প্রিয় দর্শক, সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনাভাইরাসের কারণে আপনাদের প্রিয় ইত্যাদি এবারও নতুন করে ধারণ করা সম্ভব হয় নি। গত রোযার ঈদে প্রচারিত বহুল প্রশংসিত ইত্যাদির বিশেষ সংকলিত পর্বটির পর ঈদুল আজহায়ও প্রচারিত হয়েছে ইত্যাদির এই সংকলিত পর্বটি। ইত্যাদির এই পর্বটিও ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে। - ফাগুন অডিও ভিশন ইউটিউব টিম
🇧🇭🇧🇭প্রবাস থেকে কারা ইত্যাদি দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারা কারা ইত্যাদি পছন্দ করেন এবং তাদের জনপ্রিয় ইত্যাদি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমাদের ইত্যাদি আমার প্রিয় পছন্দ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩।
কতইনা উত্তম হতো যদি আপনার এই ভাল মেধা ও আমাদের সময় ব্যয় হতো আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে স্হায়ীভাবে ফিরে যেতে হবে ও জবাবদিহি করতে হবে যা আমরা দুনিয়াতে করছি |
সেই কখন থেকে অপেক্ষা করছিলাম এই অনুষ্ঠান দেখার জন্য। বাংলাদেশের একমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান যেটা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যায়। বছরের পর বছর এমন রুচিসম্মত অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যাওয়ার জন্য সমগ্র বাঙালির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধেয় স্যার হানিফ সংকেত এবং কেয়া কসমেটিক্ম এর সাথে যুক্ত সকল কলাকুশলীদের। মুন্সীগঞ্জ সদর, বাংলাদেশ। মোঃ পনির শিকদার।
কত অনুষ্ঠান আইলো গেইলো,ইত্যাদি ঠিকি তার শ্রেষ্ঠ জায়গাটি ধরে রেখেছে।ভালোবাসি এই অনুষ্ঠান কে ও হানিফ সংকেত সারকে।একমাত্র নব্বই দশকের ছেলেমেয়েরাই এই অনুষ্ঠান এর প্রশংশা উপলদ্ধি করতে পারবে।
শেষ প্রান্তে এসে আরো একজনে প্রিয় মানেুষের কথা মনে করিয়ে দিয়ে গেলেন শ্রদ্ধেয় স্যার হানিফ সংকেত। আর তিনি হলেন কিছুদিন আগে গত ৬ জুলাই মৃত্যুবরন করা জনপ্রিয় কন্ঠশিল্পী এন্ড্র কিশোর।
পৃথিবীর অনেক কিছুই উথান পতন তবে একমাএ ইত্যাদি র এই অনুষ্ঠান টা ঠিক আগের জায়গা ই রহিয়া গেলে। একমাএ শুধুমাএ ভালো পারফর্ম করে তাই।। আমি হানিফ সংকেত আংকেল এর সু সাস্থ তা কামনা করি।।।।।
♥পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়।♥ প্রতিবারের মতো মনে অনেক আনন্দ নিয়েই ইত্যাদি দেখতেছিলাম। শেষের দিকে এন্ড্রোকিশোর স্যারকে দেখে হারানোর বেদনা চোখের পানি ধরে রাখতে পারলাম না। কেন জানি, আমার মনে হচ্ছে আমি অনেক দামি কিছু হারিয়েছি।
