O Akash Pradip Jwelo Na with lyrics | Hemanta Mukherjee| Kato Raginir Bhul Bhangate | Pulak Banerjee

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 358

  • @mmborhanuddin8522
    @mmborhanuddin8522 4 роки тому +29

    যেমন সুরকার তেমন গীতিকার শিল্পী ও সেই রকম 1978 সাল থেকে শুনে আসছি এখন ও সুনি,অসাধারন একটা গান কমেন্ট করে গেলাম হয়ত বাঁচব পা কমেন্টটা থাকবে

  • @pranabchowdhury6031
    @pranabchowdhury6031 2 роки тому +22

    হেমন্ত মুখোপাধ্যায় মানে এক অপূর্ব মধুময় কন্ঠের যাদু আমাদের সমস্ত কিছু ভুলিয়ে বিভোর করে রাখবে ।

  • @polinadhikari6368
    @polinadhikari6368 2 роки тому +42

    কি অসম্ভব সুন্দর একটা গান!!যেমন কথা,সুর আর গায়কী! মুগ্ধ মন!

  • @Arindam374
    @Arindam374 11 місяців тому +7

    হে মহান শিল্পী,, তোমার চরণে আমার শত কোটি প্রনাম 🙏🏿🙏🏿🌺🌺

  • @nirmalchakraborty130
    @nirmalchakraborty130 Рік тому +6

    একেই বলে কালজয়ী গান। অসাধারণ

  • @rafiqtusher8478
    @rafiqtusher8478 4 роки тому +45

    জীবনে কতবার যে গানটা শুনেছি সে হিসাব কোনদনিই মেলাতে পারবোনা। শ্রদ্ধা ভরা মনে স্মরণ করছি শ্রদ্ধেয় মানুষ হেমন্ত মুখার্জীকে।

    • @popymondal2267
      @popymondal2267 2 роки тому +1

      Tdr konodin hindu dr sroddha dita jnis nh.. Jodi jntis tahola hindu dr mondir, protima vngtis nh..

    • @usecoderameenz9241
      @usecoderameenz9241 Рік тому

      @@popymondal2267 l

  • @parthasaradar8128
    @parthasaradar8128 4 роки тому +15

    অহহ আহা প্রান জুড়িয়ে যায়,,, আপনার আর কে আছে গুরু

  • @durjoy2329
    @durjoy2329 4 роки тому +69

    আসলে যারা সংগীত ভালবাসে, মনদিয়ে তা শোনে, তারা কি কখনো মন্দ মানুষ হতে পারে? যে গুনি শিল্পীরা আজ বেঁচে নেই এবং যারা আজও বেঁচে আছেন তাদের সকলের পক্ষ থেকে আমার আহবানঃ আমরা যেনো সংগীতের মতোই মানুষকেও ভালবাসতে পারি। সকলে সকলের বিপদে এগিযে আসতে পারি। জাতি, ধর্ম, বর্ন ও গোত্র নিয়ে যেন বিবাদে জড়িয়ে না পড়ি। কারণ মন্দ ও উগ্রপন্থি ধর্মান্ধ মানুষদের জন্য সংগীত নয়। ধন্যবাদ

    • @sudarshanmahato7060
      @sudarshanmahato7060 2 роки тому +1

      Right.

    • @biswajitbiswas3529
      @biswajitbiswas3529 Рік тому +1

      এই গান ইসলাম ধর্মে চলে না, তাহলে বুঝেন কেমন ধর্ম।

    • @kazihossain2270
      @kazihossain2270 10 місяців тому

      I agreed with you Mr Durjoy, very well said.

