@MD Sohel আমি এখানে বিচার করতে আসিনি,,, আমি মিজান ভাইয়ের এবং পলাশের গলার সুর তুলনা করছি,,, 17- 18 বছর আগে সঞ্চয় দাদার গান শুনে আসছি স্টেজে,,,, আপনার চাইতে মোটামুটি একটু বেশী ধারণা আছে,,, ওয়ারফেইস সম্বন্ধে আমার ভালো ধরানা আছে,,,, মিজান ভাইয়ের সুর কখনো পলাশের সমতল হবে না,,,,, আপনি একটু মিজান ভাই আর পলাশের সুখটা ভালোমতো মিলিয়ে দেখেন,, কে রাজা কে প্রজা
This used to be our regular adda song in our university days from 1989-1994. Saw them in live first time in BAMBA concert in DU premises where they came up with 4 bangla songs for the first time- Bicchinno Abeg, Ekti Chhele, Shadhikar & Boshey achhi Eka. So we actually watched birth of these songs in a way. Not sure whether "Asha" was performed; probably that was performed as well. Is my memory betraying me? Damn ! All numbers got instant hit while Komol became a massive hit with the tappping part in Shadhikar. Man! we got wild like anything with such an experience and after them came Rockstrata, then In Dhaka. All our friends & batch mates. Year and a half later December 1992 Warfaze got back to Dhaka in the Christmas eve & performed the 1st come back concert after the release of the mega hit 1st album. Warfaze didn't expect this album to be a hit. Sargam did the worst possible job in transferring the recording into audio cassettes. Defying every odds, the album was a mega hit. The come back concert was another mega hit at RAOWA club with crowds going wild with the intro of "Boshe achhi". Everybody left their chair and started head banging. What a show. I am getting old now and how I wish that I could get those days back ! Just couple of days ago before that come back concert at RAOWA club, I had a chance to have a jamming with Komol (warfaze) and Tushar (In Dhaka) at a friend's place (Christmas party). Singing few songs of Warfaze with Komol playing the guitar was a lifetime experience for me. We are both from St.Joseph High School. Carry on dudes ! Never stop Please ! Egula shunley money hoy still I am alive & kicking !
Sanjoy the best metal vocalist from BD. This song is timeless. Cant believe I was a school boy when this song came out! No other band singer could beat this song. This song doest seem old at all.
সঞ্জয় যেভাবে শেষ দিকের টান টা শুরু করে এবং শেষ করে তার কাছাকাছি আর কে আছে? "বসে আছি একা" বিখ্যাত হওয়ার কারন কি? হাজার চেষ্টা করলেও সেই সময়কার মত আর কেউ পারবে না হয়তো "সঞ্জয়" নিজেও না।।
ভাই, মিজান পলাশ দুজনেই এই টান দিতে পারবে। পলাশের চ্যানেলে গেলে ওর steelheart কাভার দেখবেন। আর মিজানের একটা কনসার্টে আমি শুনেছি ওর টান। ওয়ারফেজ এই তিনজন কেউ কারো থেকে কম যায়না টানের বেলায়।
@@mahmudurahman ওই কনসার্টে শেষ টানটা সাঞ্জয় থেকে কেড়ে নিয়ে মিজান দিতে যায়। কিন্তু অনেক সময় ধরে রাখলেও বারোটা যা বাজানোর বাজায় দেয়। সাঞ্জয়ের স্বাধীকার দেখলাম ওই কনসার্টে। পারফরম্যান্স অতীতের ধারেকাছেও নেই। বেশী হাই তে ওঠার পর সুর নড়বড়ে হয়ে যায়। উনি ওয়ারফেইজের মিউজিক থেকে অনেক দূরে তারপরও গাইবার চেষ্টা করেন। যেখানে সাইক্লোনের মতো গান বালামকে দিয়ে আর গাওয়ানো হয়না পচিশ ত্রিশ এসব কনসার্টে। বালাম ঠিক তার পছন্দের সফট গানগুলোই গান যেগুলো গাইবার সক্ষমতা তার ভালোই আছে।
এই গান টা যখন প্রথম শুনেছিলাম তখন পাগল হয়ে গিয়েছিলাম। তখন ভাবতাম🤔 এত হাই-পিচ এর গান বাংলাদেশে😮। সঞ্জয় দা ইউ আর গ্রেটেস্ট সিনগার ইন বাংলাদেশি ব্যান্ড মিউজিক হিস্ট্রি। ইউ আর লিভিং লিগেন্ড।।।
If anyone ask me at my 60 Year's of age what is your favourite band in Bangla? Surely I will say warfaze's name first if I live till that time. This emotional attachment only I can relate with motherly love and family... Missing you Warfaze from Australia...
