রামচন্দ্র হেরে গেলেন? || Rama is Defeated || Ram 18 || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2023
  • .
    .
    .
    .
    .
    .
    #ram #rama #Vali #Bali #ramayana #valmiki #nrisingha_prasad_bhaduri #dasavatar #shriram #bhakti #ramayanam #avatar #mythology #indianmythology #hindu #ramavatar #tulsidas #hanuman #HanuMan #Ramayan #RamayanonUA-cam #BalivsSugriv #RamayanepicStory

КОМЕНТАРІ • 122

  • @sreeparnabiswas2033
    @sreeparnabiswas2033 5 місяців тому +2

    আহা!কি অপূর্ব! কি সুন্দর বিশ্লষণ ! মন ভরে গেলো !
    🙏🙏🙏🙏🙏🙏

  • @samiranpramanik3348
    @samiranpramanik3348 Рік тому +25

    তারা,মন্দাদরী ,অহল্যা ,কুন্তী , দ্রোপদি এই পাঁচ জনের জন্ম বৃত্তান্ত ও গুণ প্রভাব বিস্তারিত আলোচনা করুন ,SIR. 🙏🙏

  • @rekhapathak79
    @rekhapathak79 5 місяців тому +1

    সব কাজ ফেলে খুব মনযোগ দিয়ে শুনলাম বালি বধের কাহিনি। হৃদয়ে গাঁথা থাকবে। নমস্কার স্যার।

  • @anirbankundu2412
    @anirbankundu2412 10 місяців тому +2

    এতোটাই শিক্ষনীয় উপভোগ্য, নিজেকে প্রচন্ড সৌভাগ্যবান মনে করছি। প্রণাম নেবেন... 🙏🙏🙏🙏🙏

  • @JaySriRam963
    @JaySriRam963 Рік тому +5

    जय श्री राम
    जय बजरंगबली 🙏🏽💥🚩🔥🕉

  • @kalyanichatterjee488
    @kalyanichatterjee488 6 місяців тому

    অপূর্ব। শুনে মন ভরে গেল। যত শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার চরনে প্রণাম জানাই

  • @ramabhattacharyya7126
    @ramabhattacharyya7126 Рік тому +3

    শ্রদ্ধা ও ভালবাসা নেবেন স্যার

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 Рік тому +6

    সাধু সাধু কিছু বলার ভাষা নেই।জমে উঠেছে।দারুন ।প্রণাম নেবেন ।

  • @ajoy.k.m28
    @ajoy.k.m28 Рік тому +11

    ভাদুড়ী স্যার প্রণাম । খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনার জন্য অশেষ ধন্যবাদ ।

  • @yogamayabag635
    @yogamayabag635 Рік тому +4

    Last katha holo saratsar . Jay sri RAM.

  • @trueisknowledge7802
    @trueisknowledge7802 3 місяці тому

    রামায়ণ ও মহাভারত সনাতনীদের অর্থাৎ সকল সনাতনীদের আয়না স্বরূপ। আর এ জগতে আমরা সবাই অজ্ঞান রূপী ধৃতরাষ্ট্র ও গান্ধারী রূপে বসবাস করছি।

  • @wanttobehappy4529
    @wanttobehappy4529 6 місяців тому

    আপনার আলোচনায় সমৃদ্ধ হলাম।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 Рік тому +2

    অসাধারণ অসাধারণ অসাধারণ। যত শুনি তত‌ই মুগ্ধ হ‌ই

  • @user-iy9io4jz7s
    @user-iy9io4jz7s 7 місяців тому

    khub khub sundar - pranam neben

  • @aninditabose278
    @aninditabose278 Рік тому +4

    সব থেকে ভালো লাগলো, বৃন্দাবন দাস ঠাকুর এর কথা

  • @trueisknowledge7802
    @trueisknowledge7802 3 місяці тому

    অসাধারণ স্যার, রামায়ণ ও মহাভারতের প্রতিটা চরিত্র যদি বুঝতে হয় তাহলে স্যারের কাছে আসতে হবে ই।

