জ্যোতি চৌধুরী এক অনন্য আত্মাভিমানী মহীয়সী। ওনাকে নিয়ে এই অপূর্ব প্রতিবেদনটির জন্য আন্তরিক শুভেচ্ছা। ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ওনার নীরব কর্মজগৎ,যা বলা যায় অন্তরালেই ছিল এতদিন, আমরা ওনার গুণগ্রাহীরা চাই সেগুলি সর্বসমক্ষে প্রকাশিত হোক, ওনাকে যথাযথ সম্মান জানিয়ে।
আমার মা কসবার মেয়ে o ওনাদের সমসাময়িক হওয়ায় এই গল্পগুলি মায়ের মুখে খুব শুনেছি, মায়েরা জ্যোতিদেবীকে অনেকটা কাছ থেকে দেখেছেন ও তার গুণমুগ্ধ ছিলেন। আর সলিল চৌধুরী মহাশয় তো আমাদের সবারই অত্যন্ত প্রিয় তার গান, সুর,choir,,,, জন্য।
My Father M.M. Chakrabarty and Salil Chowdhury were in short 'chaddi friends'. Baba was from Rajpur a place close to Kodaliya. While in Bombay, we were close to their family and share numerous memories. Jyoti Kakima and their three daughters, Bubun, Tuli and Lipika. Miss those beautiful day. S C was a multi-talented, multi-faceted person.
জ্যোতি দেবীর কথা বলতে চেয়ে কতটুকই বা বললেন? সলিল চৌধুরীর জীবনী আমরা মোটামুটি জানি।সলিল চৌধুরী একজন'ই, এমন প্রতিভার জন্ম আর হবেনা, এ যুগে।উনি নমস্য ❤❤❤🙏। কিন্তু জ্যোতি দেবীর সম্মন্ধে বিশেষ কিছু খুব জানা নেই।এ বিষয়ে বলুন বেশী করে।
ওনার লড়াইয়ে বিমল রায়ের স্ত্রী বিশেষ সহযোগিতা করেন। সলিল বাবু মেয়ের বিয়েতে টাকা দিয়ে সাহায্য করতে চাইলে জ্যোতি দেবী তা নেননি। সলিলবাবুর দাহর সময় জ্যোতিদেবী ছিলেন।
সলিল চৌধুরী যখন অসম্ভব struggle করছেন দুবেলা খাবার জোটা দায় ছিল সেই সময় থেকে সলিল চৌধুরীর পাশে থেকেছেন তার প্রথমা স্ত্রী কিন্তু বোম্বেতে প্রতিষ্ঠা পাবার পরে সলিল চৌধুরর সাথে থাকতে শুরু করেন সবিতা চৌধুরী, অত্যন্ত মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বময়ী শান্তি দেবী নিঃশব্দে সরে যান স্বামীর পাশ থেকে, অনেক লড়াই করে উনি উনার তিন সন্তানকে মানুষ করেছেন, শেষ জীবনে সলিল চৌধুরীর মা শান্তিদেবীর কাছে ছিলেন
এতদিন পরে সলীল চৌধুরী মহাশয়ের পুরানো গান ও প্রথমা স্ত্রীর কথা জানলাম। ভারতীয় নারীদের কেন " মহিয়সী " বলা হয় তাও জীবন সায়াহ্নে এসে বুঝতে পারলাম -- প্রনম্য জ্যোতি দেবী র কাছে " নিজের মনকে শান্ত , বলশালী ও নিজ কর্ম করে যাওয়ার " মন্ত্র পেলাম । এবার চরৈবতী ।
সম্ভবত একটি মেয়ের বিয়ে হয় কবিতা কৃষ্ণমূর্তি r কোনো দাদা r সাথে। ব্যক্তিগত হবে জ্যোতি চৌধুরী r খুব বন্ধু ছিলেন অভিনেতা কেস্ট মুখোপাধ্যায় এর স্ত্রী ছায়া মুখোপাধ্যায় এর সাথে সলিল চৌধুরী r থেকে আরো অনেক কিছু পাওয়ার ছিল আমাদের। পঞ্চাশ বা 60 এর দশক এর সলিল চৌধুরী কে পরে কি সেভাবে আর পাওয়া গেছে? Sobita চৌধুরী r কারনেই ওনার সৃষ্টি থেমে গেছে। শিল্পীদের কাছে ভক্তরা অনেক আশা করে। তাই.. কষ্ট ভক্তদের ই
Jyoti chowdhry n her daughters are not fully focused they r shadowed by Salil travel in the field of music. People generally politely shy away from this betrayal event.