১৯ই মার্চ ২০২৩, রবিবার, বিকাল ৩.০৬ বাজে৷ কলকাতা মেট্রোই দাঁড়িয়ে বৃষ্টি ভেজা কলকাতা অন্ধকার কালো মেঘে ভরা আকাশ দেখতে দেখতে ওয়ারফেজ কানে বাজে। একটি ছেলের মস্তিষ্ক এতেই কাবু 🥀🖤🖤🖤
আমার জন্মের আগের গান অথচ কতোটা নিখুঁত! সঞ্জয় দাদা, আপনার ভয়েস, এতোটা সুক্ষ, তারিফ করার বাহরে!!🔥👏 এখন আবার আমাদের জেনারেশনে এমন একজন আছেন, ওনি আমাদের চিরচেনা মিজান ভাই🥹🫶
৯১ সাল।এলাকায় নতুন ক্যাসেট এর দোকান হয়েছে।আগে ক্যাসেট কিনতে ফাম'গেটে যেতে হত।দোকানদার বলল্লো শুনে দেখেন।শুনেই চমকে গেলাম! "একটি ছেলে হাটছে একা.... সেই যে ওয়ারফেজ শুনা.... 👑ওয়ারফেজ এর প্রেমে পড়া....এখন আমার ছেলে,মেয়েরা শুনে আমার সাথেই। 😁❤️ওয়ারফেজ ফর এভার এন্ড এভার।✌️
@@AbhiShek-is6mo aami kolkata theke, jiboner er ordhyek time warfaze er naam jantm na. kolkata te ektuo popular na. i hope things change. BD heavy metal ROCKS!
শিরোনামঃ একটি ছেলে কথাঃ বাবনা সুরঃ বাবনা কন্ঠঃ সঞ্জয় ব্যান্ডঃ ওয়ারফেইজ অ্যালবামঃ ওয়ারফেইজ একটি ছেলে হাটছে একা ঝর্না ধোয়া ছোট্ট পথে বৃষ্টি ভেজা হালকা রোদে জানে না জীবন কাকে বলে পাহাড়ী শ্যামল ছায়ায় জীবন তার স্বপ্নে ঘেরা কোত্থেকে এক ঝড়ো হাওয়া এসে নিয়ে গেল তাকে চারিদিকে সব নেকড়ের দল আকড়ে ধরে শক্ত করে কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন কই তার ছোট্ট আপন ভালোবাসার নিবিড় বাঁধন ভেসে গেল ছবি গুলো জানে না জীবন সে চেনে না মরূময় তপ্ত বুকে মরীচিকা মিছে আশায় ছুটে গিয়ে দেখতে পেল হায় হায় হায় হায় চারিদিকে সব শকুনের দল অপেক্ষায় মাথার উপর নৃশংস দৃষ্টি দিয়ে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন একটি ছেলে হাটছে একা ঝর্না ধোয়া ছোট্ট পথে বৃষ্টি ভেজা হালকা রোদে জানে না জীবন কাকে বলে পাহাড়ী শ্যামল ছায়ায় জীবন তার স্বপ্নে ঘেরা কোত্থেকে এক ঝড়ো হাওয়া এসে নিয়ে গেল তাকে চারিদিকে সব নেকড়ের দল আঁকড়ে ধরে শক্ত করে কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন শকুন যদি হতো শান্তির পায়রা অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন তবুও ধরে নেকড়ের দল তবুও ধরে শকুনের দল জীবনে নামে কাল-বৈশাখ ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন একটি ছেলে হাটছে একা ঝর্না ধোয়া ছোট্ট পথে বৃষ্টি ভেজা হালকা রোদে জানে না জীবন কাকে বলে পাহাড়ী শ্যামল ছায়ায় জীবন তার স্বপ্নে ঘেরা কোত্থেকে এক ঝড়ো হাওয়া এসে নিয়ে গেল তাকে চারিদিকে সব নেকড়ের দল আকড়ে ধরে শক্ত করে কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন
Legendary iconoclastic one of the best vocal forever sir sunjoy we r love u so much n missing.. 1991 my childhood memories....golden 80s n 90s music history
You never know the value of the moments 'til it becomes memories.! Those golden days of the 80s' and the 90s when I was young and music was really music..., missing it like crazy 😔
ধন্যবাদ সঞ্জয়দা - এই দেশে আরো একজন পাওয়া গেল যিনি সত্য বলার সাহস রাখে - তবে এই গানের জন্য আপনার ক্যারিয়ার ইহারা ধ্বংস করে দেবে সন্দেহ নাই - তবে বন্ধু ভয় নাই !