হানিফ সংকেত স্যার ও ইত্যাদি অনুষ্ঠানটি হাজারো বছর দীর্ঘজীবি হউক। স্যারের নাটকগুলোও অতুলনীয়। স্যারকে আমরা পেয়েছি, আমাদের ভবিষ্যত প্রজন্মও যেন স্যার ও স্যারের মতো একজনকে নিয়ে অনুষ্ঠানটি দেখে মনের বিনোদন ও শিক্ষণীয় জায়গাটি পূরণ করতে পারে।
ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যা সব বয়সের মানুষ পছন্দ করে আমার বয়স ১৭, আমি ইত্যাদি পছন্দ করি এবং ভবিষ্যতেও দেখতে চাই তাই ইত্যাদির দীর্ঘায়ু কামনা করি এবং ইত্যাদির ঐ সেরা পরিচালকেরও.....🥰
মজার ব্যাপার হলো,,,বিটিভি কে সবাই অপছন্দ করে আর বিটিভি তে যারা কাজ করে তাদের ও কিন্তু হানিফ সংকেত সারাজীবন বিটিভি এর সাথই কাজ করা সত্বেও তার কোনো হেটার্স নাই😍😍😍
হানিফ স্যারের সাথে দেখা করতে এ.এম.সরকার (কালাই,জয়পুরহাট) ইচ্ছে আছে তোমার ইচ্ছে আছে আমার ইচ্ছে আছে দেখা করার তোমার,আমার,সবার একটু যদি হত দেখা মিষ্টি সেই হাশি মাখা ছন্দ মিলিয়ে কথা বলা সাম্য ও ঐক্য নিয়ে পথ চলা এমন একজন মানুষ যার কথাতে যায়রে ভ্রম ফিরে পায় অনেকে হুশ এটা মহান আল্লাহর দেয়া দান হানিফ স্যারের সাথে আরও কে কে বলুন দেখা করতে চান?
ইত্যাদি কে সুমধুর আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের বাগেরহাট জেলায় আমাদের প্রাণ প্রিয় অনুসটান ইত্যাদি করা হোক যাতে করে আমাদের জেলা ও সবার কাছে পরিচিত হবে আর ইত্যাদি টিম কে আমাদের জেলায় পায়ের ধুলি দেওয়া যাবে আমি আমার প্রিয় স্যার হানিফ সংকেত কে অনুরোধ জানাচ্চি আমাদের জেলায় আসার জন্য ধন্যাবাদ
Songkolito hole o Ittadi onushthanti khboi dharun hoese!!!!sobar seshe bangla ganer king somrat Andrue kishore ke remembered korar jonno ittadi ke thanks!!!!! Monti kharap hoe gelo jokhon Andrew kishore er gaan sunsilam!!!!!!
ইত্যাদি আমার অনেক অনেক প্রিয় অনুষ্ঠান , দোয়া করি হানিফ সার আমাদের মাজে অনেক অনেক বছর বেঁচে থাকুক আর ইত্যাদি ও হানিফ সারের পরিচালনায় নাটক আমাদের উপহার দেবে ।।
এন্ড্রু কিশোরকে আমি চিনেছিলাম ইত্যাদি থেকে, "পদ্ম পাতার পানি নয়" গানে। যদিও অনেক আগে থেকেই তার অন্যান্য বিখ্যাত গান গুলা শুনতাম, কিন্তু তার চেহারা চিনতাম না।
ইত্যাদির এমন কোন এপিসোড নেই, না কেঁদে দেখে শেষ করতে পেরেছি, মনের আজান্তেই চোখে জল আসে, ভালবাসা আর দুয়া আসে স্রোতের বিপরীতে চলা এই মানুষ গুলোর জন্য... এইসব ভালোবাসা মিছে নয় ♥
হানিফ স্যার সত্যি একজন অসাধারণ গুনি মানুষ আমাদের যুগ যুগ ধরে এত সুন্দর প্রোগ্রাম উপহার দিয়ে যাচ্ছে ধন্যবাদ স্যার আমাদের ছোটোকালটা আনন্দময় করার জন্য ♥️❤️
প্রিয় দর্শক,
সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনাভাইরাসের কারণে আপনাদের প্রিয় ইত্যাদি এবারও নতুন করে ধারণ করা সম্ভব হয় নি। গত রোযার ঈদে প্রচারিত বহুল প্রশংসিত ইত্যাদির বিশেষ সংকলিত পর্বটির পর ঈদুল আজহায়ও প্রচারিত হয়েছে ইত্যাদির এই সংকলিত পর্বটি। ইত্যাদির এই পর্বটিও ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে।
- ফাগুন অডিও ভিশন ইউটিউব টিম
plg narsingdi te akta program koren sir😊😊😊
পারো তুমি কেমন আছো সোনার পাখি
আপনাদের মেইল আইডি টা প্লিজ
আমাদের বাগেরহাটে একটা ইত্যাদি করা হোক।
ভাই একটি প্রতিবেদন প্রচারের জন্য আপনাদের দূষ্টি আকর্ষণ এর জন্য চিঠি লিখেছি।কিন্তু এখনো সাড়া পাইনি।।প্লিজ ভাইয়া যদি যোগাযোগ করতেন ০১৮৬৭০০১০৭২
কোটি মানুষের হৃদয়ে আজও ইত্যাদি বেঁচে আছে হানিফ সংকেত স্যারের জন্য
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। যে অনুষ্ঠানে অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়। ধন্যবাদ, ইত্যাদি অনুষ্ঠানের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গকে।
ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে আমাদেরকে এরকম একটি শিক্ষা মূলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য 😍
💘💕
MD Rashed nice
My husband
সুন্দর
@@sultanaayrin646 😍😍
এক সময় ইত্যাদি দেখার জন্য সিরিয়াল দিয়ে রাখতাম
অসাধারন। প্রবাস থেকে দেখছি।
প্রবাসী কে কে আছেন হাত তুলেন
আছি আপনি
কেমন লাগছে আপনার
ami✋✋
✋✋✋✋✋✋
Saudi Arabia ✋ ✋
ইত্যাদি এর মাধ্যমে হানিফ সংকেত স্যার কোটি কোটি মানুষের জীবনে বেঁচে থাকবেন সারা জীবন। আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান।।।
Drift I will fhxi
Gdjcuc
Fiduciary responsibility Hsi is dd
1998 থেকে ইত্যাদি দেখছি
কখনো মনে হয়নি এই অনুষ্ঠানের মান কমেছে....
২০২০ এ এসেও যৌবনের ভাটা পড়েনি ইত্যাদির 😍😍
eita 2020
er na
@@md.moniurzzamanmonir7721 তা জানি,
বলছি
২০২০ এসেও ইত্যাদির জনপ্রিয়তা একটুও কমেনি।
১৯৯২ থেকে দেখছি
১৯৯৫ থেকে দেখছি ..
১৮৭৮ সালে দেখছি।
🇧🇭🇧🇭প্রবাস থেকে কারা ইত্যাদি দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারা কারা ইত্যাদি পছন্দ করেন এবং তাদের জনপ্রিয় ইত্যাদি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমাদের ইত্যাদি আমার প্রিয় পছন্দ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩।
ডুবাই আছি
সিলেট থেকে দেখতেছি,,আর কে কে সিলেট থেকে দেকতেছেন,,,সুন্দর পরিবেশনা,শুভ কামনা।
Ami
কতইনা উত্তম হতো যদি আপনার এই ভাল মেধা ও আমাদের সময় ব্যয় হতো আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে স্হায়ীভাবে ফিরে যেতে হবে ও জবাবদিহি করতে হবে যা আমরা দুনিয়াতে করছি |
