ঢাকার দোহারে ডুপ্লেক্স বাড়ি..।। প্রজেক্ট নাম:- রাজা ভিলা।

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • প্রজেক্ট নাম:- রাজা ভিলা।
    ঠিকানা:- মেঘুলা, হলের বাজার, দোহার, ঢাকা।
    আয়তন:- নিচ তলায় ১৯০০ স্কয়ারফিট, দ্বিতীয় তলায় ১৮০০ স্কয়ারফিট এবং ছাদে ২৫০ স্কয়ারফিট।
    খরচ:- আনুমানিক ৮০ থেকে ৮৫ লক্ষ টাকার মতন৷
    এই বাড়িটির মালিকরা পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকেন।পরিবারের বাকী সদস্যরা দেশের বাইরে থাকেন। গ্রামে খুব কম আসা হয় তাদের। উনারা চাচ্ছিলেন গ্রামের বিশাল জমিতে একটি বাড়ি করতে যেখানে মাঝে মাঝে এসে অবসর যাপন করতে পারেন। বাড়ির মালিকের চাহিদা ছিলো মর্ডান ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি। তাই উনি বর্ণা ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করেন। আমাদের টিম প্রথমে দোহার গিয়ে জমিটি ভিজিট করে আসে৷ তারপরে ডিজাইন এর কাজ শুরু করি৷বাড়ির মালিক ব্যস্ত থাকায় পুরো কনস্ট্রাকশন এর সুপারভিশন বর্ণা ইঞ্জিনিয়ারিং টিম থেকে করা হচ্ছে। বাড়িটির কাজ প্রায় শেষের দিকে। এখন ফিনিশিং এর কাজ চলছে।
    বাড়িটির ডিটেইলস
    নিচতলাতে আছে :
    ১) একটি বিশাল ড্রয়িং রুম।
    ৩) একটি ডাইনিং রুম।
    ৪) একটি ওপেন কিচেন।
    ৫) দুইটি বেডরুম সাথে এটাচ বাথরুম।
    ৬) একটি কমন বাথরুম।
    ৭) একটি আউটডোর সিটিং।
    দ্বিতীয় তলাতে আছে
    ১) চারটি বেডরুম সাথে চারটি বাথরুম এবং চারটি বারান্দা।
    ২) একটি ফ্যামিলি লিভিং রুম।
    ৩) একটি ট্যারেস।
    ছাদে ডিজিটাল ল্যান্ডস্ক্যাপিং এর কাজ করা হয়েছে।
    ডিজাইন টিম
    আর্কিটেক্টঃ ড্যানিয়েল ডেভিড
    স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী,নজরুল ইসলাম।
    থ্রিডি ডিজাইনারঃ আল আমিন বসনি।
    এস্টিমেটরঃ আহমেদ সাবিল।
    ক্যাড ডিটেইলসঃ সুরঞ্জিত দাস,সাইফুল ইসলাম।
    পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
    Engr. Boshor Siddiqe,
    01763-851107

КОМЕНТАРІ • 36

  • @arafatlincoln9774
    @arafatlincoln9774 2 роки тому +7

    ক্যামেরাম্যান কি কম বুঝে? বসর ভাই যা দেখাতে চাচ্ছে, সেটার দিকে ক্যামেরা না ধরে বসর ভইয়ের দিকে ধরে থাকে সবসময়!

  • @masudislam7723
    @masudislam7723 2 роки тому

    বশর ভাই আপনার এই বিল্ডিংয়ের সিঁড়িটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

  • @KharionKhatun
    @KharionKhatun 2 місяці тому

    ভাইয়া প্রত্যেক ভিডিওর শেষে আপনি যদি বাড়িতে ড্রাইভ বলে দেন তাহলে খুব ভালো হবে বুঝতে ভাইয়া অনেকেরই বাজেট কম থাকতে পারে তো এরকম দোতলা বাড়ি মানে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা অথবা 60 লক্ষ টাকার মধ্যেই দোতলা ফাউন্ডেশনের বাড়ি খুব সুন্দর ডিজাইনে করা যায় কি চাই না প্লিজ এভাবে এরকম একটা বাড়ি তৈরি করে দেখেন প্লিজ😊😊

