এই আড্ডা দিতে দিতে রান্না করা, রান্না করতে করতে হঠাৎ খিদে পেলে ফ্রিজ খোলা, ঠাকুমার পুরনো শীল নোড়ার গল্প...... সবই খুব আমাদের বাড়ির মত চেনা চেনা। ❤️❤️❤️
গল্পে গল্পে রান্না, শিল-নোরা দিয়ে বাটাবাটি একেবারে বাঙালির চিরচেনা রান্নাঘর নতুন করে ভিষণ ভালো লাগলো।❤️❤️❤️ অনেক ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।🙏🙏🙏 অফুরান শুভকামনা আর ভালবাসা বাংলাদেশ থেকে ❤️❤️❤️🌹🌹🌹
এর আগে দু একটা ভিডিও দেখেছিলাম। কিন্তু আজ এত ভালো লাগল, যে বলার নয়। কি স্বাভাবিক কথোপকথন এর মধ্য দিয়ে রান্না হয়ে গেল। কোয়েল, তোমাকে আর ভাই আপনাকেও ভারী ভালো লাগল।
I love this so much. I'm thankful for all that you do and the way you allow me (thousands of Bangalis) to feel transported home when they're on the other side of the planet. When people ask me what parts of Bangla culture I miss it's this adda that touches on the anthropological/cultural/material/labor issues of the day through food. So grateful for you folks ♥️
Oshadharon! Ami sob rokom shobji khub khai aar khete bhalobashi. Aaj barite kochu nei, but ami incidentally aaj dupure kumro seddho khetam. Ei episode ta dekhar por, otake kumro nara kore khabo. Tobe ami kalo jeerer jaygay kalo shorshe phoron debo, cuz I love kalo shorshe with kumro. Pore maan kochur paturi ta banabo. What excellent recipes! Yummm!
কচু আমার প্রিয় অনাজের মধ্যে একটা, কিন্তু বাটা ছাড়া অন্যগুলো জানতাম না। ট্রাই করার লোভ সামলাতে পারছি না। আর আড্ডার পরিবেশ রান্নাঘর কে এমনি ই আনন্দের খনি বানিয়ে দেয়... দারুন!
আমি প্রথমে ভাবছিলাম এই এপিসোডটা তো এমনিই বাংলায় করেছো, এর আবার বাংলা ভার্শন বিশেষ কী হবে? কিন্তু কৌতুহলবশতঃ দেখতে গিয়ে বুঝতে পারলাম যে না, অনেক কিছুই আলাদা আছে এটায়, ইংরেজি ভার্শনের তুলনায়। খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। 🧡 আচ্ছা একটা প্রশ্ন, সেটা হচ্ছে- কচুটা যখন মিক্সিতে বাটবো তখন কি ওর মধ্যে আলাদা করে পানি add করতে হবে? পানি না দিলে তো ঠিকমত জিনিসটা ভর্তা হতে চাইবে না তাই না? নাকি কচুর ভেতর থেকেই পানি বেরোয়, ওই দিয়েই বাটা হয়ে যায়, আলাদা করে পানি দেয়া লাগে না?
Kolkata travel and exploring the city is my long time wish-list. Being a bengalee it’s a shame that I never stayed and explored the bangla capital…. Someday… hopefully!
বাঙালির পুরনো দিনের রান্না আমার খুবই পছন্দের ❤ বর্তমান যুগের মেয়ে হয়ে ও যখন আমি এগুলো রেসিপি দেখি আর বানাই বাড়িতে তখন আমি আবেগে ভেসে যাই আর নিজেকে পুরোনো কাব্যতে হারাই😊
আপনাদের চ্যানেল এর সঙ্গে প্রথম যোগাযোগ করায় আমার মেয়ে। লকডাউন কালে ফুচকা বানাই আপনাদের রেসিপি মেনে, এবং ১০০% সফল হই, turned out to be a showstopper, আজকের episode এ ব্যবহৃত all the things, and the emotion it evoked, আমাদের চিরচেনা বাঙালি বাড়ির নিত্যকার জিনিস।
Ato anondo hocche jar hather ato ranna besh koekdin dhore Sienna te giye khacchi take ranna korte dekhe😊chingrir popcorn type kichu akta kheyechilam with a pumpkin sauce, akhono mukhe lege ache😇
Tomader golpa sune ecta katha share korte ichhe kor chhe .. Ami madinipure maye .. jakhan Ami mumbai move korlum takhan ecta chhoto sil nara niye gelum. Abar jakhan mumbai theke Singapore move korlum Takhano sil nora amar sathe Singapore gelo.. ekhan ami abudhabi te thaki … ebar r sil nara amar sathe elo na … tobe he amar kichu kichu ranna sil nara darkar hoi.
