কাঁকড়ার ঝাল রান্না + জ্যান্ত কাঁকড়া কাটার সবচেয়ে সোজা পদ্ধতি | Bong Eats Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @trishanath5297
    @trishanath5297 2 роки тому +109

    Bong Eats এর ভক্ত আমি অনেক দিনের। কিন্তু নিজের মাতৃ ভাষায় এসব রান্না শেখার অনুভূতি একদম অন্য রকমের... ঠিক যেমনভাবে মা, দিদিমার থেকে আমরা ধরে ধরে রান্নার সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি, একদম অমন❤️

  • @NasrinSultana-oo9hr
    @NasrinSultana-oo9hr 2 роки тому +145

    মনে হয় না কোনোদিনই কাকড়া খাওয়ার সাহস জোগাতে পারব..... কিন্তু বাপু খুব মন দিয়ে দেখেছি... এক সেকেন্ড ও স্কীপ করি নি🤭🤭🤭

    • @rafiuddin9157
      @rafiuddin9157 2 роки тому +2

      কেনো?

    • @NasrinSultana-oo9hr
      @NasrinSultana-oo9hr 2 роки тому +1

      @@rafiuddin9157 ভয় হয়

    • @rafiuddin9157
      @rafiuddin9157 2 роки тому +2

      @@NasrinSultana-oo9hr কিসের ভয়?

    • @bananirajib1633
      @bananirajib1633 Рік тому +6

      কেন? ভীষণ টেস্টী। আমরা প্রায়শই খাই।

    • @ahmedtashin
      @ahmedtashin Рік тому +1

      খুব টেস্টি

  • @k.1161
    @k.1161 2 роки тому +125

    The person who is narrating the instructions speaks amazing Bengali! I love the fact that you have translated the word 'recipe'. This is how language should sound! Absolutely pure and perfect! I'm a polyglot and believe it or not but at times I watch your videos to improve my Bengali! Greetings from the United Kingdom!

    • @guccitaeberry
      @guccitaeberry 2 роки тому +5

      ikr. even as a native bengali i am amazed. the narration is beautiful and soothing.

  • @ritusreedas3077
    @ritusreedas3077 Рік тому +7

    সব থেকে ভালো লাগলো, অনভিজ্ঞ হাতের.....................কম কষ্ট পাবে সত্যিই,রান্না তো অনেকেই করে কিন্তু এতো নিখুঁত করে কেউ ভেবে দেখে না,, অনেক ভালবাসা তোমাদের বং ইটস্ ❤❤❤

  • @barshaguria
    @barshaguria 2 роки тому +74

    ভালোবাসার মতো ইল্লজিক্যাল এ মহাজগতে কিচ্ছু নাই আর। তবু, কিছু তো এমন থাকে, যার জন্য মাখনের মতো মস্তিষ্ক গলতে থাকে কোথাও কোথাও.... চায়ের মধ্যে ঝুপ করে ডুবে যায় বিস্কুট...
    প্রথম তোমাদের যে ভিডিওটা দেখেছিলাম, সেটা ছিল ভোগের খিচুড়ি। বেশ কয়েক বছর আগে সেসব। অতি সাধারণ রেসিপি (ডোন্ট মাইন্ড), কিন্তু ওই যে হয়না, ছোটখাটো ব্যাপার নজরমিনারে ধরা পড়ে.... আরে এঁরা ফোড়নে শুকনা লঙ্কাটা ভেজে কড়াইয়ের একপাশে সরিয়ে তেলে তেজপাতাটা দেয়.. আরে এঁরা টমেটোটা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিচ্ছে তো!! আরে কি দারুন ব্যাপার,, এঁরাও গুঁড়া মশলা উষ্ণ জলে ('উষ্ণ গরম জলে' বলছে না, থ্যাঙ্কফুলি 😆) গুলে নিচ্ছে!! তবে তো এঁরা আনাড়ি নন। এবং, ক্যলিনারি ব্যাপারটা এঁরা যে কেবল অগ্রজ'র থেকে মন দিয়ে শিখেছেন, তাই-ই নয়,, সেটাকে অনেক বছর ধরে আত্মস্থ করেছেন.... অভ্যাস করেছেন... (এবং, যখন জানতামও না তোমরা বাঙাল, তখন এসব দেখেই আঁচ করতাম,, এঁরা নির্ঘাৎ বাঙাল। এবং কি যে প্রীতির উদয় হত মগজে!! দুনিয়া এই ব্র‍্যাকেটের লেখাটুকু পড়লে আমায় রেসিস্ট ইত্যাদি বলবেন, কিন্তু মিথ্যা বলে লাভ নেই,, এখনও জাজমেন্টালপনা সবটুকু ছেড়ে পুষ্পপত্রের তুলসিপাতা হয়ে উঠতে পারিনি)।
    এই যে তোমরা বললে,, এই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষানো, এবং এতে যতটা ধৈর্য ও সময় দিলে একটা দুপুরজাগানো রান্না হতে পারে,, এই যে বললে পিঁয়াজগুলো 'চেয়ে চেয়ে থাকবে',, এবং আরও সেইসব অজস্র সূত্র,, অজস্র ইল্লজিক্যাল ডোপামিন ও অক্সিটোসিনের ফুডগ্যাজম্ ঐতিহ্য,, সেইসমস্ত মিলিয়ে মিশিয়ে................... তারপর আর খেই নেই কিছু.... যেমন হয় আর কি,, ভালোবাসায়.....
    সলিডারিটি.... লভ্.... রেসপেক্ট...... ❤️🙏
    ও হ্যাঁ... ওই শিল কাচানোর সুপুরিফুলের খোলাটা.…. ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ishitachakravarty2705
      @ishitachakravarty2705 2 роки тому +3

