শিক্ষক মানুষের মন মানসিকতা আর রুচি সম্পূর্ণ আলাদা। বাড়ীর বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ সত্যিই মুগ্ধ হওয়ার মত। সালাম এই শিক্ষক দম্পতিকে যারা নিজেদের চিন্তা চেতনা আর রুচির মিলন কে বাস্তবতায় রুপ দিয়েছেন।
সুবহানাল্লাহ! দেখেই মনটা ভরে গেল। আসলে শুধু টাকা থাকলেই হয় না, রুচিবোধও থাকতে হয়। এই শিক্ষক দম্পতি তা-ই করে দেখালো, মাশা আল্লাহ! আল্লাহ তাঁদেরকে তাঁদের এই স্বপ্নের বাড়িতে সুখে-শান্তিতে রাখুক দীর্ঘ জীবন। পরকালেও তাঁদেরকে দিক এর চেয়েও স্বাচ্ছন্দময় আবাস। আমীন.. হে আল্লাহ! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
অত্যন্ত সুন্দর ও শিল্প-সম্মত রূচিশীল ধাঁচে এই বাড়ীটি নির্মাণ করা হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। সম্মানিত শিক্ষক দম্পতিকে শুভেচ্ছা। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। NEWS24 কে ধন্যবাদ।
খুব ভালো লাগলো দেখে। স্যারদেরকে অভিনন্দন। উনি এবং উনার আর্কিটেক্ট ঠিকই বলেছেন প্রাচীন বাড়িগুলোর ছাদের হাইট অনেক বেশি থাকে আভিজাত্য এবং শৈল্পিকতার ছোঁয়ায়। আব্বার বানানো ১৯৬৭ সালের আমাদের ৪ তলা বাসাটাও প্রায় ১১ ফুট উঁচুতে ছাদ। বাবা মারা যাওয়ার ১৪ বছর পরও আমরা বাড়িটি ভেঙে নতুন করে বানাচ্ছি না 😊।
টাকা খরচের চেয়ে স্মৃতি আর যত্ন বেশি খরচ হয়েছে,ধন্যবাদ শিক্ষক দম্পতি কে।আর বিশেষ ধন্যবাদ জানাতে চাই নিউজ২৪ কে, এত সুন্দর বাড়ি আমাদের সামনে তুলে ধরার জন্য।
খুবই সুন্দর,রুচিশীল পছন্দ খুব শান্তি লাগল ওনাদের নীড় দেখে।দিন শেষে শান্তির জায়গা হলো বাড়ি।সেটা যদি হয় এমন তাহলেতো মানসিক শান্তি আসবেই।দেখেই মনে হচ্ছে ওনারা সুখী দম্পতি।।
Shanawaz Sir is one of the most humble teacher I have come across. A very knowledgeable and intellectual person with having vast knowledge in history and archaeology. I am honored to be a student of his and lastly congratulations to him for the beautiful house.
1. Structural discussion 2. color combination. 3. Furniture design & set up. Those are the step by step interview topics for that anchor. 1. Cameraman should focus always according with talking's not to talkers. 2. For understanding the actual view of beauty he should take long shot of every individual when described.
ইউটিউবে এই প্রথম আমি কোনো ভিডিও দেখে মন্তব্য করলাম। আমার মতে উপস্থাপিকা কিছু ইংরেজি শব্দ ব্যবহার না করলে উপস্থাপনা আরো ভালো হতো। স্যারের বাসাটা চমৎকার।
আসসালামু আলাইকুম, কারো বাড়ি দেখলেই আপনারা কেন এসব কমেন্ট করেন? দুনিয়া আর আখিরাত দুইটায় ব্যালেন্স করতে হয়৷ আর হ্যাঁ, আমরা যদি এটাই বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না৷ তবে এটাও মেনে নিতে শিখুন৷ আল্লাহই তাদের সম্পদ দিয়েছেন৷ আর সম্পদ দিলে কিপটামি করলে আল্লাহ তা অপছন্দ করেন৷
যেহেতু আমরা সবাই দুনিয়া থেকে চলেই যাব, তাই চলুন সুন্দর বাড়িঘর না বানিয়ে আমরা জীবজন্তুর মত জঙ্গলে থাকি। আপনিই প্রথম শুরু করুন আর আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি।
আমাদের এটা এক ডাবল স্টান্ডার্ড। নিজেরা ভোগ করি, অথচ অন্যেরটা দেখলে তাকে উপদেশ দিতে ছাড়িনা। মনে রাখবেন, তাকে আল্লাহ দিছেন, মনে হিংসে লাগা মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হওয়া!
