti khub sundor .ato sabuj chok juriay jai . ki sundor hospitality. mongola k khub valo laglo. was missing pritthijitda and his voice. aniket o gan ta valoi gai..apnar ai anami jaigar choto tour gulo vishon valo lagay. ok will wait for next vlog 👌👍
Bha khub laglo video ta.Amar ekbar darakeswar jabar iccha chilo ei video ta dekhe icche arro bere gelo.chobir moto sundor gram apurup vabe apni video te tule dhorechen.👍😀
শৈশব আর সরলতা এখনও হারিয়ে যায়নি। আমরাই ভুল জায়গায় খুঁজে বেড়াই। অরিজিৎদা আর মঙ্গলা কে দারুণ লাগলো। খুবই অকৃত্রিম আর সহজ সরল স্বাভাবিক। অনিকেত এর গলাও মিঠে আছে।
অরিজিৎ দা কে অনেক দিন পর দেখে খুব ভালো লাগল। আমরা যখন শিবাজী স্যারের কাছে পড়তাম, অরিজিৎ দা সব দেখভাল করত। পৃথ্বীজিত দার উপস্থিতিতে আপনাদের যুগলবন্দী আলাদা মাত্রা এনে দেয়।
বাঃ! খুব ভালো লাগলো। ঠিক কথা.. গন্তব্যের মতো গন্তব্যে পৌঁছানোর পথটা আর তার সাথে মিশে থাকা ছোটো ছোটো অনুসঙ্গগুলো যাদের প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করে ও পরম প্রাপ্তির মতো এক তৃপ্তি দেয় তারাই প্রকৃত ভ্রমণ পিপাসু।💛❤️
এককথায় অসাধারণ ভিডিও দেখলাম। দারুন ঘুরে বেড়ালাম আপনাদের সঙ্গে। শিবাজী ভাই, আপনি ৫০ , আমি ৫৬। কলকাতার বেহালা র সরসুনা থেকে। আপনার মত আমার ও ভীষণ এনার্জি। আমি ও বেড়াতে গেলে এখনও সেই পরিবেশের রূপ রস বর্ণ গন্ধ সব চেটেপুটে উপভোগ করি। ভাই শিবাজী এভাবে আমাদের সঙ্গে নিয়ে দীর্ঘ দিন আপনাকে বেড়াতে হবে। থামলে একদম চলবে না বলে দিলাম। পৃথবীজিৎ আর অনিকেত ভাই য়ের গলায় গান আরও জমিয়ে দিল। গান গাওয়া মানুষ তো, গান ছাড়া ভাবতে পারি না। সববাই ভাল থাকবেন।
অসাধারণ লাগলো ব্রজমোহনপুর ও চারপাশের মানুষের গ্ৰাম্যময়তা ও তাদের আতিথেয়তা ভোলার নয়। আর আপনার উপস্থাপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই ভাবে এগিয়ে চলুন শিবাজী দা আমরা আপনার সাথে আছি 💐💐💐💐💐💐
সব থেকে সেরা ভিডিও। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল।এর ভাগ হবে ণা।।।।।Neet and clean.
ভিডিওর শুরুতেই পৃথ্বীজিত বাবুর অসাধারণ গান মুগ্ধ করল। এই জাতীয় গান আরও হলে খুব ভালো লাগত।
আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। 🙏🙏
একদম রূপসী বাংলা। মনমুগ্ধকর ভিডিও।
এই ভিডিওটি আমাকে অপূর্ব সুন্দর লাগলো আমার যেন সমস্ত মন প্রাণ জুড়িয়ে গেল দেখে অনেক অনেক ধন্যবাদ শিবাজী দা
Khub bhalo laglo video ta ekta natural
Feel pelam grambanglar ....... 👌👍
অনেকদিন পর পৃথ্বীজিত দার নতুন করে আবির্ভাব হলো ...এবং আগের থেকে শরীর ও মনের মধ্যে অনেক পরিবর্তন লক্ষণীয়..
