I always miss my Xpress Music Nokia 5310 ❤️ That was a best phone in my life so far, specially for attractive look & light weight....A phone to remember always ❤️
নোকিয়া-আহা নোকিয়া ! আমি দীর্ঘদিন নোকিয়া ফোন ব্যবহার করেছি। আগের নোকিয়া ফোনগুলি সত্যিই ভাল ছিল । আমি নোকিয়া এক্সপ্রেস মিউজিক কিনেছিলাম 2011 সালে । দীর্ঘদিন জুলাই 2020 পর্য ন্ত ব্যবহার করেছি কোন প্রকার ঝামেলা ছাড়া।যদিও এর ইন্টারন্যাল মেমরী কম ছিল কিন্তু এর মিউজিক প্লেয়ার,ভিডিও প্লেয়ার ,অডিও,ভিডিও রেকর্ডার অপূর্ব ছিল। এর নেট ফাংশনও ছিল অপূর্ব। মডেম হিসাবেও ব্যবহার করা যেত এই ফোন। এর এত রকম ফাংশন ছিল যে আমি অন্যদের সঙ্গে গর্ব করতাম। হঠাৎ ফোনটি পড়ে যেয়ে কিছু সমস্যা দেখা দেয়ায় আমি আর একটা ফোন কিনবো বলে ঠিক করলাম। হঠাৎ নেটে দেখলাম 5310 এর এড। (কি কুক্ষনেই যে এই এড দেখেছিলাম !) মনে আনেক স্বপ্ন নিয়ে কিনলাম 5310 Xpress music এর নতুন ভার্সন হিসাবে । কিন্তু আপনাদের কি বলবো , এখন নিজের মাথার চুল নিজেরই ছিড়তে মন চাই । কি আছে এই 4000 টাকা দামের সেটে ? মাল্টীমিডিয়া নেই। মিউজিক প্লেয়ার নেই, অডিও রেকর্ডার নেই, কল রেকর্ডার নেই ,ম্যাসেজ অপশন হ য ব র ল ,অধিকাংশ ভিডিও ফরমেট সাপোর্ট করে না।। সেন্ট ম্যাসেজ নেই। সবকিছু একসাথে হযবরল করা। অন্যান্য অপশন এত জটিল যে ব্যবহার করা খুবই কঠিন ব্যাপার। হায় ! অন্যান্য ব্রান্ডের 700 টাকার ফোন আমার 4000 টাকা দামের ফোনকে লজ্জা দিলো । নোকিয়া আমার গর্ব ভেঙে চুরমার করে দিল। আমার ছোট ছেলে ক্রিটিসাইজ করে বলে এই আপনাদের নোকিয়া ---! ওর চাইতে আমাদের দেশের ওয়ালটন ও তো শতগুনে ভালো..................।
4000 টাকার ফোন হিসেবে এই ফোনে আহামরি কিছু নাই। তবে নোকিয়া একটি দামী ব্র্যান্ড । হাতে থাকলে একটা আলাদা ভাব হয়😊 এ আর কি তাছাড়া এটি কিছুই না এই টাকা দিয়ে আরো ভালো ফিচার ফোন পাওয়া যাবে। এত সুন্দর একটি রিভিউ এর জন্য ধন্যবাদ বাবু ভাইকে ❤️
চমৎকার রিভিউ, ধন্যবাদ। নোকিয়া আর আগের নোকিয়া নেই। এর ভুক্তভোগী আমি নিজে। ২০১৮ সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি ২০০০ টাকা দিয়ে স্যামসাং গুরু মিউজিক ২ এবং ২০২০ এ আমি ২১০০ টাকা দিয়ে নোকিয়ার ১টি বাটন ফোন নেই। নোকিয়ার ফোন ফেলে রেখে আমি স্যামসাংয়ের গুরু মিউজিক ২ ব্যবহার করছি। বিস্তারিত আর বললাম না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কেউ যদি ইমোশনাল হয়ে নোকিয়া ফোন নিতে চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