Dada o Didi ...biswas koro...tomader ranna r video r maa er sohojogita..jorei bideshe eseo Bangali-ana ta dhore rekhechi🥺.. Next year firei bhorpur khawa dewa hobe
You people are wrong go to odisha everywhere in Cuttack bhubaneswar they serve pakhala (panta bhat)with a huge plater of side dishes from 3 star hotels big restaurants to roadside stalls people pay and eat it as a delicacy i Kolkata only o don't see any Bengali restaurant serving anything other than kosha mangsho and chingri malaikari
প্রথমতো বাংলাদেশে হোটেল বা রেস্টুরেন্টে পান্তাভাত বিক্রি হয়, তবে এটা বৈশাখমাসেই। আর কিশোরের পান্তাভাত নিয়ে বাংলাদেশে কোন সমালোচনা হয় নাই, বরং প্রশংসাই করেছে সবাই। আর অনেক বড় বড় রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভর্তা বিক্রি করে। বাংলাদের এমনকি ভর্তার ওপর নির্ভর করে অনেক রেস্টুরেন্টও আছে। মানে মেইন ডিশ আরকি ভর্তা। বাঙালি মুসলমানদের মাঝে সবজির ভ্যারিয়েশন কম আবার খাওয়ার প্রচলনও কম , তাই হয়তো আমার হোটেল রেস্তোরায় সবজি কম বিক্রি হয়।
আসলে আমরা খাটতে ভুলে গেছি খেতে গেলে খাটতে হয় এখনকার কোন মহিলা কচু শাক কাটতে জানে না এটাই বাস্তব আমরা এখন নস্টালজিয়া হয়ে গেছি নিজেকে বাঙালি বলবো কিন্তু শাড়ি পড়বো না
এই আড্ডা দিতে দিতে রান্না করা, রান্না করতে করতে হঠাৎ খিদে পেলে ফ্রিজ খোলা, ঠাকুমার পুরনো শীল নোড়ার গল্প...... সবই খুব আমাদের বাড়ির মত চেনা চেনা। ❤️❤️❤️
"ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট করতেই হবে"
সেরা লাইন দিদি
Finally voice deoya lok ta k dekhe mon ta শান্তি ❤️
গল্পে গল্পে রান্না, শিল-নোরা দিয়ে বাটাবাটি একেবারে বাঙালির চিরচেনা রান্নাঘর নতুন করে ভিষণ ভালো লাগলো।❤️❤️❤️ অনেক ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।🙏🙏🙏 অফুরান শুভকামনা আর ভালবাসা বাংলাদেশ থেকে ❤️❤️❤️🌹🌹🌹
এর আগে দু একটা ভিডিও দেখেছিলাম। কিন্তু আজ এত ভালো লাগল, যে বলার নয়। কি স্বাভাবিক কথোপকথন এর মধ্য দিয়ে রান্না হয়ে গেল। কোয়েল, তোমাকে আর ভাই আপনাকেও ভারী ভালো লাগল।
খুব ভালো লাগলো এই episode. সাধারন রান্না গুলোকে অসাধারণ করে পরিবেশন করা দেখে খুব খুব আনন্দ পেলাম।
12:15 এ বলা কথাগুলো বেশ বেশ ভালো লেগেছে। কথা গুলো সার্বজনীন। তাও চিন্তা করার ক্ষেত্রে আমাদের কোথায় যেন জড়তা!
Bong eats aar Bong eats bangla notification pelei hazir. Aaro erokom episode chai
She is refreshingly normal
বাংলাদেশিদের জন্যে অনেকগুলো ইস্টার এগ ছিল ভিডিওটাতে! কিশোয়ার, চাদপুর, ইলিশ, শেখ হাসিনা, সবশেষে প্রিয় কোয়েল রায়!