অনেক দিন পরে সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম। তিন কন্যা জন্ম নেয়ার পরেও তিনি আবার সবিতা চৌধুরীকে বিয়ে করলেন। সে ঘরে অনন্যা এলো। সেও বাবার পথ ধরে গায়িকা হলো। যোগ্যতার ছাপ রাখলো বাংলা সঙ্গীতের ভূবনে। কিন্তু হারিয়ে গেলো সলিল চৌধুরীর প্রথম স্ত্রী ও তিন কন্যা। তাঁরা এখন কোথায় আছেন, কে কি করছেন -- সেটি জানতে আমাদের খুব ইচ্ছে করে।
তিন কন্যা কে কি করছেন, কারো জানা থাকলে অনুগ্রহ করে এখানে জানান। আর অদম্য জ্যোতি চৌধুরী হারিয়ে যাননি। ২০২৩-এ পরলোকগত জ্যোতি চৌধুরী প্রতিষ্ঠিত হয়েছিলেন চিত্রশিল্পী হিসাবে। এক দুর্লভ ক্ষমতায় তিনি যাবতীয় প্রতিকূলতাকে অমায়িক হাসিতে জয় করেছেন। এই কারণেই তিনি শ্রদ্ধাযোগ্য ও সম্মানীয়। স্বভাবেও সম্ভবত অনুকরণযোগ্য। উল্লেখিত অনন্যা বলতে সম্ভবত আপনি অন্তরা চৌধুরীকে বুঝিয়েছেন। শেষে আপনার সুন্দর অভিমতের জন্য ধন্যবাদ।
বিয়ে করতে হয়েছিল জানোয়ার সাবিতার জন্য সলিল চৌধরীর কাছে গান শিখতে আসতেন,joyti বৌদি বনের মত ভালবাসতেন, সেই সুযোগে honey trap করে সালিল চৌধুরী কে শারীরিক সম্পর্ক করে, সাবিতা প্রেগনেন্ট হয়ে যায়, এবং joyti বৌদিকে Divorce দিতে হয় বিরাট অশান্তি হয়, আমাদের হারমোনিকা গুরু মিলন গুপ্ত, সলিল দার সঙ্গেই থাকতেন, কলকাতা এবং মুম্বাইতেও, মিলন দা সবিতার এই ব্যাপারে প্রচণ্ড অশান্তি করে সলিল দা কে বলেন এত বড় নোংরা কাজ করছ কেন,joyti দির কি দোষ সলিল দা তখন সবিতার প্ররোচনায় বলেন মিলন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও মিলন দা তখন OP Nayer এর ,asst composser, মিলন দা চলে এলেন, আর কোনদিন সলিল দার সঙ্গে সম্পর্ক রাখেন নি যদিও, সলিল দা ক্ষমা চেয়েছিলেন milandar কাছে, কিন্তু milandar একটাই যুক্তি ছিল joyti বৌদিকে আগের মতোই গ্রহণ করতে হবে যেটা সলিল দা, ইচ্ছে থাকলেও করতে পারেন নি
মিলন গুপ্তের বয়ান আপনার মাধ্যমে জানা গেল বলে ধন্যবাদ। জ্যোতিদেবীর সঙ্গে আইনী Divorce কী হয়েছিল? জানা নেই বলে মনে প্রশ্ন জাগে। যেমন এখনও জানতে পারিনি, সবিতা চৌধুরীর সঙ্গে কার্ট ম্যারেজের তারিখ; অলকারা তিন বোন পেশাগত ভাবে এখন কিছু করেন কিনা, ইত্যাদি। অবশ্য আমরা দু-জনে'-র এই যৌথ জীবন-আলেখ্যর ইতিবৃত্তে শেষের জিজ্ঞাস্যগুলি কিছুটা অপ্রাসঙ্গিক ঠেকবে। শ্রেফ কৌতুহল নিবৃত্তির চেষ্টায় করলাম। পরিশেষে বিনীত অনুরোধ, বিশেষ বিশেষণটি পরিহার করলে ভালো হয়। জানোয়ার প্রকৃতির সন্তান, ঘৃণ্য নয় মোটেই।
Shab meyeder dosh 😅...chelera boddo gobechara ki shahoje 'honey trap' hoye jai tar bou thaka satteo r shab kharap jinish ghate oi meyeder prorochanai tai na 😂
Talented to the highest order but had few lapses in personal life. Was extremely proud to ignore Kishore whose talent was unfathomable. Probably his first wife Jyoti was more talented than he was which he couldn't relish .
