আমরা গ্রুপের সাথে গিয়েছিলাম, আমাদের কাঠমুন্ডু টু কাঠমুন্ডু ৪৮০ ডলার লেগেছে, পোখারাতে ৩ দিন থাকাসহ। এই বাজেটে মোটামুটি লাক্সারি ট্যুর হবে। তবে চাইলে আরও কমে করা সম্ভব। একটু হিসাব করে চললে ৩০০/৩৫০ ডলারেই হয়ে যাবে। তবে পাহাড়ে যাবার সময় হাতে কিছু বাড়তি টাকা রাখা ভালো, যেকোন ইমার্জেন্সির কথা ভেবে।
ABC থেকে ঝিনু র রাস্তা টা কোন জায়গা থেকে শুরু হয়েছে ?? Abc থেকে ঝিনু তে গাড়ি তে আসা পর্যন্ত কয় দিন সময় লাগলো , আমরা নেক্সট month এ এসব বাট গাইড ছাড়া .. Possible ? নাকি গাইড নেয়া ম্যান্ডেটরি
এবিসি যাওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা জায়গা থেকে শুরু করতে পারেন, ঘ্যান্ড্রুক কিম্বা ঝিনু। যেখান থেকেই শুরু করেন, প্রথম দিন সাধারণত সবাই চমরং থাকে। ঘ্যান্ড্রুক থেকে চমরং প্রায় ৭ ঘন্টার ট্রেক, কিন্তু ঝিনু থেকে মাত্র ২/৩ ঘন্টা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এক্ষেত্রে চাইলে চমরং না থেকে কিছু এগিয়ে যেতে পারেন। গাইড ছাড়াও যাওয়া সম্ভব, রাস্তা মূলত একটাই, আর প্রতিদিনই অন্য গ্রুপ পাবেন, তাদের সাথে গাইড থাকবে, এরকম একটা গ্রুপকে ফলো করলেই হবে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ টীমের সবাই খুব স্ট্রং না হলে পোর্টার নিবেন ব্যাগের জন্য, ব্যাগ নিয়ে এই ট্রেক করা খুব কঠিন হবে, আমরা সবাই পোর্টার নিয়েছিলাম, পোর্টার খরচ প্রতিদিন ২০০০ রুপি, ১ জন পোর্টার দুইজনের ব্যাগ বহন করে, সুতরাং মাথাপিছু ১০০০ রুপি পরবে প্রতিদিন। আপনারা পিক সীজনে যাচ্ছেন, থাকার জায়গা নিয়ে সমস্যা হতে পারে, পোর্টার বা গাইড নিলে ওরাই বুকিং করে রাখবে আগেভাগে। এটা একটা সুবিধা। আর অবশ্যই শীত এবং বৃষ্টির ভাল প্রস্তুতি নিয়ে যাবেন। ভাল হাত মোজা খুব জরুরী, বাংলাদেশে না কিনে কাঠমুন্ডুতে কিনলে ভাল পাবেন। হ্যাপি ট্রাভেলিং। 😊
@@aroundtheworldwithbadhon Vai Depok k guide hisebe niyechi. Annapurna trekking er jonne koto din er jonne guide nibo? Gangruk kothay stay korbo? Pokhara theke jhinu jawar bus ache?
@@metalheadbd থাকার ব্যবস্থা দীপককেই করতে বলেন, ওর পরিচিত লজে থাকলেই ভাল হবে। আর গাইড আপনাদের ট্রেক করতে যে কয়দিন লাগবে সেই কয়দিনের জন্য। ঝিনু থেকে বাস সেভাবে দেখিনি। সবাইকে জিপ ইউজ করতে দেখছি, আপনারা কয়জন যাবেন? ৫/৬ জন হলে জিপ খুব বেশি খরচ হবে না।
Joss
Thank You! 😊
Thanks for capturing
Cloud not have done it alone! 😊
Vi..total cost ta bolben plzzz
আমরা গ্রুপের সাথে গিয়েছিলাম, আমাদের কাঠমুন্ডু টু কাঠমুন্ডু ৪৮০ ডলার লেগেছে, পোখারাতে ৩ দিন থাকাসহ। এই বাজেটে মোটামুটি লাক্সারি ট্যুর হবে। তবে চাইলে আরও কমে করা সম্ভব। একটু হিসাব করে চললে ৩০০/৩৫০ ডলারেই হয়ে যাবে। তবে পাহাড়ে যাবার সময় হাতে কিছু বাড়তি টাকা রাখা ভালো, যেকোন ইমার্জেন্সির কথা ভেবে।
আপনারা ABC তে একদিন থেকে যেতে পারতেন
প্ল্যান ছিল, যদি সকালে ভাল ভিউ না পেতাম, তবে এবিসিতে থেকে যেতাম। এরকম ক্লিয়ার ভিউ পাবার পর সবাই খুশি হয়ে ফিরে আসতে রাজি হয়ে গেছে! 😃
@@aroundtheworldwithbadhon তবুও আপনারা থাকতে পারতেন...আমরা দু দিন ছিলাম... লক্ষী পূর্ণিমার সময় গিয়ে ছিলাম
@@dearadventuree That must be a great experience!
