বর্ধমান বাণীপীঠ হাই স্কুলের শিক্ষিকার সাহসী, মানবিক পদক্ষেপ

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • অসহায় উদ্ভ্রান্ত মহিলার সাহায্যে এগিয়ে এলেন বর্ধমান বাণীপীঠ হাই স্কুলের শিক্ষিকা মধুরিমা পান |
    এইদিন ৮ জুন ২০২৪ শনিবার ঐ শিক্ষিকা তাঁর দিদির সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বর্ধমান শহর বড়নীলপুর মোড় নিকটে একজন যুবতী মেয়ে তাঁর কাছে সাহায্যের আবেদন করে |
    মেয়েটি বলে তার নাম উজলা খাতুন, বীরভূমের নানুর থানার অন্তর্গত গোবডিহি পশ্চিম পাড়ায় বাড়ি |
    বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে |
    কখনো বলে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, সে পাঁচিল টপকে পালিয়ে এসেছে | কখনো বলে সে পড়তে যাচ্ছিল,তাকে কেউ তুলে নিয়ে এসেছে|
    শিক্ষিকা মধুরিমা পান তাঁর বিদ্যালয়ের সহকর্মী মির্জামাল বাবুর সঙ্গে যোগাযোগ করলে উনিও উপস্থিত হন এবং বর্ধমান সদর থানায় খবর দেন |
    মধুরিমা ম্যাডাম বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী- সবুজের অভিযানের সঙ্গে যোগাযোগ করলে সংস্থার পক্ষ থেকে শেখ জামালউদ্দিন এবং অনির্বাণ রায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন | অনির্বাণ বাবু যোগাযোগ করেন বীরভূমের স্বেচ্ছাসেবী সংস্থা 'বীরভূম ফেইথ ওয়েলফেয়ার সোসাইটি'- র মুস্তাফিজুর রহমানের সঙ্গে | মুস্তাফিজুর রহমান তৎক্ষণাৎ যোগাযোগ করেন 'গোবডিহি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি' র সঙ্গে | গোবডিহি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি র প্রতিনিধিরা তৎক্ষণাৎ ওই মেয়েটির বাড়ি গোবডিহি পশ্চিম পাড়ায় পৌঁছে যান এবং সরাসরি অনির্বাণ বাবুর সঙ্গে যোগাযোগ করে মেয়েটির সঙ্গে মেয়েটির বাড়ির লোকেদের ফোনে কথা বলিয়ে দেন |
    ইতিমধ্যে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ফোনে মেয়েটির বাড়ির লোকের সঙ্গে কথা বলেন, এবং সকলে উপস্থিতি থেকে মেয়েটিকে সদর থানার নিরাপদ হেফাজতে তুলে দেওয়া হয় |
    এদিন রাত্রেই মেয়েটির মা পরিবারের অন্য সদস্য এবং গোবডিহি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সহ বর্ধমানে এসে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন |
    স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী- সবুজের অভিযানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বর্ধমান বানিপিঠ হাই স্কুলের শিক্ষিকা মধুরিমা ম্যাডাম এবং শিক্ষক মির্জামাল বাবু কে তাঁদের সাহসী এবং মানবিক পদক্ষেপের জন্য|🙏

КОМЕНТАРІ •