দাদা , তোমার video সবসময় দেখি , খুব ভালো লাগে ♥️ এটাও খুব ভালো লাগলো । আমি একদম নতুন বাগানী । Cocopit কিনেছি , কিন্তু কিভাবে এর ব্যবহার করতে হয় , সেই বিষয়ে কোনও video পাচ্ছিলাম না বলে ব্যবহার করতে ভয় পাচ্ছিলাম । একমাত্র তোমার video টা পেলাম এবং এত বিস্তারিত ও সুন্দর ভাবে । খুব উপকৃত হলাম । এবার তৈরি করব । তোমাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা 🙏 🙏 🙏 🙏 🙏 আর একটা কথা তোমাকে বলতে ইচ্ছে করছে , তুমি তো আমাদের উপকার করছোই , তার সাথে সাথে তুমি আর একটা দারুণ কাজ করছো । তোমার মিষ্টি ছেলেকে প্রকৃতিকে ভালোবাসতে শেখাচ্ছ , ভালো মানুষ হিসেবে তৈরি করছ । যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ । খুব ভালো একটা কাজ ।
খুব সুন্দর সহজ সরল অর্থাৎ প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন, কোকো পিট কিভাবে ব্যবহার করব, ভিডিও টা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোন মাস্টারমশাই শ্রেণী কক্ষে ক্লাস নিচ্ছেন, এতটাই সুন্দর আপনার উপস্থাপনা, ভালো থাকবেন, আরো আরো অনেক ভিডিও আগামী দিনে দেখার প্রত্যাশা রইল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো দরকারি ভিডিও দেওয়ার ! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
সম্রাট বাবু,অনেক ধন্যবাদ আপনাকে।কালকেই কোকোপিট কি এটা জানতে আপনাকে লিখেছিলাম।আজই এত সুন্দর আমি ভিডিও টা দেখলাম।সব প্রশ্নের চমৎকার খুঁটি নাটি উত্তর আপনি ভীষন সুন্দর ভাবে আপনার অসাধারণ ভঙ্গীতে দিয়েছেন।আপনাকে ও আপনার পুত্র সন্তানকে ভীষন দেখতে ইচ্ছে করে।নমস্কার নেবেন।এই ভাবে আমাদেরকে আনন্দ দিয়ে যান।আপনার মত এত সুন্দর কন্টিনিউয়াস ভাবে বলে বোঝাতে কেউই পারবেনা।অত্যন্ত ভালো থাকুন। প্রবীর কুমার ভট্টাচার্য ।ভবানীপুর
খুব খুব informative .. কয়েকটি জিনিষ আরো জানতে চাই 1. সব ধরনের ফুলগাছের ক্ষেত্রে ই কি ব্যবহার করা যায় ? 2. কোনো রকম মাটি ছাড়া ব্যবহার করতে হলে এর সাথে আর কি কি মেশাতে হবে এবং তার অনুপাত 3. মাটি তে যে ধরনের সার দিই যেমন সর্ষে খোল সার , তরল জৈব সার , হাড় গুঁড়ো , npk এসব কি কোকোপিটে ও দেয়া যাবে ? 4. ফুল গাছ টবে না মাটিতে বসালে ও কি বসানোর সময় গর্তের মধ্যে কোকোপিট মেশানো যেতে পারে ?
@@ChannelPanchMishali জ্বি ধন্যবাদ।।আমি শুধু অর্কিটে কোকোডাস্ট করে নিয়ে তা ব্যবহার করি টবের মাটিতে করব কিনা কনফিউস্ট ছিলাম আপনার ভিডিওতে সেটা জানতে পারলাম এখন তাহলে ব্যবহার করবো
Apnar video khubi bhalo lage.Amar joba gache pata pora pora hoye jachche .Prochur phul er konri jhore pore jachche.Bhalo obosthae kine enechilam.Transplant korar por amon hochche.Ei gacher chobita pathalam.
dada anek channel dekhechi.. but apna moto eto valo kore r easily sob bhujiye keo bole nah... just darun experience holo.... aj e apnar channel te 1st video dekhlm... sange sange subscribe kore dilm.. apnar channel ta age dekhle 1 year amr bagan aro sundor hoye uthto
পুচকু সোনাকে খুব ভালো লেগেছে। তুমিও বড় হয়ে বাবার কাছে সবকিছু শিখে নিয়ে আমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিও। তবে সবার আগে পড়াশোনাটা ভালো করে করতে হবে ।
Dada, Asadharan bujhiyechen. Khali ekta prasna, Coco pith sukhanor par ki ar chaluni diye cheke neoar proyojon ache na direct matite meshabo ? Thanks in advance.
