'বালি বধ': রাম কি কাজটা ঠিক করলেন? || Ram 17 || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2023
  • .
    .
    .
    .
    .
    .
    #ram #rama #Vali #Bali #ramayana #valmiki #nrisingha_prasad_bhaduri #dasavatar #shriram #bhakti #ramayanam #jaishreeram #adipurush #avatar #mythology #indianmythology #hindu #ramavatar #tulsidas #RamayanTheEpicfullmovie #hanuman #HanuMan #Ramayan #RamayanonUA-cam #BalivsSugriv #RamayanepicStory

КОМЕНТАРІ • 117

  • @sumitabasu2745
    @sumitabasu2745 Рік тому +13

    রোজ শুনি আর মনে হয় আরো আগে এই প্রয়াস হলে আরো ঋদ্ধ হত মনন।কত কিছু জানা যে বাকি রয়ে গেছে।আপনাকে প্রণাম। আর তাঁদের ও শ্রদ্ধা জানাই যাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

  • @ratnadityadutta5895
    @ratnadityadutta5895 Рік тому +21

    এত সুন্দর বলেছেন চোখে জল চলে এসেছে আপনার মতন রীত মান ব্যক্তি কে এই হীন অর্বাচীনের কোটি কোটি প্রণাম।

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

  • @avigyanroy2318
    @avigyanroy2318 Рік тому +8

    কি যে সমৃদ্ধ মনে হচ্ছে নিজেকে এই আলোচনা শোনার পর
    । প্রনাম আপনাকে

  • @supriyadas9069
    @supriyadas9069 4 місяці тому

    অসাধারণ লাগল। অপূর্ব। খুব সুন্দর। প্রোনাম নেবেন। 🙏

  • @anjandey2940
    @anjandey2940 Рік тому +5

    Sir আপনার কাছ থেকে আমাদের দেশের পুরাণ ও মহাকাব্যর নানা ব্যাখ্যা শুনে শুনে বৌদ্ধিক ভাবনায় উত্তীর্ণ হয়েছি। আমার বহু বহু আধুনিক পড়াশোনা আমাকে সমৃদ্ধ করতে পারেনি। এই ৬০ বছরের জীবনে এসে আপনি আমাকে নতুন আলোর সন্ধান দিয়েছেন। আপনাকে আমার শতকোটি প্রণাম। আপনার প্রতিটা এপিসোড আমি শুনি। সংস্কৃত ভাষা না জানার আক্ষেপ হয়। আপনি আমাকে নতুন ভাবে জীবন ও দর্শন নিয়ে মননশীল ভাবনায় উদ্বুদ্ধ করেছেন। পুনরায় আপনি আমার প্রণাম নেবেন গুরুদেব। কোনোদিন সাক্ষাৎ হলে আপনার চরণে মাথা ঠেকাবো। আমি শিলিগুড়ি নিবাসী। ভালো থাকবেন।

  • @gargichatterjee4272
    @gargichatterjee4272 5 місяців тому +4

    আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার অপূর্ব সুন্দর ব্যাখ্যা যত শুনি তত‌ই বিমুগ্ধ হ‌ই। সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @sudipmanna4359
    @sudipmanna4359 Рік тому +5

    কিছুই বলার নেই। আপনি এত সুন্দর করে বর্ণনা করেছেন মনে হয় শুধু শুনেই যাই। আপনি যা বলবেন তাই শুনতেই থাকব।প্রণাম নেবেন।

  • @niveditabhanjachowdhury617
    @niveditabhanjachowdhury617 Рік тому +9

    সশ্রদ্ধ প্রণাম স্যার।কি অপূর্ব ব্যাখ্যা।কি গভীর পান্ডিত্য, মা সরস্বতীর অস্তিত্বের অনুভব ঘটে আপনার অপরিসীম জ্ঞান,যুক্তিপূর্ণ মনোমুগ্ধ আলোচনায়। আপনার আলোচনা গুলি আমাদের কাছে ঈশ্বরের অসীম কৃপার মতো। বড় বিস্ময় লাগে! খুব খুব ভালো থাকবেন স্যার আমাদের জন্যই।

