অনেক কিছু মিল পেলাম এই ভিডিও এর সাথে আমার আমারও ৪-৫ মাসের বাগান ,আমিও অনলাইন থেকে ৪৫ রকমের aero seed এর সবজি বীজ কিনেছি ,গ্রীন নেট কিনেছি ,তার মধ্যেই বেড বানিয়ে ফেলেছি, ফল ফুল বনসাই সবই #Greenfriends দেখে করার চেষ্টা করছি
সমরবাবু, আমি মালদা থেকে বলছি। আমি বয়স্ক মানুষ, সিনিয়ার সিটিজেন। আপনার উপস্থাপনা খুবই উচ্চমানের। আপনার ভিডিও থেকে অনেক উৎসাহ পাই। ছাদে একটা সখের ফল ও সবজি বাগান করি। কিন্তু মালদায় খুবই বাঁদরের উৎপাত, সব সবজি, ফল নষ্ট করে দেয়। ফলে ভালো সাফল্য পাচ্ছি না। প্রথমে ভাবলাম ওদেরকে আলাদা করে কিছু খাবার দিলে হয়ত ওরা তত ক্ষতি করবে না। কিন্তু তাতে হিতে বিপরীত হল। বাঁদর আর এলাকা ছাড়তে চাইছে না। ভোর ৫টা থেকেই তাদের ছাদে ভিড় জমে যাচ্ছে। তাই উপায় না দেখে আমি চাইছি ছাদটা নেট দিয়ে ঘিরতে। কিন্তু কত mm plastic তারের নেট লাগালে তা বাঁদরে ছিঁড়তে পারবে না তা বুঝতে পারছে না। এব্যাপারে যদি একটু পরামর্শ দেন এবং কোথায় পাবো তা বলে দেন তাহলে খুবই উপকৃত হব।
আমিও বিষ্ণু দাদা ভিডিও দেখে পেয়ারা গাছে পিঞ্চ করার পর আমার পেয়ারা গাছটা পাতা ভোরে গেছে গাছে কুড়ি এসেছে Green Friends দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ভাই তোমার বাগান খুব খুব সুন্দর হয়েছে ধন্যবাদ 👍👍👍💖💖💖
অল্প দিনেই সুন্দর বাগান তৈরি করেছে ভাই শশা গাছ টা অসম্ভব সুন্দর হয়েছে প্রচুর ফল ও ধরেছে অনেক ফলের গাছ এনেছে কিছু দিন পরে এরাই বড়ো হয়ে ছাদ বাগান আলো করে রাখবে কাঠের গুরো ভারমি কম্পোজ দিয়ে ফল গাছ ও লাগাতে পারো কোন অসুবিধা হয় না অনেক শুভেচ্ছা ভাই কে এবং সমর কে অনেক ধন্যবাদ
অনেক ভালো লাগলো। কত উৎসাহ নিয়ে বাগান করছ। এই আনন্দ তোমায় ভরিয়ে রাখুক। সমর বাবুর জন্য রইলো অনেক শুভেচ্ছা। গাছপ্রেমিদের গাছ নিয়ে চিন্তা ভাবনা অনেক সহজ সরল করে তুলছেন। সাহস আসছে মনে। ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর বাগান দেখালে বাবা সমর। মাত্র আট মাসের মধ্যে গাছ গুলো ভারী সুন্দর হয়েছে। শশা, লাউ, পেয়ারা সহ সবগাছই সুন্দর । ছোট জলাশয়টাও বেশ লাগলো। দাদা-দিদির থিয়োরি তে বাগান করাতে আমিও খুব উৎসাহি। কারন আমার একচিলতে বাগান বক্সজানালাগুলো আর বারান্দায় । তাই গাছ মাটির পরিবর্তে হাল্কা উপাদানে করতেই আমার ভালো লাগে । সমর তোমাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানালাম এত সুন্দর ভিডিও দেখানোর জন্যে । সবাই ভালো থাক ।
Ami roj dekhi Green Friend kintu comment karina kintu aj na kare parlamna darun prayas .Bhai apnader kachhe varmi compost 1kj kato kare janale bhalo hoy.