Shahnewaj Sir is always a man of pure taste . He is always root searching and his construction proves that . His students and his readers always love him .
আমার প্রিয় মানুষ টাকে নিয়ে কতো স্বপ্ন দেখেছিলাম আর এখন স্বপ্ন গুলো এক এক করে পূর্ণ করছি। মাঝখান থেকে প্রিয় টাই নেই আমার কাছে নেই। তাকে ভালোবেসেই স্বপ্ন গুলো পূরণ করছি যদি সে ফিরে আসে.....লাভ ইউ।
বেশ ভালো কিন্তু বাসাটা কেন জানি মনে হচ্ছে বিজ্ঞান ভবন।স্যাররা ওনাদের অধিকাংশ সময় সবাইকে শিক্ষাদানের কাজে নিয়োজিত ছিলেন। আর বই পুস্তক ওনাদের সবচেয়ে প্রিয় বন্ধু এটাই তার প্রমাণ।
হায়রে জান্নাতের নেশা। কেউ কি কখনো ফিরে এসে বলেছে জান্নাতের গল্প? কেবল ধর্মের গ্রন্থে লেখা কথায় কী বিশ্বাস!! যদিও ধর্ম মানেই বিশ্বাস। তা সে সত্যি হোক বা মিথ্যা হোক।
শিক্ষক মানুষের মন মানসিকতা আর রুচি সম্পূর্ণ আলাদা। বাড়ীর বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ সত্যিই মুগ্ধ হওয়ার মত। সালাম এই শিক্ষক দম্পতিকে যারা নিজেদের চিন্তা চেতনা আর রুচির মিলন কে বাস্তবতায় রুপ দিয়েছেন।
এক কথায় চমৎকার বাড়ি। Luxury decoration না করেও যে সুন্দরভাবে বাসা গুছানো যায় সেটি এই বাড়ির উদাহরণ।
সুবহানাল্লাহ! দেখেই মনটা ভরে গেল। আসলে শুধু টাকা থাকলেই হয় না, রুচিবোধও থাকতে হয়। এই শিক্ষক দম্পতি তা-ই করে দেখালো, মাশা আল্লাহ! আল্লাহ তাঁদেরকে তাঁদের এই স্বপ্নের বাড়িতে সুখে-শান্তিতে রাখুক দীর্ঘ জীবন। পরকালেও তাঁদেরকে দিক এর চেয়েও স্বাচ্ছন্দময় আবাস। আমীন.. হে আল্লাহ! সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
অত্যন্ত সুন্দর ও শিল্প-সম্মত রূচিশীল ধাঁচে এই বাড়ীটি নির্মাণ করা হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। সম্মানিত শিক্ষক দম্পতিকে শুভেচ্ছা। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। NEWS24 কে ধন্যবাদ।
Hi
মনে হলো একদম আমার স্বপ্নের বাড়ির পূর্ণতা দেখলাম।প্রকৃতি, চাঁদ, সবকিছুই আমার পছন্দ। ঠিক এমন সুন্দর একটা বাড়ি যদি করতে পারতাম❤
এই ধরনের টিভি অনুষ্ঠানের আয়োজন খুবই মুগ্ধতার পরিচয় দেয়, কর্তৃপক্ষকে ধন্যবাদ!!
