কাজী মোতাহার হোসেন এর কাছে লিখা নজরলের চিঠি # Foysal Aziz's Recitation

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    ফজিলাতুন্নেসা কে না পাওয়ার ব্যাথায় বেদনা ভেজা বহিঃপ্রকাশ কাজী মোতাহার হোসেন এর কাছে লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। (A Sad Letter written to Kazi Motahar Hossain of not getting Fozilatunassa )
    কবি : কাজী নজরুল ইসলাম (Poet : KAZI NAZRUL ISLAM)
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
    প্রিয় মতিহার
    পরশু বিকালে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিল , অসুখ বেড়ে উঠায় আসতে পারিনি। ২/৪ দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছিনে। হঠাৎ কোনদিন এক জায়গায় চলে যাবো, অবশ্য দু - দশ দিনের জন্য। যেখানেই যাই, আর কেউ না পাক, তুমি খবর পাবে।
    বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে , সেদিন অন্ততঃ তোমার বুক বেঁধে উঠবে। তোমার ঐ ছোট্ট ঘরটিতে শুয়ে , যে ঘরে তুমি আমায় প্রিয়ার মত জড়িয়ে শুয়েছিল, অন্ততঃ এইটুকু স্বান্তনা নিয়ে যেতে পারবো , এই কি কম সৌভাগ্য আমার !!!
    কেন এই কথা বলছি শুনবে ? বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাত আমি নিজেই করতে পারবো না । এরা সবাই আমার হাসির বন্ধু , গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে , প্রিয় হয়ে উঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দিপ্তী চোখের জলকনার মত ঝিলমিল করবে, মনে কর, সেই তারাটি আমি । আমার নামেই তার নামকরণ কর, কেমন ?
    মৃত্যু এত করে মনে করছি কেন ? জানো, ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে ! মনে হচ্ছে, জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নিবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ঐখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যেন মুক্তি হয়, বেঁচে যাবো। কিন্তু কী হবে কে জানে !! তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি। কত কথা, কত কী !!! তার কি কূল কিনারা আছে !!! ভাবছি আমার ব্যথার রক্ত কে রঙিন খেলা বলে উপহাস যে করেন , তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাবো না। ফুল ধূলায় ঝরে পড়ে , পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের ? ভুল করে সে ফুল যদি কারোর কবরীতেই ঝরে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন , তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা।
    সুন্দরের অবহেলা আমি সইতে পারিনে বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে , অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই ই দাও , কুকুর লেলিয়ে দিওনা। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি। যে স্নেহে , যে প্রেমে বুক ভরে উঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি।
    এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরী হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ !!! কি করি বন্ধু , শরীর টা এত বেশী বেয়াড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয়না।
    আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি। তাদের সত্যিকারের নাম জানিনে কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মত। সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম , শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয়, সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে যখন বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হত না। সারারাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম , বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পাড়ের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাতকড়া, দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে, বুকে। আচ্ছা বন্ধু , ক'ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় , তোমাদের বিজ্ঞানে বলতে পারে ? এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যার উত্তর নেই, মীমাংসা নেই - সেই সব জিজ্ঞাসা।
    যেদিন আমি ঐ দূরের তারার দেশে চলে যাবো, সেদিন তাকে বলো, এই চিঠি রেখে সে যেন দু'ফোঁটা অশ্রুর দর্পণ দেয়, শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তাঁর নোটন খোঁপায় ঝরে পড়বো। তাঁকে বলো বন্ধু, তাঁর কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাঁকে পেয়েছি। আমার বুকের রক্তে, চোঁখের জলে আমি তাঁর উদ্দেশ্যে আমার শান্ত , স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমষ্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই, সে আমারে সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে।
    ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি। কিন্তু আর লিখতে পারছিনে ভাই। চোখের জল , কলমের কালি দুইই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো , জানিয়ো। তাঁর কিছু খবর দাওনা কেন ? না কী সে এতটুকুও মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায়তো ?
    কেবলি কীটস্ কে স্বপ্নে দেখছি। তাঁর পাশে দাঁড়িয়ে ফ্যানিব্রাউন পাথরের মত।
    ভালোবাসা নাও
    ইতি
    তোমার নজরুল।

