সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে রূপালী মেঘগুলি ভেসে চলে আকাশ জুড়ে আজ এমন দিনে ভেবে দেখি আবার সেই আশায় ভরা স্বপ্নের দিন এক বিষন্নতায় কাটে দিন আমার স্বপ্ন গুলি কেন মিথ্যে হয় পাহাড়ি ঝর্নাতে হিমশীতল পানি ধারা বনানী চির সবুজ সারাবেলা ছায়ায় ঘেরা আজ এমন দিনে ভেবে দেখি তোমায় সেই আলোয় ভরা স্বপ্নের মুখ এক বিড়ম্বনায় কাটে মন আমার স্মৃতিগুলি আজ শান্ত নয় মরিচিকা তুমি এক আঁধারে ক্ষীন আলোয় বহুদুরে তোমার ছায়া যায় যে মিলিয়ে পিছে পড়ে আমি আজ সন্মুখে উঁচু দেয়াল বহুদুরে তোমার ছায়া যায় যে হারিয়ে তুমি যাও যে হারিয়ে তুমি হারিয়ে যাও সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে রূপালী মেঘগুলি ভেসে চলে আকাশ জুড়ে আজ এমন দিনে ভেবে দেখি আবার সেই আশায় ভরা স্বপ্নের দিন এক বিষন্নতায় কাটে দিন আমার স্বপ্ন গুলি কেন মিথ্যে হয়
২০২৩ সালের তুলনায় কতটা স্মার্ট আর এডভান্স হলে ২৬ বছর আগে এমন একটা গান সৃষ্টি করা যায়, যা এই প্রজন্মের ছেলে মেয়েদের চিন্তারো বাহিরে। যে গানের কাভার করার সাহস আজ পর্যন্ত কারো হয়নি আর হবে বলেও মনে হয় না। 🙂
@@sadaafbinasif5042 দেখুন, আমি লেখার সময়ই এই বাজে কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম। অনেক মানুষই আছেন, যারা হুজুগে চলেন, তারা উলটো আমাকে এই কথাটা বলেছেন। কি যায় আসে তাতে? ব্যাকগ্রাউন্ডে হেভি মেটাল বাজলেই কি আর ভোকাল ভালো হয়? এটা সাধনার বিষয়।
এখন রাত ৩.৪৫ তারিখ ২৩ জানুয়ারি ২০২২। আমি সুব্রত সিংহ সাজু ছোটবেলা থেকে ওয়ারফেইজ এর ভক্ত। আমার খুব ভালো লাগে আমার সময়ে ১৯৯৯ যে কয়জন ওয়ারফেইজ এর গান শুনতো আমি তাদের মাঝে একজন। ওয়ারফেইজ তুমি চির তরুণ থেকো সবসময়। এই গান শুনে আমিও তরুণ হয়ে রইবো সবসময়।
People like Sunjoy shouldn’t quit their music for a banking career. There are many people who can take up the banking job, but a singer like Sunjoy comes once in a lifetime
সানজয় ১৯৯৯ সালে ভাই এর ওয়ারফেজ ছেরে দেওয়ার পর আমেরিকায় চলে যায় ব্যাংকিং ক্যারিয়ার করার জন্য কারন ওই সময়ে মিউজিক ক্যারিয়ার এর চেয়ে একটা ব্যাংকিং ক্যারিয়ার করা তাও আবার আমেরিকায় এইটা ওই সময় এর জন্য অনেক বড় বেপার ছিলো আর সানজয় ভাই এর মতো ওয়ারফেজ এ কেও আসবে না😔
Unbelievable!! No singer of warfaze could ever cover this song... this song has so many diversion that its almost impossible to sing even close to Sunjoy. Epic
Amar babar favourite singer Sanjay...Babar theke love korte sheka warfaze er gaan ...now amar 27 years age.. Amar sele ase 8month er ,,InshaAllah shey eibave love korbe
Hello, warfaze members...great to see Fuad bhai, Tipu bhai, Sumon bhai, Jewel and of course one and only missing star from current line up Sanjoy.......