This is my favorite UA-cam channel in Bangladeshi UA-camr. I don't know what's the reason of like in videos (very low like) You are most professional UA-camr in tech channel in Bangladesh. May be you should boost your chennel. Best of luck Bro.... :)
আমি কিনেছি কয়েকদিন আগেই, সেকেন্ডারি হিসেবে ইউজ করার জন্য। ভালই। তবে কিছু ক্ষেত্রে সাফারিংস হয়েছে। যেমন, অন্য মোবাইল থেকে নাম্বার কপি করার ক্ষেত্রে সব নাম উলটা হয়ে ঢুকেছে, অর্থাৎ ফার্স্ট নেম বিকেইম লাস্ট অ্যান্ড লাস্ট নেম বেকেম ফাস্ট। নামগুলো আংশিক হয়ে এসেছে। ফলে অনেক নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সার্চ দিলেও আসে। শুধু নামের আদ্যক্ষর বা শব্দ সার্চ দিলে আসে, শেষ শব্দ সার্চ দিলে ওই নাম আসে না যা খুবই বিরক্তিকর। নোকিয়ার কাছে এটা আশা করা যায় না। ক্যামেরা কোয়ালিটি ভালো করতে পারত কমপক্ষে 2 বা 3 মেগাপিক্সেল ক্যামেরা দিতে পারতো। দাম একটু বাড়িয়ে হলেও কাজের জিনিস দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাম নাম্বার কপি বা এডিটিং করাটা একটু জটিল মনে হয়েছে যা আরও সহজ করা যেত। ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে বলে স্পেস নাই, অথচ এই মোবাইলে মাইক্রো এসডি কার্ড লাগানো আছে এবং পর্যাপ্ত স্পেস আছে। এসএমএস টাইপ করা সত্যিই বিরক্তিকর, এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এখন এটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। নেট ব্রাউজিং করাটাও খুবই বিরক্তিকর। তবে সাউন্ড কোয়ালিটি ভালো। দেখতেও মোটামুটি ভালো। এটাই সান্তনা। নেট, ক্যামেরা কোন কিছু না হলেও চলত। শুধু কন্টাক্ট নাম্বার এবং নাম গুলি ঠিকমতো আসলেই হতো। কিন্তু সমস্যাটা সেখানেই। নোকিয়াকে আরো ইনোভেটিভ চিন্তা করতে হবে। এককালে নোকিয়া আমাদের গর্ব ছিল, সেরা ও বহুল প্রচলিত ফোন ছিল। নকিয়ার জন্য দুঃখ হয়। সে এখন কোমা পর্যায়ে আছে। এটা এখন অতি সাধারণ ও সেকেলে ফোন হিসেবে অস্তিত্ত্ব টিকিয়ে রেখেছে। তবুও তাদের জন্য শুভকামনা।
আসলেই নকিয়ার এই নামটা শুনেই কেন জানি নস্টালজিয়ায় পড়ে যাই, লাইফের সেই প্রথম ফোনটার কথা মনে পড়ে যায়, সেই দিন গুলো ফিরে না পেলেও নকিয়া আবারো আমাদের মাঝে নতুন করে ফিরে এসেছে ব্যাপারটা ভালো লাগছে।
ভাই একটা keylpad ফোন নেবো ভাবছি । কোনটা নিলে ভালো হয় যদি বলেন? Samaung নাকি nokia ? আর কোনটা পাওয়া যাবে এখন? আর অবশ্যই 3G হতে হবে তো কোনটা নিলে ভালো হয় ভাই?