КОМЕНТАРІ • 48

  • @sohaghossain8154
    @sohaghossain8154 2 роки тому +9

    যদি প্রিয় কবিকে পেতাম তাহলে তার সানিধ্য গ্রহন করতাম,,,,দোয়া করি আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌসের দান করুক

  • @mdrazabali2535
    @mdrazabali2535 2 місяці тому

    প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল।

  • @asadacademy2705
    @asadacademy2705 Рік тому +4

    মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে,,

  • @TahabubAlam
    @TahabubAlam 3 роки тому +12

    আহা! যেমন কবির কাব্যিকতা, তেমনি আবেগভরা উপস্থাপনা! কি বলে উপস্থাপককে অভিনন্দিত করবো! ❤️🌺🌷🌻🌹🌼অনেক ধন্যবাদ!

  • @buroojshop7225
    @buroojshop7225 2 роки тому +6

    হাজারও মানুষের মুখে শূনি ভালো লাগেনা, শুধু বার বার শুনতে ইচেছ করে ফয়সা ভাইয়ের মূখে

  • @jannatulferdaus8901
    @jannatulferdaus8901 2 роки тому +1

    মন চায় দেখতে,, আমার প্রিয় কবি নজরুল ইসলাম কে,,কিন্ত কোথায় পাবো তাকে হায়,,,,,,,,,,আমরি অন্তরে বেদনার বীন বেজে উঠে,,,,,,,,,

  • @gourhoriroy5010
    @gourhoriroy5010 3 роки тому +2

    আমার এই ছোট কবি মনে উদাস সীমাহীন ভালোবাসাকে আরো কাছে পেতে অশ্রুসিক্ত হচ্ছি....!!!!কবিকে সশ্রদ্ধ প্রণাম....!! ধন্যবাদ উপস্থাপককে.....!!

  • @asmaakhtar740
    @asmaakhtar740 9 місяців тому +1

    আত্বার সাথে আত্বার প্রেম যদি ঘটে তাহা এজনমে না হয় পরের জনমে সত্যি দেখা হবে।আর যদি কোন প্রেম শুধু মনগড়া অভিনয় হয়..... তাহা থাক সেকথা থাক। কবি নজরুলের মত এত আবেগী যত্নশীল কবি কোথায় পায়, বোবা আবেগহীন এ পৃথিবীর মানুষ সবাই।

  • @shadinkhan9238
    @shadinkhan9238 2 роки тому +2

    খুব কাঁদতে ইচ্ছা করছে

  • @Shuva55
    @Shuva55 2 роки тому +4

    অসাধারণ উপস্থাপনা

  • @rezashamim6671
    @rezashamim6671 5 місяців тому

    জীবন থেকে বহু দুরে সরে গেছি

  • @bangladeshmozammel2467
    @bangladeshmozammel2467 4 місяці тому

    মন খারাপ লাগলে আপনার এই কন্ঠটা শুনে বেদনাদায়ক চিঠি পড়ার আবৃতি

  • @pranatisanyal3235
    @pranatisanyal3235 Рік тому

    কি অদ্ভুত সুন্দর লেখা খুব ভালো লাগলো এতো সুন্দর করে যে সব কিছু যে বলতে পারে তাকেও ভগবান এতো কেন শাস্তি দিলে ন।