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 Рік тому +11

    অদ্ভূত অপূর্ব সুন্দর ব্যাখ্যা স্যার। বালীর চারিত্রিক বৈশিষ্ট্য ethic এর এক চরম উচ্চ মার্গের । খুব ভালো লাগলো স্যার। বিশেষতঃ বামন অবতারের সঙ্গে সাদৃশ্য আছে যেনে।যত অবতার পর্ব আছে বামন অবতার best ever.খুব ভালো লাগলো। প্রণাম নেবেন স্যার।

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

    • @sangitabasu4635
      @sangitabasu4635 Рік тому +1

      Ar

  • @pampachowdhury3893
    @pampachowdhury3893 Рік тому +1

    আপনার একেকটা এপিসোড মনে হয় একেকটা ক্লাস, যেখানে বসে শুনেছি আর জ্ঞান সঞ্চয় করছি, সমৃদ্ধ হচ্ছি..প্রণাম আপনাকে ..অনেক কাল আগে থেকেই আপনার বই য়ের একনিষ্ঠ পাঠিকা হবার সুবাদে একলব্যর মতো দূর থেকেই আপনাকে গুরুর আসনে বসিয়েছি, এখন মনে হচ্ছে গুরু প্রসন্ন হয়ে আমাকে তাঁর ক্লাসে বসবার অনুমতি দিয়েছেন যেন ...🙏🙏

  • @sunandaroy6448
    @sunandaroy6448 7 місяців тому +1

    ২০২৩ সালের শারদীয়া বর্তমান সংখ্যায় স্যার আপনার যযাতিকে নিয়ে লেখা প্রবন্ধটি পড়ে সমৃদ্ধ হয়েছি। প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যাগুলো এত সুন্দর ও সহজ ভাবে করেছেন যে পাঠক হিসেবে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। স্যার আপনাকে সশ্রদ্ধ প্রণাম। রামায়ণের প্রত্যেকটা পর্ব শুনছি আর যুক্তিযুক্ত মানসিকতা নিয়ে রামায়ণ কে বুঝতে পারছি।

  • @subratadas6140
    @subratadas6140 Рік тому +1

    সম্মান ও শ্রদ্ধা জানাই।

  • @supriyodas1264
    @supriyodas1264 Рік тому +4

    অনেক ধন্যবাদ

  • @dollymallik3292
    @dollymallik3292 Рік тому +2

    মন্ত্রমুগ্ধ হয়ে হয়ে শুনতে থাকি। ভালো থাকবেন।

  • @amritersandhane7564
    @amritersandhane7564 Рік тому +1

    খুব ভালো লাগলো। ভগবানের লীলা বোঝা সাধারণ মানুষ কিভাবে বুঝবে। পরিস্থিতি ও প্রয়োজনে নিশ্চয় এটার দরকার ছিল।

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 Рік тому +2

    প্রণাম আচার্য

  • @sohamsarkar8773
    @sohamsarkar8773 Місяць тому

    Aro Video chai❤

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 Рік тому +2

    তারার অপেক্ষায় রইলাম ।নমস্কার । খুবই মন মুগ্ধ কর বিষয় ।

  • @anupamajumder9201
    @anupamajumder9201 Рік тому +1

    Daarun sir Apnar anek lekhabporechhi Bartoman patrika te

  • @titugupta3551
    @titugupta3551 Рік тому +8

    যতই শুনি ঋদ্ধ হই, তবু মনে হয় একেকটা পর্ব ৩০ মিনিট করে হলে ভালো হোতো।

  • @saswatidasgupta3911
    @saswatidasgupta3911 6 місяців тому

    আপনার ব্যাখ্যা -বিশ্লেষণ পড়ে বয়সও ক্রমশ বেড়েছে তেমনি সমৃদ্ধ হচ্ছি জানতে বুঝতে পারছি আমাদের সংস্কৃতি আমাদের ধারা... আপনি সুস্থ থাকুন দীর্ঘায়ু হন আর এভাবেই সমৃদ্ধ হতে থাকি। ভালো থাকবেন নমস্কার নেবেন 🙏