Nokia 5310 (2020) এই ফোনটিতে ইমেইল/গুগলে সেভ করা ফোন নাম্বার কি চালু হয় বা ইমেইল/গুগলে ফোন নাম্বার সেভ করা যায়? যদি এই সুবিধা থাকে তাহলে ফোনটা ক্রয় করবো। জানাবেন প্লিজ,,,
@@amibabu 🤣🤣🤣 ভাইজান মজা নিলে 😂😂😂 i am Just Curious. যতটুকু আমি জানি ডুয়াল স্টেরিও স্পিকার মানে চারটা স্পিকার। একটু যদি ব্যাপার টা Clear করে দিতেন বুঝতে সুবিধা হত।
একটা কমপ্লেইন ছিল, এই ফোন পকেটে রাখলে নাকি ভলিউম বাটনে চাপ করে ভলিউম ডাউন হয়ে যায়। ফলে কেউ ফোন দিলে রিংটোন শুনা যায় না। আপনার টেস্ট পিরিয়ডে এরকম কিছু নোটিশ করেছিলেন?
পশ্চিমবঙ্গের মানুষ হয়ে একটা ব্যাপারেই ঈর্ষা হয়, বাংলাদেশে নোকিয়ার কিপ্যাডে কিসুন্দর বাংলা অক্ষর লেখা থাকে। ভারতবর্ষে/পশ্চিমবঙ্গে/কলকাতায় নোকিয়া ফোনগুলোয় এখন শুধুই ইংলিশ বর্ণমালা লেখা থাকে। সফটওয়ারে বাংলা ভাষা দেওয়া আছে, কিন্তু তবুও কিপ্যাডে অ আ প ফ ইত্যাদি দেখতে খুব ভালো লাগে।
অনেক আগ্রহ নিয়ে ফোনটা কিনে পরে নিজেই নিজেকে বকাঝকা করার মত অবস্থা । এর চেয়ে চাইনিজ ১০০০ হাজার টাকার মোবাইল ই ভালো, সব চেয়ে বিরক্তিকর হচ্ছে অপারেটিং সিস্টেম 😡😡😡😡😡😡 ভলিয়ম বাটন এর জন্য কোন সময় সাইলেন্ট হবে বুঝতেই পারবেন না, আর এত স্লো মনে মাঝে মধ্যে আচাড় মেড়ে দেই , যারা কিনার চিন্তা করছেন , বলবো দয়া করে মাথা থেকে জেরে ফেলুন।
Old is gold lots of love """ Ami Babu """""
From India.
নোকিয়া চাইলেই স্যাম্বিয়ানকে অনেক মোডিফায় করতে পারে ভাই৷ Nokia N8 দারুন একটা ফোন ছিলো। আমি ইউজ করেছি৷ ❤
Nokia N9 Chilo oi juger best smartphone
Waiting for nokia to release QWERTY keypad phones
Me too
Yes waiting too
I always miss my Xpress Music Nokia 5310 ❤️
That was a best phone in my life so far, specially for attractive look & light weight....A phone to remember always ❤️
নোকিয়া-আহা নোকিয়া ! আমি দীর্ঘদিন নোকিয়া ফোন ব্যবহার করেছি। আগের নোকিয়া ফোনগুলি সত্যিই ভাল ছিল । আমি নোকিয়া এক্সপ্রেস মিউজিক কিনেছিলাম 2011 সালে । দীর্ঘদিন জুলাই 2020 পর্য ন্ত ব্যবহার করেছি কোন প্রকার ঝামেলা ছাড়া।যদিও এর ইন্টারন্যাল মেমরী কম ছিল কিন্তু এর মিউজিক প্লেয়ার,ভিডিও প্লেয়ার ,অডিও,ভিডিও রেকর্ডার অপূর্ব ছিল। এর নেট ফাংশনও ছিল অপূর্ব। মডেম হিসাবেও ব্যবহার করা যেত এই ফোন। এর এত রকম ফাংশন ছিল যে আমি অন্যদের সঙ্গে গর্ব করতাম। হঠাৎ ফোনটি পড়ে যেয়ে কিছু সমস্যা দেখা দেয়ায় আমি আর একটা ফোন কিনবো বলে ঠিক করলাম। হঠাৎ নেটে দেখলাম 5310 এর এড। (কি কুক্ষনেই যে এই এড দেখেছিলাম !) মনে আনেক স্বপ্ন নিয়ে কিনলাম 