Man as I get older and understand the world better this song gets so much more raw. These guys pioneered a new genre of music out of love in Bangladesh and desperation to do anything to succeed.
১৬ বছর বয়সে শুনতে এসেছি গান টি,এখনকার জেনারেশন এর ছেলে মেয়েরা টিক টোক নিয়ে পড়ে আছে আমি এসেছি ওয়ারফেজ শুনতে, ভালোবাসা ওয়ারফেজ,আসলেই অনেক স্বপ্ন ভেঙ্গে গেছে আমার 😄
Abbu ar cha-cha basa theke kokhon ber Hobe Shei opekkhai thaktam. Tarpor warfaze and rock n roll. Amma chilla chilli korto but lock the door and volume up, problem solved. Good old days.
Listening to this on full volume during quarantine with my cousin ! Pure bliss ! Sanjoy truly the most iconoclast vocalist of Bangladeshi Rock history !
Can we have the music video which was done for MTV ( Sunjoy era ) , The other 'boshe achi' music video (Mizan Era) before releasing "Pothchola" ? Where are these videos ??
I have one doubt.Ei same composition er kono ekta English song ache.Sunechi but ei muhurte mone porche na.Mone hcche MJ smooth criminal r Queen er Bohemian Rhapsody theke ei gaan ta inspired hyche
@ Death's Head Hi, I think you are unnecessarily provoking hateful comments from people. As much as everyone knows Sanjay was the original vocal of this song, everyone also knows this song became popular during his time. And the track in the video is the original studio version. So, there is absolutely no reason to bring Mizan into issue here. By the way, salute to Sanjay.
@Talha Jubair আর ইউ সিউর এভাউট দ্যাট? মিজান ভাই আর সাঞ্জয়? সাঞ্জয় ইজ সাঞ্জয় সাঞ্জয় ১৯৯৮ তে রিটার্ড নিয়েছে সো সে কি এখন গ্লোবাল এক এ থাকবে? সাঞ্জয় এর মুক্তি চাই মুক্তি দেও এগুলা শুনলে বুজা যায় ও কি ছিলো। এরশাদ ( রকষ্টাটা) সাঞ্জয় একটা রেভুলুশ্যন ছিলো। যদি সাঞ্জয় সাথে মিজানের তুলনা চলে স্বয়ং মিজান ভাই ই হেসে দিবে ☺
though I didn't heard all the Bangladeshi metal music but to me most probably this is one of the best metal song in Bangladeshi music industry. I feel really good when someone ask me about what Am i listening to and who's song is it? that time i put a smile on my lips and answer softly. I don't want everyone to know about my favorite things xD
একটা গান খুজছি অনেক দিন পাচ্ছিনা। মনে নেই লিরিক্স এমন হতে পারে আমাদের এই বাংলাদেশে ছিলো তার বাড়ী কাউকে কিছু না বলে দূর দেশে দিলো পাড়ী পকেটে টাকা নেই খাওয়া হয়নি কিছু চলছেনা আর অজানা পথে চলা ওইখানে আছে যে মোর ভালোবাসা
ওয়ারফেজ একটাই ছিল, একটাই আছে! আমার দাদার, আমার বাবার এবং আমার জেনারেশনের সবার মনের মধ্যে থাকবে এভারগ্রীন ওয়ারফেজ 💚
১৯৯২,,,,, আহা বুয়েটের সেই হারানো দিনগুলো,,,,, সারারাত প্রজেক্টের কাজ করতাম আর,,,,,, ওয়ার ফেজ শুনতাম।।
Bhai ami o school ar project kortasi😆😆...are warfaze ar gaan shuntasi ♥️♥️♥️
2021! পড়ছি অার গান শুনছি টানা!
সেইম ভাইব! ওয়ারফেজ ♥
আপনার অনুভূতি দেখে খুব লোভ হচ্ছে সেই দিন গুলোর
ভাই তখন আমার জন্ম-সময়। কত রাত আপনার মত কাটিয়েছি।
ভালবাসা নিবেন।
hahaha. I am doing exactly the same thing xD. Doing project works of varsity and listening to Warfaze.
চির অবিনশ্বর এই গান
(১৯৯১-২০০০)
এখন আমার বয়স ৪৫
R ami 21 e shuntechi😙.
Great... Fans 🔥
I'm 42. But still loving this song
Im 42 now. Still favourite
নতুন প্রজন্মে আপনাকে স্বাগতম ❤
সাঞ্জয়ের সবচেয়ে বড় শক্তি ছিলো গলার টান। অসম্ভব জোরে টান দিতে পারত। মিজানেরও এই জিনিসটা ছিলো।। পলাশ নুরেরও আছে।
এজন্য ওয়ারফেজ বেস্ট ৩৩ বছরেও
Balam Babna vai?