In 1994 warfae was our best band and in fact that was the golden times of Bangladeshi bands ,Ofbit ,warfaxe,winning etc were the popular in that time. sweet memories
Bangladesh won't be able to produce such a vocalist like Kamran Sunjay Rahman. This is a song before of my birth, this is a band founded before my birth. But #Warfaze is my most favorite Bangladeshi Band. Long live Bangla Rock❤
Band: Warfaze Album: Oshamajik সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে রূপালী মেঘ গুলি ভেসে চলে আকাশ জুড়ে আজ এমন দিনে ভেবে দেখি আবার সেই আশায় ভরা স্বপ্নের দিন এক বিষন্নতায় কাটে দিন আমার স্বপ্ন গুলি কেন মিথ্যে হয় পাহাড়ি ঝর্নাতে হিম শীতল পানির ধারা বনানীর চির সবুজ সারাবেলা ছায়ায় ঘেরা আজ এমন দিনে ভেবে দেখি তোমায় সেই আলোয় ভরা স্বপ্নীল মুখ এক বিড়ম্বনায় কাঁপে বুক আমার স্মৃতিগুলি আজ স্বপ্ন নয় মরিচিকা তুমি এক আঁধারে ক্ষীন আলোয় বহুদুরে তোমার ছায়া যায় যে মিলিয়ে পিছে পড়ে আমি আজ সন্মুখে উঁচু দেয়াল বহুদুরে তোমার ছায়া যায় যে হারিয়ে তুমি যাও যে হারিয়ে তুমি হারিয়ে যাও...
Little correction, Keyboard & Rhythm- Fuad Rabbi Lead: Ibrahim Ahmed Kamal. This song was written & tuned by him as well, he was USA at the time of video shoot
Yes I think so... In the video the opposite of Juel bhaia that is not kamal bhaia for sure... But also don't who he is... But I'm sure that composition was made by Kamal bhaia....
@@rizvanmukeet4628 the other Guitarist is Fuad Ibn Rubbi, legendary Music Producer/Composer from 90s. He & Showkat at one point was the competitions of Prince Mahmud.
I don't know how to thank you man. It's just so nice to see the classic of legendary Warfaze. Please post some more like this (if possible with better print). Thanks again.
ওয়ারফেজ গড়ে উঠার পিছনে সন্জয় ভাই একলাই একশ ছিলেন। ওয়ারফেজ এখনো একই কন্ঠ খুজে বেড়ায়। এই কন্ঠটাই ওয়ারফেজ মনে হয়। সন্জয় ভাই!!!! আমার ছোটবেলার স্মৃতির অন্যতম অংশ আপনি। খুব মিস করি ভাই।
They days I used to go to the shop..and buy the goddamn awesome songs! nowadays...the quality simply isnt there...and Mr Sunjoy ...you are not there :(
legendary band warfaze. legendary album (oshamajik) legendary iconoclastic one of the best heavy metal vocalist forever sir sunjoy. all legendary musician that time line up - sunjoy,komol,tipu,juwel,fuad ibne rabbi,bass baba sumon.
Definitely sanjoyda is the best , cool vocal in warfaze , i love his song and the way he sing his song ; Simply engrossing , love u sonjoy vaia , i want new song from u , world's best vocal u r so far , again i love u sonjoyda
টিপু ভাই ''এমন দিনে'' গানটির সঞ্জয় ভাইকে নিয়ে মিউজিক ভিডিও টি আপলোড দিন খুব মনে পরে ভিডিওটির কথা , অনেক আগে BTV তে ব্যান্ড ক্লাছিক এ প্রচার হয়েছিল, আমার মতে এই ভিডিও টি অয়ারফেইজের সেরা একটি ভিডিও ।
guitar jewel bhai r bass sumon bhai.haha sumon bhai ki mota tai na silo r jewel bhai more like a puppet now in miles :(...old warfaze ...miss that ...school jibon er kotha mone pore shunlei dhok kore sriti gulo firey ashe :(
It'd be awesome if the admin of this channel could include more info on the songs like year of the song/album got released, who's playing which instruments..