    • @brahmbandyopadhyay
      @brahmbandyopadhyay 7 місяців тому

      বাঃ। ভালো লিখেছেন

  • @bijoyeshneogi6983
    @bijoyeshneogi6983 2 роки тому +5

    এ সৃষ্টি একবারই হয়েছে, মন প্রাণ ভরিয়ে দিয়ে যাচ্ছে দিনের পর দিন, প্রায় প্রতিদিন একবার করে শুনি।

  • @abbasuddinsyed3401
    @abbasuddinsyed3401 3 роки тому +22

    যতবার শুনি তবু মন ভরে না,বার বার শুনতে ইচ্ছা করে

  • @chondrimahassan7879
    @chondrimahassan7879 3 роки тому +23

    আহ হা এই গান শুনে শুনেইতো বড় হয়েছি ❤️❤️❤️❤️❤️

    • @msstudio632
      @msstudio632 3 роки тому +1

      হুম

    • @asrafalimondalyihvdfjko7603
      @asrafalimondalyihvdfjko7603 2 роки тому +1

      Ahhha,yes

    • @abdulsalamsunny8873
      @abdulsalamsunny8873 2 роки тому +1

      চলেন আবার অতীতে ফিরে যাই

    • @md.safayetullah3365
      @md.safayetullah3365 2 роки тому

      এ গান কখনও পুরানো হয় না।

    • @prodippaul7696
      @prodippaul7696 2 роки тому

      ও আকাশ প্রদিপ জ্বেলোনা যদি উত্তমকুমারের লিপ আর সঙে সুচিত্রা সেন থাকতো হেমন্ত মুখোপাধ্যায়ের গানের তুলনা চলেনা

  • @shamimaakter2120
    @shamimaakter2120 3 роки тому +23

    আহা কি মধুর এই গান,এই গান শুনতে শুনতে বড় হয়েছি।এই গান এখনো আবেদন সৃষ্টি করে 💖😍🌹🇧🇩

    • @msstudio632
      @msstudio632 3 роки тому +2

      অসাধারণ গান। এই দরদ এখনকার গানে পাওয়া যায় না।

  • @swapanmondal4389
    @swapanmondal4389 3 роки тому +22

    অপূর্ব অপূর্ব।এই গানের সাথে এখনকার মডেল বেমানান। 🙏🙏🙏

    • @debipratihar9446
      @debipratihar9446 3 роки тому

      অপূর্ব গান 👍👍👍👍

    • @shahedIqbalshakil
      @shahedIqbalshakil 3 роки тому

      অামিও একথা বলতে এসেছিলাম।

    • @dhananjoymukharjee5275
      @dhananjoymukharjee5275 2 роки тому

      এখপ কার গান গুলো আবার গান নাকি?

    • @brahmbandyopadhyay
      @brahmbandyopadhyay Місяць тому

      ​@@dhananjoymukharjee5275"এখপ"??

  • @rathinchakraborty1960
    @rathinchakraborty1960 4 роки тому +21

    চির আবেদনময়,চির নতুন! সবসময় ভালো লাগার গান। আহ্ কি মধুর

  • @sohaghasan7284
    @sohaghasan7284 10 місяців тому +1

    আমি জখন ছোট তখন থেকে এই গানটি শুনেছিলাম। গটনা হল আজও এই গানের মায়াটা ছারতে পারলাম না।জানি না কি আছে এই গানটির মাজে।গানটি শুনলে হইতো কিছুক্ষণের জন্য কোথাই জেন হারিয়ে জাই।😢😢😢😢😢😊

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 роки тому +12

    যতো শুনি তারপরও শুনার সাধ জাগে!
    হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕

  • @kaziaynalhaque1697
    @kaziaynalhaque1697 2 роки тому +8

    এই গানটাই তো এতক্ষন খুঁজছিলাম,অবার ও মনটা ভালো হয়ে গেলো, আহ্ পৃথিবীটা কত সুন্দর, সকলেই ভালো থাকুন।

  • @santanusen358
    @santanusen358 2 роки тому +15

    কেমন মায়াবী কথা, মায়াবী সুর, মায়াবী কণ্ঠ; কেমন ঘোর লেগে যায়!