  • @supriyodas1264
    @supriyodas1264 Рік тому +8

    এই আলোচনা পেয়ে কতটা উপকৃত হলাম ভাষায় প্রকাশ করতে পারবো না।

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

  • @supriyodas1264
    @supriyodas1264 Рік тому +3

    🙏🙏🙏

  • @himalaya6016
    @himalaya6016 4 місяці тому

    অসাধারণ ❤

  • @indranibanerjee1479
    @indranibanerjee1479 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @dotcomlaundry7057
    @dotcomlaundry7057 11 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @sreeparnabiswas2033
    @sreeparnabiswas2033 5 місяців тому

    অপূর্ব সুন্দর ব্যাখ্যা । প্রতিটি এপিসোড থেকে ঋদ্ধ হচ্ছি । সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে ।🙏🙏

  • @dalipal4014
    @dalipal4014 9 місяців тому

    🙏🙏

  • @aninditabose278
    @aninditabose278 Рік тому +2

    অপূর্ব অসাধারণ বিশ্লেষণ

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

  • @pankajdas1738
    @pankajdas1738 Рік тому +1

    স্বাগত প্রণাম।
    💐💐💐💐💐

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Рік тому +6

    আজকের বিষয়টি আরো একবার শুনতে হবে। তবুও বলি যে বালির স্ত্রী তারা যে অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন এবং প্রাতঃস্মরনিয়া। আজ যে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য এবং বুদ্ধি-বিবেচনার পরিচয় পেলাম তার তুলনা নেই। আমাদের পঞ্চ সুন্দরী ও পঞ্চ প্রাতঃস্মরনিয়াদের যে যুক্তিসহ বিশ্লেষণ শুনলাম তা আগে অন্য কোথাও পাইনি। ভীষণ ভালো লাগলো।
    প্রণাম নেবেন
    শুভ রাত্রি।

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

  • @aninditakumar8844
    @aninditakumar8844 Рік тому +1

    অপূর্ব...

  • @dr.suchandramitrachaudhury9607

    অসাধারন অপূর্ব ❤️🙏🙏🙏

  • @sacharya5691
    @sacharya5691 Рік тому +1

    অপূর্ব 🙏🏼🙏🏼🙏🏼

  • @saikatmondal6170
    @saikatmondal6170 Рік тому +1

    প্রণাম মহাত্মা।

  • @devdasghosh5215
    @devdasghosh5215 Рік тому +2

    অসাধারণ ব্যাখ্যা দিয়ে বোঝালেন স্যার। এই প্রসঙ্গে একটা কথা বলি। শ্রদ্ধেয় লেখক সমরেশ বসুর (কালকুট) গ্রন্থে পড়েছি। পঞ্চসতীর অন্যতমা তারার কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, দেবগুরু বৃহস্পতির পত্নী তারা হলেন পঞ্চসতীর অন্যতমা। তার কারণ হিসেবে তিনি লিখেছেন, বৃহস্পতির শিষ্য চন্দ্রের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা তাঁর সঙ্গে চলে যান। বৃহস্পতির অন্য শিষ্য দেবতারা চন্দ্র কে তারাকে ফিরিয়ে দিতে বললে চন্দ্র রাজী হননি। তিনি অসুরদের সহায়তা চান। তখন দেবতা ও অসুরদের যুদ্ধ বাধার উপক্রম হলে ব্রহ্মা চন্দ্র কে তিরস্কার করলে চন্দ্র তারাকে ফিরিয়ে দেন। তারা তখন গর্ভবতী ছিলেন। সেই সন্তান কার এই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে তারা স্বীকার করেন এই সন্তান চন্দ্রের। এই সত্য প্রকাশ করার জন্য তিনি পঞ্চসতীর অন্যতমা। বালী পত্নী তারা নন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা জানতে আগ্রহী।