Ato kom somay a ato sundor bagan....asadharon hoeacha...r gacher growth o khub e sundor..khub valolaglo...thank you vai o Samar Da ke khub valo o sustho thakben ❤💚❤
দেখলাম ,আমারই মত,যা পাই তাতেই গাছ লাগাই সমর'দা আপনার একটা কথা প্রমাণ করলো আপনি সত্যিই দর্শকদের কথা ভাবেন ঐ পদ্মগাছের কথা।আপনি নার্সারি মালিকদেরও অনুরোধ করলেন যাতে তাঁরা একটু কমদামে পদ্ম দিতে পারেন। ভালো থাকুন। নমস্কার।
খুব ভালো লাগলো। এক কথায় এ কিন্তু গ্রীন ফ্রেণ্ডসেরই অবদান। আগে সুন্দর গাছ তৈরী করতে হবে পরে ফলের আশা। খুব ভালো লাগলো এই ধারণা যাদের তাদের সুন্দর বাগান হবেই। তাই আগে আমরা গাছের পরিচর্যা করি, তার ফল অবশ্যই পাবো। অনেক ধন্যবাদ।
অনেকে বলে কাঠের গুড়ো পচতে সময় লাগে তাই সরাসরি কাঠের গুড়ো ব্যবহার করলে ফাঙ্গাস লেগে গাছ মরে যেতে পারে। কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম কাঠের গুড়ো সরাসরি ব্যবহার হচ্ছে। বিষয় টা নিয়ে কনফিউশন এ পড়ে যাচ্ছি। কাঠের গুড়ো কিভাবে তৈরি করে গাছ লাগালে ভালো হবে তা যদি বিস্তারিত দেখিয়ে দিতেন খুবই উপকৃত হতাম।
খুবই সুন্দর লাগলো ভিডিওটি। অনেক কিছু জানা গেল। আমারও ইচ্ছা আছে কাঠের গুড় ব্যবহার করে কিছু গাছ তৈরি করা।
অসাধারণ একটি উপস্থাপনা। খুবই ভালো লাগলো।
এই ছাদ বাগানটি আমার ভালো লেগেছে। আমি চন্দন।। সমর বাবু।
Khub bhalo laglo sonar purer sonjur bagan. অনেক কিছু janlaam
Bah sei kaather guro r vermi diye kora khub sundor bagan...bhalo laaglo dekhte
Sotti eto kom samaye, eto sundor bagan 🌲🌲🌲 khub bhalo laglo
Garden ta khub sundor
Darun darun darun darun laglo video ta dake sotty mon vore gelo dada. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
পেয়ারা গাছটি খুব সুন্দর হয়েছে। কম সময়ে দারুন বাগান হয়েছে।
সমর দা, কাঠের গুঁড়োর প্রস্তুতি নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিন...