  • @Mr.Abirs21
    @Mr.Abirs21 2 роки тому

    Amr basa Nawabgonj ☺️
    Vlo laglo amr alakay o apni kaj kortasen
    Best of luck brother 👍👍

  • @_TrendingToday
    @_TrendingToday Рік тому +1

    আসসালামুয়ালাইকুম ভাইয়া, এই বাড়িটার ফিনিসং ভাডিও কবে আসবে দয়াকরে একটু জানাবেন ?

  • @shahadathossain.1520
    @shahadathossain.1520 3 роки тому

    এইরকম আরো ভিডিও চাই

  • @shahadathossain.1520
    @shahadathossain.1520 3 роки тому

    খুব সুন্দর

  • @sharifbp3330
    @sharifbp3330 Рік тому

    Raja Villa ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @mamunhossain9261
    @mamunhossain9261 3 роки тому

    Very Nice

  • @DmnKhushi
    @DmnKhushi 24 дні тому

    Ei khane koto katha jomi ??

  • @wadudkhan9453
    @wadudkhan9453 3 роки тому

    Nice 👍

  • @saifulalam7006
    @saifulalam7006 2 роки тому

    nice

  • @sadmansaaquib5713
    @sadmansaaquib5713 Рік тому

    Etar kaj ki complete hoy ni?
    Finishing video koi?

  • @fransiskussalang9037
    @fransiskussalang9037 Рік тому +1

    ভাইয়া আমি একটি বাড়ি করতে চাচ্ছে বাড়ি টির ছবি আমি পাঠাই তা ছি

  • @SOHELHASAN87
    @SOHELHASAN87 Рік тому

    40 থেকে 50 লাখ টাকার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারব

  • @shihabmia4766
    @shihabmia4766 3 роки тому +1

    camara কে দরেছে ঐ camara ধরতে পারেনি

  • @robeulislamrni6633
    @robeulislamrni6633 Рік тому

    স্যার আমি বাগেরহাট থেকে মুজাহিদ বলছিলাম আপনার কাছে কাজের কথা বলছিলাম যদি একটু নিতেন খুব ভালো হতো আমার জন্য দূরত্ব হইলে খুব ভালো হয় গ্রাম অঞ্চলে কোন কাজ নেই তো স্যার খুবই কষ্ট হয় সেদিন চালাতে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এজন্য কবি কষ্ট হয়

  • @mdsahin6686
    @mdsahin6686 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই আপনার ক্যামেরাম্যান আপনার কথা অনুযায়ী দেখাতে পারে না ভাই এটার দিকে একটু খেয়াল রাইখেন

  • @aslamhossain9842
    @aslamhossain9842 Рік тому

    ঢাকা নবাবগঞ্জ কাজ করবেন?ঠিক এমনই একটা বাড়ি করতে চাই,আপনাদের যোগাযোগ করার ঠিকানা দিবেন?

  • @shahadathossain.1520
    @shahadathossain.1520 3 роки тому

    ভাই এইটার কাজ শেষ হলে সম্পূর্ণ ভিডিও চাই

  • @MehediHasan-iu3sk
    @MehediHasan-iu3sk Рік тому

    Cameraman ki abul naki😅

  • @statusking4428
    @statusking4428 2 роки тому

    এই ভিডিও ক্যামেরা ম্যান মনে হয় কানে কোম শুনে.