  • @mdshimulparvez3740
    @mdshimulparvez3740 3 роки тому +5

    নতুন একটি ঘর
    মোঃ শিমুল পারভেজ
    ছেলেবেলা থেকে স্বপ্ন দেখছি
    আমাদের নতুন একটি ঘর হবে
    পঁচিশ বছর পেরিয়ে গেল তবুও নতুন
    একটি টিনের ঘর হলো না,
    সেই পুরনো টিনের চালে শিলাবৃষ্টিতে
    দুই তৃতীয়াংশ ছিদ্র হয়েছে
    টিনের ছিদ্রগুলো দিয়ে
    বন্ধুত্ব করতে আসে বৃষ্টি,
    ভিজিয়ে দেয় আমার বিছানা,
    তার কষ্টগুলো আমার বিছানায় ঢেলে
    দেয় খুবই আপন মনে করে,
    হয়তো বৃষ্টির জল আর আমার
    বালিশের জল একই।
    রেললাইনের ধারে ছোট্ট ভাঙ্গা টিনের
    বাড়িতে একাই থাকি আমি,
    বারো বছর বয়সে বাবাকে হারিয়েছি
    হিংস্র কলেরার ছোবলে।
    বাবা সাহস করে বলেছিলেন
    দেখিস,একদিন আমরাও...
    বাবা এখন আর বেঁচে নেই।
    মাকে কখনও বলতে সাহস পাইনি,
    নতুন একটি টিনের ঘর করতে হবে।
    নিজের চোখে দারিদ্র্য দেখেছি,
    দুদিন ক্ষুধার্ত অবস্থায় দেখেছি মাকে,
    কিভাবে বলবো ঘর করার কথা?
    যেখানে অন্ন যোগাতে হাড়ভাঙ্গা
    খাটুনি করতে হয়,
    সেখানে নতুন একটি ঘর করতে
    চাওয়া আকাশ কুসুম চিন্তা।
    পঁচিশ বছর ধরে একটি ঘরের স্বপ্ন
    দেখছি এখনো পূরণ হলো না!
    টি স্টল থেকে কিছু টাকা গুছিয়ে
    রেখেছিলাম নতুন টিন কিনবো, নতুন
    ঘর করবো কিন্তু তা আর হলো না,
    মহামারী করোনার গভীর সমুদ্রে ডুবে গেল আমার মা সাথে গোছানো টাকা।
    একটি নতুন ঘরই তো করতে
    চেয়েছিলাম, সেখানে পেলাম শুধু রাতের তারা,চাঁদের আলো, বৃষ্টির
    কান্না আর সূর্যের হাসি।
    টিনের চালের ছিদ্রগুলো সম্পর্ক করে
    দিয়েছে চাঁদের সাথে
    চাঁদ যেন আমার শুভাকাঙ্ক্ষী,
    জোনাকির মত শুধু আলো দেয়।
    মামা বাড়ির মাঝি রুপমকে
    বলেছিলাম কিছু টাকা ধার দিতে,
    সে হাজার কয়েক টাকা দিয়েছিল
    সেটাও হারিয়ে ফেলেছিলাম,
    ডাকাতের কবলে পড়ে।
    পঁচিশটি বছর পেরিয়ে গেল
    তবুও নতুন একটি ঘর করা হলো না।
    আরও কত সংগ্রাম করলে নতুন
    একটি ঘর করতে পারবো?
    মাথার উপর সূর্য নেমে আসলে?
    পশ্চিমদিকে সূর্য উঠলে?
    নাকি দূর অন্ধকার সাড়ে তিনহাত
    ঘরে গেলে ?
    পাশের বাড়ির ভন্ড ফাহিম আমাকে
    দেখে কত হেসেছে,
    একটুও সাহায্য করেনি,
    সে নাকি পীরে কামেল।
    চোখে চোখ রেখে কমলতা বলেছিল
    যেদিন নতুন একটি ঘর হবে,
    সেদিনই আমাকে বিয়ে করবে।
    সেই বিয়েটা আর হলো না।
    এখন ওর নতুন সংসার হয়েছে,
    দুটি বাচ্চাও আছে....

    • @game-0.207
      @game-0.207 Рік тому

      অসাধারণ ছিলো

  • @najmaakhter9524
    @najmaakhter9524 2 роки тому

    Joto bar suni toto bar sunte icca kore,, sotti protita kotha jno Hridoye cuye gece😭

  • @freedommonir3683
    @freedommonir3683 7 місяців тому +1

    Joto bar suni mone hoay ei buji ei prothob bar sunchi ki je ache bole buja te parbo na

  • @petswild999k4
    @petswild999k4 Рік тому

    কতবার যে শুনেছি নিজেও জানি না। নজরুল ❤❤❤❤

  • @md.asadurrahman5505
    @md.asadurrahman5505 Рік тому

    Great.Naztul the great.
    May god give him jannatul ferdaus. Ameen.
    .