ভাই সাজ্ঞয় ভাই,,আর মিজান ভাইয়ের সাথে,, পলাশের তুলনা মানায় নাহ,,,,,,, পলাশ এখনো বাচ্চা,
@@mdsayem9436 but polash kintu onk talent.talent chara warfaze e keo suzog pay na
@@mdsayem9436 apni bichar korar k bhai? radio active er gan shune ashen tarpor polash bhai er shomporke comment krte ashiyen
@MD Sohel আমি এখানে বিচার করতে আসিনি,,, আমি মিজান ভাইয়ের এবং পলাশের গলার সুর তুলনা করছি,,, 17- 18 বছর আগে সঞ্চয় দাদার গান শুনে আসছি স্টেজে,,,, আপনার চাইতে মোটামুটি একটু বেশী ধারণা আছে,,, ওয়ারফেইস সম্বন্ধে আমার ভালো ধরানা আছে,,,, মিজান ভাইয়ের সুর কখনো পলাশের সমতল হবে না,,,,, আপনি একটু মিজান ভাই আর পলাশের সুখটা ভালোমতো মিলিয়ে দেখেন,, কে রাজা কে প্রজা
লিরিক্স-১৯৯১। ওয়ারফেইজ সব সময় ই সময়ের আগেই ছিল। ৬ মিনিটের সময় সঞ্জয় এর টান শুনে মাথাই নষ্ট হয়ে গেলো
Lyrics ta kar lekha?
MD Hasan বাবনা করিম ভাইয়ের
Ei gaan ta jokhon recording korchhilam, mone hoccilo eta kichhu ekta special hobe.
Hail Warfaze, Kamal bhai. \m/
আমার কাছে এখনো এইটা সবচেয়ে সবচেয়ে সবচেয়ে স্পেশাল। এবং এই ভার্শনটা। এর কোনো অল্টার্নেটিভ নেই
*It is an another masterpiece of Warfaze, Dear Guitarman🤘🤘🤘*
ওয়ারফেইজের সবচেয়ে সেরা গান।
সত্যিই বাংলা ব্যান্ডের লিজেন্ডারি গান এটা 💜🎵🙏
'ভেঙে দেয় স্বপ্ন' লাইনটা যখন উচ্চারিত হয়, তখন মনে হয়- দেহের একটা শিরার সাথে অন্য শিরার বন্ধন ছিন্ন হয়ে গেছে। রক্ত যেন সহস্র কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে!
Ek dom tik bolcen bhai 🤘🤘🤘🎸🎸🎸
100% perfectly said
Yess
💥💥💥💥💥💥💥💥💥💥💥
This used to be our regular adda song in our university days from 1989-1994. Saw them in live first time in BAMBA concert in DU premises where they came up with 4 bangla songs for the first time- Bicchinno Abeg, Ekti Chhele, Shadhikar & Boshey achhi Eka. So we actually watched birth of these songs in a way. Not sure whether "Asha" was performed; probably that was performed as well. Is my memory betraying me? Damn ! All numbers got instant hit while Komol became a massive hit with the tappping part in Shadhikar. Man! we got wild like anything with such an experience and after them came Rockstrata, then In Dhaka. All our friends & batch mates. Year and a half later December 1992 Warfaze got back to Dhaka in the Christmas eve & performed the 1st come back concert after the release of the mega hit 1st album. Warfaze didn't expect this album to be a hit. Sargam did the worst possible job in transferring the recording into audio cassettes. Defying every odds, the album was a mega hit. The come back concert was another mega hit at RAOWA club with crowds going wild with the intro of "Boshe achhi". Everybody left their chair and started head banging. What a show. I am getting old now and how I wish that I could get those days back !
Just couple of days ago before that come back concert at RAOWA club, I had a chance to have a jamming with Komol (warfaze) and Tushar (In Dhaka) at a friend's place (Christmas party). Singing few songs of Warfaze with Komol playing the guitar was a lifetime experience for me. We are both from St.Joseph High School. Carry on dudes ! Never stop Please ! Egula shunley money hoy still I am alive & kicking !
@odommo odommo Guitar- Joy & Mashuk, Vocals- Gorky, Tushar (Bass as well), Rozen- Drums.
Yes they’re real rock star!!