    • @dipalidas56
      @dipalidas56 Рік тому

      Devdas Ghosh : আপনার এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না । কারণ 'কালকূট' ছদ্মনামে যে সমরেশ বসু লিখতেন, তিনি আমার, আপনার মত রক্ত-মাংসের মানুষ ছিলেন আর এখানে যে লার্নেড স্কলার ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয় বক্তব্য রাখছেন, সেগুলো তো পুরাণাদিসহ নানা ধর্মগ্ৰন্থ থেকে নেওয়া হয়েছে, উপরন্তু তিনি এ ধরণের নানা বিষয়ে রিসার্চ করেছেন । সুতরাং সকলেই তো তাঁর বক্তব্যকেই মেনে নেবেন । অতএব আপনার প্রশ্নের যুক্তিনির্ভর উত্তর পাওয়া খুবই কঠিন । যেমন এর আগে দেবী সরস্বতীকে নিয়ে দুটো এপিসোডে আমরা অনেক কিছু শুনলাম এবং জানলাম । কিন্তু শরৎকালে দুর্গামন্ডপে দেবী দুর্গার ডানদিকে ও বাঁদিকে যে লক্ষ্মী ও সরস্বতীকে দেখতে পাওয়া যায় - আমরা এরকম জানি যে, এই দু'জন হলেন হর-গৌরীর কণ্যা এবং আমরা প্রায় সকলেই আমাদের সন্তানাদিদেরও এই রকমই শিখিয়েছি । সত্যিই কি এঁরা দু'জনে পার্বতী-মহেশের কণ্যা ? এর সদুত্তর কে দেবেন ?

    • @devdasghosh5215
      @devdasghosh5215 Рік тому

      @@dipalidas56 বুঝেছি।

  • @PronotiGoswami
    @PronotiGoswami Рік тому

    শুধুই মুগ্ধতা রেখে যাই। রানের এমন লীলা মন খারাপ হয়ে গেলো।
    আপনাকে প্রণাম🙏🙏

  • @maitreyigupta4973
    @maitreyigupta4973 Рік тому

    Incredible. Apnake amar pranam janai

  • @subhaschandrabhattacharyya86

    অপূর্ব।🙏🙏🙏।

  • @tapanmajhi1185
    @tapanmajhi1185 Рік тому

    ধন্যবাদ।

  • @ashishmajumder9942
    @ashishmajumder9942 Рік тому

    অপূর্ব আপনার ব্যাখ্যা। যদি আপনার কাছে বসে শাস্ত্রের গভীর অর্থ, বেদের জ্ঞান শিক্ষা করতে পারতাম

  • @gautamroychoudhury2735
    @gautamroychoudhury2735 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhamansamanta4375
    @sudhamansamanta4375 Рік тому +1

    Amara Dhonno apanar bakha suna sayang prabhu apna ka kripa pradan korachaen . Aha ki sunlum janmo janmatoreo bhulibo na . Apnar dighyahu kamana kori🙏🙏🙏

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 9 місяців тому

    Apnar sab video gulo e khub sundor & manomugdhokor anek kichu jante parchi🙏🙏

  • @parimaladhikari9205
    @parimaladhikari9205 Рік тому

    Pranam niben sir.

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Рік тому +1

    🙏💐

  • @Mdpnaturelover
    @Mdpnaturelover Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anirbankundu2412
    @anirbankundu2412 9 місяців тому

    আপনার সব গুলি এপিসোড আমার পরম প্রিয়। প্রণাম নেবেন 🙏🙏🙏

  • @surodeepbhattacharya7428
    @surodeepbhattacharya7428 Рік тому +1

    🙏❤

  • @ayan2000a1
    @ayan2000a1 Рік тому +1

    The explanation, dissection of these situations are excellent and exceptional 🙏

  • @oksubhasish
    @oksubhasish 8 місяців тому

    শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর জেলা এই আশ্বিন মাসে ইন্দ্র পূজা হয়। সেই সাথে বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা তেও এই আশ্বিন মাসে ইন্দ্র পূজা উদযাপন হয়।

  • @gouridas2275
    @gouridas2275 Рік тому +3

    ওং

  • @sougatabiswas7511
    @sougatabiswas7511 Рік тому +1

    Sir jojati nia golpo ta bolun kindly ekbar...sune khb interesting laglo

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 Рік тому

    অদ্ভুত রহস্যময় সত্য

  • @sougatabiswas7511
    @sougatabiswas7511 Рік тому +1

    Next episode er jnno odhir agrohe bose thkbo😪😪

  • @chandrapal2376
    @chandrapal2376 Рік тому +1

    শোনা যায় নর্মদানদীর দক্ষিণতটের গভীর অরণ্যেআজও বানর ও হয়গ্রীব জাতি আছে এবং মূল চাতুর বর্ণ বিভাগও আছে তাদের মধ্যে !