Song-Emon Dine Lyrics & Tune- Ibrahim Ahmed Kamal Album- Ashamajik Year- 1998 Vocal- Sanjoy Kamran (1990-1999) Guitar- Ibrahim Ahmed Kamal (Founder Member and Still with Warfaze), was absent in this music video though Guitar- Iqbal Asif Jewel (1996-1999), left Warfaze and Joined Miles. One of the top music producer of country Keyboard & Guitar- Fuad Ibne Rabbi (1994-1999), left warfaze and joined Ark. Music Director/Producer. Bass- Bassbaba Sumon (1996-1999), left Warfaze and formed Aurthohin Drums- Sheikh Manirul Alam Tipu (1986-present, band leader and only member who continued till 80's)
আমরা ১৯৯১ সাল থেকে ওয়ারফেজ এর সঙ্গী.... আজও ৪৫ বছর বয়সে শুনছি....
We r real generation "Y"
wow
সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘগুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্ন গুলি কেন মিথ্যে হয়
পাহাড়ি ঝর্নাতে
হিমশীতল পানি ধারা
বনানী চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা
আজ এমন দিনে ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা স্বপ্নের মুখ
এক বিড়ম্বনায় কাটে মন আমার
স্মৃতিগুলি আজ শান্ত নয়
মরিচিকা তুমি এক আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া যায় যে হারিয়ে
তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও
সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘগুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্ন গুলি কেন মিথ্যে হয়
১৯৯৮, টিফিনের টাকা জমিয়ে অ্যালবাম কিনে শোনা যুগের মানুষ আমি। এগুলো শুধু গান না, এগুলো কৈশরের আবেগ মিশ্রত ভালবাসা। জনি-১২/০৫/২০২১.
you are right brother আর ফিরে আসবে না সেই দিনগুলি
❤
আপনার একটি ছবি দেখতে চাই
তখন আমার জন্ম ❤
Respect from a music lover❤
২০২৩ সালের তুলনায় কতটা স্মার্ট আর এডভান্স হলে ২৬ বছর আগে এমন একটা গান সৃষ্টি করা যায়, যা এই প্রজন্মের ছেলে মেয়েদের চিন্তারো বাহিরে। যে গানের কাভার করার সাহস আজ পর্যন্ত কারো হয়নি আর হবে বলেও মনে হয় না। 🙂
গানটা আহামরি তো লাগলো না! কন্ঠ ও তো সুন্দর না।
@@Shayan21006 আপু আপনার মিউজিক সেন্স একদমই দুর্বল....
I'm sorry to say that but that's true 😎
@@sadaafbinasif5042 দেখুন, আমি লেখার সময়ই এই বাজে কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম। অনেক মানুষই আছেন, যারা হুজুগে চলেন, তারা উলটো আমাকে এই কথাটা বলেছেন। কি যায় আসে তাতে? ব্যাকগ্রাউন্ডে হেভি মেটাল বাজলেই কি আর ভোকাল ভালো হয়? এটা সাধনার বিষয়।
@@Shayan21006 ignore it, its not your cup of tea.