      Thik moner kotha gulo bollen didi ❤️❤️❤️

    • @soltanaakter3132
      @soltanaakter3132 2 роки тому +1

      অত সুন্দর ভাষায় আপনি কথা গুলো বললেন, সত্যিই অপূর্ব অপূর্ব!

    • @elixiroflife9636
      @elixiroflife9636 Рік тому

      bangal ta shune bhalo laglo😊

    • @aritramondal2520
      @aritramondal2520 7 місяців тому

      aha ki pranjol vasha.....comment na kore parlam na......mon vore gelo pore.....ghoti hoeo prochhonno galagali ta gilei shudhu fellam na besh tarie upobhog o korlam......cullinary unnasikota ta asole valobasar i ekta pith bole bujhi ekhon.

  • @samritachakraborty1149
    @samritachakraborty1149 2 роки тому +293

    Recipe ta English channel a aagei dekhe niyechilam purota. Banglay abar dekhlam..shudhu matro bangla commentry ta shunbo bole🙂❤️

  • @redwanzaman8554
    @redwanzaman8554 2 роки тому +26

    বাংলায় রান্না শেখাটা দারুন লাগছে। প্লিজ বাংলায় আরো রেসিপি চাই।

  • @bhaswatibose6025
    @bhaswatibose6025 2 роки тому +9

    অসাধারণ রান্না। অসাধারণতর রন্ধন কৌশল বর্ণনা। আরেকটি জিনিস আমার খুব মজার লাগলো, সাধারণত এই ধরনের রান্না শেখানোর আসরে, উপস্থাপক , দর্শকদের আপনি করে বলেন। এখানে তুমি করে বলার মধ্য দিয়ে একটা খুব সুন্দর আপনভাব ফুটে উঠেছে। আরো একটা কথা মনে পড়ল। আমাদের বাড়িতে অনেক দিনের পুরনো একটা রান্নার বই আছে। সম্ভবত বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখা। আদ্যন্ত সাধুতে লেখা বইটিতে, লেখক কিন্তু সবসময় পাঠককে তুমি বলে সম্বোধন করেছেন এবং প্রতিটি রান্নার শেষে বলা আছে - "পাঠক একবার রাঁধিয়া খাইয়া দেখো।' আমার মনে হচ্ছিল শুনতে শুনতে, অনুষ্ঠানের শেষে হয়তো এইরকমই একটি অন্তিম ইন্সট্রাকশন আমাদের জন্য অপেক্ষা করছে। 😀

  • @sangramghosh3846
    @sangramghosh3846 2 роки тому +27

    এই 'চেয়ে চেয়ে থাকবে' উক্তিটা আমার ঠাকুমা আর মায়ের বাঁধা বুলি 😁😁

  • @torymostafa635
    @torymostafa635 2 роки тому +16

    এতো সুন্দর করে বর্ননা করলে! মনে হচ্ছিলো বিভূতির কোনো মজার ছোট গল্প পড়ছে কেউ।
    ভালো লাগলো বেশ।