I love this so much. I'm thankful for all that you do and the way you allow me (thousands of Bangalis) to feel transported home when they're on the other side of the planet. When people ask me what parts of Bangla culture I miss it's this adda that touches on the anthropological/cultural/material/labor issues of the day through food.
So grateful for you folks ♥️
Ek kathae darun.Khub bhalo laglo.Notun classic presentation! Waiting for next! Ramashis, Bengaluru.
Oshadharon! Ami sob rokom shobji khub khai aar khete bhalobashi. Aaj barite kochu nei, but ami incidentally aaj dupure kumro seddho khetam. Ei episode ta dekhar por, otake kumro nara kore khabo. Tobe ami kalo jeerer jaygay kalo shorshe phoron debo, cuz I love kalo shorshe with kumro.
Pore maan kochur paturi ta banabo. What excellent recipes! Yummm!
খুব সুন্দর লাগলো এপিসোডটা বিশেষত যার গলা এতদিন শুনে এসেছি তাকে দেখতে পেলাম এটাই অনেকটা ভালো এছাড়া সেভ কোয়েল এসেছে এটাও খুব ভালো লাগছে
আড্ডাটা এত ভাল লাগল।বাঙালি খাবার আসলেই আমরা সেভাবে মূল্যায়ন করিনা বাইরে।
কচু আমার প্রিয় অনাজের মধ্যে একটা, কিন্তু বাটা ছাড়া অন্যগুলো জানতাম না।
ট্রাই করার লোভ সামলাতে পারছি না।
আর আড্ডার পরিবেশ রান্নাঘর কে এমনি ই আনন্দের খনি বানিয়ে দেয়... দারুন!
দারুণ লাগলো 🌹🌹 অসংখ্য ধন্যবাদ তোমাদের তিনজনকেই।
Atto besi jante parlam,sikhte parlam bhalo laglo etai
😃Amaizing👌Love from Bangladesh❤🇧🇩
খুব সুন্দর গুছিয়ে কথা বলেন দাদা
আপনার চেহারা'টা দেখার ইচ্ছে ছিল
আজ দেখলাম!
বাংলাদেশ থেকে শুভকামনা থাকলো আপনাদের জন্য।
Puro jive jol chole elo bori bhajata hebby rcp darun
সত্যি video টা অসাধারন লেগেছে।
Darun🤤
Just awesome 😋😋😋😋😋👌👌👌👌 satha golpo kotha just jome galo ❤
Osadhron osadharon osadharon 👌👌👌
Dada tomar voice khub apurbak
.....aato sundor krey bolo.....khub bhalo lagey r easy hoyey protyekta recipe bujhtey.....lots of love 💞😘😘.....
অপূর্ব আসাধারণ খুব মন দিয়ে পুরো ভিডিও টা দেখলাম 👌👍❤️ ❤️ ❤️
Chef k onek dhonnobad, kotha gulo sune kemon jeno nijer ghorer keu ranna korche bole mone holo
খুব ভাল লাগল রেসিপি গুলো, খুব চেনা কিন্তু উপস্থাপনার গুণে অনন্য রূপ পেল। সুন্দর পরিবেশনা ।👍🏻👍🏻
I really enjoyed this video. Tomader rannagulo onek shundor hoyeche, tar cheye aro shundor hoyeche tomader golpo 😊
Superb 👌
Best cooking show with music !