    • @almin9142
      @almin9142 Рік тому

      এই পার্সপেক্টিভে বালি রামের থেকেও ভালো৷
      বালি জানতো তার বউ তারা সুগ্রীবের শষ্যা সঙ্গী হয়েছে তারপরেও তিনি তারাকে ত্যাগ করেন নি কারণ তিনি এও জানতেন তারা নিরুপায় ছিলো, রেপের স্বীকার হয়েছিলো কিন্তু তার মনটা খারাপ কাজের সহযোগী ছিলো না, অপবিত্র ছিলো না। এই পৃথিবীতে আমাদের দেহ না চাইতেও ভিভিন্ন বস্তু, মল, প্রাণী এবং মনুষ্যের দ্বারা অপবিত্র হইতেই পারে এটা খুবোই স্বাভাবিক এবং অহরহ প্রত্যাহ ঘটে আমাদের সাথে তাই এই পৃথিবীতে কর্তার অঅন্তকরণ ও উদ্দেশ্য যাচাই ও বিচার করে পবিত্রতার ঘোষণা দেওয়া আবশ্যক৷
      দেবী সীতা স্বেচ্ছায় হরণ হননি বরং তাকে হরণ করা হয়েছিলো তাই তিনি পবিত্র এমনকি তিনি যদি রেপেরো স্বীকার হতেন তারপরেও আমি এটাই বলতাম তিনি সর্বদা পবিত্র এবং পণ্যময়ী আত্মা৷ কারণ জগতে আমাদের দেহকে অন্য কেউ জোর পূর্বক অপবিত্র করে দিতেই পারে বা মূল মূত্র লেগে অপবিত্র হয়ে যেতেই পারে কিন্তু আমাদের মন যদি অপবিত্র হতে না চায় তবে আমরা পবিত্র কারণ আমাদের দেহকে রক্ষা করার ক্ষমোতা দিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠান নি৷ তাই দেবী সীতাকে ত্যাগ সর্বতা অনুচিত কার্য এবং তাকে অপবিত্র ভাবা তার থেকেও বড় অনুচিত কার্য৷

  • @foodyammy3891
    @foodyammy3891 Рік тому

    Ato sundor topic vaba jaye na

  • @whizyoga
    @whizyoga 4 місяці тому +1

    I am deeply grateful to have access to your channel, the rich content surpasses any measure of appreciation. Thank you for sharing your knowledge, wisdom with us. I eagerly anticipate the opportunity to meet you in person and receive your blessings.
    I have a quick question: "Was Tara polygamous?" Additionally, if you could cover the topic of Panchakanya in a few episodes, it would be greatly appreciated. Perhaps we could also dedicate a few sessions to discussing Draupadi.

  • @AnirbanTheGreat
    @AnirbanTheGreat 6 місяців тому

    Osamanno....

  • @s.lahiri1227
    @s.lahiri1227 Рік тому

    আমার প্রনাম নেবেন

  • @pinakpanimukherjee8201
    @pinakpanimukherjee8201 8 місяців тому

    This was unfair war by Ram

  • @sougatachatterjee7545
    @sougatachatterjee7545 Рік тому +2

    Please receive my respect

  • @biswanathkar4287
    @biswanathkar4287 Рік тому

    অসাধারণ এর চেয়ে বেশী বলা যায় না।

  • @somabal7173
    @somabal7173 Рік тому

    অসাধারণ 🙏, অপেক্ষা তে রইলাম রামচন্দ্র কি উত্তর দেন নিজের পক্ষে l

  • @deepangshudas9466
    @deepangshudas9466 Рік тому +1

    একটি প্রশ্ন ছিল, অকালবোধন একটি বিতর্কিত বিষয়। বাল্মিকী আর কৃত্তিবাস রামায়ন এই বিষয় পরস্পর বিরোধী, আপনার মতামত জানতে ইচ্ছুক।

