রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না। তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না। তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।
আমি আজ ৯ বছর ধরে ক্ষমা করে আসছি।বিনিময়ে আঘাত আর আঘাত ই পাই।মানুষ টা কোনো দিন ই নিজের ভুল গুলো বুঝতে ই পারলো না।আমি ক্লান্ত হয়ে গেছি আর সহ্য করতে পারছি না।
আমার সেইম অবস্থা। ১২ বছর যাবৎ ক্ষমা করেই আসতেছি। হাতেনাতে ধরলে প্রথমে মারপিট করে কিছুক্ষণ পরে এসে মাফ চায় আর এমনটা করবে না। তারপরও পরকীয়া করেই যাচ্ছে। দুটো বাচ্চার জন্য সংসার ছাড়তে পারছি না
শুরু থেকেই ক্ষমা করে আসছি. এখনো করছি শুধু বাচ্চা গুলোর জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ.আগে থেকে অনেক পরিবর্তন আসছে ধীরে ধীরে সংসারও সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।
I can't hold crying when listening your speech. Allah forgive me. I always feel how will ask forgiveness to Allah. Once my ex husband got married his 2nd wife when I was 5 month's pregnant. 10 years later his 2nd wife asked forgiveness first I thought I can't forgive her anymore but I did. And believe me I felt peace in my heart. I forgave all of them who gave me lots of pain. I hope and wish Allah also forgive me one day. Ameen, Thank you so much Yahia sir I get lots of hope to ask and pray for forgiveness to Allah Rabbul Alamin.
আপনার সাথে সরাসরি দেখা করে কাউন্সিলিং নেওয়ার খুব ইচ্ছা ভাই। আল্লাহ তায়ালা আপনাকে হায়াত দারাছ করুক। প্রত্যেকটা বিষয় এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤️
ফোন যে সবসময় খারাপ তা নয়। আজই সকালে ফোনটা হাতে নিয়েই ইয়াহিয়া সাহেবের একটি ভিডিও দেখলাম। যেখানে সূরাহ মারিয়ামের প্রথম দিকের আয়াত গুলির তফসির শুনে আমার মনে নতুন ভাবনার শুরু হয়েছে।
" আল্লাহকে হারিয়ে, আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি অর্জন করেন! আল্লাহর কসম, আপনি নি:স্ব। আর আল্লাহকে পেয়ে যদি আপনি চাটাই এর বিছানাতেও ঘুমান, তবে খোদার কসম আপনি গোটা পৃথিবীর বাদশাহ।" ~ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ
আল্লাহ এবং নবী রাসূলগনের ক্ষমার দৃষ্টান্ত দেখে আমি ও তাদের মতো ক্ষমাশীল ব্যাক্তি হতে চাই........ কিন্তু বিপত্তি টা তখন হয় যখন দেখি কেউ অামাকে কষ্ট দিল আমি তা ভুলে তাকে ক্ষমা করলাম আবার কষ্ট দিল আবারও ক্ষমা করলাম এভাবে কয়েকবার ক্ষমা করলাম সব ভুলে গেলাম অথচ দিনশেষে দেখি যে অামি এতবার ছাড় দেওয়া সত্ত্বেও সে আমাকে কষ্ট দেওয়া হতে একবারের জন্যও বিরত হলো না অর্থাৎ সে তার জায়গায় অটল থাকলো........ তখন মনে হয় সবচেয়ে বড় ভুল করেছি তাকে বারবার ক্ষমা করে...... তাকে বার বার ছাড় দিয়ে নিজের ওপরই জুলুম করেছি তখন এমন মনে হয় এবং কাউকে ক্ষমা করতে আর ইচ্ছে করে না 😊
Beautiful reminder !! love the Ramadan series every video has very deep meaning really appreciate for all your videos May Allah give you tremendous reward and jaza for this May Allah accept all the good deeds you are doing Ameen Many respect from UK
