দেখেন ভাই আমি তো জানি না আসলে আপনার গাড়ি নেওয়ার বা বাইক নেওয়ার পারপাসটা কি। আপনি যদি ঢাকা সিটির মধ্যে ফান রাইড চান, আপনি যদি হাইওয়েতে এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সেলেরেশনের মাধ্যমে সুন্দরভাবে যেতে চান, আপনি যদি 4V এর পাওয়ারফুল মজা নিতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য। বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি। পাঁচ বছরের ইঞ্জিন সহ অন্যান্য যাবতীয় ওয়ারেন্টি। হিরোর সার্ভিস নিয়ে একটা বাজারে কটু কথা ছিল, যেটা তারা ডেভলপ করার চেষ্টা করতেছে। এক কথায় এই বাইকটা নিয়ে ঠকবেন না। যেহেতু 4 ভালভ এর বাইক মাইলেজ টা ঢাকা সিটিতে একটু কম পাবেন। ৩৫ থেকে ৩৮ এর মধ্যে, হাইওয়েতে ৪০ থেকে ৪৫ এর মধ্যে। মাঝে মাঝে মাইলেজ কমও পেতে পারেন বেশিও পেতে পারেন। এই হলো গিয়ে মুদ্দা কথা বাকিটা একটা ফুল ভিডিও বানাবো সেখানে বলে দেওয়ার চেষ্টা করব।
Nice vlog
সময় ভাই আপনি মোটো কপ মতো ভিডিও বানান
Try korbo vai
ভাই আমি এই গাড়ি টা নিতে চাচ্ছি , আপনি আপনার মন থেকে বলবেন , নেওয়া যায় কিনা। আমার অনেক পরিশ্রমের টাকা তাই
দেখেন ভাই আমি তো জানি না আসলে আপনার গাড়ি নেওয়ার বা বাইক নেওয়ার পারপাসটা কি। আপনি যদি ঢাকা সিটির মধ্যে ফান রাইড চান, আপনি যদি হাইওয়েতে এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সেলেরেশনের মাধ্যমে সুন্দরভাবে যেতে চান, আপনি যদি 4V এর পাওয়ারফুল মজা নিতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য। বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি। পাঁচ বছরের ইঞ্জিন সহ অন্যান্য যাবতীয় ওয়ারেন্টি। হিরোর সার্ভিস নিয়ে একটা বাজারে কটু কথা ছিল, যেটা তারা ডেভলপ করার চেষ্টা করতেছে। এক কথায় এই বাইকটা নিয়ে ঠকবেন না। যেহেতু 4 ভালভ এর বাইক মাইলেজ টা ঢাকা সিটিতে একটু কম পাবেন। ৩৫ থেকে ৩৮ এর মধ্যে, হাইওয়েতে ৪০ থেকে ৪৫ এর মধ্যে। মাঝে মাঝে মাইলেজ কমও পেতে পারেন বেশিও পেতে পারেন। এই হলো গিয়ে মুদ্দা কথা বাকিটা একটা ফুল ভিডিও বানাবো সেখানে বলে দেওয়ার চেষ্টা করব।
@@SomoyVlogs অনেক ধন্যবাদ
ভাই হিরো থ্রিলারে ১০০০ এমএল সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলে কি ক্ষতি হবে ? প্লিজ জানাবেন ।