খুব ভালো লাগলো দেখে। স্যারদেরকে অভিনন্দন। উনি এবং উনার আর্কিটেক্ট ঠিকই বলেছেন প্রাচীন বাড়িগুলোর ছাদের হাইট অনেক বেশি থাকে আভিজাত্য এবং শৈল্পিকতার ছোঁয়ায়।
আব্বার বানানো ১৯৬৭ সালের আমাদের ৪ তলা বাসাটাও প্রায় ১১ ফুট উঁচুতে ছাদ। বাবা মারা যাওয়ার ১৪ বছর পরও আমরা বাড়িটি ভেঙে নতুন করে বানাচ্ছি না 😊।
টাকা থাকলেই সব হয় না, মন রুচি একটা বিরাট ব্যাপার। ধন্যবাদ জানাই এই শিক্ষক দম্পতিকে।
TLC te ekta program hoy "Extreme Home" nam a .... Dekhar Onurodh roilo
ো
😍😍😍😍@@habibulbashar6313
এইটা দেখানোর কি আছে
রুচি আর বিত্তের অপূর্ব মিলন।ধন্যবাদ আর্কিটেক্টকে,যার পেন্সিলের ছোঁয়ায় এই সুন্দর শিল্পের সৃষ্টি হয়েছে।।
ইনশাআল্লাহ এর চাইতে ও সুন্দর বাড়ি হবে আমার জান্নাতে
😂
😅
Right
ধুর 😆
🤣🤣🤣
আললাহ চাইছেন বলে ওনাদের এত বড়ো বাড়ি হয়েছে, নিশ্চয়ই ওনারা ভাগ্যবান। সুখে থাকুক পৃথূীবির সকল মানুষ ।
তুমি ভাই না বোন আমি জানিনা
তোমার চিন্তা-ভাবনা অনেক সুন্দর
আমিন
ইনশাআল্লাহ
আল হামদুলিল্লাহ
আমিন আল্লাহুম্মা আমিন
আমিন ছুম্মা আমিন
আমিন
কি দারুণ! খুব কম মানুষের মাঝে এমন রুচির শোভা মেলে। ছোট্ট কিছু জিনিস স্বপ্নকে আরও সুন্দর করে তোলে! এই যেমন ঘর থেকে জোৎস্নামাখা চাঁদ দেখা। ❤
টাকা খরচের চেয়ে স্মৃতি আর যত্ন বেশি খরচ হয়েছে,ধন্যবাদ শিক্ষক দম্পতি কে।আর বিশেষ ধন্যবাদ জানাতে চাই নিউজ২৪ কে, এত সুন্দর বাড়ি আমাদের সামনে তুলে ধরার জন্য।
চমৎকার বাড়ি। মনটা ভরে গেলো।
বাড়িটা অনেক সুন্দর শৈল্পিক, 😍শিক্ষিত মানুষেরা বারি বানলে এমন ই হয়💓
আর যাই হোক উপস্থাপিকা কে দেখে আমার খুব ভালো লেগেছে।।।। so cute...... 💓💓💓💓
Yes....
Luiccha beda
আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যার ,খুবই ভালো লাগত স্যারকে ।কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিতেন। সালাম জানাই স্যারকে
আমি একজন শিক্ষক হিসেবে এই শিক্ষক দম্পতিকে দেখে আমার মনের স্বপ্নগুলো মনে হয় বাস্তবে রুপ দিলো।যদিও এখনো আমার স্বপ্নটা পূর্নতা পায়নি।
অনেক ভালো লাগলো । এতো সুন্দর বাড়ি চারিদিকে বিশুদ্ধ বাতাস । পাখিদের অভয়ারণ্য । পরিবেশ টা খুব ভালো সবাইকে অনেক ধন্যবাদ ।
ক্যামেরা ম্যান বাড়ি না দেখিয়ে শুধু উপস্থাপিকা আর বাড়ির লোকজন দেখাচ্ছে। ক্যামেরা ম্যান আরও আন্তরিক ভাবে ভিডিও করা উচিত।
Point to be noted. 👍
Camera man janey ki korle dorshok dekhbe
এক কথায় অসাধারণ ওনাদের চিন্তা ও রুচি খুবই আধুনিক এবং সুন্দর ভালো থাকুক এই পৃথিবীর সকল সুন্দর মনের সত্যি কারের মানবিক অসাম্প্রদায়িক সকল মানুষ গুলো।
খুবই সুন্দর,রুচিশীল পছন্দ খুব শান্তি লাগল ওনাদের নীড় দেখে।দিন শেষে শান্তির জায়গা হলো বাড়ি।সেটা যদি হয় এমন তাহলেতো মানসিক শান্তি আসবেই।দেখেই মনে হচ্ছে ওনারা সুখী দম্পতি।।
স্যারের কথা গুলো সুন্দর গুছানো, ঠিক তার বাড়ির মতোই ❤️
এত রুচিশীল। আর অনিন্দ্য সুন্দর লাগছে পুরো বাসাটা
Shanawaz Sir is one of the most humble teacher I have come across. A very knowledgeable and intellectual person with having vast knowledge in history and archaeology. I am honored to be a student of his and lastly congratulations to him for the beautiful house.