জাযাকাল্লাহ খাইর 🤲🤲🤲🤲আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। গতবছর আমার বড় আপু ফ্রাংকফুর্ট থেকে আমি চট্টগ্রাম হতে পিউরিফাই কোর্স করে ছিলাম একই পাসওয়ার্ড দিয়ে।আমাদের দৃষ্টিভঙ্গি ৩৬০°ঘুরে গেলো।কিভাবে পার্থিব স্বার্থ চরিতার্থ করা হতেও পরকালের উপর আস্থা রেখে সস্তি পাওয়া যায়,ভোগবাদী মানসিকতা হতে বের হওয়া যায় আবার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়ে উচ্ছ্বাসী হওয়া যায় তাও শিখেছি।আল্লাহ যেন ইয়াহিয়া আমিন ভাইয়কে নেক হায়াত দেন আর দুনিয়া আখিরাতের সকল সুখ ও সম্মৃদ্ধি দান করেন। আমিন🤲🤲🤲🤲
আমি কাউকে ক্ষমা করি না আমি জাস্ট ভুলে যাই । ক্ষমা একটা certain level পর্যন্ত করা যায়, তারপর না । কিন্তু ভুলে যাওয়া সম্ভব । কাজেই ভুলে গেলেই তো হয় । ভুলে গেলেই আর ক্ষমার প্রশ্ন আসেনা । কাজেই ভুলে গিয়ে আগে বারাই উত্তম । আর আল্লাহর সাথে আমাদের তুলনা হয় না । উনি আল্লাহ । উনার হিসাব আলাদা । উনি ক্ষমা করলেই আমাদেরকেও করতে হবে নাকি ।
ভাই কাউকে ক্ষমা করা যে কতোটা কঠিন তা শুধু যে ক্ষমা করতে যায় সে জানে।কারণ যে অসম্ভব রকমের কষ্ট পায় সে জায়গায় থেকে ক্ষমা করাটা তার জন্য অনেক কঠিন।ভাই আমি কাউকে ক্ষমা করেছি মন থেকেই বলছি কিন্তু যখন সেই আঘাতের কথা মনে হয় তখন অনেক কষ্ট হয় এবং অনেক কান্না আসে। এখন আমার ক্ষমা করা কি হইছে কিভাবে বুঝবো?যদি ক্ষমা হয়। তাহলে সেই জিনিস গুলো মনে হলে কষ্ট হয় কেনো?
ইসলাম এত বেশি ক্ষমার সংবাদ শুনিয়েছে যে মুসলিম বিশ্ব অপরাধ প্রবণ মানসিকতা থেকে আর বের হতে পারতেছে না। কারণ যত অপরাধ করি কোন সমস্যা নেই। আল্লাহর নিকট ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবে। সুতরাং অপরাধ করতে থাকি। আলহামদুলিল্লাহ্
আসসালামু আলাইকুম ভাই আমি চাই আপনি ঐ সকল বাবাদের নিয়ে একটি ভিডিও করেন যারা মেয়ে সন্তান হবার পরে ইস্ত্রীর ওতে যে গুরুত্ব ও সহানুভূতি দেখানো দরকার তা না দেখিয়ে উল্টো স্ত্রীকে ছোট করা এবং নানান দোষ ত্রুটি খুঁজে বের করে এবং তারা মনে করে তখন ওই মেয়ে সন্তান তাই সবকিছু কিন্তু তার স্ত্রী তখন মূল্যহীন হয়ে পড়ে আমি চাই এই ধরনের মানসিকতা যে মানুষগুলো আছে বা বিশেষ করে বাবাদের এই মানসিকতা পরিবর্তন কিভাবে আনা যায় তা নিয়ে দয়া করে যদি একটি ভিডিও বানাতেন খুব উপকৃত হতাম.
ওয়াজের আলেমগণ সুরে ছন্দে না বলে ইয়াহিয়া আমিন মহোদয়ের মতো বক্তৃতা উপস্থাপন করতো তাহল বক্তার কথা অধিকাংশ শ্রোতা বুঝতে পারতো। সজল রোশন ও নোমান আলী খান অন্যতম ভাল বক্তা।
Alhamdulilha 🤲🌆 al_koran give with my heart 💔🌨️🌨️😢 😊 so that a kind of feel the peace 🤲I love too much with my god_! because,, Islam her every one honesty 🤲 personality 😢 sincerity 🌆 always try to keep the dignity both us faith, Subhanallha 🤲 Amin,I love ishuf, julekha 🌆🌧️🌧️🌧️😊
Assalamu Alikum. I am really love to watch all of your videos. I just wanted to know, do you think if a person didn't talk several days with his wife and his child for a family issue....is that supported by Islam? Eventhough he is offered namaj in five times and never miss the fazr namaj and always try to speak truth . Could you please answer this question with the examples so that he can realized what our Islam is. Thank you.