Right vai
সেই কখন থেকে অপেক্ষা করছিলাম এই অনুষ্ঠান দেখার জন্য।
বাংলাদেশের একমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান যেটা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যায়।
বছরের পর বছর এমন রুচিসম্মত অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যাওয়ার জন্য সমগ্র বাঙালির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধেয় স্যার হানিফ সংকেত এবং কেয়া কসমেটিক্ম এর সাথে যুক্ত সকল কলাকুশলীদের।
মুন্সীগঞ্জ সদর, বাংলাদেশ।
মোঃ পনির শিকদার।
বাংলাদেশের একটি মাত্র প্রোগ্রাম পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় ♥️
কত অনুষ্ঠান আইলো গেইলো,ইত্যাদি ঠিকি তার শ্রেষ্ঠ জায়গাটি ধরে রেখেছে।ভালোবাসি এই অনুষ্ঠান কে ও হানিফ সংকেত সারকে।একমাত্র নব্বই দশকের ছেলেমেয়েরাই এই অনুষ্ঠান এর প্রশংশা উপলদ্ধি করতে পারবে।
জ্বি
absolutley
Ekdom
এহহহ
জীবন একটা জিনিসই বেশি দেখেছি সেটা হল ইত্যাদি
শেষ প্রান্তে এসে আরো একজনে প্রিয় মানেুষের কথা মনে করিয়ে দিয়ে গেলেন শ্রদ্ধেয় স্যার হানিফ সংকেত।
আর তিনি হলেন কিছুদিন আগে গত ৬ জুলাই মৃত্যুবরন করা জনপ্রিয় কন্ঠশিল্পী এন্ড্র কিশোর।
Fyn
আমার সবচেয়ে পছন্দের অংশ হলো বিদেশিদের অভিনীত পর্বটা।
ভীনদেশী হয়েও এত সুন্দর করে আমার ভাষা, আমার মায়ের ভাষা উচ্চারণ করে। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে
ইত্যাদি দেখতে কার কার কাছে ভালো লাগে দেখি সেই বন্ধু গুলো কে
আমার সব সময় ভাল লাগে।আমি সৌদি আরব রিয়াদ থেকে দেখছি।
ittady sobar valo large dekte.😍
👋👋👋👋👄
আমার ভালো লাগে না।
আমি ওকে খোজার জন্যই বিটিভি দেখি।
ইত্যাদি একমাত্র অনুষ্টান যার মাধ্যমে শিক্ষা লাভ করা সম্বব দেশের সংকৃতি সম্পর্কে। ধন্যাবাদ হানিফ সংকেত স্যার।
ইত্যাদি অনুষ্ঠান একটি শিক্ষামূলক অনুষ্ঠান
পৃথিবীর অনেক কিছুই উথান পতন তবে একমাএ ইত্যাদি র এই অনুষ্ঠান টা ঠিক আগের জায়গা ই রহিয়া গেলে। একমাএ শুধুমাএ ভালো পারফর্ম করে তাই।। আমি হানিফ সংকেত আংকেল এর সু সাস্থ তা কামনা করি।।।।।
মৃত্যুর পরেও সবার মাঝে নিজের অভিনয় দিয়ে বেঁচে থাকা একজন মহান মানুষ,
বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় হুমায়ূন ফরিদী।
আমি হানিফ সংকেত স্যারকে দেখতে চাই,,,সাহা্য্য কর প্লিজ,,, আমি ৭ সাল থেকে ওনার,বক্ত
আমার জন্ম ১৯৯৮,,৩য় শ্রেনী থেকে ইত্যাদি দেখি,,, আমার দেখা সেরা অনুষ্ঠান,, 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💗💗💗💕💕💕💓💓❤❤❤❤💓
ওনার বাসার ঠিকানা দাও প্লিজ,,,???