পণ্ডিত মানুষেরা বিনয়ী হয় , অল্প জানারা অনেকে উগ্র আচরণ করে ।
Y
Absolutely true,he is...
Kon Institute er teacher tini?
@@nisunisu070 Jahangirnagar University and North South University
1. Structural discussion
2. color combination.
3. Furniture design & set up.
Those are the step by step interview topics for that anchor.
1. Cameraman should focus always according with talking's not to talkers.
2. For understanding the actual view of beauty he should take long shot of every individual when described.
উপস্থাপিকার নৈসর্গিক হাসিতে মুগ্ধ হয়ে পুরো ভিডিও দেখে নিলাম ❤
ami uposthapikar preme pore gelam♥️♥️♥️
লুইচ্চা
বাড়ির চেয়েও সুন্দর ছিলো উপস্থাপিকার সাবলীল উপস্থাপনা, হাসি, কথার স্টাইল, উচ্ছ্বাস সবকিছু! 🖤
ইনশাআল্লাহ এরকম একটা মডিউল এর বাড়ী করার চিন্তা ভাবনা আছে। ২০৩২সালের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন।( আমিন)
ইউটিউবে এই প্রথম আমি কোনো ভিডিও দেখে মন্তব্য করলাম।
আমার মতে উপস্থাপিকা কিছু ইংরেজি শব্দ ব্যবহার না করলে উপস্থাপনা আরো ভালো হতো।
স্যারের বাসাটা চমৎকার।
সৃষ্টি যদি এমন গড়ে স্রষ্টা কেমন করে গড়ে ছে জান্নাত
ইনশাআল্লাহ আমি একদিন এমন একটা বাড়ি করব😊😊
আমিন
নাফিসা উনার স্তস্ফূর্ততা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর।
স্বপ্নের নির্মাণে যতগুলো বাড়ি দেখলাম সবচেয়ে এই বাড়িটি সিমসাম,সাধারনের মধ্যে অসাধারণ।
মাসাআল্লাহ, সবকিছুতেই প্রকৃতির ছোয়া❤️
মনে হচ্ছে আমরা দুনিয়ায় থেকেই যাব। দুনিয়া ছেড়ে চলে যেতে হতে আমরা ভুলেই যাই। আল্লাহ আমাকে ক্ষমা ক রুন।
আসসালামু আলাইকুম, কারো বাড়ি দেখলেই আপনারা কেন এসব কমেন্ট করেন? দুনিয়া আর আখিরাত দুইটায় ব্যালেন্স করতে হয়৷ আর হ্যাঁ, আমরা যদি এটাই বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না৷ তবে এটাও মেনে নিতে শিখুন৷ আল্লাহই তাদের সম্পদ দিয়েছেন৷ আর সম্পদ দিলে কিপটামি করলে আল্লাহ তা অপছন্দ করেন৷
হায়রে হিংসা! আল্লাহ তো হিংসা করতেও নিষেধ করেছেন। সেটাতে আমল করেন না কেন?
যেহেতু আমরা সবাই দুনিয়া থেকে চলেই যাব, তাই চলুন সুন্দর বাড়িঘর না বানিয়ে
আমরা জীবজন্তুর মত জঙ্গলে থাকি। আপনিই প্রথম শুরু করুন আর আমরা আপনার আদর্শে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি।
Apni ek kaj korun rastay thaka suru korun ajkal...r vi etto tk diye mobile kine mb nosto kore youtube e ki koren...
Mobile ta beche dan kore den
আমাদের এটা এক ডাবল স্টান্ডার্ড। নিজেরা ভোগ করি, অথচ অন্যেরটা দেখলে তাকে উপদেশ দিতে ছাড়িনা। মনে রাখবেন, তাকে আল্লাহ দিছেন, মনে হিংসে লাগা মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হওয়া!