খারাপ কোন কিছু শুনলে ঐ বিষয়টা আর ভুলতে পারিনা।যার ফলে পড়াশুনোয় মনোযোগ দিতে পারি না।প্লিজ একটু বলবেন কিভাবে সব কিছু ইগনোর করে নিজের কাজে মনোযোগ দেওয়া যায়?? প্লিজ ভাইয়া।
Jodi kew apnar sate onek onnay kore takeo ki koma kora uchit? Ei onnay sojjo kora ki uchit? Karon onnay j kore r onnay j sojjo kore dujon e soman oporadi
আমার Ocd গত 7 8 বছর ধরে ওষুধ ও খাচ্ছি 7 8 বছর ধরে কিন্তু কোনো কিছু করে ও শান্তি পায়না ধৈর্য্য ও নেই। সবকিছুতেই আমি hopeless কোরআন অনুযায়ী আমি কি করতে পারি। concertain নাই আমি কি করবো
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুরআন অনুবাদ ও অর্থ পড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। কুরআন আল্লাহর কিতাব এবং ভগ্ন হৃদয়ের জন্য। কুরআনই সব কিছুর একমাত্র সমাধান। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাকে বিভিন্ন বিষয় যেমন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আপনাকে পথ দেখাতে চান তাই আপনি দুঃখ বোধ করছেন। আমরা যদি জানি বা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। আমাদের জন্য সুসংবাদ, আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কুরআনে বলেছেন: "যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই যাদের মন্দ কাজগুলোকে আল্লাহ সৎকাজে পরিবর্তিত করবেন। কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। করুণাময়।" [সূরা 25, আয়াত 70]। ভাল কাজটি উপাসনা, আনুগত্য এবং বাধ্যবাধকতাগুলির মধ্যে প্রতিনিধিত্ব করে যা আল্লাহ তাঁর বান্দাদেরকে করতে আদেশ করেছেন এবং পৃথিবীতে তাদের সৃষ্টি ও অস্তিত্বের কারণও প্রতিনিধিত্ব করে। সর্বশক্তিমান বলেছেন: {সুতরাং যে তার প্রভুর সাথে সাক্ষাতের আশা করে - সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরীক না করে।}, [কুরআন: সূরা 18, আয়াত 110] আল্লাহ কুরআনে বলেনঃ "আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেননি বা আপনাকে ঘৃণা করেননি। এবং প্রকৃতপক্ষে পরকাল আপনার জন্য বর্তমানের চেয়ে উত্তম। এবং অবশ্যই, আপনার পালনকর্তা আপনাকে এমন দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন।" {কুরআন, ৯৩:৩-৫} জীবনে যখন কোন সমস্যা আসে তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের এমন কোন বোঝা দেন না যা আমরা বহন করতে পারি না। এছাড়াও আমাদের জানতে হবে যে জীবন একটি পরীক্ষা তাই আমাদের ধৈর্য এবং প্রার্থনার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের সব বিষয়ে ইতিবাচক চিন্তা করা উচিত কারণ আমাদের কাজ হবে নিয়তের উপর ভিত্তি করে এবং আল্লাহ আমাদের বিচার করবেন আমাদের নিয়তের উপর। আমরা যদি বিনা শাস্তিতে জান্নাতে যেতে চাই তাহলে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান তাই আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আল্লাহ জানতে চান প্রকৃত মুমিন কারা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া জলজালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর রহিম, আমাদের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের হেদায়েত করুন, আমাদের স্বাস্থ্য, সুন্দর জীবন এবং ধৈর্য দান করুন। আমীন
Assalamu' Alaikum sir, If my husband abuses me in front of relatives (his sisters, his uncle) and even outside of home ( rickshaw pollar, or Infront of other people) what should I do in that case!!