Bhaia Apnader generation onek lucky
আমার বয়স এখন ৫০ রে ভাই। কত যে শুনলাম এসব গান।এখনো শুনি। এখনো আগের মতোই ভালো লাগে। ছোটবেলা যখন এই গানগুলি শুনতাম তখন মানুষ ভাবতে আমি পাগল হয়ে গেছি।
Sanjoy the best metal vocalist from BD. This song is timeless. Cant believe I was a school boy when this song came out! No other band singer could beat this song. This song doest seem old at all.
I bet if Quentin Tarantino had to choose any south asian song for his movie, it would be this one ❤
😄😄
Never thought about it this way. It would've been perfect.
+1
On point 🤟
big compliment bro
can't agree more
love for Bangla music, love for Warfaze
আমার দূর্ভাগ্য, এতপরে গান টা শুনলাম। ❤️
সঞ্জয় যেভাবে শেষ দিকের টান টা শুরু করে এবং শেষ করে তার কাছাকাছি আর কে আছে? "বসে আছি একা" বিখ্যাত হওয়ার কারন কি? হাজার চেষ্টা করলেও সেই সময়কার মত আর কেউ পারবে না হয়তো "সঞ্জয়" নিজেও না।।
you need to watch 30 Years Celebration concert of Warfaze, Sunjoy still Sunjoy.
ভাই, মিজান পলাশ দুজনেই এই টান দিতে পারবে। পলাশের চ্যানেলে গেলে ওর steelheart কাভার দেখবেন। আর মিজানের একটা কনসার্টে আমি শুনেছি ওর টান। ওয়ারফেজ এই তিনজন কেউ কারো থেকে কম যায়না টানের বেলায়।
@@omairij একমত হতে পারলাম না ভাই। মিজান আর পলাশ এর গলায় পার্থক্য আছে ভাই। ভাল করে শুনিয়েন।
@@silentlife3018 অবশ্যই পার্থক্য আছে। মিজানের টান পুরো মেটাল যেটা কারো সাথে যায় বলে আমার মনে হয় না। মিজান ভাই লেজেন্ড।
@@mahmudurahman ওই কনসার্টে শেষ টানটা সাঞ্জয় থেকে কেড়ে নিয়ে মিজান দিতে যায়। কিন্তু অনেক সময় ধরে রাখলেও বারোটা যা বাজানোর বাজায় দেয়। সাঞ্জয়ের স্বাধীকার দেখলাম ওই কনসার্টে। পারফরম্যান্স অতীতের ধারেকাছেও নেই। বেশী হাই তে ওঠার পর সুর নড়বড়ে হয়ে যায়। উনি ওয়ারফেইজের মিউজিক থেকে অনেক দূরে তারপরও গাইবার চেষ্টা করেন। যেখানে সাইক্লোনের মতো গান বালামকে দিয়ে আর গাওয়ানো হয়না পচিশ ত্রিশ এসব কনসার্টে। বালাম ঠিক তার পছন্দের সফট গানগুলোই গান যেগুলো গাইবার সক্ষমতা তার ভালোই আছে।
মাটি কামড়ে বেঁচে থাকার নাম যদি জীবন হয় তবে সে জীবনে এক টুকরো অনুপ্রেরণার নাম 'ওয়ারফেইজ'...❤❤❤
এই গান টা যখন প্রথম শুনেছিলাম তখন পাগল হয়ে গিয়েছিলাম। তখন ভাবতাম🤔 এত হাই-পিচ এর গান বাংলাদেশে😮। সঞ্জয় দা ইউ আর গ্রেটেস্ট সিনগার ইন বাংলাদেশি ব্যান্ড মিউজিক হিস্ট্রি। ইউ আর লিভিং লিগেন্ড।।।
আহ...শোনা মাত্র শরীরে শিহরণ জাগায়...আজও অম্লান চির অবিনশ্বর।
জন্মের আগের গান I সেই সময়ে এমন কম্পোজিশন ভাবা যায় না I
সিনিয়র ভাইদের সময় -সঞ্জয় 💝
আমার সময় -মিজান💝
Sanjoy beche ace?
@@maahisan8047 wtf!
সহমত
lmao
yes@@maahisan8047
Same
If anyone ask me at my 60 Year's of age what is your favourite band in Bangla? Surely I will say warfaze's name first if I live till that time. This emotional attachment only I can relate with motherly love and family... Missing you Warfaze from Australia...
১৯ই মার্চ ২০২৩, রবিবার, বিকাল ৩.০৬ বাজে৷ কলকাতা মেট্রোই দাঁড়িয়ে বৃষ্টি ভেজা কলকাতা অন্ধকার কালো মেঘে ভরা আকাশ দেখতে দেখতে ওয়ারফেজ কানে বাজে।
একটি ছেলের মস্তিষ্ক এতেই কাবু 🥀🖤🖤🖤
Can anyone imagine from today 25-30+ years ago in Bangladesh someone like Sanjay could sing like this !