  • @fat_batman
    @fat_batman 2 роки тому +53

    The way you have narrated the whole recipe, it felt as if my elder brother is teaching me how to cook. ❤️

  • @Modhumita_Kundu
    @Modhumita_Kundu 2 роки тому +9

    অসম্ভব সুন্দর। এমন উপস্থাপনা সত্যি প্রশংসার যোগ্য। 😊♥️

  • @arundhutibarman5843
    @arundhutibarman5843 2 роки тому +27

    রান্নার সাথে voice-over শুনতে ছুটে ছুটে আসা...💌

  • @dipjoybhattacharjee2004
    @dipjoybhattacharjee2004 Рік тому +1

    Amar to dekhei jeno nake shundor gondho lagche, ahaha eto jeno puro omrito.... 🤤😋

  • @abhishekdutta9908
    @abhishekdutta9908 2 роки тому +7

    আমি তোমার কথা শুনি আর মন দিয়ে রান্না দেখি।আমিও অনেক সময় নিয়ে মসলা কষি।তাতে রান্নার মাত্রা আলাদা হয়।❤🥰❤🥰।তোমাদের রান্নায় মশলার পরিমাপ গুলো আমার বুঝতে খুব সাহায্য করে। ❤❤❤❤

  • @antaramajumder5290
    @antaramajumder5290 2 роки тому +6

    কি সাবলীল, তোমার আমার বাড়ির গল্প। সত্যি, বেলা দুটোর পরও ঠেলে স্নানে পাঠানো যায়না আমাকে। কিন্তু রবিবারের মাংসের গন্ধটা আমাকে খুব প্রপেল করে।
    অভিনন্দন এবং অনেক অনেক সাফল্যের কামনা রইল। আরো বড় হয়ে উঠক এই বাংলা চ্যানেলটা।❤️❤️❤️

  • @surojitdas3192
    @surojitdas3192 2 роки тому

    1kathay durdanto. R kichu bolar nei. Dekhei khide peye galo.😋😋😋

  • @debarshisinha
    @debarshisinha 2 роки тому +4

    যাদের বেলা দুটোর আগে ঠেলে ঠেলে স্নানে পাঠানো যায় না .. . 😅😅😅😍

  • @JesminKitchen
    @JesminKitchen 2 роки тому +1

    অনেক সুন্দর করে কেটে ধুয়ে রান্নার আয়োজন দেখলাম ভীষণ ভালো লাগলো একদম সহজ করে শিখিয়ে দেয়ার জন্য ট্রাই করবো ধন্যবাদ 👍👌❤️

  • @SRSharekrishna-fv4ew
    @SRSharekrishna-fv4ew 3 місяці тому +1

    Hebbi hoyece vai
    Ajke ami ranna korbo

  • @nadiamishu5149
    @nadiamishu5149 2 роки тому +21

    কলকাতার বাংলা কি মিষ্টি 😍 মনে হয় কোন সাহিত্য পাঠ শুনছিলাম এতক্ষন❤️

    • @noobplayer8557
      @noobplayer8557 2 роки тому

      Sotti jante na

    • @kartik4969
      @kartik4969 2 роки тому +7

      উনি মিষ্টি করে বলছেন বলেই মিষ্টি। পৃথিবীর সব ভাষাতেই/ডায়ালেক্টেই মিষ্টতা, ঝাল, নোনা রকমফের আছে। কলকাতা, ঢাকা, সিলেট, চিটাগাং ডাজন্ট ম্যাটার।

    • @sAM859
      @sAM859 Рік тому +1

      ​@@kartik4969 ei Chittagong aar chottogram ki ek ??