When you deal with evil, what you do? You can't stop the evilness of a human being!!??? They are ready to destroy you. Please listen to Nowman Ali's speech about how to deal with evils
রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না। তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না। তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।
মাসাল্লাহ
কথাগুলি সুন্দর বলেছেন আপনি।
ভাই কথাগুলো খুব ভালো লাগলো 🙂🙂❤️
Mashallah, Kotha gulu valo laglo. ❤
আমি প্রতিনীয়ত এই গুন গুলা রপ্ত করার চেস্টা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।
মন থেকে শ্রদ্ধাবোধ বেড়ে যায় আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ভাইয়া ❤
আপনি অনেক ভালো করে প্রতিটা বিষয় explain করেন যেটার জন্যই আপনার ভিডিও দেখি ❤
আমি আজ ৯ বছর ধরে ক্ষমা করে আসছি।বিনিময়ে আঘাত আর আঘাত ই পাই।মানুষ টা কোনো দিন ই নিজের ভুল গুলো বুঝতে ই পারলো না।আমি ক্লান্ত হয়ে গেছি আর সহ্য করতে পারছি না।
❤❤
আমার সেইম অবস্থা। ১২ বছর যাবৎ ক্ষমা করেই আসতেছি। হাতেনাতে ধরলে প্রথমে মারপিট করে কিছুক্ষণ পরে এসে মাফ চায় আর এমনটা করবে না। তারপরও পরকীয়া করেই যাচ্ছে। দুটো বাচ্চার জন্য সংসার ছাড়তে পারছি না
@@hacanmatrbor1056 আপনার শামি যেমন, ঠিক তেমন আমার স্ত্রী, এই বয়সে আর পারছি না!!
শুরু থেকেই ক্ষমা করে আসছি. এখনো করছি শুধু বাচ্চা গুলোর জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ.আগে থেকে অনেক পরিবর্তন আসছে ধীরে ধীরে সংসারও সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।
মহান রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ।
আমীন
Amin
Amin
100% রাইট বলেছেন ভাইয়া❤❤❤
মাশাআল্লাহ আপনার কথা শুনে আমার খুব উপকার হইতেছে। আলহামদুলিলাহ।
আসসালামু আলাইকুম, স্যার। আপনি কখনো কল্পনাও করতে পারবেন নাহ আমার কতটা সাহায্য হইসে আপনার দেওয়া শিক্ষার কারণে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।❤
__"- 'তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে..!🙂🌸
__হযরত আলী (রাঃ)🤍🌻
আমার স্বামী 😢 তাকে কীভাবে এরিয়ে চলব😢
So beautiful discussion
I can't hold crying when listening your speech. Allah forgive me. I always feel how will ask forgiveness to Allah. Once my ex husband got married his 2nd wife when I was 5 month's pregnant. 10 years later his 2nd wife asked forgiveness first I thought I can't forgive her anymore but I did. And believe me I felt peace in my heart. I forgave all of them who gave me lots of pain. I hope and wish Allah also forgive me one day. Ameen, Thank you so much Yahia sir I get lots of hope to ask and pray for forgiveness to Allah Rabbul Alamin.
A real brave woman...!
Amin
You have done a wonderful job. You have a golden heart. May Allah bless you.
ma sha ALLAH you are a powerful believer
Alhamdulillah. you,ve done a great job.
আলহামদুলিল্লাহ
thank you very much sir
কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনলাম খুব ভালো লাগলো আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন আমিন
আমি তো আপনার এতো সুন্দর কথা সোস্যাল মিডিয়ার মাধ্যমে ই জানতে পারলাম।
আপনার সাথে সরাসরি দেখা করে কাউন্সিলিং নেওয়ার খুব ইচ্ছা ভাই। আল্লাহ তায়ালা আপনাকে হায়াত দারাছ করুক। প্রত্যেকটা বিষয় এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤️
ভাই আল্লাহ আপনাকে করুন
আল্লাহর জন্য অপনাকে ভালোবাসি❤❤❤
একটা অসাধারণ এবং প্রতিটি মানুষের জন্য জরুরী একটা লেসন
So God for soslim
আসসালামু আলাইকুম, ভাই আপনার কথাগুলে এতসুন্দর।চেষ্টা করি মেজাজ কন্ট্রোল করতে,কিন্তু মন ভেঙ্গে যায়।এতকষ্ট করার পরে যখন আপনজন বেইমানী করে।আল্লাহ যেন ধৈর্য দান করেন।দোয়া করবেন।
আমিন ভাইয়ের সাথে একমত এই মোবাইল সবচাইতে বড় বাঁধা 😢😢
আপনার কথাগুলো খুবই মনোগ্রাহী
Zazakillahu Khairaan Bhai
Allah SWT loves who forgives others ❤️
Ameen ❤
জাজাকাল্লাহ খাইরান
Very informative and helpful
Allah Hafiz, may god bless you forever!!!