।। নমস্কার।।আমি গত দুই দিন ধরে আপনার ভিডিও গুলি দেখছি।আমি সম্প্রতি দুটি জবা গাছ কিনে এনেছি। আপনার ভিডিও দেখে কিছুটা হলেও নিয়ম মেনে গাছ দুটি টবে রোপণ করেছি।আমি শুনেছি গাছ লাগানো ও পরিচর্যা করা একটা নেশা। সত্যি আপনার ভিডিও গুলি দেখে আমি গাছ সম্পর্কে নেশাগ্ৰস্থ হয়ে যাচ্ছি।একটার পর একটা ভিডিও দেখেই যাচ্ছি। কতকিছু জানতে পারছি।আর ভাবছি গাছ সম্পর্কে আমি কতো অজ্ঞ। ধন্যবাদ দাদা। আপনার ছেলে আপনাকে সঙ্গ দিয়ে আপনার ভিডিও গুলি আরও প্রানবন্ত করে তুলেছে।আশা রাখছি আপনার প্রতি যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনি সময় বের করে আমার প্রশ্নের উত্তর দেবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! স্বপ্নদীপ কে তার কাকাইয়ে ভালোবাসা পৌঁছে দিয়েছি । খুব খুশী ও ! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
Thank you dada anek din dhore ei rokom simple technique gardening khoj korchilam bhison upokrito holam ebong apnar nutun viewer join holam thanks again 👍
ঋদ্ধ হলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। একটা প্রশ্ন: কোকো পিট এর সঙ্গে কি ভার্মি পোষ্ট মেশালে চারা রোপণে অথবা বীজ বপন এর ক্ষেত্রে ফলপ্রষু হয়? অধিকন্তু কাটিং কলম বসানো যেতে পারে? জানালে বাধিত হবো।
উপকৃত হলাম ও খুব ভালো লাগলো, আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও আপনার ছেলের প্রতি রইল প্রানভরা ভালোবাসা। এই কোকো পিট কি শিয়ালদহে গ্লোব নার্সারি তে পাওয়া যাবে বা কোথা থেকে এটা সংগ্রহ করবো, জানালে উপকৃত হবো
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার চ্যানেল প্রায় দেখি। আমার বাড়ীর ছাদে ছোট্ট একটি বাগান আছে। আমার প্রশ্ন হল ১/২ বছর পর কিভাবে ড্রামের মাটি বদলাবো যেখানে বড় বড় গাছ আছে। আম,ডালিম, পেঁপে পেয়ারা গাছ ইত্যাদি। পরামর্শ দিন।
Dada darun information. Apnar vedio khub valo lage. Ami kitchen gardening koro... Je kono vegetables er soil preparation ta bolben. Apnar fruit soil preparation khub valo result.
ধন্যবাদ আপনাকে। একটা সমাধান আশাকরছি, গত ৪/৫ দিন আগে একটা পাত্রে কোকোপিট এবং তার উপরে মাটি দিয়ে(হাড়ের গুড়া মেশানো) সেখানে টমেটোর ও কয়েক জাতের মরীচের বীজ বুনেছিলাম। এখনো পর্যনতো চারার কোন লক্ষন পাচ্ছিনা। প্লিজ জানাবেন।
kub valo laglo sir..video ta dekhe..Narkel gach er porichorja ba kivabe dokan theke kine bosabo..ki sar proyog krbo seta bole dile kub valo hoy...pls..