অনেক কিছু মিল পেলাম এই ভিডিও এর সাথে আমার
আমারও ৪-৫ মাসের বাগান ,আমিও অনলাইন থেকে ৪৫ রকমের aero seed এর সবজি বীজ কিনেছি ,গ্রীন নেট কিনেছি ,তার মধ্যেই বেড বানিয়ে ফেলেছি, ফল ফুল বনসাই সবই #Greenfriends দেখে করার চেষ্টা করছি
খুব সুন্দর বাগান ভাই এর। গাছের গ্রোথ ও খুব সুন্দর। কম সময়ে খুব সুন্দর বাগান করেছেন ভাই। ধন্যবাদ সমরকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য
খুব সুন্দর করে বাগান করেছেন দাদা । খুব ভালো লাগলো 🙏🌹🙏
সবাই বোকা আর আপনি চালাক তাই না।20 দিনে লাউ গাছে লাও হয়।
Khub valo laglo baganta vabte parchi na eta nuton Bagan. valo thakis......mashima
Khub sundor bagan dekhe khub valo laglo
Chotto bagan sundor bagan.👍🏻👍🏻
সমরবাবু, আমি মালদা থেকে বলছি। আমি বয়স্ক মানুষ, সিনিয়ার সিটিজেন। আপনার উপস্থাপনা খুবই উচ্চমানের। আপনার ভিডিও থেকে অনেক উৎসাহ পাই। ছাদে একটা সখের ফল ও সবজি বাগান করি। কিন্তু মালদায় খুবই বাঁদরের উৎপাত, সব সবজি, ফল নষ্ট করে দেয়। ফলে ভালো সাফল্য পাচ্ছি না। প্রথমে ভাবলাম ওদেরকে আলাদা করে কিছু খাবার দিলে হয়ত ওরা তত ক্ষতি করবে না। কিন্তু তাতে হিতে বিপরীত হল। বাঁদর আর এলাকা ছাড়তে চাইছে না। ভোর ৫টা থেকেই তাদের ছাদে ভিড় জমে যাচ্ছে। তাই উপায় না দেখে আমি চাইছি ছাদটা নেট দিয়ে ঘিরতে। কিন্তু কত mm plastic তারের নেট লাগালে তা বাঁদরে ছিঁড়তে পারবে না তা বুঝতে পারছে না। এব্যাপারে যদি একটু পরামর্শ দেন এবং কোথায় পাবো তা বলে দেন তাহলে খুবই উপকৃত হব।
লোহার তারের নেট ব্যবহার করুন
Sir আপনার ভিডিও গুলো দেখে আমার ও ছাদ বাগান করতে ইচ্ছা করছে। তাই আমি কিছু গাছ কিনে নিয়ে এশেছি। দেখলাম যে লেবু গাছে সাদা মাছি হয়েছে। কি করবো.....
খুব সুন্দর বাগান। খুব ভালো লাগলো
খুব সুন্দর একটি বাগান। এতো অল্প সময়ে এতো সুন্দর বাগান খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সমর দা।🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
কাঠের গুড়ো জিন্দাবাদ 👍👍
খুব ভালো হয়েছে।
Khub valo bagan hayeche
ভীষন ভালো লাগলো ধন্যবাদ
খুব সুন্দর বাগান করেছেন
Khub khub sunder👌👌👌
খুব সুন্দর হয়েছে
খুব ভালো লাগলো দাদা
Nice garden khub Valo laglo video ta 👌👌
Khub sundar baganti korecho vai
Khub sundor bagan dadar
Khub bhalo laglo. Thanks.
Sundar kaj koreche bhai bhalo laglo
খুব সুন্দর লাগছে, দেখতে
Bhair bagan khoob sundar
সত্যি সত্যি খুব সুন্দর বাগান
Khub valo bagan hoyeche
আমার বাগানেও এই রকম ছোট একটা কৃষ্ণচূড়া গাছ আছে। খুব সুন্দর ফুল ফুটেছে। আমার গাছটি বীজ থেকে চারা তৈরী করা।
অসংখ্য ধন্যবাদ সমরদা অল্প সময়ের মধ্যেবাগান করা ।তবে পদ্মর বীজ আমার চাই
দারুন লাগলো। চেষ্টা করবো এইভাবে বাগান করতে।
খুব সুন্দর করে বাগান কোরছেনদাদা
বাগান টা অসাধারণ
Sundor r chimcham video. Valo laglo
নতুন ছাদ বাগান খুব ভাল হয়েছে,পেয়ারা গাছ টা অসাধারণ।
Khub valo laglo dadar bagan,,
Baganta asombhob sundor hoache
সত্যিই আমার ছাত বাগান টি দেখে খুবই ভালো লেগেছে। এভাবেই চালিয়ে যান।
খুব ভালো লাগলো সঞ্জু ভাই এর ছাদ বাগান।খুব অনুপ্রাণিত হলাম। সমর দা কে অনে