Ai to amdr gram bangla...ruposhi bangla ❤
Osadharon sundor koto gulo muhrto, gram banglar kichu sundoor chabi ek sorol upohar 🙏🙏🙏🙏🙏
'আজকেই আসা হল নাকি ' কথাগুলো খুব চেনা । ভাববাচ্যে বলা এই শব্দবন্ধ যে কতবার শুনেছি অনেক দিন পর গ্রামের বাড়ি গেলে । সাদামাটা অথচ আন্তরিক মানুষ গুলোকে খুব ভালো লাগল। আর পৃথ্বীজিতবাবুকে অনেক দিন পর দেখে ভাল লাগল।
Bhairavi alaap in the morning by Prithwijit is lovely!
Just darun 👌👌💞💞 .gramer poribesh to khub valo lage 👌👌💞💞khub sundor 👌👌❤️
দারুন লাগল। গ্রাম আমার সব সময় প্রিয়। আমি যার জন্য মাঝে মধ্যে আমার গ্রামের বাড়ি যাই। শহরের এই ব্যাস্ত জীবন ছেড়ে কয়েক দিন একটু অবসর সময় কাটানো। তার পর পৃথ্যিজীৎ বাবুর অসম্ভব সুন্দর গাড়ীতে গান। Is iceing on the cake. খুব সুন্দর একটা outing. খুব খুব ভাল লাগল।,👍
দারুন দাদা মনটা মুগ্ধ হয়ে গেল গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
Darun laglo, awasome tomader ei arambagh safar r aro bhalo laglo kochi panthar jhol diea bhat khawa
দাদা তোমার ভিডিও সাথে পৃথবীদার গান শুরু টাই এতো ভালো লাগলো.
Khub shundor laaglo.. amar chotobelar mama barir katha mon ae porey gyalo
Khub misti grammo jibon, serokomi misti background score ... khun shundor ...
পৃথ্বীজিৎ বাবুকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো,এক কলি রাগপ্রধান গানে কুয়াশা মাখা শীতের সকাল পুরো জমে গেল। গ্রাম্ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আমাদের মত শহুরে মানুষদের কাছে এই রকম গ্রাম্য পরিবেশ চিরকালই খুব আকর্ষণীয়। আজ ও আপনার ব্লগে নতুনত্বের ছোঁয়া পেলাম।
Khub bhalo laglo.Apnar proti ti vedio te notun rokom anando pai.
Khati bangalir proman cha with basi ruti...👍👍👏👏😝😝😝😝😝❤❤❤
Bah! Khub bhalo laglo video ta
আপনার ভিডিও দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এককথায় অসাধারণ !
বাঃ,খুব ভাল। এই সব ভি ডি ও গুলো মনে কেমন একটা প্রশান্তি সঞ্চার করে। ধন্যবাদ। 🙏
অসাধারণ লাগলো, just অসাধারণ! এতো সুন্দর অনুভূতির দৃশ্য পেলাম। মন ভরে গেল।👌👌👌
সাত সকালে শ্রদ্ধেয় Prithi দার শুধু গলায় শাস্ত্রীয় সঙ্গীত হৃদয়ে গেঁথে থাকবে !!....Prithi da & Aniket দার ভালোবাসা মাখা কথার খুনঁসুটি very entertaining!!....Shibaji da পঞ্চাশ বছর বয়সে গাছে উঠে ছেলে বেলায় হারিয়ে গেল !!.....পাঁঠার মাংস ও নদীর মাছে জিভে জল!! ......background এ একতারা অনবদ্য!!....শেষে নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে পড়ে গেল আজ বাংলার অন্যতম সেরা কবি জীবনানন্দ দাশের জন্মদিন!!🌹❤🙏🏻 তাই বলতে ইচ্ছে করছে ......"আবার আসিব ফিরে .....ধানঁসিড়িটির তীরে , এই বাংলায়".....অসংখ্য ধন্যবাদ Shibaji da!!🙏🏻❤🌹💐🌼🏵👍❤🙏🏻
খুব ভালো লাগলো অনেক পুরোনো স্মৃতি masir বাড়ির কথা মনে পড়ে গেল thank you Shibaji da
Manush gulo koto simple koto bhalo.......🙏🙏🙏❤❤❤
গ্রাম্য প্রকৃতি রং ও সূক্ষাতিসূক্ষ অনুভূতিগুল হৃদ মাঝার এ গেঁথে নিলাম।
মনে আনন্দ , প্রাণে সুখ আর চোখের আরাম
গ্রাম বাংলার আহা কি রূপ , সেলাম দাদা সেলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সবুজ দেখানোর জন্য।
স্যার.. আপনি খুব সুন্দর করে প্রকৃতির অপরূপ দৃশ্য তুলে ধরেন..🙏
Dada mon bhore gelo eto sundor khub valo laglo
thank you graam banglar odvut soundorjo ke tule dhorar jonno
আপনার ভিডিও গুলো দেখলে মনটা আনন্দে ভরে যায়।
খুবই দারুন লাগলো গ্ৰাম বাংলার দৃশ্য দেখে...