5310 Xpress music এর নতুন ভার্সন হিসাবে । কিন্তু আপনাদের কি বলবো , এখন নিজের মাথার চুল নিজেরই ছিড়তে মন চাই । কি আছে এই 4000 টাকা দামের সেটে ? মাল্টীমিডিয়া নেই। মিউজিক প্লেয়ার নেই, অডিও রেকর্ডার নেই, কল রেকর্ডার নেই ,ম্যাসেজ অপশন হ য ব র ল ,অধিকাংশ ভিডিও ফরমেট সাপোর্ট করে না।। সেন্ট ম্যাসেজ নেই। সবকিছু একসাথে হযবরল করা। অন্যান্য অপশন এত জটিল যে ব্যবহার করা খুবই কঠিন ব্যাপার। হায় ! অন্যান্য ব্রান্ডের 700 টাকার ফোন আমার 4000 টাকা দামের ফোনকে লজ্জা দিলো । নোকিয়া আমার গর্ব ভেঙে চুরমার করে দিল। আমার ছোট ছেলে ক্রিটিসাইজ করে বলে এই আপনাদের নোকিয়া ---! ওর চাইতে আমাদের দেশের ওয়ালটন ও তো শতগুনে ভালো..................।
Ami Babu ভাইর উপস্থাপনা খুব ভালো লাগে।
আহ্ রে আগে নোকিয়া ফোনে ফুটবল গেমস খেলার জন্য কত এক্সাইটেড ছিলাম!! স্কুল থাইকা আইসাই ফুটবল গেমস!!
Vaya akta prosno cilo,,,oneke deklam transferd box kule unboxing korlo,,kintu apnr ta different,,akane asol beparta ki?
দারুণ সাবলীল উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ। নিট & ক্লিন ভিডিও।
4000 টাকার ফোন হিসেবে এই ফোনে আহামরি কিছু নাই।
তবে নোকিয়া একটি দামী ব্র্যান্ড ।
হাতে থাকলে একটা আলাদা ভাব হয়😊
এ আর কি
তাছাড়া এটি কিছুই না
এই টাকা দিয়ে আরো ভালো ফিচার ফোন পাওয়া যাবে।
এত সুন্দর একটি রিভিউ এর জন্য ধন্যবাদ বাবু ভাইকে ❤️
Today, I have bought this Nokia phone for my mother. I feel grateful! 😍
vaia ai phone ami use kori but odvut holeo sotti je ai phone e 64 gb memory card support kore.. kmne somvob vai
Babu vaiya nokia feature phone 6300 ki valo hobe
চমৎকার রিভিউ, ধন্যবাদ। নোকিয়া আর আগের নোকিয়া নেই। এর ভুক্তভোগী আমি নিজে। ২০১৮ সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি ২০০০ টাকা দিয়ে স্যামসাং গুরু মিউজিক ২ এবং ২০২০ এ আমি ২১০০ টাকা দিয়ে নোকিয়ার ১টি বাটন ফোন নেই। নোকিয়ার ফোন ফেলে রেখে আমি স্যামসাংয়ের গুরু মিউজিক ২ ব্যবহার করছি। বিস্তারিত আর বললাম না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কেউ যদি ইমোশনাল হয়ে নোকিয়া ফোন নিতে চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
নকিয়া তার নিজস্ব সিম্বিয়ান সিস্টেম কে যদি উন্নত করতো তাহলে এখনো নকিয়া সেরা ফোন হিসাবেই থাকতো।মুলত উইন্ডোজ সিস্টেম এ গিয়েই নকিয়ার ভরাডুবি হয়েছে।
সঠিক
Ami just voice ta shonar jonno video dekhi...just wow
ভাই ৮মাসের মধ্যে ব্যাটারি ফুলে গিয়ে,পিছনের ব্যাকপাট লাগে না?