    • @kartik4969
      @kartik4969 Рік тому

      @@sAM859হ্যা

    • @moniroy5335
      @moniroy5335 Рік тому

      ​@@sAM859yes same

  • @MunmunBhowmik-s6l
    @MunmunBhowmik-s6l 3 місяці тому

    ও কাঁকড়া রেসিপি টা যা জোস হয়েছে, দারুন 😊😊😊

  • @susnigdhaghosh6316
    @susnigdhaghosh6316 2 роки тому +2

    মা এক আলাদা মানুষ, কী জানি কোথা থেকে শিখেছে লাউ কাকড়া বা চিতে কাকড়ার ঝাল।! তবে যতই ভালো চ্যানেলের রেসিপি দেখে করিনা কেনো মা এর হাতের স্বাদ আসে না, মনে হয় সব দিয়েছি তবুও কিছু একটা মিসিং।।।

  • @kpchannel4964
    @kpchannel4964 2 роки тому +1

    Dada tomar kotha bole bojhano ta khub sundor ❤recipe Ta Khub Valo..👍

  • @piyankamondal2064
    @piyankamondal2064 Рік тому +2

    আমার প্রিয় রেসিপি কাঁকর ভিডিও দেখে তো খেতে ইচ্ছা করছে আর 🤤🤤গন্ধ শুকলে মনে হয় থাকতে পারতাম

  • @sangitabasudey7252
    @sangitabasudey7252 2 роки тому +1

    Aaj sokal 1st tomader English Channel tar video dekhlam . Abar akhn bangla channel er notification dekhe ba dekhe thakte parlam na. Bengali bole kotha bangla commentary er sathe dekhe ro bhalo lage.. ❤️❤️❤️

  • @manojganguly9817
    @manojganguly9817 2 роки тому

    অসাধারন রান্না ও সাথে running commentry.superb.👍👌

  • @joydas7871
    @joydas7871 2 роки тому +1

    Khub khide peye gelo abar.....😋😋😋😋

  • @durba-718
    @durba-718 2 роки тому +1

    100/100! Darun hoeche. Kotha gulo bishesh highlights

  • @debikamitra7839
    @debikamitra7839 2 роки тому +3

    Tomaader golpo kore kore ranna shekhaano khub bhalo laage…. Thanks to both of you….

  • @sue7135
    @sue7135 2 роки тому +7

    Best part is your wife eating. Gets my mouth watering and remembering my mother’s cooking of crabs. Good job guys.

  • @gourabmajumdar
    @gourabmajumdar 2 роки тому +2

    একটা নতুন পদ্ধতি দেখে খুব ভালো লাগলো, যেকোনো রান্নার চ্যানেলে - রান্নার শেষে এভাবে গরম ভাতের সাথে বেরে খায়না, কিন্তু এই অভিনব পদ্ধতি টা সত্যিই মন কেড়েছে 👍🏼👍🏼👍🏼👍🏼
    A 2 Z পুরো ভিডিওটা অসাধারণ হয়েছে 🔥🔥🔥🔥👍🏼

  • @anirbandeyYT
    @anirbandeyYT Рік тому

    রান্নার অনেক channel দেখেছি কিন্তু এত সুন্দর করে বলতে কাউকে দেখিনি । খুব ভালো এবং soothing content ❤

  • @souraroy9823
    @souraroy9823 Рік тому

    brilliant video... dekhei khide peye gyalo... would try this recipe someday....

  • @livingonmy0wn
    @livingonmy0wn 2 роки тому

    Ami ai vdo ta last 2dine almost 10bar dekhsi .....r opekkha krsi kbe kakra pabo r ei rcp try krbo ❤️

  • @chayanmitraful
    @chayanmitraful Рік тому +1

    বলার ভঙ্গি এবং রান্নার পদ্ধতি অসামান্য, খুবই ছোটবেলায় খেয়েছিলাম, এত details মনে ছিল না, অনেক ধন্যবাদ আপনাদের এবং শুভকামনা

  • @amarrannaghor69
    @amarrannaghor69 3 місяці тому

    👍 খুব সুন্দর হয়েছে অসাধারণ রেসিপি
    🔔🛎️🛎️🛎️🛎️

  • @puja.karmakar
    @puja.karmakar 2 роки тому +20

    Saptarshi dada , I am getting addicted to this bengali voiceover. It would have been so nice if you had started a bengali podcast , like kobita paath, golpo sonano... Can you start pls?

  • @manonitaroy2626
    @manonitaroy2626 2 роки тому +2

    Bong eats a dekhei ei channel a uki jhuki marchhi kokhon upload hobe. Finally master moshai esechhen😊. Tobe sorse batar use ta besh interesting laglo. Try korte hobe.