Beautiful well researched presentation ! Honestly speaking, I am sweetly surprised by the touch of class in your work... almost non-existent in today's Bengali You-tubers. I wish you success in Bengal's moribund cultural sphere.
Salil chowdhury anek baro shilpi kintu baba hisebe,Swami hisebe, santan hisebe o byartho kenona uni make o dekhen ni tar stri Jyoti dekhechhilen sasuri ke
জ্যোতি চৌধুরী সম্বন্ধে প্রায় কিছুই তেমন জানা গেলো না। কয়েক বছর আগে বম্বের এক সংস্কৃতিমনা দম্পত্তির বাড়িতে একটি ঘরোয়া প্রদর্শনী হয়েছিল জ্যোতি চৌধুরীর ছবির।
Salil Chowdhury r prativake sabai respect kare , kintu Jyotir prati tini sudhu biswasghatokatai karenni tar baritao niye niyechhilen r salil Chowdhury r make o Jyoti debike dekhte hoyechilo salil Chowdhury kono rakam responsibility nenni . porechhi seserdike arthokosto chhilo .
অত্যন্ত অবান্তর বিবরণ, যেন ধান ভানতে শিবের গীত! শিরোনামে প্রথমা স্ত্রীর নাম ও তাঁর সম্পর্কে জানানোর কথা বলে তা৺র সম্পর্কে প্রায় কিছুই নেই। দর্শনার্থীদের চূড়ান্ত প্রতারিত। ধিক্কার জানাই।
মোটেই নয়।। সবিতা চৌধুরী কে দিয়ে প্রথম রেকর্ড *সুরের এই ঝর ঝর ঝর্ণা* ও উল্টো দিকে *মরি হায় গো হায়* 1958 সালে র রেকর্ড।। এর কয়েক বছর পর উনি সবিতা বন্দ্যোপাধ্যায়কে বিবাহ করেন।। এই গানটি র মধ্যে ওনার আফসোসের কথা ফুটে উঠেছে।।
মাননীয়া জ্যোতি চৌধুরী সম্পর্কে আরও কিছু লিঙ্ক:
■ ua-cam.com/video/Bz_2CpTbtFg/v-deo.html
■ eisamay.com/entertainment/cinema/salil-chowdhury-first-wife-jyoti-chowdhury-passes-away-in-mumbai-bandra-home/articleshow/96853110.cms
■ bengali.news18.com/news/entertainment/jyoti-chowdhury-the-first-wife-of-salil-chowdhury-was-his-husbands-inspiration-arc-965610.html
■ timesofindia.indiatimes.com/city/kolkata/salil-chowdhurys-painter-wife-jyoti-to-hold-debut-show-at-92-keen-to-display-works-in-kol/articleshow/74290717.cms
■ learningandcreativity.com/silhouette/jyoti-chowdhury-remembers-salil-chowdhury/
জ্যোতি চৌধুরী এক অনন্য আত্মাভিমানী মহীয়সী। ওনাকে নিয়ে এই অপূর্ব প্রতিবেদনটির জন্য আন্তরিক শুভেচ্ছা। ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ওনার নীরব কর্মজগৎ,যা বলা যায় অন্তরালেই ছিল এতদিন, আমরা ওনার গুণগ্রাহীরা চাই সেগুলি সর্বসমক্ষে প্রকাশিত হোক, ওনাকে যথাযথ সম্মান জানিয়ে।
সুন্দর মূল্যায়ণের জন্য অশেষ ধন্যবাদ
Very nice details on Salil Choudhury.