ভাই, এটা যে দিন এসেছে ঐ দিন 2720 ফ্লিপ নিয়েছি। আপনাকে বলেছিলাম মনে হয়। ভালো লাগলো আপনার প্রটেকশন দেখে।
ভাই, 2720 ফোনটা কেমন service দিচ্ছে ?
কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও, কথাটা সত্যি, অনেকেই এটা স্রেফ সংগ্রহের জন্য কিনবেন।
ai mobile ki auto call record hoy?
Voice call quality ki ar 4-5 ta feature phone er moto? Ta hole na hoy eitar taka diye 5-5 tai kinlam
Nokia 220 4g vs nokia 5310 konta valo hobe plz ans?
This is my favorite UA-cam channel in Bangladeshi UA-camr. I don't know what's the reason of like in videos (very low like) You are most professional UA-camr in tech channel in Bangladesh. May be you should boost your chennel. Best of luck Bro.... :)
Auto call record ase?
Vai apnar windows pc te imac er theme ta kivabe dichen bola jabe?
Headphone e sound output kamon??? Old one er moto na jani but is it good enough??
GOOD REVIEW. THANK YOU!!
vhai, iTunes er m4a file gula play hobe? plz ans
Atato CALL record ache ki na bhai
আমি কিনেছি কয়েকদিন আগেই, সেকেন্ডারি হিসেবে ইউজ করার জন্য। ভালই। তবে কিছু ক্ষেত্রে সাফারিংস হয়েছে। যেমন, অন্য মোবাইল থেকে নাম্বার কপি করার ক্ষেত্রে সব নাম উলটা হয়ে ঢুকেছে, অর্থাৎ ফার্স্ট নেম বিকেইম লাস্ট অ্যান্ড লাস্ট নেম বেকেম ফাস্ট। নামগুলো আংশিক হয়ে এসেছে। ফলে অনেক নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সার্চ দিলেও আসে। শুধু নামের আদ্যক্ষর বা শব্দ সার্চ দিলে আসে, শেষ শব্দ সার্চ দিলে ওই নাম আসে না যা খুবই বিরক্তিকর। নোকিয়ার কাছে এটা আশা করা যায় না। ক্যামেরা কোয়ালিটি ভালো করতে পারত কমপক্ষে 2 বা 3 মেগাপিক্সেল ক্যামেরা দিতে পারতো। দাম একটু বাড়িয়ে হলেও কাজের জিনিস দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাম নাম্বার কপি বা এডিটিং করাটা একটু জটিল মনে হয়েছে যা আরও সহজ করা যেত। ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে বলে স্পেস নাই, অথচ এই মোবাইলে মাইক্রো এসডি কার্ড লাগানো আছে এবং পর্যাপ্ত স্পেস আছে। এসএমএস টাইপ করা সত্যিই বিরক্তিকর, এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এখন এটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। নেট ব্রাউজিং করাটাও খুবই বিরক্তিকর। তবে সাউন্ড কোয়ালিটি ভালো। দেখতেও মোটামুটি ভালো। এটাই সান্তনা। নেট, ক্যামেরা কোন কিছু না হলেও চলত। শুধু কন্টাক্ট নাম্বার এবং নাম গুলি ঠিকমতো আসলেই হতো। কিন্তু সমস্যাটা সেখানেই।
নোকিয়াকে আরো ইনোভেটিভ চিন্তা করতে হবে। এককালে নোকিয়া আমাদের গর্ব ছিল, সেরা ও বহুল প্রচলিত ফোন ছিল। নকিয়ার জন্য দুঃখ হয়। সে এখন কোমা পর্যায়ে আছে। এটা এখন অতি সাধারণ ও সেকেলে ফোন হিসেবে অস্তিত্ত্ব টিকিয়ে রেখেছে।
তবুও তাদের জন্য শুভকামনা।
আজকে আপনার এই ভিডিওর কালার কম্পোজিশন টা সুন্দর হইছে। অন্য দিনের গুলা ফেডিং ফেডিং লাগতো।
vaiya apnar video gula onek onek valo lage
Dada apnar proti ta video khub vlo lage
Love from India ❤️
I love you Nokia. Nokia always Nokia.