ইত্যাদির মধ্যে বিদেশীদের নিয়ে যে পর্ব করা হয় তা আমার খুব ভাল লাগে। আমার মতো যারা পছন্দ করেন তারা লাইক দেন।
বগুড়া থেকে আমি। ইত্যাদির প্রত্যেকটা পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকি। ইত্যাদির মত অনুষ্ঠান বাংলাদেশে অদ্বিতীয়।
ইত্যাদির জন্য বিটিভি দেখে মানুষ গুলা কই😂😂✌✌
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
eittto amraaa
Ame aceto
শুধু ইত্যাদির জন্য নয় এমনিতেই রেগুলার বিটিভি দেখি।
Achi toh ekhane ami ✋
প্রবাস থেকে কারা কারা দেখছেন লাইক দেন
👍👍👍👍👍
হানিফ সংকেত ছাড়া ইত্যাদি জমবে না।
নোয়াখালী সদর থেকে দেখতেছি।
অনেক দিন পর ইত্যাদির অনুষ্ঠান দেখে ভালো লেগেছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। কিন্তু অবাক হয়েছি খিদিরপুর গ্রামটি দেখে। আল্লাহ তাদের সহায় হোন।
♥পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়।
জীবনটাকে বুঝতে হলে
জীবন ভালোবাসতে হয়।♥
প্রতিবারের মতো মনে অনেক আনন্দ নিয়েই ইত্যাদি দেখতেছিলাম।
শেষের দিকে এন্ড্রোকিশোর স্যারকে দেখে হারানোর বেদনা চোখের পানি ধরে রাখতে পারলাম না।
কেন জানি,
আমার মনে হচ্ছে আমি অনেক দামি কিছু হারিয়েছি।
ইত্যাদি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা বাঙালীকে অনুপ্রাণিত করে।
হানিফ সংকেত স্যার ও ইত্যাদি অনুষ্ঠানটি হাজারো বছর দীর্ঘজীবি হউক।
স্যারের নাটকগুলোও অতুলনীয়।
স্যারকে আমরা পেয়েছি, আমাদের ভবিষ্যত প্রজন্মও যেন স্যার ও স্যারের মতো একজনকে নিয়ে অনুষ্ঠানটি দেখে মনের বিনোদন ও শিক্ষণীয় জায়গাটি পূরণ করতে পারে।
ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যা সব বয়সের মানুষ পছন্দ করে আমার বয়স ১৭, আমি ইত্যাদি পছন্দ করি এবং ভবিষ্যতেও দেখতে চাই তাই ইত্যাদির দীর্ঘায়ু কামনা করি এবং ইত্যাদির ঐ সেরা পরিচালকেরও.....🥰
আমাদের পরিবারের সবাই অপেক্ষা করছে শুধু মাত্র ইত্যাদির জন্য।
প্রতি মাসের নতুন ইত্যাদি প্রতিনিয়ত দেখতে চাই।
আমার সবচে প্রিয় অনুষ্টান ইত্যাদি
হানিফ সংকেত অার ইত্যাদি একে অপরের পরিপূরক। যারা ভালোবাসো লাইক দাও
ইত্যাদি হবে শতাব্দীর শ্রেষ্ঠ বিনোদনমূলক অনুষ্টান ❤️খুব বেশী দেরী নেই এই ঘোষনা আসতে 😍
হুম
Sahanaj akter mukta
nuakhali,Ramgonj,laksmipur
sahajahan phatan,A,Rabeaaa a,Begugum
আবারও প্রমাণ করে দিল হাানিফ সংকেত সাহেব, মেধা ও অভিগ্গতা কাকে বলে,হাজারো ধন্যবাদ হানিফ ভাই সহ সকল কলাকৌশলী ভাইদের।
ছোট বেলায় বিটিভির সামনে এসে হাজির হতাম ইত্যাদি দেখার জন্য আজ দেখি
মজার ব্যাপার হলো,,,বিটিভি কে সবাই অপছন্দ করে আর বিটিভি তে যারা কাজ করে তাদের ও কিন্তু হানিফ সংকেত সারাজীবন বিটিভি এর সাথই কাজ করা সত্বেও তার কোনো হেটার্স নাই😍😍😍
আমি হানিফ সংকেত কে কাছে থেকে দেখেছি লোকটি অনেক ভালো 2006 এখন আমি মালায়শিয়া থেকে তার সব গুলো ইতাদি দেখি
*'ইত্যাদি'* আমার খুব পছন্দের অনুষ্ঠান!!!