  • @supriyasanyal3020
    @supriyasanyal3020 2 роки тому +1

    Ki guru gomvir konthho... Ahaaaa. Mon ta jeno ek otvut shanti te vore gelo

  • @rashedahsan4554
    @rashedahsan4554 4 роки тому +50

    অপূর্ব গান।
    এই গানের সাথে এসব মডেল বেমানান।

    • @শ্রীম
      @শ্রীম 4 роки тому

      একদম ঠিক বলেছেন।

    • @kakalichattopadhyay3844
      @kakalichattopadhyay3844 4 роки тому +1

      Khub sotti... Ruchihin hoejache manus.

    • @nilkanthapakhi
      @nilkanthapakhi 3 роки тому +2

      প্রিয়া লজ্জ্বা পেতে পারে।
      আমরা লজ্জ্বা পাচ্ছি। আমাদের রুচি কোথায় এসে ঠেকেছে।

    • @itidas8135
      @itidas8135 3 роки тому

      Absolutely right

  • @zahidurrahim6001
    @zahidurrahim6001 2 роки тому +19

    একটা গান এর বেশি আর কত আনন্দ দিতে পারে? হেমন্ত, গৌরীপ্রসন্ন, পুলক বাবু - এর চেয়ে সুন্দর কম্বিনেশন আর কিবা হতে পারে

    • @pradipghosh6144
      @pradipghosh6144 2 роки тому +1

      গৌরী কি গান লিখে গেছেন। অসাধারন বললেও কম বলা হবে। হেমন্ত পুলক জোড় তো আছেই।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Рік тому

      এর বাইরে আর কিছু বলে আমার মনে হয় না

    • @supriyasanyal3020
      @supriyasanyal3020 11 місяців тому +1

      Sotti...ei shilpira amar shilpi...era ajo beche achhe amader ridoye

  • @EREN---JAEGER-337
    @EREN---JAEGER-337 2 роки тому +6

    21+ boyos amar, Age bapi ei gaan sunto tokhon bhalo lagtona, kintu ekhon joto din jachhe toto jeno akristo hochhi egulor proti, kan mon hridoy, sob kichutei shantir ekta prolep lagiye jaai esob gan....osadhaon

  • @dr.jnanankurghosh9707
    @dr.jnanankurghosh9707 3 роки тому +6

    আজ এবং আগামীকাল, নিত্য নতুন অসাধারণ এবং অবর্ণনীয় গান যা আমার হৃদয়কে আলোকিত করে। কেনো আজ এমন সৃষ্টি হয় না

  • @rathin48
    @rathin48 2 роки тому +15

    আমাদের গর্বের হেমন্ত,,আপামর বাঙালির গর্বের হেমন্ত মুখোপাধ্যায়,,মনপ্রাণ ভরে যায়

  • @polinadhikari6368
    @polinadhikari6368 3 місяці тому

    আহা!!কি সুন্দর কথা,সুর ও গায়কী❤ সেই কিশোরী বেলা থেকে এই প্রবীণ বয়স পর্যন্ত, ভালবেসে আসছি।

  • @bkghosh
    @bkghosh 2 роки тому +7

    অনবদ্য, অতুলনীয় কন্ঠমাধুরী। চিরকালীন আবেদন।

  • @polinadhikari6368
    @polinadhikari6368 2 роки тому +7

    কালজয়ী গানগুলো জীবন পূর্ণ করে দিয়েছে! প্রাণ মন আনন্দিত হয়।কন্ঠ মাধুর্যে মুগ্ধ হই।

  • @dipto.mazumder
    @dipto.mazumder 3 роки тому +5

    আহা হৃদয় মাঝে, সুরের খেয়া ভাষায়।

  • @antonypanuelsarkar1248
    @antonypanuelsarkar1248 4 роки тому +27

    Hats off to Pulak Banopadhya for Lyrics and Hemanta Mukhopadhya for Tune....