অপূর্ব সুন্দর একটা ছবি তুলে ধরলেন ...
ধন্যবাদ...
Arijit namer lokera khub valo hoi...darun lagche ei episode gulo...choker Shanti...moner shanti...
Khub valo laglo.Gramer.sabuj monke Nara day.
গ্রামে র জীবনের বিভিন্ন দিকগুলো দেখতে পাওয়া গেলো। ❤❤
গ্রামে র মানুষের আতিথেয়তা আবার একবার দেখতে পেলাম। 💖💖
ভীষণ ভালো লাগল । শুভেচ্ছা রইল অনেক ।
শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু শান্ত পরিবেশ এ সময় কাটানো এবং fresh oxygen নেওয়া খুব দরকার। এই blog টা সেইরকম , ধন্যবাদ Explorer Shibaji দা কে এরকম একটা blog share করার জন্য।
Heavvy heavvy jio boss chaliye jao... 👍👍👍
Khub bhalo laglo.....specially Shib Mondir ta asadharon laglo.....nami jaiga r theke choto garmmo jaigo gulo dekhte beshi bhalo lage....
এরকম গ্রামে প্রকৃতির মাঝে দু একদিন কাটানো কিন্তু বেশ লাগে ❤
গাছে ওঠাটা দারুন লেগেছে । এইরকভাবে enjoy করুন BOSS
Bah...natun experience...darun laglo
দারুণ পরিবেশ। মেঠো রাস্তা, মাঠ, সরষে খেত, আলু চাষ, নদী, অতিথি আপ্যায়ন, সুন্দর উপস্থাপনা। সুন্দর ভাষ্য। এক কথায় অপূর্ব।
Dhonyobad Shivaji babu apnar duchokh diye amader gram banglatake dekhte pabar sujog pachhi
Aaha dada ki jinish dada monta harie gelo♥️🙏.
Aj trip suru ta darun holo 3 jon mile ,r gaan tao darun .
Aajker blog ta ek kothai magical. Debogram mamar bari mone pore gelo.
কি যে ভালো লাগলো। অনবদ্য।
অনেক দিন পর আবার মামাবাড়ী এবং মামাবাড়ির পরিবেশ দেখে খুব ভালো লাগলো............।
Tnk u tnks a lot.....❤️
Refreshing ektai word says it all...goghat e gechi thekechi.. ghoghat power house e..
অসাধারণ, নিজে বর্ধমানের গ্রামের ছেলে, তাই প্রতিটা রাস্তা, মানুষ, আকাশ গাছপালার সঙ্গে আত্মীয়তা বোধ করছিলাম, মাধ্যম আপনার প্রাণবন্ত উপস্থাপনা।
Khub khub bhalo laglo.Mone hochhe chole gechhi okhane.😀👍👍
দারুণ!! শহর থেকে দূরে ❣️❣️❣️❣️
সাধারণ একটা বেড়ানোর ' অসাধারণ ' ভ্লগ। নামীদামি জায়গায় ভালো ভ্লগ বানানো যায়। রাজশাহী, বাংলাদেশ থেকে।
খুব ভাল লাগল। গ্রাম বাংলার সুন্দর ছবি অনেকটাই তুলে ধরেছেন। ধন্যবাদ।
Besh laglo video ta...darun..👍
Apnader Nouka Bihar porbo ar tar sathe gaan khub valo laglo 😍😍
আমি কিছু দিন থেকে দেখছি আপনার ব্লগ, উপরি পাওয়া দাদার গান,। সত্যি অসাধারণ
গ্রামের পরিবেশ দেখলাম সত্যি অসাধারন
মাটির সোঁদা গন্ধ পেলাম,,,অনবদ্য,,, পথের পাঁচালী মনে পড়ে গেল
Sotti, pranobanto grammo jibonner protichhobi...