ভালবাসি প্রিয় বাংলাদেশকে ভালবাসি প্রিয় ব্যাক্তিত্ব্য হানিফ সংকেতকে ও তার ইত্যাদিকে,অভিরাম এগিয়ে চলুক হানিফ সংকেত ও তার ইত্যাদি
অসাধারণ নির্মাণশৈলী। বিদেশি পর্বটা সত্যিই অন্যরকম ছিলো। ধন্যবাদ দিয়ে ছোট করবো না প্রিয় হানিফ সংকেত স্যারকে। শুধু এতটুকুই বলতে চাই, অামাদের সভ্যতা, সাংস্কৃতি এখনো বেঁচে থাকায় অাপনার ভুমিকা অশেষ, অপরিসীম। অাপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি জনাব হানিফ সংকেত।
সবচাইতে বেশী ভালো লাগছে বিদেশীদের নাটক টা,,অনেক মজা পাইছি, ধন্যবাদ ইত্যাদি কে,,
ইতালী থেকে আমার প্রিয় অনুষ্ঠান দেখছি
Amiqatar
ধন্যবাদ হানিফ সংকেত স্যার পুরাতন পর্ব থেকে নেওয়া বিশেষ দৃশ্যগুলি নতুন করে আবার দেখতে পেয়ে ভালো লাগলো
সে 1997 সাল থেকে ইত্যাদি দেখি আজ 2020 সাল এখনো সেই আগের মতই ভালো লাগে ধন্যবাদ হানিফ সংকেত স্যার
ছোটবেলায় যখন সাদাকালো টিভি ছিলো তখন ইত্যাদির জন্যে । বসে পড়তাম, কিন্তু আজকে ইউটুবে দেখছি, অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে,
ইত্যাদি দেখলেই সেই ছোট্ট বেলা লর কথা মনে পড়ে যায় আহ, কি আন্দ নিয়োই না টিভির সামনে বসে থাকতাম 🥰
জি +৩৯৩২৭৪৪৯১২৩৪
super
বাংলাদেশের সব অনুষ্ঠানের মধ্যে ইত্যাদি সবচেয়ে ভাল ,
ধন্যবাদ হানিফ সংকেত কে আমাদের এই রকম অনুষ্ঠান দেওয়ার জন্য ,
সিঙ্গাপুর থেকে বলছি চোটবেলা থেকে এই অনুষ্টানটা দেখি সব সময় জে এত ভালো বাংলাদেশের ভিতর এইটাই নামবার অন 💞
*অনেক ছোট থেকেই ইত্যাদি দেখি যারা যারা ইত্যাদি দেখতে পছন্দ করে তারা তারা লাইক দেন*
ভালোবাসায় থাকবে ইত্যাদি সবসময় ❤
*সুন্দর উপস্থাপন হানিফ সংকেতের দ্বারাই সম্ভব*
হানিফ স্যারের সাথে দেখা করতে
এ.এম.সরকার
(কালাই,জয়পুরহাট)
ইচ্ছে আছে তোমার
ইচ্ছে আছে আমার
ইচ্ছে আছে দেখা করার
তোমার,আমার,সবার
একটু যদি হত দেখা
মিষ্টি সেই হাশি মাখা
ছন্দ মিলিয়ে কথা বলা
সাম্য ও ঐক্য নিয়ে পথ চলা
এমন একজন মানুষ
যার কথাতে যায়রে ভ্রম
ফিরে পায় অনেকে হুশ
এটা মহান আল্লাহর দেয়া দান
হানিফ স্যারের সাথে আরও কে কে বলুন দেখা করতে চান?