    • @trinanayak9996
      @trinanayak9996 2 роки тому

      @Arun Bera v

    • @snehasismajumdar1237
      @snehasismajumdar1237 2 роки тому

      গানটি শুনলে মনটা কেমন উদাস হয়ে যায় আর শুরটা দীর্ঘ ক্ষন মনের মধ্যে গুনগুনিয়ে চলে।

  • @jahidulalamshamim908
    @jahidulalamshamim908 Рік тому +2

    আহা কি শুনছি💖 যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই💖💖💖💖💖💖

  • @pinkimukherjee7156
    @pinkimukherjee7156 3 роки тому +9

    সর্নালী কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের।

  • @mallickbagan1405
    @mallickbagan1405 5 місяців тому +1

    আজথেকে 60 বছর আগে থেকেই শুনে চলেছি, মরার দিন পর্যন্ত শুনে যাবো, আমি মরে যাবো কিন্তু পৃথিবীর মানুষ শুনতেই থাকবে, কোনো দিন পুরানো হবে না ।

  • @tanjinaafrozekeya8471
    @tanjinaafrozekeya8471 3 роки тому +21

    হেমন্ত মুখোপাধ্যায়! আপনি এ কি ভালোবাসা ঢেলে গেয়েছেন!

  • @Literarymind555
    @Literarymind555 3 роки тому +13

    কোনোদিন পুরোনো হবে না👍

  • @bishwamvarmondal4395
    @bishwamvarmondal4395 2 роки тому +2

    আহা...কি কথা! কি সুর! কি গায়কী!! ❤️❤️

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 роки тому +4

    এইসব গান চোখ বন্ধ করে শুধু অনুভব করে যেতে হয়। প্রনাম জানাই প্রিয় শিল্পীকে ।

  • @_An_Indian
    @_An_Indian 8 місяців тому

    অন্তত ৫০ বছর আগে সুর দেওয়া এই গান,,,,,,যেমন কথা, তেমন কণ্ঠস্বর। এ যেন চিরনতুন সৃষ্টি। বাঙালির বড় গর্বের জায়গা

  • @ArindamGayen664
    @ArindamGayen664 4 місяці тому +1

    এই গান গুলি শুনলে আলাদা রকম শান্তি পাওয়া যায় 😌💖🥰

  • @soumendusanyal7122
    @soumendusanyal7122 Рік тому

    যখন শুনি, তখন মনে হয় গানটা এতো ছোট কেন। এটা যদি সারাটা দিন ধরে বাজতো, কি ভালই না হতো। আজ পর্যন্ত কতো বার যে শুনেছি নিজেই মনে করতে পারি না। অথচ প্রত্যেকবারই মনে হয় প্রথমবার শুনছি। আর, জানিনা কেন, প্রত্যেকবারই চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে। সত্যিই জানিনা কেন।

  • @SUBRATASAHA-vj5pq
    @SUBRATASAHA-vj5pq 4 роки тому +6

    মন ভরে গেলো। অসাধারণ সুন্দর

  • @palashmukherjee4381
    @palashmukherjee4381 2 роки тому +6

    Bhagwan guychen.Ei rakam gala konodin hobena.

  • @md.shafiqurrahman1198
    @md.shafiqurrahman1198 4 роки тому +25

    Wonderful song. Old is gold.

  • @PradipTrivedi
    @PradipTrivedi 4 роки тому +14

    Melifulous, enchanting and mesmerizing!! By the legend Hemantda! Thank you. Pradip Trivedi.

  • @antardasanurag3794
    @antardasanurag3794 2 роки тому +2

    আহা! এ যেন শুধু গান নয় শুধা ও। যখনই শুনি মনে হয় অমৃত পান করছি। শতকোটি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম হে গুনী আপনাদের চরণে। 🙏🙏🙏