  • @krishnasain8110
    @krishnasain8110 Рік тому +5

    প্রণাম sir, খুব ভালো লাগলো। এমন আলোচনা আরও চাই।

  • @pratimabarat3616
    @pratimabarat3616 Рік тому +2

    Asadharon laglo

  • @muktimaity7646
    @muktimaity7646 Рік тому +3

    Joy sitapoti ramchondro.🙏🙏🙏

  • @sagardeb460
    @sagardeb460 Рік тому +10

    এই যে সংস্কৃত টা বলেন কি যে আনন্দ লাগে শুনতে। দয়া করে কারো কথায় এটা বলা কমাবেন না। সেই সাথে আপনি বলতে বলতে এই যে হারিয়ে যান তাও বড়ো আনন্দ নিয়ে শুনি৷ আপনাকে এমন করে শুনতে পাওয়া কি যে ভাগ্যের ব্যাপার আমাদের জন্য৷ আরো অনেক দিন ঈশ্বর আপনাকে সুস্থ্য সবল রাখুন।

  • @revolutionist2468
    @revolutionist2468 Рік тому +8

    বাংলাদেশ হইতে প্রণাম জানাই। সমৃদ্ধ হইলাম 🙏। আপনার পর্যালোচনামূলক ভিডিও'র জন্য সর্বদা অপেক্ষায় থাকি। মহেশ্বর এর নিকট আপনার কল্যাণ কামনা করি।

    • @DudewithaGoodMood
      @DudewithaGoodMood 6 місяців тому

      বাংলাদেশে আপনারা ঠিকঠাক আছেন তো? কোনো সাম্প্রদায়িক অসুবিধার মধ্যে নেই তো?

  • @subinitachowdhuri1
    @subinitachowdhuri1 Рік тому +2

    ভীষন ভালো লাগলো। অপেক্ষায় রইলাম পরের episode এর জন্য ।
    সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন ।

  • @rudraghosh10
    @rudraghosh10 Рік тому +2

    অনেক দিন পর রাম চন্দ্রের গুনাবলীতে আপনার স্ট্যান্ড ভাল লাগলো স্যার

  • @johnbutler7280
    @johnbutler7280 Рік тому +4

    আপনি একজন পন্ডিত ব্যাক্তি ! মনে হচ্ছে চাক্ষুস রামায়নের রাম ও বালি আমার চোখের সামনে হাজির হয়ে ঘটনা ঘটাচ্ছেন। 🙏🙏🙏

  • @ujjwalbakuli2058
    @ujjwalbakuli2058 9 місяців тому +1

    Sir,Pranam.We are proud for your speech

  • @ratnam.755
    @ratnam.755 Рік тому +4

    অসাধারণ আলোচনা করেছেন, মনে হচ্ছে আরো শুনি।শ্লোক গুলো বলছেন বলে আরো ভালো লাগছে! যদিও সংস্কৃত আমার বিষয় নয়, তবুও আমাদের সময় বাধ্যতামূলক ভাবে অষ্টম শ্রেণী অবধি সবাইকে পড়তে হতো।পরে দেখলাম নিত্য গীতা পাঠের জন্য অন্বয় ভেঙে পড়লে বেশ ভালোই লাগে।তাই আপনি যখন ধাতু- বিভক্তির ব্যবহার ব্যাখ্যা করছেন তখন অত্যন্ত মনোগ্রাহী হচ্ছে বক্তব্য বিষয়টি।সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @shamalkumardebnath734
    @shamalkumardebnath734 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @swagatadey5174
    @swagatadey5174 6 місяців тому

    Speechless 🙏🙏🙏

  • @abhimanyu3951
    @abhimanyu3951 Рік тому +2

    সাধু সাধু

  • @mousumibanerjee9904
    @mousumibanerjee9904 Рік тому +3

    Thank you Sir.

  • @anirudhyalahiri8972
    @anirudhyalahiri8972 Рік тому +2

    মেঘনাদবধ কাব্মেঘ্ন্র মেঘনাদ এবং বাল্মীকি রামায়ণ এর মেঘনাদ এর তুলনামূলক একটা আলোচনা যদি করেন ত খুব ভাল হয়। প্রনাম

  • @sauravsarkar8522
    @sauravsarkar8522 Рік тому +2

    I am just spellbound.