@@Shayan21006সঞ্জয় এর কন্ঠ ভালো না লাগলে আপনার গান শোনার প্রয়োজন নেই আপি
এমন সঞ্জয় কি পৃথিবীতে আরেকটা আসবে? আসলেও হয়তো নিজের এ দুটি চোখে দেখতে পারব না
এখন রাত ৩.৪৫ তারিখ ২৩ জানুয়ারি ২০২২। আমি সুব্রত সিংহ সাজু ছোটবেলা থেকে ওয়ারফেইজ এর ভক্ত। আমার খুব ভালো লাগে আমার সময়ে ১৯৯৯ যে কয়জন ওয়ারফেইজ এর গান শুনতো আমি তাদের মাঝে একজন। ওয়ারফেইজ তুমি চির তরুণ থেকো সবসময়। এই গান শুনে আমিও তরুণ হয়ে রইবো সবসময়।
video quality -144
sound-4k
music quality-infinity
love u sunjoy vai
People like Sunjoy shouldn’t quit their music for a banking career. There are many people who can take up the banking job, but a singer like Sunjoy comes once in a lifetime
Nope he went to USA
Yes but that being said there is not enough Income sources for musicians in Bangladesh
সানজয় ১৯৯৯ সালে ভাই এর ওয়ারফেজ ছেরে দেওয়ার পর আমেরিকায় চলে যায় ব্যাংকিং ক্যারিয়ার করার জন্য কারন ওই সময়ে মিউজিক ক্যারিয়ার এর চেয়ে একটা ব্যাংকিং ক্যারিয়ার করা তাও আবার আমেরিকায় এইটা ওই সময় এর জন্য অনেক বড় বেপার ছিলো আর সানজয় ভাই এর মতো ওয়ারফেজ এ কেও আসবে না😔
Sunjay Vai Is The Best Vocalist In Warfaze. So Sweet And Awesome Voice.
Yes
Right
Half ladies voice, dont like at all, Mizans voice much bettee
@@jasonderdulo junjay best ever
Mizan bhai best vocalist
Unbelievable!! No singer of warfaze could ever cover this song... this song has so many diversion that its almost impossible to sing even close to Sunjoy. Epic
ua-cam.com/video/Zj7oFlFCY5A/v-deo.html
ua-cam.com/video/ay9G3l0u_JU/v-deo.html
warfaze এর প্রত্যেকটা vocal ই একেকটা masterpiece
আর যারাই এসেছে, সব গান গেয়েছে
2yrs age BTV তে পলাশ নূর বর্তমান vocal এই গানের live করেছে
Hassan from ARK can!
১৯৯৮ সালে সেই প্রজন্মের তুলনায় কতগুণ বেশি স্মার্ট হলে এইরকম গান তৈরি করা যায়?
এমন দিনে ১৯৯৮ এর গান
Jani na anik jigges kor
You said that brotha' ✌️🐱🐈😻😻
1994 r 1998 ki, ekhono shuni. Bhalo lage
সেই প্রজন্মই স্মার্ট ছিল এখনকার সময়ের চেয়ে, বরং তাই নয় কি ?
গর্ব হয়..এই রত্ন গুলো আমার দেশের।। বয়স বাড়ছে.. হয়তো বা কোনো একদিন চলে যাব।।এই ক্ষুদ্র জীবনে কিছু সুখের মুহূর্ত এই গানগুলো ঘিরেই ছিলো...থাকবে।।
Amar moner kotha Bolcen bai.
True
সহমত
মন ছুঁয়ে দিলেন ভাই
sanjoy vhi ar moto voice sotti e rare😍
Correct
No ab,. Shafin, Partha, chandon, all are rare. Forever
100% agreed
এই গান গুলো যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ🖤
aleon
Maybe I'm
hm
২০১৯ নয় যদি বেচে থাকি ২০৫৯ সালে ও এই গান শুনবো 😍
Love u bro
Haaarrrraaammmm
Tui ki koris taile eikhane?@@arnobauguestinecosta9552
Amar babar favourite singer Sanjay...Babar theke love korte sheka warfaze er gaan ...now amar 27 years age.. Amar sele ase 8month er ,,InshaAllah shey eibave love korbe
That's great to know. Ei gaan jokhon release hoy apnar baba r age kemon chilo?
thats great
দিনে একবার না শুনলে ভালো লাগে না।অসাধারন মিউজিক+ ভয়েস+লিরিক্স
legendary iconoclastic vocalist one of the best vocal forever sir sunjoy. all time we r missing legendary sunjoy
I still miss those days of WARFAZE and WINNING!!!
