মুনিয়া তোমার প্রেমে আমি ছিলাম ছোট্ট নদীর ধারা, আমার মান,অভিমান সবই ছিল নাইবা পেলাম সাড়া!! মুনিয়া বর্ষা ভেজা ভাবনা পেল তোমায় যেদিন ফিরে, মুনিয়া আমার রাত পোহালো স্বপ্নে ঘেরা কান্না করুণ সুরে!! মুনিয়া সেই ফোনের আলাপনের বেদন স্মৃতি আপন করে পাওয়া, মুনিয়া হঠাৎ করে আমার কথা ভুইলা গেলা!! মুনিয়া নীল সীমানার স্বপ্ন সুখের হাতের রেখায় আঁকো, মুনিয়া পরশ মাঝে হৃদয় মিলে তেমনি ভালোবাসো!! আমি চেয়েছিলাম ভাবনা তোমার,আমায় দেবার তরে, মুনিয়া মুচকি হেসে বল্লে তুমি,এ সব কেমন করে ? মুনিয়া বুঝলে না সে মনের ভাষা আজকে আমার সকল হারা, মুনিয়া কান্না মাঝেই নিলাম বিদায়,মুনিয়া আমি আছি তোমায় ছাড়া!! মুনিয়া কল্পনার সুখের স্বপ্নে তুমি থাকবে হৃদয়ে বেঁচে, মুনিয়া স্রোতের মাঝে যাকনা আমার এ জীবন তোমায় ভালোবেসে........ ইতি তোমার প্রেম পাগল শামাীম?
ওস্তাদ আমার সালাম নেবেন আপনার কবিতা গুলো ভালো লাগে আপনার সাথে আমি যদি কখনো দেখা করতে পারি সেদিন আমি মনে করবো আমি ধন্য হব আপনার ফোন নাম্বার আমার ইনবক্সে দিলে আমি খুব খুশি হব
মহান আল্লাহ আপনাকে কতো মধুর কণ্ঠো দিয়েছেন।
আপনার কণ্ঠস্বর যেন শুধু আবৃত্তি করবার জন্যে আল্লাহতলা বিশেষ ভাবে তৈরি করেছেন
ভগবান প্রদত্ত আপনার কন্ঠ। সেলাম জানাই অফুরান। ফুলেল শুভেচ্ছা নেবেন।
জানিনা,তার কন্ঠে কি যাদু আছে,এতো ভালোবাসি কেনো।
শিমুল মুস্তাফার কণ্ঠ না শুধু, নামটা মনে হলেই প্রাণটা জুড়িয়ে যায়❤
এই কবিতাটার লিরিক্স...
@@alsaba4373 paini khuje
আমিও পাইনি
আপনার কন্ঠে কি জাদু আছে? যত বার শুনি না কেন , মনে হয় যেন আরও একবার শুনি।
শিমুল মোস্তফার কন্ঠে কবিতা যত শুনি ততই শুনতে ইচ্ছে করে বার বার মনে হয়
কি সুন্দর । ভাবীর ছবি গুলো ও দারুণ। শুভকামনা। ❤️
মুনিয়া তোমার প্রেমে আমি ছিলাম ছোট্ট নদীর ধারা,
আমার মান,অভিমান সবই ছিল নাইবা পেলাম সাড়া!!
মুনিয়া বর্ষা ভেজা ভাবনা পেল তোমায় যেদিন ফিরে,
মুনিয়া আমার রাত পোহালো স্বপ্নে ঘেরা কান্না করুণ সুরে!!
মুনিয়া সেই ফোনের আলাপনের বেদন স্মৃতি আপন করে পাওয়া,
মুনিয়া হঠাৎ করে আমার কথা ভুইলা গেলা!!
মুনিয়া নীল সীমানার স্বপ্ন সুখের হাতের রেখায় আঁকো,
মুনিয়া পরশ মাঝে হৃদয় মিলে তেমনি ভালোবাসো!!
আমি চেয়েছিলাম ভাবনা তোমার,আমায় দেবার তরে,
মুনিয়া মুচকি হেসে বল্লে তুমি,এ সব কেমন করে ?
মুনিয়া বুঝলে না সে মনের ভাষা আজকে আমার সকল হারা,
মুনিয়া কান্না মাঝেই নিলাম বিদায়,মুনিয়া আমি আছি তোমায় ছাড়া!!
মুনিয়া কল্পনার সুখের স্বপ্নে তুমি থাকবে হৃদয়ে বেঁচে,
মুনিয়া স্রোতের মাঝে যাকনা আমার এ জীবন তোমায় ভালোবেসে........
ইতি তোমার প্রেম পাগল শামাীম?
আপুকে অনেক দিন পর দেখলাম। অসাধারন কবিতা যেন পূর্ণতা পেল আপনার কন্ঠে।। শুভকামনা রইল আপনাদের জন্য।
যার ছবি ব্যবহার করেছেন তাকে কবিতার অংশ মনে হচ্ছে.... এ-ই কবিতায় আমার চোখে অন্য কেউ সর্বদাই থাকতো
এটা স্যারের ওয়াইফ
আমারও খুব ভাল লাগে শিমুল ভাইয়ের কণ্ঠ।
যতো শুনি ততো মুগ্ধ হয় 💓💓💓💓👌👌
ভাই আমি সময় পেলেই আপনার কবিতা আবৃত্তি শুনি। খুব ভালো লাগে আপনার কন্ঠ♥️
Your recitation strength is enough to bring some extra flavors...
একটাই বিরক্ত কাজ করে, মনটা খারাপ হয়ে যায় কবিতাটি শুনলে। দারুন!
আহা!!!! মন জুড়িয়া গেল।
Bohubar sunechi.tarporew
Sunlei notun lage!!
mon chuye jai apnar abriti te
স্যারের কন্ঠে কি যে জাদু আছে! আহা 🖤
দারুণ
হৃদয় ছুয়ে যায় ।ভালবাসা ভাইয়া
অসাধারন লাগলো- মুগ্ধ হলাম;
অসাধারণ 💚💚💚
অসাধারণ কণ্ঠ কবি
অসাধারন কন্ঠ
অপূর্ব !
অসাধারণ,,,,,,,,,,,
অসাধারণ কবিতা।
Always best wishes for u...
Supper
স্যার, কবিতাটা কোথায় পাবো জানালে উপকৃত হতাম।🦋💚
Awesome..boss
Wishing you all the very best for each and every poem of your endeavors! Success comes to those who strive for it.
অসাধারণ
Khub sundar
Darun
খুব ভালো লাগলো
অনন্য!
💓💓
ভালো লাগল।
এই কবিতাটার লিরিক্স কোথাও পাওয়া যায় না
Nostalgia
Inception - Christopher Nolan
Nice
স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই। কিভাবে সম্ভব হবে প্লিজ জানাবেন।
ওস্তাদ আমার সালাম নেবেন আপনার কবিতা গুলো ভালো লাগে আপনার সাথে আমি যদি কখনো দেখা করতে পারি সেদিন আমি মনে করবো আমি ধন্য হব আপনার ফোন নাম্বার আমার ইনবক্সে দিলে আমি খুব খুশি হব
এটার লিরিক্স দেওয়া যাবে কি? মুখস্ত করতাম
আমিও চাচ্ছিলাম!
S
অনেকদিন হলো আপনার চ্যানেল লাম
খোঁজতেছিলাম
ভাই আমার এই কবিতাটা যদি আবৃত করতেন আমি খুব খুশি হইতাম,,,এটা আমার লেখা কবিতা
Onle YOU say h m
ei mal ti abar k
অসাধারণ