  • @indrajitmukhopadhyay....lo9953

    Onk pronam neben sir....ekta onurodh....ei bhabe sequentially ramayan er porbo guli sporsho kore jaben.... osadharon osadharon 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rupratanpatnaik3278
    @rupratanpatnaik3278 Рік тому

    🙏🙏🙏

  • @swapnamaity8396
    @swapnamaity8396 Рік тому +2

    KHOOB BHALO LAGE ATO SUNDAR ALOCHONA KOREN..APURBO DESCRIPTION..EXCELLENT EXPLANATION..SWASWADHA PRANAM GRAHAN KORBEN SIR (MAHARAJ)NAMASTE NAMASTE 🙏 ♥️

  • @pratimabarat3616
    @pratimabarat3616 Рік тому +1

    Aapnake peyechi onek khusi .aage bortomane r apekhye thaktam

  • @namashiva1
    @namashiva1 Рік тому +1

    প্রণাম জানাই। সমৃদ্ধ হলাম ।

  • @joy_khusee.
    @joy_khusee. Рік тому +1

    Sir apnar katha sune romancho hoi .....
    Pronam neben sir

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Рік тому

    Beautiful..Aha Aha. Pranam Sir

  • @sarbaribhadury6939
    @sarbaribhadury6939 Рік тому +3

    লীলায়িত রামচন্দ্রের কথা শুনলাম আর বালীর প্রতি শ্রদ্ধা জন্মাল। তারার বুদ্ধিমত্তা মনে ধারণ করার মত। কী অসম্ভব সুন্দর করে যে বললেন........ প্রণাম আপনাকে।

    • @spendcuber1199
      @spendcuber1199 Рік тому

      Achha banar jati jakhon ''totem'' chhilen tobe bali ki karone bnadorer chamra,lom,asthi - esob kotha Ram ke bollen ?

    • @dipalidas56
      @dipalidas56 Рік тому

      @@spendcuber1199 উনি একজন রির্সাচ স্কলার তথা ইনস্টিটিউশন। অতএব উনি যা বলবেন তা আমাদের সবাইকে বেদবাক্য তথা ধ্রুবসত্য বলে মেনে নিতে হবে । এর বাইরে বোধহয় আর কিছুই নেই ।

  • @rebatikumarsaha1040
    @rebatikumarsaha1040 Рік тому +2

    What is caption of next episode in keeping continuity of this" Ramachandran her gelen"

  • @pravatigunin9573
    @pravatigunin9573 Рік тому +3

    একটু বড় হোক,কি করবো?শুনতে তো বেশ লাগে,মনে রাখাই দায়,তবে এটুকু বুঝলাম পরিস্থিতিতে ধর্ম অ ।ধর্ম গুলিয়ে একাকার।প্রনাম নেবেন।।

  • @paroj9564
    @paroj9564 Рік тому +2

    Pronam...

  • @spendcuber1199
    @spendcuber1199 Рік тому +3

    Bali jodi aajker Varot ke dekhten tobe ki bolten? Ajker yuge to charidik-ei dharmik seje adhrmer kaj chalchhe, 'chhai chapa aguner moto' - raja theke jatadhari bhando baba, emonki sadharon manusho parjanto !

  • @rabinchakraborty4328
    @rabinchakraborty4328 Рік тому +3

    জৈন রামায়ন নিয়ে অনুগ্রহ করে বলুন মহাশয়

  • @user-kw6se9us2r
    @user-kw6se9us2r Рік тому +4

    কালীর নীল ও কালো এই দুই বৈচিত্র নিয়ে যদি জ্ঞান সঞ্চার করেন, উপকৃত হই

  • @rupalideb1144
    @rupalideb1144 Рік тому +1

    Pronam 🙏🙏🙏

  • @ratnapravadas9172
    @ratnapravadas9172 Рік тому +2

    অজস্র প্রণাম নিবেন।বাংলাদেশের কক্সাবাজার
    থেকে শ্রদ্ধাঞ্জলি জানালাম।

  • @sanjoybandyopadhyay5491
    @sanjoybandyopadhyay5491 Рік тому +3

    হনুমান কেন সুগ্রীবের সঙ্গে ছিলেন ?