Vaiya ata te ki 3g chole???
Bhai apnr pichone pc ta mac os eta ki intel pc te mac os disen?
Hackintosh
ভালো লাগলো আর আপনি ভালো বলেছেন
Does it support google contact?
No.
বহুদিন পর এম ফোন দেখে ভালোই লাগলো ____
ফোনটা দেখি শো-রুমে আছে কিনা।
থাকলে কিনে নেবো।
আসলেই নকিয়ার এই নামটা শুনেই কেন জানি নস্টালজিয়ায় পড়ে যাই, লাইফের সেই প্রথম ফোনটার কথা মনে পড়ে যায়, সেই দিন গুলো ফিরে না পেলেও নকিয়া আবারো আমাদের মাঝে নতুন করে ফিরে এসেছে ব্যাপারটা ভালো লাগছে।
Vaiya,Nokia 80004g phn ta ki review dile valo hoto
Support BT A2DP?
ফোন মেমোরীতে নাম্বার কত গুলো সেইভ করা যায়?
Vai wifi chalano jay????
Bro Is it running on Java or Kai OS?
Love u Babu vai🖤🖤🖤🖤
Vivo iqoo 3 5g phn ta lagbe..kon shop a pabo kew volte paren?
Vay ai phn a ki UA-cam ace
অন্ন এপ্স বাবহার করা যাবেকি
ভাই জাভা গেইম খেলা যাবে, বা ইন্টারনেট ডাউনলোড সিস্টেম আছে?
আপনে আরো সাপোর্ট আর সাবস্ক্রাইবার ডিজার্ভ করেন । Your content is Highly Qualified .
I💓 Nokia
এটাতে কি আগের নকিয়া এর মতো গেম ডাউনলোড করা যাবে?
jeva suprt kore ki?
রেড কালার আছে কি??
Nokia 8000 4g te ki video call kora jabe naki janaben
No
Email er maddome ki contact number save kora jabe?
Vaiya Nokia 80004g phn ta Bangladesh's pawa jai
Eta te ami contact sync korte parbo gmail account theke ??
No :(
ভাই একটা keylpad ফোন নেবো ভাবছি । কোনটা নিলে ভালো হয় যদি বলেন? Samaung নাকি nokia ? আর কোনটা পাওয়া যাবে এখন? আর অবশ্যই 3G হতে হবে তো কোনটা নিলে ভালো হয় ভাই?
Call quality kmon? Ta to bollen na...asha kori comment e janaben
Nostalgic kore dilen vai💜💜
ফোন কিনি আর না কিনি, ভিডিও দেখা মাষ্ট। প্রিয় ভাই
nokia bar user nokia 105 2018 it serve really wow as a secondary phn
এতকিছু বুঝিনা 😏 আমি তো কালকেই কিনব 🤩🤩
Vhiya apnar ki camera plzzz..
Babu vai,এটাই কি কল রেকর্ড ইং আছে?
sound er ekta demo dile valo hoto.
comparing it with common smartphones.
Phone ta ki 3g?
Nokia 5310 (2020) এই ফোনটিতে ইমেইল/গুগলে সেভ করা ফোন নাম্বার কি চালু হয় বা ইমেইল/গুগলে ফোন নাম্বার সেভ করা যায়? যদি এই সুবিধা থাকে তাহলে ফোনটা ক্রয় করবো। জানাবেন প্লিজ,,,
I love nokia.❤❤❤
Audio Quality? Speaker Test? Why don't you focus on these.?
ভাইয়া!