Ami.amar bari o kalay joypurhat ar udaypur
@@mdarifbilla8375 খুব ভালো
সারা মাস এবং দুই ঈদে আমি অপেক্ষা কখন ইত্যাদি হবে তখনই বসে ইত্যাদি দেখার জন্য আর পায় নির্মল আনন্দ
বরাবরের মতই অনবদ্য ❤ শেষাংশে সদ্য প্রয়াত প্রিয় শিল্পী এন্ড্রোকিশোর স্মরণে পূর্বে প্রচারিত অনুষ্ঠানের কিছু অংশের সংযোজন আলাদা মাত্রা যোগ করেছে।
ইত্যাদি কে সুমধুর আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের বাগেরহাট জেলায় আমাদের প্রাণ প্রিয় অনুসটান ইত্যাদি করা হোক যাতে করে আমাদের জেলা ও সবার কাছে পরিচিত হবে আর ইত্যাদি টিম কে আমাদের জেলায় পায়ের ধুলি দেওয়া যাবে আমি আমার প্রিয় স্যার হানিফ সংকেত কে অনুরোধ জানাচ্চি আমাদের জেলায় আসার জন্য ধন্যাবাদ
এক কথাই অসাধারণ ইত্যাদি
আমি ওমান তেকে দেকছি
হানিফ সংকেত স্যারের উপস্থাপনার তুলনা শুধু সে নিজেই। সত্যিই অসাধারণ!!!
আর কতখন অপেক্ষা করবো হানিফ সংকেত স্যার
Songkolito hole o Ittadi onushthanti khboi dharun hoese!!!!sobar seshe bangla ganer king somrat Andrue kishore ke remembered korar jonno ittadi ke thanks!!!!! Monti kharap hoe gelo jokhon Andrew kishore er gaan sunsilam!!!!!!
ইত্যাদি যতদিন চলবে এ্যন্ডু কিশোরকে ততদিন মিস করবে।সত্যি দেশের একটা কাটি সোনা চলে গেলো। আমি গভীর ভাবে শোকাহত।
তোমারনামকি
বিটিভিতে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান আমার ইত্যাদি
আমার প্রিয় অনুস্টান সেই ছেলে বেলা তেকে আসছি আনেক ভালো লাগে
সুন্দর হয়েছে আমি সব সময় দেখি ইত্যাদি
আমার প্রিয় এই জিনিশ
ইত্যাদি জন্য ভালোবাসা রইলো দেখছি নোয়াখালী থেকে♥️♥️♥️♥️
ঈদের সময় গ্রামের বাড়িতে চাচা চাচি পরিবারের সকল ই মিলে একসাথে টিভি দেখতাম কত ই ভালো লাগতো
অসাধারণ একটি অনুষ্ঠান ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ইত্যাদি আমার অনেক অনেক প্রিয় অনুষ্ঠান ,
দোয়া করি হানিফ সার আমাদের মাজে অনেক অনেক বছর বেঁচে থাকুক আর ইত্যাদি ও হানিফ সারের পরিচালনায় নাটক আমাদের উপহার দেবে ।।
ঈদ মোবারক আজকের অনুষ্ঠান অনেক ভালো লেগেছে।
আরো ইত্যাদি দেখতে চাই। পাট' ২ চাই
ঈদ আর ইত্যাদি যেন একে অন্যর পরিপূরক 👌👌🥰
সব থেকে বিদেশি দের আয়োজন টা বেশি ভালো লাগছে।
আসুন আমরা সবাই বেশি বেশি কেয়াকসমেটিকের পন্য কিনি।সবার পিয় ইত্যাদী কে বাচিয়ে রাখি।
হানিফ সংকেত স্যার না থাকলে ইত্যাদির ভবিষ্যত কি হবে ভাবতেই বুকের ভিতরটা কেমন জানি করে উঠে
এটাই শেষ পর্ব, যেখানে আমার প্রিয় শিল্পী এন্ড্রুকিশোরকে দেখানো হয়েছে। হয়তোবা আর দেখতে পাবোনা প্রিয় শিল্পী এন্ড্রুকিশোরকে ইত্যাদির আগামী কোন পর্বে।
এন্ড্রু কিশোরকে আমি চিনেছিলাম ইত্যাদি থেকে, "পদ্ম পাতার পানি নয়" গানে। যদিও অনেক আগে থেকেই তার অন্যান্য বিখ্যাত গান গুলা শুনতাম, কিন্তু তার চেহারা চিনতাম না।
এখন তো ভালোভাবে চিনেন, তাই না?
