MANABENDRA MUKHOPADHYAY. NAJRULGEETI. RECORD NO : ECLP 2370. (1968).
Вставка
- Опубліковано 2 гру 2024
- মানবেন্দ্র মুখোপাধ্যায় ।নজরুলগীতি ।
রেকর্ড নং : ECLP 2370. (1968)
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই। রাগ : বাগেশ্রী, তাল : দাদরা।
কেন আনো ফুলডোর আজি বিদায়বেলা। রাগ : ভীমপলশ্রী, তাল : কাহারবা।
আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না!
প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি'র অনবদ্য এই গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা!
তবে, প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কী নিয়ে কিছু মন্তব্য করার স্পর্ধা আমার নেই।
তবে আমি এ কথা নির্দ্বিধায় বলতে পারি যে, বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক অসাধারণ বিশেষজ্ঞ শিল্পী এবং বাংলা ধ্রুপদী সঙ্গীতের প্রথিতযশা এক অবিস্মরণীয় শিল্পী।
ভারতীয় বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম।♥️🙏
আহা, সত্যি সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! বার বার শুনেও মন ভরে না! শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই!
এ কথা নির্দ্বিধায় বলা যায়, ভারতীয় বাংলা সঙ্গীতের এক ক্ষণজন্মা শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখোপাধ্যায়।
ভারতীয় বাংলা গানের স্বর্নযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক বিশেষজ্ঞ শিল্পী এবং ভারতীয় বাংলা ধ্রপদী সঙ্গীতের অসাধারণ এক অবিস্মরণীয় শিল্পী।
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
বিদ্রোহী কবিকে জানাই ভক্তি পূর্ন প্রণাম কবির অনবদ্য রচনা আর স্বর্ণ যুগের শিল্পীর অসাধারণ গাওয়া
একেবারে অন্তরের ভেতর গিয়ে মরমে মিশে গিয়েছে এই সব শিল্পীর
গলা নকল করে কারোর গান গাওয়া
উচিত নয় প্রণাম জানাই মহান শিল্পী কে ।❤❤❤❤❤❤❤
এমন মহান কবির লেখা গীত, আরেক মহান শিল্পীর কণ্ঠে শুনতে পেয়েছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি,,,,যৌবনের দিনগুলির কথা খুব মনে পড়ছে,,,বি অশোকের ফটোর দোকানে যেন বসে আছি,,,চাঁদ পাড়া তে।
কবি নজরুল শিল্পী মানবেন্দ্র বাবু সত্যি দুজনের জন্যই রইলো প্রণাম ।অসাধারণ ।।
অসাধারণ গাইলেন। নজরুল গীতি কে জনগনের কাছে এক নতুন মাত্রায় এনে দিয়েছিলেন মানবদা। শ্রদ্ধা জানাই তাঁকে।❤❤🎉🎉🎉
হেঃ ভগবান্ 🙏 দুজনার পুনর্জন্ম দাও 😊
একটা অসাধারণ মন্তব্য করেছো ভাই প্রনম্য কবি ও শিল্পীর জন্য । তোমাকে অনেক ধন্যবাদ। ভাল থেকো ।
অপূর্ব প্রার্থনা।
মানবেন্দ্র বাবু হাজার বৎসরে এক জন হয়ত হয় কি হয় না ! প্রিয় শিল্পী আমার প্রণাম নিও !
এ গান বহুবার শোনা। তবু মানবেন্দ্র বাবুর গলায় প্রতিবার নতুন লাগে।
একমাত্র মানোবেনদ্র নজরুলের গানের আসল রুপ দিতে পারছে
অবিস্মরণীয়। শুধু যারে হাত দিয়ে মালা গানটি ভীমপলশ্রী রাগে নিবদ্ধ।
হে মহান শিল্পী আপনাকে কোটি কোটি প্রণাম! কি অপূর্ব দরদি কণ্ঠের অধিকারী ! ভাষায় প্রকাশ করতে পারছি না ! সারা জীবন হৃদয়ে বিরাজ করুন!
ষাটের পরে এসেও আপনার এই হৃদয় বিদারক গান গুলি মনের মধ্যে আগুন ধরায়! এপার নয়তো ওপারে যেখানেই থাকুন পরম করুণাময় যেন আপনাকে খুব ভালো রাখেন সেখানে।
এইভাবে আর গাইতে কি পারবে কেউ,❤️❤️🙏 পারবে না ❤️❤️
কলিজা শীতল হয়ে গেল।🌹🏵️
Amar gibaner priyo gan manobendrobabuke Amar pronam thanks again and again
এই গান এমন দরদ দিয়ে কেউ গাইতে পারবে না।
What a lyric! What a soulful rendition, shaking the heart.