1991...ফীডার খাই তখন... 😁
Sanjoy vhai er vocal etto clear r powerful...✌
ক্লিন ভয়েস রেখে হাই পিচ ধরে রাখাটা এত সহজ না তাই সান্জয় সান্জয় আছে 😍
👍
এইভাবে সব এলবামের সবগানগুলো চাই।.... কোনটাই যেন বাদ না যায়। ধন্যবাদ warfaze tv
প্রকৃতি অবিরামই ব'লে যাচ্ছে "যে একমাত্র আমিই প্রকৃত"। বাকী সব ঝুট। মুশকিল শুধু এটাই যে, তোমরা কেউ আমার ভাষা বোঝনা।
আহ! বাচ্চাকালের স্মৃতি :)
ধন্যবাদ ওয়ারফেইজ ♥
অথচ কত সুন্দর হতে পারত এ জীবন,
শকুন যদি হত শান্তির পায়রা...
কতো সুন্দর হতে পারত এ জীবন
শকুন যদি হত শান্তির পায়রা 🌼🍀🌱🥀🖤
আমার জন্মের আগের গান অথচ কতোটা নিখুঁত! সঞ্জয় দাদা, আপনার ভয়েস, এতোটা সুক্ষ, তারিফ করার বাহরে!!🔥👏
এখন আবার আমাদের জেনারেশনে এমন একজন আছেন, ওনি আমাদের চিরচেনা মিজান ভাই🥹🫶
Nobel এর তামাশা গু শুনে কান টা দূষিত হয়ে গেছিলো।
তাই এটা শুনতে আসলাম ❤❤❤❤
৯১ সাল।এলাকায় নতুন ক্যাসেট এর দোকান হয়েছে।আগে ক্যাসেট কিনতে ফাম'গেটে যেতে হত।দোকানদার বলল্লো শুনে দেখেন।শুনেই চমকে গেলাম! "একটি ছেলে হাটছে একা.... সেই যে ওয়ারফেজ শুনা.... 👑ওয়ারফেজ এর প্রেমে পড়া....এখন আমার ছেলে,মেয়েরা শুনে আমার সাথেই। 😁❤️ওয়ারফেজ ফর এভার এন্ড এভার।✌️
It's my introduction to hard rock & thrash metal. Yet I think this is the best of all genres. Cheers to the best Bangla hard rock song
Revolutionary song of Bangladeshi heavy metal history!
@@AbhiShek-is6mo how many kind of heavy metal are available do you know!
@@AbhiShek-is6mo just enjoy the music bro
@@AbhiShek-is6mo aami kolkata theke, jiboner er ordhyek time warfaze er naam jantm na. kolkata te ektuo popular na. i hope things change. BD heavy metal ROCKS!
@@AbhiShek-is6mo This is 70's and 80's styled Heavy Metal.
I’m always loving heavy metal and hard rock songs Warfaze my favorite band group ! this my nostalgia’s Moments when I heard in this song 🎧
শিরোনামঃ একটি ছেলে
কথাঃ বাবনা
সুরঃ বাবনা
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ ওয়ারফেইজ
একটি ছেলে হাটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ী শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
কই তার ছোট্ট আপন
ভালোবাসার নিবিড় বাঁধন
ভেসে গেল ছবি গুলো
জানে না জীবন সে চেনে না
মরূময় তপ্ত বুকে
মরীচিকা মিছে আশায়
ছুটে গিয়ে দেখতে পেল
হায় হায় হায় হায়
চারিদিকে সব শকুনের দল
অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি দিয়ে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ী শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
শকুন যদি হতো শান্তির পায়রা
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন
তবুও ধরে নেকড়ের দল
তবুও ধরে শকুনের দল
জীবনে নামে কাল-বৈশাখ
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ী শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
🤟💯🙂🖤
আমার প্রিয় একটা গান 💖💖 2023 সালে কে কে শুনছেন, আমার মেমরি কাডটা ভাইরাস সব শেষ করে দিয়েছে তাই ডাউনলোড করতে আসলাম।
এই গান আমার চলোমান জিবনের অনুপ্রেরণা ❤,
ধন্যবাদ ওয়ারফেইজ😇
আমার ৪৫ বছর চলছে, এখনো শুনছি এখনো চির সবুজ❤❤❤
Warfaze এর গান এখনো শুনি তবে আমার প্রিয় Sunjoy ভাই উনার Voice অনেক miss করি। এখনো গান গুলি শুনলে সেই ছোট বেলার মত fill হয় খুব miss করি সেই দিন গুলি
ভাই ডিজলাইক নিয়া কথা বলে লাভ নাই কিছু আবাল আছে আরফিন রুমির গান শুনতে এসে এগুলা চোখে পড়লে তারা তো ডিজলাইক দিবেই।
Legendary iconoclastic one of the best vocal forever sir sunjoy we r love u so much n missing.. 1991 my childhood memories....golden 80s n 90s music history
You never know the value of the moments 'til it becomes memories.!