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Рік тому +1

    🙏💐

  • @paragchaudhuri5075
    @paragchaudhuri5075 Рік тому +2

    🙏

  • @ritamukherjee9836
    @ritamukherjee9836 Рік тому +9

    Sir, I take the liberty to say that making 2 videos a week, talking at length may be physically strenuous for you...why not once every 2 weeks. আপনি আজ নিজেকে রবিবাসরীয়র কিস্তির দাবি মেটানোর তাগিদ বোধ করতে দেবেন না। Your talk as usual is engaging and enriching.🙏

  • @gouridas2275
    @gouridas2275 Рік тому +1

    ওম্

  • @tridipghoshal2949
    @tridipghoshal2949 Рік тому +2

    Banor jati jodi lohar byabohar nai janto, tobe Hanumaner hate goda ostro elo ki kore? Goda generally lohar e to hoto, mone hoy. Ektu alokpat korben.🙏

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 Рік тому +3

    এত সুন্দর অবতার episode শুরু হলো, অনেক আশায় ছিলাম পরের episode গুলোর জন্য, কিন্তু মাঝে ছন্দপতন ঘটলো। কোন তর্ক বিতর্কে যেতে চাই না। একটা অন্য মন নিয়ে শুনতাম ও আনন্দ পেতাম। নমস্কার।

    • @rhinebond9833
      @rhinebond9833 Рік тому

      Ekhono to avatar niyei bolchhen uni. Kise chhandapatan ghotlo? R ki mon niei ba sunchhilen? Montake khali kore onar katha sunte bosun, tarko korar mon nie noy. Apnar hiseb moto uni bolben naki nijer hiseb moto bolben.

    • @milibhattacharya7081
      @milibhattacharya7081 Рік тому

      @@rhinebond9833 রাম অবতার নিয়ে দু মাস বলা হল এখনও continuation চলছে। এখনও পরবর্তী অবতার বাকী আছে। আগের অবতার পর্ব এক কি দুই পর্বে সারা হয়েছিল। আপনি নিজের মত নিয়েই সন্তুষ্ট থাকুন না, তাঁবেদারি করার দরকার কি।প্রত্যেকের নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে।অন্যের মতের ওপর নিজের মত না চাপান ই বান্ছনীয়।

  • @ratnaduttasharma4619
    @ratnaduttasharma4619 7 місяців тому

    ভরতের কথা মতো রামচন্দ্র কাজ করেছেন এরকম অসত্য কথনের দায় রামচন্দ্র কে নিতে হবে না কেন?

  • @sacharya5691
    @sacharya5691 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Loksog47
    @Loksog47 Рік тому +2

    প্রিয় পণ্ডিত প্রবর ভাদুড়ী মহাশয়, দয়া করে শ্রীমৎ ভাগবত পুরাণের 11.5.32 নং শ্লোকটি ব্যাখ্যা করুন। ঐ শ্লোক নিয়ে নানা সম্প্রদায় নানা কথা বলেন।
    कृष्णवर्णं त्विषाकृष्णं साङ्गोपाङ्गास्त्रपार्षदम् ।
    यज्ञै: सङ्कीर्तनप्रायैर्यजन्ति हि सुमेधस: ॥

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 Рік тому +3

    আচ্ছা, লীলা কথাটির উৎপত্তি-গত অর্থ একটু ব্যখ্যা ক'রে ব'লবেন ...🙏🏻

  • @dp_naturelover
    @dp_naturelover Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @enabose3832
    @enabose3832 Рік тому +1

    Achha sir kokhono somoy pele ektu shyam kartikey r concept ta bolben? Mane uni ke? Keno tar tin te matha!