শ্রেষ্ঠ কবির লেখা গান শ্রেষ্ঠ গায়কের কণ্ঠে। আর কি চাই!
এই গান আর এরকম কেউ গাইতে পারবে না।
পূজনীয় কবি ও মানবেন্দ্র বাবু কে ভালোবাসা ।
এই মহান শিল্পী মানবেন্দ্র এ কবি নজরুল আপনাদের পরমেশ্বর ভগবান জন্মে জন্মে বিশুদ্ধ প্রেমের এরকম রাগ প্রদান করুন দিব্যানন্দ দান করুন
Aaha ❤nothing tosay more. Simply and with humble I will say gold. Regards ❤
বাজিয়েছেন মনে হয় রাধাকান্ত নন্দী তবলায় গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে।এই কম্বিনেশনে অনেক অনুষ্ঠানে শুনেছি। এখন স্বপ্ন মনে হয়। খুব ভালো লাগলো আপনি শোনালেন বলে। আমার নিজের ইপি রেকর্ড ছিল।এই গান গুলোর।একদম ছোটো বেলায় নিয়ে গেলেন আপনি।
প্রণাম হে অমর শিল্পী,
Apurbo gan o gayoki
My realization, Nazrul Islam is not just a poet,writer and erudite spirit but also the greatest of all time.
অসাধারন গায়কী
I don't forget this songs with Manabendra Mukherjee in my life. Any kinds of mental disturbance recover this songs.
Manabendra mukherji the last singer of nazrulgeti legend aar habe na
The king of songs is Nazrul Sangeet and the king of singers is Manabendra Mukherjee in India.
অপূর্ব মরমপসী গান আর হবে না
Amar priya shilpi .
এই এক খানা সৃষ্টির জন্যে ই কবি কে আর manabendra বাবু কে বাঙালির মাথায় করে রাখা উচিৎ I
সহমত
অপুর্ব. ..খুব ভালো লাগল. .
Jemon kotha temon sur r gayak er jobab nei. Jara songot korechhen tarao osadharon...ek kotha te moni kanchaner milon. 100 bar sunleo ekgheye mone hoi na....sob silpider amar 🙏.
Bhule jao bhule jao more Akebare ♥️🌹♥️
Apurba apurba just awesome
Wonderful wonderful wonderful wonderful wonderful wonderful wonderful wonderful 🙏🙏🙏🙏
অসাধারন
Beautiful
বছর ত্রিশ বা চল্লিশ পর আবার বৃদ্ধ বয়সে শুনে স্মৃতিচারণ করবো!
আবার এসে কমেন্ট করবো!
আমার ছোট্ট মনের ভাবনা... নজরুলের সব গান যদি মোঃ রাফি ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কন্ঠে গাওয়ানো হতো তাহলে আমরা নজরুলকে আরো আধুনিক ও সু-শ্রী রূপে পেতাম।হয়তো তাদের বৈচিত্র্যময়তা-ই আমাদের প্রাপ্য ছিল তাই।
সুন্দর
This songs listening several times. But, not borring.
অনবদ্য।
❤❤❤❤
যেন লয়কে চোখে দেখতে পারছেন।
Tomake ar fire pabona he silpi
" কেন আনো ফুল ডোর " - এই গান টি এত উচ্চতায় পরিবেশন করা একমাত্র শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বারাই সম্ভব। অন্য কারও দ্বারা একেবারেই সম্ভব নয় । যে উচ্চতার কথা ভাষায় প্রকাশ করা যায় না । তাঁর প্রতি রইল সহস্র প্রনাম ।
Apni dada sab manab babur najrulgeeti r ekta album or jukebox banan. Advance thanks jodi paren. Ashai roilam because I am blind fan of both.
Oirakom shilpirmato shilpi ki are p😮abo shilpi pronam janai
কোনো প্রসংসাই যথেষ্ট নয়
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তা’রে।
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।
আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন আসি’ দাঁড়াও সুমুখে,
আলেয়ার মত ডাকিও না আর নিশীথ -অন্ধকারে।।
দয়া কর, মোরে দয়া কর, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা,
শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা।
আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি,
আমি কি ভুলেও কোনোদিন এসে’ দাঁড়ায়েছি তব দ্বারে।।
Er theke bhalo r ki hoi?
অসাধারন গায়কী
Beautiful