Those golden days of the 80s' and the 90s when I was young and music was really music..., missing it like crazy 😔
Warfaze বাংলাদেশ হার্ড রকের আতুর ঘর ❤
পৃথিবীর সেরা লিরিক এবং কম্পোজিশনের মধ্যে একটা।
Oreeeee Last er Taan reeeh ....Sanjoy Bhai ....Guru Guru
ধন্যবাদ সঞ্জয়দা - এই দেশে আরো একজন পাওয়া গেল যিনি সত্য বলার সাহস রাখে - তবে এই গানের জন্য আপনার ক্যারিয়ার ইহারা ধ্বংস করে দেবে সন্দেহ নাই - তবে বন্ধু ভয় নাই !
হেবি মেটাল জগতের শুরু ওয়ারফেজ আজ ২০২৩ আজও গান গুলি শুনি। উনাদের সৃষ্টি যুগান্তরী এই সৃষ্টি মিউজিকাল কোন ব্যন্ড এখনও তৈরী করতে পারেনি
আমার জীবনের প্রথম হেভি মেটাল গান শোনা এই গানটির মাধ্যমেই। সে এক নতুন এবং বিস্ময়কর অভিজ্ঞতা। ত্রিশ বছর পরে এখনও শিহরণ জাগে গানটি শুনলে।
Man as I get older and understand the world better this song gets so much more raw. These guys pioneered a new genre of music out of love in Bangladesh and desperation to do anything to succeed.
Love u warfaze... You'll remain lifelong in the core of my heart....
১৬ বছর বয়সে শুনতে এসেছি গান টি,এখনকার জেনারেশন এর ছেলে মেয়েরা টিক টোক নিয়ে পড়ে আছে আমি এসেছি ওয়ারফেজ শুনতে, ভালোবাসা ওয়ারফেজ,আসলেই অনেক স্বপ্ন ভেঙ্গে গেছে আমার 😄
Abbu ar cha-cha basa theke kokhon ber Hobe Shei opekkhai thaktam. Tarpor warfaze and rock n roll. Amma chilla chilli korto but lock the door and volume up, problem solved. Good old days.
জন্মের ও ৫/৭ বছর আগের গান। কেমনে সম্ভব ওই সময় এমন রুচিশীল গান উপহার দেওয়া.
Listening to this on full volume during quarantine with my cousin ! Pure bliss ! Sanjoy truly the most iconoclast vocalist of Bangladeshi Rock history !
আহারে আগের দিনগুলো কতই না সুন্দর ছিলো 😢😢😢
এক কথায় মাস্টারপিস 🔥🤘
সারা রাত কাটিয়ে দিয়েছি এই গানগুলো শুনে❤️❤️
ওয়াফেইজের অসাধারণ সৃষ্টি , আজীবন বেচে থাকবে ,কখনো পুরোনো হবে না
1991- My starter of metal song. Still I listen to this manyvtimes while drive
2020 er seshe eshe gaan ta first shulam! Wow! ki chilo Warfaze, ekhono koto valo music kore..!
Can we have the music video which was done for MTV ( Sunjoy era ) , The other 'boshe achi' music video (Mizan Era) before releasing "Pothchola" ? Where are these videos ??
warfaze forever ❤️❤️
ওয়ারফেজ কে প্রথম শুনি এবং ভালবাসতে শুরু করি মিজান কে দিয়ে, তারপর যেদিন সঞ্জয় কে প্রথম শুনি..................
Listening the song after couple of years! What a composition ! Sunjay is really genius of that time.
I have one doubt.Ei same composition er kono ekta English song ache.Sunechi but ei muhurte mone porche na.Mone hcche MJ smooth criminal r Queen er Bohemian Rhapsody theke ei gaan ta inspired hyche
@@bipros7 mmm.. May be, but I cannot relate with Smooth criminal of MJ
এটা ওভারসিস ব্যন্ড দের যেইসব লেজেন্ডারি সং আছে সেগুলার সাথে তুলনীয় 💘
আহ,সঞ্জয় ভাই
Death's Head আমিও 😂😂😂
@ Death's Head
Hi,
I think you are unnecessarily provoking hateful comments from people.
As much as everyone knows Sanjay was the original vocal of this song, everyone also knows this song became popular during his time. And the track in the video is the original studio version. So, there is absolutely no reason to bring Mizan into issue here.