অপেক্ষায় ছিলাম
ফোন যে সবসময় খারাপ তা নয়। আজই সকালে ফোনটা হাতে নিয়েই ইয়াহিয়া সাহেবের একটি ভিডিও দেখলাম। যেখানে সূরাহ মারিয়ামের প্রথম দিকের আয়াত গুলির তফসির শুনে আমার মনে নতুন ভাবনার শুরু হয়েছে।
আল্লাহ আকবর
Jajakallahoo khayran. I love you much more.
Alhamdulillah আপনার বক্তব্যগুলো কোরআন হাদিস দিয়ে অনেক ভালো লাগছে জাযাকাল্লাহ খাইরান
ধন্যবাদ ভাইযা আপনাকে। ইসলামিক ভিডিও বানানোর জন্য।
Alhamdulla
ইয়াহিয়া আমিন ভাইয়াকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ❤
খুব সুন্দর সুন্দর
Excellent discussion❤
Alhamdulilah
আলহামদুলিল্লাহ
আমিন
this series has made my ramadan very special
একদম সত্যি বলেছেন
সুবহানাল্লাহ্ ❤। মাশাআল্লাহ ্ । এই চ্যানেলটিতে প্রথমবার অনাকাঙ্ক্ষিত ভাবে স্ক্রল করতে করতে সূরা দ্বোহার তাফসিরটা শুনি। সেদিন থেকে ই আমি Yeahia Amin 😍
Good realization great suggestion
❤❤❤ 🤲
মাশাআল্লাহ
" আল্লাহকে হারিয়ে, আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি অর্জন করেন! আল্লাহর কসম, আপনি নি:স্ব।
আর আল্লাহকে পেয়ে যদি আপনি চাটাই এর বিছানাতেও ঘুমান, তবে খোদার কসম আপনি গোটা পৃথিবীর বাদশাহ।"
~ মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ
আল্লাহ আমি আপনাকে ভালবাসি
সুবহানাল্লাহ
আল্লাহ এবং নবী রাসূলগনের ক্ষমার দৃষ্টান্ত দেখে আমি ও তাদের মতো ক্ষমাশীল ব্যাক্তি হতে চাই........ কিন্তু বিপত্তি টা তখন হয় যখন দেখি কেউ অামাকে কষ্ট দিল আমি তা ভুলে তাকে ক্ষমা করলাম আবার কষ্ট দিল আবারও ক্ষমা করলাম এভাবে কয়েকবার ক্ষমা করলাম সব ভুলে গেলাম অথচ দিনশেষে দেখি যে অামি এতবার ছাড় দেওয়া সত্ত্বেও সে আমাকে কষ্ট দেওয়া হতে একবারের জন্যও বিরত হলো না অর্থাৎ সে তার জায়গায় অটল থাকলো........ তখন মনে হয় সবচেয়ে বড় ভুল করেছি তাকে বারবার ক্ষমা করে...... তাকে বার বার ছাড় দিয়ে নিজের ওপরই জুলুম করেছি তখন এমন মনে হয় এবং কাউকে ক্ষমা করতে আর ইচ্ছে করে না 😊
Ma shaa Allah beautifull beautifull lecture brother.. barakallah you n your family
In Sha Allah. I will try this amol
আল্লাহ আমাকে সহ সকল মুসলিম উম্মাহ কে মাফ করে দিন ।
1st comment ❤
Thank you ❤
Thanks
Beautiful reminder !! love the Ramadan series every video has very deep meaning really appreciate for all your videos
May Allah give you tremendous reward and jaza for this May Allah accept all the good deeds you are doing
Ameen
Many respect from UK
Excellent advice and video Sir. ..💐💞👍
Amen