🙂🙂
Are you there???
Ostad 💖
ওয়ারফেজ কি নতুন কিছু আনবেনা
যতই শুনি ততই ওয়ারফেজ এ হারিয়ে যাই।
সঞ্জয় দার ভোকাল কি বলব, ইউনিক।
💙💜💜
One of the best best best song of my life. Soto belar protita shomoe ei gaan shunsi. Shob smrity eitar shathe link :(
এক বিষন্নতা এ কাটে দিন আমার
স্বপ্ন গুলো কেনো মিথ্যে হয়!!!
লাইন দুটি যেনো আমার জন্যই গাওয়া 😢
Hello, warfaze members...great to see Fuad bhai, Tipu bhai, Sumon bhai, Jewel and of course one and only missing star from current line up Sanjoy.......
Alot have changed.. alot. The world is not as better place to live in as it was before
Are you there?
উফ দোজ ডেইজ! কি পরিমাণ ডেডিকেটেড মিউজিশিয়ান্স সব। কি পরিমাণ স্মার্ট ছিল সবাই।
In 1994 warfae was our best band and in fact that was the golden times of Bangladeshi bands ,Ofbit ,warfaxe,winning etc were the popular in that time. sweet memories
ark,lrb,feelings,uccaron,nova
Wave* too
Offbeat? No match!
@@TanvirAhmed-gh1en I think he was gonna write ‘Orbit’.
@@unnamednameless6578 but I think they used to play soft pop or soft rock type music n also not famous like warfaze,rockstrata,miles etc.
Nobody is talking about Tipu Bhai's Smile.
প্রাণ খোলা হাসি।
গত ১ মাস ধরে ঘুমের টাইম বাদ দিয়ে সারাদিন এই গানটা শুনছি।
Warfaze Forever.
This is the charm of Warfaze. You have great taste
welcome to the world
গায়ের লোম দাঁড়িয়ে যায় ! ১৫ বছর আগের গান ! আসলেই ? এত joss কেনো ?
30 years
গানটা শুনলে আমাকে কেন জানি সমুদ্র টানে। কেমন শান্ত শান্ত একটা ভাব লাগে।।
1998 সালে ওরফেজ এর গান শুনেছি । বূহু দিন পর ওরফেজ এর গান শুনছি আমার কাছে ভালো লাগলো ।
One of the greatest art। এসব গানে অন্তত 500M view থাকা আশা করি। এরা সময়ের চেয়েও ৫০ বছর বেশি আধুনিক ছিল
This song was way ahead of its time. Mad respect
Bangladesh won't be able to produce such a vocalist like Kamran Sunjay Rahman. This is a song before of my birth, this is a band founded before my birth. But #Warfaze is my most favorite Bangladeshi Band. Long live Bangla Rock❤
Band: Warfaze
Album: Oshamajik
সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন
এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়
পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা
আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ
এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়
মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে
তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও...
ahh warfaze. all rocks. love this band specially sunjay
Sayemum Hasan same to me.
video audio synced unbelievably! What a production! everyone acted very well!
আহা ওয়ারফেজ। এজন্যই হয়তো ওয়ারফেজকে এত ভালো লাগে!
আবেগ এখনো কাজ মনের ভেতর ভুলে যদি যেতে পারি সেসময় ১৯৯৮ কত আনন্দ খুঁজে পেতাম
How can they make a glorious song!!
Go warfaze!!