  • @biplobtuhin5297
    @biplobtuhin5297 7 місяців тому

    বাল্মিকী রামায়ণে কোথাও কি বুদ্ধের কথা আছে স্যার?

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 Рік тому +4

    I have already commented that Ram should have made alliance with Bali instead of Sugrib and kicked out Sugrib

    • @rhinebond9833
      @rhinebond9833 Рік тому +1

      Apni bolchhen mahakobi valmiki r uchit chhilo apnar sange poramorso kore ramayan lekha?

    • @nabyendumandal6729
      @nabyendumandal6729 8 місяців тому +1

      Sei hisebe toh Karna keo Pandav der sath dite hoto

  • @parth5441
    @parth5441 11 місяців тому

    Apni toh songsharkeh awnek kichhu diteh paartehn. Atoh deri korlen kano?

  • @saptarshimanuwadi4
    @saptarshimanuwadi4 Рік тому +2

    Sanatan samiksha te chole eso live e answer deoa hobe. Debate o hobe

  • @debjaniroy92
    @debjaniroy92 Рік тому +1

    Apni jojati o debjanir kahini bolun

  • @sayantanbanerjee4602
    @sayantanbanerjee4602 Рік тому +4

    স্যার, আমি শুধু ভাবি, মহাকাব্যের মহানায়কের ভুল ত্রুটি ঢাকার জন্যেও কি অবতারের অবতারণা করি আমরা? রামচন্দ্র বা কৃষ্ণের মত মহান ব্যক্তিত্ব কে শুধু মানুষ ভাবলে কি তাদের খাটো করা হয়? কোনও মানুষকে যখন আমরা ঈশ্বর বলে ভাবতে শিখি, তখন কি তাঁর ভুল গুলি শোধরানোর দায় আমাদের উপরেই এসে পড়ে?

    • @cmukherjee6692
      @cmukherjee6692 Рік тому

      রামায়ণ এবং মহাভারতের ধারণাটি বেদ থেকে গল্প হিসাবে এসেছে। আর মডেল নায়কের উপর ভিত্তি করে নয়। মডেলটি হল লীলা (প্লেঅ্যাক্ট) যেখানে ঈশ্বর মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য লীলা খেলেন . গল্পটি আপনাকে জীবনের জটিলতাগুলি সম্পর্কে আরও ভালভাবে বোঝার জন্য ভাবতে বাধ্য করে। মানুষকে বিচার করার জন্য নয়। ঠিক যেমন আপনার সমস্ত মতামত সবাইকে খুশি করতে পারে না।

  • @molaysarker4931
    @molaysarker4931 Рік тому +1

    02:10

  • @sushovondassharma4884
    @sushovondassharma4884 5 місяців тому

    আপনি তো দেখছি শ্রী রামচন্দ্রের বিচার করতে বসেছেন !! ধৃষ্টতার একটা limit আছে। যা ইচ্ছে তাই ব্যাখ্যা মানতে হবে ??

  • @manabnanda9339
    @manabnanda9339 Рік тому +1

    আপনি বললেন বালি monkey নয়, আবার বালি নিজে রামকে বলছেন তাঁর শরীর লোম দ্বারা আবৄত বানরের মত। ঠিক বুঝলাম না

  • @Vishalakshi_Acharjee
    @Vishalakshi_Acharjee Рік тому +2

    স্যার, "বিশালাক্ষী দেবী"র সৃষ্টি,মূল আর mythology, টা আপনার কাছে শুনতে চাই।ব্যাপারটা একটু জটিল লাগে কারণ একদিকে মা বিশালাক্ষী কে মাতা সতি'র অংশ বলা হচ্ছে আবার মা স্বরস্বতী দেবী'র মন্ত্রে বলা হয়েছে "... বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী/বিদ্যাংদেহি..."। তাহলে মা আসলে কার রূপ মাতা সতী'র নাকি মা সরস্বতী'র?

    • @saptarshimanuwadi4
      @saptarshimanuwadi4 Рік тому

      Sanatan samiksha te chole eso live e answer deoa hobe with book

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 Рік тому +2

    মেঘনাদ বধ, কর্ণ বধ , অভিমন্যু বধ এই নিরিখে কীভাবে বিচার হবে, ?