This episode is the Best of rannaghore ke? Darun darun recipe shikhlam.Thank you so much for the episode.Aerokom aro episode chai banglay
সব মিলিয়ে অসম্ভব ছিল দারুণ হয়েছে।
Ei episode ta darun laglo...darun ranna banna 😋 with the garnishment of little adda.. 👌👌.. Loved it 😀👍
Just darun ei episode ta❤️
Onekgulo ranna shiklam deklam sathe adda
Khub bhalo
দাদাভাইকে অবশেষে দেখতে পেলাম! বাংলাদেশ থেকে ♥
Khub valo laglo ❤️❤️❤️
আমার মায়ের বাপের বাড়ি ঢাকায় ছিল। তিনি এইভাবে কচু নাড়া করতেন। সে যে কি অপূর্ব স্বাদ।
বাঙালি মানেই আড্ডা আর এখানে আড্ডাটাও বেশ একটা মানসম্মত জায়গায় পৌছলো যখন ওই unpaid/under-paid labour নিয়ে কথাটা হলো। যাই হোক, খুব ভালো লাগলো ভিডিওটা।
আমি প্রথমে ভাবছিলাম এই এপিসোডটা তো এমনিই বাংলায় করেছো, এর আবার বাংলা ভার্শন বিশেষ কী হবে? কিন্তু কৌতুহলবশতঃ দেখতে গিয়ে বুঝতে পারলাম যে না, অনেক কিছুই আলাদা আছে এটায়, ইংরেজি ভার্শনের তুলনায়। খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। 🧡 আচ্ছা একটা প্রশ্ন, সেটা হচ্ছে- কচুটা যখন মিক্সিতে বাটবো তখন কি ওর মধ্যে আলাদা করে পানি add করতে হবে? পানি না দিলে তো ঠিকমত জিনিসটা ভর্তা হতে চাইবে না তাই না? নাকি কচুর ভেতর থেকেই পানি বেরোয়, ওই দিয়েই বাটা হয়ে যায়, আলাদা করে পানি দেয়া লাগে না?
আপনাদের এই আড্ডাটা খুব সুন্দর লাগছে
Ki naturally kotha bolchilo r ki misti didi ta 🤩
কচুর এতো সুন্দর একটা mouthwatering item … thank you 🙏 ❤
Oshadharon ❤️
হুমম, অসাধারণ এপিসোড। হামানদিস্তেটা খুব সুন্দর। কোথায় পাওয়া যায়?
Apurbo episode!!!
One of the best "Rannaghore Ke?" episodes💟
Superb...mouthlicious
খুব সুন্দর একটি এপিসোড!
Kolkata travel and exploring the city is my long time wish-list. Being a bengalee it’s a shame that I never stayed and explored the bangla capital…. Someday… hopefully!
Fb te dekhar poreo abar ekhane dekhlam,, karon aktai misti akta adda miss korte parlam na,, abar o onek suvechha roilo agamir jony 🌹🌹🌹🌹🍫🍫🍫🍫
বাঙালির পুরনো দিনের রান্না আমার খুবই পছন্দের ❤
বর্তমান যুগের মেয়ে হয়ে ও যখন আমি এগুলো রেসিপি দেখি আর বানাই বাড়িতে তখন আমি আবেগে ভেসে যাই আর নিজেকে পুরোনো কাব্যতে হারাই😊
জমাটি আড্ডা, অসাধারণ।
Ami kichu kotha bolte chaichi,asole bangal hober soubhageye.jodi kicju bhul hoi prothomei marjona chaibo.purbobonge kochu emon ekta jinis jar motamuti sobtai khawa hoi.and recipe onujayitar ranner method o palte jai.barite ma ke,amar dida ke dekhtam kochu jedin tola hot,bata khaber jonney,onara bolten age kochur ros shukaite hoibo.mane patla kore kete kather unaner charpashe kochue tukrogulo sajiye dewa hot.saradin unaner tape bhetorer sob ros shukiye gele tobe bata,silbatai.ami jothariti gas er opor lohar tawa chapiye seke ni,kimba ekta rod khaiye diy chade niye.janina,sotti ki er commercialisation possible.
Mon vore gelo......
Valo laglo❤️
Vison valo lage tomder sob video gulo.... big fan of dada.... but didi tumi hairstyle ta change koro pls....
Didi, tumi kon camera diya video shoot koro
Bong eats a dekhechhi abar etateo abar dekhlam
দারুণ👍👍😋
darun laglo dada❤
দাদা নিয়মিত বাংলাদেশ থেকে দেখতেছি |
ভাতটা দেখে খুব ভালো লাগলো। এটা কি চাল? কোথায় পাবো?
আপনাদের চ্যানেল এর সঙ্গে প্রথম যোগাযোগ করায় আমার মেয়ে।
লকডাউন কালে ফুচকা বানাই আপনাদের রেসিপি মেনে, এবং ১০০% সফল হই, turned out to be a showstopper,
আজকের episode এ ব্যবহৃত all the things, and the emotion it evoked, আমাদের চিরচেনা বাঙালি বাড়ির নিত্যকার জিনিস।
episode ta darun laglo
কি দারুন 🥺!