Samiul Hasan Apon by singing of course 😂
@@sylhetyman9549 yes bro,,
Warfarz এর গান শুনলে অতীতে র সোনালী দিন গুলো কথা মনে পরে ।
একটা সুন্দর পৱিছন্ন লাইন আপ যে হাছান ভাই কে কত দূৱ নিয়ে যেতে পাৱে এই শো টাই তাৱ প্ৰমান। ধন্যবাদ ৱাফা ভাই,,,,,,
Vocal : Sunjoy
Drums : Sheikh Monirul Alam Tipu
Lead : Asif Iqbal Jewel
Bass : Bassbaba Sumon
Guitar : Fuad Ibne Rabbi
Year : 1998
Little correction,
Keyboard & Rhythm- Fuad Rabbi
Lead: Ibrahim Ahmed Kamal.
This song was written & tuned by him as well, he was USA at the time of video shoot
Yes I think so... In the video the opposite of Juel bhaia that is not kamal bhaia for sure... But also don't who he is... But I'm sure that composition was made by Kamal bhaia....
@@rizvanmukeet4628 the other Guitarist is Fuad Ibn Rubbi, legendary Music Producer/Composer from 90s. He & Showkat at one point was the competitions of Prince Mahmud.
Thank you bhaia... 🤘🏾
Is that really Sumon Vai playing bass?
sunjoy is sunjoy.. hes da best.. thanx for uploadin this video..
আহা সেই সোনালী দিনগুলো। miss you legend sonjoy😔
love you sanjay❤️❤️ঠিক আগের মতোই এখনো খুব ভালোবাসি
Seriously man... what a vocal... purai osthir..
one of best song ever warfaze made. love this song & video so much.
১৩ বছর আগে এমন গান আসলে সবাই এক একটা লিজেন্ড 😍
Correction 23 years
One of the masterpieces created by Warfaze forever.
Just nostalgic ❤😢
uff.... ki darun gan.
mind blowing...
I don't know how to thank you man. It's just so nice to see the classic of legendary Warfaze. Please post some more like this (if possible with better print). Thanks again.
Are you there?
তার মানে যুগের চেয়েও আরো আধুনিক গান ওনারা আমাদের দিয়ে গেছে। আর এখনকার পোলাপাইন কি বানায় আমি বুঝি না। শুনলেই মনটা সেই চেতা চেতে
Right
Joto Gaza khur der gan gai akhon kar pola pan ra
ওয়ারফেজ গড়ে উঠার পিছনে সন্জয় ভাই একলাই একশ ছিলেন। ওয়ারফেজ এখনো একই কন্ঠ খুজে বেড়ায়। এই কন্ঠটাই ওয়ারফেজ মনে হয়।
সন্জয় ভাই!!!! আমার ছোটবেলার স্মৃতির অন্যতম অংশ আপনি। খুব মিস করি ভাই।
They days I used to go to the shop..and buy the goddamn awesome songs! nowadays...the quality simply isnt there...and Mr Sunjoy ...you are not there :(
Ami onekdin jabot khujsi specially music video ta....
Instant classic... solid gold....✌️🐱🐈😻
legendary band warfaze. legendary album (oshamajik) legendary iconoclastic one of the best heavy metal vocalist forever sir sunjoy. all legendary musician that time line up - sunjoy,komol,tipu,juwel,fuad ibne rabbi,bass baba sumon.
sunjoy da is most powerfull n sweet vocalist
অসাধারন ভয়েস সঞ্জয় ভাইয়ের।
Ultra classic song and the video too.. such an awesome mix of friends!! :D
fahimtz vai, apnak onek onek thanks ei gaanta upload korar jonno.please jodi paren warfaze er old line up er ar kisu song upload koiren.
2021,
Still having goosebumps! Want to hear that one once again in live from Sunjoy bhai. Such an amazing composition from Warfaze. ❤️
Awesome sunjoy vai.miss you.
Bangla Band history won't ever be possible to write without Sanjoy.. It would be more joy if backs..
wish you were back with Warfaze...
What a magical voice!