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো দরকারি ভিডিও দেওয়ার ! আর নারকেল গাছের ব্যপারেও ভিডিও দেবো তাড়াতাড়ি !! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
আমি টবে মাটি ছাড়া শুধু কোকোপিঠ আর ভামিকমপোস দিয়ে ছাদ বাগান করবো এবং শুধুমাত্র ফল গাছ করবো যোমন আম যাম কমলালেবু পাতি ইত্যাদি তাহলে সয়েল মিক্স কি ভাবে এবং কিভাগে করলে আমি ছাদ বাগান করতে পারবো । আপনার হেল্পের আসা করছি
Amader ekhane Cocopeat block er dam Rs 60/ kg. Loose o pawa jai Rs 25/kg. Konta kena better hobe dada? Jamal khub upokrito hobo. Thanks in advance. Apnar sob kota video khub sundor.👍
কোকোপিটে চারা করার জন্য ভিডিও দিবেন প্লিজ কোকোপিট আনার পর কি কি করণীয় আছে বীজ রোপণের আগে । মাটি ছাড়া কোকো পিট দিয়ে কিভাবে সবজি চাষ করতে পারি। এবং সবজি চাষ করতে পারব কি । এবং রাসায়নিকের কতটুকু ব্যবহার করতে হবে তাও একটু জানাবেন প্লিজ।
1) Golape ki use korte pari ? Ki ratio te use korbo ? 2) sudhu kokopit e ki golap possible ? Jodi hoy...ki rule follow korbo ? 3) sudhu kokopit e ki ki gach lagano samvab ? Janaben dada
দাদা , তোমার video সবসময় দেখি , খুব ভালো লাগে ♥️ এটাও খুব ভালো লাগলো । আমি একদম নতুন বাগানী । Cocopit কিনেছি , কিন্তু কিভাবে এর ব্যবহার করতে হয় , সেই বিষয়ে কোনও video পাচ্ছিলাম না বলে ব্যবহার করতে ভয় পাচ্ছিলাম । একমাত্র তোমার video টা পেলাম এবং এত বিস্তারিত ও সুন্দর ভাবে । খুব উপকৃত হলাম । এবার তৈরি করব । তোমাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা 🙏 🙏 🙏 🙏 🙏 আর একটা কথা তোমাকে বলতে ইচ্ছে করছে , তুমি তো আমাদের উপকার করছোই , তার সাথে সাথে তুমি আর একটা দারুণ কাজ করছো । তোমার মিষ্টি ছেলেকে প্রকৃতিকে ভালোবাসতে শেখাচ্ছ , ভালো মানুষ হিসেবে তৈরি করছ । যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ । খুব ভালো একটা কাজ ।
সত্যিই আপনার উপাস্থপনা অসাধারণ। কত কঠিন ব্যপার সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সোনামনি এ্যাসিস্ট্যানকে অনেক
অনেক শুভাশিস রইলো।
খুব সুন্দর সহজ সরল অর্থাৎ প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন, কোকো পিট কিভাবে ব্যবহার করব, ভিডিও টা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোন মাস্টারমশাই শ্রেণী কক্ষে ক্লাস নিচ্ছেন, এতটাই সুন্দর আপনার উপস্থাপনা, ভালো থাকবেন, আরো আরো অনেক ভিডিও আগামী দিনে দেখার প্রত্যাশা রইল
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো দরকারি ভিডিও দেওয়ার ! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
সম্রাট বাবু,অনেক ধন্যবাদ আপনাকে।কালকেই কোকোপিট কি এটা জানতে আপনাকে লিখেছিলাম।আজই এত সুন্দর আমি ভিডিও টা দেখলাম।সব প্রশ্নের চমৎকার খুঁটি নাটি উত্তর আপনি ভীষন সুন্দর ভাবে আপনার অসাধারণ ভঙ্গীতে দিয়েছেন।আপনাকে ও আপনার পুত্র সন্তানকে ভীষন দেখতে ইচ্ছে করে।নমস্কার নেবেন।এই ভাবে আমাদেরকে আনন্দ দিয়ে যান।আপনার মত এত সুন্দর কন্টিনিউয়াস ভাবে বলে বোঝাতে কেউই পারবেনা।অত্যন্ত ভালো থাকুন।
প্রবীর কুমার ভট্টাচার্য ।ভবানীপুর
আমি খুব তাড়াতাড়ি কোকোপিট ব্যবহার করতে চলেছি। আপনার উপদেশ খুব কাজে লাগবে। ধন্যবাদ।
অসম্ভব ভালো ভিডিও,,, আপনার অনেক ভিডিও দেখে ভীষণ উপকৃত হয়েছি,,,,,অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল আপনার জন্যে
আমি গতকাল অনলাইন এ অর্ডার করেছি,,আপনার ভিডিও দেখে অনেক কিছু জানলাম ও সাহস পেলাম।অনেক ধন্যবাদ
Ami ekjon beginers ami Kolkata te thaki apner video dekhe khub bhalo Laglo khub helpful video thank you bhai, bhalo thakben
দাদা আমি অনলাইনে এ এই কোকোপিট এর 5kg ব্লক কিনেছি 290 টাকা নিয়েছে। খুব ভালো জিনিস দাদা এটা। আপনার ভিডিও দেখেই আমি শিখেছি। অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার ছোট্ট স্বপ্ন দীপ অনেক কিছু শিখছে ভবিষ্যতে ওর দারুণ কাজে লাগবে ৷
Thanks
Ank kichu jante parlam🤩
দাদা, আমার কাছে মনে হচ্ছে সকল গাছের জন্য আপনি ১০০% সঠিক ডাঃ
অনেক ভালো লেগেছে । ধন্যবাদ
খুব খুব informative .. কয়েকটি জিনিষ আরো জানতে চাই
1. সব ধরনের ফুলগাছের ক্ষেত্রে ই কি ব্যবহার করা যায় ?