আমিন 🤲
রমজানের মাসের উছিলায় সমস্ত মুসলিম ভাই বোনকে আল্লাহ পাক মাফ করে দিন😢😢🤲🤲
আমিন
Ameen
Alhamdulillah
জাজাকাল্লাহু খয়রন
জাযাকাল্লাহ খাইর 🤲🤲🤲🤲আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন।
গতবছর আমার বড় আপু ফ্রাংকফুর্ট থেকে আমি চট্টগ্রাম হতে পিউরিফাই কোর্স করে ছিলাম একই পাসওয়ার্ড দিয়ে।আমাদের দৃষ্টিভঙ্গি ৩৬০°ঘুরে গেলো।কিভাবে পার্থিব স্বার্থ চরিতার্থ করা হতেও পরকালের উপর আস্থা রেখে সস্তি পাওয়া যায়,ভোগবাদী মানসিকতা হতে বের হওয়া যায় আবার ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়ে উচ্ছ্বাসী হওয়া যায় তাও শিখেছি।আল্লাহ যেন ইয়াহিয়া আমিন ভাইয়কে নেক হায়াত দেন আর দুনিয়া আখিরাতের সকল সুখ ও সম্মৃদ্ধি দান করেন। আমিন🤲🤲🤲🤲
১৪ বছর ধরে জলছি.... শুধু ১৯/২০ হইলেই কোন কথা নাই... কারন এদের ক্ষমা করলে, এরা আবার মানুষ এর উপর যুলুম করবে...
আমি কাউকে ক্ষমা করি না আমি জাস্ট ভুলে যাই । ক্ষমা একটা certain level পর্যন্ত করা যায়, তারপর না । কিন্তু ভুলে যাওয়া সম্ভব । কাজেই ভুলে গেলেই তো হয় । ভুলে গেলেই আর ক্ষমার প্রশ্ন আসেনা । কাজেই ভুলে গিয়ে আগে বারাই উত্তম । আর আল্লাহর সাথে আমাদের তুলনা হয় না । উনি আল্লাহ । উনার হিসাব আলাদা । উনি ক্ষমা করলেই আমাদেরকেও করতে হবে নাকি ।
ভাই কাউকে ক্ষমা করা যে কতোটা কঠিন তা শুধু যে ক্ষমা করতে যায় সে জানে।কারণ যে অসম্ভব রকমের কষ্ট পায় সে জায়গায় থেকে ক্ষমা করাটা তার জন্য অনেক কঠিন।ভাই আমি কাউকে ক্ষমা করেছি মন থেকেই বলছি কিন্তু যখন সেই আঘাতের কথা মনে হয় তখন অনেক কষ্ট হয় এবং অনেক কান্না আসে। এখন আমার ক্ষমা করা কি হইছে কিভাবে বুঝবো?যদি ক্ষমা হয়। তাহলে সেই জিনিস গুলো মনে হলে কষ্ট হয় কেনো?
ইসলাম এত বেশি ক্ষমার সংবাদ শুনিয়েছে যে মুসলিম বিশ্ব অপরাধ প্রবণ মানসিকতা থেকে আর বের হতে পারতেছে না। কারণ যত অপরাধ করি কোন সমস্যা নেই। আল্লাহর নিকট ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবে। সুতরাং অপরাধ করতে থাকি। আলহামদুলিল্লাহ্
অনেক ভালো লাগলো
আসসালামু আলাইকুম ভাই আমি চাই আপনি ঐ সকল বাবাদের নিয়ে একটি ভিডিও করেন যারা মেয়ে সন্তান হবার পরে ইস্ত্রীর ওতে যে গুরুত্ব ও সহানুভূতি দেখানো দরকার তা না দেখিয়ে উল্টো স্ত্রীকে ছোট করা এবং নানান দোষ ত্রুটি খুঁজে বের করে এবং তারা মনে করে তখন ওই মেয়ে সন্তান তাই সবকিছু কিন্তু তার স্ত্রী তখন মূল্যহীন হয়ে পড়ে আমি চাই এই ধরনের মানসিকতা যে মানুষগুলো আছে বা বিশেষ করে বাবাদের এই মানসিকতা পরিবর্তন কিভাবে আনা যায় তা নিয়ে দয়া করে যদি একটি ভিডিও বানাতেন খুব উপকৃত হতাম.