  • @manojkumardas7553
    @manojkumardas7553 4 роки тому +54

    উৎকর্ষতার চরম শিখরে পৌঁছে এ গান

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 3 роки тому +3

      আমার মনের কথা

    • @utpaldas3344
      @utpaldas3344 3 роки тому +1

      Akdom think

    • @aliakbor2094
      @aliakbor2094 3 роки тому +1

      @@utpaldas3344 ললললললললংললললললংলললললললললললললংলললললললললং

    • @aliakbor2094
      @aliakbor2094 3 роки тому

      @@utpaldas3344 লংং

    • @mahfuzniloy9674
      @mahfuzniloy9674 2 роки тому

      একদম ঠিক বলেছেন।

  • @chiranjitbhadra1822
    @chiranjitbhadra1822 3 роки тому +6

    ভালোলাগার আাবেশে মন কোথায় যেনো
    হারিয়ে যায়।

  • @chiranjitbhadra9980
    @chiranjitbhadra9980 2 роки тому +2

    হেমন্ত বাবুর চিরআবেদনময়ী এ গান যেনো ভালোবাসার দিকনির্দেশনার এক উপাখ্যান।

  • @MdRony-gl2jr
    @MdRony-gl2jr 2 роки тому +11

    এমন মায়াবী কন্ঠ আবেগে অনুভবে মন ছুঁয়ে যায় ❤️💛

  • @ridwanurrahman2944
    @ridwanurrahman2944 2 роки тому +1

    কি গান ! কি গান ! কি সুর । মনটা ভরে গেল যতশুনি তত ভাল লাগে ।

  • @mdemdadhossain3800
    @mdemdadhossain3800 Рік тому +3

    মনকাড়া রিদয় ছোঁয়া গান সেই শিশুকাল থেকে আজ ৭০ বছর বয়সেও শুনছি আর মন ভরে না কেনো জানিনা

  • @somabanerjee115
    @somabanerjee115 5 років тому +6

    Aha ki shanto snigdho konthoswar ....pronam shilpike 🙏💟

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 3 роки тому +4

    আহা! কী মধুর স্মৃতি...

  • @DeabrataBhattacharjeeDeabrataB
    @DeabrataBhattacharjeeDeabrataB 2 місяці тому

    যতবার শুনি কিন্তু মনভরে না ❤। আমার জীবনে কত বার শুনেছে মনে তা মনে নাই ।

  • @fnf4185
    @fnf4185 5 місяців тому

    অসাধারণ 🎉❤❤❤🎉❤❤❤❤🎉🎉

  • @19SR-Topper-Southkeranig-es9gz
    @19SR-Topper-Southkeranig-es9gz 3 місяці тому

    সেই দিনের গান গুলো এতো হৃদয় ছোঁয়া।
    এখন কেন সেরকম গান আবিস্কার হয়না।

  • @simplelifestyle0074
    @simplelifestyle0074 2 роки тому +2

    1st in life listening

  • @ranadhirmajumdar5367
    @ranadhirmajumdar5367 Рік тому

    VIsuals অত্তন্ত বেমানান। এত সুন্দর কালজয়ী গানের সাথে এই visuals ভাবা যায়না।

  • @swapankuila6693
    @swapankuila6693 2 роки тому +3

    হেমন্ত বাবুকে আশির দশকে university institute হলে live দেখেছিলাম.... খুব মনে পড়ছে

  • @dilipsarkar7886
    @dilipsarkar7886 2 роки тому +2

    এক কথায় অসাধারণ

  • @stusharahmed6236
    @stusharahmed6236 Рік тому +1

    হিংস্র সময় সব কিছুই কেড়ে নিয়ে জায় কিন্তু এই মাস্টারপিচ কালজয়ী গান অমরত্বের স্বাক্ষর রেখে জায়!!

  • @parimalmaity723
    @parimalmaity723 2 роки тому +8

    This song is so beautiful that in 1972 I sang in a train in USSR my Russian friends were delighted .