Saumitra Ghosh
মাননীয়া জ্যোতি চৌধুরীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
অশেষ ধন্যবাদ। তাঁর প্রতি আমারও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমার মা কসবার মেয়ে o ওনাদের সমসাময়িক হওয়ায় এই গল্পগুলি মায়ের মুখে খুব শুনেছি, মায়েরা জ্যোতিদেবীকে অনেকটা কাছ থেকে দেখেছেন ও তার গুণমুগ্ধ ছিলেন।
আর সলিল চৌধুরী মহাশয় তো আমাদের সবারই অত্যন্ত প্রিয় তার গান, সুর,choir,,,, জন্য।
Aei mohoyosi ke pronaam! Ki songrami jibon !! 🙏⚘
জ্যোতি চৌধুরী অনন্যা
এই মহীয়সী নারী ও শিল্পী কে সশ্রদ্ধ প্রণাম যাঁর সৃষ্টি অন্তরালে ই রয়ে গেল
অপূর্ব নিবেদন।।
ভালো লেগেছে জেনে শ্রম সার্থক মনে হচ্ছে
@@DJPView Dhanyavaad.
Sundor protibedon.🙏
বিশেষ উৎসাহ বোধ করছি। মতামতের জন্য ধন্যবাদ।
অপূর্ব নিবেদন। বিনম্র শ্রদ্ধা সবার জন্য।
ধন্যবাদ। আমাদেরও শ্রদ্ধা রইল
My Father M.M. Chakrabarty and Salil Chowdhury were in short 'chaddi friends'. Baba was from Rajpur a place close to Kodaliya. While in Bombay, we were close to their family and share numerous memories. Jyoti Kakima and their three daughters, Bubun, Tuli and Lipika. Miss those beautiful day. S C was a multi-talented, multi-faceted person.
অসাধারণ ❤
বিশেষ উৎসাহ বোধ করছি
আরো জানতে চাই মুগ্ধ হয়ে গেলাম
অসংখ্য ধন্যবাদ। আরও জানার জন্য description box-এ আরও কিছু লিঙ্ক দেওয়া রইল। চেষ্টা করে দেখতে পারেন।
❤🎉 অসাধারণ নিবেদন। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই দুজনকেই।
আমারও দুজনকে শ্রদ্ধা ও প্রণাম
Incomplete report. Partial also.
জ্যোতি দেবীর কথা বলতে চেয়ে কতটুকই বা বললেন? সলিল চৌধুরীর জীবনী আমরা মোটামুটি জানি।সলিল চৌধুরী একজন'ই, এমন প্রতিভার জন্ম আর হবেনা, এ যুগে।উনি নমস্য ❤❤❤🙏। কিন্তু জ্যোতি দেবীর সম্মন্ধে বিশেষ কিছু খুব জানা নেই।এ বিষয়ে বলুন বেশী করে।
ওনার লড়াইয়ে বিমল রায়ের স্ত্রী বিশেষ সহযোগিতা করেন। সলিল বাবু মেয়ের বিয়েতে টাকা দিয়ে সাহায্য করতে চাইলে জ্যোতি দেবী তা নেননি। সলিলবাবুর দাহর সময় জ্যোতিদেবী ছিলেন।
অসাধারণ অসাধারণ উপস্থাপনা
সুরকার এবং সংগীত শিল্পী হিসাবে প্রনাম করি। কিন্তু সবিতা চৌধুরীকে বিয়ে করাকে সুস্থ কাজ হয়নি। আগের মেয়েরা কি করে?
তিন মেয়ে সম্পর্কে তেমন কিছু বিস্তারিত তথ্য পাইনি।
@@DJPView ekti meye r kache Jyoti devi thakten. 90 years takhon. Etuku kothao shona.