  • @liam7666
    @liam7666 2 роки тому +4

    এতো সুন্দর বাংলা অনেক দিন পর শুনলাম। মন ভরে গেলো ❤️

  • @FarukHossain-cx4wh
    @FarukHossain-cx4wh Рік тому

    অসাধারণ রান্না। আজই রান্না করবো বলে ভিডিওটা দেখলাম। subscribed 👍

  • @sreetamadam9470
    @sreetamadam9470 2 роки тому

    Joto ta sundor r authentic recipe, thik toto tai sundor presentation. Vison bhalo laglo.

  • @LovelyBose-e4t
    @LovelyBose-e4t 22 дні тому

    amar maa evabei banay … uuuffff fatafati lage khete 🤤🤤

  • @URBIBANERJEE
    @URBIBANERJEE 2 роки тому +1

    Sokale English channel ei recipe ta dekhlam. Kintu bangla te dekhar ar shonar moja tai alada! Khub bhalo laglo saptarshee da tomar kotha gulo...

  • @DipankarNaskar
    @DipankarNaskar 9 місяців тому

    কাঁকড়া রান্নার অসাধারণ রেসিপি।
    আজই এটা দেখে, ঠিক এইভাবে রান্নাটা করা হল।
    দুর্দান্ত খেতে হয়েছিল।
    সর্ষে বাটাটা স্পেশাল একটা পাঞ্চ দিয়েছিল পুরো রান্নাতে, আর কাঁকড়া পরিষ্কার করা, কাটা ও ভাজার অংশে আপনার narration অসাধারণ বললেও কম বলা হয়।
    আরেকবার ধন্যবাদ জানিয়ে চ্যানেলটা সাবসক্রাইব করলাম।
    ❤❤❤

  • @soumikbiswas4604
    @soumikbiswas4604 2 роки тому +3

    অপূর্ব ভয়েসওভার।

  • @kankananagchowdhury5459
    @kankananagchowdhury5459 2 роки тому +1

    Soptorshi da apni darun bolen ☺☺☺ ar insiya di apni darun sundor kore ranna koren

  • @jannatunnaime3127
    @jannatunnaime3127 Рік тому

    Awesome narration and tutorial!
    Ami kokhono kakra khai ni! But ei video dekhe kakra khete ichche korche!

  • @gayatritanti2372
    @gayatritanti2372 2 роки тому

    Love from Assam. Khub sundar hoyechhe

  • @shreyadas5854
    @shreyadas5854 2 роки тому +4

    শেষের কথা গুলো দারুণ ❤️

  • @piumondal5447
    @piumondal5447 2 роки тому +1

    Just asadharon...ki apurbo dakhata hoyecha

  • @anurupamukherjee2
    @anurupamukherjee2 2 роки тому

    Dekhe khide peye galo😋😋😋

  • @sudeshnachakraborti4179
    @sudeshnachakraborti4179 2 роки тому

    Aha! dekhtey dekhtey...amari khidey peye galo

  • @parthosarkar1478
    @parthosarkar1478 Рік тому

    vi sob thake apner last kotha gula onk sundhur lagca😍😍

  • @arpanroy493
    @arpanroy493 Рік тому

    Kotha bola ta khub sundar hoyeche...
    😘😘

  • @foodsfor_thought
    @foodsfor_thought 6 місяців тому

    The pureness and experience of Bengali and experienced enough to use chopsticks.... Ufff Prem puro bapar ta❤❤

  • @shafinahmed7511
    @shafinahmed7511 2 роки тому +1

    খুব ভালো লাগলো, এই রান্না টা করতেই হবে ।❤️

  • @debarshisinha
    @debarshisinha 2 роки тому

    এত ভালো আর্টিস্টিক ভিডিও এর জন্য অনেক ধন্যবাদ ! একটা ভালো মানের উপন্যাস বা ছোট গল্পের থেকে কোনো অংশে কম নয় । থেরাপিটিক ভালো

  • @Jeon_jungkook_from
    @Jeon_jungkook_from 2 роки тому +2

    Sunte r dekhte darun lage ❤️❤️❤️❤️❤️❤️

  • @autobotjana
    @autobotjana Рік тому

    অনেক সুন্দর আপনার রান্না ❤️শুধু এটা না সব রান্না অনেক সুন্দর ❤️আর অনেক লোভনীয় 😋আজ বানিয়েছে আমার ঠাম্মা 😋🦀🦀

  • @Ases1987
    @Ases1987 2 роки тому

    Daroon 👌
    Ami jodio ekhon bangla channel tai dekhi

  • @indranidasgupta5142
    @indranidasgupta5142 2 роки тому

    Jemon sundor ranna ,temon mojar narration,khub enjoy korlam...