2. কোনো রকম মাটি ছাড়া ব্যবহার করতে হলে এর সাথে আর কি কি মেশাতে হবে এবং তার অনুপাত
3. মাটি তে যে ধরনের সার দিই যেমন সর্ষে খোল সার , তরল জৈব সার , হাড় গুঁড়ো , npk এসব কি কোকোপিটে ও দেয়া যাবে ?
4. ফুল গাছ টবে না মাটিতে বসালে ও কি বসানোর সময় গর্তের মধ্যে কোকোপিট মেশানো যেতে পারে ?
এতো কথা এখানে লিখতে অনেক সময় লাগবে ... আমাকে হোয়াটস এপ করুন ... বলে দিচ্ছি । 9732654353
প্রশ্ন গুলো আমারও
আমি নারকেল এর ছোবরা থেকে কোকোডাস্ট বের করে নিয়ে তা ব্যবহার করি।।যেগাছ জল বেশী পছন্দ করে শুধু তাদের
@@badhonmohsina4230 একদমই ঠিক করেন । বাহ দারুন । খুব ভালো থাকুন ।
@@ChannelPanchMishali জ্বি ধন্যবাদ।।আমি শুধু অর্কিটে কোকোডাস্ট করে নিয়ে তা ব্যবহার করি টবের মাটিতে করব কিনা কনফিউস্ট ছিলাম আপনার ভিডিওতে সেটা জানতে পারলাম এখন তাহলে ব্যবহার করবো
Amar pore ache 30kg coco+mati+vermi repotting krbo onek gulo gach ke darun video dada.
Please make a video on how to use cocoa peat as soilless media to grow plants in pots with its limitations and precautions .
সত্যিই খুব দরকারি একটা ভিডিও উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ।
কৃষ্ণ নগরে পাচ্ছি না অন লাইন দেখি
বাংলাদেশ থেকে নিয়মিত আপনার ভিডিও গুলো দেখি। অসাধারণ দাদা।
Apnar video khubi bhalo lage.Amar joba gache pata pora pora hoye jachche .Prochur phul er konri jhore pore jachche.Bhalo obosthae kine enechilam.Transplant korar por amon hochche.Ei gacher chobita pathalam.
যদি শুধু কোকোপিট ও কম্পোষ্ড সার দিয়ে গাছ বসাই। তবে রেসিও টা কি হবে । একটু জানালে উপকৃত হব ।
Khub bhalo bujhte perechi dada osonkhyo dhonnyobaad
আপনাৰ video আমি প্ৰায় দেখি। খুব ভালো লাগে। টাবে দুই একটা চবজি গাছো লাগানোৰ চেষ্টা কৰছি।
dada anek channel dekhechi.. but apna moto eto valo kore r easily sob bhujiye keo bole nah... just darun experience holo.... aj e apnar channel te 1st video dekhlm... sange sange subscribe kore dilm.. apnar channel ta age dekhle 1 year amr bagan aro sundor hoye uthto
পুচকু সোনাকে খুব ভালো লেগেছে। তুমিও বড় হয়ে বাবার কাছে সবকিছু শিখে নিয়ে আমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিও। তবে সবার আগে পড়াশোনাটা ভালো করে করতে হবে ।
বাহ্ দারুণ তো?
অনেক কিছু জানলাম
অসংখ্য ধন্যবাদ,
Dada, Asadharan bujhiyechen. Khali ekta prasna, Coco pith sukhanor par ki ar chaluni diye cheke neoar proyojon ache na direct matite meshabo ? Thanks in advance.
