স্যার! যে সেক্টর গুলোর কথা বলেছেন। এই সেক্টুর গুলোর কাজ কি বাংলাদেশ থেকে শিখা যাবে..? এই সেক্টর গুলোর কাজ শিখার জন্য বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের নাম টি সাজেস্ট করুন প্লিজ।
অবশ্যই, এই সেক্টরগুলোর কাজ বাংলাদেশ থেকেই শেখা সম্ভব, কারণ এখন অনলাইনে প্রচুর ফ্রি ও পেইড রিসোর্স এবং ট্রেনিং প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে। আপনি যদি সঠিকভাবে শেখার আগ্রহ রাখেন, তাহলে বাসায় বসেই অনলাইন কোর্স করে দক্ষ হয়ে যেতে পারেন।
সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাইলে কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি, অপারেটিং সিস্টেম, এথিকাল হ্যাকিং, এবং আইটি আইন সম্পর্কে জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সাইবার সিকিউরিটির মূল ভিত্তি তৈরি করে।
Toptal-এ একজন ML Engineer হিসেবে সুযোগ পেতে হলে আপনাকে শক্তিশালী প্রোগ্রামিং দক্ষতা (Python, Data Structures, Algorithms), গভীর মেশিন লার্নিং জ্ঞান (Supervised/Unsupervised Learning, Deep Learning, NLP), এবং Big Data Tools সম্পর্কে জানতে হবে। পাশাপাশি, LeetCode-এর Medium/Hard লেভেলের প্রবলেম সলভিং দক্ষতা, শক্তিশালী GitHub পোর্টফোলিও, এবং ভালো কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। Toptal-এর কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া পাস করতে হলে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে এবং ছোট-বড় রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করে দক্ষতা বাড়াতে হবে। এছাড়া, Toptal-এর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে তাদের ফ্রিল্যান্সার নেটওয়ার্কে যোগ দেওয়া সম্ভব।
স্যার আমি মার্কেটিং bba , mba এবং ডিজিটাল মাকেটিং এর বেসিক কোস করা কিন্তু ভালো কোন সাফল্য পাই নাই আমি উচ্চ শিক্ষা নিতে বিদেশে কোন বিষয় উপর দক্ষতা অর্জন করলে আমার রিসার্চ পাবলিকেশন এবং করপোরেট সেক্টর ভালো সফলতা আসবে। প্লিজ জানাবেন।
ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের ভবিষ্যৎ চাহিদা ভালোই থাকবে, কারণ প্রতিটি ব্যবসার জন্য ইউনিক এবং ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট অপরিহার্য। AI অনেক কাজ সহজ করে দিলেও, সৃজনশীলতা, কাস্টম ডিজাইন, এবং ইউজার এক্সপেরিয়েন্স অপটিমাইজেশন এর মতো দিকগুলোতে মানুষের দক্ষতা এখনও গুরুত্বপূর্ণ। React.js, Vue.js, Next.js-এর মতো ফ্রেমওয়ার্কে দক্ষ হলে রিমোট ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ থাকবেই। তবে, AI টুল ব্যবহার শিখে কাজের গতি বাড়ানো এবং নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট থাকা গুরুত্বপূর্ণ, যাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।
Cloud accounting er demand barche din din. Ekhon onek business cloud accounting software use kore, karon eta onek flexible, cost-effective, ebong secure.
ডাটা অ্যানালিটিক্স ফ্রিল্যান্সিং মার্কেটে এখন তুমুল চাহিদার মধ্যে আছে, আর ভবিষ্যতে এর ডিমান্ড শুধু বাড়তেই থাকবে। কারণ, ছোট-বড় সব কোম্পানি এখন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে, আর AI যতই অগ্রসর হোক, সঠিক ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ মানুষের প্রয়োজন হবেই। Upwork, Fiverr-এর মতো প্ল্যাটফর্মে SQL, Python, Power BI, Tableau নিয়ে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। তাই শেখা শুরু করুন, হাতে-কলমে কাজ করুন, আর মার্কেটপ্লেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকুন। এই স্কিল থাকলে ইনশা আল্লাহ, ভবিষ্যতে ক্যারিয়ারের চিন্তা করতে হবে না!
ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি দুটোই বর্তমানে শেখার জন্য অত্যন্ত যৌক্তিক এবং চাহিদাসম্পন্ন স্কিল। ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের জন্য React, Vue, এবং Angular-এর মতো ফ্রেমওয়ার্ক শিখলে আপনি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ডিজাইনে কাজ করতে পারবেন, যা ফ্রিল্যান্সিং থেকে বড় কোম্পানিতে জবের সুযোগ তৈরি করে। অন্যদিকে, সাইবার সিকিউরিটি শেখা এখন আরও গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল সিস্টেমে প্রতিনিয়ত হ্যাকিং এবং ডেটা চুরির ঝুঁকি বাড়ছে। Ethical hacking, network security, এবং vulnerability assessments-এর মতো স্কিলগুলো শেখা ভবিষ্যতে আপনাকে বড় সুযোগ এনে দেবে। তাই আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি সাইবার সিকিউরিটির বেসিক ধারণা নেন, তাহলে ক্যারিয়ারের জন্য এটি দারুণ হবে ইনশা আল্লাহ।
@authorenam , ধন্যবাদ 🥰 এভাবে রিপ্লাই পেলে কমেন্ট করতে ভালো লাগে এবং সকল ভিডিও ওপর মনোযোগ ও ভালো বাসা বৃদ্ধি হয়ে থাকে√ ?? → প্রশ্নঃ বর্তমানে ai এর সহায়তা সেখানে ফন্টেন্ট ওয়েব ডেভলপার এর কাজ ত সে করে দেয় তবে যারা ব্যাকন্ড নিয়ে কাজ করে বা গভীর ও ডিপ লেভেল তাদের কোন চিন্তা নায়
Timestamps
02:21 [10] User Interface/User Experience (UI/UX)
04:07 [09] Extended Reality (XR)
05:44 [08] Autonomous Vehicle
08:09 [07] DevOps
10:12 [06] Cloud Computing
11:52 [05] Data Engineering
12:56 [04] Low-code/No-code Programming
14:09 [03] Data Science
15:47 [02] Cyber Security
17:51 [01] Generative AI
Thank you so much for helping me
মাশআল্লাহ ভাই। নতুন প্রযুক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য জাজাকাল্লাহ খাইরান। ভালোবাসা অবিরাম ❤❤❤
❤❤❤
গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ❤
❤
স্যার! যে সেক্টর গুলোর কথা বলেছেন। এই সেক্টুর গুলোর কাজ কি বাংলাদেশ থেকে শিখা যাবে..? এই সেক্টর গুলোর কাজ শিখার জন্য বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের নাম টি সাজেস্ট করুন প্লিজ।
অবশ্যই, এই সেক্টরগুলোর কাজ বাংলাদেশ থেকেই শেখা সম্ভব, কারণ এখন অনলাইনে প্রচুর ফ্রি ও পেইড রিসোর্স এবং ট্রেনিং প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছে। আপনি যদি সঠিকভাবে শেখার আগ্রহ রাখেন, তাহলে বাসায় বসেই অনলাইন কোর্স করে দক্ষ হয়ে যেতে পারেন।
অসাধারণ আলোচনা
ধন্যবাদ!
ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সাইবার সিকিউরিটির জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে😢
সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাইলে কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি, অপারেটিং সিস্টেম, এথিকাল হ্যাকিং, এবং আইটি আইন সম্পর্কে জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সাইবার সিকিউরিটির মূল ভিত্তি তৈরি করে।
Hello sir,ami ML shikhe ki toptal e ML hisebe access pete pari and er jonno requirments ki ba kivabe korte pari enktu bolen please?
Toptal-এ একজন ML Engineer হিসেবে সুযোগ পেতে হলে আপনাকে শক্তিশালী প্রোগ্রামিং দক্ষতা (Python, Data Structures, Algorithms), গভীর মেশিন লার্নিং জ্ঞান (Supervised/Unsupervised Learning, Deep Learning, NLP), এবং Big Data Tools সম্পর্কে জানতে হবে। পাশাপাশি, LeetCode-এর Medium/Hard লেভেলের প্রবলেম সলভিং দক্ষতা, শক্তিশালী GitHub পোর্টফোলিও, এবং ভালো কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। Toptal-এর কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া পাস করতে হলে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে এবং ছোট-বড় রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করে দক্ষতা বাড়াতে হবে। এছাড়া, Toptal-এর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে তাদের ফ্রিল্যান্সার নেটওয়ার্কে যোগ দেওয়া সম্ভব।
Thanks❤
You're welcome 😊
স্যার আমি মার্কেটিং bba , mba এবং ডিজিটাল মাকেটিং এর বেসিক কোস করা কিন্তু ভালো কোন সাফল্য পাই নাই আমি উচ্চ শিক্ষা নিতে বিদেশে কোন বিষয় উপর দক্ষতা অর্জন করলে আমার রিসার্চ পাবলিকেশন এবং করপোরেট সেক্টর ভালো সফলতা আসবে। প্লিজ জানাবেন।
অসাধারণ একটি ভিডিও
thank you, means a lot!