জানতে পেরে অনেক ভালো লাগলো যে, এন্ড্রুকিশোর হানিফ সংকেত এর খুব ভালো বন্ধু ছিলেন।
@@shamimusman2730 Yes ..
😥😥😥😥
donnobad haif sonker sir k.deser poristiti valo hole amader sirajgonje ittadi porbo korar onurod roilo.
ধন্যবাদ হানিফ স্যার, এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের অসংগতি তুলে ধরার জন্য!! ধন্যবাদ
ইত্যাদির এমন কোন এপিসোড নেই,
না কেঁদে দেখে শেষ করতে পেরেছি,
মনের আজান্তেই চোখে জল আসে,
ভালবাসা আর দুয়া আসে স্রোতের
বিপরীতে চলা এই মানুষ গুলোর জন্য...
এইসব ভালোবাসা মিছে নয় ♥
এটা গান নয়, এটি ১৬ কোটি বাঙালির আবেগ। আসলেই জীবনটাকে বুঝতে হলে, জীবন ভালোবাসতে হয়। এ্যান্ড্রু কিশোর মানেই একটি বাংলাদেশ।
রাইট ভাইয়া
আমার ছোট বেলায় থেকে শুরু এখন বয়স 38 দেখে যাচ্ছি সবার প্রিয় অনুষ্ঠান
ইত্যাদি আমার খুব জনেপিও আনুষ্ঠান
" জনেপিও " ?
আমার প্রিয় অনুষ্ঠান ইত্যাদি 😍😍
Amaro
আমার মতো কার কার বিদেশিদের❤❤
পর্বটা ভালো লাগছে ❤❤
শুধু তারাই লাইক করে পাশে থাকুন👍❤
বিদেশীদের নাটক টা অনেক ভালোলাগে 💚💚💓💓এটা দেখার জন্য অপেক্ষা করি..
ইত্যাদি একটা শিক্ষানীয় অনুষ্টান ইত্যাদি সবসময় সেরা সেরাই থাকবে
বাংলাদেশের একমাত্র অনুষ্ঠান যা পরিবারের সবাইকে নিয়ে দেখাতে যাওয়া যায়....
Oshadharon, ato valo binodon dhormi, shikkhonio program amdr desh e r aktio nei. Otulonio
তোর দেশ কোনটা
'ইত্যাদি' ভালোবাসার আরেক নাম...
❤❤❤❤❤❤❤❤❤❤অনেক অনেক ভালবাসা
ধন্যবাদ ইত্যাদি কে বাস্তব কিছু ঘটনা উল্লেখ্য করার জন্য।
এক কথায় মানুষের অনুভূতি-
ইত্যাদির তুলনা ইত্যাদি নিজেই।
Ai eftadi amar mon valo kre.khub khub valo.that's
সত্যিই , ইত্যাদি আমার অনেক ভালো লাগে ।
হানিফ সংকেতের ইত্যাদি দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছি
হানিফ স্যার সত্যি একজন অসাধারণ গুনি মানুষ আমাদের যুগ যুগ ধরে এত সুন্দর প্রোগ্রাম উপহার দিয়ে যাচ্ছে
ধন্যবাদ স্যার আমাদের ছোটোকালটা আনন্দময় করার জন্য ♥️❤️
একটা সময় ছিল ইত্যাদি অনুষ্ঠান টি দেখতে না পারলে কান্নাকাটি করতাম।আজো ভালবাসি ইত্যাদি এবং প্রিয় মানুষ হানিফ সংকেত কে।