  • @aniruddhasarkar2433
    @aniruddhasarkar2433 2 роки тому +8

    আমি নিরামিষাশী, জানি কোনোদিন এই রান্নাটা আমি করবো না, তাও গোগ্রাসে video টা দেখে ফেললাম, ঠিক যেমন করে আপনাদের বাকি video গুলো usually দেখি। ইংরিজি channel টার fan বহু দিন ধরে, কিন্তু বাংলা channel টা is just on another level...

  • @123rimidas
    @123rimidas 8 місяців тому

    খুব ভালো হয়েছে অসাধারণ কখনো খাইনি যদি কখনো পুকুরে পাই তো অবশ্যই আপনার রান্নার এটা ট্রাই করবো না আমি কাঁকড়া কাটতে পারি জ্যান্ত খুব খুব ভালো লাগলো

  • @hungrycouplebengalivlog9969
    @hungrycouplebengalivlog9969 2 роки тому

    কি ভালো লাগে তোমার কথা শুনতে। আর রান্নার তো কোনো তুলনাই হয় না। খুব সুন্দর ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shomaghosh397
    @shomaghosh397 10 місяців тому +1

    Your channel is a savior for us! Tried this recipe and it was a super hit!

  • @jayasreedas16
    @jayasreedas16 2 роки тому +4

    Your narration is just amazing , great sense of humor you have along with the great culinary skills .

  • @surtaal6462
    @surtaal6462 2 роки тому

    Ufff ami majh raate eta dekh6ilm amr jano akn e khide peye galo.

  • @malatibiswas9178
    @malatibiswas9178 Рік тому

    খুব লোভনীয় রেসিপি। আপনার রান্না দেখতে দেখতে যেন রান্নার সুগন্ধ পাচ্ছি। অনেক শুভেচ্ছা রইলো।

  • @johnwick11106
    @johnwick11106 2 роки тому +1

    Bro, tomar kotha amar khub valo lagse. Karon tumi khub norom kore, simple vabe kotha bolo. Best of luck brother, 🤞🤞🤞

  • @somachakraborty3688
    @somachakraborty3688 Рік тому

    Darun rannata hoeche, khete ecche korche. Thankyou.😊

  • @sanchitadas4326
    @sanchitadas4326 2 роки тому

    Maa er haat er kakrar jhal...uff ki darun swad😋😋

  • @sanchitamukherjee8959
    @sanchitamukherjee8959 Рік тому +1

    খুব মনোগ্রাহী উপস্থাপনা, রান্নাও তেমনি দৃষ্টিনন্দন। আর শেখানোর মধ্যে রয়েছে নির্ভেজাল আন্তরিকতা। আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি। আর নিজেকে প্রস্তুত করি রান্নাটা একদিন সাহস করে, করেই ফেলার...😄😄😄👍🙏

  • @kekanatarajan1367
    @kekanatarajan1367 2 роки тому

    Apurbo recipe, skillful kankra kaataa. Shob miile ashadharon..

  • @payelsarkar6092
    @payelsarkar6092 6 місяців тому

    রান্নার মতোন কথাগুলো ও খুব সাজানো। এক সেকেন্ড ও স্কিপ করা যায় না ❤

  • @antaraguha6887
    @antaraguha6887 2 роки тому

    Bangla bolar kayda ta asadharon ....🤗 Ki valoi na laglo video ta dekhte

  • @priyankaghosh7066
    @priyankaghosh7066 2 роки тому

    Golata kar????ki mishti gola ❤️

  • @reshmamukherjee6123
    @reshmamukherjee6123 2 роки тому +1

    Ki sundor kotha bolo go tumi.... bong eats e age e dekhe6i recipe ta but audio ta sonar jonno sudhu second time dekh6i....