By the way, salute to Sanjay.
theyy have already started to bring mizan bhai into this...check other coments brother... :)
valo lage tai suni
@Talha Jubair আর ইউ সিউর এভাউট দ্যাট? মিজান ভাই আর সাঞ্জয়? সাঞ্জয় ইজ সাঞ্জয় সাঞ্জয় ১৯৯৮ তে রিটার্ড নিয়েছে সো সে কি এখন গ্লোবাল এক এ থাকবে? সাঞ্জয় এর মুক্তি চাই মুক্তি দেও এগুলা শুনলে বুজা যায় ও কি ছিলো। এরশাদ ( রকষ্টাটা) সাঞ্জয় একটা রেভুলুশ্যন ছিলো। যদি সাঞ্জয় সাথে মিজানের তুলনা চলে স্বয়ং মিজান ভাই ই হেসে দিবে ☺
ছোট ভাই মারজান আমাকে ২০১৮ সালে সাজেস্ট করেছিলো গানটা শোনার জন্য।
বলেছিল ভাইয়া গানটা আমাদের সাথে মিলে যায়।
ধন্যবাদ মারজান ❤️❤️
1st ei gaan diya warfazer gaan shuna
new albumer jonno opekka
lov u warfaze
He is unbelievable singer 💖
one of the most heard song in early 90's.... i was 24 then
Abeger nam warfaze..
Sei abeger ek sristi ei gan❤❤
This called God gifted voice.awesome
4:32 - 4:43 totally breached my mind 💥🔥
An unforgettable voice of sunjay . Lots of vocals comes after him. But he is the best.
No.he is the best of the bests🤘🤘🤘
First heard the song at my cousin sister’s gaye holud in 1997. Since then, it’s still in my head
Amar priyo gaan choto bela theke shune astechi 😍
vai sonjoy ki high pitch voice re baba...!!!...God gifted...!!
6:00
Just 💥💥
Those "ভেঙে দেয় স্বপ্ন" lines hit like Ballistic missiles.
Sanjoy bhai perfect..... He is only one....
1991 theke shunchi aaj 2021 pray 30 bochor. Love it man
though I didn't heard all the Bangladeshi metal music but to me most probably this is one of the best metal song in Bangladeshi music industry. I feel really good when someone ask me about what Am i listening to and who's song is it? that time i put a smile on my lips and answer softly. I don't want everyone to know about my favorite things xD
5:58 to 6:16...🙏🙏🙏
অথচ কত সুন্দর হতে পারতো এ জিবন😪
5:58
খুব আফসোস হয়,ইশ আর ক'টা বছর আগে কেন জন্মালাম না😶😶
এত দ্রুত এরা সকলের মনে জায়গা করে নেয়া ওয়ারফেজ এর সেই সিক্রেট টা কি ছিলো।
Love from East Medinipur (West Bengal)❤️
Encyclopaedic...!
Guitar & Keyboard 🔥🔥🔥
Sanjay Flawless 👽
Purai scorpions er still loving you er moto. Shei shei. World class❤️
Question to kamal vai- which guitar solo was played by sunjoy vai?
shotti warfaze manei notun udvabona
কেউ ২০২৪ সালে এসেছেন নাকি??
Boss na eshe para jai naki
🙂🖤
@@FaysalNayeem-z3y ajke abr sunlm apnr jnno 😊😊
একটি ছেলে গানটি শুধুমাত্র সানজয় নামের এই একটি ছেলের জন্যই তৈরি হয়েছিল,,,,
Osadharon Vocal by Sunjoy.Inspired from Earth Song- MJ
অথচ কত সুন্দর হতে পারতো এই জীবন
একটা গান খুজছি অনেক দিন পাচ্ছিনা।
মনে নেই লিরিক্স
এমন হতে পারে
আমাদের এই বাংলাদেশে ছিলো তার বাড়ী
কাউকে কিছু না বলে দূর দেশে দিলো পাড়ী
পকেটে টাকা নেই খাওয়া হয়নি কিছু
চলছেনা আর অজানা পথে চলা
ওইখানে আছে যে মোর ভালোবাসা
Aurthohin-Odvut shei cheleti.
Ei lyrics ta Google e search dilei toh chole ashar kotha 🤦
6:01 ❤
Sanjay is the best. Still listening warfaze.
warfaze 😍😍
এই গান টা শুনলে আমার বাবার কথা মনে পড়ে। কেন না, প্রথম যেদিন war faze CD বাজার জাত করে, সেই দিন, বাবা ৬০০ টাকা দিয়ে কিনে দিয়েছিল।