ফোনটিতে কি অটো কল রেকর্ড আছে?
Heart touching memory
Awesome voice!
Vaiya ami phone ta kinte cai. Speaker sound valo hobe to.amr song sunar jonno speaker valo dorkar nai.ringtone a jonno dorkar
ফোনটা কি এখন পাওয়া যাবে
Duel Stereo Speker?
Naki Stereo Speker?
ভাইজান, ডুয়েল বানান টা ভুল হয়েছে।
@@amibabu 🤣🤣🤣 ভাইজান মজা নিলে 😂😂😂
i am Just Curious.
যতটুকু আমি জানি ডুয়াল স্টেরিও স্পিকার মানে চারটা স্পিকার।
একটু যদি ব্যাপার টা Clear করে দিতেন বুঝতে সুবিধা হত।
বর্তমান নোকিয়ার UI চাইতে আগের সিমবিয়ান আপডেট করে দিলে ভালো হতো।তাছাড়া অরিজিনাল ভার্শনের ডিজাইন বেটার ছিলো।এটা অরিজিনালের মত আকর্ষনীয় নয়।
ভাই এই মোবাইলে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিং টোন সেট করা যায়?
Vai Nokia 5310 call recording kmn plz janan,,,,
old is gold
বাবু ভাই আমার একটা ২১০/২১৬ মডেল লাগবে কিভাবে কোথায় পাবো।
জানাবেন প্লিজ!
একটা কমপ্লেইন ছিল, এই ফোন পকেটে রাখলে নাকি ভলিউম বাটনে চাপ করে ভলিউম ডাউন হয়ে যায়। ফলে কেউ ফোন দিলে রিংটোন শুনা যায় না। আপনার টেস্ট পিরিয়ডে এরকম কিছু নোটিশ করেছিলেন?
Vai,kotha boila moja kemon?
একসময় নোকিয়ার ফোনগুলার জন্য পাগল ছিলাম। অনেক কষ্টে একটা কিনেছিলাম। তবে এখন শখের বসে হলেও ফোনটা কেনার ইচ্ছা জাগছে।
Inshallha one day I'll buy this 🖤😃
Bhai Symphony Z30 review ta koren
Nokia Is Always Best
Nokia is love
Voice just wow bro
দাম কত???
পশ্চিমবঙ্গের মানুষ হয়ে একটা ব্যাপারেই ঈর্ষা হয়, বাংলাদেশে নোকিয়ার কিপ্যাডে কিসুন্দর বাংলা অক্ষর লেখা থাকে। ভারতবর্ষে/পশ্চিমবঙ্গে/কলকাতায় নোকিয়া ফোনগুলোয় এখন শুধুই ইংলিশ বর্ণমালা লেখা থাকে। সফটওয়ারে বাংলা ভাষা দেওয়া আছে, কিন্তু তবুও কিপ্যাডে অ আ প ফ ইত্যাদি দেখতে খুব ভালো লাগে।
Does it support automatic call record?
অনেক আগ্রহ নিয়ে ফোনটা কিনে পরে নিজেই নিজেকে বকাঝকা করার মত অবস্থা । এর চেয়ে চাইনিজ ১০০০ হাজার টাকার মোবাইল ই ভালো, সব চেয়ে বিরক্তিকর হচ্ছে অপারেটিং সিস্টেম 😡😡😡😡😡😡 ভলিয়ম বাটন এর জন্য কোন সময় সাইলেন্ট হবে বুঝতেই পারবেন না, আর এত স্লো মনে মাঝে মধ্যে আচাড় মেড়ে দেই , যারা কিনার চিন্তা করছেন , বলবো দয়া করে মাথা থেকে জেরে ফেলুন।
nokia n8 ki pabo
Classic model এর মতো 2MP camera নিয়ে আসলে feature phone হিসেবে best হতো
Symphony Z30 review chy
Nokia 125 2020 er review ke kora jai Vai?
Voice extraordinary and vahi price bd ???