first view
Thank you 💕
ছাড় দিতে দিতে এমনও হয় যে সে আমার যায়গা দখল করে ফেলতে চায়, তখন তাকে কিভাবে ক্ষমা করব!
Masha'Allah 🤎
ক্ষমা করার পরও যদি কস্টের কথা মনে পরে!
ঠিক! তখন কি করবো ??
'তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে.?দুনিয়ার জীবনের ভোগ তো আখিরাতের তুলনায় খুবই নগণ্য।'
~ সূরা আত-তাওবাহ : ৩৮ 🌼🌿
👍
আমি অতি সহজে খমা করে দেই, এবংকি আমাদের পরিবারের সবাই এমন, তাহরে কেন আমার সাথে এমন হলো
❤❤❤❤❤
Duto baby hower ageo ja korto akhono tai kore sorry bolei shesh.abar tai korbe anek kharap behave 😢😢😢ar nite parsina.17 year
❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
আল্লাহর হক গুলো পালন না করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কিন্তু মানুষের গীবত, হক গুলোর কি হবে?
Allah khoma korte pare, kintu amra keno pari na.
স্বামীর ভাই বোন যদি আচরণ পরিবর্তন না করে, তবুও তাদের মাফ করে দিতে হবে?
ওয়াজের আলেমগণ সুরে ছন্দে না বলে ইয়াহিয়া আমিন মহোদয়ের মতো বক্তৃতা উপস্থাপন করতো তাহল বক্তার কথা অধিকাংশ শ্রোতা বুঝতে পারতো। সজল রোশন ও নোমান আলী খান অন্যতম ভাল বক্তা।
ছোট্ট শব্দ বিশাল তা।ৎপয।
As-salamu alaykum
সব সময় ব্যাপারগুলা এত সহজ না
Alhamdulilha 🤲🌆 al_koran give with my heart 💔🌨️🌨️😢 😊 so that a kind of feel the peace 🤲I love too much with my god_! because,, Islam her every one honesty 🤲 personality 😢 sincerity 🌆 always try to keep the dignity both us faith, Subhanallha 🤲 Amin,I love ishuf, julekha 🌆🌧️🌧️🌧️😊
Assalamu Alikum. I am really love to watch all of your videos. I just wanted to know, do you think if a person didn't talk several days with his wife and his child for a family issue....is that supported by Islam? Eventhough he is offered namaj in five times and never miss the fazr namaj and always try to speak truth . Could you please answer this question with the examples so that he can realized what our Islam is. Thank you.
খারাপ কোন কিছু শুনলে ঐ বিষয়টা আর ভুলতে পারিনা।যার ফলে পড়াশুনোয় মনোযোগ দিতে পারি না।প্লিজ একটু বলবেন কিভাবে সব কিছু ইগনোর করে নিজের কাজে মনোযোগ দেওয়া যায়?? প্লিজ ভাইয়া।
❤❤❤
দুইদিন ধরে ওনার ভিডিওতে আমি কোন সাউণ্ড শুনতে পাই না।
অন্যগুলো ত ঠিক আছে। 😢
Sob video gulate including this video sound ok ase.replay koren
🤲
Jodi kew apnar sate onek onnay kore takeo ki koma kora uchit? Ei onnay sojjo kora ki uchit? Karon onnay j kore r onnay j sojjo kore dujon e soman oporadi
স্যার, আপনার সবকিছুই ভাল। কিন্তু আপনি ১০০০০ টাকা ভিজিট নেন কেন?