Definitely sanjoyda is the best , cool vocal in warfaze , i love his song and the way he sing his song ; Simply engrossing , love u sonjoy vaia , i want new song from u , world's best vocal u r so far , again i love u sonjoyda
Pucturesque song
প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে ওয়ারফেজ।
ভার্সিটি লাইফকে আরো উপভোগ্য করে দেওয়ার জন্য ধন্যবাদ ওয়ারফেজ ❤️
Last Song of Sunjoy.... if I could hear u rocking again... missing u lot....
thanks a LOT for uploading this video.
Oh.What a song!Reminds me of childhood
Sunjoy, a gem.
2020 and still listening to it
What a voice ! What a band!
Love warfaze❤
Sunjoy was best.....ajo or song gula Mone vashe....since 1990
Literally Unique voice💯
Kotobaar j sunci kokhono bore hoi nai
দিন গুলো কতইনা সোনালী ছিল,
wow the last song i heard is asha thanks for sharing
After a long time. Best song for me is this
Sunjoy man, in a different leage!
I was listening this song about 25 years ago,I can't forget.
আমি রিজন,কমেন্ট করে রেখে গেলাম।আবার ২০৬১ সালে শুনবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন।
Drums : Tipu
Vocal : Sunjoy
Guitar 1 : Jewel
Guitar 2 : Cant recoginze
Bass : Sumon (Bassbaba)
Keyboard : Cant recognize
romel on key?
Key fuad, guitar kamal
No keyboardist in this video. Guiter 2 is played by Fuad Ibne Rabbi.
Guitar 2 fuad bhai...
i like ur vocal so much BOSS SANJAY.
টিপু ভাই ''এমন দিনে'' গানটির সঞ্জয় ভাইকে নিয়ে মিউজিক ভিডিও টি আপলোড দিন খুব মনে পরে ভিডিওটির কথা , অনেক আগে BTV তে ব্যান্ড ক্লাছিক এ প্রচার হয়েছিল, আমার মতে এই ভিডিও টি অয়ারফেইজের সেরা একটি ভিডিও ।
guitar jewel bhai r bass sumon bhai.haha sumon bhai ki mota tai na silo r jewel bhai more like a puppet now in miles :(...old warfaze ...miss that ...school jibon er kotha mone pore shunlei dhok kore sriti gulo firey ashe :(
Just here to acknowledge your comment brother. Its been years. Hope you are doing fine. Peace
14 November 2024 from chittagong, its 2:32 am now. Listening this master piece 😊
Love you warfaze
Milan
2024
ওয়ারফেজ একটা ক্লাস, তখন থেকেই❤️
আহা কি স্নিগ্ধ সুন্দর
best vocal ever
Warfaze Was 50 years ahead of there time 💥🇧🇩♥️♥️
One of the best vocals in our Country have ever produced
2023 still listening it ....this song is way ahead of time..ah sei din guli....kotai chole gelo
the old guys of warfaze. well, we miss them.
Legendary soulfull vocalist ever........
It'd be awesome if the admin of this channel could include more info on the songs like year of the song/album got released, who's playing which instruments..
Song-Emon Dine
Lyrics & Tune- Ibrahim Ahmed Kamal
Album- Ashamajik
Year- 1998
Vocal- Sanjoy Kamran (1990-1999)
Guitar- Ibrahim Ahmed Kamal (Founder Member and Still with Warfaze), was absent in this music video though
Guitar- Iqbal Asif Jewel (1996-1999), left Warfaze and Joined Miles. One of the top music producer of country
Keyboard & Guitar- Fuad Ibne Rabbi (1994-1999), left warfaze and joined Ark. Music Director/Producer.
Bass- Bassbaba Sumon (1996-1999), left Warfaze and formed Aurthohin
Drums- Sheikh Manirul Alam Tipu (1986-present, band leader and only member who continued till 80's)
@polashmahmud5877 Thank you very much!!
আহা দিনগুলো ❤
wow, thanks! onek din pore dekhlam
Everyone commenting on the music and vocal but there is also Sunjoy boss’s that neat slick hairstyle 😎
One of the best songs of all time.