Darun sundor,khub valo laglo
asadharon gram banglar prokriti, maago bangla maa amar ebhabei buke kore rekho
Darun loaglo.. specially tree climbing
Khub valo laglo, #amar sonar bangla
দারুণ সুন্দর, খুব ভাল লাগল,
ব্যাপক হয়েছে একটু অন্য ধরণের ব্লগ
গ্রাম বাংলা সত্যি মুগ্ধ করে দেয় ♥️
অসাধারণ ভিডিও টা।। দারুন লাগলো।
এক কথায় Sweet.
একটা দিন সবুজের মাঝে কিছু সরল মানুষের সাথে কাটানো তার সাথে আপনার পরিবেশনা, সবমিলিয়ে অনবদ্য।
খুব ভাল লাগলো গ্ৰাম্য পরিবেশের মধ্যে একদিন কাটানোটা,একটাই অভাব পেলাম গ্ৰাম্য পরিবেশ ও জীবনের শব্দ, যদিও অল্প কিছু টা পেয়েছি।
darun 👍👌 gram banglar sotti khub sundor .ato sabuj chok juriay jai . ki sundor hospitality. mongola k khub valo laglo. was missing pritthijitda and his voice. aniket o gan ta valoi gai..apnar ai anami jaigar choto tour gulo vishon valo lagay. ok will wait for next vlog 👌👍
Ek kothay, Onoboddo.
পৃথ্বীজিৎদা গানটা খুব ভালোলাগলো , পুরোটা শুনতে চাই 😊
Darun laglo VDO ta ,mone hochchilo jeno Tarun Mojumderer kono Cinema dekchi.Awesome ,Mon vote gelo.
মন ভালো করা ভিডিও।
Bha khub laglo video ta.Amar ekbar darakeswar jabar iccha chilo ei video ta dekhe icche arro bere gelo.chobir moto sundor gram apurup vabe apni video te tule dhorechen.👍😀
আবার একটা অপূব ভিডিও।।।👌🏻
Darun darun kono khata hobe na
Ei video ta one the best! Darun laglo sir
Good one day tour. Very nice background music of video editing. Good presentation of video.
শৈশব আর সরলতা এখনও হারিয়ে যায়নি। আমরাই ভুল জায়গায় খুঁজে বেড়াই।
অরিজিৎদা আর মঙ্গলা কে দারুণ লাগলো।
খুবই অকৃত্রিম আর সহজ সরল স্বাভাবিক।
অনিকেত এর গলাও মিঠে আছে।
Khub bhalo...evabei egie jete thako
Sundar jaiga .Besh bhalo
This is called life .Enjoy every minute of it.
সরলতায় মাখামাখি সুন্দর একটা ছবি
উপহার দিলেন।সবাই খুব ভাল থাকুন।
OPURBOOO👌👌Shibaji da,valo theko😊
অসাধারণ। খুব ভালো লাগলো দাদা।।।
Lovely gram bangla!🙏
Notun gari ....congratulations....video ta darun laaglo, apnar soujonye grame ekta din darun katalam
Bah anekdin bade Arijit da k dekhlam....khub sundor family...
Nice Presantion. Awesome.
khub sundar laglo video ta
অরিজিৎ দা কে অনেক দিন পর দেখে খুব ভালো লাগল। আমরা যখন শিবাজী স্যারের কাছে পড়তাম, অরিজিৎ দা সব দেখভাল করত। পৃথ্বীজিত দার উপস্থিতিতে আপনাদের যুগলবন্দী আলাদা মাত্রা এনে দেয়।