সুন্দৰ বিশ্লেষণ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো 👍👌❤️
Aml os
অসাধারণ ভিডিও। খুবই উপকৃত হলাম। বস্তুত আপনার সব ভিডিওই খুব কাজের।
এত সুন্দর বোঝালেন।
সত্যি অনেকটাই শেখা হল।
ভালো থাকবেন Sir.
।। নমস্কার।।আমি গত দুই দিন ধরে আপনার ভিডিও গুলি দেখছি।আমি সম্প্রতি দুটি জবা গাছ কিনে এনেছি। আপনার ভিডিও দেখে কিছুটা হলেও নিয়ম মেনে গাছ দুটি টবে রোপণ করেছি।আমি শুনেছি গাছ লাগানো ও পরিচর্যা করা একটা নেশা। সত্যি আপনার ভিডিও গুলি দেখে আমি গাছ সম্পর্কে নেশাগ্ৰস্থ হয়ে যাচ্ছি।একটার পর একটা ভিডিও দেখেই যাচ্ছি। কতকিছু জানতে পারছি।আর ভাবছি গাছ সম্পর্কে আমি কতো অজ্ঞ। ধন্যবাদ দাদা। আপনার ছেলে আপনাকে সঙ্গ দিয়ে আপনার ভিডিও গুলি আরও প্রানবন্ত করে তুলেছে।আশা রাখছি আপনার প্রতি যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনি সময় বের করে আমার প্রশ্নের উত্তর দেবেন।
Fantastike !!! Wonderful and very informative/helpful lecture. Thank you very very much. God bless you.
বহুত বহুত ধন্যবাদ আপনাকে বহুত নাজানা কথা জানিলাে ।next video ৰ কাৰণে Waite কৰিথাকিলাে।
Thanku dada khub valo o sohoj kore bojhalen
dada ami tomar notun vokto bangladash theke tomar uposthapona khubi sundor hoy tomar & shopnodiper jonno suvokamona roilo .......
hmm dada online e odder kore dilam khub tenstion chilo kothay pabo bole
ektu vuler jonno koto gulo sukno narkol kine fellam😀
Tq so much dada❤❤❤❤❤
খুব সুন্দর উপস্থাপনা, Amazon এ অনেক ধরণের coco peat পাওয়া যাচ্ছে, যদি 5kg কিনতে চাই , কোনটা কিনব ? একটু সাহায্য করলে ভাল হয়৷
ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও ।
বিস্তারিত সব কিছু জানতে পারলাম। ধন্যবাদ দাদা ☘️ স্বপ্নদীপ কে আজকে খুব সুন্দর লাগছে। এই কাকাইয়ের তরফ থেকে একরাশ ভালোবাসা 💚
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! স্বপ্নদীপ কে তার কাকাইয়ে ভালোবাসা পৌঁছে দিয়েছি । খুব খুশী ও ! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
@@ChannelPanchMishali আপনিও ভালো থাকবেন ☘️
ওর বয়েসী আমার নাতি আছে, খুউব কিউট ; মাশাল্লাহ!
ধন্যবাদ আপনাকে, সুন্দর উপস্থাপনা র জন্য। চাষপোযোগী একটি মাধ্যমকে সবিস্তারে আলোচনা অনেকেরই উপকারে আসবে।
আপনার স্বপ্ন দ্বীপ কেও ভালোবাসা।
Thank you dada anek din dhore ei rokom simple technique gardening khoj korchilam bhison upokrito holam ebong apnar nutun viewer join holam thanks again 👍
ঋদ্ধ হলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। একটা প্রশ্ন: কোকো পিট এর সঙ্গে কি ভার্মি পোষ্ট মেশালে চারা রোপণে অথবা বীজ বপন এর ক্ষেত্রে ফলপ্রষু হয়? অধিকন্তু কাটিং কলম বসানো যেতে পারে? জানালে বাধিত হবো।
উপকৃত হলাম ও খুব ভালো লাগলো, আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও আপনার ছেলের প্রতি রইল প্রানভরা ভালোবাসা। এই কোকো পিট কি শিয়ালদহে গ্লোব নার্সারি তে পাওয়া যাবে বা কোথা থেকে এটা সংগ্রহ করবো, জানালে উপকৃত হবো
Khub useful aar informative video. Swapnadip khub cute 🥰
দাদা কোকপিটে চারা শুরু থেকে ঔসুধ প্রয়োগের এর একটা ভিডিও দিবেন।
Anek kichhu janlam dhonyobad
Apna k onnek onnek dhonnobad.