এমন একটা পোস্ট পেয়ে শুধু সমৃদ্ধ হলাম তাই নয়,,, মুগ্ধ হলাম। আপনার আরও অনেক ভিডিও নিশ্চয়ই দেখবো।
আমার চলার পাথেয়
সলিল চৌধুরী যখন অসম্ভব struggle করছেন দুবেলা খাবার জোটা দায় ছিল সেই সময় থেকে সলিল চৌধুরীর পাশে থেকেছেন তার প্রথমা স্ত্রী কিন্তু বোম্বেতে প্রতিষ্ঠা পাবার পরে সলিল চৌধুরর সাথে থাকতে শুরু করেন সবিতা চৌধুরী, অত্যন্ত মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বময়ী শান্তি দেবী নিঃশব্দে সরে যান স্বামীর পাশ থেকে, অনেক লড়াই করে উনি উনার তিন সন্তানকে মানুষ করেছেন, শেষ জীবনে সলিল চৌধুরীর মা শান্তিদেবীর কাছে ছিলেন
Khub valo laglo uposthapona 🌼🌸
অসংখ্য ধন্যবাদ
এতদিন পরে সলীল চৌধুরী মহাশয়ের পুরানো গান ও প্রথমা স্ত্রীর কথা জানলাম। ভারতীয় নারীদের কেন " মহিয়সী " বলা হয় তাও জীবন সায়াহ্নে এসে বুঝতে পারলাম -- প্রনম্য জ্যোতি দেবী র কাছে " নিজের মনকে শান্ত , বলশালী ও নিজ কর্ম করে যাওয়ার " মন্ত্র পেলাম ।
এবার চরৈবতী ।
অভূতপূর্ব প্রেরণা
সম্ভবত একটি মেয়ের বিয়ে হয় কবিতা কৃষ্ণমূর্তি r কোনো দাদা r সাথে।
ব্যক্তিগত হবে জ্যোতি চৌধুরী r খুব বন্ধু ছিলেন অভিনেতা কেস্ট মুখোপাধ্যায় এর স্ত্রী ছায়া মুখোপাধ্যায় এর সাথে
সলিল চৌধুরী r থেকে আরো অনেক কিছু পাওয়ার ছিল আমাদের। পঞ্চাশ বা 60 এর দশক এর সলিল চৌধুরী কে পরে কি সেভাবে আর পাওয়া গেছে?
Sobita চৌধুরী r কারনেই ওনার সৃষ্টি থেমে গেছে। শিল্পীদের কাছে ভক্তরা অনেক আশা করে। তাই.. কষ্ট ভক্তদের ই
খুউব ভাল লাগলো
ভালো মানুষ না হলে কোথায় যেন একটা ঘাট তি থেকে যায়. তিন টি বাচ্চা মেয়ের কি দোষ ছিল?????
ঠিক কথা দাদা
Jyoti chowdhry n her daughters are not fully focused they r shadowed by Salil travel in the field of music. People generally politely shy away from this betrayal event.
বালিগঞ্জের রেল লাইনের ওইপারে কসবায় সুইনহো লেনের উত্তর পাড়াএলাকায় কল্যাণ সংঘর গলিতে ওনার প্রথম স্ত্রী থাকতেন
ধন্যবাদ, মৌখিক তথ্যের জন্য
কতটুকু জানালেন জোতি দেবির সম্বন্ধে ?