  • @KartickPrasad-iz6wi
    @KartickPrasad-iz6wi 3 місяці тому

    বার বার শুনলেও পুরোনো মনে হয় না। অনবদ্য।

  • @pranabchowdhury6031
    @pranabchowdhury6031 7 місяців тому

    আমি ভাবি মানুষের কন্ঠ এতো মধুর কি করে হয়। গানের কথাগুলো মন ছুঁয়ে যায়।

  • @juliandcruze8878
    @juliandcruze8878 Рік тому +1

    আমার খুব প্রিয় এবং পছন্দের গান। কতো শুনেছি তার হিসেব নাই। যতই শুনি মন ভরে না। ❤

  • @anughosh8431
    @anughosh8431 Рік тому +1

    কিশোর বেলাকে আবার মনকে ফিরিয়ে দিল এই গানটি

  • @bijaybhowmik3351
    @bijaybhowmik3351 2 роки тому

    Mon chuye jhowa ekta gan🥰

  • @sahadevacharjee
    @sahadevacharjee 3 роки тому +106

    ও আকাশ প্রদীপ জেলো না।" আমার সবচেযে পছন্দের গান | ২০২৩ এর জন্য কমেন্ট রেখে গেলাম ৷ কেকে ২০২১ এ শুনেছেন লাইক করুন

    • @amaldas6559
      @amaldas6559 3 роки тому +2

      I have been listening this song since my boyhood. I still am amused to listen this song at my nearly eighty year old age.

    • @duttadebjyoti
      @duttadebjyoti 2 роки тому

      i am also with you.

    • @prodippaul7696
      @prodippaul7696 2 роки тому

      ও আকাশ প্রদিপ জ্বেলোনা যদি উত্তমকুমারের লিপ আর সঙে সুচিত্রা সেন থাকতো হেমন্ত মুখোপাধ্যায়ের গানের তুলনা চলেনা

    • @tandraacharjee720
      @tandraacharjee720 Рік тому

      Ami roj akbar sunbo sunboi ai ganta

    • @fahmidsakib2508
      @fahmidsakib2508 Рік тому

      In my childhood im lessening the song.

  • @aratichowdhury9299
    @aratichowdhury9299 3 роки тому +4

    Khub sundor gan

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 2 роки тому +1

    My favourite song.Thanks

  • @bkghosh
    @bkghosh 3 роки тому +8

    Unique creation of universal appeal .

  • @suhitadaschoudhury1509
    @suhitadaschoudhury1509 2 роки тому +2

    অপূর্ব! অপূর্ব!💙💙

  • @polinadhikari6368
    @polinadhikari6368 2 роки тому +1

    পুরনো দিনের গানগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক ও মন মাতানো।

  • @subratachakrabarty8862
    @subratachakrabarty8862 3 роки тому +3

    Gan sunla ak apareshem ananda vora jai.

  • @deviprasadray8190
    @deviprasadray8190 Рік тому +1

    এত, সুন্দর গান হেমন্ত মুখোপাধ্যায়ের মুখে মানায়

  • @arunde7592
    @arunde7592 2 роки тому +3

    Pulak Bandopadhyay - the God of Bengali Songs

  • @palashchatterjee5777
    @palashchatterjee5777 2 роки тому

    আমার তো গুরু তাই অনুভব টাই এনজয় করি আজও ❤️❤️❤️

  • @pratimaaich2327
    @pratimaaich2327 4 роки тому +16

    আহা.. হা
    কোন কথা নয়.. কেবল শোনো

  • @prahalladjana6232
    @prahalladjana6232 2 роки тому +1

    এত সুন্দর আহা প্রাণ গেল ভর

  • @subrataghosh842
    @subrataghosh842 Рік тому +2

    সঙ্গীতের ঈশ্বর ই একমাত্র এই গান গাইতে পারেন। আর সঙ্গীতের ঈশ্বর যে হেমন্ত মুখোপাধ্যায়।

  • @sandipdeysarkar267
    @sandipdeysarkar267 4 роки тому +26

    Just listen . God is singing !