ককোপিট ব্যাবহার দারুন সহজ ভাবেবোঝালেন ধন্যবাদ
Darun ...vison upokar holo dada ....😊
Darun apnar video gulo,, onek kichu sekha jai😊
দাদা আমার একটা লেবু গাছ মরে যাচ্ছে... কি করবো বুঝতে পারছি না... যদি কিছু উপায় বলেন ভালো হয়.
Apnar Vidio dekhe anek upokar parchi ar Sapna dip yu are so cute
কোকোপিট কোথায় পাব?
আপনার ভিডিও দেখাটা এখন নেশা হয়ে গেছে।খুব ভালো লাগে আপনার প্রত্যেকটি ভিডিও।স্বপ্নদীপ খুব ভালো থেকো সোনা।
😊ভালো দিকনির্দেশনা
দাদা আপনাকে শুভ কামনা আমি ছাদ বাগান করেছি শুধু আপনার পরামর্শ দেখি ধন্যবাদ দাদা। আমি ঢাকা থেকে দেখছি
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার চ্যানেল প্রায় দেখি। আমার বাড়ীর ছাদে ছোট্ট একটি বাগান আছে। আমার প্রশ্ন হল ১/২ বছর পর কিভাবে ড্রামের মাটি বদলাবো যেখানে বড় বড় গাছ আছে। আম,ডালিম, পেঁপে পেয়ারা গাছ ইত্যাদি। পরামর্শ দিন।
খুব ভালো
Dada darun information. Apnar vedio khub valo lage. Ami kitchen gardening koro... Je kono vegetables er soil preparation ta bolben.
Apnar fruit soil preparation khub valo result.
খুব ভালভাবে বুঝে নিলাম । ধন্যবাদ ।।
ধন্যবাদ আপনাকে।
একটা সমাধান আশাকরছি, গত ৪/৫ দিন আগে একটা পাত্রে কোকোপিট এবং তার উপরে মাটি দিয়ে(হাড়ের গুড়া মেশানো) সেখানে টমেটোর ও কয়েক জাতের মরীচের বীজ বুনেছিলাম। এখনো পর্যনতো চারার কোন লক্ষন পাচ্ছিনা।
প্লিজ জানাবেন।
আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে ❤❤❤
আপনার চ্যানেল আমাকে উৎসাহ দেয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏
ধন্যবাদ দাদা ❤
Khub bhalo laglo onekjante parlam thanks
আপনার ভিডিওর আমি নিওমিত দর্শক৷কোকপিট সম্পর্কে অনেক কিছু জানলাম৷ অবশ্যই করবো যেমন বলেছেন৷ মিষ্টি স্বপ্নদীপের জন্য অনেক স্নেহাশিষ রইল৷
Thanks for important information regarding the use of Cocopeat.
ভাইয়া ড্রগন প্রস্তিস্থাপন ও পরিচর্যা সম্পর্কে ভিডিও চাই।🤩
Cocopit o vermicompost কি অনুপাতে mixed করব মাটি ছাড়া, এর সাথে আর কিছু mixed করব?
Kokopit somporke jene khub valo laglo
Tusar
Sandepan ka atmar valobasa
Rahilo
Khub valo laglo sonar vidio
দাদা,বাংলাদেশ থেকে দেখছি, খুব ভালো লাগে আপনার চ্যানেল, খুব দেখি।
kub valo laglo sir..video ta dekhe..Narkel gach er porichorja ba kivabe dokan theke kine bosabo..ki sar proyog krbo seta bole dile kub valo hoy...pls..
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! আসলে আপনারা সাপোর্ট করেন তাই ভিডিও করার উৎসাহ পাই !! চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো দরকারি ভিডিও দেওয়ার ! আর নারকেল গাছের ব্যপারেও ভিডিও দেবো তাড়াতাড়ি !! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
Onek dhonnobaad sir. Joto tara tari somvob narkel gacher akta video korun.
দুর্দান্ত দরকারি একটা ভিডিও । অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখানোর জন্যে ।
ভাই আপনার বিডিও গো আমি সব দেখি আমার খুব বালো লাগে
শুকনো কোকো পিঠ কি মাটির সাথে মেশাতে হবে? ভালো লাগলো ভিডিও।
দারুণ।খুব ভালো বোঝালেন।
Amar bari agartalay,Apnar video guli kuhb valo lage ar babu shonar proti amar theke onekonek bhalobasha roilo.