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 роки тому

    কাকরা দিয়ে ঝাল রেসিপি আমার অনেক পছন্দের খুব ভালো লাগলো ভিডিওটা দেখে

  • @Indianlisa6969
    @Indianlisa6969 Рік тому

    Bhaaggish vaat khey uthe ei video ta dekhlam nahole ekkhuni maa er kache giye bayna suru kortam❤

  • @linapaul3383
    @linapaul3383 2 роки тому

    Commentry ta sotti asadharan ❤️❤️

  • @priyankahaldar2972
    @priyankahaldar2972 5 місяців тому

    আপনার এই বলার ধরন বেশ গল্পের মতো শুনতে লাগে , সাথে রান্না দেখতেও বেশ ভালো লাগে

  • @bablysarkar7835
    @bablysarkar7835 2 роки тому

    apnar commentry darun r recipe tao 🤟🤞🤘

  • @snehatintin
    @snehatintin 2 роки тому +1

    ভালো হয়েছে, overall video টি।

  • @munmunsecret7112
    @munmunsecret7112 2 роки тому

    Khub vlo lage ranna gulo ar amra jara notun ranna korchi khub helpfull amader jorno ami pry onek ranna try krechi ar barite sby khub vlo boleche thank you tomader k ar onek valobasa roilo❤❤

  • @arundhutisurfing
    @arundhutisurfing 6 місяців тому

    This channel is my ultimate asmr therapy
    ...I have never ever cooked anything but I have never ever skipped any of his videos

  • @confusedsoul7273
    @confusedsoul7273 2 роки тому

    Aha..dekhei mukhe jol chole elo

  • @susmitachakraborty2532
    @susmitachakraborty2532 2 роки тому

    It patkeler jonno 1ta 👍 dilam

  • @pd947
    @pd947 2 роки тому

    Bangla voice over ta darun laglo!Very nice. ✌️

  • @arpitam5343
    @arpitam5343 Рік тому

    বাঃ .. এত সুন্দর বর্ণনার জন্যে পুরো ভিড়ে ভিডিও টা দেখলাম

  • @pranjaldas1762
    @pranjaldas1762 2 роки тому

    Uff dekhei khide peye galo

  • @Aspire_Wings
    @Aspire_Wings Рік тому

    Thank you so much khub help hobe amar ai ranna gulo kore khawa te parle. 💖

  • @ShibenduSharma
    @ShibenduSharma Рік тому +2

    Was feeling like somebody telling me a story. Hats off to your narration brother. 🫡🫰👌

  • @Pekhampakhi
    @Pekhampakhi 2 роки тому

    Ei 1st time apnar video dekhlam akhon baje rat 1.15 ..... Darun laglo. Sob theke valo laglo apnar kotha gulo. Ami akdom ghoti barir meye r biye hoache bangal bari te. Apnar bhasah gulo ba Kotha bolar dhoron ta vison valo. Kothao jano nijer bhasar choya pelam. (Ghoti)

  • @sb6977
    @sb6977 2 роки тому

    দারুন লাগলো, সাথে আপনার বলার style টাও দারুন 👌....কাকড়া আমার ভীষন প্রিয়, তবে সামনের বার আপনার tricks গুলো follow করে বানাবো...

  • @moumitachakraborty8051
    @moumitachakraborty8051 2 роки тому

    Narration ta khub sondor chilo 😀 and of course recipe taao

  • @ujiandsumisworldofcooking
    @ujiandsumisworldofcooking Рік тому

    কা্ঁকড়া কাটা - ধোয়ার ঝামেলা দেখে ই খাওয়ার ইচ্ছে টা চলে গেল। তবে রান্নাটা মন দিয়ে শিখে নিয়েছি।

  • @nadiraaktherrumi4015
    @nadiraaktherrumi4015 Рік тому

    Khub valo laglo ranna ta. Dakhte onek yemmy hoyachay. Agamikal e ranna ta korbo inshallah. Kew jodi chingri mach khatay pare to kakra o khatay parbay. Testa prai aki.

  • @malaghosh3070
    @malaghosh3070 Рік тому

    Darun laglo,puro recipe dekhlam

  • @sampurnagoswami1747
    @sampurnagoswami1747 2 роки тому

    Aapnader Bangla channel ta'ar ekta mayabi aatpoure mejaj achhe... khub bhalo laage:))