সাভার জাতীয় স্মৃতিসৌধ।National Monument.ঢাকার সাভার নবীনগর এ অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ।ArfanAhmed Rony

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • জাতীয় স্মৃতিসৌধ প্রাথমিক পর্যায় শুরু হয়েছিল 🧭১৯৭২খ্রিষ্টাব্দে। এই পর্যায়ে ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই স্মৃতিসৌধের জন্য জমি অধিগ্রহণ ও রাস্তা তৈরি করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত এর আনুসঙ্গিক অন্যান্য কার্যক্রম শেষ করা হয়। এই পর্যায়ে ব্যয় হয় প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ টাকা।
    এরপর মূল স্মৃতিসৌধ নির্মাণের জন্য, ১৯৭৮ খ্রিষ্টাব্দে বিভিন্ন স্থপতিদের কাছে নকশা আহ্বান করা হয়। মােট ৫৭টি নকশার ভিতরে স্থপতি সৈয়দ মাইনুল হােসেন-এর নকশাটি মনােনীত হয়। ১৯৮২ খ্রিষ্টাব্দে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। এই পর্যায়ে ব্যয় হয় ৮৪৮.৬৫ লক্ষ টাকা।
    সমগ্র স্মৃতি সৌধটি ৩৪ হেক্টর (৮৪ একর) জায়গার উপর স্থাপিত হয়েছে। আর এর বাইরে রয়েছে ১০ হেক্টর (২৪.৭ একর) জায়গা জুড়ে সবুজ ভূমি। স্মৃতি সৌধের অবকাঠামাে
    ও পেভমেন্ট তৈরি করা হয়েছে মজবুত লাল ইট দিয়ে।
    🤔🤔 স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ -কেন?
    স্মৃতিসৌধটি সাত জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত।
    জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি
    ভিন্ন পর্যায় নির্দেশ করে।
    পর্যায়গুলাে হলাে :
    ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
    ২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
    ৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
    ৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
    ৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
    ৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানন এবং
    ৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
    এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই সৌধটি নির্মাণ করা হয়েছে।
    🙏 🙏 যা_কিছু করবেন-নাচকলেট আর চিপস খেয়ে প্যাকেটগুলাে যেখানে সেখানে
    ফেলে দেবেন না।
    বরং পড়ে থাকা ময়লা আবর্জনা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে পারেন।
    আর গাছ থেকে ভুলেও কখনাে ফুল ছিড়বে
    Description
    সাভার জাতীয় স্মৃতিসৌধ।National Monument.ঢাকার সাভার নবীনগর এ অবস্থিত জাতীয় স্মৃতি
    💕 জাতীয় স্মৃতিসৌধ প্রাথমিক পর্যায় শুরু হয়েছিল 🧭১৯৭২খ্রিষ্টাব্দে। এই পর্যায়ে ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই স্মৃতিসৌধের জন্য জমি অধিগ্রহণ ও রাস্তা তৈরি করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত এর আনুসঙ্গিক অন্যান্য কার্যক্রম শেষ করা হয়। এই পর্যায়ে ব্যয় হয় প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ টাকা।
    এরপর মূল স্মৃতিসৌধ নির্মাণের জন্য, ১৯৭৮ খ্রিষ্টাব্দে বিভিন্ন স্থপতিদের কাছে নকশা আহ্বান করা হয়। মােট ৫৭টি নকশার ভিতরে স্থপতি সৈয়দ মাইনুল হােসেন-এর নকশাটি মনােনীত হয়। ১৯৮২ খ্রিষ্টাব্দে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। এই পর্যায়ে ব্যয় হয় ৮৪৮.৬৫ লক্ষ টাকা।
    সমগ্র স্মৃতি সৌধটি ৩৪ হেক্টর (৮৪ একর) জায়গার উপর স্থাপিত হয়েছে। আর এর বাইরে রয়েছে ১০ হেক্টর (২৪.৭ একর) জায়গা জুড়ে সবুজ ভূমি। স্মৃতি সৌধের অবকাঠামাে
    ও পেভমেন্ট তৈরি করা হয়েছে মজবুত লাল ইট দিয়ে
    🙏 🙏 যা_কিছু করবেন-নাচকলেট আর চিপস খেয়ে প্যাকেটগুলাে যেখানে সেখানে
    ফেলে দেবেন না।
    বরং পড়ে থাকা ময়লা আবর্জনা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে পারেন।
    আর গাছ থেকে ভুলেও কখনাে ফুল ছিড়বেন
    💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬
    Let's take a tour over national martyrs memorial in nabinagar, savar, 35 km north west of Dhaka. You will
    be amazed to see the beauty of this popular tourist and memorial place.
    It was designed by Syed Plans for the monument were initiated right after the independence,
    in 1972. the memorial and concord group developed the fancy works. To commemorating the bravery of the
    peoples of Bangladesh in The Liberation Movement in 1971. Total area of the courtyard is about 84 acres.
    Additional 24 acres is surrounded by greenery trees. Seven Triangle shaped peaks of the monument is
    about 150 feet high. Artificial lake, beautiful flower gardens, helipads, cafeteria, reception hall surrounded
    by the area.
    I can guarantee you you will be amazed after visiting 💐💐
    You can visit this memorial place, it's free for
    everyone. This is open from morning to sunset.
    I hope you have enjoyed and liked my video, if you
    have any specific and beloved place to feature in my
    channel, write them below in comment section.
    There is an artificial lake, and several mass
    graves in front of the main monument. The architect
    has used concrete for the monument while all the
    other structures and pavements of the complex are
    made of red bricks. It symbolizes that it is built with
    concrete but made of blood. Once one enters the
    complex through the main gate he or she can see
    the monument axially but to reach it one has to walk
    through different ups and downs of pavements and
    cross an artificial lake by a bridge-all these represent
    the struggle for independence. ✌️✌️
    #monument
    #mdriaz hossin
    Instagram account: www.google.com...
    Facebook: / iamronykhan
    Email iamronykhan1@gmail.com
    TikTok
    Arfan Ahmed Rony
    For business purposes:
    Disclaimer:
    music Link 🖇️ • Ek Akasher Tara || Ayu...
    • Markvard - Cause Of Yo...

КОМЕНТАРІ •