  • @RS_Love_Story-17
    @RS_Love_Story-17 3 роки тому +8

    কাম আর প্রেম একই ভান্ডে রয়,
    প্রেমিক যেজন সে কাম হইতে প্রেম বাছট কইরা লয়।## মতিউর

  • @parthamondal7747
    @parthamondal7747 23 дні тому

    These are timeless songs❤

  • @subratachakrabarty8862
    @subratachakrabarty8862 3 роки тому +4

    Excellent

  • @19SR-Topper-Southkeranig-es9gz
    @19SR-Topper-Southkeranig-es9gz 6 місяців тому

    Hamonto dada my fabarit singer.The song is very very nice and heart cool. Thanks very much dada.

  • @saradamoni9783
    @saradamoni9783 4 роки тому +11

    Illustrations must not cross decency limits specially from such an august organisation.

  • @simadebnath2418
    @simadebnath2418 2 роки тому +3

    চলো আমরা অতিতে ফিরে যাই

  • @rikdatta4206
    @rikdatta4206 Рік тому

    এই কন্ঠের কোনো তুলনা নেই ❤❤🙏🙏

  • @pankajkumarroy392
    @pankajkumarroy392 Рік тому

    * এই সব মিস্টি মধুর কন্ঠ স্বর ও গান
    চির অম্লান চির সুন্দর ভরে যায় প্রাণ *

  • @priyolalkarmakar2008
    @priyolalkarmakar2008 Рік тому

    এ গান গুলো যত শুনি, ততোই ভালো লাগে। কখনো পুরাতন মনে হয় না।।

  • @palashchattopadhyay7643
    @palashchattopadhyay7643 10 місяців тому

    এক মন মুগ্ধ করা কথা সুর ও কণ্ঠের মেলবন্ধন

  • @santanughosh8050
    @santanughosh8050 Рік тому +2

    ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ কন্ঠস্বর।

  • @robelvuya5015
    @robelvuya5015 2 роки тому +2

    আমার খুব পছন্দের গান। ২০২২ সে এসেও শুনছি।

  • @bholasirdar6453
    @bholasirdar6453 3 роки тому +35

    আমার যদি কখনও ফাঁসি র আদেশ হয় আর জজ যদি বলেন তোমার শেষ ইচ্ছা কি তো বলবো এই গানটা আমাকে শোনাতে বলুন

    • @pallabisarkar9088
      @pallabisarkar9088 Рік тому +1

      😊

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 Рік тому +1

      খুব সুন্দর লিখেছেন

    • @KolkataPeople
      @KolkataPeople 6 місяців тому +1

      অসাধারণ বলেছেন

    • @GDUniqueIdeas
      @GDUniqueIdeas 5 місяців тому +1

      Oh splendid. Really a heart touching comment. Please long live.

    • @BadalKha-jx6pp
      @BadalKha-jx6pp 4 місяці тому

      Apnar moto manuser comment porteo lot lage,,,,may God bless you,,

  • @rohulamin3610
    @rohulamin3610 2 роки тому +2

    ছোটো বেলার কথা মনে হয়ে গেল

  • @arifbhooiyanuk
    @arifbhooiyanuk 3 роки тому +3

    Lovely.
    15/08/2021

  • @juliandcruze8878
    @juliandcruze8878 Рік тому

    একটা সময় এই গান গুলি বেছে বেছে সিডি বানাতাম। কিন্তু এখন আর সিডি বানানোর প্রয়োজন নাই। গভীর রাতে শুনতে খুব ভাল লাগে। কতোবার শুনেছি বলে বুঝাতে পারবো না।

  • @subratoghosh7327
    @subratoghosh7327 3 роки тому +3

    অসাধারণ

  • @anirbanmukherjee9853
    @anirbanmukherjee9853 2 роки тому +4

    Those days are lost , The Golden Era of Indian Music .

  • @malamaitra5207
    @malamaitra5207 2 роки тому

    আহ আহ আহ! সকাল টা সুন্দর হয়ে গেলো।

  • @shahjalal3048
    @shahjalal3048 10 місяців тому

    Best liping ever seen. I saw many times every day.