    • @cmukherjee6692
      @cmukherjee6692 Рік тому +1

      কারণ এটা কোনো বিচারমূলক গল্প নয়। তাদের যা করার ছিল তারা তাই করেছে। এটা সত্য যে কর্ণ যুদ্ধে হেরেছিলেন। এতে ভালো-মন্দ কিছু নেই। আমরা ন্যায় ও বিচারের জন্য মরিয়া। কিন্তু গল্প আপনাকে সেই সান্ত্বনা দেয় না আপনি যে ন্যায়বিচারে বিশ্বাস করেন তা প্রকৃতিতে নেই .

  • @souvikroy6099
    @souvikroy6099 Рік тому +1

    Tahole suvidhavadi r Dharma tao ki thik ?

  • @achintyabiswas5388
    @achintyabiswas5388 Рік тому +2

    His all works are human like except one . Then why he is called Avatar?

    • @cmukherjee6692
      @cmukherjee6692 Рік тому +1

      Avatar does not mean hero or god. It simply means descending.. coming down. A higher consciousness is coming down as a human being. And played Leela so that we can experience that higher knowledge and work on our higher knowledge for liberation

    • @milibhattacharya7081
      @milibhattacharya7081 Рік тому

      ​@@cmukherjee6692absolutely right

    • @rhinebond9833
      @rhinebond9833 Рік тому

      Etogulo parbo sonar poreo jodi apnar mone ei prasno jage tabe to apnar ei channel e thakar kono joggota I nei.
      Ulto palta mantabya ki kortei hobe?

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 Рік тому

      What is Avatar's work,?It is laid down in the Geeta?
      Did Ram do that ?

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 Рік тому

      He even could not stick to the truth .

  • @sougatabiswas7511
    @sougatabiswas7511 Рік тому +3

    কিন্তু স্যার যিনি অন্যায় করছেন যতই তিনি ভগবানের স্বরূপ হন না কেন তাকে পূজো কেনো করব??? তাহলে তো অন্যায় কে সাপোর্ট করা হয়ে যাচ্ছে....

    • @almin9142
      @almin9142 Рік тому

      ১মত) সমস্ত জীবনের ক্যালকুলেশন করে মানুষকে শ্রেষ্ঠত্যের মকুট দেওয়া হয়। কারণঃ ২০-৬০ বছর জীবনকাল কাটিয়েছেন এমন মানুষের মধ্যে নিষ্কলঙ্ক মানুষ পাওয়া দুষ্কর।
      ২য়ত) পশু হত্যা, মশা, মাছি হত্যার মতোই মানব সমাজে পাপ কর্ম বা খুব খারাপ কর্ম হিসাবে গণ্য করা হয় না৷
      ৩য়ত) আশপাশের কথা বলে যতোই এরিয়ে যাওয়ার চেষ্টা করা হোক কিন্তু কিন্তু এই সত্য অস্বীকার করা যায় না যে বালিও রমাকে জোর জবোরদস্তি করেছিলেন।

    • @sougatabiswas7511
      @sougatabiswas7511 Рік тому +1

      @@indranilroy1542 যুক্তি দিন স্টেটমেন্ট নয়

    • @almin9142
      @almin9142 Рік тому +2

      @@sougatabiswas7511 বালি রমাকে জোরজবরদস্তি করেছিলেন এই সত্যকে কি অস্বীকার করা যায়? প্রতিশোধপরায়নাতার আড়ালেও এমন কাজকে জাস্টিফাইড করা যায় না৷

    • @sougatabiswas7511
      @sougatabiswas7511 Рік тому +1

      @@almin9142 বালি কে জাস্টিফায়েড না করেই বলছি এক ই দোষ এ সুগ্রীব আরও বেশি দোষী....তাহলে সে শাস্তিটা পেল কোথায়?