  • @goalbiooileast97
    @goalbiooileast97 Рік тому +1

    aapnar katha sunte vision bhalo lage ,anek knowledge hoi ,Jwajati neye video karun

  • @ritwikmukherjee3174
    @ritwikmukherjee3174 Рік тому +1

    প্রণাম নেবেন স্যার 🙏 একটি প্রশ্ন,
    ছোটোবেলায় পড়ে এসেছি ইউরাল পর্বত থেকে আশা আর্যরা এই দেশে আর্যাবর্তের প্রতিষ্ঠা করেন... আর্যদের রচনা করা রাময়ন ও মহাভারত দুই মহাকাব্য, যেখানে বারবার নায়োকোচিত ভূমিকায় দেখা গেছে বানর থেকে শুরু করে একলব্যদের। শুধু রামায়নের ক্ষেত্রেই আমি যদি ধরেনি মিশ্র সংস্কৃতির প্রশংসার জন্য তারা এই রচনা করেছেন, তাহলে কী দক্ষিণের আদিবাসী দের কেই বানর হিসেবে দেখানো হয়েছে?? যদি তাই হয়, তাহলে আর্যরা ভারতে আশার বহু আগেই পাশ্চাত্য সভ্যতার বিকাশ ধারা অব্যাহত ছিল একথা কতটা যুক্তিযুক্ত??
    আসানসোল এর কুলটি এর সোদপুর গ্রাম থেকে আমি ঋত্ত্বিক মুখার্জি। বিস্তারিত উত্তরের অপেক্ষায় থাকলাম 🙏

    • @saptarshimanuwadi4
      @saptarshimanuwadi4 Рік тому

      Bhai Sanatan samiksha te eso tumi direct question korte parbe

  • @mickshaw555
    @mickshaw555 Рік тому

    Opekkha korey thaaki, protyek deen, kobey notun video upload korben.

  • @prajjaldas6224
    @prajjaldas6224 Рік тому

    তন্ত্র সাধনা নিয়ে যদি কিছু বলা যেতে পারে একদিন।
    "তন্ত্রভিলাশিষ সাধুসঙ্গ"

  • @biswanathkar4287
    @biswanathkar4287 Рік тому

    প্রনাম জানিই ভাদুড়ী বাবুকে।

  • @AMIYAROY
    @AMIYAROY Рік тому

    Maharaj!
    Ram - MARYADA PUROSATTAM. TAARN KRITYA SOBII SUDHYA SATWA THEKE!
    SUTARANG, EK VISHESH DRISTIKON THEKE DEKHLE ANYA ROKOM LAAGTEO PARE KINTU TAANR LILA PREMAMOY!

  • @travellingtiger4175
    @travellingtiger4175 Рік тому

    Apni bidgogdho manush.... MA SITA TO SOYONG MA LAXMI.... KANO TINI NARAYAN CHARA ONNO KARO SPORSHO GROHON KORBEN
    Shoyong Narayan SHREE SHREE MAHADEV ER LINGO STHAPON KORE RAMESHWARAM A SHOYONG NARAYON MOHADEV ER PUJO KOREN PUJARI SYOYONG ravana... Tini to Shoyong BABA BHOLA.... TINI VUT RAKHYASH ER O ARADHYO.... NARAYON ER O ARADHYO.....
    KINTU MA LAXMI RAMAYAN A MAA SITA... TINI KANO SHUNBEN....
    STREE ER KACHE TO TAAR BOR... TAAR PREMIK E PRODHAN GONYO
    TAI NOY KI

  • @gourdassaha1717
    @gourdassaha1717 Рік тому +1

    ASHADHARON

  • @shravanamuhuri9514
    @shravanamuhuri9514 Рік тому

    Samajik adhopoton joto ta mahabharat e dekha jay toto ta ramayan e dekha jayna.... Banor othoba ( early man) er jogote ba Banor jogote chhilo... Tai sugrib balir madhye dekhano hoyechhe...