আমিও বিষ্ণু দাদা ভিডিও দেখে পেয়ারা গাছে পিঞ্চ করার পর আমার পেয়ারা গাছটা পাতা ভোরে গেছে গাছে কুড়ি এসেছে Green Friends দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ভাই তোমার বাগান খুব খুব সুন্দর হয়েছে ধন্যবাদ 👍👍👍💖💖💖
Thank you ☺️
khub sundar dadar chad bagan
অসাধারণ ছাদ বাগান
খুব সুন্দর হয়ে ছে দাদা
Darun laglo new media
Khub sundor laglo video ta 😊
ভীষন সুন্দর লাগলো,,বেশ ভালো বাগান,জলাশয় টা ভালো লাগলো।।।
আট মাস হলে ও অসাধারণ সুন্দর হয়েছে বাগান। অনেক গাছ রয়েছে খুব ভালো লাগল বাগান। ভালো থাকুন ভাই আর ভালো থেকো ভাই
বাবুর জন্য রইলো অনেক শুভেচ্ছা। গাছপ্রেমিদের গাছ নিয়ে
অল্প দিনেই সুন্দর বাগান তৈরি করেছে ভাই শশা গাছ টা অসম্ভব সুন্দর হয়েছে প্রচুর ফল ও ধরেছে অনেক ফলের গাছ এনেছে কিছু দিন পরে এরাই বড়ো হয়ে ছাদ বাগান আলো করে রাখবে কাঠের গুরো ভারমি কম্পোজ দিয়ে ফল গাছ ও লাগাতে পারো কোন অসুবিধা হয় না অনেক শুভেচ্ছা ভাই কে এবং সমর কে অনেক ধন্যবাদ
ধন্যবাদ
@@sanjupramanik1369 dada phone number ta debrn
Kub sundor
Khub sundor
Phone no ta daw .koekta kotha janar ache .
খুব সুন্দর।
বাহ্ ! সত্যি সত্যিই প্রশংসনীয় 😊❤👍👍
আমার ছাদ বাগান এক বার দেখিও সমর
Thank you ☺️
অনেক সুন্দর বাগান করেছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সমরদা ও দাদাকে ভালো থাকবেন।
krishnachura....ami onek chara korechi...
Osadharon, best idea of roof gardening.
khub sundor laglo, tomake onek onek dhonnobad amarder kache ato sundor video niye asar jonno☺☺
নতুন বাগান হলেও খুব সুন্দর
অনেক ভালো লাগলো। কত উৎসাহ নিয়ে বাগান করছ। এই আনন্দ তোমায় ভরিয়ে রাখুক।
সমর বাবুর জন্য রইলো অনেক শুভেচ্ছা। গাছপ্রেমিদের গাছ নিয়ে চিন্তা ভাবনা অনেক সহজ সরল করে তুলছেন। সাহস আসছে মনে। ধন্যবাদ আপনাকে।
Thank you ☺️
Khub sundor bagan
এতো কম সময়ের মধ্যে খুব সুন্দর বাগান করেছেন।
বাহ্ ভীষণ সুন্দর লাগলো ভিডিও টা ধন্যবাদ দাদা কে ধন্যবাদ আপনাকে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন।
দারুন দারুন লাগলো দাদা ভীষণ সুন্দর একটা ভিডিও
Dada ami Bangladesh theke dekci
Khub sundar bagan korecho bhai . Padma laganor jonya kotha theke chara pabo.kindly bolo bhai
ভারমিকমপসট এর পরিবর্তে গোবর সার দিলে হবে কি জানাবেন প্লিজ
Green friends er sange thaktei habe. Nahole ato sundar ideas kothay paowa jabe!
Thank you ☺️
Khub bhalo laglo 🙏🙏
খুব সুন্দর বাগান দেখালে বাবা সমর। মাত্র আট মাসের মধ্যে গাছ গুলো ভারী সুন্দর হয়েছে। শশা, লাউ, পেয়ারা সহ সবগাছই সুন্দর । ছোট জলাশয়টাও বেশ লাগলো। দাদা-দিদির থিয়োরি তে বাগান করাতে আমিও খুব উৎসাহি।
কারন আমার একচিলতে বাগান বক্সজানালাগুলো আর বারান্দায় । তাই গাছ মাটির পরিবর্তে হাল্কা উপাদানে করতেই আমার ভালো লাগে ।
সমর তোমাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানালাম এত সুন্দর ভিডিও দেখানোর জন্যে ।
সবাই ভালো থাক ।
এক কথায় অসাধারণ 💚☘️
Dada ami apnader chadbagan vedio khub
আমিও তৈরী করেছি ছোট বাগান।
Ami roj dekhi Green Friend kintu comment karina kintu aj na kare parlamna darun prayas .Bhai apnader kachhe varmi compost 1kj kato kare janale bhalo hoy.