    • @almin9142
      @almin9142 Рік тому

      @@sougatabiswas7511এখানেইতো ভুলটা করছেন । দেখছেন কিন্তু অর্ধেক দেখছেন, ভাবছেন কিন্তু আধা ভাবছেন। জ্বি সুগ্রীব শাস্তি পেয়েছিলেন। আমি বিষ্ণুর আবেশ অবতার বলছি সুগ্রীব তার শাস্তি পেয়েছিলেন৷ রাজা বালি কর্তীক এক্সাইলড হয়েছিলেন৷ শাস্তি যথেষ্ঠ হয়েছিলো কিনা সে প্রশ্ন করতে পারেন কিন্তু একেবারে শাস্তি যে পায়নি সেই দাবি করতে পারেন না৷ অন্যদিকে বালি একজন নারীর সাথে জবোর-দস্তী করার শাস্তি পেয়েছিলেন৷
      বালি যদি সুগ্রীবকে এর থেকেও কঠিন শাস্তি দিতেন তবুও আমার কিছু বলার ছিলো না৷ কিন্তু তিনি যে শাস্তি যথার্থ মনে করেছেন সে শাস্তি সুগ্রীবকে দিয়েছেন তাই সুগ্রীবের শাস্তি হয়ে গেছে৷

  • @sourenghosh7848
    @sourenghosh7848 Рік тому +1

    দেশের সমস্যা, রাজ্যের সমস্যা নিয়ে কিছু বলুন স্যার!! পেটে ক্ষিধে,রামচন্দ্র শুনে কী হবে?

    • @saptarshimanuwadi4
      @saptarshimanuwadi4 Рік тому +1

      Toh bhai ogulo nei toh sobai bolche . Eta nei toh sudhu eni bolche. Ar tor kache net ache ar khaor Paisa nei

    • @jisnoobanerjee7189
      @jisnoobanerjee7189 Рік тому +1

      Apnar pete khide to apni ei channel sunchen keno? Uni to apnar bari r calling bell tipe apnake deke anenni. Ma Tara Bhater Hotel e chole jan.

    • @saptarshimanuwadi4
      @saptarshimanuwadi4 Рік тому

      @@jisnoobanerjee7189 are guru kothai chilen apni

  • @subratanath1101
    @subratanath1101 Рік тому +4

    Apni ato Sanskrit na bole sudhu golpo ta bolun , manush sudhu golpo sunte chay ato Sanskrit na...

    • @phom3080
      @phom3080 Рік тому +9

      আমার তো সংস্কৃত শ্লোক শুনতেও ভাল লাগে। সব মানুষ আপনার মতো না হওয়াই স্বাভাবিক।

    • @Sandip_RoYY
      @Sandip_RoYY Рік тому +4

      ami sanskrit sloka sunte chai .

    • @ratatoulli123
      @ratatoulli123 Рік тому +5

      onekei sanskrit e interested...mul pore bojha sombhob hoy na nije theke. onar moto manus birol. Ramayan er golpo je keu ese bolte parbe... kintu mul sanskrit slok suniye ei je alochona... ertulona nei

    • @sharmisthamondal9839
      @sharmisthamondal9839 Рік тому +2

      সংস্কৃত শ্লোক শুনতে খুব ভাল লাগে।

    • @rhinebond9833
      @rhinebond9833 Рік тому

      Apni bhul channel e esechen , eta galpa sonar channel noy. Amra jara sanskrita ebong sanskriti bhalobasi , ekhane ese moner rasod sangraha kori, mon pran aaloy anande r gyane bhore niye jai, .fusfus bhore suddha batas niye jai.

  • @debasishchakraborty2753
    @debasishchakraborty2753 9 місяців тому +1

    আরে মশাই 🙏রামচন্দ্রের জন্মের বহু আগে বাল্মীকি মুণি রামায়ণ রচনা করেছিলেন 🙏বালি তার পূর্বজন্মের কর্মফল এবং বর্তমান জন্মের অপকর্মের ভোগের কারণে😠 রামের হাতে বধ হয়েছিলেন 🙏এটার বিষয়ে রামচন্দ্র ও বালি দুজনেই অবগত ছিলেন 😔🙏

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 Рік тому +1

    🙏🙏🙏