  • @robeulislamrni6633
    @robeulislamrni6633 Рік тому

    রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রি র হাফ কারিগর

  • @KharionKhatun
    @KharionKhatun 2 місяці тому

    প্লিজ ভাইয়া আমি অনেকেই কমেন্ট করছি আপনাকে কিন্তু আপনি কমেন্টে কোন রিপ্লাই দিচ্ছেন না কেন প্লিজ ভাইয়া প্লিজ আমি আগের কমেন্টটা যে দিয়েছি সে কমেন্টটারআমি আগের কমেন্টটা যে দিয়েছি সে কমেন্টের মাধ্যমে ৫০ থেকে ৭ বা ৭০ লাখ টাকার দোতলা বাড়ি তৈরি করে দেখান প্লিজ😊😊😊 ডিজাইনটা কোন অনেক সুন্দর হতো যেন হয়😊😊😅😅😮😢😢😂😂🎉🎉

  • @mohammadali-wn6sb
    @mohammadali-wn6sb 11 місяців тому

    ভাই হয় আপনার ক্যামেরাম্যান চেঞ্জ করেন আর না হয় আপনি ভিডিও দেওয়া বন্ধ করেন আমরা রীতিমতো বিরক্ত ভাই

  • @nazrulislam3165
    @nazrulislam3165 Рік тому

    আপনাদের যোগাযোগের ঠিকানা দিবেন প্লিজ !

  • @MosabbirSadman
    @MosabbirSadman 2 роки тому

    Any updates on this project?

  • @bnpvtltd8250
    @bnpvtltd8250 Рік тому

    আপনার আফিসের ঠিকানা ও নাম্বার দেন

  • @mdasrafulyoutuber3497
    @mdasrafulyoutuber3497 3 роки тому

    Via apnar h/p no ta ksno dan na?

  • @mrhasan1104
    @mrhasan1104 Рік тому

    ক্যামেরা ম্যান ভালো না ভিডিও করতে পারে না ভালো ভাবে 🤔🤔🤔🤔

  • @AliAli-vf1gn
    @AliAli-vf1gn 2 роки тому

    ভাই মোবাইল নাম্বার টি দিবেন

  • @masudislam7723
    @masudislam7723 2 роки тому

    আপনার কেমরামেন ভালনা। আপনি দেখাইতে বলেন একদিকে সে দেখাই অন্য দিকে।

  • @bhuiyanellee8669
    @bhuiyanellee8669 Рік тому

    ভাই জান,সালাম ও শুভেচ্ছা, আমি প্রায়ই খেয়াল করছি যে, আপনার কথার সাথে সাথে ভিডিও মুভমেন্ট ক্যামেরা যিনি করছেন তিনি যথার্থ ভিডিও গুলো ধারন করতে পারছেন না, তাই ভিডিও গুলোর মান যথেষ্ট নয়, আপনার এতো পরিশ্রমের যত্নে তৈরি করা নির্মান শৈল্পিক সৌন্দর্য ভিডিওতে ধারণ করতে পারছে না তিনি । তাই ভিডিও পরিচালক কে ভিডিও ধারণ বিষয়ে আরো ভালো ধারনা নেওয়া উচিত বলে মনে করছি আমি আপনার সকল ভিডিও দেখার চেষ্টা করি খুব ভাল লাগে আমার । ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথের সবাই কে। Ellee. Fr

    • @a_rahmana_rahman4681
      @a_rahmana_rahman4681 Рік тому

      আসসালামু আলাইকুম আপনাদের অফিস ঠিকানাটা দিবেন ।

  • @KharionKhatun
    @KharionKhatun 2 місяці тому

    ভাইয়া প্রত্যেক ভিডিওর শেষে আপনি যদি বাড়িতে ড্রাইভ বলে দেন তাহলে খুব ভালো হবে বুঝতে ভাইয়া অনেকেরই বাজেট কম থাকতে পারে তো এরকম দোতলা বাড়ি মানে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা অথবা 60 লক্ষ টাকার মধ্যেই দোতলা ফাউন্ডেশনের বাড়ি খুব সুন্দর ডিজাইনে করা যায় কি চাই না প্লিজ এভাবে এরকম একটা বাড়ি তৈরি করে দেখেন প্লিজ😊😊