Thank you so much ❤
You're welcome 😊
Sir,ami front end development shikhte chai to ei skill er ki future e demand thakbe naki AI replace kore dibe? ektu bolen bistarito
ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের ভবিষ্যৎ চাহিদা ভালোই থাকবে, কারণ প্রতিটি ব্যবসার জন্য ইউনিক এবং ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট অপরিহার্য। AI অনেক কাজ সহজ করে দিলেও, সৃজনশীলতা, কাস্টম ডিজাইন, এবং ইউজার এক্সপেরিয়েন্স অপটিমাইজেশন এর মতো দিকগুলোতে মানুষের দক্ষতা এখনও গুরুত্বপূর্ণ। React.js, Vue.js, Next.js-এর মতো ফ্রেমওয়ার্কে দক্ষ হলে রিমোট ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ থাকবেই। তবে, AI টুল ব্যবহার শিখে কাজের গতি বাড়ানো এবং নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট থাকা গুরুত্বপূর্ণ, যাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।
@authore ব্লোকচেইন শিখে কি ফ্রিল্যান্সিং করা যাবে বা রিমোট জব পাওয়া যাবে?
আপনার চ্যনেলে থেকে জেনারেটিভ এ আই শিখব ইনশাআল্লাহ। অনেক দূর পর্যন্ত শিখতে পারব ইনশাআল্লাহ
ইনশা আল্লাহ
sir can you tell me any platform name which can teach me data science full a-z ?????
Please here for guidance: enamulhaque.co.uk/?blogcategory=Data+Science
@@authorenam i need a course
Sir cloud accounting er cahida kamon?
Cloud accounting er demand barche din din. Ekhon onek business cloud accounting software use kore, karon eta onek flexible, cost-effective, ebong secure.
ফ্রিল্যান্সিং এ ডাটা অ্যানালাইটিক্স এর ডিমান্ড কেমন এবং ফিউচারে এর ডিমান্ড কেমন হবে
ডাটা অ্যানালিটিক্স ফ্রিল্যান্সিং মার্কেটে এখন তুমুল চাহিদার মধ্যে আছে, আর ভবিষ্যতে এর ডিমান্ড শুধু বাড়তেই থাকবে। কারণ, ছোট-বড় সব কোম্পানি এখন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে, আর AI যতই অগ্রসর হোক, সঠিক ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ মানুষের প্রয়োজন হবেই। Upwork, Fiverr-এর মতো প্ল্যাটফর্মে SQL, Python, Power BI, Tableau নিয়ে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। তাই শেখা শুরু করুন, হাতে-কলমে কাজ করুন, আর মার্কেটপ্লেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকুন। এই স্কিল থাকলে ইনশা আল্লাহ, ভবিষ্যতে ক্যারিয়ারের চিন্তা করতে হবে না!
@@authorenam thank you sir
best of luck
thank you
দয়া করে ___🙏
জানাবেন যে,,,, বর্তমানে এসে ও ফন্টেন ওয়েব ডেভলপার ও সাইবার সিকিউরিটি শেখা কতটা যুক্তি যত ❤
ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি দুটোই বর্তমানে শেখার জন্য অত্যন্ত যৌক্তিক এবং চাহিদাসম্পন্ন স্কিল। ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের জন্য React, Vue, এবং Angular-এর মতো ফ্রেমওয়ার্ক শিখলে আপনি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ডিজাইনে কাজ করতে পারবেন, যা ফ্রিল্যান্সিং থেকে বড় কোম্পানিতে জবের সুযোগ তৈরি করে। অন্যদিকে, সাইবার সিকিউরিটি শেখা এখন আরও গুরুত্বপূর্ণ, কারণ ডিজিটাল সিস্টেমে প্রতিনিয়ত হ্যাকিং এবং ডেটা চুরির ঝুঁকি বাড়ছে। Ethical hacking, network security, এবং vulnerability assessments-এর মতো স্কিলগুলো শেখা ভবিষ্যতে আপনাকে বড় সুযোগ এনে দেবে। তাই আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি সাইবার সিকিউরিটির বেসিক ধারণা নেন, তাহলে ক্যারিয়ারের জন্য এটি দারুণ হবে ইনশা আল্লাহ।
@authorenam , ধন্যবাদ 🥰
এভাবে রিপ্লাই পেলে কমেন্ট করতে ভালো লাগে এবং সকল ভিডিও ওপর মনোযোগ ও ভালো বাসা বৃদ্ধি হয়ে থাকে√
?? → প্রশ্নঃ বর্তমানে ai এর সহায়তা সেখানে ফন্টেন্ট ওয়েব ডেভলপার এর কাজ ত সে করে দেয় তবে যারা ব্যাকন্ড নিয়ে কাজ করে বা গভীর ও ডিপ লেভেল তাদের কোন চিন্তা নায়
Gaming sector niye akta vlog chai
have you seen this? ua-cam.com/video/NHb4zlqnT3I/v-deo.html
apne kothai job koran
UK
AI দিয়ে টাকা বানানোর সহজ উপায়! শিখে নিন এই ৭টি টুল
techtalksbangla.com/2025/01/20/making-money-with-ai-tools/
❤❤❤❤
thank you