which country
It’s a very popular trek in Nepal along with EBC, Everest Base Camp Trek. 🙂
ABC থেকে ঝিনু র রাস্তা টা কোন জায়গা থেকে শুরু হয়েছে ?? Abc থেকে ঝিনু তে গাড়ি তে আসা পর্যন্ত কয় দিন সময় লাগলো , আমরা নেক্সট month এ এসব বাট গাইড ছাড়া .. Possible ? নাকি গাইড নেয়া ম্যান্ডেটরি
এবিসি যাওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা জায়গা থেকে শুরু করতে পারেন, ঘ্যান্ড্রুক কিম্বা ঝিনু। যেখান থেকেই শুরু করেন, প্রথম দিন সাধারণত সবাই চমরং থাকে। ঘ্যান্ড্রুক থেকে চমরং প্রায় ৭ ঘন্টার ট্রেক, কিন্তু ঝিনু থেকে মাত্র ২/৩ ঘন্টা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এক্ষেত্রে চাইলে চমরং না থেকে কিছু এগিয়ে যেতে পারেন।
গাইড ছাড়াও যাওয়া সম্ভব, রাস্তা মূলত একটাই, আর প্রতিদিনই অন্য গ্রুপ পাবেন, তাদের সাথে গাইড থাকবে, এরকম একটা গ্রুপকে ফলো করলেই হবে।
তবে আমার ব্যক্তিগত পরামর্শ টীমের সবাই খুব স্ট্রং না হলে পোর্টার নিবেন ব্যাগের জন্য, ব্যাগ নিয়ে এই ট্রেক করা খুব কঠিন হবে, আমরা সবাই পোর্টার নিয়েছিলাম, পোর্টার খরচ প্রতিদিন ২০০০ রুপি, ১ জন পোর্টার দুইজনের ব্যাগ বহন করে, সুতরাং মাথাপিছু ১০০০ রুপি পরবে প্রতিদিন।
আপনারা পিক সীজনে যাচ্ছেন, থাকার জায়গা নিয়ে সমস্যা হতে পারে, পোর্টার বা গাইড নিলে ওরাই বুকিং করে রাখবে আগেভাগে। এটা একটা সুবিধা।
আর অবশ্যই শীত এবং বৃষ্টির ভাল প্রস্তুতি নিয়ে যাবেন। ভাল হাত মোজা খুব জরুরী, বাংলাদেশে না কিনে কাঠমুন্ডুতে কিনলে ভাল পাবেন।
হ্যাপি ট্রাভেলিং। 😊
@@aroundtheworldwithbadhon great Thank you
@@aroundtheworldwithbadhon Vai Depok k guide hisebe niyechi. Annapurna trekking er jonne koto din er jonne guide nibo? Gangruk kothay stay korbo? Pokhara theke jhinu jawar bus ache?
@@metalheadbd থাকার ব্যবস্থা দীপককেই করতে বলেন, ওর পরিচিত লজে থাকলেই ভাল হবে। আর গাইড আপনাদের ট্রেক করতে যে কয়দিন লাগবে সেই কয়দিনের জন্য। ঝিনু থেকে বাস সেভাবে দেখিনি। সবাইকে জিপ ইউজ করতে দেখছি, আপনারা কয়জন যাবেন? ৫/৬ জন হলে জিপ খুব বেশি খরচ হবে না।
@@aroundtheworldwithbadhon ami eka vai