রুচিশীল এবং মার্জিত // খুব সুন্দর বাড়ি// শুভকামনা রইলো শিক্ষক দম্পতির জন্য
Vediography khub e valo hoyechey onno vedio gulor tulonay barir Design er onk ta dharona pawa gechey
অসাধারণ হয়েছে বাড়িটা অনেক সুন্দর ❤
সবই ভালো লেগেছে। তবে, উপস্থাপিকা একটু বেশিই (শিশুসুলভ) ন্যাকামি করেছেন, যা খুবই বিরক্তিকর।
Akdom thik
বাংলাদেশ ভারত এসব দেশের মেয়েরা কম শিশুসুলভ আচরণ করে। চীনা জাপানি ফিলিপিন এসব দেশের মেয়েরা বুড়ি বয়সেও পুতুল টেডি বিয়ার এসব নিয়ে ঘুরে।
আপনার মন্তব্যটির কোনো গ্ৰহনযোগ্যতা আছে বলে, আমি মনে করি না ! কারন কোন পরিবেশে কিভাবে উপস্থাপনা করতে হবে সে সেটা ভালোই জানে
আসলেই, বেশি নেক্যামি
একদম। ন্যকামিটা বেশি করে ফেলেছে।
বাড়ীটা দারুন লেগেছে।অসাধারণ
সবচেয়ে ভাল লাগলো স্যার এর লাইব্রেরী।
আমার অনেক ভালো লাগলো বাড়িটা ,ফাঁকা ফাঁকা শান্তির ছোঁয়া বাড়িটিতে ।আমি যখন একা থাকি বোরিং ফিল করি স্যার এর বাড়িটি দেখি অসাধারণ
আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে উপস্তাপিকা কে।
অত্যন্ত রুচিশীলভাবে সাজানো। খুব ভালো লাগলো বাড়াটা।।।
আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার বাড়ি।
আপনার কথা বলা এবং উপস্থাপন করা অনেক সুন্দর হয়েছে😍
মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়ি
মাশাআল্লাহ তাবারাকাআল্লাহ
মাশাআল্লাহ
Mon ta vore gelo Dekhe.... layout ta puro bahirer desher moto koreche, but eto kholamela kothao nei...love from USA
সত্যি ই মন ভরে গেল
Outstanding personality, big hearted and soft-spoken the great gentleman sir and my dear shahnaj vhai❤❤❤
Ayub 10th JU bangla
সত্যি অসাধারণ দেখে মনটা ভরে গেল
মারহাবা! শৈল্পিক রুচি দেখে মুগ্ধ হয়ে গেলাম।😍💙❤💙😍
Shahnewaj Sir is always a man of pure taste . He is always root searching and his construction proves that . His students and his readers always love him .
স্যারের নাম অধ্যাপক ড. শাহনেওয়াজ
প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
2022 সালে স্যারের এক ঘন্টা ক্লাস করার সুযোগ আমার হয়েছিল
এক কথায় চমৎকার শৈলী।
awesome --truly...USA te eairokom bari banate chai...how I can do it?
Mashallah charidike jno shantir r mugdhokor poribesh
Amadero erokom ekta bari hbe In Sha Allah ❤
@@MehekaAfrojIn Sha Allah ❤
@@MehekaAfrojIn Sha Allah ❤
apnr hasi sei..laglo..apu..🇧🇩onk pranobonto chilo apr upos sthapona r sohoj sorol..sotejota..tnx.
মাশাআল্লাহ অনেক সুন্দর.....
অনেক অনেক সুন্দর লাগছে,,,
Allah amkeo towfik dik Moner moto shundor 1ta nir toiri korar 😊in Sha Allah ❤
সব কিছুর মালিক আমার আল্লাহ উনি চাইলে সব কিছু শম্বব
অনেক সুন্দর একটা বাড়ি আমার খুব ভালো লাগছে।
এরকম বাড়ি বানানোর স্বপ্ন আমাদের মতো গরিব ও মধ্যবিত্তের সুযোগ হলে, এর থেকে মনের শান্তি আর কি আছে?