❤
আমার Ocd গত 7 8 বছর ধরে ওষুধ ও খাচ্ছি 7 8 বছর ধরে কিন্তু কোনো কিছু করে ও শান্তি পায়না ধৈর্য্য ও নেই। সবকিছুতেই আমি hopeless কোরআন অনুযায়ী আমি কি করতে পারি। concertain নাই আমি কি করবো
Sir এর সাথে যোগাযোগ করুন
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুরআন অনুবাদ ও অর্থ পড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। কুরআন আল্লাহর কিতাব এবং ভগ্ন হৃদয়ের জন্য। কুরআনই সব কিছুর একমাত্র সমাধান। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাকে বিভিন্ন বিষয় যেমন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আপনাকে পথ দেখাতে চান তাই আপনি দুঃখ বোধ করছেন। আমরা যদি জানি বা আল্লাহকে ভালোবাসি
আল্লাহ আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। আমাদের জন্য সুসংবাদ, আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কুরআনে বলেছেন: "যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই যাদের মন্দ কাজগুলোকে আল্লাহ সৎকাজে পরিবর্তিত করবেন। কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। করুণাময়।" [সূরা 25, আয়াত 70]। ভাল কাজটি উপাসনা, আনুগত্য এবং বাধ্যবাধকতাগুলির মধ্যে প্রতিনিধিত্ব করে যা আল্লাহ তাঁর বান্দাদেরকে করতে আদেশ করেছেন এবং পৃথিবীতে তাদের সৃষ্টি ও অস্তিত্বের কারণও প্রতিনিধিত্ব করে। সর্বশক্তিমান বলেছেন: {সুতরাং যে তার প্রভুর সাথে সাক্ষাতের আশা করে - সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরীক না করে।}, [কুরআন: সূরা 18, আয়াত 110]
আল্লাহ কুরআনে বলেনঃ
"আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেননি বা আপনাকে ঘৃণা করেননি। এবং প্রকৃতপক্ষে পরকাল আপনার জন্য বর্তমানের চেয়ে উত্তম। এবং অবশ্যই, আপনার পালনকর্তা আপনাকে এমন দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন।"
{কুরআন, ৯৩:৩-৫}
জীবনে যখন কোন সমস্যা আসে তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের এমন কোন বোঝা দেন না যা আমরা বহন করতে পারি না। এছাড়াও আমাদের জানতে হবে যে জীবন একটি পরীক্ষা তাই আমাদের ধৈর্য এবং প্রার্থনার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের সব বিষয়ে ইতিবাচক চিন্তা করা উচিত কারণ আমাদের কাজ হবে নিয়তের উপর ভিত্তি করে এবং আল্লাহ আমাদের বিচার করবেন আমাদের নিয়তের উপর। আমরা যদি বিনা শাস্তিতে জান্নাতে যেতে চাই তাহলে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান তাই আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আল্লাহ জানতে চান প্রকৃত মুমিন কারা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া জলজালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর রহিম, আমাদের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের হেদায়েত করুন, আমাদের স্বাস্থ্য, সুন্দর জীবন এবং ধৈর্য দান করুন। আমীন
রুকইয়াহ করতে পারেন, রুকইয়াহ বিডি নামে একটা গ্রুপ আছে, ইউটিউবেও একটা চ্যানেল আছে। এখন থেকে ওয়াসওয়াসার রুকইয়াহ করতে পারেন।
Assalamu' Alaikum sir,
If my husband abuses me in front of relatives (his sisters, his uncle) and even outside of home ( rickshaw pollar, or Infront of other people) what should I do in that case!!
J Amar life k akdom hell kore day tak o ki maf kore dibo ...j Karo life k akdom finish kore day
ভাই রাতে আমল করতে গেলে খুব ঘুম পায়। কি করবো please জানাবেন
Age ghumaben erpr fjorer 1/2 ghonta age utben
@@mahmudaakter2938na vai rat jagar Kotha bola hoica
@@md.mustafijurrahman9961 seta sob ceye best. Na parle rater ses trityangso hole sob ceye uttom
@@mahmudaakter2938 humm vai shata to protidin ar joonoo but . Ai rat a Sara rat
Apni surah kodor ar tasfir pora dakta paran
🙂
When you deal with evil, what you do?
You can't stop the evilness of a human being!!???
They are ready to destroy you.
Please listen to Nowman Ali's speech about how to deal with evils