Aapner chanel e upayrita holam.
খুব সুন্দর একটা ভিডিও দাদা ভাই ❤❤❤
দাদা ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি বানানোর জন্য। দাদা কোকো পিট কি সব ধরনের ফুল ও ফলের গাছে দেওয়া যায়?
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !! খুব খুশী হলাম !! হ্যাঁ , সব ধরনের গাছের জন্যেই কোকোপিট ব্যবহার করতে পারবেন !! সঙ্গে থাকবেন !! খুব ভালো থাকবেন !
ধন্যবাদ জানাবার ভাষা হারিয়ে ফেলেছি 💖
Cocopeat and vermicompost 50/50 kore foler gach kora jabe?
আমি শুধু কোকোপিটে গাছ লাগাব। আপনি একটু বলুন পাঁচ কিলো কোকোপিটে কতটা ভার্মি কম্পোষ্ট, কতটা গোবোর সার, কতটা নিমখোল, কতটা এপসম সল্ট মেশাবো।
Thank you for ur informative video n ur boy is very much cute love to see him from Bangladesh.
আপনার সার্থক প্রয়াস, ধন্যবাদ ।
Thanks Dada.
একটা টবে সব কিছু দিয়ে গাছ লাগানোর উপযোগী করে আমাকে একটু দেখাবেন? দয়াকরে।
উফ্ রে---আপনার শ্রম দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম ; আল্লাহ=বিধাতা আপনার শ্রমের পুরস্কার দানুন (আমীন)
আমি টবে মাটি ছাড়া শুধু কোকোপিঠ আর ভামিকমপোস দিয়ে ছাদ বাগান করবো এবং শুধুমাত্র ফল গাছ করবো যোমন আম যাম কমলালেবু পাতি ইত্যাদি তাহলে সয়েল মিক্স কি ভাবে এবং কিভাগে করলে আমি ছাদ বাগান করতে পারবো । আপনার হেল্পের আসা করছি
অসাধারণ ভালো তথ্য। আরও জানতে চাই।
টবের ভিতর সম্পুর্ণ কোকোডাস্ট ভরে দিয়ে কি যে কোনো ধরনের ফুলের বা ফলের গাছ রোপন করতে পারবো? কোনো প্রকার মাটি বা জৈব সার ব্যবহার করবোনা।
ধন্যবাদ।
Amader ekhane Cocopeat block er dam Rs 60/ kg. Loose o pawa jai Rs 25/kg. Konta kena better hobe dada? Jamal khub upokrito hobo. Thanks in advance. Apnar sob kota video khub sundor.👍
Kothay thaken?
@@priyankadey1453 Ichapur, north 24 parganas.
আঙ্কেল কিছু মনে করবেন না আপনার সাউন্ড কোয়ালিটি টা একটু ভালো করার চেষ্টা করুন কারন আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে কিন্তু আওয়াজটা বড্ড কানে লাগে।
কোকোপিটে চারা করার জন্য ভিডিও দিবেন প্লিজ কোকোপিট আনার পর কি কি করণীয় আছে বীজ রোপণের আগে । মাটি ছাড়া কোকো পিট দিয়ে কিভাবে সবজি চাষ করতে পারি। এবং সবজি চাষ করতে পারব কি । এবং রাসায়নিকের কতটুকু ব্যবহার করতে হবে তাও একটু জানাবেন প্লিজ।
All about cocopeat. Dada 5 kg cocopeat er daam nursery te 200 takai hoye jabe?
কোকোপিট জন্য যোগাযোগ করুন ০১৭৬০৭৩০১১১
1) Golape ki use korte pari ? Ki ratio te use korbo ?
2) sudhu kokopit e ki golap possible ? Jodi hoy...ki rule follow korbo ?
3) sudhu kokopit e ki ki gach lagano samvab ? Janaben dada
দাদা কোকো পিট এবং প্রো টে কি করে পাওয়া যায় সে ব্যাপারে জানালে খুবই উপকৃত হতাম।
Adenium ki vabe kating korte hay abong re pating korte hay baya kore janaben?janale khub valo hay
ধন্যবাদ দাদা
Good information.Thanks.T.k Fey
Khub vlo lglo.... Dada apnake Facebook e msg korechi...jodi ektu dekhen....🙏
Thanks for your information about cocopit