  • @babulakter7165
    @babulakter7165 Рік тому

    আমার প্রিয় কবিতা। আমার হৃদয়ের কথা

  • @user-is3vy5jb6z
    @user-is3vy5jb6z 8 місяців тому

    আমি শরিফুল বলছি কথা গুলো আমার সাথে মিল আছে। তারিখ ২০,১২,২৩ ইং

  • @mdkholil7311
    @mdkholil7311 Рік тому

    অসাধারণ কবিকে সালাম

  • @kanijfatima1775
    @kanijfatima1775 Рік тому +1

    ছোট বেলা থেকে পথে পথে মানুষ হয়েছি আমি..............

    • @jabirabdullah1260
      @jabirabdullah1260 Рік тому

      কবির পেছনের কোনো কিছুর জন্য তার ভালোবাসা থেমে যাবে না। তাতে কবি যতো ভালো মন্দ কাজ করুক না কেন।
      একটাই হিসাব সে ভালবাসার পাওয়া যোগ্য । বাঙলার নজরুল ও তার কবিতা কে ভালবাসি।

  • @md.masumbillah2438
    @md.masumbillah2438 2 роки тому +2

    রোমান্টিক!!

  • @baganbari4194
    @baganbari4194 8 місяців тому

    Khub sundor presentation

  • @kskowserahamed8193
    @kskowserahamed8193 2 роки тому +1

    কি কবিতা রে ভাই আমি স্তম্ভিম্বিত

  • @mukhtarshaikh144
    @mukhtarshaikh144 2 роки тому +2

    ভাইয়া খুব সুন্দর হয়েছে আপনার মুখে কবিতা এবং পুরো কবিতাটা লিখেদেওযার জন্য দেখছি সৌদি আরব থেকে মুক্তার রাজবাড়ী আলাদিপুর

  • @azizulhaque5038
    @azizulhaque5038 2 роки тому +1

    Chanda alankar upamar misrana anabadda bar bar sunta ech cha hay

  • @ayubali2220
    @ayubali2220 Рік тому

    অসাধারণ।

  • @nafiulnaum5972
    @nafiulnaum5972 2 роки тому

    অনেক সুন্দর , স্যার ।👏👏👏

  • @angurjames8520
    @angurjames8520 Рік тому

    😥😥 ভালোবাসা সবাই বুঝে না 😥😥😥

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 3 роки тому +3

    মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম এর কণ্ঠে শুনছি

  • @ChannelUjan
    @ChannelUjan 2 роки тому

    ভালো লাগলো

  • @atikislam7464
    @atikislam7464 2 роки тому

    Valobasi valobasi tomake Ami

  • @ganeshroy7604
    @ganeshroy7604 2 роки тому

    👌👌👌,,,,,,

  • @mashamim4622
    @mashamim4622 2 роки тому

    J6y

  • @mdsabbirhosenrakib9634
    @mdsabbirhosenrakib9634 2 роки тому

    ❤️❤️❤️🥀😑

  • @atikislam7464
    @atikislam7464 2 роки тому

    😥😥😥😥😥😥😥😥😥😥

  • @user-ll3vw8bj7j
    @user-ll3vw8bj7j 3 роки тому +2

    এসব জাইগা কেউ লাইক কমেন্ট করেনা।
    সব হিরু আলমের ফ্যন।

  • @sabujhasandurjoy2819
    @sabujhasandurjoy2819 2 роки тому

    শুনে ও হইলো না শোনা

  • @bangladeshmozammel2467
    @bangladeshmozammel2467 4 місяці тому

    ua-cam.com/video/5c8s-TTIX5Q/v-deo.htmlsi=QMB6dG3vOmHd7ক্লাস টুতেপড়ে মেয়ের কন্ঠে বিদ্রোহী কবিতা