কেবল সংযত প্রকাশযোগ্য অংশটুকুই; আরও সামান্য কিছুটা পাওয়া যেতে পারে তলার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি থেকে।
অনেক দিন পরে সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম। তিন কন্যা জন্ম নেয়ার পরেও তিনি আবার সবিতা চৌধুরীকে বিয়ে করলেন। সে ঘরে অনন্যা এলো। সেও বাবার পথ ধরে গায়িকা হলো। যোগ্যতার ছাপ রাখলো বাংলা সঙ্গীতের ভূবনে। কিন্তু হারিয়ে গেলো সলিল চৌধুরীর প্রথম স্ত্রী ও তিন কন্যা। তাঁরা এখন কোথায় আছেন, কে কি করছেন -- সেটি জানতে আমাদের খুব ইচ্ছে করে।
তিন কন্যা কে কি করছেন, কারো জানা থাকলে অনুগ্রহ করে এখানে জানান। আর অদম্য জ্যোতি চৌধুরী হারিয়ে যাননি। ২০২৩-এ পরলোকগত জ্যোতি চৌধুরী প্রতিষ্ঠিত হয়েছিলেন চিত্রশিল্পী হিসাবে। এক দুর্লভ ক্ষমতায় তিনি যাবতীয় প্রতিকূলতাকে অমায়িক হাসিতে জয় করেছেন। এই কারণেই তিনি শ্রদ্ধাযোগ্য ও সম্মানীয়। স্বভাবেও সম্ভবত অনুকরণযোগ্য। উল্লেখিত অনন্যা বলতে সম্ভবত আপনি অন্তরা চৌধুরীকে বুঝিয়েছেন। শেষে আপনার সুন্দর অভিমতের জন্য ধন্যবাদ।
She is Antara chowdhry
বিয়ে করতে হয়েছিল জানোয়ার সাবিতার জন্য
সলিল চৌধরীর কাছে গান শিখতে আসতেন,joyti বৌদি বনের মত ভালবাসতেন, সেই সুযোগে honey trap করে সালিল চৌধুরী কে শারীরিক সম্পর্ক করে, সাবিতা প্রেগনেন্ট হয়ে যায়, এবং joyti বৌদিকে Divorce দিতে হয়
বিরাট অশান্তি হয়, আমাদের হারমোনিকা গুরু মিলন গুপ্ত, সলিল দার সঙ্গেই থাকতেন, কলকাতা এবং মুম্বাইতেও, মিলন দা সবিতার এই ব্যাপারে প্রচণ্ড অশান্তি করে সলিল দা কে বলেন এত বড় নোংরা কাজ করছ কেন,joyti দির কি দোষ
সলিল দা তখন সবিতার প্ররোচনায় বলেন
মিলন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও
মিলন দা তখন OP Nayer এর ,asst composser, মিলন দা চলে এলেন, আর কোনদিন সলিল দার সঙ্গে সম্পর্ক রাখেন নি
যদিও, সলিল দা ক্ষমা চেয়েছিলেন milandar কাছে, কিন্তু milandar
একটাই যুক্তি ছিল
joyti বৌদিকে আগের মতোই গ্রহণ করতে হবে
যেটা সলিল দা, ইচ্ছে থাকলেও করতে পারেন নি
মিলন গুপ্তের বয়ান আপনার মাধ্যমে জানা গেল বলে ধন্যবাদ।
জ্যোতিদেবীর সঙ্গে আইনী Divorce কী হয়েছিল? জানা নেই বলে মনে প্রশ্ন জাগে।
যেমন এখনও জানতে পারিনি, সবিতা চৌধুরীর সঙ্গে কার্ট ম্যারেজের তারিখ; অলকারা তিন বোন পেশাগত ভাবে এখন কিছু করেন কিনা, ইত্যাদি। অবশ্য আমরা দু-জনে'-র এই যৌথ জীবন-আলেখ্যর ইতিবৃত্তে শেষের জিজ্ঞাস্যগুলি কিছুটা অপ্রাসঙ্গিক ঠেকবে। শ্রেফ কৌতুহল নিবৃত্তির চেষ্টায় করলাম।
পরিশেষে বিনীত অনুরোধ, বিশেষ বিশেষণটি পরিহার করলে ভালো হয়। জানোয়ার প্রকৃতির সন্তান, ঘৃণ্য নয় মোটেই।
Shab meyeder dosh 😅...chelera boddo gobechara ki shahoje 'honey trap' hoye jai tar bou thaka satteo r shab kharap jinish ghate oi meyeder prorochanai tai na 😂
Talented to the highest order but had few lapses in personal life.
Was extremely proud to ignore Kishore whose talent was unfathomable. Probably his first wife Jyoti was more talented than he was which he couldn't relish .
Interesting arguments. Thanks.