খুব সুন্দর👍🏻
অসাধারণ বাগান
Ato kom somay a ato sundor bagan....asadharon hoeacha...r gacher growth o khub e sundor..khub valolaglo...thank you vai o Samar Da ke khub valo o sustho thakben ❤💚❤
Thank you ☺️
সমর ভাই তোমার ভিডিও রোজ দেখি । আমার কুমরো গাছে ছোটো লাল পিঁপড়ে হয়েছে কি ওষুধ দেব যদি বলো।
Khub bhalo
Dada.... Valo Jol poddo gach kothay pabo, jodi ektu bolen...
খুব সুন্দর বাগান
ছোট জলাশয়টাও বেশ লাগলো। দাদা-দিদির থিয়োরি তে বাগান করাতে
ভাই ড্রামের ফল গাছ কি কাঠের গুঁড়ি দিয়ে করা যাবে।
Thank You Samar Da ,Ishwar Apnar Mangal Karuk
Vari sundor
দেখলাম ,আমারই মত,যা পাই তাতেই গাছ লাগাই সমর'দা আপনার একটা কথা প্রমাণ করলো আপনি সত্যিই দর্শকদের কথা ভাবেন ঐ পদ্মগাছের কথা।আপনি নার্সারি মালিকদেরও অনুরোধ করলেন যাতে তাঁরা একটু কমদামে পদ্ম দিতে পারেন।
ভালো থাকুন। নমস্কার।
ভালোই লাগলো।
খুব সুন্দর বাগান সমর দা সোনার পুরে দাদার আঙ্গুর ফলের গাছ অনেক করে ফেলেছেন
রিয়ার ভ্যারাইটি ড্রাগণ যেমন হলুদ কালো পারপেল কোনটা মিষ্টি বেশি কোনটা সাইজ ভালো হয় এমন ভিডিওর অপেক্ষায় থাকলাম
Khub valo ❤️
Khub valo laglo Dada.💚
খুব ভাল লাগল
Akta angur gach amio jate pai vai।
Khub sundor
খুব ভালো লাগলো। এক কথায় এ কিন্তু গ্রীন ফ্রেণ্ডসেরই অবদান। আগে সুন্দর গাছ তৈরী করতে হবে পরে ফলের আশা। খুব ভালো লাগলো এই ধারণা যাদের তাদের সুন্দর বাগান হবেই। তাই আগে আমরা গাছের পরিচর্যা করি, তার ফল অবশ্যই পাবো। অনেক ধন্যবাদ।
অনেকে বলে কাঠের গুড়ো পচতে সময় লাগে তাই সরাসরি কাঠের গুড়ো ব্যবহার করলে ফাঙ্গাস লেগে গাছ মরে যেতে পারে।
কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম কাঠের গুড়ো সরাসরি ব্যবহার হচ্ছে। বিষয় টা নিয়ে কনফিউশন এ পড়ে যাচ্ছি। কাঠের গুড়ো কিভাবে তৈরি করে গাছ লাগালে ভালো হবে তা যদি বিস্তারিত দেখিয়ে দিতেন খুবই উপকৃত হতাম।
Darun laglo
খুব সুন্দর বাগান সমর দা সোনার পুরে দাদার আঙ্গুর ফলের গাছ অনেক করে ফেলেছেন। পানের রসে গাছ মরে যাবে কি??দুই জন কে ধন্যবাদ জানাই খুব ভাল লাগল। 🙏🙏🪴💚🪴🥰