কবি নজরুল কেনো বাসর রাত ছেড়ে চলে গিয়েছিলো ।। কি অভিমান ছিলো নার্গিসের সাথে ।।

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2023
  • দ্রোহের কবি নজরুল কুমিল্লার দৌলতপুরে এসে নার্গিসের প্রেমে হয়ে যান প্রেমের কবি।সেই কবিতীর্থে গিয়ে যা দেখলাম তাতে রীতিমতো অবাক।সেই প্রেম থেকে প্রণয়ের স্থান তথা বাসর ঘরের সেই খাট ও এখনে বর্তমান।আছে সেই পুকুর ঘাট,যেখানে কবি বাশি বাজাতেন,সেই লিচু তলা।পাপড়ি খোলা কবিতা সৃষ্টির স্থান।
    কি ঘটেছিলো কবির মনে,কেনে প্রেমময়তা অভিমানে বিচ্ছেদে গড়ালো?
    Vlog Date : 11/05/2023
    👍LIKE 💬COMMENT SHARE 🙏SUBSCRIBE
    Follow me on Social Media:
    Facebook : / golammorshed123
    Instagram : / golam_morshed123
    Twitter : / golammorshed739
    #RevealerMorshed
    #কবি_নজরুল_ইসলাম
    #দৌলতপুর_কুমিল্লা

КОМЕНТАРІ • 465

  • @user-bw5mk2bt5m

    কবির বাড়ি গিয়েই এত বিশ্লেষণ আর এতো আবেগী হয়ে পড়েছেন এতটাই আনন্দিত হচ্ছেন যে মনে হচ্ছে আকাশে উড়তেছেন কিন্তু যদি আমার নবিজির দেশে গিয়ে নবিজীর বাড়িতে গিয়ে এভাবে বিশ্লেষণ করতেন ইস কতটা আনন্দিত হতাম

  • @jenyayasminmukta2081

    আপনি ও কবির চেয়ে কম নন।আপনার উপস্থাপনার ভাষায় আমি মুগ্ধ। আন্তরিক ধন্যবাদ ❤এভাবে আমাদের দেশে সৃতি গুলো যুগ যুগ যেন থেকে যায়।

  • @user-sb9uo4xb5v

    বাড়িটি দ্রুত সংস্করণের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেয়া দরকার।

  • @user-tk7or1bs1v

    আল্লাহ পাক যেন কাজী নজরুল ইসলামকে বেশতো বাসি করেন আমিন ❤❤

  • @rezinaaziz1969

    কাজী নজরুল ইসলাম কে নিয়ে এতো সুন্দর প্রতিবেদন । আপনাকে ধন্যবাদ ভাই।

  • @Sumona_Channel

    ইউটিউব ভিডিওতে অনেক কিছুই দেখা হয় ভাইয়া, কিন্তু বিদ্রোহী কবি, অভিমানি কবি কাজী নজরুল ইসলামের জীবনের প্রথম বাসর ঘর, কবিতা লেখা ও বাঁশি বাজানোর স্থান, প্রেম-ভালবাসা, অভিমানের গল্প ও চিত্র এত চমৎকারভাবে বাংলাদেশে পূর্বে প্রকাশিত হয় নাই। অনেক কিছু জানলাম, দেখলাম এবং শিখলাম। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ।

  • @famotors7245

    কি অবাক কান্ড যে ছেলেটার কিছুই ছিল না সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতো আজ সেই ছেলেটা কে সারা পৃথিবীর মানুষ চিনে আর যাদের সব ছিল তাদের কেউ চিনে না আল্লাহ মহান ও সর্বশক্তিমান

  • @tapasadak7802
    @tapasadak7802 Рік тому +13

    ভাই আমি ভারত থেকে দেখছি খুব সুন্দর

  • @majedaakter4262

    বাড়ি ঘর, পুকুর, পথ ঘাট কেনো সংস্করণ করে না,এসব কেমন ভেঙ্গে যাচ্ছে

  • @mssagor1155

    কবি নজরুল শুধু আমাদের জাতীয় কবি নয় তিনি আমাদের আবেগ আমাদের অনুভূতি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কবি বাঙালির হৃদয়ে থাকবে।

  • @mridularoy4511

    আপনার এত সুন্দর উপস্থাপন প্রেমের কবি নজরুলের প্রতি শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেলো।

  • @iramukherjee9674

    ঠিক বলেছেন,ঐ স্থানের প্রতি রেনু অঙ্গে মাখতে ইচ্ছে হয়।কারণ ঐ পথেই প্রিয় কবি হেঁটেছিলেন।

  • @mdakmalhossain2682

    কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকজন ভালোবাসা দেখিয়েছেন, কিন্তু আপনার ভালোবাসা একটু আলাদা খুব ভালো লাগলো ভাই আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে। আল্লাহ কাজী নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

  • @rockplat1430

    দারুণ ডক্যুমেন্টারি হয়েছে ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রতিটি কথামালায় কবিকে কাছ থেকে দেখার অনুভূতির উদয় হলো❤

  • @kakalikundu2736

    এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান দেখানোর জন্য ধন্যবাদ । খুব সুন্দর আপনার উপস্থাপন ।আমি বর্ধমানের বাসিন্দা ।

  • @mannafkhans7414

    আমি কবি নজরুলের একজন বক্ত আমার প্রিয় কবি নজরুল আমি তোমায় ভালবাসি আল্লাহর কাছে ওনার রুহের মাঘফিরাত কামনা করছি।

  • @mahiuddingazi9905

    আমি দুইবার এ ঐতিহাসিক স্থান দেখার জন্য গিয়েছিলাম। অসাধারণ অনুভূতি কাজ করেছে আমার মাঝে। মহান আল্লাহ আমাদের প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস দান করেন এ প্রার্থনা রহিল।

  • @masamadazad6386

    অশেষ ধন্যবাদ আপনাকে ইতিপূর্বে কেও এই ঘটনা উদঘাটন করতে পারেন নাই ❤

  • @user-moon1990

    কবির প্রতি বিনম্র শ্রদ্ধা

  • @Manish-bm9ni

    আপনার কন্ঠে কবিকে দেখছি ❤