  • @dipendey5633
    @dipendey5633 Рік тому

    স্যার, আমার আর একটা প্রশ্ন ছিল। ইন্দ্র বলতে কি কোন নির্দিষ্ট দেবতাকে বুঝায় নাকি দেবতাদের যে রাজা হয় তাকে বুঝায়? জানতে পারলে সমৃদ্ধ হবো। ধন্যবাদ

  • @unitedwestand1057
    @unitedwestand1057 Рік тому

    Bhavishya Mallika puraan
    Sir এটা নিয়ে খুব আলোচনা চলছে। একটু বল বেন। বলছে কলিযুগ শেষ পর্যায়। এ বই কোথায় ঠিক পাওয়া যায়?

  • @thebongvoice85
    @thebongvoice85 Рік тому +1

    আপনি টুকে আনলেও সমস্যা নেই 🙏
    ওরকম করে টুকতে কে আর পারবে!

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 Рік тому +1

    Ram should have made alliance with Bali instead of Sugrib to fight with Ravan and kicked out Sugrib. He has made many mistakes and is more like ordinary man than an incarnation of God

    • @ritwikmukherjee3174
      @ritwikmukherjee3174 Рік тому

      শ্রদ্ধার সাথেই জানাই, আপনি কিছুই বোঝেননি... যে কোনো অবতার কখনোই অহংকার কে প্রশ্রয় দেন নি... রামচন্দ্র তাই করেছিলেন, বালি অন্যায় করেছিল

  • @arnabbhattacharyya7793
    @arnabbhattacharyya7793 Рік тому +1

    Marjona korbena kintu apnar topics gulo ki somehow only targeted for softcore to hardcore vaishnavites🙏🏻

  • @akbrahma7739
    @akbrahma7739 5 місяців тому

    Mahabharat e Suryaputra Karna, ar Ramayan e Indraputra Bali. Kintu ekhane Vishu avatar swayam intervene korechen. Eta bhul, eta onyay. Ar ami Tara ke prosongsha na kore parchi na. Sotti tini mahan.

  • @rudraghosh10
    @rudraghosh10 Рік тому

    বন + নর = বানর আদিবাসী ও বলা যেতে পারে

  • @jayantamukherjee606
    @jayantamukherjee606 4 місяці тому

    Nandi gram Singur, nie mom bati michil korechilen, ebar sandesh khali nie kichu bolun? na ki chup chap thak ben ?

  • @pratyushneogi1302
    @pratyushneogi1302 Рік тому

    Anarya jemon bador rakshas hanumanra otota sotitwo r upor jor day na.

  • @soumyajitsarkar3309
    @soumyajitsarkar3309 Рік тому +1

    যযাতির জরা

  • @t.d3559
    @t.d3559 Рік тому +1

    Sita ram er sister chilo apni ki janen nijer itihas

  • @arnabbhattacharyya7793
    @arnabbhattacharyya7793 Рік тому

    Apni shakto related topics niye kono kichu bolen na kano ba ato kom bolen kano excepting some puja here and there?

  • @indranathmishra1979
    @indranathmishra1979 8 місяців тому

    Bhaduri Babu , Raam ke giye ektu boke din to .. .. aar ektu GYAN diye onake ektu SADBUDDHI Deen.. .. pls.

  • @t.d3559
    @t.d3559 Рік тому +1

    Jei sc st obc ra riddles in hinduism book ar revolution and counter revolution in ancient india book read kore ni tara manoshik gulam brahman der hindu kono dharma noi

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 Рік тому +1

    It is possible that Balmiki has wrongly depicted ,Ram Chandra.

  • @angshumanchoudhury3277
    @angshumanchoudhury3277 Рік тому +2

    🙏🙏🙏

  • @paragchaudhuri5075
    @paragchaudhuri5075 Рік тому +2

    🙏

  • @chandrimanair7750
    @chandrimanair7750 Рік тому +1

    🙏

  • @shefalisingharoy7906
    @shefalisingharoy7906 Рік тому

    🙏🙏🙏

  • @kamalbanik9344
    @kamalbanik9344 Рік тому

    🙏

  • @VitthalGucci
    @VitthalGucci Рік тому +1

    🙏🙏🙏