Annapurna base camp Trek। আন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। how to go Annapurna base camp ।
Вставка
- Опубліковано 8 січ 2025
- অন্নপূর্ণা বেশ ক্যাম্প ট্রেকিং । Annapurna base camp Trek। Annapurna base camp Trek bangla।Nepal Trek।Abc trek november । how to go Annapurna base camp ।
14.11.23- মিথিলা এক্সপ্রেস (ব্যান্ডেল 4.45 pm)
15.11.23- 8.30 am raxual, টাঙ্গা কিংবা অটো নিয়ে বীরগঞ্জ বাজার,রাস্তায় 1 থেকে 1.5% কমিশন দিয়ে ক্যাশ টাকা বদলে নিতে হবে,অনেক টাকা বদলাবার লোক পাওয়া যাবে যারা টেবিল পেতে রাস্তায় বসে থাকে, পোখরা কাঠমান্ড বাস থেকে পোখরা যাবার বাস, ভাড়া 950 টাকা নেপালি,8 থেকে 9 ঘণ্টার লম্বা জার্নি,রাস্তার কাজ চলছে,খারাপ রাস্তা,প্রাইভেট গাড়ি 8 থেকে দশ হাজার,পোখরা বাস স্ট্যান্ড থেকে 400 নেপালি টাকায় মারুতি নিয়ে লেকসাইড হোটেল,1000 নেপালি রুপি থেকে 10000 নেপালি রুপি প্রচুর হোটেল
16.11.23 - পোখরা
17.11.23- পারমিশন করিয়ে(প্রতিজন 1000 টাকা নেপালি) গাড়ি বুকিং করে ঝিনু ব্রিজ,3 থেকে সাড়ে তিন ঘণ্টার রাস্তা, বলেরো গাড়ি ভাড়া 4500 হাজার নেপালি রুপি,
তিন থেকে চার ঘণ্টার ট্রেক করে চোমরং পৌঁছনো ওইদিনই
18.11.23- চোমরং থেকে বাম্বু ছয় থেকে আট ঘণ্টার ট্রেক
19.11.23- বাম্বু থেকে দেওড়ালি,,লম্বা রাস্তা সাত থেকে নয় ঘণ্টার রাস্তা
20.11.23 - দেওরালি থেকে অন্নপূর্ণা বেশ ক্যাম্প ছয় থেকে আট ঘণ্টার রাস্তা
21.11.23- বেশ ক্যাম্প থেকে হিমালয়া চার থেকে পাঁচ ঘণ্টা
22.11.23-হিমালয় থেকে পোখরা ভায়া চোমরং,,দশ ঘণ্টার রাস্তা,,কষ্টকর পথ,হাতে সময় থাকলে চোমরং থেকে যাওয়া ভালো কারণ আমরা যখন ব্রিজ পার হই তখন রাত হয়ে গিয়েছিল,,।কোনো গাড়ি পাওয়া যায় না সেই সময় নেহাৎ আমাদের গাড়ি বলা ছিল তাই অপেক্ষায় ছিলেন,,হোটেল ফিরতে রাত দশটা বেজে যায় পোকারায়
23.11.23 - পোখরা
24.11.23 - বীরগঞ্জ নাইট স্টে
25.11.23- রকসল থেকে সকালে ট্রেন পরের দিন সকালে বাড়ি
টু টায়ার ac তে যাতায়াত,স্ট্যান্ডার্ড হোটেল,জমিয়ে খাওয়া দাওয়া,ঘোড়া দুটো পোর্টার নিয়ে আমাদের ছয় জনের গ্রুপের খরচ,22000 টাকা প্রতিজন বাড়ি থেকে বাড়ি।
Purna joyarchen (পোখরা) 9779846042774
97761452807
চোমরং 🛏️ হোটেল
Excellent view top lodge & restaurant
Mikash gurung
9779856020909
97761620909
এর বাইরেও কিছু জিজ্ঞাসা থাকলে আমায় নির্দ্ধিধায় ফোন করুন
7890230896
আমার ফেসবুক লিংক
www.facebook.c...
পুরো ভিডিওটা বানাতে তিন্নির তোলা বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়েছি,, ও এইগুলি সেদিন তুলে না রাখলে আজ ভিডিও বানাতে পারতাম না,,।
গোমুখ তপোবন ট্রেকের লিংক দিয়ে রাখলাম
• গোমুখ তপোবন ট্রেক | Ga...