শুধু বাডি সুন্দর নয়, আসল সুন্দর স্যার আর ম্যমের মনটা।
অনেক সুন্দর হয়েছে। পাশে থাকবেন
চমৎকার পরিবেশ বাড়িটির। খুব ভালো লাগলো।
স্যার আর ম্যামের রুচির প্রশংসা না করে পারা যায় না! জাস্ট অসাধারন! 😍
মাসাআল্লাহ, অনেক সুন্দর❤️
একটা বাড়িতেও নামাযের জন্য রুম দেখলামনা
বাড়িটি অনেক সুন্দর হয়েছে। স্যার এবং ম্যাডাম দুজনেই অত্যন্ত রুচি শিল।
এরকম একটা বাড়ি মনে হয় সারা জীবন স্বপ্ন 🥰
Thanks
Tik
মাশাল্লাহ ❤️❤️ আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুন। আমিন।
অসাধারণ 👌👌👌লাগলো বাড়ি টা thanks স্যার আপনাকে এবং thanks চ্যানেল ২4 কে 👍
আমার প্রিয় মানুষ টাকে নিয়ে কতো স্বপ্ন দেখেছিলাম আর এখন স্বপ্ন গুলো এক এক করে পূর্ণ করছি। মাঝখান থেকে প্রিয় টাই নেই আমার কাছে নেই। তাকে ভালোবেসেই স্বপ্ন গুলো পূরণ করছি যদি সে ফিরে আসে.....লাভ ইউ।
একটি হলেও নবীর সুন্নত মানতে চেষ্টাকরুন,যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে,আলহামদুলিল্লাহ
অসম্ভব সুন্দর একটা ভিডিও ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর পরিবেশ বান্ধব বাড়ি
সবার আগে স্যার দম্পতিকে শুভেচ্ছা।
কোথায় এই বাড়ি আর কোথায় জান্নাতের বাড়ি, জান্নাতের বাড়ি তো মানুষের কল্পনাও আসবেনা এত সুন্দর বাড়ি হবে জান্নাতে।
অনেক অনেক সুন্দর 💕💕💕🤎🇺🇸💙🌹🇧🇩❤️💜👍
Meem , Tumi akhono ager motoi vodro poshak a aco. Valo laglo
সাংবাদিকাও অত্যন্ত লাবন্যময়ী🎉
বাহ্! চমৎকার 😮
❤❤❤❤
অসাধারণ
বেশ ভালো কিন্তু বাসাটা কেন জানি মনে হচ্ছে বিজ্ঞান ভবন।স্যাররা ওনাদের অধিকাংশ সময় সবাইকে শিক্ষাদানের কাজে নিয়োজিত ছিলেন। আর বই পুস্তক ওনাদের সবচেয়ে প্রিয় বন্ধু এটাই তার প্রমাণ।
খুব সুন্দর একটি বাড়ি।
darun laglo.... love from kolkata
খুব খুব ভাল লাগলো❤️❤️❤️লাভলি বাড়ি
Home, made for humans, by humans. Never seen such a livable place on UA-cam!
স্যারের রিডিং রুমটা চমৎকার। ছোট্ট একটা লাইব্রেরী।
আল্লাহ পাকের জান্নাত কতই না সুন্দর হবে! দুনিয়া ত অল্প দিনের চাইলেও থাকতে পারবো না।
জান্নাতের বাড়িই আসল বাড়ি। সুতরাং একজন মানুষ দুনিয়ায় জান্নাতের কাছাকাছি বাড়ি তৈরি করে বসবাস করলেও আল্লাহর সন্তুষ্টি লাভে ব্যর্থ হলে এই জীবনটাই বৃথা।
হায়রে জান্নাতের নেশা। কেউ কি কখনো ফিরে এসে বলেছে জান্নাতের গল্প? কেবল ধর্মের গ্রন্থে লেখা কথায় কী বিশ্বাস!! যদিও ধর্ম মানেই বিশ্বাস। তা সে সত্যি হোক বা মিথ্যা হোক।
জান্নাতের বাড়ি আশায় কিছু করার দরকাই ১০০ রাকাত নামাজ করেন দিনে। আল্লাহ জিকির করেন সব আসমান খাবার আসবে। বিয়ে করবেন বেশি অন্যরা দেখা শোনা করবে। জান্নাতে আশায় দুনিয়তে দরকার নাই। কার ছেলে মেয় বঊ মিসে মায়া।
হায়রে হিংসা! আল্লাহ তো হিংসা করতেও নিষেধ করেছেন। সেটাতে আমল করেন না কেন?
কথা ঠিক,,,।।।
Darun ❤
অনেক সুন্দর ❤
আসসালামুয়ালাইকুম
মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে বাড়ি টা
Thanks onak sundor so nice video Thank you apu Apnake onak onak Dhonnobad
খুবই সুন্দর বাড়ি দেখেও শান্তি লেগেছে
Onek shundor❤❤