খুব সুন্দর।
Ato anondo hocche jar hather ato ranna besh koekdin dhore Sienna te giye khacchi take ranna korte dekhe😊chingrir popcorn type kichu akta kheyechilam with a pumpkin sauce, akhono mukhe lege ache😇
2nd porbo ta kobe hobe?
Dada please please kolkata style chicken biryani recipe ta deban
Ami siliguri te thaki, tai siliguri word ta anekbar rewind kore sunlam....
Tomader golpa sune ecta katha share korte ichhe kor chhe .. Ami madinipure maye .. jakhan Ami mumbai move korlum takhan ecta chhoto sil nara niye gelum. Abar jakhan mumbai theke Singapore move korlum Takhano sil nora amar sathe Singapore gelo.. ekhan ami abudhabi te thaki … ebar r sil nara amar sathe elo na … tobe he amar kichu kichu ranna sil nara darkar hoi.
Insiya k ano.
Insiya k amr khub valo lage ❤
❤️❤️❤️
O sa DHA Ron ♥️♥️♥️♥️♥️
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 beautiful video 🥰🥰🥰
Dada o Didi ...biswas koro...tomader ranna r video r maa er sohojogita..jorei bideshe eseo Bangali-ana ta dhore rekhechi🥺..
Next year firei bhorpur khawa dewa hobe
How someone say something so nicely,, 🖤🥺
ami atodin bade chanel ta k khuje pelam keno?
এই আড্ডা দিতে দিতে রান্না যেন ক্ষিদে আরো বাড়িয়ে দেয় !
Ato deri te keno wait kore thaki..
❤❤❤❤❤❤
Handi mutton recipe please
Nice 🌹🌹🌹💐💐👍👍😱😱😱😱
Excellent ❤️
Nice recipe
ভাত টা কিসের চালে তৈরি?
বেশ ভালো লাগলো
❤
maach chittagong
Assalamualaikum
You people are wrong go to odisha everywhere in Cuttack bhubaneswar they serve pakhala (panta bhat)with a huge plater of side dishes from 3 star hotels big restaurants to roadside stalls people pay and eat it as a delicacy i Kolkata only o don't see any Bengali restaurant serving anything other than kosha mangsho and chingri malaikari
🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️
প্রথমতো বাংলাদেশে হোটেল বা রেস্টুরেন্টে পান্তাভাত বিক্রি হয়, তবে এটা বৈশাখমাসেই। আর কিশোরের পান্তাভাত নিয়ে বাংলাদেশে কোন সমালোচনা হয় নাই, বরং প্রশংসাই করেছে সবাই। আর অনেক বড় বড় রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভর্তা বিক্রি করে। বাংলাদের এমনকি ভর্তার ওপর নির্ভর করে অনেক রেস্টুরেন্টও আছে। মানে মেইন ডিশ আরকি ভর্তা। বাঙালি মুসলমানদের মাঝে সবজির ভ্যারিয়েশন কম আবার খাওয়ার প্রচলনও কম , তাই হয়তো আমার হোটেল রেস্তোরায় সবজি কম বিক্রি হয়।
আসলে আমরা খাটতে ভুলে গেছি খেতে গেলে খাটতে হয় এখনকার কোন মহিলা কচু শাক কাটতে জানে না এটাই বাস্তব আমরা এখন নস্টালজিয়া হয়ে গেছি নিজেকে বাঙালি বলবো কিন্তু শাড়ি পড়বো না
একমত হতে পারলাম না। আমাদের রান্নাগুলো ধরে রাখার দায়িত্ব কখনোই শুধু মহিলাদের নয়, পুরুষদেরও। সবাই মিলেই কাজটা করতে হবে।
ওটা ছাড়া আর কি কোনো ভালো মিষ্টির দোকান নেয়?
Ke eta
Descriptionয়ে লেখা আছে। দেখে নাও। তাছাড়া vdoতেও বলা হলো তো। আর,'কে এটা' না বলে, 'উনি কে?' - এটা বললে বোধহয় বেশি ভালো শোনাত।
Tanya Dev boddo bal boken apni
@@tanyadev1782 apni kotha shunun shobar narcissist joto shob
Vodrovabe jigges kora jeto
Darshana theke shuveccha......
♥️♥️♥️
চুয়াডাঙ্গা?
@@Luminoso93 hmmm
Very poor editing sir !!!