Beautiful well researched presentation ! Honestly speaking, I am sweetly surprised by the touch of class in your work... almost non-existent in today's Bengali You-tubers. I wish you success in Bengal's moribund cultural sphere.
Wow, thank you!
Absolutely right 🙏
Jyoti Chowdhury samparke kichhui to bollen na
Salil took this idea from Tagore poem dui bigha zami.zamidar vs farmer dispute dekhano hoichilo.
❤
Jyoti debi koi protibedone?
Salil chowdhury anek baro shilpi kintu baba hisebe,Swami hisebe, santan hisebe o byartho kenona uni make o dekhen ni tar stri Jyoti dekhechhilen sasuri ke
He shOuld stick to Jyoti Devi &family like RAJ KAPOOR.
এত ছোট পরিসরে সবটা পাওয়া গেল না।
বাস্তবিক কথাটা সত্যি। মতামতের জন্য ধন্যবাদ।
Subarna choudhury. By lall bazar
Ashol manushti niye pray kichhui jana holo na....uni Salil er jyotite non, nijer jyotitei bhaswar nari. Tar Salil uttor jibon niye kichhu alokpat asha korechhilam.
প্রাপ্ত তথ্য থেকে যতটুকু পেয়েছি তারই কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আরও তথ্যসূত্র পেলে জানাবেন।
জ্যোতি চৌধুরী সম্বন্ধে প্রায় কিছুই তেমন জানা গেলো না।
কয়েক বছর আগে বম্বের এক সংস্কৃতিমনা দম্পত্তির বাড়িতে একটি ঘরোয়া প্রদর্শনী হয়েছিল জ্যোতি চৌধুরীর ছবির।
অপ্রাসঙ্গিক।
🙏🙏
Thanks a lot
Salil Chowdhury r prativake sabai respect kare , kintu Jyotir prati tini sudhu biswasghatokatai karenni tar baritao niye niyechhilen r salil Chowdhury r make o Jyoti debike dekhte hoyechilo salil Chowdhury kono rakam responsibility nenni . porechhi seserdike arthokosto chhilo .
ওনার উচিত হয়নি নিজের প্রথমা স্ত্রী কে ধোঁকা দেওয়া। এটা প্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা।
Jyoti Choudhary was given less importance.
Sorry to say, I am too humble to gratitude her any kind of less importance. She was great with her strength and abilities.
মুসলমান হয়ে যেতে পারতো ধমেনদর মতো তা হলে দুটো বউকে নিয়ে সংসার করতে পারতো
@@AbdulHakim-dg3kk যে যেমন সে তেমনি ভাবে।
আর কতকাল ? .... এপিষোড, গ্রেমোফোন, কোরাষ..... এবার বদলে ফেলো বাপি..... উচ্চারণ .... একদমই ভালো লাগে না শুনতে!!??
অত্যন্ত অবান্তর বিবরণ, যেন ধান ভানতে শিবের গীত! শিরোনামে প্রথমা স্ত্রীর নাম ও তাঁর সম্পর্কে জানানোর কথা বলে তা৺র সম্পর্কে প্রায় কিছুই নেই। দর্শনার্থীদের চূড়ান্ত প্রতারিত। ধিক্কার জানাই।
@@debeshbhattacharyya4946 material nei. E bishoye chesta nei. Koi bacher age Sananda name magzn ekti interview bar korechilo.
অসাধারণ প্রতিবেদন
অসংখ্য ধন্যবাদ
Oi je sabuj banabiyhika......gan ti SalilChowdhury tar prothama stri Jyoti Chowdhury k upolaksha likhechhilen bole shona jay.
তাই! জানা ছিলনা। ধন্যবাদ।
মোটেই নয়।। সবিতা চৌধুরী কে দিয়ে প্রথম রেকর্ড *সুরের এই ঝর ঝর ঝর্ণা* ও উল্টো দিকে *মরি হায় গো হায়* 1958 সালে র রেকর্ড।। এর কয়েক বছর পর উনি সবিতা বন্দ্যোপাধ্যায়কে বিবাহ করেন।। এই গানটি র মধ্যে ওনার আফসোসের কথা ফুটে উঠেছে।।
বাহ চমৎকার